আমার মতে শারীরিক অসুস্থ থাকার সময় ট্টেড করা যায়। যদিও একটু বিপয্রয় থেকেই জাই, তবুও ট্টেড করা ভাল।
Printable View
আমার মতে শারীরিক অসুস্থ থাকার সময় ট্টেড করা যায়। যদিও একটু বিপয্রয় থেকেই জাই, তবুও ট্টেড করা ভাল।
অসুস্থ অবস্থায় ট্রেড না করা ভালো। এ অবস্থ্য ট্রেড করতে হলে আপনার কষ্ট হতে পারে। প্রয়জনে আপনাকে হয়ত ট্রেড করতে হয় কিন্তু এতে ভুল হওয়ার সম্ভানবনা ও ঝুকি বেশী থাকে। লাভ এর জায়গায় আপনার লস হওয়া বিচিত্র কিছু নয়।
অামি মনেকরি অসুস্ত অবস্থায় ফরেক্স করা যায় যদি মানোসিক অবস্থ ভালো থাকে তা না হলে না করাটাই ভালে অনেকেউ অসুস্ত অবস্থায় করে থাকে ৷
অসুস্থ অবস্থায় ট্রেড না করাই ভাল। অসুস্থ অবস্থায় ট্রেড করা হলে সে সময় ভুল হবার সম্ভাবনা বেশি থাকে। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য শারিরিক ও মানসিক ভাবে সুস্থ থাকা একান্ত প্রয়োজন। আমাদের শরির যদি কোন ভাবে অসুস্থ থাকে তখন কোন কাজই ঠিক মত করা যায়না। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য শান্ত মাথায় এনালাইসিস করতে হয়ে । সে জন্য সুস্থ থাকা একান্ত প্রয়োজন।
আমি আমার শরিল ভাল না থাকলে ট্রেড করা থেকে আমি আমাকে বিরত রাখি আর ট্রেড করা গুলো বন্ধ করার চেষ্টা করি যাতে করে লস কম হয় । শরিল যদি অসুষ্থা থাকে ট্রেড না করাই ভাল ।
ফরেক্স খুব জটিল একটি অনলাইন মার্কেটপ্লেস। ফরেক্সে খুব মনযোগ সহকারে কাজ করতে হয়। ফরেক্সে প্রতিটি ট্রেড খুব ভেবে চিন্তে অপেন এবং ক্লোজ করতে হয়। আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আপনার মনও ঠিক থাকেনা। তাই অসুস্থ অবস্থায় ট্রেড করা ঠিক না। ধন্যবাদ
আমি ফরেক্স মার্কেট আপনি অসুস্থ অবস্থায় ট্রেড করবেন না ।
কারন এই অসুস্থ অবস্থায় ট্রেড করলে আপনি আর ও লস করবেন ১০০%।
তাই আমি বলব আপনি অসুস্থ অবস্থায় ট্রেড করবেন না।
অসুস্থ অবস্থায় ট্রেড করা যায় যদি আপনি এনালাইসিস করতে পারেন, আমার মতে এ সময় ট্রেড করা উচিত না, কারন তখন মন মেজাজ সাধারণত খারাপ থাকে। আপনি যখন ট্রেড করবেন তখন আপনার সঠিক মোনভাব নিয়ে ট্রেড করতে হবে তাহলে সফল হতে পারবেন।
ফরেক্স ট্রেড সব সময়ই কম বেশি ঝুকি পুর্ন এবং চ্যালেনজিং তাই ফরেক্স ট্রেড করার জন্য শারিরীক ভাবে এবং মানসিক ভাবে সুস্থ থাকাটা একান্ত আবশ্যক তাই কোন ভাবেই অসুস্থ অবস্থায় ফরেক্স ট্রেড করা উচিত নয় কারন এত আপনার লস করার ঝুকি থাকে। ধন্যবাদ।
আমি মসে করি ফরেক্ম করার জ্ন্য সুস্খ অসুস্থতাই কিছু জাই আসে না,কারন আমি ফরেক্স করে বুঝেছি।কি ভাবে করতে হয়।ঘরে বসে আপনি ফরেক্স করবেন আপনার সরিরে কোন প্রভাব পরবে না।