-
আমি ফরেক্স মার্কেট এ রিয়েল এখনো লাভ করতে পারি নি। তবে আমি ডেমোতে অনেক লাভ করেছি। আমি প্রত্যেকটা ট্টেডে 20% করে লাভ করেছি আবার কিছু সময়তে লস ও করেছি। আমার এখন লসের দিকটা অনেক কম হবে কারন আমি ডেমোতে অনেকটা ক্লিয়ার হয়ে গেছি যে কীভাবে ফরেক্স থেকে লাভ করা যাবে।
-
আমি একজন নতুন ট্রেডার যার কারণে ফরেক্স মার্কেটে আমি অনেক বেশি অজ্ঞ । যদিও রিয়েল একাউন্ট ওপেন করেছি তবে এখনো রিয়েল ট্রেডিং শুরু করিনি । কারণ আমার ফরেক্স জ্ঞানের এবং মূলধনকে যথর্থভাবে ম্যানেজমেন্ট করার জন্য পর্যপ্ত জ্ঞানের অভাব রয়েছে । তাই আমাকে প্র্রথমে ফরেক্স এর উপর ভালভাবে জ্ঞান অর্জন ও ট্রেডিং করার বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে যা আসি বর্তমানে করছি ডেমো একাউন্ট এর মাধ্যমে ।
-
আমি এখনো পর্যন্ত ৬০০ ডলার লসে আছি।তবে আমি আশা করছি যে সামনের মাস থেকে আয় করতে পারব।ফরেক্স মার্কেটে আমি মনে করি যে বেশি লস করবে সে তত বেশি শিখতে পারবে।কিন্তু আপনি যদি লসের কারন খুজে বের করতে না পারেন তাহলে মার্কেট এ দক্ষ হতে পারবেন না।
-
ট্রেড এর রপ্তহম থেকেই লস ও প্রফিট সমান ভাবে করে আসছিলাম তবে আজ একাউন্ট প্রায় শেষ একুইটি আর সাপর্ট করছে না ।ট্রেড এর বধহয় শেষ পর্যায়ে এশে গেছি।ব্যালেন্স ছিলো ৯৫ ২ দিন ধরে ট্রেড চলছে আজ ১৫ সেকেন্ড এর ধাক্কায় এখন ২২ দলারে দারিয়েছে।
-
ফরেক্স খুবই লাভজনক একটি বিনিয়োগ মাধ্যম । ফরেক্সের মাধ্যমে আমরা অনেক মুনাফা অর্জন করতে পারি । কিন্তু ফরেক্সে মুনাফা অর্জন করতে হলে ও ফরেক্সে অনেক দিন টিকে থেকে একটি ধারাবাহিক আয়ের ধারা অব্যাহত রাখতে হলে আমাদের ফরেক্স সম্পর্কে অনেক পড়াশোনা করতে হবে ও ফরেক্স ডেমো একাউন্ট এ প্রচুর অনুশীলন করতে হবে । নিজেদেরকে একজন দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তুলতে পারলে আমাদের ফরেক্স থেকে আয় করে সাবলম্বী হয় সম্ভব ।
-
সত্যি বলতে আমি এখনও ফরেক্স ট্রেডিং এ লাভ করতে পারিনি । যদিও এর মধ্যে দুইবার উইথড্র দিয়েছি । তারপরও আমার লাভ লস মিলিয়ে আমার লসই হয়েছে । তবে লসের পরিমান খুব বেশি নয় । আশা করি খুব তাড়াতাড়ি লস কাটিয়ে লাভের মুখ দেখতে পারবে ইনশাল্লাহ । প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমানে মুনাফা অর্জন করার ইচ্ছে রয়েছে । দেখা যাক পারি কিনা ।
-
ফরেক্স মার্কেট হল এক প্রকার ব্যবসা আর ব্যবসার কারনে এখানে লাভ ও লস দুটিই হয়ে থাকে । ফরেক্স মার্কেটে লস করে নাই বা লসের সম্মূখীন হয় নাই এ রকম ট্রেডার খুঁজে পাওয়া যাবে না কারন এ মার্কেটে প্রত্যেক নতুন ট্রেডার লস করে। ফরেক্স থেকে প্রায় নতুন ও পুরাতন সকল ট্রেডাররা লস করে তবে নতুনদের তুলনায় পুরাতন ট্রডাররা লস করে অনেক কম। সে দিক থেকে আমি ফরেক্স মার্কেটে বেশ পুরানো তাই আমার লসের পরিমান অনেক কম। বর্তমানে আমি লসে আছি।
-
ভাই আমিও লসে আছি কিন্তু কি করব ফরেক্স যে আমাকে গিলেছে ছাড়তে পারছি না। কারন মাঝে মাঝে লাভের মুখ দেখি আবার চলে যায়। এভাবে যে কত দিন লাগবে জানি না। তবে এখন একটি ছোট স্টাজেডি তৈরী করতে যাচ্ছি দোয়া করবেন সবাই আমার জন্য পারি যেন। 3 সপ্তাহে ভাল ফল পেয়ে গেছি।
-
ব্যক্তিগতভাবে আমি আজ পর্যন্ত আমি ফরেক্সে এখনো কোন ধরনের লাভ উত্তলোন করতে পারিনি । কেননা আমি একজন নতুন ফরেক্স ব্যবসায়ী । আর সে হিসেবে আমি এখনো ফরেক্স সম্পূর্ণরুপে আয়ত্তে নিয়ে আসার জন্য ডেমোতে চর্চা করছি । তবে ডেমোতে প্রায় সময় আমি লস করি । কেননা শুরুতে আমি লাভ লসের কথা চিন্তা না করে ভালভাবে ফরেক্স শিখার উপর গুরুত্ব দিচ্ছি । আর নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে কোন ধরনের প্রফিটের অভাব হবে না ।
-
আমি ফরেক্স থেকে লাভই করেছি আমি ফরেক্স এ কাজ করছি ২ মাস হবে আর এই ২ মাস এ আমি ফরেক্স থেকে আয় করেছি ২০-২৫ ডলার। আমি এখন ছোট ট্রেড করি আমার ইচ্ছা আছে আমি ফরেক্স এ বোড় ট্রেড করব তবে তার জন্য সময় লাগবে আমি আশা করি যে আমি ফরেক্স এ বড় ট্রেড করলে অনেক বেশি আয় করতে পারব।