-
বৃদ্ধ বয়সে ফরেক্স মার্কেটের ব্যবসা করা যায়। ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা থাকলে যেকোন বয়সে ফরেক্স মার্কেটের ব্যবসা করা যায়। বৃদ্ধ বয়সে অনেক সময় অবসর থাকে তাই এই সময় এই ব্যবসা করা যায়। ফরেক্স সম্পর্কে ভাল ধারনা থাকলে বৃদ্ধ বয়সে ফরেক্স মার্কেটের ব্যবসা করে অনেক প্রফিট আয় করা যায়। ফরেক্স মার্কেটে মাত্র ২-৩ ঘন্টা ট্রেড করে প্রফিট করা সম্ভব।
-
বয়স কোন ব্যাপার না যদি আপনার মনে ইচ্ছা শক্তি থাকে। ফরেক্স এ ইচ্ছা শক্তিই আসল। ধৈর্য্য শক্তি নিয়ে ট্রেড করলে আপনি যে কোন বয়সেই ট্রেড করে সফল হতে পারবেন। ফরেক্স এ সফলতার জন্য আপনার দরকার মার্কেট এ্যানালাইসিস করা। সফলতার জন্য কোন বয়সের দরকার হয় না। আপনি যে কোন বয়সেই ফরেক্স শিখতে পারেন।
-
আমি মনে করি, আমি যখন কোন চাকুরী থেকে বৃদ্ধ বসে রিটায়ার্ড করব বা শেষ জীবনে আয়ের উৎস খুজব তখন আমাকে যেন অন্য কারও মুখাপেক্ষী না হতে হয়। আর যদি আমি সাকসেসফুল ট্রেডার হই তাহলে এই অভিজ্ঞতার অভ্যাসটুকু ওই বৃদ্ধ বয়সেও কাজে দেবে। স্মরণ শক্তি কমে যেতেই পারে, কিন্তু বর্তমানের চিন্তা এইটা। আর যারা বৃদ্ধ কিন্তু কর্মক্ষ্ম আছেন তারাও ফরেক্সে আসতে পারে বলে আমার ধারনা।
-
ফরেক্স মার্কেট এ বৃদ্ধ , জোয়ান , ছেলে , মেয়ের কোন কথা নাই । সবাই ইচ্ছা করলে ফরেক্স এ অংশ নিয়ে যেকোন অবস্থাতেই ফরেক্স এ ট্রেড করতে পারবেন । ফরেক্স মার্কেট এ ব্যবসা করতে হলে যেকোন একটি এ্যান্ডুয়েট ফোন , ল্যাপটপ বা কম্পিউটার হলেই চলে । যেকোন অবস্থানে থেকেই আপনি ফরেক্স এ ট্রেড করতে পারেন । ফরেক্স এ বয়সের ভিত্তিতে ট্রেড করা হয় না । যার যত বেশি জ্ঞান ধারণা বেশি থাকবে ফরেক্স সম্পর্কে তারাই ফরেক্স এ ভালো ট্রেড করতে পারবে । তাই বলা যায় বৃদ্ধ বয়সেও ফরেক্স এ ট্রেড করা যায় ।
-
আমার মতে বূদ্ধ বয়সে ফরেক্স ট্রেড না করাই ভালো। কারন ফরেক্স ট্রেড করতে হলে লাগে স্বরনশক্তি বূদ্ধি আর এনালাইস করার ক্ষমতা। কিন্তু মানুষ বূদ্ধ হয়ে গেলে তার স্বরনশক্তি ক্ষমতা কমে যায়। কিন্তু ফরেক্স মার্কেট এ সঠিক ভাবে এনালাইস এর মাধ্যমে এখান থেকে মানুষ প্রফিট করে। তাই আমি বলবো ফরেক্স মার্কেট বূদ্ধদের জন্য উত্তম না। বূদ্ধ বয়সে ফরেক্স ট্রেড না করাই ভালো।
-
ফরেক্স একটা বৈদেশি মূদ্রা বাজার এখানে সকলেই ব্যবসা করতে পারেন।সবল পেশার সকল বয়সের মানুষ এই ফরেক্স ব্যবসা করতে পারেন।তার জন্য দরকার শুধু একটু জ্ঞান আর অভিজ্ঞতা তাহলেই আপনি আশা করতে পারেন যে আপনি বৃদ্ব বয়সে ফরেক্স ট্রেড করে লাভ করতে পারবেন।তবে বৃদ্ব বয়সে অনেক পরিশ্রম করাযায়না এবং তেমন জ্ঞান তেমন কাজে লাগাতে পারেনা।তবে আমার মনে হয় বৃদ্ব বয়সে ট্রেড না করাটাই উচিৎ।ধন্যবাদ
-
আমি জানিনা বৃদ্ধ বয়সে ট্রেড করা ভাল নাকি খারাপ ,আমি জানি ট্রেড সবার জন্য সমান সে বৃদ্ধ হউক কিনবা যুবক হউক ,ট্রেড করতে কোন বয়স লাগেনা যে কোন বয়সের লোকেরা ট্রেড করতে পারে ফরেক্স মার্কেটে ,কারন ফরেক্স এমন একটা ট্রেডিং যেকানে ছোট বড় সবাই ট্রেড করতে পারে।
-
ফরেক্স ব্যবসা সবার জন্য, বৃদ্ধ বয়সেও ফরেক্স ট্রেড করা যায়।এখানে আগ্রহটা প্রধান বিষয়, বৃদ্ধ বয়সে সাধারণত অবসর সময় থাকে বেশি, তখন বসে বসে ফরেক্সে সময় ব্যয় করা যেতে পারে।এতে আর্থিক কিছু আয়ের সাথে সাথে সময়টাও পার হয়ে যায়।তবে আগ্রহ থাকলে বৃদ্ধ বয়সেও ফরেক্স করা যায় এতে কোন সন্দেহ নেই।
-
আমার মতে বৃদ্ধ বয়সে ফরেক্স ট্রেডিং না করাই ভালো। কারন ফরেক্স ট্রেডিং ব্যবসায় অনেককিছু মনে রাখতে হবে এবং সর্বদায় সেগুলো প্রয়োগ করতে হবে অন্যথায় লস হওয়ার সম্ভবনা বেশি থাকে।কিন্তু স্বাভাবিক ভাবেই মানুষ বৃদ্ধ হলে স্মরনশক্তি কমে যায় এবং চোখেও কম দেখে। এজন্য আমার মতে বৃদ্ধ বয়সে ফরেক্স ট্রেডিং না করাই ভালো।
-
বৃদ্ধ বয়সে ফরেক্স ব্যবসাতো সব চাইতে একটা উত্তম সময় । এর কারণ হল বৃদ্ধ বয়সে তো তারা কোন কাজ করে না । যদি আল্লাহপাক বৃদ্ধ মানুষকে চোখের দৃষ্টি ভালো রাখে , মেধাকে ঠিক রাখে অবশ্যই সে বৃদ্ধ বয়সেও সে ফরেক্সে ব্যবসা করে সর্বদা নিজে নিজের রোজগার করে খেতে কোন প্রকার সমস্যা হবে না ।
-
ফরেক্স একটি মুক্ত ও স্বাধীন ব্যবসা। যেকোনো বয়সের মানুষ এই ব্যবসা করতে পারেন। আপনি বৃদ্ধ হলেও ফরেক্সে ব্যবসা করতে আপনার কোনো বাধ্যবাধকতা নেই। কারন এটা স্কিল নির্ভর একটা পেশা। বৃদ্ধ বয়সে আপনি যদি স্কিল দেখাতে পারেন তবে ফরেক্সে ব্যবসা করতে আপনার কোনো বাধা নেই। তাছাড়া বৃদ্ধ বয়সে অনেক অবসর সময়ও পাওয়া যায়।
-
আমার মতে বৃদ্ধ বয়সে ফরেক্স ট্রেডিং না করাই উত্তম কারন ফরেক্স ট্রেডিং এ মানসিক টেনশন অনেক বেশি যা বৃদ্ধ বয়সের জন্য অত্যন্ত ক্ষতিকর । তবে যারা শারিরিকভাবে সুস্থ তারা ফরেক্স ট্রেডিং করতে পারে । তাদের জন্য কোন সমস্যা নেই ।
-
একজন ফরেক্স ট্রেডার ট্রেড করতে করতে যদি বৃদ্ধ হন তাহলে তিনি আমাদের গুরুজি হতে পারেন। তার কাছ থেকে আমরা কোন ভুল কিছু পাব বলে মনে করি না। একজন লোক যদি বৃদ্ধ বয়সে ট্রেড শিখতে আসেন তাহলে আমি বলব কিছু কিছু জিনিস শেখার জন্য পারফেক্ট একটি বয়স লাগে। যেমন আপনি Msc. পাশ করে কখনো নৌবাহিনীর অফিসার হতে পারবেন না। কিন্তু H.S.C. পাশ করে সেখানে যেতে পারবেন।
-
একজন বৃদ্ধ বয়সে ফরেক্স ট্রেড করতে পারে তবে আমার মতে ঠিক না কারন যখন সে বৃদধ হয়ে যায় তখন তার অনেক পরিবর্তন আসে পাশাপাশি বুদ্ধি লোফ পায় ফরেক্স ট্রেড করলে লসের সম্ভবনা বেশি থাকে । ট্রেড করতে হলে অনেক কিছু বিবেচনা করে ট্রেড করতে হয় যা বৃদ্ধদের পক্ষে সম্ভব না
-
ফরেক্স ট্রেড বৃদ্ধ জুয়ান তরুন তরুনী সবাই করতে পারে। ফরেক্স ট্রেড সম্পর্কে যদি ভাল দক্ষতা থাকে তাহলে আমি মনে করি একজন বৃদ্ধ ট্রেডার একজন তরুন ট্রেডাররে ছেয়ে ভাল ট্রেড করতে পারবে। তাই ফরেক্স বৃদ্ধরাও করতে পারে।
-
আমি সহমত এই ব্যপারে। কেননা সব কিছু সব বয়সের জন্য নয়। আর যেহেতু এটা একটা ব্যবসা এবং এই খানে যথেষ্ট সময় দিতে হয় যা একজন্ বৃদ্ধ মানুষের পক্ষে সম্ভব নাও হতে পারে। তদুপরি একজন বৃদ্ধ মানুষের স্মরণ শক্তি এবং বিচার করার ক্ষমতাও লোপ পায়। তাই আমার মনে হয় এটা কোন ভাবেই উচিত হবে না একজন বৃদ্ধ বয়সের মানুষের জন্য ফরেক্স মার্কেট এ প্রবেশ করার।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য যুবক বয়স অনেক ভাল বলে মনে হয়,কিন্তু বৃদ্ধ বয়সে এই ব্যাবসা না করায় অনেক ভাল,করন ফরেক্স মার্কেট এ অনেক বিষয় মনে রাখতে হয়,বয়স বেড়ে গেলে অনেক কিছুই মনে থাকে না তাই ট্রেডিং না করায় ভাল।
-
বৃদ্ধ বয়সে আর চাংরা বয়সে ফরেক্স জানলে সবাই সব বয়সে ট্রেড করতে পারবে। আমরা সবাই ধৈর্য সহ কারে ট্রেড করতে চেস্টা করব। আপনারা কি রকম করে
ট্রেড করেন? কি রকম করে ট্রেড করলে আমাদের কোম লস যেতে পারে।
-
ফরেক্সে কাজ কারার জন্য আপনাকে অনেক বেশি দক্ষ হতে হবে । তাহলেই আপনি ফরেক্স মার্কেট নিয়ে কাজ করতে পারবেন । ফরেক্স করার জন্য আপনার বয়সের কোন ধরনের সমস্যা হয় না কারন যেকোন বয়সের মানুষই ফরেক্স করতে পারে।
-
আসলে ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেটা কোন ধরনের লিঙ্গ বৈষম্য কিংবা ভেদাভেদ নির্ধারণ করে না । আর মানুষ বৃদ্ধ হলেও ফরেক্স করতে পারে বলেই আমি মনে করি । কারণ একজন মানুষ শারিরীকভাবে বৃদ্ধ হলেও সে কোনভাবেই মানষিকভাবে বৃদ্ধ হতে পারে না । কেননা একজন মানুষ তখনই বৃদ্ধ অবস্থায় ট্রেড করবে যখন সে অনেক আগে থেকে ট্রেড করতে আসে, আর তার কাছে অনেক বেশি অভিজ্ঞতা থাকে । আর সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে তারা অনেক বেশি ভাল করে আয় করে ।
-
ফরেক্স মার্কেট এ আপনি যে কোন বয়স বা যে কোন সময় ট্রেড করতে পারবেন।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কোন বয়স এর হতে হয় না।আপনি যে বয়স এর হন্না কেন আপনি চাইলে আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবেন।আপনি যদি ছাত্র হন তাহলে আপনি আপনার পড়ালেখার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবেন।ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে ট্রেড করার জন্য কোন ধনী গরিব হতে হয় না কোন বয়স এর হতে হয় না।তাই এখানে সবায় ট্রেড করতে পারে।
-
আমার মনে হয় বৃদ্ধ বয়সে ট্রেড করাটা বৃদ্ধদের জন্য একটি ভালো আয় এর মাধ্যম.কারণ বৃদ্ধ বয়সে মানুষ কায়িক শ্রম জনিত উপ্পার্জন করতে পারেনা.তার ফলে তারা উপ্পার্জনক্ষম হতে পারেনা.কিন্তু ফরেক্স এ ঘরে বসে আয় করা যায় বিধায় এইটি বৃদ্ধদের জন্য উত্তম আয় এর মাধ্যম.ফলে তারা বৃদ্ধ বয়সে ও আয় করতে পারে এবং কারো বোঝা হিসেবে জীবন যাপন করেনা.
-
আমি জানি যে,ফরেক্স ট্রডে করতে কোন বয়স লাগে না যে কেউ ফরেক্স ট্রেড করা অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স ট্রেড করতে পারে তাই একজন বৃদ্ধ বয়সে ফরেক্স ট্রেড করতে পারে তবে আমার মতে ঠিক না কারন যখন সে বৃদধ হয়ে যায় তখন তার অনেক পরিবর্তন আসে পাশাপাশি বুদ্ধি লোফ পায় তাই করা ঠিক না তারা ফরেক্স ট্রেড করলে লসের সম্ভবনা বেশি থাকে ।
-
বৃদ্ধ বয়সে ফরেক্স ট্রেড করা যাবে। আপনি যদি কাজ করতে অক্ষ্অম হোন তাহলে না করাই ভালো। আর ফরেক্স করতে আপনাকে তেমন পরিশ্রম করতে হবে না। ফরেক্স ঘরে বসে করা যায় এটাই হচ্ছে বড় সুবিধা। যে কোন বয়সের লোক ফরেক্স করতে পারে।
-
ফরেক্স বিজনেস সম্পূর্ণভাবেই স্বাধীন ও সকলের জন্য উন্মুক্ত একটি পেশা। এই পেশায় যোগ দিতে নির্দিষ্ট কোন বয়স লাগে না। সকল বয়সের মানুষ এই পেশায় যোগ দিতে পারেন। ফরেক্স বিজনেস অনলাইন ভিত্তিক একটি বিজনেস। নিজের ঘরে বসেই শুধুমাত্র একটি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগের মাধ্যমেই এই মার্কেটে ট্রেডিং করা যায়।
-
বৃদ্ধ বয়সে ট্রেড করা যায়। যে শিক্ষিত যার ক্ষান আছে এবং যে ফরেক্স এ বেশি দক্ষ সেই ফরেক্স করতে পারবে।আমি ১৮ মাস ধরে এই ব্যাবশার সাথে জড়িত, আসলে অভিজ্ঞতা ফরেক্স মার্কেট এ খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, অভিজ্ঞতা এমন এক জিনিস যেটা আপাঙ্কে কষ্ট করে অর্জন করে নিতে হবে। একজন অভিজ্ঞ ত্রেদার জানে যে মার্কেট এর কখন কোন সময় তার ট্রেড করা উচিত আর কোন সময় নয়। আমি ফরেক্স শুরু করেছি বেশী দিন হয়নি । তবে এই কয়দিনে ফরেক্স আমাকে একটা অন্যরকম আনন্দ দিয়ে যাচ্ছে।
-
অভিজ্ঞতা থাকলে বৃদ্ধ বয়সেও আপনি ফরেক্সের ব্যাবসা করতে পারেন। বৃদ্ধ বয়সে মানুষ যদি ঘরে বসে অতিরিক্ত কিছু আয় করতে পারে তাহলে খুবই ভাল কথা।তাই আমি বলবো বৃদ্ধ বয়সে ট্রেড করলে সমস্যা নেই,,,,।
-
বৃদ্ধ বয়সে ফরেক্স ট্রেড আমিও সমর্থন করি না। তবে যাদের বৃদ্ধ বয়সে তেমন কোন কাজ থাকে না তখন তারা যারা নতুন ফরেক্স ট্রেডার তাদের সাহায্য করতে পারেন আর পরিবারের অন্য সদস্যদের ফরেক্স শিখাতে পারেন। আমিও নিজে যখন বৃদ্ধ হবো তখন পরিবারের অন্য সদস্যদের ফরেক্স শিখাবো। আর একটা কাজ করতে পারি আর তাহলো একটা ফরেক্স ট্রেডিং সেন্টার দিতে পারি।
-
ভাল অভিজ্ঞতা সম্পন্ন লোকেরা বৃদ্ধ হয়ে গেলেও ট্রেডিং অভ্যাহত রাখতে পারবেন। কারন যারা ফরেক্স এ অভিজ্ঞ তাদের বৃদ্ধ হয়ে গেলেও কোন অসুবিধা হওয়ার কথানা। তবে বৃদ্ধ বয়সে ফরেক্স শিখে ট্রেড করা ঠিক হবেনা।যদি যুবক বয়সে অভিজ্ঞ ট্রেডান হন তবে ট্রেড করা উচিত হবে।
-
ফরেক্স করা জন্যে নিদিষ্ট কোন বয়স লাগেনা । আপনি যেকোন বয়সে ফরেক্স করতে পারবেন । তবে যেটা মনে রাখিার বিষয় হলো সেটা হলো আপনি বৃদ্ধ বয়সে ফরেক্স কতটুকু মনে রাখেতে পারলেন সেটা । কেননা বৃদ্ধ বয়সে আপনার দক্ষতা কাজে লাগানো ক্ষমতা প্রপারলি কাজ নাও করতে পারে ।
-
ফরেক্স মার্কেটে আমি মনে করি আপনি সব বয়সে করতে পারবেন কারন আপনি যখন বুড়ো হবেন তখন আপনি ফরেক্স মার্কেট কে আরো বেশি সময় দিতে পারবেন আর আপনি অনেক বেয়াহি অবিজ্ঞ হতে পারবে আর ফরেক্স মার্কেটে অবিজ্ঞ ট্রেডাররা অনেক ভাল করতে পারে বলে আমি মনেবকরি।
-
আমি আপনার সাথে একমত না।।আর আপনি পুরোপুরি স্পষ্ট করে বলেন নি আপনি ঠিক কোন বয়স টিকে বৃদ্ধ হিসাবে ধরেছেন।আমার মতে ৭০ বছরের একজন মানুষ খুব ভালোভাবে ফরেক্স ট্রেড করতে পারে।আর ফরেক্স ট্রেড এ মনে রাখার থেকেও অভিজ্ঞতা বেশি জরুরি এবং একজন বৃদ্ধ মানুষ সব থেকে বেশি অভিজ্ঞ।
-
ফরেক্স এ কাজ করতে কোন বয়স লাগে না। ফরেক্স মার্কেট সম্পর্কে ভালে জানা থাকলে কাজ করা যায়। বৃদ্ধ বয়সে শুধু ঘরে বসে থাকতে হয় যদি তারা ফরেক্স সম্পর্কে বুজে টেড করে তাহলে তাদের সময় ও ভালে
কাটবে সাতে ঘরে বসে ভালে ইনকাম ও হবে।
-
আমি মনে করি ফরেক্স কাজ করতে আপনার প্রয়োজন জ্ঞান, অবিজ্ঞ, এবং দক্ষতা এসব জিনিস থাকলে আপনি যখন তখন কাজ করতে পারবেন। আপনি বৃদ্ধ হন আর যুবক হন কোন তফাত নাই। তবে আপনার যদি বেশি বয়স হয় যেমন মনে করেন অনেক বৃদ্ধ লোক আছে যারা নিজের জ্ঞান শক্তি হারিয়ে ফেলে তারা পরেক্স থেকে দুরে থাকাই উত্তম। কারন ফরেক্স কাজ করতে হলে আপনাকে অনেক ধৈর্য থাকতে হবে কিন্তু অনেক বৃদ্ধ আচেন যারা ধৈর্য ধরে থাকতে পারেনা।
-
এ সময়ে নিজের অভিঙ্গতাটাকে কাজে লাগিয়ে একটা অটোট্রেডিং একাউন্ট করে নিলে আমার মতে ভাল হয়।কারণ আমাদের অভিঙ্গতা যখন ভাল থাকবে তখন আমরা অভশ্যই প্রফিট করতে পারব।আর এক্ষেত্রে অটোট্রেডিং একাউন্ট ভাল কাজ করবে।সেজন্য আমরা এধরণের একাউন্টগুলোকে কাজে লাগাতে পারি।যেখান থেকে ভাল প্রফিট হবে।
-
বৃদ্ধ বয়সে এসে কেউ নতুন করে ফরেক্স শিখলে সে ক্ষেত্রে শিখতে অনেক সমস্য হবে যা সাপোর্ট করা যায় না । তবে আমি মনে করি যে যদি কেউ তরুণ বয়স কিংবা যৌ্বন বয়সে ফরেক্স করতে করতে অভ্যস্ত হয় আর অনেক বেশি অভিজ্ঞ হয়ে যায় তবে অবশ্যই তিনি বৃদ্ধ বয়সেও ভালো ট্রেড করতে পারবেন তার সারা জীবনের অর্জিত অভিজ্ঞতা দ্বারা । এতে তিনি অবশ্যেই ভাল করতে পারবেন ।
-
আসলে ফরেক্স ট্রেডিংয়ের জন্য নিদিষ্ট কোন বয়সসীমা নেই কোন কবয়সের মানুষই ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে ফরেক্স থেকে আয় করতে পারবে তবে সবকিছুর আগে তাকে অবশ্যই ফরেক্স ট্রেডিংয়ে পারদর্শিতা লাভ করতে হবে অর্থাত ভাল করে ফরেক্স ট্রেডিংয়ের প্রতিটি বিষয় রপ্ত করতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অর্থ ও মেধা দুটো জিনিস প্রয়োজন । বৃদ্ধ বয়সে ফরেক্স করা কেন যাবেনা ? একজন শিক্ষিত ব্যবসায়ী কি বৃদ্ধ হলে কি তার ব্যবসায় বন্ধ করে দেয়? ফরেক্স মার্কেট হচ্ছে কৌশলগত একটা ব্যবসা প্রতিষ্টান ,যেখানে আপনিম যখন খুশি যতদিন খুশি এই ব্যবসায় পরিচালনা করতে পারেন । উন্নত বিশ্বে অনেক অনেক অবসরপ্রাপ্ত বৃদ্ধই রয়েছেন যারা ঘরে বসেই এই মার্কেটে ট্রেড পরিচালনা করে থাকেন ।
-
ফরেক্স ট্রেডিং যেকোনো লোক যেকোনো বয়সেই করতে পারেন তবে আমি মনে করি বিদ্ধ বয়সে মানুষের বুদ্ধি অনেকটাই লোভ পেয়ে যায় জীবনের শত কষ্টে ক্লান্তি এই সময়টায় নেমে আসে ফলে ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে ট্রেড করা অনেকটাই কষ্ট সাধ্য বিষয় হয়ে দাড়ায়।
-
যে বৃদ্ধ হয়েছে সে ফরেক্স করতে করতে বৃদ্ধ হয়েছে। বেচে থাকার জন্য সবাই কোন না কোন একটা কর্ম করে যায় । ফরেক্স করতে শারিরীক পরিশ্রম লাগে না্ । ঘরে বসে চা পেপার পড়তে পড়তে করা যায় । আমারা বৃদ্ধ শক্তিকে কাজে লাগাতে পারি ফরেক্স এর মাধ্যমে।