-
ফরেক্স নিয়ে সব সময় আমার মাথায় চিন্তা হয়। ফরেক্স আমার জিবনে এখন একটা বড় লক্ষ্য হিসেবে কাজ করছে। আর ফরেক্স করা খুব কঠিন। তাই ফরেক্স ট্রেড এ লস এ থাকলে চিন্তা আরো বেশি কাজ করে। আর ট্রেড লাভে থাকলে চিন্তা কম হয়। কারন ফরেক্স এ লস হলে রিয়েল ডলার নস্ট হয় লাইভ ট্রেড এ।
-
ফরেক্স নিয়ে আমি বেশি চিন্তিত নয়। এখান থেকে যদি আমি আমার লোভ কন্ট্রোলে রেখে দিনে ৫ থেকে ১০ ডলার আয় করতে পারি তাতেই আমি মনে করি ভালো। তবে অনেক সময় ট্রেড এর বেলায় নিজেকে চিন্তিত মনে হয়। কিবা যখন ভুল করে ফেলি তখন। তবে ফরেক্স এর উপর এত টুকু আশা রাখতে পারি যে, তা দিয়ে জীবনে অনেক উপরে যেতে পারব। এতে দরকার আমার পরিশ্রম, ধৈর্য, আর ফরেক্স নিয়ে সুচিন্তা।
-
আমি যখন প্রথম এই ফরেক্স সর্ম্পকে জানতে পারলাম তখন চিন্তা করতাম যে আসলেই কি এভাবে আ্য় করা সম্ভব তার পর আমি ফরেক্স শেখা শুরু করি এবং প্রথম কদিন আমার লস হতে থাকে এবং আমি চিন্তিত হয়ে পরি । কিন্তু এখন আমি অনেক আত্ববিশ্বাসি হয়ে গেছি এবং এখন আমি আার কোন চিন্তা করি না ফরেক্স নিয়ে।
-
ফরেক্স নিয়ে ছিন্তার কোন কারন নেই । যদি ভাল করে লখহ করেন তবে বিবিছি cnn আর মত বড় তিভি ছানেল গুলতে ফরেক্স নিউজ নিয়া আলছনা করা হয় । তাই এই মার্কেট সারা জীবন থাকবে । আমাদেরকে ধকা দিয়া ছলে যাবে না । আর আপনি যদি আপনার ত্রাদে নিয়া ছিন্তিত থাকেন তবে অভিজ্ঞ কোন ত্রাদের আর সাথে জগাজগ করুন বা ফরেক্স শিক্ষার উপর জর দিন ।
-
হ্যা বন্ধু আমিও আপনার সাথে বলতে চায় ফরেক্স নিয়ে চিন্তার কোন কারন নেই, কারন ফরেক্স ট্রেডিং হল অনলাইনে বৈদেশিক মুদ্রা কেনা বেচা করার একটি ব্যবসা যা অন্য কোন অনলাইন ব্যবসার মত হঠাৎ করে হারিয়ে যাবেনা তাই আপনি যদি ফরেক্স ট্রেডিংয়ের ব্যাপারে সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারেন তবে আপনি ফরেক্সে সফল একজন ট্রেডার হতে পারবেন আশাকরি। ধন্যবাদ।
-
আসলে ফোরেক্স নিয়ে চিন্তার কোন কারন নেই। এটি একটি ব্যাবসা আর ব্যাবসা যদি সঠিক নিয়ম কানুন মেনে করা যায় তবে তার সফলতা অবশ্যই আসবে। আর ঠিক সেরকমই ফোরেক্স মার্কেটে যদি সঠিক অ্যানালাই সিস এর মাধ্যমে ট্রেড করা যায় তবে নাকে তেল দিয়ে ঘুমানো কোন ব্যাপারই না। তাই এটা নিয়ে অতিরিক্ত ভেবে ঘব নষ্ট করার কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।
-
হ্যা আমি ফরেক্স নিয়ে খুবই চিন্তিত।প্রথম যেদিন ট্রেডিং করলাম ফরেক্স সেদিন অনেক সহজ মনে হয়েছিল।এক বড় ভাই আমাকে বলেছিল তুমি প্রথমে লাভ করলে কিন্তু প্রতিটি ট্রেডে এভাবে লাভ করতে হলে প্রচুর ধৈর্য্য ওপরিশ্রম করতে হবে।আমি তার কথা তোয়াক্কা না করে বলেছিলাম আমি অবশ্যই সবকিছুই করতে পারবো।কিন্তু এখন মাঝপথে এসে এগুলো নিয়ে চিন্তায় রয়েছি।তবে এখনও চেষ্টা করে যাচ্ছি।দেখি কতদিন টিকি।
-
ফরেক্স নিয়ে আমি কেন চিন্তিত করব!!? ফরেক্স হল একটি আন্তঃজাতিক মুদ্রা কেনা বেচার জায়গা। এই খানে চিন্তা করার কিছু নাই। শুধু বুঝে শুনে ট্রেড করল্লেই লস না হয়ে লাভ হবে। আমি চিন্তিত কিভাবে আমি ভাল ট্রেডার হতে পারব শুধু এটাই
-
আমি একজন ভালো ফরেক্স ট্রেডার হতে চাই কিন্তু সমস্যা হল ফরেক্স শিখার জন্য ভালো কোন প্রতিষ্ঠান নেই,যারা অভিজ্ঞ ট্রেডার তারা তাদের ট্রেড নিয়ে বাস্ত কিভাবে শিখবো এনিয়ে কিছুটা টেনশনে ছিলাম কিন্তু ফরেক্স বাংলা ফোরাম থেকে অনেক হেল্প পাচ্ছি আশা করছি অচিরেই রিয়েল ট্রেড শুরু করব, আর ফরেক্স এ ট্রেড করতে হলে অবশ্যই দক্ষ হতে হবে।
-
আমি ফরেক্স নিয়ে চিন্তিত না । মানুষের ইচ্ছা শক্তি থাকতে সব করা সম্ভব । আপনার যদি ফরেক্স মার্কেট থেকে মুনাফা আয় করার ইচ্ছা থাকে তাহলে আপনার প্রচুর ইচ্ছা থাকতে হবে । এই আন্তর্জাতিক মুদ্রা কেনা বেচার ব্যবসা সকলের করার অধিকার রয়েছে । এই ফরেক্স মার্কেট থেকে মুনাফা আয় করতে হলে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে পুরাপুরি জ্ঞান অর্জন করতে হবে । এবং আপনি যদি একজন সফল ট্রেডার হতে পারেন তাহলে আপনি এই ফরেক্স ব্যবসা থেকে প্রচুর মুনাফা আয় করতে পারবেন ।
-
রেক্স নিয়ে চিন্তার কোন কারন নেই । ফরেক্স হল একটি আন্তর্জাতিক মুদ্রা কেনা বেচার বিজনেস এখানে আমরা সকলেই আসি এই মার্কেট থেকে আয় করার জন্য এবং আমরা মনে করি এখানে থেকে এক সময় আমরা আমাদের সাফল্যে পোঁছে যেতে সক্ষম হব আমাদের মেধার কারনে । ফরেক্স আমাদের মেধা বিকাশের ক্ষেত্রেও অনেক বড় ভূমিকা রাখতে সহায়তা
-
আমি ফরেক্স নিয়ে চিন্তিত না, ফরেক্স নিয়ে অনেক আশাবাদি । আমি আশা করি ফরেক্স করে জীবনের নতুন দূযার উম্মচন করতে পরব ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা বাজার। এখানে অনেক মানুষ ট্রেড করে থাকে এবং তারা অনেক প্রফিট করতে পারে। এখানে চিন্তার কোন কারণ নেই। আপনি যদি ফরেক্সে সফলতা পেতে চান তাহলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এবং আপনাকে প্রচুর মার্কেট এনালাইসিস করতে হবে। ধন্যবাদ
-
না মোটেই না আমি প্রায় ১ বছর ধরে ফরেক্স মার্কেটের সাথে আছি এবং বর্তমানে আমি বেশ ভাল ট্রেড করছি যার ফলে আমার মনে কখোনই এই ধারনার উৎপত্তি হয় না কিন্তু এক সময় যখন আমি এই মার্কেটে প্রথম এসেছিলাম তো তখন আমার এই বিষয়টি লাগতো যে আসলেই কি ফরেক্স বলতে কিছু আছে তো বর্তমানে আমি খুবই ভাল ভাবে আমার ট্রেড পরিচালনা করছি এবং আমি এই ফরেক্স নিয়ে সন্তুস্ট ।
-
আমার ফরেক্স ব্যবসা আসার পর প্রথম প্রথম একটু চিন্তা হত এখন আর চিন্তা করিনা।কারন আমি মনে করি ফরেক্স মার্কেট একটি প্রিনান্সিয়াল মার্কেট এই আয় করা অনেক সহজ।আপনে যদি ফরেক্স ব্যবসা ভাল অবিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে ফরেক্স আপনার কাছে অনেক সহজ মনে হবে।ফরেক্স ব্যবসা আসার পর চিন্তা করার কোন কারন নাই আগে ফরেক্স ব্যবসা শিখুন তারপর রিয়েল ট্রেড করুন।
-
ফরেক্স নিয়ে একটু চিন্তা তো করতেই হয়। কারন আমরা ফরেক্স মার্কেটে জয়েন করেছি লাভ করার জন্য। তাই ফরেক্স থেকে লাভ করার জন্য অনেক কিছু জানতে হয়। অনেক ভেবে এনালাইসিস করে ট্রেড ন্তে হয়। কিছু দিন আগে আমার পড়ালেখা শেষ করেছি। আমি অন্য কোন কাজ করি না। আমি চাই শুধু ফরেক্স করেই আমি অনেক টাকা ইনকাম করবো। এই জন্য ফরেক্স নিয়ে আমি অনেক চিন্তা করি। কিভাবে আমি আরো অনেক বেশি শিখতে পারবো।
-
কিছুটা তো অবশ্যই চিন্তিত। এটা একটা আন্তর্জাতিক বাজার বিশ্বের সব দেশের লোক এতে অংশগ্রহন করছে, কখন লাভ হয় কখব লস হয়। এই চিন্তা সব সময় মাথার মাঝে ঘুরপাক খায়। খুব ভেবে চিন্তে সেল-বাই অর্ডার দেই তারপর ও দেখি ভুল হয়ে গেছে। যা আশা করেছিলাম সেই রূপ ফল আশে না। লাভ হলে আনন্দে থাকি আবার লস হলে চিন্তায় পরে যাই কিভাবে এই লস মেকাপ দিব।
-
আসলে আমি চিন্তিত না, এটা বললে ভূল হবে । ফরেক্স এমন একটি মার্কেট প্লেচ যেখানে টিকে থাকা অনেকটাই কঠিন । ভালো ট্রেডার ছাড়া এখানে টিকে থাকা সম্ভব নয় । ভালো ট্রেডার হতে হলে অনেক কিছুুর দিকে নজর রাখা লাগে । এর জন্যই অনেকেই চিন্তিত থাকে, আমিও অনেক সময় অনেক চিন্তিত থাকি ।
-
মইনুদ্দিন আহ্মেদ
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার। এ বাজারে বেবসা করে কেও প্রতারণার শিকার হবে না কারন এ বাজার কেও একক ভাবে নিয়ন্ত্রণ করে না। তাই ফরেক্স নিয়ে আমি চিন্তিত নই। এখানে ফরেক্স সম্পরকে ভাল করে সিখে, ডেমো করে অভিজ্ঞতা লাভ করে তেরেদ করলে ভাল আয় করা যায় তাই আমাদের দেশে শিক্ষিত বেকারদের জন্ন একটা ভাল জায়গা যেখানে নিজের মেধা দিয়ে আত্মকর্ম সংস্থান করা সম্ভব।
-
হ্যাঁ অামি ফরেক্স নিয়ে চিন্তিত যে আমি কি ভাবে আরও ফরেক্স সম্পর্কে জানবো ফরেক্স সম্পর্কে আরও কি ভাবে শিখবো কি করলে আমর আরও অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। আমি মনে করি ফরেক্স নিয়ে এই সব চিন্তা করাই উচিত আর ফরেক্স এমন একটা ব্যবসা যা শেখার কোন শেষ নেই আর অভিজ্ঞতা অর্জন করারও কোন শেষ নেই। তাই ফরেক্স নিয়ে আপনার অনেক বেশি বেশি চিন্তা করা উচিত বলে আমি মনে করি আর অনেক অভিজ্ঞতা অর্জনও করতে হবে আপনাকে।
-
ফরেক্স মার্কেট নিয়ে আমি মতেও চিন্তিত নই । কারন আপনি ফরে ভাল জানলে ট্রাডিং করতে কোন সমস্যা নেই । ফরেক্স ভাল জানা থাকলে আপনি ফরেক্স মার্কেট অবসসই সফল হবেন । ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আপনাকে প্রচুর পরিস্রম করতে
হবে । আনাকে নিয়মিত মার্কেট আনাল্যসিস করতে হবে তাহলে আপনি ভাল ফল পাবেন ফরেএক্স মার্কেট একজন সফল ট্রাডার হতে পারবেন ।
-
হ্যাঁ ফরেক্স নিয়ে আমি চিন্তিত।কারন কিভাবে ফরেক্স সমন্ধে ভাল ভাবে জানব,কিভাবে আমি ভালভাবে শিখব,কিভাবে অভিজ্ঞতা বৃদ্দি করা যেতে পারে।আমরা জানি যেকোন কাজ না জেনে ভাল করা যায় না তেমনি করে জানার ও শিখার কিন্তু শেষ নাই।
তাই ফরেক্স মার্কেট থেকে ভাল না জেনে আয় করা সম্ভব না।
-
আসলে ফরেক্স নিয়ে চিন্তার কোন কারন নেই । ফরেক্স হল একটি আন্তর্জাতিক মুদ্রা কেনা বেচার বিজনেস এখানে আমরা সকলেই আসি এই মার্কেট থেকে আয় করার জন্য এবং আমরা মনে করি এখানে থেকে এক সময় আমরা আমাদের সাফল্যে পোঁছে যেতে সক্ষম হব।
-
ফরেক্স মানেই তো চিন্তা তো চিন্তিত না হয়ে উপায় আছে। এটা স্থানীয় কোনো মুদ্রা বাজার না এটা আন্তর্জাতিক মুদ্রা বাজার। এখানে সব অভিজ্ঞ লোকের বিচরণ। তাই কোন ট্রেড করার আগেই ভাবা লাগে কি হবে। রিস্ক নিব যদি লস হয়, লস হলে কি অবস্থা হবে ব্লা... ব্লা...ব্লা...... বিভিন্ন এনালাইসিস দ্বারা মার্কেটের অবস্থা বুঝার চেষ্টা করি। তখন খুব বেশি চিন্তিত থাকি যা আশা করছি তা হবে তো। যখন বিভিন্ন ভাবে এনালাইসিস করার পরও লস হয়ে যায় তখন আবার নতুন ভাবনা কিভাবে এই লস মেকাপ দিব। তাই ভাই বলি চিন্তা ছাড়া ফরেক্স সম্ভব না।
-
ফরেক্স নিয়ে আমি তেমন চিন্তিত নই। কারন ফরেক্স আমার কাছে খুবই বিস্বস্থ এবং ভাল একটি ব্যবসা। আমি মনে করি ফরেক্স ব্যবসা আমার জীবনের একটি অন্যতম ব্যবসা। এখন আমার দরকার একজন ভাল মানের ট্রেডার হওয়া এবং আমি সে দিকেই আগাচ্ছি। আমি মনে করি ফরেক্স নিয়ে তেমন চিন্ত করার কিছুই নেই নিয়ম মেনে ট্রেড করলেই আপনি ফরেক্স এ সফল হতে পারবেন।
-
ফরেক্স নিয়ে আমি বেশ চিন্তাই আছি কারন কত দিন হয়ে গেল কোন কুল কিনারা করতে পারলাম না , মার্কেট বুঝে আসছে না ,আনদাজে ট্রেড দিয়ে বার বার লস হচ্ছে।
-
আমি ফরেক্স ব্যবসা ব্যবসা নিয়ে চিন্তিত। কারন আমি অনেক দিন ধরে ফরেক্স মার্কেটে ডলার ইনভেষ্ট করার কোন মাধ্যম পাচ্ছি না। দয়া করে কারও জানা থাকলে বলবেন।
-
ফরেক্স আমার একটা পার্ট পাইম পেশা। আমি ব্যবসার পাশাপাশি যখন সময় পাই তখন ফরেক্স করি। ফরেক্স হল আমার একটা বাড়তি আয়ের পথ। তাই ফরেক্স নিয়ে আমাকে বেশি টেনশন করতে হয় না। যেদিন আমি মার্কেট বুঝতে পারি না। সেদিন আমি ট্রেড করি না। আমাকে ট্রেড করতেই হবে এমন কোন কথা নাই। অনেক সময় দেখা যায় ২/৩ দিনও ফরেক্স ট্রেড করা হয় না। যেহেতু এটা আমার পার্ট টাইম পেশা, তাই আমার ফরেক্স নিয়ে বেশি চিন্তার কারন নাই।
-
না ফরেক্স নিয়ে আমি মোটেও চিন্তিত নই। ফরেক্স নিয়ে চিন্তার কোন কারন নেই কারন ফরেক্স আমাদের কাছে অজানা হলেও ফরেক্স কিন্তু একটি আন্তজাতিক ব্যবসা। আমরা যারা ফরেক্সে আসি তারা সবাই আয় করার উদ্দেশেই আসি তাই আমাদের সরার উচিত ফরেক্স সমর্পক আগে ভাল মত করে জানা তারপর ফরেক্সে আসা। ভয় তাদের হয় যারা ফরেক্স সমর্পক ঠিক মত জানে না।
-
আপনি কত দিন ধরে trade করছেন?
আপনি কি demo trade করেন না real trade করেন?
আপনি যে লস করছেন তার কোন কারন কি কখনো খুজে বের করার চেষ্টা করেছেন? ফরেক্স হল এমন এক্তি মাধ্যম যেখানে কোন ১০০% সঠিক strategy নাই। এখানে ভুল থেকে শিখতে হয়। আর অন্যদের strategy অনুসরণ করে নিজের strategy তৈরি করে নিতে হয়। কেউ তার strategy তে সফল কিন্তু আপনার ক্ষেত্রে সেই strategy কাজ নাও করতে পারে। আপনি technical এবং fundamental analysis শিখুন। অবশই demo account দিয়ে। আর ফরেক্স এক মাস, দুই মাস বা ছয় মাস এ শেখা যাবে না। এর জন্য প্রচুর অনুশীলন করতে হবে। সফলতা আসবেই। হতাশ হলেন তো হেরে গেলেন। আপনি technical এবং fundamental analysis শেখার জন্য babypips.com/school এবং bdforexpro.com/forexcampus/ এর সাহায্য নিতে পারেন,
-
ফরেক্স নিয়ে আমি মোটেই চিন্তিত না ফরেক্স শিখতে পেরে আমি আনন্দিত। ফরেক্স থেকে আয় করে আমার জীবনেরি অর্থনীতক সমস্যা সমাধান করতে পারি তার জন্য চিন্তিত।
-
এখানে কনো প্রকার চিন্তা করার কারন নাই সকলে বলে কিন্তু আমি এখানে কম বেশি কাজ করেছি সেটা থেকে আমি কম বেশি শিক্ষা ও নিয়েছি সেথেকে আমি একটা ধারনা পায় সেটা হয় যে এটার কাজ নিয়ে শিক্ষা লাভ করবে সে এটা থেকে লাভ পাবে আর যে এটা নিয়ে কাজ বুঝেনা সে এটা নিয়ে কাজ বুঝে না সে লচ খাবে।
-
ফরেক্স ট্রেডিং আসলে চিন্তার একটি ব্যবসা । এটি নিয়ে চিন্তিত না হওয়ার কোন কারন নেই । তবে দুশ্চিন্তা করা যাবে না । দুশ্চিন্তা করলে এই মার্কেটে টিকে থাকা কঠিন হয়ে যাবে । আমি মনে করি যত কম ট্রেড তত কম চিন্তা ।
-
আমি ফরেক্স নিয়ে মোটেই চিন্তিত নয় কারন আমি জানি ফরেক্স থেকে একটা ভাল করতে পারব।বত্বমানে আমি ফরেক্স নিয়ে অনেক এনালাইসিস করতেছি যা আমার ভবিস্ত এ অনেক কাযে লাগবে।আর ফরেক্স একটা সারা বিশ্ব ব্যাপি পরিচালিত যা কখন্ ও চিন্তা করা লাগেনা এবং চিন্তা করব না।
-
আপনি কি ফরেক্স নিয়ে চিন্তিত ? কান চিন্তিত থাকব আমরা যদি সঠিক ট্রেড করি । সঠিক ট্রেড না করি তাহলে আমরা চিন্তিত থাকব । আমরা সবাই সঠিক ট্রেড করার সিদ্ধান্ত নিব । আমরা কখনো ভুল ট্রেড করব না ।
-
ফরেক্স আসলেই একটা কৌশলের বিজনেস এখানে প্রফিট করতে হলে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে কিভাবে এবং কেমন করে স্ট্রেটিজি সেট করলে ফরেক্স মার্কেট থেকে লাভবান হতে পারব সে জন্য সবাইকে চিন্তিত থাকা দরকার বলে আমি মনে করি। তবে হে যদি আপনি গেইন অনেক পরিমানে করেন তাহলে চিন্তিত না হলেও চলবে কারন আপনি এখনো কিছু হারান নাই আর আমরা যদি ভাল্ভাবে ফরেক্স বুঝি, জানি এবং ইন্ডিকেটর এর ব্যবহার জানি তাহলে খুব কমই লস করতে হবে।
-
আমি মনে করি ফরেক্স নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। ফরেক্স আপনাকে আয়ের সুযোগ দিচ্ছে আর আপনি যখন এনালাইসিস করছেন তখন অর্থনীতির নানা খবরাখবর ও রাখছেন যা আপনাকে অন্যান্য আর্থিক সিদ্ধান্ত নিতে ও সহায়তা করবে। এর ফলে আপনার জ্ঞান ভান্ডারে অনেক তথ্যসমৃদ্ধ হচ্ছে। আর ফরেক্সে সাফল্য নির্ভর করে আপনার সঠিক সিদ্ধান্তের উপর। অধ্যবসায় থাক্লে ফরেক্স নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই।
-
ফরেক্স নিয়ে আমি তেমন বেশি চিন্তিত নই কারণ প্রতিদিন ১০ ডলার আয় হলে চিন্তা হওয়ার কোনো কারণ থাকে না । ফরেক্স যদি কেউ নিজের পেশা হিসেবে শুরু করেন তাহলে চিন্তিত হওয়াটাই স্বাভাবিক ।।যদি আপনি ভালো ট্রেডার হতে পারেন মানে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান লাভ করতে পারেন তাহলে আপনি ফরেক্স থেকে প্রচুর টাকা আয় করতে পারবেন । তাই ফরেক্স এর মত লিগ্যাল একটা বিজনেস নিয়ে চিন্তা করার কিছু নেই।
-
আমি ফরেক্স নিয়ে চিন্তা করি কারন ফরেক্স সম্পরকে আমার অনেক অভিজ্ঞতা অরজন করার দরকার কারন আমি ফরেক্স সম্পরকে অনেক কিছু জানতে চাই বা অনেক কিছু অভিজ্ঞতা অরজন করতে চাই তাই ফরেক্স সম্পরকে অনেক জ্ঞান অরজন করার দরকার কারন ফরেক্স মার্কেট নিয়ে চিন্তিত আছি আমি ফরেক্স সম্পরকে জানার জন্য ।
-
আমি ফরেক্স নিয়ে মোটেই চিন্তিত না ফরেক্স হল একটি আন্তর্জাতিক মুদ্র কেনা বেচার বিজনেস এখানে আমরা সকলেই আসি এই মা্রকেট থেকে আয় করার জন্য এবং আমরা মেন করি এখানে থেকে এক সময় আমরা আমাদের সাফল্যে পোঁছে যেতে সক্ষম হব অবশ্যই । ফরেক্স হচ্ছে বেকারত্বের অভিষাপ মুক্তির কঠিন হাতিয়ার। ফরেক্স আদের মেধা বিকাশের ক্ষেত্রেও অনেক বড় ভূমিকা রাখতে সহায়তা করে থাকে । তাই ফরেক্স নিয়ে আমি চিনিন্ত নয় ।