-
প্রতিটি ট্রেড একজন ত্রাদের এর জন্য চ্যালেঞ্জ সরূপ.একজন ত্রাদের এর কেনা ট্রেড তার জন্য চ্যালেঞ্জ সরূপ কারণ এর উপর তার দক্ষতা নির্জর করে যে সে লাভ করতে পারে নাকি পারেনা.তাছাড়া তার সিদ্ধান্ত নেয়া ট্রেড এর বাই/সেল এইটা প্রমান করে যে সে ট্রেডিং সম্পর্কে কতটা সঠিক ডিসিশন নিতে পারে.তাই আমি ও মনে করি যে প্রতি তে ট্রেড ত্রাদের এর জন্য এক প্রকার চ্যালেঞ্জ সরূপ.
-
প্রতিটি ট্র্রেড সত্যিই আমার জন্য চ্যালেন্জস্বরুপ । কেননা যে ট্রেডারগণ এই ফরেক্স ট্রেড করুক না কেন তারা অবশ্যই যখন ট্রেড করে তখন তারা সব সময় ঝুকির মুখে থাকে । সুতরাং আমাদের প্রতিটি ট্রেড চ্যালেন্জ স্বরুপ ।
-
আসলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রতিটি ট্রেডই আপনাকে অনেক বড় চ্যালেন্জ হিসেবে নিতে হবে । প্রতিটি ট্রেড করার পূর্বে ট্রেডের লস এর কথা মাথায় রাখতে হবে । লাভ লস সব ট্রেডই আছে । তারপর ট্রেড করার পূর্বে লস এরে বিষয়টা বেশি গুরুত্ব দিতে হবে । তাহলেই ট্রেডিং এ সফলতা আসবে বলে আমি মনে করি ।
-
আমাদের যখন তখন ট্রেড ওপেন না করে একটা নিদিষ্ট সময়ে ট্রেড করা উচিত।আমি মনে করি ট্রেড করার জন্য লন্ডন সময়টা সব থেকে ভাল।কারণ এ সেশনের সময় প্রায় সব সেশন খোলা থাকে বিধায় মার্কেট মুভমেন্ট ভাল দেখা যায়।
-
দক্ষতা ছাড়া ট্রেড করলে আমরা চ্যালেঞ্জে হেরে যাব। তাই বিজয়ী হওয়ার মন নিয়ে ট্রেড করতে হলে আমাদেরকে ভাল করে ট্রেড শিখতে হবে। ফরেক্সে ট্রেড শিখার কোন বিকল্প নেই। আমরা একমাত্র অনলাইনের মাধ্যমেই অনুসন্ধান করে সব কিছু বের করতে পারি। এর জন্য সময় দিয়ে কাজ করে যেতে হয়।
-
প্রতিটি কাজ চ্যালেন্স নিয়ে করলে সফলতা পাওয়া যায়।এক্ষেত্রে ফরেক্স একটি ব্যবসা,এর প্রতিটি ট্রেডই চ্যালেন্স স্বরুপ।কারন এখানে ভালো ট্রেডার হতে পারলে সফলতা পাওয়ার সম্ভবনা বেশি।তাই বেশি বেশি ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।
-
প্রতিটা ট্রেড অবশ্যই অনেক বেশি চ্যালেন্জস্বরুপ । কারণ এমনও হতে পারে যে একটা ট্রেড উল্টাপাল্টা হওয়ার কারণেই পুরো একাউন্টটা বিনষ্ট হয়ে যেতে পারে । তাই ফরেক্স এর ভাষায় আমাদেরকে একজন ভালো ট্রেডার হওয়ার পুুর্বে একজন ভালো বিশ্লেষক হতে হবে । যদি একজন ভালো বিশ্লেষক হওয়া যায় তবে বেশি করে শুদ্ধ এনালাইসিস করে ট্রেড সম্পর্কে অনেকটা নিশ্চিত হওয়া যাবে । প্রতিটা ট্রেডকে সিরিয়াসলি নিতে না পারলে ক্ষতির সম্ভাবনাটাই বেশি ।
-
আমি ডেমো ট্রেড করছি । প্রতিটা ট্রেড আমি সমান গুরুত্ব নিয়ে বিচার করি । সবকয়টি ট্রেডই আমার কাছে চ্যালেঞ্জস্বরূপ । ফরেক্স আমার কাছে চ্যালেঞ্জ । এটাতে সফল আমাকে হতেই হবে । তাই সব কিছু খুব গুরুত্ব দিয়ে আমি নেই এবং সফল হওয়ার জন্য সব কিছু করতে রাজি। অবশ্যই সেটা হবে পজিটিভ কিছু । আমি ফরেক্স ব্যবসায় নতুন তবে আমি ডেম প্রাকটিছ করি।সেখানে আমি ঠান্ডা মাথায় ট্রেড করি কারন চেলেজ্হের ট্রেড করলে আমার লস হতে পারে।
-
ট্রেডিং করার সময় যদি আপনি মনে করে থাকেন এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ স্বরুপ দেখবেন সেই সময় থেকেই আশা করি আপনি প্রফিট পেতে শুরু করবে। তবে এর জন্য অবশ্যই আগে থেকে আপনাকে ট্রেডিং বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে আর চ্যালেঞ্জ হিসেবে যে কোন কাজ গ্রহণ করলে সফলতা আসবেই। ফরেক্সে আয় করার একমাত্র মাধ্যম হল ট্রেডিং এ। ট্রেডিং এর লাভটাই কিন্তু আপনার ইনকাম। তাই প্রতিটি ট্রেডিং আমার কাছে চ্যালেঞ্জিং ।
-
আমি মনে করি প্রতিটি ট্রেড আমার শেষ ট্রেড এই ভেবে আমি সব সময় ট্রেড নেওয়ার জন্য বেশী করে সতর্ক থেকে আমি ট্রেড নেই এবং আমি মনে করি আমাকে যে করেই হউক এই ট্রেড থেকে লাভ বের করতে হবে এ জন্য আমি আমার সকল ভুল খুঁজে বের করার চেষ্টা করে থাকি । ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে না জেনে না বুজে ট্রেড করা ঠিক হবেনা কারন এ মার্কেট অনেক বড় এখানে মানুষের কোন হাত নেই সম্পূন্ন ইন্টারনেত ভিত্তক তাই এখানে ভূল করা জাবে না একটু ভূল করলে একাউন্ট শূন্য হয়ে যেতে পারে। তাই সব সময় সজাগ থাকতে হবে। এবং মানি ম্যানেজম্যান্ট মেনে চলতে হবে।
-
আমি মনে করি একজন মানুষ এর সফলতার পিছনে তার প্রতিটা কাজেই চ্যালেঞ্জ স্বরূপ আমি মনে করি । তাই আমি বলব যে আপনে যদি ট্রেড করে লস এ পরেন তা হলে আপনাকে বুঝতে হবে যে আপনার কোন জাইগায় ভুল হচ্ছে । তাই আমি মনে করি আপনার প্রতিটা বা আমার প্রতিটা ট্রেড আমার কাছে চ্যালেঞ্জ স্বরূপ । কারণ আমি যে ট্রেড করব তা লাভ করার জন্য করব । আমাদের কে এই মার্কেট থেকে লাভ করতে হলে সব সময় ফরেক্স থেকে বেশী করে আমাদের কে আয় করতে হবে কারন আয় করতে না পারলে আমরা কোনদিন এই মার্কেট থেকে লস করতে পারব না আমাদের কে বেশী করে সব সময় ফরেক্স থেকে ভাল করে জ্ঞান অর্জন করতে হবে ।
-
আমার মনে হয় ফরেক্স ব্যবসায় প্রতি দিন ট্রেড করতে হবে এমন কোন কথা নাই, আমার মতে ট্রেড করার সুযোগ এক দিনে ৫ বার আসতে পারে, আমি ৫ বার ট্রেড করব, আবার কোন দিন এমনও হতে পারে ১ টা সুযোগ ও হয়নি আমি ১ টাও ট্রেড করবো না, তাই ও ভাবে বলা যায় না যে প্রতিদিন ট্রেড করবো কি না।
-
আমরা মূলত সবাই জানি ফরেক্স মার্কেট এ আমরা যখন ট্রেড করি এবং কোনো ট্রেড এর এন্ট্রি নেই আমরা তখন ও জানিনা যে আমাদের ট্রেড টি আদৌ প্রফিট হবে কি না তবে আমাদের এনালাইসিস এর উপর বিসসাস করে ধারণা করে নিতে পারি মাত্র তাই কোনো ট্রেড ওপেন এর আগে প্রতি টি ট্রেড এ আমাদের কাসে একটা চালেঞ্জ এর সমপরিমাণ
-
ফরেক্স মার্কেট এ এনালাইসিস করে ট্রেড করলে লাভের পরিমান বেশী আশা করা যায় । আমার মতে কম ট্রেডে বেশী লাভের আশা করা ভাল । কারন আমরা জানি " অতি লোভে তাতি নষ্ট " । সেই জন্য আমি কম ট্রেড করে এবং ফান্ডামেন্টাল এনালাইসিস করে বেশি লাভবান হই ।
-
আমার ভাই এর কথার সাথে আমি একমত । তবে এ কথা অবশ্যই বলতে হয় যে , যতই কঠিন হোক না কেন জানলে সব কিছুই সহজ বলে মনে হবে । আর ফরেক্স ব্যবহারকারী সকলের জন্যই ট্রেড একটি চ্যালেঞ্জ স্বরূপ । তায় ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে তার পর ফরেক্সে ট্রেড দিতে হবে । তা না হলে ক্ষতি আশঙ্কা রয়েছে ।
-
হা ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করলেই আমি মনে করি সেটা হবে আপনার চ্যলেঞ্জ। কারন ফরেক্স মার্কেট টা কখন কোন দিকে যাবে তা কেউ বলতে পারেনা আর তাই আপনি যদি একটু ভুল করেন তবে আপনার একাউন্ট থেকে অনেক লস হতে পারে বলে আমি মনে করি তাই খুব সাবধানে ট্রেড করতে হবে।
-
ট্রেড ঠিক চ্যালেন্জ এর মতো করে দেখা খুব একটা ভাল হবে না । এতে আমাদের হার্ট বিট বেড়ে যাবে এবং বিভিন্ন রোগ ব্যধি দেখা দিতে পারে। সাভাবিক ভাবে নিতে হবে। ব্যবসায় হারজিত থাকরে। একবার হারবেন আর একবার জিতবেন । নরমাল থাকার চেষ্টা করতে হবে। ভুল হলে ক্ষমা করবেন।
-
ফরেক্স মার্কেট এ প্রতিটা ট্রেড নেওয়ার আগে আমাদের ভালো করে এনালাইসিস করে নিতে হবে। প্রতিটা ট্রেড ই আমাদের কাছে খুবই গুরুত্তপূর্ন। আমাদের ট্রেড গুলো অব্যশই গুরুত্ত দিতে হবে। কেননা লস হলে আমাদের হবে। এতে ব্রোকার এর লাভ। আর আমরা টাকা ইনভেস্ট করে ব্রোকার কে দিতে চাই না। আমরা লাভবান হতে চাই।
-
ফরেক্স মার্কেটে কাজ করতে এসে , ফরেক্সে টিকে থাকা অনেক কঠিন একটা বিষয় । এসময় প্রতিটা ট্রেড নিজের কাছে একটা চ্যালেজ্ঞ স্বরূপ । ফরেক্সে টিকে থাকতে হলে ফরেক্স সম্পর্কে ভাল জানতে হবে , ফরেক্সে ট্রেড করা শিখতে হবে , ফরেক্স বিষয়ে অভিজ্ঞতা অঈজন করতে হবে । ফরেক্সে কাজ করতে হলে এসব জানা খুব জরুরি । এসব কিছু না জানা থাকলে ফরেক্সে কাজ করে মজা পাওয়া যায় না এবং লাভ ও ভাল পাওয়া যায় না । তাই ফরেক্সে ট্রেড ভাল করে করতে হবে ।
-
আমি একটা সময়ে নতুন ট্রেডার ছিলাম । সেই সময় আমি ফরেক্স সম্পর্কে অনেক বেশি কিছু জানতাম না । সে সময় আমি অনেল লস করতাম । সে সময় প্রতিটি ট্রেড আমার কাছে চ্যালেঞ্জ সরুপ ছিল । এখন আমি ভাল ট্রেডার । আমি অনেক প্রফিট করতে পারি ফরেক্স থেকে খুব সহজে । তাই এখন প্রতিটি ট্রেড আমার কাছে আর চ্যালেঞ্জ সরুপ মনে হয় না ।
-
ফরেক্স ব্যবসা করে লাভ করতে হলে ফরেক্সে ট্রেড করে টাকা আয় করতে হয় । তাই ফরেক্সে প্রতিটা ট্রেড আপনার কাছে চ্যালেঞ্জ সরুপ । ফরেক্সে টিকে তাকতে হলে বুঝে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে ও লাভ করে করে ফরেক্স ব্যবসা টিকে থাকতে হবে । ফরেক্সে সবাই কাজ করার সুযোগ পাই কিন্তু ফরেক্স থেকে সবাই টাকা আয় করতে পারে না , করন ফরেক্সে ভাল করে ট্রেড করতে পারে না তাই ফরেক্স থেকে লাভ হয় না ।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেট এ আমরা যখন ট্রেড করি এবং কোনো ট্রেড এর এন্ট্রি নেই আমরা তখন ও জানিনা যে আমাদের ট্রেড টি আদৌ প্রফিট হবে কি না তবে আমাদের এনালাইসিস এর উপর বিসসাস করে ধারণা করে নিতে পারি মাত্র তাই কোনো ট্রেড ওপেন এর আগে প্রতি টি ট্রেড এ আমাদের কাছে একটা চালেঞ্জ এর সমপরিমাণ।
-
কথাটা ঠিক , আমি যখনই ট্রেড করি তখনই আমার কাছে ট্রেডটি লাগে চ্যালেঞ্জস্বরুপ । আমরা যখনই ট্রেড করব তখনই আমরা ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আমরা মার্কেট যদি এ্যানালাইসিস না করে ট্রেড করি তাহলেই প্রতিটি ট্রেড চ্যালেঞ্জস্বরুপ । সুতরাং ধৈর্য্যের সহিত ট্রেড করার চেষ্টা করুন অবশ্যই লাভবান হতে পারবেন ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে গেলে আমাদের মার্কেটের সাথে চ্যালেঞ্জ করা যাবে না ফরেক্স মার্কেটে মুভমেন্ট যে দিকে সেই দিকে ট্রেড নিতে হবে তাহলে ফরেক্স মার্কেট থেকে ভাল আয় করা যাবে,তাই আমাদের ট্রেডিং করার পুর্বে মার্কেট এনালাইসিস করে মার্কেটে ট্রেড করতে হবে আর প্রতিটি ট্রেডে স্টপ লস ব্যাবহার করতে হবে।
-
ট্রেডিং করার সময় যদি আপনি মনে করে থাকেন এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ স্বরুপ দেখবেন সেই সময় থেকেই আশা করি আপনি প্রফিট পেতে শুরু করবে। তবে এর জন্য অবশ্যই আগে থেকে আপনাকে ট্রেডিং বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে আর চ্যালেঞ্জ হিসেবে যে কোন কাজ গ্রহণ করলে সফলতা আসবেই।
-
ফরেক্স মার্কেটে প্রতিটা ট্রেডই চ্যলেঞ্জ।কিন্তু মানি ম্যনেজমেন্ট ঠিক রাখলে আমি মনে করি একটা ট্রেড আপনার ব্যলেস্ন ০ হবে না।সব সময় মনে রখবেন যে মানুষ মাত্রই ভুল তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেড বিষয়ে ভুল হতেই পারে।তাই আমাদের উচিত যেকোন ট্রেড ওপেন করার আগে মানি ম্যনেজম্যন্ট রাখা জরুরি।
-
প্রতিটি ট্রেড আমাদের কাছে চ্যালেন্জ স্বরুপ ।কিন্তু ফরেক্স করতে হলে মানি ম্যনেজমেন্ট ঠিক রাখতে পারলেএবং এনালাইসস করে ট্রেড করতে পালে তেমন কোন রিক্স নেই । কেননা ফরেক্স করতে দক্ষতা ও অভিজ্ঞতা দরকার । তাই অভিজ্ঞতা এবং দক্ষতার সাথে মানি মেনেজমেন্ট করে ট্রেড করলে লাভ হবে ।
-
ট্রেড কে চ্যালেঞ্জ হিসাবে না নিতে পারলে আমি নিজেকে দক্ষ ট্রেডার মনে করতে পারি না । তাই হারি আর জিতি আমি সব সময় আমার ট্রেড কে চ্যালেঞ্জ হিসাবেই আমি নিয়ে থাকি এ জন্য আমাকে বেশী করে এই মার্কেট থেকে আমাদের কে জ্ঞান অর্জন করতে হয় আমি মনে করি বেশী করে জ্ঞান অর্জন করতে না পারলে আমি এখানে থেকে লাভ করতে পারব না ।
-
ফরেক্স মার্কেটে প্রতিটা ট্রেড আমাদের কাছে সেলেন্স স্বরুপ কারন আমরা ট্রেডে লস করলে সেটা আমাদের কে আবার কভার করতে হয়। তাই আমাদের কে প্রত্যেক ট্রেড মনযোগ সহকারে নিতে হবে। ফরেক্স কে আমাদের অনেক গুরুত্ব সহকারে নিতে হবে কারন ফরেক্স হল একটা ব্যাবসা এই ব্যাবসা করে সফল হতে পারলে পিছনে তাকানো লাগবেনা।
-
হ্যা ভাই ফরেক্স মার্কেট এ আমরা যখন ট্রেড করি এবং কোনো ট্রেড এর এন্ট্রি নেই আমরা তখন ও জানিনা যে আমাদের ট্রেড টি আদৌ প্রফিট হবে কি না তবে আমাদের এনালাইসিস এর উপর বিসসাস করে ধারণা করে নিতে পারি মাত্র। তাই কোনো ট্রেড ওপেন এর আগে প্রতি টি ট্রেড এ আমাদের কাসে একটা চালেঞ্জ এর সমপরিমাণ।
-
প্রতিটা ট্রেডকেই চ্যোলেন্জস্বরুপ । কেননা আমরা যে টাকা বিনিয়োগ করি এবং যা প্রত্যশা করি সবি একটা ট্রেড দ্বারা প্রভাবিত হতে পারে । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করতে গেলে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হলো বেশি করে ফরেক্স এর সাথে লেগে থাকতে হবে । কেননা আপনি যত বেশি পরিমাণে ফরেক্সের প্রতিটা ট্রেডকে গুরুত্ব দিবেন তত বেশি পরিমাণে লাভবান হতে পারবেন ।
-
জীবনে উন্নতি করতে চাইলে আপনাকে জীবনে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি যদি থেমে যান তাহলে আপনি পরাজিত হবেন। এই সব সমস্যাকে আপনি চ্যালেন্স হিসেবে নিতে হবে। ঠান্ডা মাথায় প্রতিটি সমস্যার সমাধান করতে হবে। তবেই আপনি জীবন যুদ্ধে জয়ী হবেন। ঠিক তেমনি আপনি যদি ফরেক্স মার্কেটে টিকে থাকতে চান তাহলে এই মার্কেটকে আপনাকে চ্যালেন্স হিসেবে নিতে হবে। তাহলেই আপনি সফল হতে পারবেন।
-
ভাই ফরেক্স মার্কেটে একেকটা ট্রেড আমাদের কাছে একেকটা চ্যালেঞ্জ।আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করা খুব কঠিন।ফরেক্স মার্কেটে থাকতে হলে আপনাকে অবশ্যই ট্রেডিং দক্ষতা অর্জন করতে হবে।
-
প্রতিটা ট্রেড চ্যালেঞ্জ ছাড়া আর কিছু নায়।এই চ্যালেঞ্জ এ টিকে থাকতে হলে মার্কেটের গতিবিধি সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, আর সেজন্য ফরেক্স নিয়ে দির্ঘদিন ঘাটা ঘাটি করতে হবে।এজন্য ট্রেডার কে ধৈর্য্য নিয়ে ফরেক্স এর সাথে থাকতে হবে মার্কেট এনালিসিস, মানিম্যানেজমেন্ট,এবং দক্ষতার দ্বরা ট্রেড করতে হবে তাতেই ট্রেডারের কল্যান।
-
আমদের প্রত্যেকেরই উচিত প্রতিটি ট্রেডেক চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করা এতে করে আমাদের লসের পরিমান কমে যাবে এবং আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।এজন্য সবসময় বুদ্ধিমত্তার সহিত ট্রেড করতে হবে।কোনরকম এনালাইসিস ছাড়া কখনোই ভাগ্যের উপর ট্রেড ছেড়ে দেয়া ঠিক হনে না।এরকম করলে আমরা কখনোই সফল হতে পারবো না।
-
আমি বলবো ফরেক্স মার্কেট এ আমরা যখন ট্রেড করি এবং কোনো ট্রেড এর এন্ট্রি নেই আমরা তখন ও জানিনা যে আমাদের ট্রেড টি আদৌ প্রফিট হবে কি না তবে আমাদের এনালাইসিস এর উপর বিসসাস করে ধারণা করে নিতে পারি মাত্র তাই কোনো ট্রেড ওপেন এর আগে প্রতি টি ট্রেড এ আমাদের কাসে একটা চালেঞ্জ এর সমপরিমাণ।
-
ফরেক্স একটি সধারন ব্যবসা নয় এটি লাইফে একটি চ্যালেন্জ সরূপ মানুষের কর্ম জীবনের প্রতিটি কাজই একটি গেমের মতন যদি খেলায় জিতেন তবে গেইন করবেন এবং যদি হারেন যান তবে শ্যাম বলে সবাই আক্ষাইত করবে তবে প্রতিটি কাজ নিজের চ্যালেন্জ হিসাবে নিলে প্রতিটি কাজের সফলতার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়।
-
ফরেক্স ট্রেডিং খুবই স্মার্ট ও রিস্কি ব্যাবসা৷মাত্র ৫ ভাগ ট্রেডারই পারেন নিয়মিত প্রফিট করতে৷আর বাকী ৯৫ জন টেডার লস দিতে দিতে ক্লান্ত হয়ে বিমর্ষ চিত্তে চলে যান৷ফরেক্সের মতই আমাদের জীবনের প্রত্যেক পদে পদে রয়েছে চ্যালেন্জ আর চ্যালেন্জ৷
-
হ্যা ফরেক্স এর প্রতিটি ট্রড হচ্ছে এক এক টা চ্যালেজ্ঞ এর মত প্রত্যেক টা ট্রেডার এর কাছে। মার্কেট ব্যঝে আমরা ট্রেড বসাই আমরা জানি না যে কি হবে তাই এক এক টা ট্রেড কে এক এক্ টা চ্যালেজ্ঞ বলা যেতে পারে।
-
প্রতিটি ট্রেডই ভাল অভিজ্ঞ ট্রেডারদের কাছে অনেক বেমি প্রতিযোগতিা পূর্ন কারন ভাল ট্রেডারা সব সময় পর্যায বা ধাম মেন্টেন করে তার পর ট্রেড করে ফলে একটি ধাপ যদি লসের মধ্য দিয়ে অতিবাহিত হয় তবে পরবর্তি ধাপগুলো সঠিক ভাবে পরিচালনার পতে বাধা তৈরি হয়। সেই কারনে অভিজ্ঞ ট্রেডারদের কাছে প্রতিটি ট্রেডই অনেক বেশি চ্যালেন্জিং মনে হয়।