১। না বুজে ত্রাদে ওপেন করবো না
২। অতিরিক্ত buy & sell করবো না
৩। লোভ করবো না
৪। বেশি লেভারেজে নিব না
৫। নিউজ ত্রাদিং করবো না ( যদি প্রাথমিক হন )
৬। বেশি লট ওপেন করবো না
৭। স্টপ লস সেট করে ত্রাদে করবো
Printable View
১। না বুজে ত্রাদে ওপেন করবো না
২। অতিরিক্ত buy & sell করবো না
৩। লোভ করবো না
৪। বেশি লেভারেজে নিব না
৫। নিউজ ত্রাদিং করবো না ( যদি প্রাথমিক হন )
৬। বেশি লট ওপেন করবো না
৭। স্টপ লস সেট করে ত্রাদে করবো
ট্রেড করতে হলে আপনাকে প্রথমে সতর্কতার উপর গুরুত্ব দিতে হবে। আপনি যত সতর্কতার সাথে ট্রেড করবেন আপনার লস হবার সম্ভাবনা তত কম। এছাড়া আপনাকে লোভ সংবরণ করে ধৈর্য্যশীল হতে বলব। কারণ আপনি তাড়াহুড়ো করলে আপনার ভুল হবার সম্ভাবনা বেশি। তারপর আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলেই আপনি প্রফিট করতে পারবেন।
ট্রেড করার পূর্বে প্রথমেই আমাদের জি বিষয়টিতে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া উচিত তা হল মার্কেট এনালাইসিস এবং মার্কেটের গতিপ্রকৃতি । এনালাইসিস করার পর আমাদের মানি ম্যানেজমেন্ট নিয়ে ভাবতে হবে কারণ এনালাইসিস যতই ভাল হোক না কেন যেহেতু কেউ গ্যরান্টি দিতে পারবে না যে মার্কেট কোন দিকে যাবে সুতরাং একটি বেশী লট সাইজের ট্রেড ওপেন করলে অনেক বেশী লস হতে পারে অথবা মার্জিন কল এ ট্রেড কেটে যেতে পারে । আর লাস্ট এ যে বিষয়টি খেয়াল রাখা উচিত তা হল স্টপ লস ব্যবহার করা কারণ বেশী লসের চেয়ে অল্প লস মেনে নেয়া বুদ্ধিমানের কাজ ।
ভাই ট্রেড করতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল করতে হবে । যেমন ঃ ট্রেড করার পূর্বে আপনাকে ফরেক্স মার্কেটটি খুবই ভালোভাবে আনাল্যসিস করতে হবে । ট্রেড করার পরে ধৈর্য ধরে নিজের আনাল্যসিস এর উপরে আত্মবিশ্বাস রাখতে হবে । নিজের ইমশান নিয়ন্ত্রন করে লাভ লস যাই হোক না কেন সেটা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে । ফরেক্স মার্কেটে ধারাবাহিক থাকতে হবে তাহলেই আপনি ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারবেন ।
ফরেক্স ট্রেডিং করার সময় অনেক গুলো বিষয়কে গুরুত্ব দিয়ে ট্রেড করতে হয় তরি মাঝে প্রধান যে বিষয়টা আমি মনে করি তা হল আপনার একাউন্টে কি পরিমান ইকুইটি আছে সেই বিষয়টা ভেবে ট্রেড নেওয়া কারন আপনার বর্তমান ইকুইটি কম থাকার পরেও আপনি একটা বড় ট্রেড নিলেন এবং মার্কেট একটু বিপরীদে গিয়ে পজেটিভ হলেও তার আগে আপনার একাউন্ট জিরো হতে পারে।
আমি আপনার কথার সাথে একতম আছি । আমি মনে করি যে,,, ফরেক্স মার্কেটে একটি ট্রেড ওপেন করার আগে সেই আমার ডিপোজিট অর্থ কতো আছে এবং আমার কতো লেভারেজে ট্রেড ওপেন করতে হবে এই সকল বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন । তার যেটা হলো,, মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা এবং প্রতিটি ট্রেডের পূর্বে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে নেওয়া উচিত । এই সকল বিষয়গুলির উপর ভালোকরে গুরুত্ব দিলে একজন ট্রেডার কখনো তার একাউন্ট শূন্য হতে দিবে না,,, ধন্যবাদ ।
এই ফরেক্স মার্কেটের অনেক লোক খুব সীমিত সময়ে প্রচুর ডলার উপার্জনের জন্য খুব অধৈর্য, কারণ এই বাজারে ব্যবসায়ীদের তাদের সুবিধার জন্য কাজ করার সুযোগ রয়েছে তবে অধৈর্যতা এবং আগ্রহের সাথে তুলনায় ফেজ লার্নিং এবং ধৈর্যের প্রভাবগুলি আরও অর্জন করতে পারে শীঘ্রই উপার্জন করুন, সুতরাং অর্থোপার্জনের চেষ্টা করুন তবে ধারাবাহিকতার সাথে ঝুঁকি বিপরীত কৌশলও তৈরি করুন
ট্রেড করা সহজ, কুন্তু ট্রেডকরে লাভবান হওয়টা কঠিন হয়ে দাড়ায় যখন ঠিক মত সিগন্যাল অ্যনালাইসিস,মর্কে মুভমেন্ট ,ম্যানি ম্যানেজমেন্ট সাথে সাথে লোভ সামলাতে না পারলে
ভাই জন, আমি মনে করি, যখন আমরা এর মধ্যে ট্রেড করি, তখন আমাদের তাতে মন থাকা উচিত এবং আমাদের সতর্ক থাকা উচিত যাতে কোনও ঝামেলায় না পড়তে হয়, তাই আমাদের উচিত রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাব বিশ্লেষণ করে খবর দেখা । আর এর মধ্যে আমাদের বিশ্লেষণ রাখা উচিত খুব ভাল, তাহলেই আমাদের বাণিজ্যে লাভবান হবেন ।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য যে সমস্ত বিষয় গুলো বিশ্লেষণ করে নিয়ে ট্রেড করা উচিত সেগুলো হলো-
১/সর্বপ্রথম আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে হবে অর্থাৎ ফরেক্স সম্পর্কে স্টাডি করতে হবে।
২/প্রতিদিন হোম ওয়ার্ক করতে হবে।
৩/নিউজ পড়তে হবে এবং যে সমস্ত দেশের কারেন্সি নিয়ে কাজ করবেন বা ট্রেড করবেন সেইসব দেশের অর্থনৈতিক ভৌগোলিক এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে কন্টিনিউয়াস আপডেট জানতে হবে।
৪/মার্কেট এনালাইসিস অনেক ইম্পরট্যান্ট অর্থাৎ মার্কেট সঠিকভাবে এনালাইসিস করে ট্রেড করতে হবে।
৫/মার্কেট মুভমেন্ট কি পজিশনে আছে এবং কি রকম আপডাউন করতেছে সেই সম্পর্কে জ্ঞান রাখতে হবে।
৬/আপনি কোন পজিশনে মার্কেটে এন্ট্রি করবেন বা ট্রেড ধরবেন সেটা নিশ্চয়ই করে নিতে হবে।
৭/মানি ম্যানেজমেন্ট রুলস ফলো করতে হবে এবং সঠিক কিভাবে হিসাব করে লট বা ভলিয়ম নির্ধারণ করে নিতে হবে।
৮/মার্কেটে এখন যে পজিশনে আছে এবং মার্কেট কোন পজিশনে গেলে আপনি প্রফিট করতে চান অর্থাৎ আপনি বাই করতে চান না সেল করতে চান সেটা নিশ্চিত করে নিতে হবে।
সর্বোপরি ধৈর্যশীল হয়ে কাজ করতে হবে তাহলে আপনি ফরেক্সে সফলতার দুয়ার খুলতে পারবেন।
ফরেক্স মার্কেটে সফলতার পূর্বশর্ত হলো দক্ষতা এবং অভিজ্ঞতা। আপনাকে ফরেক্স সম্পর্কে অনেক ভালো জ্ঞান রাখতে হবে এবং কিছু টেকনিক্যাল বিষয় জানতে হবে। ফরেক্সে সফলকাম হওয়ার জন্য মানি ম্যানেজমেন্ট, মার্কেট এনালাইসিস, মার্কেট মুভমেন্ট, কারেন্সি পেয়ার নির্বাচন, এন্ট্রি পয়েন্ট নির্ধারণ, ট্রেন্ড নির্ধারণ এই সবকিছু যদি আপনি সুষ্ঠ সুন্দরভাবে করতে পারেন তবে আপনি ফরেক্সে সফলতা পাবেন ইনশাল্লাহ।তবে এই সব কিছুর পাশাপাশি আপনাকে আরেকটা জিনিসের প্রতি লক্ষ রাখতে হবে সেটা হল ধৈর্যশীলতা। ধন্যবাদ।
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে ট্রেড এ্যান্টি দিতে হলে আপনাকে আগে মারর্কেট এ্যানালাইসিস করতে হবে।আপনি যদি ভালো করে মারর্কেট এ্যানালাইসিস করে ট্রেড এ্যান্টি দিতে পারেন তাহলে ফরেক্স থেকে আপনি আয় করতে পারবেন।
আসলে ট্রেড করতে হলে প্রথমে আপনাকে নজর দিতে হবে ট্রেন্ড এর উপর। যদি মার্কেট চারঘন্টার চার্টে রেন্জ রাউন্ড থাকে তবে আপনি একদিনের চার্ট দেখুন। যদি একদিনের চার্টে দেখেন মার্কেট কনফিউজ তবে এক সপ্তাহের চার্ট দেখুন। যদি কোন মার্কেট সবগুলো টাইমফ্রেমে আপনাকে কনফিউজ করে তবে সেই ট্রেডে এন্ট্রি নিলে লস হবার সম্ভাবনা সব থেকে বেশি। তাই লস থেকে বাচতে হলে আগে ভাল করে ট্রেন্ড খুজে বের করুন।
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে প্রথমেই আমাদের নজর দেওয়া উচিত ফরেক্স শেখার ক্ষেত্রে কারণ ভালো করে ফরেক্স ট্রেডিং শেখার উপরেই নির্ভর করে আমরা কতখানি প্রফিট গেইন করতে পারব তারপরেই উচিত খুব ভালো একটি স্ট্রাটেজি নিয়ে আগানোর উপর এবং তার পরেই আমাদের একাউন্ট এর ইকুইটি বা ডিপোজিট মনির উপরে মানি মেনেজমেন্ট করে ট্রেড করা এবং লোব থেকে মুক্ত হয়ে ধীরে ধীরে মার্কেট বুঝে ট্রেন্ড কনফার্ম হয়ে ট্রেড এন্ট্রি নেওয়া
আপনার যদি ফরেক্স মার্কেটের আদান-প্রদানের দরকার হয় তবে ফোরেক্স এক্সচেঞ্জিংটি কতটা দুর্দান্ত হতে পারে তার উপর নির্ভর করে আমাদের প্রথমে ফরেক্স শিখতে মনোনিবেশ করা উচিত, সেই সময়ে আমাদের একটি সাধারণভাবে দুর্দান্ত পদ্ধতি বাড়াতে হবে এবং তারপরে আমাদের থাকা উচিত আমাদের রেকর্ডের মান বা নগদ সঞ্চয় স্বীকার করার বিকল্প। প্রশাসনের মাধ্যমে এক্সচেঞ্জিং এবং অনুমানগুলি নিষ্পত্তি করে বাজার ধাপে ধাপে ব্যবসায়ের প্রবেশের ধরণটি উপলব্ধি করবে
আপনার কাছে যদি স্ন্যাপচ্যাট ওপেন কিয়া হোগা থাকে তবে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনাকে এটিতে যেতে হবে না এবং আপনি এটি সঠিকভাবে পেতে সক্ষম হবেন। দয়া করে উন্মুক্ত থাকুন এবং আপনি আপনার অ্যাকাউন্টের সাথে এই অ্যাকাউন্টের একটি অনুলিপি পেতে সক্ষম হবেন।
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে সর্ব প্রথম আপনাকে মার্কেট ট্রেন্ড এর দিক নজর দিতে হবে,মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে আপনার সেই দিকে যেতে হবে এবং ডাউন ট্রেন্ড থাকলে সেই দিক যেতে হবে,মার্কেট ট্রেন্ড যে দিক আমাদের ট্রেড করার সময় সেই দিক খেয়াল রাখতে হবে,এবং যেই পেয়ার এ ট্রেড করছেন ওই পেয়ের এ কোন নিউজ আছে কিনা খেয়াল রাখতে হবে।
ফরেক্স করতে হলে আপনাকে প্রথমে দেখতে হবে ফরেক্স সম্পর্কে আপনর জ্ঞান কেমন। কথায় আছে অল্প বিদ্যা ভয়ংকরী তাই আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান ভান্ডার পূর্ণ হলে তার পর ট্রেড করতে হবে। একটি ট্রেড ওপেন করতে হলে আপনার ডিপোজিট, মানি ম্যনেজমেন্ট এর উপর লক্ষ রাখতে হবে।
আপনি যখন ট্রেড করতে যাবেন তখন আপনাকে সব কিছু ভেবে চিন্তে ট্রেড ওপেন করতে হবে । ফরেক্স কে আপাত দৃষ্টিতে যতটা সহজ মনে হয় আসলে ফরেক্স ট্রেডিং এতটা সহজ নয় । ফরেক্স এ ট্রেড করতে হলে আগে আপনাকে ভাবতে হবে আপনার ফরেক্স নিয়ে পরিপুর্ন জ্ঞান আছে কি নাই । যদি না থাকে তাহলে আগে আপনি ফরেক্স নিয়ে পরাশনা করুন এবং আপনি না বুঝলে যারা বোঝেন তাদের সাহায্য নেন । তারপর আপনি ট্রেড করতে সাহস করুন ।
আমি মনে করি একজন দক্ষ ট্রেডার হওয়ার জন্য ট্রেডিং-এর ক্ষেত্রে প্রথমেই নিজেকে একজন ধৈর্য্যবান ব্যক্তি হিসাবে তৈরি করতে হবে। এখানে অনেক সময়েই লক্ষ করা যায় ট্রেডাররা সামান্য কিছু লসের ফলে ধৈর্য্যহারা হয়ে ভুল ট্রেড করে থাকে। যার ফলে তারা আরো লসের ভাগিদার হয়।
ফরেক্স এ একটি ট্রেড ওপেন করার সময় অনেক আনালাইসিস করতে হবে আপনি কোন ধরনের ট্রেড করবেন এই জন্য অ্যাকাউন্ট খুলার সময় আপনাকে লিভারেজ ঠিক করে নিতে হবে ফরেক্স ব্যবসায় ট্রেড করতে হলে আপনাকে ম্যানি ম্যানেজমেন্ট ফলো রেখে ট্রেড ওপেন করতে হবে আমরা যদি ভালো করে দক্ষা অর্জন করতে পারি তাহলে সাফল্য অর্জন করা খুব সহজ আমাদের আরো লক্ষ রাখতে হবে মার্কেটের কি অবস্থা সেদিকে খেয়াল রেখে ট্রেড করতে হবে এই বিষয় গুলো যদি আমরা ভালো ভাবে আয়ক্ত করতে পারি তাহলে লস হবে না ।
ফরেক্স মার্কেট ট্রেড করার পূর্বে আপনি প্রথমে মানি ম্যানেজমেন্ট করে নিন । একাউন্টে আপনার ব্যালেন্স কত আছে বা ইকুইটি কি পরিমান আছে তা দেখে নিন॥ মার্কেটে আপনি কতটুকু রিক্স নিত প্রস্তত ।এরপর আপনার ট্রেডের লট/ভলিউমের সাইজ কত হবে সেটা হিসেব করতে হবে এবং সবশেষে ভালভাবে এনালাসিস করেই তবেই ট্রেড করতে হবে ।
ট্রেড ফরেক্স যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সঠিক ভাবে এনালাইসিস করে ট্রেড করতে না পারলে লাভ করা সম্ভব নয়। ট্রেড করতে হলে আমাদের যে সকল বিষয়ের উপর নজর রেখে ট্রিট করে থাকি তা হলো -
১. টেকনিক্যাল এনালাইসিস করা
২. ফান্ডামেন্টাল এনালাইসিস করো
৩. মানি ম্যানেজমেন্ট নিয়ম মেনে চলি ট্রেড করা
৪. স্টপ লস এবং টেক প্রফিট সেট করা
৫. লোভ নিয়ন্ত্রণ করা বা বড় লটে ট্রেড না করা
৬. রিস্ক ও আবেগ নিয়ন্ত্রণ রেখা ট্রেড করা
৭. লস মেনে নেওয়ার মনোভাব রাখা
ফরেক্স এ ট্রেড করার সময় আমি বেশীর ভাগ নজর দেই যে মার্কেট এনালাসিস সঠিক হয়েছে কিনা এছাড়া আমার ট্রেড এ কত লট এ আছে তা। কেননা, এখানে লাভ করতে হলে আমাকে প্রথমে দেখতে হবে যে আমি সঠিক ট্রেড করছি কি না। সঠিক ট্রেড করলে আমি অবশ্যই সাফলতা অর্জন করবই। তাই আমি আমার ট্রেড এর লটে এবং এনালাসিস এর উপর নজর দেই।
আপনাকে ফরেক্সের ট্রেড সম্পর্কে ভাল করে শিক্ষা গ্রহন করতে হরে ।কারন আপনি যেখানে টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে যাচ্ছেন যদি আপনার সেই ব্যবসা সম্পর্কে কোন ধারনাই না থাকে তাহলে আপনার ব্যবসায়ে যে লস হবে তা নিশ্চিত । ফরেক্স ব্যবসায় ট্রেড করতে হলে আপনাকে ম্যানি ম্যানেজমেন্ট ফলো রেখে ট্রেড ওপেন করতে হবে । ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই ঝুকি গ্রহন করতে হবে ।
হ্যা ক্যাপিটালের উপর নির্ভর করেই আমাদেরকে সবকিছু করতে হবে। আমাদের ক্যাপিটাল যদি ২০০ ডলার হয় তবে রিস্ক রেশিও ২% এর বেশি কখনো নেওয়া যাবে না। সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে, ধৈর্য্য ধরে ট্রেড করতে হবে তা নাহলে সামনের দিকে আগানো যাবে না।
ট্রেড ওপেন করা মানে আমি মনে করি ব্যবসা শুরু করা। একটি ব্যবসা শুরু করার আগে আমি চিন্তা করি কত টাকা নিয়ে ব্যবসা করব। অর্থাৎ আমার মূলধন কত হবে। আমি কত টাকা ব্যয় করবো কত টাকা স্টক রিজার্ভ করে রাখব। আমি ব্যবসার ক্ষেত্রে কত টাকার ঝুকি নিতে পারব। কারন ট্রেন্ড হচ্ছে একজন ট্রেডারের সবচাইতে বড় ফ্রেন্ড।আপনি যদি ট্রেন্ডের সাথে ট্রেড করেন তাহলে রিস্ক ছাড়াই অনেক বেশী প্রফিট করতে পারবেন।
আমার মতে ট্রেড করতে হলে প্রথমে নিজের দক্ষতার উপর এবং আত্মবিশ্বাস এর উপর নজর দিতে হবে,তারপর আপনার ব্যালান্স অনুযায়ী ও মার্কেট মুভমেন্ট বুঝে সেইদিকে যোর ভাবে নজর দিয়ে ট্রেড করতে হবে,তারপর আপনার মানি ম্যানেজমেন্ট উপর লক্ষ্য রাখতে হবে,এই বিষয় গুলোর দিকে নজর দিতে হবে ট্রেড করার পূর্বে☺️
ফরেক্সে ট্রেড করার জন্য একটি পরিকল্পনা প্রয়োজন হয় এবং তা অনুযায়ী এগিয়ে যেতে হয়। তাই ট্রেড করার পুর্বে ব্যলেন্স কত, ট্রেড সাইজ কত হবে, কতটুকু লাভ করতে চাই, রিস্ক কতটকু নিতে হবে, বাই করবো নাকি সেল করবো ইতায়দি বিষয় চিন্তাভাবনা করে নিতে হয়। এর ফলে ট্রেড ব্যবস্থাপনায় অনেক সহজ হয়। একজন ভালো ট্রেডার এসকল কাজ করেই ট্রেড করে। তাই আমি মনে করি যে বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তাই হল নিজের দক্ষতা তৈরীর উপর । নিজেকে অবশ্যই দক্ষ করে গড়ে তুলতে পারলে তবে আপনি দেখবেন যে টাকা আপনি অনেক ইনকাম করতে পারবেন । তাই আমি নিজেকে দক্ষ করে গড়ে তোলাকেই সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করি । নিজের যোগ্যতাই ফরেক্স মার্কেটের সবচেয় বড় হাতিয়ার ।
ফরেক্স এ আমি ট্রেড করার আগে আমি আমার ক্যাপিটাল, ট্রেড অডার করার সময় কত লটে আছে এছাড়া আমি মানি ম্যানেজমেন্ট এর দিকে ও ফলো করে থাকি। তারপর আমি আমার পজিশন মত করে কততে ট্রেড করতে পারি তা যাচাই করে তারপর ট্রেড করি। যাতে আমার টার্গেট এ ঠিক রেখে ফরেক্স এ ট্রেড করে লাভ ও সাফলতা অর্জন করতে পারি। ধন্যবাদ।
ফরেক্স ব্যবসায় ট্রেড করতে হলে অনেক নিয়ম কানুন মেনে ট্রেড করতে হই । ফরেক্স এ একটি ট্রেড ওপেন করার সময় অনেক আনালাইসিস করতে হবে । আপনি কোন ধরনের ট্রেড করবেন এই জন্য অ্যাকাউন্ট খুলার সময় আপনাকে লিভারেজ ঠিক করে নিতে হবে । বিশেষ করে একজন ট্রেডারের জন্য দরকার পড়ে মন মানসিকতা থাকা, ট্রেডিং সিস্টেম নিয়ে বেশি বেশি পর্যবেক্ষণ করা। আর আপনি যদি উক্ত বিষয়গুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ভাল মুনাফা আয় করতে পারবেন।
একটি ট্রেড ওপেন করার আগে আপনাকে মার্কেট নিয়ে খুব ভালো ভাবে এনালাইসিস করে নিতে হবে । এনালাইসিস এ যত দক্ষ হবেন আপনি ততো ভালো ট্রেড ওপেন করতে পারবেন । যে কোন পরিস্থিতিকে মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে। মার্কেটেকে ভালভাবে বুঝে ট্রেড করা জরুরী বলে মনে করি।এক সময়ে একটা কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করা উচিত।
ভাই ফরেক্স মার্কেট এ আপনি যদি বুঝে-শুনেই ট্রেড করতে পারেন তাহলে আপনি এই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন । আর ভালো ভাবে ট্রেডিং করার জন্য আমাদেরকে অনেক বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হয় । যেমন প্রত্যেকটা ট্রেড ওপেন করার পূর্বে আমাদেরকে মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করতে হয় । আমরা যদি ট্রেডিং করার পূর্বে মার্কেট এনালাইসিস না করে ট্রেডিং করি তাহলে সেই ট্রেড থেকে আমরা প্রফিট করতে পারবোনা । তাই এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করে ট্রেড করা উচিত ।
একটি ট্রেড ওপেন করতে হলে আমি মনে করি প্রথমে যে বিষয়টি আপনার মনে রাখতে হবে তাহলো আপনার ডিপোজিট কত। ধরুন আপনার ডিপোজিট ২০০ ডলার এখন আপনি প্রথমে হিসাব করুন আপনার লিভারেজ কত. তারপর হিসাব করুন মানি ম্যনেজমেন্ট এ আপনার লট সাইজ কত হবে, তারপর আপনি রিস্ক ম্যনেজমেন্ট চিন্তা করে বের করুন আপনি কতটুকু রিস্ক নিবেন এই গুলোর উপর আমি মনে করি প্রথমে নজর দেয়া উচিত। আপনাদের মন্তব্য চাই।
ট্রেড করার পূর্বে আমি ফরেক্স ট্রেডিং সম্পর্কে অনেক জ্ঞান ও ধারনা অর্জন করে তারপর ধৈর্য্য,সতর্কতা এবং পূর্বপরিকল্পনা নিয়ে ট্রেডিং করব । তাছাড়া প্রথম থেকেই আমি লোভকে ত্যাগ করে তারপর ট্রেড করব । কেননা এতে সফলতা নিশ্চিত ।
ফরেক্স ট্রেড করতে হলে আমি মনে করি সর্ব প্রথম মর্কেট ভার করে অ্যানারাইসিস করতে হবে কারন মার্কেট অ্যানালাইসিস না করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন কররে কখনই আপনি ভার প্রফিট করতে পারবেন না। সেই কারনে আমি মনে করি ফরেক্স ট্রেডিংযের সর্ব প্রথম কাজ হওয়া উচিত ভাল করে মার্কেট অ্যানলাইসিস।
ট্রেড করার পূর্বে আমি ফরেক্স ট্রেডিং সম্পর্কে অনেক জ্ঞান ও ধারনা অর্জন করে তারপর ধৈর্য্য,সতর্কতা এবং পূর্বপরিকল্পনা নিয়ে ট্রেডিং করব । তাছাড়া প্রথম থেকেই আমি লোভকে ত্যাগ করে তারপর ট্রেড করব । কেননা এতে সফলতা নিশ্চিত ।
ট্রেড ওপেন করা মানে আমি মনে করি ব্যবসা শুরু করা। একটি ব্যবসা শুরু করার আগে আমি চিন্তা করি কত টাকা নিয়ে ব্যবসা করব। অর্থাৎ আমার মূলধন কত হবে। আমি কত টাকা ব্যয় করবো কত টাকা স্টক রিজার্ভ করে রাখব। আমি ব্যবসার ক্ষেত্রে কত টাকার ঝুকি নিতে পারব। এই সব কিছু চিন্তা করার পর আমি একটি ট্রেড দেয়। চিন্তা ভাবনাটা ঠিক একটি ব্যবসা শুরু করার পূর্ববর্তী ভাবনার মত।
আমাদের যে বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তাই হল নিজের দক্ষতা তৈরীর উপর । নিজেকে অবশ্যই দক্ষ করে গড়ে তুলতে পারলে তবে আপনি দেখবেন যে টাকা আপনি অনেক ইনকাম করতে পারবেন । তাই আমি নিজেকে দক্ষ করে গড়ে তোলাকেই সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করি । নিজের যোগ্যতাই ফরেক্স মার্কেটের সবচেয় বড় হাতিয়ার । আপনার ডিপোজিট কম হোক বা বেশি হোক সেটা কোন বিষয় নয় যদি আপনার স্ট্রেটেজি ভাল থাকে তাহলে আপনি অল্প ক্যাপিটাল থেকেও অনেক বেশি লাভ করতে পারবেন একটু বেশি সময় দিয়ে ।
ফরেক্স ট্রেডিং শেখার উপরেই নির্ভর করে আমরা কতখানি প্রফিট গেইন করতে পারব তারপরেই উচিত খুব ভালো একটি স্ট্রাটেজি নিয়ে আগানোর উপর এবং তার পরেই আমাদের একাউন্ট এর ইকুইটি বা ডিপোজিট মনির উপরে মানি মেনেজমেন্ট করে ট্রেড করা। আপনি যত সতর্কতার সাথে ট্রেড করবেন আপনার লস হবার সম্ভাবনা তত কম। এছাড়া আপনাকে লোভ সংবরণ করে ধৈর্য্যশীল হতে বলব। কারণ আপনি তাড়াহুড়ো করলে আপনার ভুল হবার সম্ভাবনা বেশি।