-
ফরেক্স বিজনেস গৃহিনীরা ও করতে পারেন যদি আপনার শিক্ষা থাকে তাহলে গৃহিনীরা ফরেক্স করতে পারেন বলে আমি মনে করি।তাই তাদের শিক্ষা জ্ঞ্যান কৌশলী হতে হবে আর জ্ঞ্যানী কৌশলী ট্রেডার হতে গেলে ফরেক্স শিখতে হবে।আর ফরেক্স কি তা না জেনে ফরেক্স করলে আপনি লস করবেন তাই গৃহিনিদের ফরেক্স শিখে ফরেক্স করতে পারলে আমি মনে করি।ফরেক্স থেকে গঘিনীরা অনেক টাকা আয় করে সুবিদা নিতে পারেন।
-
ফরেক্স করে সকল স্তরের মানুষই ভাল সুবিধা নিতে পারে । তবে আমাদের মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেটে ট্রেড করার মাধ্যমে গৃহিনীরা চাইলে একটু বেশি সুবিধা নিতেই পারে । কেননা ফরেক্স মার্কেটের ক্ষেত্রে যে যত বেশি সময় দিতে পারবে তার সফল হওয়ার চান্স তত বেশি । তাই আমি মনে করি যে গৃহিণীরা যেহেতু প্রায় সময়ই ঘরে কাটাই সেহেতু তারা এই সেক্টরে অনেক ভাল করতে পারবে ।
-
আমি মনে করি ফরেক্স এ অনান্যদের মতও ঘরের গৃহিণীরাও এখানে থেকে অনেক সুবিধা নিতে পারবে ।তারা তাদের পরিবারের কাজ এর পাশাপাশি এ কাজ করে আর্থিকভাবে লাভবান পারবে ।তারা এ বিষয়ে একটু বিস্তারিত জেনে তারপার এখানে কাজ করলে নিশ্চিত সফল হতে পারবে ।
-
ফরেক্স ব্যবসায়ে আমি একদমই নতুন। আমার অনেক দিনের ইচ্ছা ফরেক্স ব্যবসা করার। তাই আজই এখানে অ্যাকাউন্ট খুললাম।
-
অবস্যই সম্ভব, সংসারের কাজ কর্ম সের যে কোন গৃহিনী ফরেক্স করতে পারে। এতে তার সাংসারিক কাজের কোন ক্ষতি হবেনা বরং তার হ্ত ক্ষরচ উঠে আসবে। বর্তমানে এই ইন্টারনেটের যুগে ছেলেরাই বাইরে গিয়ে কাজ করে না বরং ঘরে বসেই অনেক অর্থ উপার্জন করছে অনলাইনে কাজ করে সেখানে মেয়েদের তো বাইরে গিয়ে কাজ করার কোন প্রশ্নই আসে না। আর ফরেক্স সবর জন্যই। বোঝার জন্য নলেজ দরকার বয়স না।
-
ফরেক্স মার্কেটে অনেকেই ট্রেড করেন অনেক বেশি লোভ নিয়ে । অনেকেই মনে করেন তারা রাতারাতি অনেক লাভ করে বড়লোক হয়ে যাবেন । অনেকেই সব ট্রেডে লাভ করে ক্লোজ করবেন বলে বসে থেকে ভুলটা করেন আর তখনই লস করেফেলেন । তাই ফরেক্স শুরু করার আগে নিজেদের লোভটা কন্টোল করে ট্রেড করা শুরু করতে হবে । প্রথম কে অল্প অল্প লাভ করে শিখতে হবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং গৃহীনিরাও ট্রেডিং করতে পারে যদি তারা ফরেক্স শিক্ষা গ্রহন করে থাকে ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে পারে তাদের অবসর সময়ে যদি তারা সংসারের কাজ শেষ করে নিয়ে যে টুকু সময় পাবে সেই সময়ে ট্রেডিং করলে ভাল প্রফিট হয়ে যাবে ফরেক্স মার্কেট হতে কিছু বাড়তি ইনকাম করতে পাড়বে।
-
ফরেক্স থেকে গৃহিণীরা প্রচুর পরিমাণে সুবিধা গ্রহণ করতে পারে । কেননা ফরেক্স কোন নিদ্দিষ্ট ব্যাক্তি কিংবা কোন নিদ্দিষ্ট গোষ্টির জন্য বিশেষ সুবিধার জন্য নয় ফরেক্স এমন একটা সিস্টেম যেটার সাথে যুক্ত প্রতিটা ব্যাক্তি সমান সুবিধা পেতে পারে । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে গৃহিণীরা পিছিয়ে থাকবেনা । তবে এগিযে যেতে হলে কার্যকর প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
-
আমি বলবো ফরেক্স থেকে অবশ্যই গৃহিনীরা সুবিধা নিতে পারে।কারন ফরেক্স এর যাবতীয় কাজ online এ করা যায়,তাইই গৃহিনীরা চাইলেই ঘরে বসে ফরেক্স করতে পারে।পরিবারের অন্যান্য কাজের মাঝে ফরেক্স করে তারা লাভবান হতে পারবে। যেহেতু গৃহিনীরা বেশিরভাগ সময় ঘরে থাকে তাই তারা ফরেক্স সম্পর্কে পড়াশুনা করতে পারবে,এতে তারা খুব তারাতারি ফরক্সে উন্নতি করতে পারবে। ফরেক্স থেকে আয়ের মাধ্যমে পরিবারকে অর্থনৈতিক ভাবে সাহায্য করতে পারবে।
-
হ্যা ভাই, ফরেক্স থেকে গৃহিণীরা সুবিধা পেতে পারে। গৃহিণীরা অনেকটা সুযোগ পাবে এই ফরেক্স কাজ করতে। ঘরের গৃহিণীরা তারা তাদের বাসার কাজ সেরে অনেকটা ফ্রি পায় এবং বসে অনেকটা সময় কাটায়। তাই আমার মতে আর যদি এই ফরেক্স এ কা্জ করে তাহলে তারা অনেকটা টাকা উপার্জন করতে পারে তাদের ছেলে-মেয়েদের পরালেখা খচর ও অনান্য খরচ চালাতে পারে।
-
ফরেক্স থেকে গৃহীিনিরা অনেক সুবিধা নিতে পারে । গৃহীনিরা গৃহের কাজ করে বাইরে বেশী সময় দিয়ে কোনিচাকুরী বা ব্যবসা করতে পারে না ।তাই ফরেক্স গৃহীনিদের জন্য সুবর্ন সুযোগ হতে পারে । ফরেক্স ঘরে বসেই করা হয় করা যায় এবং অনেক সময় পাওয়া যায় । ফলে পরিবার এবং ব্যবসা দুটো্ই সামলানো যায় এবং আয়ও করা যায় ,যা দিয়ে পরিবারের ব্যয় *নির্বাহ করে আর্থিক সচ্ছলতা অর্জন করা যায় ।
-
অধিকাংশ মহিলারা তাদের অবসরে ঘরে বসে থাকে । আর এই সময় অপচয় না করে ঘরে বসেই ফরেক্সে এ ব্যাবসা করে নিজের এবং পরিবার এর জন্য বাড়তি আয়য়ের ব্যবস্থা করতে পারেন।আর তাতে পরিবাার সচছল হবে এবং দেশের অর্থণৈতিক উন্নতি হবে।
-
মহিলারা ঘরে বসে না থেকে ফরেক্স করতে পারে। এতে করে তারা নিজেরা স্বাবলম্বি হতে পারবে পাশাপাশি পরিবারকেও আর্থিক সহযোগিতা করতে পারবে।
-
যে কোন গৃহিণী তার যে কোন কাজের পাশাপাশি ফরেক্স করতে পারবে এ জন্য তাদের কে ফরেক্স শিক্ষার উপর আগ্রহ রাখতে হবে কারন যদি আগ্রহ না থাকে তাহলে কেউ ফরেক্স শিখতে পারবে না । যে কেউ চাইলে ফরেক্স করতে পারবে হউক সে মহিলা বা পুরুষ এ জন্য দরকার হল চেষ্টা ।
-
একটু বুদ্ধি থাকলে ফরেক্স ব্যবসা যে কেউ করতে পারে।গৃহিনীরা অবসর সময়ে ফরেক্স ব্যবসা করে নিজেরা কিছু অর্থ কামাতে পারে।তবে টাকা আয় করা আমি সহজ মনে করি না।ফরেক্স থেকে টাকা আয় করতে গেলে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক দক্ষ হতে হবে।মার্কেট এনালাইসিস সম্পর্কে ভাল ভাবে বুঝতে হবে।তাহলেই মার্কেট থেকে আয় করা সম্ভব।
-
হ্যা ফরেক্সে ঘরনীরাও অনেক সুবিধা করতে পারে তাদের অবসর সময়টা কাজে লাগিওয়ে তারাও ভাল আয় করতে পারে । তবে এব্যাপারে শিক্ষাটা যথাযথ হতে হবে আর স্টার জলসা চ্যানেল দেখা বাদদিতে হবে সেটাকি তারা পারবে । আমার কনে হয়না স্টার জলসাতো অনেক মহিলাদের প্রানের সমান বলাচলে ।
-
আমার মতে ফরেক্স ঘরের গৃহিণীরাও করতে পারে। ফরেক্স মার্কেট এ সবাই করতে পারে যদি ফরেক্স এর জ্ঞান অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে নিতে পারে। ঘরের গৃহিণীরা করতে পারে। কারন ঘরের গৃহিণীরা ঘরের কাজ করে অনেকটা অবসর সময় বসে থাকে সময় কাটায়। তাই আমার মতে তারা যদি ঐ সমতে এই ফরেক্স করে তাহলে কিছুটা হলেও আয় করতে পারে এবং তাদের সংসারে যাবতীয় হত খরচা চালাতে পারে।
-
ফরেক্স ব্যবসা থেকে অবশ্যই গৃহিণীরা আয় করতে পারে যদি তারা দক্ষতা অর্জন করতে পারে । আমরা সকল গৃহিণীদের এই ব্যবসা করার জন্য উৎসাহিত করব তাহলেই অামরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সকলেই একে অন্যকে এই কাজের জন্য উৎসাহিত করে থাকব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
আমার মতে ফরেক্স ঘরের গৃহীনিরা ও সুবিধা নিতে পারে। ফরেক্স মার্কেট কোন ঝামেলা ছাড়াই যে কোন সময় করা যায়। ঘরের গৃহিনীরা সংসারের কাজ কর্ম সেরে অনেকটা বসে থাকে । তাই আমার মতে তারা যদি এই ফরেক্স ঐ অবসর সময়ে করে তাহলে অনেকটাা আয় করতে পারে এই ফেরেক্স মার্কেট থেকে।
-
আসলে ফরেক্স সবার জন্য উম্মুক্ত ফরেক্স শুধু পুরুষ বা গৃহিনী এটা এমন নয় এটা যে কোন বয়স এমনকি ছাত্র ছাত্রী, বৃদ্ধ, অবসর প্রাপ্ত অভিবাবগ বা পরিবারের যে কোন মেয়ে সদস্য বা গৃহিনি ফরেক্স ট্রেড করতে পারে তবে সবার আগে এই সমন্ধে বিস্তারিত জানতে হবে তা না হলে অনেক লস করতে হবে।
-
আমি মনে করি গৃহিণীদের জন্য ফরেক্স একটি উপজুক্ত ব্যবসায়। কারন এখানে তারা ট্রেড শিখে আয় করে নিজের পরিবারে কিছু বাড়তি আয় করতে পারবে। আমাদের দেশে অনেক গৃহিণী আছে যারা পরিবারের কাজ করার পরও অনেক সময় থাকে কিন্তু তারা সেই সময় গল্প করে নস্ত করে বা অন্য বাজে কাজে নষ্ট করে। আমি তাদের বলব ওই সময় ফরেক্সে দেন টাকা আয় করতে পারবেন।
-
ফরেক্স ঘরের গৃহীনিরাও করতে পারে। ফরেক্স মার্কেট এমন একটা ব্যবসা যা কি না যে কোন লোক যে কোন জায়গায় করা যায়। এই ফরেক্স মার্কেট এ কোন ঝামেলা্ ছাড়াই করা যায় ও অনেকটা আয় করা যায়। যাই হোক ফরেক্স মার্কেট ঘরের গৃহিনীরা করতে পারবে তার কারন ঘরের গৃহীনিরা সংসারের কাজ কর্ম করে অনেকটা অবসর সময়ে বসে থাকে। তাই আমার মতে তারা যাদি এই অবসর সময়ে ফরেক্স করে তাহলে তারা অনেকটা আয় করতে পারেন তাদের হাত খরচা করার জন্য।
-
ফরেক্স মার্কেট সারা দিন বা ২৪ ঘন্টা খোলা থাকে সপ্তাহে ৫দিন।ফরেক্স মার্কেট সেশন হছে ৪টি,৪টি সেশন হছে ১.সিডনি সেশন ২.টোকিও সেশন ৩.ইউরো সেশন।৪.ইউ এস সেশন। শুরু হয় হছে সিডনি সেশন দিয়ে আর শেস হয় হছে ইউ এস সেশন দিয়ে।বাংলাদেশর সময় রাত ২.৩০ মিনিটে আর ইউ এস দিয়ে শেস হয় ২.৩০ মিনিটে।এভাবে ২৪ ঘন্টা সপ্তাহে ৫দিন চলতে থাকে।
-
বিসনেস ম্যান যে শুধু পুরুষ হবে এমন কোন কথা নয় । গৃহিনীরাও হতে পারে । ফরেক্সে গৃহিনীরা বিসনেস করে পরিবারকে অনেক সফলতা এনে দিতে পারে । ফরেক্স বিসনেস করার জন্য এই বিসনেস কে অনেক বেশি সময় দিতে হয় । আর যেহেতু মহিলারা প্রায় অধিক সময়ই বাসায় থাকে তাই তাদের জন্য অনেক ভাল ।
-
ফরেক্স ব্যবসা থেকে আমরা গৃহিণীদের অবশ্যই সুবিধা দিতে পারি । আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করতে পারি । আমরা সব সময় ভালোভাবে এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন এই ব্যবসা করার জন্য গৃহিণীদের উৎসাহ দিতে হবে তাহলেই লাভবান হতে পারা যাবে ।
-
গৃহিনীদের জন্য ফরেক্স চমৎকার একটি পেশা। তারা বাড়ির কাজের পাশা পাশি ফরেক্স করে তাদের চাহিদাকে পুরন করতে পারে। গৃহিনীরা তারা তাদের সংসারের কাজের ফাকে ফাকে ফরেক্স করতে পারে। এবং ফরেক্স হতে বাড়তি আয় করে তাদের দৈনন্দিন চাহিদা পুরন করতে পারে।
-
ভাই আমি মনে করি ফরেক্স মাকেটে ্যডী মেয়েরা করে তবে ফরেক্স থেকে আয় করে দেশের জন্য অনেক ভাল কিছু করতে পারে | ফরেক্স করতে হলে ঘরে বশে ফরেক্স করা যায় তাই মেয়েরা ফরেক্স করতে পারবেন আয় করতে পারবে তাদেরকে ফরেক্স করারা শুযোগ করে দিতে হবে |
-
ফরেক্স থেকে গৃহিণীরা অনেক সুবিধা করতে পারে। আমাদের দেশে ঘরের গৃহিণীরা ঘরের কাজকর্ম করে অনেকটা অবসর সময়ে বসে থাকে। তাই আমার মতে তারা যদি এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে ফরেক্স করে তাহলে আমার মতে তারা তাহাদের হাত খরচা ও তাদের সংসারে চালাতে পারে।
-
আজ আমাদের সহযাত্রীরা অনেক এগিয়ে আসছে। তাদের মেধা নিয়ে প্রশ্ন করার কোন অবকাশ নেয়। আজ তারা প্রতিটি ক্ষেত্রে তাদের যোগ্যতা প্রমান করছে। আমার সহযাত্রী আমার সহধর্মিণী। তাই তার ফরেক্স নিয়ে কোন আগ্রহ থাকে তবে সে এখানেও সফল হবে নিশ্চয়।
-
আমি মনে করি ফরেক্স সবাই করতে পারে । আর গৃহিনীদের জন্য ফরেক্স অনেক সুবিদার হতে পারে কারন গৃহিনীরা সারা দিন বাসায় থাকে তারা যদি ফরেক্স ভালভাবে শিখে ফরেক্স করতে পারে তবে তারা তাদের বাসার কাজের পাশাপাশি ফরেক্স করে আয় করে পরিবারের অর্থনীতি কে আরো বেশী সচল রাখতে পারে । আমি বলব ফরেক্স যেই করুক না কেন সে যেন আগে ফরেক্স ভালভাবে শিখে ।
-
ফরেক্স মাকেটে সবাই করতে পারে সে মেয়ে বা ছেলে ফরেক্স মাকেট করতে হলে আমি মনে করি মেয়েদের জন্য ভাল তারা ঘরে বসে ফরেক্স করে আয় করতে পারবে ফরেক্স করার জন্য আপনার পরিশ্রম আর ধয্য দরকার | আমি মনে করি ফরেক্স মাকেট করার জন্য তা ছেলেদের থেকে মেয়েদের অনেক বেশি তাই ফরেক্স করতে পারবে আর আয় করতে পারবে |
-
চমৎকার পেশা, কঠিন পেশা কিন্তু চমৎকার, যা থেকে একটি লাভ করতে বৈদেশিক মুদ্রার, কিন্তু এটা শুরুতে একটি পেশা হিসেবে উপর নির্ভরশীল হতে পারে না, আপনি এটি পেছনে ফেলে এগিয়ে জানার জন্য একটি দীর্ঘ সময় প্রয়োজন হবে, কিন্তু ভবিষ্যতে ক্যারিয়ার নিশ্চিত করা যে, আপনি আপনার জীবনের উপর নির্ভর করতে পারেন
-
আমার মনে হয় ফরেক্স মার্কেট গৃহিনীদের জন্য এক অনন্য আইয়ের উৎস হতে পারে, কারন এই মার্কেট থেকে আয় করার জন্য ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন পরেনা। তবে এই জন্য গৃহিনীদের ভাল মানের ত্রাইনিং এবং পড়াশোনার দরকার।
-
যেহেতু ফরেক্স হলো বিশ্বব্যপী সকলের জন্য উন্মূক্ত স্বাধীন ব্যবসা৷ফুল টাইম পার্ট টাইম যেদিন ইচ্ছা ট্রেড করলেন৷এক সপ্তাহে বা এক মাসে এক দুই টা ট্রেড করলেন৷আমাদের দেশের শহর অঞ্চলের অধিকাংশ
পরিবারেই কম বেশি শিক্ষিত গৃহিনী আছেন,যারা নিত্য কাজের ফাকেঁ ফাকেঁ তাদের ইচ্ছা ও সুবিধা মত সুযোগ কাজে লাগিয়ে ফরেক্স টেডিং করে ভালো আয় রোজগার করতে পারবেন৷নিজের পরিবারকে আর্থিকভাবে আরোও সচ্ছ্বল ও উন্নত করতে পারেন৷
-
পুরুষেরা বেশিরভাগ সময় বাইরে কাটায়। আমি মনে করি ফরেক্স মার্কেট এ প্রচুর সময় না দিলে ও কিছু সময় দিতে হইয়। তা নাহ হলে আমরা অনেক ট্রেড মিস করে ফেলি। এক্ষেত্রে গৃহিনীরা সব সময় বাসায় থেকে তারা ট্রেড করে পরিবারের আয়ে সাহায্য করতে পারে। তারা আত্মনিররভশীল ও হতে পারে।
-
ফরেক্স গৃহীনিদের জন্য সবচেয়ে উপযুক্ত পেশা । কেউ যদি ফরেক্স ভালো করে শিখে নিতে পারে এবং ফরেক্সে দক্ষতা অর্জন করতে পারে তাহলে তার আর অন্য কোন চাকুরী বা ব্যাবসা করার প্রয়োজন পড়বে না ।গৃহিনীদের পরিবারের অনেক দিক সামলাতে হয় তাই তাদের পক্ষে বাড়ির বাইরে গিয়ে কিছু করা সম্ভব হয়ে উঠেনা । তাই তারা যদি ফরেক্স করতে পারে তাহলে তারা অর্থনৈতিক ভাবে সাবলম্বী হবার পাসাপাশি পরিবারে তাদের মর্যাদা ও গুরুত্ব বৃদ্ধি পাবে ।
-
আমি মনে করি অনেক বেশি সুবিধা নিতে পারবেন তাঁরা। কেননা তারা যে কোন ভাল কাজ মনোযোগ সহকাকারে অনেক আন্তরিকতার সাথে করে থাকেন, তাদের আগ্রহ অনেক । সুতরাং তারা যদি একটু যত্ন সহকারে এই ব্যবসাটাকে শিখে নিতে পারেন, তবে আশা করা যায় যে তারা অবশ্যই সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তবে গৃহিণীদের অনেক ধৈর্য সহকারে এই ব্যবসার সবকিছু জানতে হবে।
-
হ্যা ভাই আমার মতে গৃহিনীরা ফরেক্স করে সুবিধা নিতে পারবে। এবং এটা করে তাদের পারিবারিক আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে অনেক বেশি সাশ্রয়ী ভূমিকা রাখতে পারে বলে আমার বিশ্বাস। যেহেতু নারীরা ঘরে বসে তাদের পারিবারিক সাংসরিক জীবন পরিচালনা করে থাকে সেহেতু তাদের হাতে অনেক বেশি সময় থাকে এবং তাদের কোন বাইরে যেতেও হয় না। অতএব তারা যদি ফরেক্স ব্যবসটাকে গুরুত্বসহকারে শিখতে পারে তাহলে তারা অবশ্যই ফরেক্স থেকে অনেক বেশি সুবিধা ভোগ করতে পারবে।
-
একজন গৃহিনী অনেক সুবিধা নিতে পারবেন এই ফরেক্স মার্কেট এর মাধ্যমে শুধু একটু কষ্ট করে শিখে নিতে হবে এবং সময় নিয়ে প্র্যাকটিস করতে হবে আরকি। কারন একজন গৃহিনী বাসার কাজ করার পাশা পাশি অনেক সময় হাতে থাকে যা তিনি ব্যবহার করতে পারেন ট্রেডিং এর পেছনে তাহলে ঘরে বসেই তিনি কোন প্রকারের পরিশ্রম ছাড়া আয় করতে পারেন। ফরেক্স যেকেউ করতে পারেন শুধু শিখে নিতে হবে আর মার্কেট এর লজিক বুঝতে হবে। তবে যদি ২/৩ বছর একটু পেছনে লেগে থাকা যায় তাহলে আয়ত্ব করা সম্ভব। তবে না কেউ যেন ফরেক্স না শিখে ট্রেড না করেন এটা সকলের কাছে অনুরোধ তাহলে ফরেক্স ট্রেড এর মজা বোঝার আগের আগ্রহ হারিয়ে ফেলবেন।
-
আমি বলবো ফরেক্স শুধু পুরুষ বা গৃহিনী এটা এমন নয়। এটা যে কোন বয়স এমনকি ছাত্র ছাত্রী, বৃদ্ধ, অবসর প্রাপ্ত অভিবাবগ বা পরিবারের যে কোন মেয়ে সদস্য বা গৃহিনি ফরেক্স ট্রেড করতে পারে তবে সবার আগে এই সমন্ধে বিস্তারিত জানতে হবে তা না হলে অনেক লস করতে হবে আমার মতে প্রতম শিক্তে হবে এতে তারা খুব তারা তারাতারি ফরক্সে উন্নতি করতে পারবে । এই কারণে গৃহিণীরা ফরেক্স থেকে অনেক লাভ করতে পারবে ।