-
আমার জানামতে অনেক কম পরিমাণ ইনভেস্ট দিয়েও ফরেক্স ট্রেডিং শুরু করা যায়।আর এটাই হচ্ছে ফরেক্সের সবচাইতে অন্যতম একটা সুবিধা।আপনি চাইলে সর্বনিম্ন ১ ডলার ইনভেস্ট দিয়েও instaforex এ ট্রেডিং শুরু করতে পারেন।তবে আপনার প্রতি আমার পরামর্শ হলো আপনি যদি মোটামুটি ট্রেড করতে পারেন তবে ১০ ডলার ইনভেস্ট করতে পারেন এবং ট্রেডিং করার সময় ০.০১(১ সেন্ট) কিংবা ০.০২(২ সেন্ট) লট ব্যাবহার করতে পারেন।
-
আপনি আপনার ইচ্ছা মত ইনভেস্ট করতে পারেন তবে আপনি যদি নতুন হন তাহলে আপনার ইনভেস্টমেন্ট ২০ ডলার হোলেই যথেষ্ট কারন রিয়েল ট্রেডিং আপনাকে অনেক কিছু শেখাবে যা আপনি ডেমোতেই শিকতে পারতেন। ফরেক্স এ শুরতে বেশি ইনভেস্টমেন্ট না করাই ভাল কারন বেশি ইনভেস্টমেন্ট করলে লস করলে সেই ধকল না ও সামলাতে পারনে।
-
ফরেক্সে ইনভেস্টের কোন সীমা নেই আপনি যত ইচ্ছা তত ডলার ফরেক্সে ইনভেস্ট করতে পারেন । ফরেক্সে যদি কেউ নতুন হয় তাহলে তারক্ষেত্রে ফরেক্সে প্রথমে কম ডলার ইনভেস্ট করে কাজ করায় ভাল । কারন নতুনরারা ফরেক্সের অনেক বিষয় সম্পর্কে ভাল না জানার কারনে প্রথমে তাদের ফরেক্সে কাজ করতে একটু অসুবিধা হয় । তাই তাদের লস প্রথম দিকে একটু হতে থাকে । পরবত্তিতে তাদের কাজের দক্ষতা বাড়তে থাকলে বেশি ডলার ইনভেস্ট করে কাজ করতে পারবে ।
-
ফরেক্স ইনভেস্টমেন্ট ব্যবসা । যেখানে ইনভেস্ট না করে ট্রেড করা যায় না কোন ভাবেই । আমি জানি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে খুব সহজে অনেক প্রফিট বের করা যায় । কিন্তু প্রফিট টা নির্ভর করে ইনভেস্ট এর উপরে । তাই আমি বলি যে ইনভেস্ট টা যেন ১০০ ডলার এর উপরে হয় তাহলে বেশ প্রফিট করা যায় ।
-
প্রথমে আপনি ২ ডলার দিয়ে শুরু করতে পারেন। তারপর ডিপোজিট বাড়াতে থাকেন আর ইনকাম করতে থাকেন। যত বেশী ইনভেষ্ট ততই লাভ হবে।
-
আসলে আপনার যদি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান থাকে তাহলে আপনি কম ডলার দিয়ে ফরেক্স এ ট্রেড করে ভাল কিছু করতে পারেন । যারা জানে তারা ইচ্ছা করলে ১ ডলার দিয়ে ফরেক্স এ ট্রেড করতে পারে । তাই আমাদেরকে আগে ফরেক্স করতে হলে শিখতে হবে । তার পর কম বেশি ইনভেস্ট তা আপনার বেপার । আপনে কত ইনভেস্ট করবেন ফরেক্স এ তা আপনার জ্ঞান এই বলে দিবে ।
-
ফরেক্স মার্কেট হল একটা ব্যবসায়িক প্লাটফর্ম তাই এখানে আপনি আপনার ব্যবসা বাড়ানের জন্য যে কোন এমাউন্টের পুজি বিনিয়োগ করতে পারেন যদি আপনি ফরেক্স ট্রেডিংয়ে দক্ষতা অর্জন করতে পারেন কারন এটি আনলিমিটেড আয় করার মত একটা তবে আপনার আয়টা আপনার বিনিয়োগের সাথে যতটা ককাম্য হবে আপনার ব্যবসায়িক রিস্ক ততটা কম হবে, ধন্যবাদ।
-
আমার মনে হয় রেক্স ট্রেডিং বিজনেসে সর্বনিম্ন ১ ডলার ডিপোজিট করে ট্রেডিং কাজ শুরু করা যায়। তবে আপনার ইনভেষ্ট কম হলে প্রফিট এর পরিমাণও কম হবে। তাই আপনি অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার হলে আপনি পরে আরও অনেক ডলার ট্রেড করতে পারবেন। এক্ষেত্রে লাভের পরিমাণও বেশি হবে।
-
আপনি যে কোণ পূঁজি দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করা শুরু করতে পারেন।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আপনি আপানার মত করে পূঁজি নিতে পারবেন।তবে আপনার পূঁজি যদি বেসি হয় তাহলে আপনার ভালো ট্রেড করার সম্ভাবনা বেসি থাকবে।ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড এর পেছনে দুইটা জিনিস কাজ করে একটি হচ্ছে পূঁজি আরেকটি হচ্ছে অভিজ্ঞতা।আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে জত বেসি অভিজ্ঞ হতে পারবো তত বেসি ভালো ট্রেড করতে পারবো।
-
ফরেক্সে সাধারন্ত ১০ - ১০০ ডলয়ার দিয়ে শুরু করতে হয় তবে ইনভেস্ট এর কোন ধরা বাধা নিয়ম নাই ।ফরেক্সে আপনি যতই ইনভেস্ট করুন তার আগে আপনাকে ফরেক্স সম্পরকে ধারনা নিতে হবে ।বেশি করে জানতে হবে ফরেক্স আশলে কি।পরিশেষে বলা যায় যে যদি ফরেক্স সম্পরকে ভাল ধারনা হয় তবে নিজেই বুঝতে পারবেন কত ইনভেস্ট করা উচিত ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন টাইম টেবিল নাই । সারা দিনই আপনি ইচ্ছে করলে ট্রেড করতে পারবেন । সাধারনত মার্কেটের মুভমেন্ট দেখে মার্কেটের অবস্থা ভাল মনে হলে ট্রেড করাই উত্তম *। তাছাড়া ট্রেড করার আগে মার্কেট এ্যনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ । সাধারনত বিকেল থেকে রাত ১১ টা পযর্ন্ত ট্রেডিং এর উপযোক্ত সময় বলে আমি মনে করি ।
-
ভাই ফরেক্স করতে হলে আপনি আপনাকে যেকন পরিমান যেমন ৫ ডলার থেকে ৫০০০ ডলাের প্রজোন্ত ইনভেস্ট করতে পারেন | ফরেক্স করার জন্য আপনাকে আপনার সাধ্য মত আপনি ইনভেস্ট করতে পারেন আর সেখান থেকে আয় করে আপনি সাভলম্বি হতে পারেন ফরেক্স আপনাকে নতুন জিবন দিতে পারে|
-
আপনি ফরেক্স এ কত ইনভেস্ট করবেন তা পুরটাই আপনার উপর নির্ভর করে। ফরেক্স এ সর্বনিম্ন ১ ডলার থেকে শুরু করতে পারেন। যাই হোক আমার মতে ফরেক্স এ কম টাকা দিয়ে ইনভেস্ট করা উচিত। ৫০-১০০ ডলার এর মধ্যে আপনি ফরেক্স এ ইনভেস্ট করতে পারেন। এছাড়া তার ও বেশীও ইনভেস্ট করতে পারেন । বেশী ইনভেস্ট করলে আপনাকে ফরেক্স এর ভাল অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে।
-
ফরেক্স মার্কেটে যদি আমরা ডিপোজিট করে ট্রেডিং করতে পারি তাহলে আমাদের ফরেক্স মার্কেটে নিম্নপক্ষে ১০০ ডলার ডিপোজিট করে যদি ফরেক্স মার্কেটে এনালাইসিস করে ট্রেডিং করতে পারি তাহলে ফরেক্স মার্কেট থেকে আমরা ভাল প্রফিট করতে পারি,তাই আমাদের প্রতিটি ট্রেডের পুর্বে এনালাইসিস ককরে নিতে হবে।
-
আমি ফরেক্সে নতুন। আমি ট্রেড করি না। তবে আমি জানি ফরেক্সে সরবনিন্ম ১ ডলার দিয়ে ট্রেড করা যায়। আপনি যদি ইস্তাফরতেক্স ব্রোকার দিয়ে ট্রেড ওপেন করেন তাহলে এই সুবিধা পাবেন। আপনি চাইলে এর থেকে বেশি ইনভেস্ট কোড়ে টড়েড ওপেন করতে পারেন।
-
আমার মনে হচ্ছে আপনি মার্কেতে নতুন তাই আপনার কম ইনভেস্টে করা উচিত।আগে আপনি ভাল করে ৬ মাস ডেমো প্রাকটিস করে নিন মার্কেত বোঝার জন্য তারপর যে কোন আপনি বিশ্বস্থ ব্রোকার সাঈতে ইনভেস্ট করতে পারেন।আপনি ইনিস্তা ফরেক্স সাইটে সর্বনিম ১ ডলার থেকে ইনভেস্ট করতে পারেন।
-
আপনি ইন্সতাফরেক্স এ ১ ডলার দিয়ে এদ সুরু করতে পারেন। ইন্সতাফরেক্স অনেক ভাল একটা ব্রকার । আপনার জন ভাল হই ৩ মাস ডেমো করে তার পর ৫০ থেকে ১০০ ডলার দিয়ে টেড শুরু করা । লাভ হবার সাথে সাথে আপনার ইনভেস্তবারাই নিলেন । বেসি ইনভেস্ত করতে পারলে আপনি কম রিস্ক এ বেসি লাভ করতে পারবেন । ফরেক্স আপনার জন্য বড় একটা সুজগ আপনি যদি এটা কাজে লাগাতে পারেন । আর আপনি যদি ডেমো করতে না চান তা হইলে ৫ থেকে ১০ ডলার ইনভেস্ত করে টেড করতে পারেন । এটা আপনার জন্য সব থেকে ভাল হবে । আপনি টেড শুরু করলে আপনার মদে জরতা থাকবে না আপনি ভাল করতে পারবেন।
-
ফরেক্স মাকেট করতে হলে আপন ১ ডলার দিয়ে করতে পারেন | ফরেক্স মাকেট করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে না হলে আপন ফরেক্স মাকেট থেকে লস করবেন | আপনার ইনভেস্ট যত বেশি হবে আপনি তত আয় করতে পারবেন | আপনি তত রিক্সি মুক্ত হতে পারবেন |
-
আপনি ফরক্স মার্কেটে কত ইনভেস্ট করবেন তা নির্ভর করবে আপনার উপর।আপনি যদি দক্ষ ট্রেডার হন তাহলে মার্কেটে বড় ধরনের ইনভেস্ট করে ট্রেড করে লাভবান হতে পারেন ।আপনি মনে হই মার্কেটে নতুন তাই ভাই আগে ডেমো একাউন্টে প্রাকটিস করে নেওয়া ভাল।তারপর আপনি ৫০৯ডলার ইনভেস্ট করতে পারেন ইনিস্তাফরেক্স সাইটে।
-
আমার জানামতে ইন্সটা ফরেক্সই একমাত্র ১ ডলার দিয়ে ডিপোজিট করতে দিচ্ছে৷তবে নতুন অনেক ব্রোকার আছে তারাও দিতে পারে৷তবে অধিকাংশই ৫ ও ১০ ডলারের নিচে ডিপোজিট করতে দেয়না৷
-
আমি মনে করি ১ ডলার থেকে ৫০০০ ডলার প্রযন্ত আপনি ইনভেস্ট করতে পারবেন | ফরেক্স মাকেট রিক্সি মাকেট আমি মনে করি ৫০০ ডলার ইনভেস্ট করা ভাল আপনি যত বেশি পারেন তা আপনার ফরেক্স জিবনের জন্য ভাল | ফরেক্স মাকেট টিকে থাকতে হলে আমি মনে করি বেশি বেশি ইনভেস্ট করতে হবে |
-
ফরেক্স মার্কেট এ আপনি সর্বনিম্ন এক ডলার ইনবেস্ট করতে পারেন।ইন্সট্রফরেক্স ডট কম এ।আপনি যে ডলার দিয়েই ব্যবসা শুরু করেন না কেনো যদি আপনি দক্ষ না হন তাহলে ফরেক্স এ টিকে থাকতে পারবেন না।
-
আমি সেই শুরু থেকে আজ প্রর্যন্ত একটি ব্রোকারেরই ট্রেড করে আসছি আর সেটি হল ইন্সটা ফরেক্স আমি মনে করি এই ব্রোকারই সব থেকে বেশি ট্রেড সহায়ক সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। আর ইন্সটা ফরেক্সে সর্বনিম্ন ২ ডলার প্রর্যন্ত ডিপোর্জিট করে ট্রেড করা যায়।
-
ফরেক্স মার্কেটে আপনি কত ডলার ইনভেস্ট করবেন সেটা কোন ধরা বাধা নিয়ম নেই। আপনি যেকোন পরিমান ডলার ইনভেস্ট করতে পারবেন। তবে এখানে যদি বেশি ইনভেস্ট করেন তাহলে বেশি প্রফিট করা সম্ভব। কারন কম ব্যলেন্স দিয়ে এখানে ভালো প্রফিট করা সমভব হয় না।
-
ফরেক্স মার্কেট এ আপনি কত টাকা ইনভেস্ট করবেন তা পুরোটা আপনার উপর নির্ভর করে। ফরেক্স মার্কেট এ আপনি ১ ডলার থেকে শুরু করে আপনি আপনার যত ইচ্ছা যত বেশী আপনি কত টাকা ইনভেস্ট করবেন তা আপনি করতে পারবেন।
-
আপনি কত ইনভেস্ট করবেন তা আপনার সম্পুর্ন ব্যাক্তিগত ব্যাপার।আপ্নার আর্থিক অবস্তা ভেবে আপনি ইনভেস্ট করতে পারেন।তবে ইনভেস্ট করার আগে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে।আর আপনি ইনিস্টা ফরেক্স ব্রোকার সাইটে ইনভেস্ট করতে পারেন কারন এটি বিশ্বস্থ সাইট।
-
ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার কোন শেষ নাই, আপনার ইছহা মতো ইনভেস্ট করত পারেন,ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যার কাছে কোন থাই নাই,তবে ফরেক্স মার্কেট থেকে ভালো ভাবে আই করতে চাইলে অবশই আপনাকে ফিক্সড একটা ডিপোজিট করতে হবে, জেমনঃ মিনিমাম ডিপোজিট হবে ১০০$ তার পর আপনে এর বেশী যত করবেন ততো আপনার জন্য ভালো।
-
আপনি যদি ইনেষ্টা ফরেক্স ব্রোকারে কাজ করতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন 2 ডলার ইনভেষ্ট করতে হবে। অন্যান্য অনেক ব্রোকার আছে যেখানে আপনি 1 ডলার ইনভেষ্ট করেও কাজ করতে পারবেন। তবে আমার মতে আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে প্রথমে ইনভেষ্ট এর কথা চিন্তা না করে আপনি ডেমো ট্রেড করুন। ডেমোতে আপনি সফল হলে আপনি প্রাথমিক অবস্থায় যত কম পারেন ইনভেস্ট করুন। তবে সেই ইনভেষ্ট যেন 10 থেকে 20 ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকে।
(এটা সম্পূর্ন আমার নিজের মতামত)
-
আসলে আমার মতে ফরেকসে ইনভেস্টের ব্যবপারটা নির্ভর করে একান্ত আপনার নিজের উপর । তবে যারা নতুন তাদের অল্প ইনভেস্ট করাই উচিত তানাহলে লসের সম্বাবনাই বেশি ভাল লাভ পেতে হলে আপনাকে বেশি ইনভেস্ট করা দরকার ।
-
ফরেক্স মার্কেটে আপনি ১ ডলার থেকে অসিমিত ডলার ইনভেস্ট করতে পারেন।তবে মার্কেটে শেখার জন্য আপনি ২০ থেকে ১০০ ডলার ইনভেস্ট কর*্যতে পারেন।আর যদি দক্ষ হন তাহলে মিনিমাম ৫০০ ডলার ইনভেস্ট করতে হবে ভাল আয় পেতে গেলে।
-
আমার মনে হয় নতুন অবস্থায় ৫০ ডলার ইনভেস্ট করা যেতে পারে,আর আপনার লট সাইজ কোন ভাবেই ০.০১ সেন্টের বেশি হওয়া উচিত হবে না,যদি আপনি ফরেক্সে টিকে থাকতে চান,মনে রাখবেন ফরেক্সে টিকে থাকা মানেই প্রফিট করা।
-
আপনি ফরেক্সে ট্রেড করার জন্য সর্ব নিম্ন ১ ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারবেন। কিন্তু আপনি ভাল ভাবে ব্যবসা করে ইনকাম করতে চাইলে নুন্যতম ৫০০/১০০০ ডলার দিয়ে শুরু করতে পারেন। তা ছাড়া আপনি ইনভেস্ট ছাড়া আর ফরেক্স শিখার জন্য কোন টাকা ছাড়া আপনি ডেমো একাউন্টে ফক্টিস করতর পারেন। ঐ খানে ভাল করলে আপনি আপনার সমর্থ ও চাহিদার আলোকে ইনভেস্ট করুন।
-
ফরেক্স মার্কেট এ আপনি কত টাকা ইনভেস্ট করবেন তা পুরোটাই আপনার উপর নির্ভর করে। তবে আপরি এই ফরেক্স মার্কেট এ ইন্সস্টা ফরেক্স মার্কেট এ নূনতম ১ ডলার দিয়ে ফরেক্স করতে পারবেন। আর বেশী কত টাকা দিয়ে ইনভেস্ট করবেন তা আপনার উপর নির্ভর করে।
-
যদি ডেমো ট্রেড করেন তবে আপনাকে কোন ইনভেষ্ট করতে হবে না । আর যদি রিয়েল ট্রেডে আসেন তবে আপনাকে ইনভেষ্ট করতে হবে । আমি ইনিস্তা ফরেক্সে ট্রেড করি এখানে সর্বনিম্ন ১ ডলার হতে যে কোন এমাউন্ট ডিপোজিট করতে পারবেন। আপনি যে পরিমান ইনভেস্ট করেন না কেন রিযেল ট্রেডের আগে অবশ্যই ডেমো ট্রেড করবেন তা না হলে আপনার ট্রেডিং না জানার কারনে আপানর বিনিয়োগ যে কোন সময জিরো হতে পারে।
-
ফরেক্স ট্রেড করতে কত ইনভেষ্ট করতে হবে তার কোন নির্দিষ্ট নিয়ম নেই । আপনি যদি মনে করেন বেশী ইনভেষ্ট করবেন তো করতে পারেন আবার কম করতে চাইলে কম করতে পারেন। আবার যদি মনে করেন যে কোন ইনভেষ্ট ছাড়াই ফরেক্স ট্রেড করবেন তাও করতে পারবেন । এজন্য আপনাকে ফোরাম পোস্ট করতে হবে এবং আপনি যে বোনাস ডলার পাবেন তা দিয়ে ফরেক্স ট্রেড করতে পারবেন ।
-
ফরেক্স এ আপনে কম ডলার দিয়ে ট্রেড করে ভাল কিছু করতে পারেন । আপনে ইচ্ছা করলে ১ ডলার দিয়ে instraforex a ব্রোকার দিয়ে ট্রেড করতে পারেন । আপনে যদি কম ডলার দিয়ে ট্রেড করতে চাই সে জন্য আপনাকে আগে ফরেক্স সম্পর্কে ভাল জানতে হবে , বেশি বেশি ট্রেডিং করতে হবে ।
-
কত ইনভেষ্ট করতে হবে সেটা কেউ নির্ধারণ করে দেওয়ার চেয়ে আপনি ঠিক কত ইনভেষ্ট করতে পারবেন সেটা নির্ভর করে আপনার উপরেই । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করার মাধ্যমে আমরা যারা অনেক বেশি ইনকাম করার চেষ্টা করি তাদের উচিত হবে পরিমিত ইনভেস্ট করা এবং অনেক বেশি পরিমাণে ইনভেষ্টকৃত অর্থের যথার্থ ব্যবহার নিশ্চিত করা ।
-
ইনস্টাফরেক্সে সর্বনি¤œ ১০ ডলার দিয়ে ট্রেড ওপেন করতে পারবেন। ০.০১ লটে একটি ট্রেড ওপেন করতে পারবেন। শুধুমাত্র আপনার কৌশলগুলোর চর্চা করা। সাথে অবশ্যই ডেমো চর্চা করবেন।
-
আপনি সর্বনিম্ন ১ ডলার থেকে আনলিমিটেড ডলার পর্যন্ত ইনভেস্ট করতে পারেন।আর সেই ব্রোকার সাইটে ইনভেস্ট করা লাভজনক যেই সাইটের সত্যতা আছে বলে আমি মনে করি।তাই আগে আপনার উচিত আগে রেগুলেটেড সাইট নির্বাচন করে সেখানে ইনভেস্ট করা।
-
ইনিস্টা ফরেক্স মাস্টার কার্ড কি ভাবে পেতে পারি।