ফরেক্স বিজনেসে ট্রেড করতে গেলে অবশ্যই আপনাকে ভাল ব্রোকার নির্বাচন করতে হবে। ব্রোকারদের কাছে আমাদের ডিপোজিট আমানত হিসেবে থাকে। আমার কাথে মনে হয়েছে সব থেকে ভাল ব্রোকার হল ইন্সটাফরেক্স ব্রোকার। এছাড়া আয়রণ ফরেক্স ব্রোকারটাও বেশ ভাল। আমি নিজে ইন্সটাফরেক্স এ ট্রেডিং করে আয় করি। এটা এশিয়ার নাম্বার ওয়ান এবং বিশ্বস্ত ব্রোকার।