-
ফরেক্স এ লস করার প্রধান কারণ হচ্ছে ফরেক্স এর মূল বিষয়ে জ্ঞান এর অভাব। আমরা ফরেক্স ট্রেড করা শুরু করি প্রধানত টাকা কামানোর উদ্দেশ্যে কিন্ত বাস্তবে ফরেক্স টাকা ইনকাম করা এত সোজা নয়। অনেকে এমনও আছেন ১/২ মাস একটু শিখে ৫০০ডলার ইনভেস্ট করে শুরু করেন দেন রিয়েল ট্রেড তাহলে লস হবে না তো কি হবে? যেখানে পৃথিবী ব্যপী অনেক বড় বড় ট্রেডার আছেন তারা আয়ের মুখ দেখতে সময় লেগেছে বছরের পর বছর সেখানে এই ২/১ মাসের জ্ঞান কি যাদু দেখাতে পারবে বলুন? সুতরাং ফরেক্স থেকে যদি আয় করতেই ধৈর্য্য সহকারে শিখতে হবে, আয় করার কথা বাদ দিয়ে।
-
ফরেক্স এ আমরা লস করার পিছনে অনেক গুলা কারন আছে.তার মধ্যে অন্যতম হলো অভিজ্ঞার অভাব.আমরা কাজ ভালভাবে না জানার কারনে আমাদের লস হয়.আমরা অল্পতেই অনেক পাওয়ার আশা করাতেই লস হয়.
-
ফরেক্সে আমরা প্রতিনিয়ত লস করে ফেলি।কিন্তু আমরা লসের কারন উদঘাটন করলে দেখি অনেক অনেক কারন রয়েছে আমাদের লসের পেছনে। তবে কয়েকটা গুরুতর কারন রয়েছে যেগুলো নিয়মিত ঘটে থাকে।আমাদের লসের প্রধান কারন হচ্ছে লোভ এবং ওভারট্রেডিং। লোভের কারনে আমরা ওভারট্রেডিং করি এবং লস করে ফেলি।
-
আসলে মানুষ তার নিজের দোষেই এখানে লস করে থাকে। হয়তোবা তার দক্ষতা কিংবা অভিজ্ঞতা কম থাকার কারনে এটা একটা কারন, আর না হলে ট্রেডিং এ সে তার মানি ম্যানেজ ম্যান্টকে সঠিকভাবে ফলো করছে না। এছাড়াও আরও অনেক কারন হতে পারে যেমন- কারও দেখবেন যে ভাল কোন ট্রেডিং স্ট্রাটিজি ভাল নেই ইত্যাদি।
-
ফরেক্স মার্কেটে লস করার কিছু কারন রয়েছে। যার কারনে ট্রেডাররা লসে পড়েন্।ধৈর্য না থাকা এবং লোভ করা ।মার্কেটে এসে তাড়াতাড়ি বড়লোক হতে চাওয়ার কারনে ধৈর্য হারিয়ে ট্রেড করার কারনে হীতে বিপরীত হয়।ফলে বড়লোক হওয়ার বদলে ফকির হতে হয়।
-
লস করার কারন ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান না থাকা। লস করার আরেকটি কারন নিজের কোন ভাল স্ট্রাটেজি না থাকা। স্টপ লস ব্যবহার না করাও ফরেক্স এ বর লসের একটা কারন। মূলকথা প্রপার মানি ম্যানেজমেন্ট না মেনে চলাই হচ্ছে ফরেক্স এ লসের কারন।
-
লস করার অনেক কারন থাকতে পারে তার মধ্যে হলো না বুঝে ফরেক্স করা বেশি লোভ করা এর ফলে অতি তারাতারি ডলার কামানোর জন্য ব্যাস্ত হয়ে অনেক বেশি লোভ করে ফেলে ফলে তারা লস করে ফেলে লোভ ভালো অতি লোভ করা ঠিক না এতে বিপদ হয় যা লসে পরিনত করে ৷
-
অতি লোভে তাতি নষ্ট। এ কথাটা সব সময় মনে রাখতে হবে। শুধু ফরেক্স নয় সকল ব্যাবসায় লোভ করে কাজ করলে লস হবেই। ফরেক্স এমন এক ধরনের মার্কেট যেখানে বেশি লোভ করে কাজ করলে লস হয়।এ জন্য বলা যায় ফরেক্সে লস হওয়ার কারন হলো বেশি লোভ করা....
-
বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে নতুন অবস্থায় যারা আসে এই মার্কেটে । কারণ তারা নতুন অবস্থায় মার্কেটে এসে নিজের লোভকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। বিশেষ করে তারা এই মার্কেটে মুনাফা উপার্জনের অবস্থা দেখে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারে না বিধায় বেশি লোভ করে দক্ষ ট্রেডারের মত ট্রেড করতে যায়। যার ফলে তারা প্রায় প্রত্যেক ট্রেডে ভুল সিদ্ধান্তের কারণে লসের পরিমাণ বেড়ে যায় তাদের।
-
আমি মনে করি আপনে ফরেক্স এ যদি লস খান তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার দক্ষতা কম হয়েছে । ফরেক্স এ লস করার কিছু কারন আছে হয় আপনে ডেমো অ্যাকাউন্ট এ কাজ কম করে ট্রেড ওপেন করেছেন না হয় আপনে ফরেক্স বিষয়ে ভাল ভাবে না যে ট্রেড করে লসে পরেছেন তাই আমি মনে করি আপনে যদি লসে পরেন তাহলে আপনে বুঝবেন যে আপনার অভিজ্ঞতা কম আছে ।
-
আমার মতে ফরেক্স মার্কেটে অধিকাংশ ট্রেডার অতি লোভের কারনে বেশী লসের সম্মুখীন হয়। এছাড়াও আমি মনে করি অপরিকল্পিত ট্রেডিং ও লসের অন্যতম একটি কারন। যার প্রবনতা নতুনদের মাঝে বেশী দেখা যায়। তাই আমি বলব লস মুক্ত ট্রেড করতে চাইলে আগে ভালো ভাবে পরিকল্পনা করা উচিং। অথ্যাৎ এন্যালাইসিস গুলো সঠিক ভাবে করা ও ট্রেন্ডলাইন ভালোভাবে বুঝা ইত্যাদী।
-
আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন, সকলে অনেক ভাল মন্তব্য করেছেন। মার্কেট লস অথবা লাভ অনেক কারনে হয়ে থাকে যেমন
১. মার্কেট এর অবস্তা না বুজে ট্রেড করা।
২. এনালাইসিস না করা ( ফানডামেন্টালি এবং টেকনিক্যালি মার্কেট বিশ্লেষন না করা)।
৩. তাড়াহুরো করে ট্রেড করা।
৪. অতিরিক্ত লাভ আশা করা ।
-
হা ফরেক্স যেমন লস আছে তেমন লস ও আছ কিন্তু যে কোন ব্যাবসা বুসতে সময় লাগে তাই ফরেক্সে লস হয়ার কারণ হলো ফরেক্সে এখনো অভিজ্ঞতা কম আছে কারণ অভিজ্ঞতা কম হইলে ফরেক্স টিকে থাকা খুবিই জটিল হয়ে পড়ে তাই ফরেক্স লস এড়াতে আপনার ট্রেডিং এর ভুল গুলো খুজে দেখুন।
-
আমরা যখন লস করি তখন তা আমারা নিজেদের দোষেই করে থাকি। হয় আমরা ভুল ট্রেড ওপেন করি না হয় অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেড করি। অথবা নিজেকে নিজে কন্টোল করতে না পেরে লোভ করে ট্রেড ওপেন করি। তাই আগে নিজের উপর কন্টোল আনুন। মার্কেট এ্যানালাইসিস করে মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড করতে পারলে আপনার লসের সম্ভাবনা কম থাকে।
-
লস করার পিছনে অনেক কারন বিদ্যমান আছে তার মধ্যে অন্যতম কিছু কারন আমি তুলে ধরছি সেটা হল নির্দিষ্ট স্থান থেকে ট্রেড না করা অর্থাৎ সাপোর্ট এবং রেজিষ্টান না মেনে ট্রেড করা, ট্রেড শুরু করার আগে বড় কোন নিউজ আছে কিনা সেটা খেয়াল না করা, স্টপ লস ব্যবহার না করা, শুরুতেই ফরেক্সকে পেশা হিসাবে গ্রহন করা, বড় লটে ট্রেড করা, টেকনিক্যাল এ্যানালিসিস ফলো না করা, ইত্যাদি ছাড়াও আরও অনেক কারন না মানার কারনে আমরা প্রতিনিয়ত লস করে নিজের পকেটের টাকা নষ্ট করছি। মনে রাখবেন ডেমো প্রাকটিস ৬ মাস করার পরে ট্রেড শুরু করবেন তাহলে লসের সম্মুখিন কিছুটা কম হবেন।
-
ফরেক্স মার্কেটে লস করার অনেক কারণ রয়েছে। যখন আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা না নিয়ে ট্রেড করবেন । মার্কেট এনালাইসিস না করে শুধু লাভবান হবার চিন্তা করে ট্রেড এর পর ট্রেড করে যাবেন তখন লস হওয়াটাই অতি স্বভাবিক। ফরেক্স এ ট্রেড করার আগে ডেমোতে অনেক প্রেক্টিস করে নিতে হবে।
-
আমরা অনেক লস করে থাকি এর প্রধান কারন হল আমরা না বুঝে ট্রেড করি যে কোণ সময় মার্কেট এ মুভ মেন্ট ঘটতে পারে এ জন্য আমাদের কে নিউজ ট্রেড সম্পর্কে ধারনা নিতে হবে ধারনা না থাকলে আমরা এখানে থেকে কোন লাভ করতে পারব না ।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ লস করার কয়েকটি কারণ আছে। এর মধ্যে প্রথম হলো ফরেক্স মার্কেটে অধিকাংশ ট্রেডার অতি লোভের কারনে বেশী লসের সম্মুখীন হয়। দ্বিতীয়ত আমি মনে করি এখানে অপরিকল্পিত ট্রেডিং ও লসের অন্যতম একটি কারন। আর বিশেষ করে যার প্রবনতা নতুনদের মাঝে বেশী দেখা যায়। আর তাই আমি বলব লস মুক্ত ট্রেড করতে চাইলে আগে ভালো ভাবে পরিকল্পনা করে ট্রেড করেন । অর্থাৎ এন্যালাইসিস গুলো সঠিক ভাবে করা ও ট্রেডলাইন ভালোভাবে বুঝা ইত্যাদী।
-
কথায় আছে লোভে পাপ পাপে ম্রিত্তু।তাহলে ফরেক্স মার্কেটে আপনি লস করতে পারেন তখনি যখন আপনার কাজের দক্ষতা থাকবেনা অথবা আপনি লোভে পড়লে।ধরেন আপনি এক সময় অনেক টাকা ইনকাম করছেন।আপনি আবার বসে আছেন যে আর একটু ইনকাম করবেন তার মানে আপনি লোভে পরেছএন।
-
যারা নতুন তারা বেশির ভাগ ট্রেডার নিজেদের কে তাড়া-তাড়ি লাভ করার জন্য আমরা বেশির ভাগ ট্রেডার অধিক প্ররিমানের ঝুকি নিয়ে বেশি লডের ট্রেড দিয়ে থাকার কারনে এবং ভাল করে মার্কেট না বুঝে টডে করে থাকার কারনে ফরেক্স মার্কেটে লস হয় ।
-
লস হবার প্রধান কারন হলো উদ্দেশ্য বিহিন টেড করা।নতুনেরা যে সব কারনে লস খায় সেগুলো হলো এনালাইসিস এর অভাব, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ এর সিগনাল,লস টেড কেটে না দিয়ে দিঘ দিন ওপেন রেখে পূজা দেওয়া, ব্যালেন্স কম হওয়া ইত্যাদি।আরও অনেক কারন আছে যেসব এর কারনে নতুনেরা মূকুলেই ঝরে যায়।তাই নতুনেদের উচিৎ ধয্য নিয়ে বুঝে এবং কম লাভার আসায় কম লটে টেড করা।
-
আমরা অনেক লস করে থাকি এর প্রধান কারন হল আমরা না বুঝে ট্রেড করি যে কোণ সময় মার্কেট এ মুভ মেন্ট ঘটতে পারে এ জন্য আমাদের কে নিউজ ট্রেড সম্পর্কে ধারনা নিতে হবে ধারনা না থাকলে আমরা এখানে থেকে কোন লাভ করতে পারব না ।
-
অনেকেই অনেক কারণে লস করে থাকেন তবে সব গুলোই প্রায় আমাদের কারণে সৃষ্ট । আর এই কারণগুলি প্রায় সব ট্রেডারদের ক্ষেত্রেই একই রকম । আর এই কারণগুলি কেন ঘটে তার কারণও আবার সবার ক্ষেত্রেই একই । প্রথমত আমরা সবাই জানি কিন্তু সবাই তা মানি না এই জন্যই লস হয় । আর এই কারণগুলি হল অভার ট্রেডিং করা , এনালাইসিস না করে শুধু আত্মনির্ভরশীল হয়ে অন্ধভাবে মার্কেটে প্রবেশ করা , ক্যাপিটাল এর তুলনায় বড় লট সাইজ বেছে নিয়ে ট্রেড করা এবং সর্বশেষ হল মানসিকভাবে দৃঢ়তা না থাকায় লস মেনে নিতে না পারা ।
-
ব্যাবসার ক্ষত্রে লাভ লস একে অপরের সাথে পরিপুরক তাই লাভ লস যেকোন একটা হতে পারে।তবে যেকোনো ব্যাবসা করতে গেলে অবশ্যই সেই সম্পর্কে ভাল ভাবে যেনে তার পর কাজ শুরু করা উচিত।তানাহলে লস হবেই আর ব্যবসায় যে বেশি দক্ষতা অর্জন করতে পারবে সে বেশি সফল হবে।আর সব সময় লোভ থেকে নিজেকে বিরত রাখতে হবে তার কারন মানুশের সব থেকে বড় লসের দিকে নিয়ে যায় মানুষের লোভ তাই লোভ কে অবশ্যই পরিহার করতে হবে।
-
আমি মনে করি যে, অধিকাংশ ট্রেডার অতি লোভের কারনে বেশী লসের সম্মুখীন হয়। এছাড়াও আমি মনে করি অপরিকল্পিত ট্রেডিং ও লসের অন্যতম একটি কারন। যার প্রবনতা নতুনদের মাঝে বেশী দেখা যায়। তাই আমি বলব লস মুক্ত ট্রেড করতে চাইলে আগে ভালো ভাবে পরিকল্পনা করা উচিং। অথ্যাৎ এন্যালাইসিস গুলো সঠিক ভাবে করা ও ট্রেন্ডলাইন ভালোভাবে বুঝা ইত্যাদী। আশা করি এই ব্যাপার গুলো ভালোভাবে খেয়াল করে সাবধানে সঠিক পরিকল্পনার সাথে ট্রেড করলে লস মুক্ত ট্রেড করা সম্ভব হবে।
-
একজন ট্রেডার লস করার অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে যে বিষয়গুলোর জন্য বেশির ভাগ সময় লস করে সেগুলো হলো.
* মানি ম্যানেজমেন্ট না মানা। * কোন এনালাইসিস ছাড়াই ট্রেড করা। * ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা।
* ধৈর্যের অভাব
এই বিষয়গুলো ত্যাগ করতে পারলে কখনই ফরেক্সে লস হওয়ার সম্ভাবনা থাকে না
-
যারা লস করে তাদের এক মাত্র কারন হচ্ছে তারা ফরেক্স সর্ম্পকে এখনো জানেনা বা তাদের জানার মধ্যে কোন ভুল থাকেতে পারে। তাই তারা ফরেক্স এ লস করে থাকে । আর কেউ আছে ফরেক্স এ লাভ বেশি করে এইটা জেনেই ফরেক্স এ ইনভেষ্ট করে এবং করেই সে লস করে থাকে। আবার কেউ কেউ লোভ করার জন্য ফরেক্স এ লস করে থাকে। তাই যারা এই সব ভুল সংসোধন করে ফরেক্স শিখবে তারাই লস করবে না ।
-
ধৈর্য্যশীলতার অভাব
আত্ম বিশ্বাস কম থাকা
জ্ঞানেরর অভাব
সঠিক প্লান না থাকা
বেশী চার্ট দেখা
মানি ম্যানেজমেন্ট না করা
অস্থির ভাবে ট্রেড করা
ওভার ট্রেড করা
বেশী এনালাইসিস না করে ট্রেড করা
সুনিদির্ষ্ট কিছু পেয়ার সিলেক্ট না করে ট্রেড করা
আপডেট নিউজ না দেখে ট্রেড করা
-
ফরেক্স লসের কারন ঠিকভাবে এনাইলাইসিস না করা,ট্রেডে অমনোযোগিতা,ধৈর্যে অভাব।।
-
আমরা অনেকেই ফরেক্স মার্কেটে ট্রেড করি । কিন্তু আমাদের মধ্যে অধিকাংশই ট্রেডারই কাঙ্খিত লাভ অর্জন করতে পারে না। আমি মনে করি এসব লসের কিছু কারণ আছে। সেগুলো হলো :
1. সঠিক জ্ঞানের অভাব।
2. ধৈর্য শীল না হওয়া।
3. লোভ ত্যাগ করতে না পারা।
4. মার্কেট অ্যানালাইসিস না করে ট্রেড দেয়া।
5. মানি ম্যানেজমেন্ট না মানা।
সবশেষে বলা যায় যে এরকম আরও অনেক কারণে আপনি ট্রেডে লস করে থাকেন।
-
ফরেক্স এ লস করার অনেক কারন আছে। তা হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) ধৈয্য না ধরে কাজ করা
৪) মার্কেট এনালাইসিস না করে থাকা
৫) মানি ম্যানেকমেন্ট না করা
ইত্যাদি সাধারন কারনে এই লস গুলো করে থাকে।
-
ফরেক্স মার্কেট একজন ট্রেডার বিভিন্ন কারণে লস করে থাকে। তবে তার মধ্যে অন্যতম এবং উল্লেখযোগ্য কারণ হলো লোভকে নিয়ন্ত্রন করতে না পারা এবং ধৈর্য ধারণ করতে না পারা। অর্থাৎ যখন কোন একজন ট্রেডার লোভের দ্বারা প্রভাবিত হয়ে কোন ট্রেড ওপেন করে থাকে ঠিক তখনই তাদের লস হয়ে থাকে। আরে লস করার পরে অনেক বেশি ইমোশনাল হয়ে ধৈর্য ধারণ না করে দ্রুতই লস রিকভার করার জন্য পুনরায় ট্রেড ওপেন করে থাকে।আর ধৈর্য ধারণ ও সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড ওপেন করার জন্য আবারো লসের সম্মুখীন হয়।তাই ফরেক্স মার্কেটে লস কে এড়িয়ে চলতে হলে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করার পাশাপাশি লোভকে নিয়ন্ত্রণ করতে হবে। আশা করা যায় তাহলে আমরা অবশ্যই ফরেক্স মার্কেট থেকে লাভবান হতে পারব।
-
লস করার অনেক কারন থাকতে পারে তার মধ্যে হলো না বুঝে ফরেক্স করা বেশি লোভ করা এর ফলে অতি তারাতারি ডলার কামানোর জন্য ব্যাস্ত হয়ে অনেক বেশি লোভ করে ফেলে ফলে তারা লস করে ফেলে লোভ ভালো অতি লোভ করা ঠিক না এতে বিপদ হয় যা লসে পরিনত করে ৷
-
ফরেক্স এ লস করার পিছনে অনেক কারন আছে। আমি দুই একটা কারন বলতেছি। প্রথমেই আপনার অভিজ্ঞতার অভার। একই পেয়ারের ট্রেড একের অধিক ওপেন করা। লোভে পরে ট্রেড ওপেন করা । মানি ম্যানেজম্যান্ট না মেনে ট্রেড ওপেন করা। একই সাথে একই পেয়ারের বাই সেল দুইটাই ট্রেড ওপেন করা। স্টপ লস ও টেক প্রফিট না দেওয়া । নিউজ ঠিকমত না বুজেই নিউজ ট্রেড করা। আপনার চলতি লাভজনক ট্রেড নিউজ এর আগে বন্দ না করা ইত্যাদি।
-
অভিজ্ঞ হলে লসটা অনেকাংশে কমে যায়। কিন্তু অভিজ্ঞ না হলে কখনোই লস কমানো যায়। লস যাতে কম হয় সেই ভাবে সকল ট্রেডারদের ট্রেড করা উচিত। লস হলে সেই লস কেন হলো সেই দিক খুজে বের করতে হবে। কেন আমার ট্রেডটি লস হলো। সেই ভুলটি যেন আবার না ঘটে।
-
ফরেক্সে লাভ করার অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে সবথেকে বড় কারণ হচ্ছে মানি ম্যানেজমেন্ট রক্ষা না করা . লোভ সংবরণ না করা ফরেক্স সম্পর্কে সঠিক ধারণা না থাকা উপরের উল্লেখিত সঠিক বিষয়গুলো যদি ভালোভাবে বুঝে পড়ে করা যায় তাহলে লস থেকে মুক্তি পাওয়া সম্ভব.
-
ফরেক্সে আমরা লস করি কেনো।আমি মনে করি বেশী লোভের কারনে ফরেক্স বিজনেসে লস করছি।আমি এক সময় লাভ করলে আবার বসে থাকতাম লাভ করতে তাই আমার অনেক লস হতো।কিন্তু আমি ইমোশনাল হতাম না।আবার চেস্টা করতা কি করে লস কাভার করা যায়।তাই আমি বলবো আমাদের অভিজ্ঞতা জ্ঞ্যান কোশল আর পরিশ্রম করে আয় করবো।লোভে পরে আয় করা যায় না ক্ষতি ছারা লোভ কিছু দিতে পারবে না*।
-
লস করার কিছু সাধারন কারন হলো :
* সঠিক সময় ট্রেড না করা
* অতিরিক্ত ট্রেড করা
* ওবার ভলিউম
* মানিম্যানেজমেন্ট না মানা
* ইমোশনালি দুর্বল
* অতিরিক্ত এনালাইসিস
-
হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমরা ফরেক্স ট্রেডিংকে যত বেশি সময় দেব, তত বেশি লাভ আমরা পাব। এটি আমাদের নিজের উপর নির্ভর করে যে আমরা এটিকে কতটা সময় দেই এবং এখান থেকে আমরা কত লাভ করি। একটি ভাল মুনাফা পেতে, আমাদের অবশ্যই এটিতে নিয়মিত একটি ফরেক্স ট্রেডিং কাজ করতে হবে এবং ডেমো অ্যাকাউন্টে নিয়মিত অনুচ্ছেদ চালিয়ে যেতে হবে।
-
যারা লস করে তাদের এক মাত্র কারন হচ্ছে তারা ফরেক্স সর্ম্পকে এখনো জানেনা বা তাদের জানার কোন ভুল থাকেতে পারে তাই তার ফরেক্স এ লস খেয়ে থাকে । আর কেউ আছে ফরেক্স এ লাভ বেশি এেইটা জেনেই ফরেক্স এ ইনভপ্ট হয় এবং হয়েই সে লস করে থাক আবর কেউ কেউ লোভ করার জন্য ফরেক্স এ লভ করে থাকে তাই যারা এই সব ভুল সংসোধন করে ফরেক্স শিখবে তারাই লস করবে না ।