একটা কথা যেটা না বললেই নয়, তা হল "Practice makes a man perfect". পত্যেকের উচিত real trade করার আগে ডেমো তে ট্রেড করা, তানাহলে অবশ্যই লস গুনতে হবে। ডেমো ট্রেড করলে আপনি মার্কেট এর বিভিন্ন বিষয় গুলো আগেই লস ছাড়া ভালভাবে বুঝে নিতে পারবেন।
Printable View
একটা কথা যেটা না বললেই নয়, তা হল "Practice makes a man perfect". পত্যেকের উচিত real trade করার আগে ডেমো তে ট্রেড করা, তানাহলে অবশ্যই লস গুনতে হবে। ডেমো ট্রেড করলে আপনি মার্কেট এর বিভিন্ন বিষয় গুলো আগেই লস ছাড়া ভালভাবে বুঝে নিতে পারবেন।
ইন্ডিকেটর ব্যাবহার করে ফরেক্সে অনেকেই ট্রেড করছে আসলে এটি অনেক ক্ষেত্রেই ট্রেডে সহায়তা করে কিন্তু তাই বলে ইন্ডিকেটরের উপর অতিরিক্ত নির্বরশীলতা কখনই ভাল না। আপনি যদি ট্রেডিং জ্ঞান,দক্ষতার পরিবর্তে ইন্ডিকেটরের উপর বেশি গুরুত্ব দিয়ে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করেন তবে সেক্ষেত্রে যেকোনো সময় আপনি বড় ধরনের ট্রেডিং বিপর্যয়ে পরতে পারেন।
আপনি নিয়মিত ভাবে ইন্ডিকেটর ফলো করতে পারেন কিন্তু তাই বলে ইন্ডিকেটরের উপর অন্ধবিশ্বাস করে ট্রেডিং বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা কখনই উচিত না কারন তাতে করে হিতে বিপরীত হতে পারে। আপনি আপনার ট্রেডিং জ্ঞানের আলোকে ভাল ভাবে মার্কেট অ্যানালাইসিস করে তার পর সেই অ্যানালাইসিসের সাথে ইন্ডিকেটরের নির্দেশ না মিলিয়ে তার পর ট্রেডিং বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা যেতে পারে।
পুরোপুরিভাবে ঈন্ডিকেটর নির্ভর হওয়া কোনভাবেই উচিত হবে না । ঈন্ডিকেটর মানেই নির্দেশক । এটা শুধু মার্কেট সম্পর্কে কিছু ধারণা দিতে পারবে এমন নয় যে একজন ট্রেডারকে নিশ্চিত লাভবান করে দিতে পারে । তােই ম্যানুয়ালি ট্রেডিং করতে হবে এবং প্রযোজনে হয়ত একটু আধটু ঈন্ডিকেটরের সাহায্য নেওয়া যায় । কেননা আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে অনেক বেশি পরিমাণে আমাদেরকে ধৈর্য্যর সাথে টিকে থাকার চেষ্টা করতে হবে ।
আমার মতে, ইন্ডিকেটর প্রয়োজন আছে। কিন্তু শুধু ইন্ডিকেটের উপর নির্ভর করলেই হবে। ইন্ডিকেট কে অ্যানালাইস করে যদি ইন্ডিকেটকে সুফল দায়ক মনে হয় তাহলে ইন্ডিকেট কে গ্রহন করতে হবে অন্যাথায়, নয়।
এমন কোন ইন্ডিকেটরেই নাই যাহা আগাম আপনাকে বলে দিবে মার্কেট আপটেন্ড যাবে নাকি ডাউন এর দিকে যাবে। যদি থাকত সবাই ফরেক্স নিয়ে এত ঘবেষণা না করে ঐ ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করত। তবে হা আপনি ইন্ডিকেটর ব্যাবহার করে ধারণা নিতে পারেন মার্কেট কোন দিকে মোভ করতে যাচ্ছে সে আলোকে আপনি ট্রেড ওপেন ও ক্লোজ করতে পারেন, তবে ইন্ডিকেটর এর সাথে সাথে অন্যান্য এনালাইসিস করে যদি আপনি মার্কেট ওপেন করেন আপনার লাবের সম্ভাবনা বেশি আর লসের সমাভাবনা কম থাকে।
আমার মতে খালি চাট দেখে টেড করা অনেক কষ্ট আপনি এমটি ৪ এ সেই সব ইনডিকেটর থাকে টা ব্যবহার করতে পারেন টা হলে আপনি ফরেক্স মার্কেট এ ভাল লাভ করতে পারবেন । আপনি বাইরের ইনডিকেটর ব্যবহার করতে পারেন তবে যখন সেই ইনডিকেটর কাজ করবে না তখন আপনি কি করবেন তাই আপনার জন্য ভাল হয় এমটি ৪ এর ইনডিকেটর ব্যবহার করা ।
আসলে ইনডিকেটর আমাদের এনালাইসিস এর সাহায্যকারী হতে পারে, সিগনাল প্রদানকারী হতে পারে না। তাই প্রত্যেক ট্রেডার এর উচিত ইনডিকেটর কে সাহায্যকারী হিসেবে গ্রহন করা। যদি ইনডিকেটর সঠিক সিগনাল দিতে পারত তাহলে ফরেক্সে কেউ লস খেত না। সুতরাং ইনডিকেটর এর উপর কারই নির্ভর হওয়া উচিত না।
ফরেক্স ট্রেডএ পুরোপুরি ইনডিকেটর এর উপর নির্ভর হওয়া উচিত নয় । ইন্ডিকেটর সবসময় ভাল ট্রেড দিতে পারেনা এমন ও হতে পারে যে ইন্ডিকেটর এর উপর পুরপুরি নির্ভর হলে আপনার একাউন্ট জিরো হতে পারে । আমাদের কে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে । হ্য৭ আমরা ইন্ডিকেটর ব্যবহার করতে পারি শুধু মাএ মর্কেট এর মুভমেন্ট বুঝার জন্য আর ট্রেড এন্টি একটু বেশী কনফারম হবার জন্য । আমি অনেক বড় বড় ট্রেডারকে দেখেছি যে তারও ইন্ডিকেটর ব্যবহার করে শুধু মাএ ট্রেড কনর্ফাম এর জন্য ।
যে আপনার উপর নির্ভর করে, এবং ট্রেডিং আপনার উপায়, আমার জন্য, আমি মোমেন্টাম ইন্ডিকেটর, এবং গতিশীল জোন ইনডিকেটর পছন্দ, এইসব সূচকের সঙ্গে একটি কৌশল এবং 4 ঘন্টা মোমবাতি কিছু বিশ্লেষণ করতে পারেন
আমার মতে শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করাটাও বকামি। আমরা নিজেরা এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিলে যতটা সুক্ষ হবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে ততটা সুক্ষ এনালাইসিস হবে না । আপনাকে ইন্ডিকেটরের পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করতে
চার্টে দুই থেকে তিনটার বেশি ইন্ডিকেটর না রাখাই ভালো। যত বেশ্বী ইন্ডিকেটর ততই ঝামেলা সৃষ্টি হয় ট্রেড করতে গেলে। কারন একেক ইন্ডীকেটর একেক ভাবে কাজ্ করে। একই বিভিন্ন ইন্ডকেটর ভিন্ন ভিন্ন সিগ্নাল প্রদান করে। তাই আমাদের কম ইন্ডিকেটর ব্যবহার করা উচিত।
ব্যক্তিগতভাবে বলতে গেলে ইন্ডিকেটর ব্যবহার করতে আমি পছন্দ করি না কারন আমার মনে হয় ইন্ডিকেটর চলে মার্কেট এর গতি মতই , আমি ইন্ডিকেটর দেখে কিছু বুঝি না, মাঝে মাঝে কিছু বুঝি কিন্তু কোন উপকারে আসে না, অনেকে দেখি টাকা দিয়ে কিনে ইন্ডিকেটর ব্যবহার করে, আমি সেগুলাও ট্রাই করেছি কিন্তু ভাল লাগে নাই, ইন্ডিকেটর নির্ভর হউয়া মোটেই উচিত নয় এবং কখনই ইন্ডিকেটর কে ১০০% বিশ্বাসযোগ্য মনে করে ট্রেড দেওয়া উচিৎ নয়।
ইনডিকেটর এর ওপর নির্ভর করে অনেকেই লসের সম্মুখীন হয়েছে।তাই আমাদের ইনডিকেটর এর ওপর অত বেশি নিভর করা উচিত না।আমাদের মার্কেট অ্যানালাইসিস ভালো ভাবে জানা উচিত এবং তার উপর ভিত্তি করে ট্রেড করা উচিত তাহলে আপনাকে লসের সম্মুখীন হতে হবে না।
আমি মনে করি আপনি যদি দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হন তাহলে আপনার জন্য ইন্ডিকেটর ব্যবহার সবচেয়ে উত্তম বলে মনে হবে। কেননা আমার মতে ইন্ডিকেটর ব্যবহার করেই ট্রেড করা উচিত। কারণ এতে করে মার্কেটের টেকনিক্যাল এনালাইসিসগুলো সঠিকভাবে পর্যবেক্ষণ করা যায়। আর আপনি যদি ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করতে পারেন তাহলে আপনার লসের পরিমাণ অনেক কম হবে বলে আমার বিশ্বাস।
ইডিকেটর নির্ভর হওয়া ভাল। কারন এটা একটা দরকারি টুল। ব্যাবশাও ফরেক্স বিজনেসে একটি লাইফ টাইম বিজনেস। আমার কখনোই মনে হয় না যে এই বিজনেসে কখন থেমে যাবে। একটু লাভজনক বিজনেসে কখনোই থেমে যায় না। আর যতদিন সারা বিশ্বে মুদ্রা লেনদেন থাকবে ততদিন ফরেক্স বিজনেস চলতে থাকবে। যদি আপনি মনে করেন ফরেক্স লাইফ টাইম ব্যবসা তাহলে আপনি ঠিক পত ই বেছে নিয়েছেন।
আমার মতে আপনি ১০০% এন্ডিকেটর এর উপর নিবরশীল হওয়া উচিত নয়। আপনি একএকটি এন্ডিকেটর এর উপর ৫% আশা রাখতে পারেন। তবে আপনি এন্ডিকেটর এর পাশাপাশি কেন্ডেল এনালাইসিস করতে পারেন শাতে ফান্ডামেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিতে পারেন।
ফরেক্স মার্কেট এমনি একটি জায়গা যেখানে কখন কি ঘটবে তা আগে থেকে জানা যায় না ধারনা করা যায় , আর বিভিন্ন ইন্ডেকেটর আমাদের মার্কেট সম্পর্কে কিছু ধারনা দিতে পারে কিন্তু একেবারে 100% সটিক তথ্য দিতে পারেনা , এজন্য ফরেক্স সম্পর্কে নিজেকে বাল করে শিখতে হবে ।ইন্ডেকেটর এর উপর নিরর্ভরশীল হওয়া ভাল না ।
একেবারে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে কখনই ট্রেড এন্ট্রি নিতে পারিনা তাহলে ট্রেড লস হবে অনেক বেশি পরিমানে আমরা ট্রেড এর জন্য মেতা ট্রেদার এর যে সকল ডিফল্ট ইন্ডিকেটর আসে তা বেবহার করতে পারি কেননা ত্রিরিও পক্ষের যে কোনো ইন্ডিকেটর ই আমের জন্য খারাপ ফল বয়ে আনতে হবে আর দক্ষ ট্রেদার রা ইন্ডিকেটর বেবহার কম করে
ইন্ডিকেটর ব্যবহার করতে আমি পছন্দ করি না কারন আমার মনে হয় ইন্ডিকেটর চলে মার্কেট এর গতি মতই , আমি ইন্ডিকেটর দেখে কিছু বুঝি না, মাঝে মাঝে কিছু বুঝি কিন্তু কোন উপকারে আসে না, অনেকে দেখি টাকা দিয়ে কিনে ইন্ডিকেটর ব্যবহার করে, আমি সেগুলাও ট্রাই করেছি কিন্তু ভাল লাগে নাই, ইন্ডিকেটর নির্ভর হউয়া মোটেই উচিত নয় এবং কখনই ইন্ডিকেটর কে ১০০% বিশ্বাসযোগ্য মনে করে ট্রেড দেওয়া উচিত নয়।
ফরেক্স মার্কেটে ইনডিকেটর আমাদের এনালাইসিস এর সাহায্যকারী হতে পারে।কিন্তু নিজেরা এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিলে যতটা সুক্ষ হবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে ততটা সুক্ষ এনালাইসিস হবে না। ইন্ডিকেটর কে ব্যাবহার করবেন ট্রেড বা অর্ডারের পারফেকশন বাড়াতে অর্থাৎ আপনি যে সব স্ট্রেটিজি জানেন সেই অনুসারে অর্ডার করতে ইন্ডিকেটর আপনাকে সাহায্য করতে পারে।তবে পুরোপুরি ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করবেন না।
শুধু ইন্ডিকেটরের উপর ভরসা করে ট্রেড করা কখনই ভালো ফলাফল বয়ে আনবে না। এটা সম্পর্ণ নির্ভর করবে আপনার দক্ষতার উপর ভিত্তি করে। তাই আগে মার্কেট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের ধারাবাহিকতায় মার্কেটের উপর নিজের প্রভাবকে বিস্তার করার চেষ্টা করুন, নিজের অভিজ্ঞতাকে প্রয়োগ করার চেষ্টা করুন। তাহলেই সর্বাধিক ভাল ফলাফল পাবেন।
ইন্ডিগেটর অবশ্যই আপনাকে পূর্বের আর্কেট এর পরিস্থিতি পজিশন ইত্যাদি বুঝতে সাহাজ্য করে। আপনার ডিসিশন নিতেও এটি বেশ গরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তাই তাই আমি বলবনা ইনডিগেটর খারাপ। আমার মতে যেকোন একটি ইন্ডিগেটরের উপর নির্ভর না করে কিছু ইন্ডিগেটর অবশ্যই মিলিয়ে ট্রেড করা যেতে পারে। তবে কোন ইন্ডিগেটরের উপর ১০০ভাগ নির্ভরশিল হওয়া ঠিক নয়। কারন সব ইন্ডিগেটর আপনাকে লেট ইনফরমেশন দেয়। এর সাথে আপনাকে ফান্ডামেন্টার দেখে ট্রেড করা উচিত।
আমি যতোদূর জানি ইন্ডিকেটর এর ওপর নির্ভর করে অনেকেই লসের সম্মুখীন হয়েছে।তবে আমাদের ইন্ডিকেটর এর ওপর অত বেশি নির্ভর করা উচিত হবে না। আমাদের মার্কেট অ্যানালাইসিস ভালো ভাবে জানা উচিত এবং তার উপর ভিত্তি করে ট্রেড করা উচিত তাহলে আপনাকে লসের সম্মুখীন হতে হবে না।ধন্যবাদ
ইন্ডিকেটর দেখে কিন্তু মার্কেট চলে না। মার্কেট দেখে ইন্ডিকেটর একটা সাধারন ধারনা দেয় মাত্র। যদি ইন্ডিকেটর ব্যবহার করতেই চান তাহলে সেটি বড় টাইমফ্রেমে ব্যবহার করলে ভালো ফল পাবেন। তবে আমার মতে পরিস্কার চার্টে ট্রেড করার চেষ্টা করবেন এটি আপনাকে দীর্ঘসময় টিকে থাকতে সহায়তা করবে। শুরুর দিকে ইন্ডিকেটর দেখে ট্রেড করলেও ধীরে ধীরে এটি থেকে যতটা দূরে থাকতে পারবেন ততটাই মঙ্গল।
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর নির্ভর হওয়া অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়।ট্রেডিং এ ব্যবহৃত কোনও প্রকার ইন্ডিকেটরই সব সময় সঠিক দিক নির্দেশনা প্রদান করতে পারে না।তাই ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করলে হিতে বিপরীত হতে পারে।এজন্য সব সময় নিজেকে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হয়।তবে নিশ্চিত হওয়ার জন্য ইন্ডিকেটর এর সাহায্য নেওয়া যেতে পারে।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনি আপনাকে ভালোভাবে টেকনিক্যাল এনালাইসিস বুঝতে হবে তবে এর মানে এই নয় যে শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিস এর উপর নির্ভর করে আপনি আপনার ট্রেড ওপেন করবেন। ইন্ডিকেটর টেকনিক্যাল এনালাইসিস এর আওতাভুক্ত আপনি ট্রেড করার পূর্বে বিভিন্ন টাইম ফ্রেম ইন্ডিকেটর ফলো করতে পারেন তবে আপনি যদি সব সময় এই টাইমফ্রেমে ইন্ডিকেটর ফলো করে ট্রেড করার চেষ্টা করেন তবে আপনার সকল ট্রেডে প্রফিট নাও হতে পারে। তাই আমার মতে একটি দুইটি পদ্ধতি ব্যবহার করে কখনও ট্রেড করা উচিত নয়। ট্রেড করার পূর্বে টেকনিক্যাল এনালাইসিস , ফান্ডামেন্টাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস এ সকল পদ্ধতি অবলম্বন করে ট্রেড করা উচিত।
ফরেক্স মার্কেটের গতিবিধি জানার জন্য ইন্ডিকেড খুব গুরুত্বপূর্ন একটি বিষয় । ইুন্ডকেট মুলত মার্কেট এনালইসিসের একটি অংশ । তবে শুধুমাত্র ইন্ডিকেটের উপর ভি্ত্তি করে ট্রেড করাটা অনেটা বোকামী । ফরেক্সে ট্রেডের জন্য ইন্ডিকেট যেমন দরকার,তেমন ইন্ডিকেটের উপর নির্ভর করে ট্রেড করাও বোকামি।
ইন্ডিকেটর ফরেক্স ট্রেডের জন্য অবশ্যই প্রয়োজন। কিন্তু সম্পূর্ণ ইন্ডিকেটর এর উপর নির্ভরশীল হওয়া একদমই ভালো না।কথাই বলে, নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভালো। আর যেখানে টাকা ইনকাম করার মত জায়গা ফরেক্স, সেখানে কেন আপনি ইন্ডিকেটর ব্যবহার করবেন...? আপনি যে সম্পর্কে জানতে চান, সে সম্পর্কে কারো উপর নির্ভর না হয়ে, আপনি বই পড়ুন অথবা এই প্রযুক্তির যুগে গুগলতো সর্বত্র। সেখান থেকেও জানতে পারবেন এবং নির্ভুল তথ্য পাবেন। কারণ নিজের বুদ্ধিতে আপনি কাজ করলে সেটা ভূল হলেও তা থেকে কিছু হলেও শিখতে পারবেন। আপনার জ্ঞান বাড়বে, বিবেচনা শক্তি বাড়বে।নিজের যোগ্যতা কে কাজে লাগিয়ে যেটা করা হয়, যদি সেটা ভূলও হয় তবে সেটাই ভালো বলে আমি মনে করি।
ইন্ডিকেটর এর উপর সম্পূর্ণ নির্ভর হওয়া কখনোই ভালো না,ইন্ডিকেটর সঠিক ইনফরমেশন দিতে পারেনা ফলে লস এর সম্ভবনা থাকে,অনেক ট্রেডার দেখছি যারা ইন্ডিকেটর এর উপর নির্ভরশীল হয়ে ব্যালেন্স জিরো করে ফেলেছেন,তাই ইন্ডিকেটর এর উপর নির্ভর না করে এন্যালাইসিস করে ট্রেড করুন।
আমার ফরেক্স এর সাথে চলা বেশ কিছুদিন হয়েছে । আমার এঈ স্বল্প সময় এর অভিজ্ঞতা থেকে আমি বলবো ফরেক্স মার্কেটে কিছু কিছু সময় ইন্ডিকেটর ফলো করা যেতে পারে তবে সেটা সবসময় এর জন্য নয় ।ইন্ডিকেটর আপনাকে ১০০ ভাগ ফল এনে দিবে না ।এজন্য সঠিক এনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করলে প্রফিটের সাথে ফরেক্স এ টিকে থাকা যায় । আর ফরেক্স এ টিকে থাকলে প্রফিট আসবেই । এজন্য ইন্ডিকেটর নির্ভরশীল না হওয়া উচিৎ।
ইন্ডেকেটর নিভর হওয়া পুরাপুরি ভালো না কিন্ত আপনি কিছুটা ইন্ডেকেটর দেখে এনালাইসিস করতে পারেন । আপিনি যদি ইন্ডেকেটর দেখে ট্রেড করে তাহলে আপনি লস করবেন কারন মার্কেট ইন্ডেকেটর এর উপর র্নিভর করে না মার্কেট নির্ভর করে তার কারেন্সির উপর ।
শুধুমাত্র ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করতে পারেন তবে সেটা অনেক দিন গবেশনা করে একটি টাইমফ্রেমে সেটা করে নিতে হবে। তাহলে আপনি হয় তো সেটা দিয়ে ট্রেড করে ৫০% পর্যন্ত কারেকশন করতে পারেন। তবে যদি ইন্ডিকেটর এর সাথে ক্যান্ডেলস্টীক এর পরিচয় থাকে তাহলে ভাই আপনি ফরেক্স এর একজন গুরু হতে পারবেন। তবে এই বিষয় গুলো আসতে সময় লাগে। শুধু ইন্ডিকেটার দিয়ে আপনি কম সময়ে ট্রেড করে লাভবান হতে পারবেন। তাই চেষ্টা করুন যেকোন একটি সিস্টেম নিয়ে যত বেশী চেষ্টা করবেন ততবেশী বুঝতে পারবেন এবং আপনি অভিজ্ঞ হতে পারবেন। ফরেক্স এ অভিজ্ঞতার চেয়ে বড় কোন কিছু নেই।
ইন্ডিকেটর ফরেক্স ট্রেডের ক্ষেত্রে অনেক বেশী সহায়ক। তবে এখানে আপনি ট্রেডের পৃর্ববর্তী দিকনির্দেশনা পাবেন কিন্তু পরবর্তীতে মার্কেট কোন দিকে ধাবিত হবে তার কোন দিক নির্দেশনা আপনি পাবেন না পৃর্ববর্তীর আলোকে আপনাকে পরবর্তীতে মার্কেট কোন দিকে ধাবিত হবে তা বিবেচনা করতে হবে।
ফরেক্সে কাজের জন্য ইনডেকেটর একটি গুরুত্বপূর্ন কাজ। ট্রেড করার জন্য ইন্ডেকেটর প্রয়োজন আছে। ইন্ডেকেটর ফরেক্সে এর ভবিষৎ এ কি হবে র্মাকেট কোন অবস্থায় আছে বা যাবে তা ইন্ডেকেটর এম মাধ্যমে জানা যায়। তাই র্মাকেটের গতি বিধি জানার জন্য ইন্ডেকেটর দরকার আছে।
ব্যক্তিগতভাবে বলতে গেলে ইন্ডিকেটর ব্যবহার করতে আমি পছন্দ করি না কারন আমার মনে হয় ইন্ডিকেটর চলে মার্কেট এর গতি মতই , আমি ইন্ডিকেটর দেখে কিছু বুঝি না, মাঝে মাঝে কিছু বুঝি কিন্তু কোন উপকারে আসে না, অনেকে দেখি টাকা দিয়ে কিনে ইন্ডিকেটর ব্যবহার করে, আমি সেগুলাও ট্রাই করেছি কিন্তু ভাল লাগে নাই, ইন্ডিকেটর নির্ভর হউয়া মোটেই উচিত নয় এবং কখনই ইন্ডিকেটর কে ১০০% বিশ্বাসযোগ্য মনে করে ট্রেড দেওয়া উচিত নয়।
আমার মতে ফরেক্স ব্যবসায় এর মার্কেট এ গতি বিধি জানার জন্য আপনাকে ইন্ডিকেটর এর সাহায্য নিতে হবে । ইন্ডিকেটর ফরেক্স ব্যবসায় মার্কেট এর ভাল ভুমিকা পালন করে থাকে । তবে শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভর করলে চলবে না । আপানাকে ফান্ডামেন্টাল এর উপর এনালাইসিস করতে হবে । আরো ফরেক্স ব্যবসায় এ যে সব টুলস আছে তার ব্যবহার করতে হবে ।
ইন্ডিকেটর মুলত কিছু সফটওয়্যার যা মার্কেট এনালাইসিস করতে আপনাকে সাহায্য করবে। এটার সাহায্যে আপনি টেকনিক্যালি সাপোর্ট রেজিস্টান্স, আপট্রেন্ড ডাউনট্রেন্ড এগুলো চিহ্নিত করতে পারবেন এবং এর সাহায্যে টেকনিক্যালি ট্রেড নিতে পারবেন।তবে এগুলোর উপর সম্পুর্ন নির্ভর হওয়া ঠিক না কারন এগুলো যে আপনাকে সবসময় সঠিক সিগন্যাল দিবে এমন নয় তাই এর পাশাপাশি আপনাকে নিজেকে ভালো মার্কেট সম্পর্কে ধারনা রাখতে হবে।
আমরা নিজেরা এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিলে যতটা সুক্ষ হবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে ততটা সুক্ষ এনালাইসিস হবে না মার্কেট কোন দিকে যাবে তা ইন্ডিকেটর কখনই বলতে পারবে না আমরা নিজেরা ট্রেড এনালাইসিস করে ইন্ডিকেটর দেখে ট্রেড কনফার্ম করতে পারি তবে একেবারে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে কখনই ট্রেড এন্ট্রি নিতে পারিনা তাহলে ট্রেড লস হবে অনেক বেশি পরিমানে আমরা ট্রেড এর জন্য মেতা ট্রেদার এর যে সকল ডিফল্ট ইন্ডিকেটর আসে তা বেবহার করতে পারি কেননা ত্রিরিও পক্ষের যে কোনো ইন্ডিকেটর ই আমের জন্য খারাপ ফল বয়ে আনতে হবে আর দক্ষ ট্রেদার রা ইন্ডিকেটর বেবহার কম করে
ফরেক্স ব্যবসায় করতে প্রয়োজন মেধা আর দক্ষতার। নিজের জ্ঞান এবং মেধাকে কাজে লাগাতে হবে। ইন্ডিকেটর সাহায্যকারী হিসেবে কাজ করে। ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য প্রয়োজন সঠিক মার্কেট এনালাইসিস এবং ফরেক্স সম্পর্কে বিস্তারিত জ্ঞান। আমি মনে করি শুধুমাত্র ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা উচিত না তার সাথে প্রয়োজন সঠিক মার্কেট এনালাইসিস এবং ফরেক্স সম্পর্কে বিস্তারিত জ্ঞান।