বেশি ডিপজিট থাকলেই যে লস হবেনা তা নয় মূল কথা হল মানিম্যানেজমেন্ট রক্ষা করা । আর নিরজর মধ্যে ধরয্য রাখা এবং সঠিক ভাবে টেড করা ।আর সিগ্যানাল বুঝে তার পর টেড করা আর সব সময় টেড না করা ।
Printable View
বেশি ডিপজিট থাকলেই যে লস হবেনা তা নয় মূল কথা হল মানিম্যানেজমেন্ট রক্ষা করা । আর নিরজর মধ্যে ধরয্য রাখা এবং সঠিক ভাবে টেড করা ।আর সিগ্যানাল বুঝে তার পর টেড করা আর সব সময় টেড না করা ।
ফরেক্স একটি লোভনিয় ব্যবসা এখানে আপনার ধৈয্যের পরিক্ষা আছে। যদি আপনি বেশি ডিপোজিট করে লোভে পড়ে ভুল ট্রেড দিয়ে বসেন সব শেষ। আমি বলব যদি আপনি ভাল ট্রেডার হন তাহলে ডিপোজিট বেশি নিতে পারেন।
না,কখোনোই না৷নতুন অদক্ষ লোভী ট্রেডারদের জন্য ১০০০ ডলার ব্যালেন্সও মাত্র ১ সপ্তাহেই জিরো জিরো তে চলে আসতে পারে৷প্রকৃতপক্ষে ব্যলেন্স খুব বেশী একটা গুরুত্ত্বপূর্ণ বিষয় নয়৷লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷প্রয়োজন হলো ট্রেডিং দক্ষতা ও অভিজ্ঞতার৷
আমি বলবো ফরেক্স মার্কেটে বেশি ডিপোজিট করলে বেশি প্রফিট পাওয়া যাবে এবং লসের সম্ভাবনা কম, এমন ধারণ ঠিক নয়। আপনি সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে সময়মত ট্রেড এন্টি নিতে পারলে কম ডিপোজিটেও বেশ ভাল প্রফিট করতে পারবেন। তাই আমার মনে হয় ট্রেড করে প্রফিট এর জন্য দরকার দক্ষ অভিজ্ঞতা। দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে কম বা বেশি ডিপোজিট করেই আপনি ভাল প্রফিট পেতে পারেন।
হ্যা আপনি থিক বলেছেন ফরেক্স মাকেটে যদি আপনি যদি বেশি বেশি ইনভেস্ট করেন তবে আপনার লস অনেক কম হতে পারি | ফরেক্স মাকেট এমন মাকেট এখানে আপনি ট্রেড করে রাখেন তবে এক সময় না এক সময় আপনি ফরেক্স থেকে লাভ নিতে পারবেন ফরেক্স মাকেট থেকে ভেশি লাভ নিতে হলে আপনাকে বেশি বেশি ইনভেস্ট করতে হবে তবেই আপনি ফরেক্স থেকে লাভ করতে পারবেন না হলে আপনি লস করতে থাকবে |
আসলে ফরেক্সে আপনি যত বেশি এনালাইসিসে অভিজ্ঞ হবেন তত ভালো ট্রেডার হয়ে উঠতে পারবেন। আর মানি ম্যানেজমেন্ট ফলো না করলে আপনি ডিপোসিট যত বেশিই করেন আর যত কমই করেন লসে আপনাকে পড়তেই হবে কারণ, কত ক্যাপিটেলে কত লটে ট্রেড ওপেন করতে হবে এটা একমাত্র মানি ম্যানেজমেন্ট এনালাইসিসেই বুঝা যায়। তাই বেশি ডিপোসিট করলে করলে বেশি লটে ট্রেড করা যায় তাই লাভও বেশি হয়।
অভিজ্ঞদের মতে ফরেক্স মার্কেটে বেশি ডিপোজিট নিয়ে ট্রেড করলেই যে আপনি লাভবান হবেন তা কিন্তু না।কারন ফরেক্স এমন একটি বিজনেস এখানে শিক্ষা ছারা আয় করা সহজ ব্যাপার না।তাই আমি মনে করি আপনি যদি ফরেক্স না ভুঝেন তাহলে কম ডিপোজিট নিয়েই ট্রেড করতে থাকেন।আর যদি আপনি ফরেক্স মার্কেটে অভিজ্ঞ জ্ঞ্যানী কোশলী ট্রেডার হতে পারেন।তাহলে আপনি বেশি ডিপোজিট নিয়ে ট্রেড করতে পারেন।তাহলে আপনার শুবিদা হবে এই আপনি একটি ট্রেড অপেন করলেন সেটা অনেক লসে চলে গেলো কিন্তু আপনার ডিপোজিট বেশি থাকার কারনে আপনি লস থেকে বেচে গেলেন মার্কেট আবার আপনার নিয়ন্তনে চলে আসলো।
আমি বলবো বেশি ডিপোজিট করলে লসের সম্ভবনা কম থাকে এমন কোনো নিয়ম নেই। আমাদের লসের সম্ভবনা নির্ভর করে ট্রেডিং যোগ্যতার ওপর। যারা দক্ষ ট্রেডার তারা সামান্য ডিপোজিট নিয়েও লস অনেক কম করে কিন্তু যারা অদক্ষ তারা যতই ডিপোজিট করুক না কেন ট্রেডিং অদক্ষতার কারনে অতি দ্রুতই অনেক লস করে ফেলে।তবে ডিপোজিট বেশি করলে অনেকসময় আন্দাজে ট্রেডিংয়ে লাভ হয়ে যেতে পারে কিন্তু অনেকদিন টিকে থেকে নিয়মিত প্রফিট করা যায় না।
কম ডিপোজিট দিয়ে ও নিয়মিত ট্রেড করে প্রফিট করতে পারি । অার বেশী ডিপোজিট দিয়ে ও নিয়মিত লাভ করা সম্ভব নয় । ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না নিয়েই অনেক ডিপোজিট নিয়ে কাজ করেন তাতে আপনার অ্যাকাউন্ট জিড়োও হয়ে যেতে পারে । যদি সঠিক এ্যানালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে পারি তাহলে কম ডিপোজিট দিয়ে ও নিয়মিত ট্রেড করে প্রফিট করতে পারি ।
হা বেশি ডিপোজিট করলে লসের সম্ভাবনা অনেক কম থাকে । কারন ফরেক্স ব্যবসায় ভাল লস হয়ে থাকে অনেক। যারা অনেক বেশি ডিপোজিট করে থাকে আমি বলতে পারি যে তারা লস খুব কম কম করে । আমি নিজে অনেক বড় এমাউন্ট ইনভেষ্ট করেছি । তাই আমি বলতে পারি যে আমাদের সকলের অনেক বড় এমাউন্ট ইনভেষ্ট করা উচিত তাহলে আমরা লস খুব কম করবো ।
বেশি ডিপোজিট করলেই যে লসের পরিমান কমে যাবে এমন নয়। এর জন্য আপ্নাকে স্টপ লস ব্যবহার করতে হবে। আপনি যদি হাজার হাজারে ডলার নিয়ে ট্রেড শুরু করে স্টপ লস না ব্যবহার করে ট্রেড নেনে তাহলে আপনি অব্যসশোই লসের সমুখীন হবেন।
বেশী ডিপোজিট করলে আমাদের লাভের পরিমান বারতে পারে। কিন্তু আমরা যদি নিজেদের কন্ট্রোল করতে না পারি তাহলে ফরেক্স লাভের চেয়ে লস বেশী হবে। তাই নিজেকে আগে কন্ট্রোল করতে হবে। তা না হলে আমাদের যত ডিপোজিট থাক না কেন সেটা লসে পরিনত হবে।
আপ্নি যদি ট্রেড মেনেজ করতে না পারেন তাহলে আপনার যত ডলার ব্যলেন্স থাকুক না কেন আপনি ফরেক্স এ টিক থাকতে পারবে না। ফরেক্স লাভ করা নয় টিকিয়া থাকাই বড় কথা। আর আপনি যুদ্ধু টিকে থাকতে আপ্রেন তাহ্লে আপনি অবশই প্রফিত করতে পারবেন।
বেশি ডিপোজি করলে লসের সম্ভাবনা কম থাকে বটে আবার একটি মাত্র কারনে তা হচ্ছে লোভ। আপনার ব্যালান্স যদি ভাল থাকে তাহলে আপনার ভিতরে লোভ চলে আসতে পারে খুব সহজে আর ঠিক তখনই ভুল করতে থাকবেন আর লস খেয়ে দুদিনেই শেষ। তাই আমার মনে হয় অল্প অল্প করে আয় করা ভাল।
বেশি ডিপোজিট করলে বেশি সচেতন থাকতে হয় আর তাই লসের সম্ভবনা কম থাকে। অল্প ইনভেস্ট এ যে পরিমান আয় হয় তা দিয়ে পেটও ভরেনা আর মনও ভরেনা । আর তাই আমরা আমাদের লিভারেজ এবং লট বাড়িয়ে বেশি লাভের আশায় ট্রেড করে লস করে থাকি। আর যদি বেশি পরিমান ইনভেস্ট করি তবে ছোট্র লিভারেজ নিয়ে অল্প লাভেই পোষায়। যেমন, ৫০ হাজার ডলার ইনভেস্ট এ প্রতিমাসে ১০ % প্রফিট ই যতেষ্ট কিন্তু ৫ ডলার ইনভেষ্ট এ ১০% লাভ দিয়ে মন ভরবেনা।
আপনি যদি কিছু না শিখেই এই ব্যবসা শুরু করেন তাহলে বেশি বিনিয়োগ করা আপনার জন্য নিষিদ্ধ। কারণ এটি সহজ ব্যবসা নয় আর বেশি বিনিয়োগ করলেই যে আপনি ক্ষতি কম করবেন এই ধারণা সম্পূর্ণ ভুল। আমার জানামতে অনভিজ্ঞ ব্যক্তির কাছে বেশি মুলধন আর কম মুলধনের মধ্যে পার্থক্য নেই। তারা কম মুলধন থাকলে ছোট লটে ট্রেড করবে আর বেশি মুলধন থাকলে বড় লটে ট্রেড করবে, ফলাফল একই আসবে। তাই আমি বলতে চাই এই ব্যবসায় বিনিয়োগের পূর্বে অবশ্যই আপনি জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করবেন না হলে আপনার সব মুলধন চলে যাবে।
ডিপোজিটের সাথে লাভ লসের সম্পর্ক নেই। লাভ লসের সম্পর্ক আপনার উপর এবং আপনার ট্রেডিং সিস্টেমের উপর। আপনি যদি ছোট এমাউন্ট নিয়ে ট্রেড করেন আর যদি নিয়মিত প্রফিট করতে পারেন তাহলে সেটা কিন্তু একসময় ভাল একটা এমাউন্ট হবে। আর যদি আপনি অনেক বড় এমাউন্ট ডিপোজিট করলেন কিন্তু আপনার ট্রেডিং সিস্টেম ভাল নয় তাহলে আপনি কি লাভবান হতে পারবেন কখনও? না পুরাটাই লস হবে যতবড় এমাউন্ট হোক না কেন? তাই অভিজ্ঞতা অর্জন করে ট্রেড করুন আর লাভ করুন।
আসলে বেশি ডিপোজিট থাকা বেশি ভাল, তবে ফরেক্স মার্কেটে শুধু একদিক দিয়ে বিবেচনা করলে কিন্তু ধরা খেয়ে যাবেন। কেননা এখানে মার্কেটে আপনাকে একটা দীর্ঘ সময় নিয়ে অবস্থান করতে হবে। সুতরাং এই জায়গাতে আপনাকে টিকে থাকার জন্য এখানকার অন্যান্য বিষয়গুলিকেও গুরুত্ব দিতে হবে, যেমন মার্কেটের উপর আপনার দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা কেমন সেটাও এখানে আপনার জার্জ হয়ে যাবে। তাই এখানে আপনাকে অবশ্যই সব বিষয়ে এক্সপার্ট হতে হবে।
ফরেক্স মার্কেটে আপনি যত বেশি ডিপোজিট করতে পারবেন আপনার লস তত কম হবে তবে আপনি যদি ফরেক্স মার্কেটে সম্পর্কে খুভ ভালো না জানেন তাহলে এখানে যত টাকা ডিপোজিট করেন না কেন কোন লাভ হবে না আর যদি ভালো জানেন ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে যদি ফরেক্স ম্নারকেত এনালাইসিস করতে পারেন তাহলে এখান থেকে অনেক টাকা আয় করতে সক্ষম হবেন
ফরেক্স হচ্ছে একটি লাভ জনক ব্যবসা কিন্তু খুবই রিস্কি ব্যবসা। যারা না জেনে এতই ব্যবসায় বিনিয়োগ করে তারা এখানে লসের সম্মুখিন হবে অবশ্যই। এখানে বেশি বিনিয়োগ করলেই যে সে বেশি মুনাফা করতে পারবে এটা আমার মনে হয় ভুল ধারনা। কারণ ব্যবসাটি সম্পর্কে যদি ভালোভাবে নাই যানে তবে সে ব্যবসাটি কিভাবে করবে। তবে এটা ঠিক যদি ফরেক্সে যদি কেউ তার ভালো একটি ট্রেডিং প্লান করে চলে এবং বিনিয়োগের মাত্রা যদি বেশি থাকে তবে সে অবশ্যই লসের মাত্রা অনেকখানি নিয়ন্ত্রনে আনতে পারবে।
হাঁ ভাই, আপনি যত বেশি ডিপোজিট করবেন আপনার লস করার সম্ভাবনা তত কম,কারন যদি আপনি বেশি ডিপোজিট করেন এবং কম লিভারিজ নেন তবে আপনার লস গুলা ছোট ছোট হবে যা আপনি সহজে ই রিকভার করতে পারবেন।
হাঁ ভাই, আপনি যত বেশি ডিপোজিট করবেন আপনার লস করার সম্ভাবনা তত কম,কারন যদি আপনি বেশি ডিপোজিট করেন এবং কম লিভারিজ নেন তবে আপনার লস গুলা ছোট ছোট হবে যা আপনি সহজে ই রিকভার করতে পারবেন।
বিষয়টা একবারেই ফেলনা নয় আবার খুব একটা কার্যকরীও নয়। আমি মনে করি যদি আপনি একটু বড় ডিপোজিট নিয়ে মার্কেট এ আসতে পারেন তবে হুটহাট লস করা থেকে কিছুটা নিরাপদ থাকলেও আপনি এর জন্য নিজেকে একেবারে নিরাপদ ভাবতে পারেন না। এখানে ২/৫/১০ হাজার ডলার এমন কিছুই না। তাই আমি বলব আপনি যা এফোর্ড করতে পারেন তাই ডিপোজিট করেন।
ভাই আপনার কথা্র সাথে আমি পুরোপুরি একমত না কেননা ফরেক্স একটি আন্তর্জাতিক মানের একটি মার্কেট। আর এই মার্কেটটি নিয়ন্ত্রণ করার মত কেউ নেই তাই এই মার্কেটে সম্পর্কে কেউ সঠিকভাবে সঠিক ধারণা দিতে পারবে না যে মার্কেট কখন কোন দিকে অবস্থান করতে পারে। তবে হ্যা বেশি ডিপোজিট করলে আপনি বেশি পরিমাণ লিভারেজ নিয়ে এই মার্কেটে ট্রেডিং কৌশল পরিচালনা করতে পারবেন। আর এতে করে আপনি মোটামুটি একটু শক্ত অবস্থানে থাকতে পারেন। তবে যদি আপনি বেশি ভাগর সময় বড় বড় লট নিয়ে ট্রেড ওপেন করেন তাহলে হয়তো আপনি একটু ঝুকির মুখে পড়তে পারেন এমনকি লিভারেজ কমে যাওয়ার কারণে আপনি ব্যালেন্স শূন্য করতে ফেরতে পারেন। অতএব এই মার্কেটে বেশি ডিপোজিট এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা এবং মার্কেট বিশ্লেষণ করা। যখন আপনি মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে পারবেন তখন আপনি অবশ্যই অল্প পরিমাণ ডিপোজিট করেও ভাল মুনাফা উপার্জন করতে পারবেন, এটা আমার বিশ্বাস।
আমার জানামতে ফরেক্স মার্কেটে যারা নতুন তারা অনেকে লোভে পরে অনেক ইনভেস্ট করে যার পরিনাম খারাপ হয় । ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।ফরেক্স বিজনেসে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। মানি ম্যানেজমেন্ট সঠিক ভাবে সিলেক্ট করতে না পারলে ফরেক্সসহ অন্য যে কোন বিজনেস করতে পারবেন না।
ফরেক্স মার্কেটে বেশি ডিপোজিট নিয়ে ট্রেড করলেই যে আপনি লাভবান হবেন তা কিন্তু না।কারন ফরেক্স এমন একটি বিজনেস এখানে শিক্ষা ছারা আয় করা সহজ ব্যাপার না।তাই আমি মনে করি আপনি যদি ফরেক্স না ভুঝেন তাহলে কম ডিপোজিট নিয়েই ট্রেড করতে থাকেন।আর যদি আপনি ফরেক্স মার্কেটে অভিজ্ঞ জ্ঞ্যানী কোশলী ট্রেডার হতে পারেন।তাহলে আপনি বেশি ডিপোজিট নিয়ে ট্রেড করতে পারেন।তাহলে আপনার শুবিদা হবে এই আপনি একটি ট্রেড অপেন করলেন সেটা অনেক লসে চলে গেলো কিন্তু আপনার ডিপোজিট বেশি থাকার কারনে আপনি লস থেকে বেচে গেলেন মার্কেট আবার আপনার নিয়ন্তনে চলে আসলো।
আসলে ফরেক্স মার্কেটে বেশি ডিপোজিট করলে বেশি প্রফিট পাওয়া যাবে এবং লসের সম্ভাবনা কম, এমন ধারণ ঠিক নয়। আপনি সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে সময়মত ট্রেড এন্টি নিতে পারলে কম ডিপোজিটেও বেশ ভাল প্রফিট করতে পারবেন। তাই আমার মনে হয় ট্রেড করে প্রফিট এর জন্য দরকার দক্ষ অভিজ্ঞতা। দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে কম বা বেশি ডিপোজিট করেই আপনি ভাল প্রফিট পেতে পারেন।
বেশি ডিপোজিট করলে আপনি অনেকগুলো সুবিধা পাবেন। ঠিক লসের সম্ভাবনা কম থাকেনা, তবে বেশি ডিপোজিট করলে আপনি বেশি লটের ট্রেড ওপেন করতে পারবেন, আপনার একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা কম থাকবে, আপনি বেশি মার্জিন পাবেন। আবার আপনি অনেক লস করলেও বেশি ডিপোজিটের কারনে মার্কেট জিরো না হয়ে আপনার পক্ষে মার্কেট যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি রিকভার করতে পারবেন।
আপনার ডিপোজিট এর শাতে লস এর কোন সম্পর্ক নাই। ডিপোজিট এর শাতে মিল রয়েছে আপনি মাসে কত % প্রফিট করবেন মানি মেনেজমান্ট করে। আপনি যদি দক্ষ ট্রেডার হয়ে থাকেন তা হলে অল্প ডিপোজিট দিয়ে ভালো প্রফিট বের করতে পারবেন আর যদি দক্ষ ট্রেডার না হয়ে থাকেন তা হলে হাজার হাজার ডলার বিনিয়োগ করে মাসে প্রফিট তো দুরের কথা লসের শিকার হবেন।
ফরেক্স এ বেশি ডিপোজিট থাকলে এ বেশি লাভ হবে এটা কিন্তু না। এটা বলা যায় ভাল মানের ডিপোজিট থাকলে অনেক সময় ফকির কিবা এমটি অ্যাকাউন্ট এর মালিক হওয়া থেকে বিরত থাকা যায়। ডিপোজিটের মান যদি ভাল থাকে তবে অনেক সময় লস টা তারাতারি রিকভার করে পুরবের অবস্তায় যাওয়া যায়। তবে আমি মনে করি ফরেক্স মার্কেট টা টুঁটালি এনালাইসিস এর উপর নির্ভর করে।
যে কোন ব্যবসাতেই লাভ লস হবেই। তেমনি ফরেক্স ট্রেডিং এও একই ঘটনা ঘটে। আর এখানে আপনার মূলধন কম বেশি কোন বিষয় না। যে আপনার মূলধন বেশি থাকলে লস কম হবে আর কম থাকলে লস বেশি হবে এমনটা কোনভাবেই বলা যায় না। এখনে লাভ লস নির্ভর করবে পুরোপুরি আপনার দক্ষতা ও অবিজ্ঞরার উপর। এটাই আমি মনে করি। যদি আপনি দক্ষ হন আর মূলধন কম থাকে কোন সমস্যা নেই। আশা করি আমি বুঝাতে পেরেছি।
ফরেক্সে লাভ লসের সাথে ডিপোজিটের কোন সম্পর্ক নাই। লাভ লস নির্ভর করে আপনার ট্রেডিং দক্ষতার উপর। আপনি যদি ভাল মানের একজন ট্রেডার হয়ে থাকেন তাহলে কম ডিপোজিটেও ভাল প্রফিট করতে পারবেন আর যদি তা না হন তাহলে লসে পড়ে যাবেন। তবে আপনি যদি বেশি পরিমান ডিপোজিট করে সিমিত পরিমান ট্রেডিং করেন তাহলে মার্কেট অতিরিক্ত নিচে নেমে গেলেও অন্তত পক্ষে একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকবে না।
ফরেক্সে বেশি ডিপজিট করলে যে লস হওয়ার সম্ভাবনা কম থাকে এটা সঠিক নয়। অল্প ডিপজিটেও প্রফিট করা সম্ভব যদি আপনি ফরেক্স ট্রেডিং এর সকল নিয়ম মেনে ট্রেড করেন। তবে বেশি ডিপজিটে লস হাওয়ার সম্ভবনা অল্প ডিপজিটের চেয়ে কম হয় এটা অনেকটা সত্য। কিন্তু অনেক সময় বেশি ডিপজিটেও লস হতে পারে আপনি যদি নিয়ম না মেনে ট্রেড করেন। যেমন সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট না মেনে অতিরিক্ত ট্রেড করা এবং অদক্ষতা ও লোভে বশিভূত হয়ে ট্রেড করা লসের অন্যতম কারণ।
আমার মতে বেশি ডিপোজিট করলে লসের সম্ভবনা যে একেবারে কম সেটা নয়। লস হতে পারে কিন্তু বেশি ডিপোজিট করলে একাউন্ট *জিরো হওয়ার সম্ভবনা কম থাকে।
বেশি ডিপোজিট করলে যে শুধু লাভ হবে তা কিন্তু না ।বেশি ডিপোজিট করলেও লস হয় লস বা লাভ হবে আপনার দক্ষতার উপর ।তবে আপনার একাউন্ড যদি বেশি থাকে তা হলে একাউন্ড জিরো হওয়ার সম্ভাবনা থাকে না ।
বেশি ডিপোজিট করলে লস কম হবে ঠিক না , বেশি ডিপোজিট থাকলে আপনি বেশি ট্রাড করতে পারবেন অ্যান্ড বেশি রিস্ক নিতে পারবেন । লস নিরবর করে আপনার ট্রাড করার উপর । মার্কেট আনাল্যসিস করে ট্রাড করলে লস কম হয়ার সম্বাভনা থাকে ।
আসলে ফরেক্সে আপনি কত ডিপোজিট করলেন সেটা দেখার বিষয় না । শুধু দেখার বিষয় হলো আপনার দক্ষতা । আপনি যদি দক্ষতা আনুযায়ী ডিপোজিট না করে খামখেয়ালি ডিপোজিট করেন তাহলে আপনরি লসের সম্ভাবনাই বেশি থাকবে। তখন আপনার ডিপোজিট অনুযায়ী লাভ-লসের হিসাব হবে।
ফরেক্স মার্কেটে যারা নতুন তারা অনেকে লোভে পরে অনেক ইনভেস্ট করে যার পরিনাম খারাপ হয় । ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।ফরেক্স বিজনেসে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। মানি ম্যানেজমেন্ট সঠিক ভাবে সিলেক্ট করতে না পারলে ফরেক্সসহ অন্য যে কোন বিজনেস করতে পারবেন না।
ফরেক্স মার্কেটের লাভ - লস দুটোই নির্ভর করে ট্রেডারের ট্রেডিং দক্ষতার ওপর। এখানে ডিপোজিটের পরিমাণের তেমন কোন ভূমিকা নেই। লস এবং লসের পরিমাণ দুটোই নির্ভর করে ট্রেডারের দক্ষতা এবং মানসিকতার ওপরে। তবে ডিপোজিট বড় হলে লস রিকভারি করা সহজ হয়। যেমন ধরুন আপনার ডিপোজিট হচ্ছে ১০০ ডলার আপনি .৫০ লটে বায় ট্রেড করলেন gbp/usd পেয়ারে ১.২৯৯০ প্রাইসে। দেখা গেল মার্কেট নিচে নেমে ১.২৫৭০ এসে দাড়ালো। ফলে আপনার ২২০ পিপস লস হলো যা আপনার একাউন্টকে এতক্ষণে জিরো করে দিয়েছে। এখন যদি আপনার ডিপোজিট ৫০০ ডলার থাকতো তাহলে এরকমটা হত না এবং মার্কেট জায়গায় ব্যাক করলে লস রিকভারি হয়ে যেতো। এভাবে বেশি ডিপোজিট লস কমাতে এবং রিকভারি করতে সাহায্য করে।
ফরেক্স মার্কেটে লসের সম্ভবনা কমাতে হলে ফরেক্স ট্রেড ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে আর বেশি ডিপজিট করলে লসের লস কমান জায় না বেশি ডিপজিট করলে ফরেক্স মার্কেটে টিকে থাকা জায় অনেক দিন তবে এটা একেবারে মিথ্যা নয় যে বেশি ডিপজিট থাকলে অনেক কারনে লস কমান সম্ভব হতে পারে।