-
আমি ফরেক্স মার্কেটে নতুন একজন ট্রেডার তাই আমি এখনো পর্যন্ত কোন লসের সম্মখিন হইনি। আমার মতে আপনি যদি লস করেন তাহলে আপনার দেখা উচিত আপনি কি কারনে লসটা করেছেন আর লসটা কোন ভুল ট্রেডের কারনে জন্য হয়েছে। এরপর আপনার লসকে পুষিয়ে নেয়ার জন্য আরও অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স সম্পর্কে আরও বেশি শিখে আরও অনেক কিছু যেনে ভেবে চিন্তে তারপর ট্রেড করা দরকার এ ভাবেই আপনার লসকে পুষিয়ে উঠতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে আমরা সবাই লাভের আশায় ট্রেড করি। যখন আমরা ট্রেড করি তখন লসের কথা না ভেভে তাড়া তাড়ি ট্রেড দিয়ে বসি।আমি যখন লস করেছি তখন লসের কারনটি নির্নয় করে তার সমাধান এর চেষ্টা করেছি। তাতে দেখা যায় আস্তে আস্তে আর লসের স্বীকার হতে হয় না। তাই উচিত লসের কারন নির্নয় করে তার সমাধান করা।
-
আমি লস করলে কিকারনে লস করলাম সেখান হতে ভুল শুধরে আবার ভালভাবে ট্রেড করার কথা চিন্তা করি । ফলে অনেকটাই সাকসেস হই ।
-
আমি মনে করি কোন ট্রেড এ লস হলা সেই ট্রেড বন্ধ করা দিয়ে নতুন ট্রেড চালু করা উচিৎ তবে লস হলা বসে থাকলে চলবে না বরং নতুন ট্রেড চালু করতে হবে মন খারাপ করা যাবে ন।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিয়ের মধ্যে লস হতে পারে তাই বলে হতাস হলে চলবে ট্রেডে আমার লস হলে ওই লস্টাকে আমি আবার এনালাইসিস করি কেন লস হল কিভাবে লস হল কখন ট্রেড দিলে লস হত না এবং লস হওয়ার কারন কি সেগুল ভালো করে ভের করি জাতে করে পরবর্তী ট্রেডে জাতে লস না হয়।
-
লস করার পর আসলে কি করা উচিৎ আমার মতে কমবেশি সব ট্রেডাররা লসকরে থাকেন। তারা কি করেন অভিজ্ঞ ট্রেডারদের কাছে আমার প্রশ্ন থাকল।
-
আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি লাভ করার আশায়।আর যখন লস হয় তখন সবারই খারাপ লাগে আমি তার ব্যত্তিক্রম নই।কিন্তু আমি যখন লস করি হতাশ হই না ।বরং কি কারনে আমার লস হল সে কারনটা খুজে বের করার চেষ্টা করে, পুনরায় ট্রেড করি।এবাবেই আমি লস হলে তাহা রিকভার করে থাকি।ধন্যবাদ
-
লস এর পর কার না খারাপ লাগে।। ঠিক তেমনি আমারও কারাপ লাগে। যখন আমরা ট্রেড করি তখন লসের কথা না ভেভে তাড়া তাড়ি ট্রেড দিয়ে বসি। তাতে দেখা যায় লাভ না হয়ে লসের স্বীকার হতে হয়। আমি নিজেও অনেকবার লসের স্বীকার হয়েছি। পরে ভুল গুলা শূদ্রে নেই।
-
ফরেক্স ট্রেড এ লস করার পর আমি চিন্তা করি কেন আমি লস করলাম আমার ভুল ছিল কোথায় আমি তখন ভুল গুলি সংসোধন করার চেষ্টা করি। এবং ট্রেড করার কৌশল পরিবত'ন করি। আর সব চেয়ে বড় কথা ফরেক্স একটি ব্যাবসা তাই ব্যাবসায় লস হতেই পারে।ব্যাবসা মানেই লাভ লস থাকবে।এটা মেনেই আমাদের কে ফরেক্স ট্রেড করতে হবে। ধন্যবাদ।
-
লস এমন একটি শব্দ যার সাথে সবার মানিয়ে নিতে কষ্ট হয়। আমি এর থেকে ব্যতিক্রম নই। কিছুটা কষ্ট লাগে কিন্তু লাগলেও মানিয়ে নিতে চেষ্টা করি। নিজেকে বুঝানোর চেষ্টা করি কি কারনে আমি লস করলাম, কি করলে আর লস করব না, কি ভাবে আমি আমার লস কে মেকাপ দিতে পারি, মার্কেটের ব্যপারে আরও সূক্ষ ভাবে সিদ্ধান্ত নেই। আমার মনে হয় সবাই আমার মতই লসকে নিয়ে ভাবে।
-
আমি কোন ট্রেডে লস হওয়ার পরে সেই লসের কারন খুজে বের করার চেষ্ঠা করি। আমি মনে করি, আমি লস খেয়েছি আমার ভুল এ্যানালাইসিসের জন্য। তাই ভুল খুজে বের করে আমি আমার এ্যানালাইসেস সঠিক করার চেষ্ঠা করি। এবং চেষ্ঠা করি পরবর্তীতে যাতে একই ভুল দ্বিতীয় বার না হয়।
-
ফরেক্স মার্কেটে আমি লস খেলে প্রথমে আমি আমার নিজেকে স্বাভাবিক রাখার চিন্তা করি এবং লসটাকে খুব স্বাভাবিক ভাবে মেনে নেওয়ার জন্য চেষ্টা করি।আর আমি মনকে এভাবে সান্তনা দিইযে আমি তো লস স্বীকার করে ট্রেডটি ওপেন করেছিলাম।নিজেকে সান্ত করার পর আমি কি কারনে উক্ত ট্রেডটিতে লস করেছিলাম তা খুজে বেড়করার চেষ্টা করি এবং লসের কারন ণ্ডলো খুজে বেড় করে তা তালোভাবে বিশ্লেষণ করে আমার নোট খাতায় লিখে রাখি।পরবর্তীতে এই ধরনের ভুল এড়িয়ে চলার চেষ্টা করি।
-
লাভলোক সান সব জায়গায় থাকে তবে আমি মনে করি লস হলে চুপ করে বসে থাকা আমাদের উচিত না । যখন আমরা লস করি তকন আমদের প্রথমে লসের কারন খুজে বের করতে হবে ্। এবং লস থেকে বেড়ানোর উপায় খুজতে হবে ।
-
ব্যাবসা করতে গেলে লস হবে এটা সাভাবিক। আমি লস হওয়ার পর লসের কারন জানার চেস্টা করি কেন আমার এই ট্রেডটা লস হয়েচে তা সোদরানোর চেস্টা করি।
-
e¨emvq jve ‡jvKmvb n‡eB| jm nIqvi ci †f‡½ bv c‡i, †Kb jm n‡jv Zvi †Kv_vq fyj wQj Zv mgvavb KivB n‡”Q eyw×gv‡bi KvR| G‡Z cieZx‡Z jm nIqvi SzwK K‡g hvq| hviv jm nevi ci Zvi mgvav‡bi †Póv K‡i bv Zviv †ewk w`b GB gv‡K‡U© wUK‡Z cv‡i bv|
-
ফরেক্স এর মধ্যে লস করার পর আমি আসলে যা করি তাহল মনের সাহজ করে কাজ করতে থাকি ,তবে কিছু দিন আগে আমি অনেক লস করে ছিলাম যা আমার সামান্য ভূলের কারনে হয়েছে।তবে একন সেই ভূল থেকে অনেক শিক্ষা পেয়েছি যা আমার অনেক উপকারে আসবে।যদিও লস হয় তবে মনের সাহজ রাখি।
-
লস হলে আমি কিছু করি না। বরং মনটা একটু খারাপ লাগে। আর আমি ভাবি কেন লস হয়েছে। এবং যে ভুলের কারণে লস হয়েছে সে ভুল ঠিক করার চেষ্টা করি। কিন্তু এটা জানি যে, যে কোনো ব্যবসায় লাভ লস আছে। তাই এই বিষয়ের উপর ধৈর্য ধরে আবার ট্রেড করা শুরু করি।
-
লস এর পর সাধারনত আমি নিজেকে সাময়িক সময়ের জন্য ট্রেড থেকে দূরে রাখি। কারন আমি জানি যে সেই সময় যদি আমি আবার ট্রেড করতে বসি তাইলে আমার লাভ থেকে লস ই বেশি হয়। কারন লস এর পর নিজের আবেগকে ধরে রাখা যায় না। সবাই সেই লস উঠানোর জন্য মরিয়া হয়ে পড়ে আর লস বেশি খায়। তাই আমি নিজেকে লস এর হাত থেকে রক্ষা করার জন্য আমি ট্রেড থেকে দূরে থাকি।
-
লশ হলে আমার কাছে খুব খারাফ লাগে কারণ। তার হলে পরে বুঝতে পারি আমার এই ট্রেড বুল ছিল। ভুল করার পর অনেক কিছুই অায়ত্বে আসে। লস থেকে শিক্ষা নেওয়ার চেস্টা করি।
-
যে দিনটাতে আমি লস করি সাধারণত সে দিনে আমি আর ট্রেড করি না এবং এটা যদি রাতের বেলা হয়ে থাকে তবে আমি ট্রেড ক্লোজ করে দিয়ে ঘুমিযে যায় । আসলে ফরেক্স মার্কেটে কেউ ইচ্ছা করে লস করে না । কারণ সবাই মুনফা অর্জনের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য নিয়েই ট্রেড করে । সাধারণত লস হয়ে থাকে মার্কেট আমাদের প্রতিকূলে থাকলে কিংবা আমাদের ভুলের কারণে । যাই হোক লস হলে অামরা কখনো হতাশ হবনা কেননা হতাশা মানষিকভাবে আমাদেরকে দুর্বল করে দেয় ।
-
আসলে আমি অনেক ফরেক্স ট্রেডারদেরকে দেখেছি যারা ফরেক্সে লস করার পর অনেক বেশি ভেঙ্গে পরেন আবার অনেকে মার্কেট থেকে চির প্রস্থান করেন আমিও ফরেক্সে আগে অনেক ছোট খাটো লস করেছি তাই বলে আমি কখনই ভেঙ্গে পরিনি কারন আমি জানি যে যা হয়েছে তা আমি কখনই পরিবর্তন করতে পারব না তবে আমি একটি কাজ অবশ্যই করতে পারব আর তা হল কেন লস হল সেই কারনটা উদঘাটন করতে আর আমি মনে করি একজন ট্রেডার যদি লসের প্রকৃত কারন উদঘাটন করে তা থেকে শিক্ষা গ্রহন করে আবার পূর্ন উদ্দমে সামনের দিকে এগিয়ে চলে তা হলে তার সফলতা কেউ আটকাতে পারবে না।
-
লাভ লস হবেই এটাই নিয়ম কেউ এটা পরিবর্তন করতে পারবে না তবে যখন লস করে ফেলি তখন আবার ট্রেডে এন্ট্রি নেয় না আর কেন লস হল সেটা ডায়রিতে লিখে রাখি।
-
ফরেক্স এ লস হওয়ার পর আমার কান্না হয় হয় আমার মন খারাপ। তারপর আমি ভাবি মন খারাপ করে কি হবে।ব্যবসায় যেমন লাভ আছে তেমনি লস ও আছে।এরপর আমি খুজতে চেষ্ঠা করি কেন বা কি করে এই লসগুলো হল এবং নিজেকে দৈর্য ধারন করে ফরেক্স মার্কেট পর্যবেক্ষন করি ।আমাদের সকলের উচিৎ লস সংসধন করে আবার ঘুরেদারানো।এবং চেষ্ট করি আর লসনা করার ধন্যবাদ।
-
লসের পর মানুষের অবশ্যই একটা স্বচ্ছ জ্ঞান আসে । সেই জ্ঞান থেকে সে উপলব্ধি করতে পারে যে , সে কিসের কারণে এই লসটি করল । আমি মনে করি , কোন ব্যক্তি যদি এর কারণ খোজে তাহলেই সে তার ভুল বুঝতে পারবে । এই ভুলগুলো যদি সে সংশোধন করে নিতে পারে তাহলে সে ফরেক্স ব্যবসা থেকে লাভবান হতে পারে । আমি লস দিলে অবশ্যই বিচলিত না হয়ে চিন্তা করি এর সমাধান কোথায় গেলে মেলবে ।
-
আমার যখন প্রথম লস যায় তখন আমি অনেক মন খারাপ হয়ে ছিল। কারন প্রথমে অনেক কষ্ট করে ফরম করে ছিলাম। তারপর আমি মনে করলাম যে, যে কোন ব্যবসা করতে গেলে লস হতেই পারে । তাই লসের জন্য মন খারাপ না করে আবার আমি কাজ শুরু করি। এর পর আবার লস কিছু ভাললাগেনা । আমি কেন লস করলাম তাই দেখার চেষ্টা করি।অবশেষে আমি কিছুটা লাভ করি ।
-
লস করার পর আমি একটা ছিগারেট খাই তাই পরে যাদের কাছে পাই তাদের সাথে ঝগড়া করি।মেজাজ টা পুরাই খারাপ থাকে।এবং তার পরে আমি আবার ফরেক্স ে মনোযোগ দিয়ে ফরেক্স করার ছেস্তা করি।তবে আমি ভেঙ্গে পরি না যদি আমি ফরেক্স এ লস করি।
-
ফরেক্স মর্কেট লাভ লস নিয়ে।তাই যেকোন সময় লস হতে পারে তাই লস হলে ভেঙে পড়লে চলবে না।সকল ব্যাবসাই লাভ লস দুটিই আছে। লাভ হক আর লস হক মেনে নিতে হবে।লস হলে আগে দেখতে হবে লস কেন হলো সেটা ভের করতে লসের কারন ভের করে ভূল টাকে সংসোধন করতে হবে তাহলে পরর্তিতে যাতে করে ভূল যেন না হয় সেটা পর্যবেক্ষন করতে হবে । এই মার্কেট এ লস করে থাকি তাই লস করলে আমাদের ভয় পেতে নেই কারন আমরা মনে করি ফরেক্স মার্কেট হতে ট্রেড করতে হলে আমাদের লস নিয়েই ট্রেড করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে লস হয়ে গেলে অনেককে দেখা যায় এই লসটা উঠানোর জন্য আবার ট্রেড ওপেন করে যা ফরেক্স মার্কেটের মত মার্কেটে একদম টিক না। আমার ট্রেড যদি দেখি লসের দিখে যাবে বা স্টপ লসে হিট করে তাহলে আমি আর কিছুই করি না। আমি মনে করি যা যাবার সেটাকে যেতে দেওয়াই ভাল।
-
ফরেক্স বিজনেস লস থেকেই শিখতে হয়। আমরা যত বেশি লস করব ততই ভাবতে থাকব কি করে লস হল। লস আমাদেরকে ফরেক্সের যাবতীয় সমস্যা সম্পর্কে জানতে উৎসাহিত করে। লস এর পরিমাণ বেশি হলে আমাদেরকে আবার ডেমোতে গিয়ে ট্রেড অনুশীলন করতে হয়।
-
লস এবং লাভ ব্যবসারই একটা অংশ।ব্যবসা করতে গেলে লস অথবা লাভ হবেই।তবে সবাই লাভ করতে চাই কিন্তু লস হলে লসটাকে মেনে নিতে অনেক কষ্ট হয়।ফরেক্স মার্কেটে আমার যখন লস হয়। তখন আমি কোন ভুল ট্রেড করার জন্য আমার লস হল তাহা খুজে বের করার চেষ্টা করি।ধন্যবাদ
-
লস এর পর আর কি করা যাবে লসটাকে স্বাভাবিক ভাবে মেনে নেয়ার চেষ্টা করি । এবং নিজেকে সংশোধন করি । কি কি ভুল ছিল তা লিখে রাখি । এ মাসে এখন পযর্ন্ত কোন লস্ নেই আলহামদুল্লিলাহ । একাউন্টের ৫০ ভাগ লাভ রয়েছে ।
-
আমি যদি একটা ট্রেডে লস করি তাহলে পররে ট্রেডে ভালো করে এনালাইসিস করে এবং ভললিউম/লট বাড়িয়ে ট্রেড করি প্রফিট হলে লস টা অটো রিকভার হয়ে যায় প্লাস প্রফিট
-
ফরেক্সে লস করার পর আমি আবার ভালোভাবে ট্রেড করার চেষ্টা করি।এজন্য যখনই লস করি তারপরর ট্রেডে প্রফিট করার জন্য এবং লস রিকভারের জন্য সঠিক এন্ট্রি খুজি।যদি সঠিক এন্ট্রি পায় তবে ট্রেড নিয়ে থাকি।এভাবে মাঝেমাঝে লস দ্রুতই রিকভারের চেষ্টা করতে গিয়ে ওভারট্রেডিং করে বড় ধরনের লস করে ফেলি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেল কেউ বলতে পারবে না যে সে লস করে না সবাই কম বেশি লস করে থাকে। আর আমি যখন লস করি তখন আমি চুপচাপ বসে দেখি কখন লাভের মুখ দেখব। আর লাভ আসবে। আর লস যদি বেশি হয়ে যায় তবে আমি সরাসরি ট্রেড বন্দ করে দেই যাতে লস কম হয়।
-
লস হলে আমি আমার ভুল খুজ বের করি। কি কারনে আমার লস হল। কারন যদি না খুজে পাই তাহলে আমি কিভাবে ট্রেড দক্ষতা বারাবো। ফরেক্স এ একটি জিনিস বারবার পুনরাবৃত্তি করতে হয়। একই ঘটনা বারবার হছে মার্কেট এ। কিন্তু আমরা যদি এনালাইসিস করি তাহলেই সেগুলো ধরতে পারবো।
-
আমার যখন লস হয় তখন আমি কিছুসময় নিরবে থাকার চেষ্টা করি। মাথা ঠাণ্ডা হবার পর পুনরায় মার্কেট এনালাইসিস করি। ভালমতো বুঝার পর আমি ট্রেডিং করার চেষ্টা করি। লাভ আর লস নিয়েই মানুষের জীবন। শুধু লাভই হবে এমন ত কোন কথা নেই।
-
আমার যখন লস হয় তখন আমি কিছুসময় নিরবে থাকার চেষ্টা করি। মাথা ঠাণ্ডা হবার পর পুনরায় মার্কেট এনালাইসিস করি। ভালমতো বুঝার পর আমি ট্রেডিং করার চেষ্টা করি। লাভ আর লস নিয়েই মানুষের জীবন। শুধু লাভই হবে এমন ত কোন কথা নেই।
-
মানুষের জীবনে লাভ আর লস দুটাই আছে। সাভাবিক ভাবে লাভ হলে আমরা খুশি হই। আর লস হলে দুখ পাই। লস এর পর আমি ধৈর্জ না হারিয়ে কিছুসময় নিরবে থাকার চেষ্টা করি। মাথা ঠান্ডা হলে এরপর ভালভাবে এনালাইসিস করে তারপর ট্রেড করি।
-
ফরেক্স সম্পর্কে শিখার পর প্রথমে এক্সনেসে একাউন্টে করে লস করে জানতে পারলাম ফোরামে কাজ করে ফরেক্স সম্পর্কে ভাল করে ট্রেড করে শিখা যায়।অামার লস হবার পর নিজের কাছে অনেক খারাপ লাগে। ফরেক্স মার্কেটে রস করা ছাড়া ট্রেড সিখা যায় না।
-
বেবসায়ে লাভ লস থাকবেই এটাই স্বাভাবিক। তাই বলে লস হলে শুধু মন খারাপ করে বসে থাকলেই চলবে না। সেই লসটাকে বাদ দিয়ে কিভাবে লাভটাকে খুজে আনা যায় তারই চেষ্টা করতে হবে। নয়তো বেবসায়ে কখনই সফল হওয়া যাবে না।