আমার জানামতে ফরেক্স মার্কেটে ট্রেড শিখার জন্য এবং শেখানোর জন্য মাধ্যমের অভাব নেই। তবে একেকজনের জন্য একেক মাধ্যম উত্তম। তাই আমি সুনির্দিষ্ট ভাবে কোন মাধ্যমকে উত্তম বলে দাবি করবো না। তবে কয়েকটি উপস্থাপন করছি - আপনি ফরেক্স সংক্রান্ত দেশ বিদেশী ওয়েবসাইটে চোখ রাখতে পারেন, ফরেক্স ফোরামের পোষ্ট পড়তে পারেন, ডেমো ট্রেড করতে পারেন কিংবা বই ও পড়তে পারেন। কোথা থেকে ফরেক্স শিখলে ভাল ট্রেডার হাওয়া যায় এর কোন নিয়ম নেই। এটা আপনার উপর নির্ভরশীল। এটি একটি উমুক্ত মার্কেট। আপনি এখানে যত সময় দিবেন তত বেশি ফরেক্স সম্পর্কে জানতে পারবেন।