যেকোন ব্যাবসায় ইনভেস্ট লাগবেই ,কম হোক বেশি হোক লাগবেই,তেমনি ট্রেড এও ইনভেস্ট ছাড়া প্রফিট করা সম্ভব নয়।যত বেশি ইনভেস্ট ত্ত বেশি লাভ।
Printable View
যেকোন ব্যাবসায় ইনভেস্ট লাগবেই ,কম হোক বেশি হোক লাগবেই,তেমনি ট্রেড এও ইনভেস্ট ছাড়া প্রফিট করা সম্ভব নয়।যত বেশি ইনভেস্ট ত্ত বেশি লাভ।
আমরা একমাত্র ডেমোতে ট্রেড করতে পারি। তবে আমরা যে ফোরাম মানি দিয়ে ট্রেড করি তাও এক প্রকার বিনিয়োগ। সুতরাং বিনিয়োগ ছাড়া ট্রেড করা সম্ভব না। আমাদেরকে এখানে যথেষ্ট অভিজ্ঞতা নিয়ে তারপর বিনিয়োগ করতে হয়। এখানে লাভের পরিমাণ খুবই বেশি বলে আমাদেরকে পরিশ্রম ও করতে হয় অনেক বেশি।
ফরেক্স মার্কেট এর ট্রেডিং করার জন্য আমরা ডিপোজিট করে ট্রেডিং করে থাকি,কিন্তু ডিপোজিট ছাড়াও ট্রেডিং করে প্রফিট নেওয়া যায়, কিছু কিছু ফরেক্স ব্রোকার নো ডিপোজিট বোনাস দেয় কিছু শর্ত সাপেক্ষে,আবার ফোরামের বোনাস দিয়ে আমরা ফরেক্স ট্রেডিং করতে পারি,তাই ভাল ভাবে ফরেক্স করা যায়।
ইনভেস্ট ব্যাতীত আসেলে কোন বিসনেসই হয়না । সেটা আপনি যে বিসনেসই করেন । ফরেক্স মার্কেটেও ইনভেস্ট করেই আপনাকে ট্রেড করতে হবে । তবে ফোরামের বোনাস দিয়েও ট্রেড করা যায় । আমার মতে রিয়েল ইনভেস্ট করেই ফরেক্স মার্কেটে ট্রেড করা উচিৎ । তাহলে শুরু থেকেই মানসিকতা সেভাবেই তৈরি হবে । ফলে হোচট খেতে খেতে দ্রুত ভাল করা যাবে । কারন আপনি যদি প্রফেশনাল ট্রেডার হতে চান তবে রিয়েল ইনভেস্ট করেই ট্রেড করা ভাল হবে । ধন্যবাদ ।
আসলে ইনভেস্টমেন্ট ছাড়া কোন ব্যবসা ই করা যায়না।ব্যবসায় লাভ করতে হলে বিনিয়োগ করতে হয়।ফরেক্স এর ক্ষেত্রে ও তা সত্য।তবে ফরামে পোস্টিং করে যে বোনাস পাওয়া যায়, তা দিয়ে ও ফরেক্সে ট্রেড করা যায়।
আমি মনে করি ইনভেস্ট ছাড়া ট্রেড করা কখন ই সম্ভব নয় , কোনো ব্যাবসাই ইনভেস্ট ছাড়া করা যায় না তেমনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবস্যই প্রথমে ইনভেস্ট করতে হবে তারপর আপনি ট্রেড শুরু করতে পারবেন। আর আপনি যদি ফোরামের বোনাস দিয়ে ট্রেড করতে চান তাহলে আপনার ট্রেড অ্যাকাউন্টের সাথে ফোরাম অ্যাকাউন্ট যুক্ত করে রাখতে হবে এবং সেই বোনাস দিয়ে ও ট্রেড করতে পারবেন ধন্যবান।
ফরেক্স একটি ব্যবসা ব্যবস্থা।আর ব্যবসাতে অবসশই ইনভেস্টমেন্ট থাকতে হয়।যেহেতু ফরেক্স একটি ব্যবসা ব্যবস্থা সেহেতু ফরেক্সও ইনভেস্টমেন্ট করতে হবে।অন্যথায় ইনভেস্টমেন্ট বাদে ফরেক্স এ ট্রেড করা যাবেনা।
ইনভেস্ট ছাড়া ট্রেড করা সম্ভব।কারন আজকাল বিভিন্ন ব্রোকারের ওয়েলকাম বোনাস, ফোরামের বোনাস ডিপোজিট বোনাস ইত্যাদি ট্রেড করার জন্যই যথেষ্ট।তবে বোনাস দিয়ে ট্রেড করলে সবসময়ই ভালো মনযোগ বসে না কারন বোনাস দিয়ে করা প্রফিট সবসময়ই সঠিকভাবে পাওয়া সম্ভব নাও হতে পারে।এজন্য মূলত ফরেক্স ইনভেস্ট ছাড়া ট্রেড করা সম্ভব হতে পারেনা।
ফরেক্স একটি রিয়েল ব্যাবসা। যেকোন ব্যাবসায় ইনভেস্ট করতে হয়। ঠিক তেমনি ফরেক্স মার্কেটেও ইনভেস্ট করতে হয়। যদি কেউ ভাবেন ফরেক্স কোন ব্যাবসানা তবে সে ভুল করবেন। ফরেক্স এ ইনভেস্ট করবেন এবং ব্যাবসা করবেন। তাই বলে মনে করবেননা শুধু ইনভেস্ট করলে ব্যাবসা শুরু হয়ে যাবে। ইনভেস্ট করার পর আপনাকে অন্যন্য ব্যাবসা মত এখানেও সময় ও শ্রম দিতে হবে। তাহলেই প্রফিট করতে পারবেন।
ইনভেস্ট ছাড়া যেমন কোন ব্যবসা করা যায় না।তেমনি করে ফরেক্স মার্কেটেও ট্রেড করা যায় না।তবে আপনি প্রথমে ফরেক্স শিখার জন্য কোন ইনভেস্ট ছাড়াই ডোমোতে ট্রেড করতে পারবেন।তাছাড়াও আপনি ইনেক্সটা ফরেক্স বোকারে ফোরাম সাইডে লেখালেখির মাধ্যমে যে বোনাস পাবেন তাহা দিয়েও ট্রেড করতে পারবেন।ধন্যবাদ
হ্যা ইনভেস্ট ছাড়াও ট্রেড করা যায়। এই জন্য আপনাকে এই ফোরামের বোনান সংগ্রহ করতে হবে। এই ফোরাম বোনাস দিয়ে আপনি ট্রেড করতে পারবেন তবে প্রফিট হলে সেই প্রফিট উইথড্র করতে পারবেন কিন্তু বোনাস কোন ক্রমেই উইথড্র করা যাবে না।
এ ব্যাপারে পরে ব্রোকার সম্পর্কে যখন আলোচনা করবো তখন দেখবো কিভাবে ও কোন কোন বিষয় বিবেচনা করে ভাল ব্রোকার বাছাই করা যায়। কাছে বা অন্য কোন গুরুত্ত্বপূর্ণ ফিবোনাচ্চি লেবেলে (ফিবোনাচ্চি লেবেল কি তা আমরা পরে শিখবো) দেখি তাহলে বাই করা থাকলে সেখানে ট্রেড থেকে বের হয়ে যেতে হবে (বা/ও উল্টা দিকে সেল পজিশন নিতে হবে)। কারন ভেরিফাই করা ছাড়া আপনি অনেক ভাল ব্রোকারে ট্রেড করতে পারবেন না। তাই আপনি হয়ত শুরুতেই ফরেক্সে ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন। স্বয়ং বিল গেটস বা ওয়ারেন বাফেটের পক্ষেও এক দিনের জন্য হলেও এই মার্কেটে সামান্যতম প্রভাব ফেলা সম্ভব নয়।
কোন একটি বিষয়ে দক্ষ হলেই সেটাতে মনস্থির করে কাজ শুরু করা যায়। গ্রাফিক্স ডিজাইন সবাই সেটা পারেনা। বেশিরভাগই ইনভেষ্ট করে ট্রেড করে আয় করতে চায়। তবে একটি নির্মম সত্যি কথা হলো ৯০% নতুন ট্রেডারই তাদের একাউন্ট জিরো করে। তার কারণ কি?- তার কারণ .যেখানে সে নিজেই কিছু জানেনা মার্কেটে বাই-সেল দেয়া আর ইন্ডিকেটর সেট করে দেয়া ছাড়া। মার্কেটের যেটা ম্যানুয়েল ট্রেডিং এই সম্ভব। প্রথম প্রথম ।
ইনভ্বস্ট ছাড়া ট্রেড করা সম্ভব যদি আপনি ফোরাম একাউন্ট এর ডলার যদি আপনার ট্রেডিং একাউন্ট এ পাঠান।। আর এটাও কিন্তু এক প্রকার ইনভাস্ট।।
ফরেক্স বিজনেস আমাদের যেসব সুবিধা দিয়ে থাকে তা অন্য কোন বিজনেস তার গ্রাহকদের দিয়ে থাকে না। ইনভেস্ট ছাড়াও ফরেক্স বিজনেস করা যায়। এর জন্য আপনাকে ফোরাম সাইটে যোগ দিতে হবে। ফোরাম সাইটে পোস্ট করলে প্রতিটি পোস্ট এর জন্য আপনি ২০ সেন্ট করে পাবেন। এভাবে পোস্ট করে আপনি ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে পারেন।
হ্যাঁ ফরেক্স মার্কেটে ইনভেস্ট ছাড়াও ট্রেড করা সম্ভব তবে এখানে ট্রেডারদের সুবিধার্থে পোস্ট করা বোনাস দিয়ে ট্রেড করার একটি দারুন সুযোগ রয়েছ। যা কিনা অধিকাংশ ট্রডার গ্রহন করে থাকে।। আমি নিজেও এই মাসে পোস্ট করছি যাতে করে পরবর্তী মাসে ট্রেড করা সম্ভব হয়।।।।
অবশ্যই কেননা আপনি ফরেক্স মাকেটে কাজ করে আপনি যে আয় করবেন উক্ত টাকা দিয়ে আপনি কাজ করতে পারবেন । এছাড়া ট্রেড করা সম্ভব ডেম দিয়ে।
ফরেক্স একটি ব্যবসায় তাই ফরেক্স করতে হলে ইনভেস্ট করতে হবে। তবে কিছু ব্রোকার নো ডিপোজিট বোনাস দিয়ে থাকে আবার অনেকে ব্রোকার তাদের প্রচার ও প্রসারের জন্য বোনাস দিয়ে থাকে ।যা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন কিন্তু উইথড্র করতে ঐ বোনাস এর সাথে অনেক কঠিন শর্ত জুড়ে দেয় যা ট্রেডার এর পক্ষে পুরন করা সম্ভব হয় না।
বোনাস এর ক্ষেত্রে ব্রোকার প্রদত্ত শর্ত পূরণ কঠিন। যেমন-- 100 লট ট্রেড করতে হবে, 1 এর অধিক ট্রেড ওপেন করা যাবে না , উইথড্র করতে হলে আগে 200$ ডিপোজিট করতে হবে , হেড্জিং ও স্কালপিং করা যাবেনা, বোনাস এর 20% লস হলে বোনাস কেনসেল ইত্যাদি। তাই বোনাস এর চেয়ে ইনভেস্ট করে ট্রেড করা ভালো । এ ক্ষেত্রে আপনাকে কোনো শর্ত মানতে হবে না, স্বাধীনভাবে ট্রেড করতে পারবেন।
ফরেক্স মার্কেটে এমন অনেক ব্রোকার রয়েছে যারা আপনাকে কোন ধরনের ইনভেস্ট ছাড়া ট্রেড করতে দেবে । তবে এক্ষেত্রে ওদের অনেক শর্ত থাকে। যেহেতু তারা আপনাকে ওদের ডলার দিয়ে ট্রেড করতে দিবে সেহেতু আপনার থেকে অনেক কিছেু নিতে চাইবে । তবে আমার মতে এসকল বোনাস নিয়ে ট্রেড না করােই ভাল ।
যে কোন ব্যবসা করতে হলে আগে আপনাকে কোন না কোন ভাবে আপনাকে ইনভেস্ট করতে হবে আর ফরেক্স মার্কেটে আপনি যদি ট্রেড করতে যান তবে আগে আপিনাকে ইনভেস্ট করতে হবে পরে আপনাকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন তাই ইনভেস্ট ছাড়া আপনি করতে পারবেন না।
প্রাথমিক পর্যায়ে ফোরাম হতে প্রাপ্ত এবং ব্রোকার হতে প্রাপ্ত অর্থ দিয়ে ফরেক্সে ট্রেড করা সম্ভব। ফরেক্স মার্কেটের পরিধি অনেক বড়। এই মার্কেটে টিকে থাকতে হলে যেমন দক্ষ হতে হয় তেমনি বেশি মুনাফা লাভের জন্য ইনভেস্ট ও করতে হয়। আসলে ইনভেস্ট ছাড়া কোন ব্যবসায় করা সম্ভব না। একজন প্রফেশনাল ট্রেডার হবার জন্য অবশ্যই ইনভেস্ট করতে হয়।
হ্যা ফরেক্স মার্কেটে আপনি আপনার নিজের পকেট থেকে ডিপোর্জিট না করেও ট্রেড করতে পারবেন আর এই দারুন সুযোগটি আপনাকে আমাকে করে দিচ্ছে ফরেক্স ফোরম। তবে ডিপোর্জিট ছাড়া ট্রেড করতে পাররেও আপনি ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা ছাড়া কোন ভাবেই ফরেক্সে সফলতার সাথে টিকে থাকতে পারবেন না।
যে কোন ব্যবসা শুরু করতে কম বেশী ইনভেস্ট এর প্রয়োজন হয় । ফরেক্র ও এক ধরনের ব্যবসা তাই এখানেও ইনভেস্ট বা পুজির দরকার আছে । আর যারা আর্থিকভাবে দূর্বল তারা ফোরাম পোষ্টিং করে বোনাস নিয়ে ট্রেড শুরু করতে পারেন ।
ইনভেষ্ট ছাড়া কখনই এই ব্যবসা করা সম্ভব নয় । যে যত বেশী ইনভেষ্ট করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় বেশী বেশী ইনভেষ্ট করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব । আপনারাও আমার মত দক্ষতার সহিত বেশী বেশী ইনভেষ্ট করার চেষ্টা করুন ।
আমার মতে ইনভেস্ট ছাড়া ট্রেড করা সম্ভব নয়। এই মার্কেটে শুনে থাকতে তপারেন যে ফরেক্সের বিভিন্ন সাইট আছে যেখানে পোস্ট করলে বোনাস ডলার পাওয়া যায় যা দিয়ে ট্রেড করা যায়। ইনভেস্ট ছাড়া কোন ব্যবসাই ঠিকমত দাড়াতে পারে না।
বিজনেস কিংবা ট্রেড এর ব্যাপারে ইনভেস্টমেন্ট করা হল ফরজ একটি কাজ। কারণ ইনভেস্টমেন্ট ছাড়া কোন বিজনেস করা অসম্ভব।
ফরেক্স মার্কেটে আপনি চাইলে নিজের পকেট থেকে ইনভেস্ট না করেও এখানে ট্রেড করতে পারবেন আর তার জন্য অবশ্যই আপনাকে ফরেক্স ট্রেডিংয়ের উপর বিশেষ অভিজ্ঞতা লাভ করতে হবে অভিজ্ঞতা থাকলে তা দিয়ে আপনি ফরেক্সের ফোরামে কাজ করে বোনাস লাভ করতে পারবেন যা দিয়ে পরবর্তিকালে আপনি ফরেক্সে ট্রেড করতে পারবেন এবং যে প্রফিট সেখান থেকে লাভ করবেন তা উঠাতে পারবেন।
ইনভেস্ট ছাড়া রিয়েল ট্রেড করা কখনই সম্ভব নয় । কোনো ব্যাবসাই ইনভেস্ট ছাড়া করা যায় না। কিন্তু হ্যা ,ইনভেস্ট ছাড়া ট্রেড করা সম্ভব , ডেমো দিয়ে। ফরেক্স মার্কেট এ রিয়েল ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে।
আপনি হয়তো শুনে থাকতে পারেন য, ফরেক্সের বিভিন্ন সাইট আছে যেখানে পোস্ট করলে বোনাস ডলার দেয়।
ঐ বোনাস ডলার দিয়ে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করে ট্রেড করতে পা্রবেন।
অাপত দৃস্টিতে ইনভেস্ট ব্যাতিতও ট্রেড করা যায় । তবে আমাদের মনে রাখতে হবে ভাল পরিমাণে আয় করতে হলে ভাল মানের িইনভেস্ট অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । তাই আমি মনে করি ভাল মানের ইনভেস্টকে পরিচালিত করতে ভাল মানের দক্ষতাও প্রয়োজন । অর্থ্যাৎ এখানে একটা বিষয় অপরটার সাথে পরষ্পর যুক্ত । তবে ফোরাম পোস্টিং বোনাসের মাধ্যমে বিনা েইনভেস্টে ট্রেড করা যায় ।
আসলে আপনি যদি নিজের ইচ্চা অনুজায়ি যা খুশি করতে পারবেন এমন একটি একাউন্ট চান তাহলে আপনাকে অবশ্যই ১০ ডরার হোলেও ইনভেস্ট করতে হবে। কিন্তু আপনি যদি ব্রকারের সর্ত মেনে ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স ফরামে পোস্ট লিখে বোনাস অর্জন করতে পারেন এবং সেই বোনাস কাজে লাগিয়ে অপনি ট্রেড করে উপার্জন করতে পারেন।
ফরেক্স মার্কেট এ এখন বিনা পুজিতে ট্রেড করে আয় করা যাই।আর আমাদের কে এই সুযোগ টা করে দিয়েছে ইন্সটাফরেক্স।তাই আমি ইন্সটাফরেক্স কে জানাই ধন্যবাদ।তাদের এই পদক্ষেপ এর কারণে অনেক বেকার তাদ্র বেকারত্ব দুর করতে পারবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য এখন আপনাকে আর পুজির জন্য ছুটাছুটি করতে হবে না।একটু পরিশ্রম করলেই আমারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমাদের জীবন কে পরিবর্তন করতে পারবো।
ইনভেস্ট ছাড়া ট্রেড সম্ভব না । আপনি চাইলে ১ ডলার দিয়ে ফরেক্স ব্যবসা শুরু করতে পারেন । প্রথমে ফরেক্স ব্যবসার নিয়ম কানুন গুলো ভালভাবে শিখে নিন তারপর ইনভেস্ট করা চিন্তা ভাবনা করুন । আপনি নিশ্চয় জানেন ফরেক্স ব্যবসায় অনেক কিছুই শিখতে হয় সব বিষয় ভালভাবে জেনে নিন এবং ডেমো অনুশীলন শুরু করুন ।
ইনভেস্ট ছাড়া ফরেক্সে কাজ করা সম্ভব , তবে সেটা ফোরাম পোষ্টের মাধ্যমে । ফোরাম পোষ্টে কাজ করতে কোন টাকা ইনভেস্ট করা লাগে না । ফোরামে যত বেশি পোষ্ট করা যাবে তত বেশি বোনাস পোষ্টিং এর ডলার পাওয়া যাবে যা দিয়ে মাস শেষে ট্রেড করা যাবে । ফ্রিতে ফরেক্স থেকে টাকা আয় করার এটা একটা ভাল মাধ্যম । ফরেক্সে যেকেউ কাজ করতে পারে , যদি ফরেক্স সম্পর্কে ভাল জানা থাকে । ফরেক্সে কাজ করতে পারলে ফরেক্স থেকে অনেক টাকা আয় করা যায় ।
আপনি ফরেক্স ফোরামে পোষ্ট করে সেই পোষ্ট কৃত বোনাস দিযে ইনিষ্টা ফরেক্স ব্রোকার থেকে আপনি এই বোনাস এর ব্যালেন্স দিয়ে ট্রেড করতে পারেন । কিন্তু তার জন্য আপনাকে অনেক পরিশ্রমি হতে হবে । আপনি যদি পরিশ্রমি না হতে পারেন তাহলে আপনার দারায় হইতো ফরেক্স করাটা সম্ভব হবে না ।
আমার মতে কোন ব্যবসা করতে হলে ইনভেস্ট ছাড়া যেমন ব্যবসা করা যায় না তেমনি ফরেক্স ব্যবসা ও তেমন | ফরেক্স করতে হলে ইনভেস্ট করতে হবে তবে ট্রেড করতে পারবেন | ফরেক্স আয় করা যেমন সহজ তেমনি লস করাও সহজ | ফরেক্স এর আপনি ৫ থেকে ৫০০০ ডলার প্রযন্ত ইনভেস্ট করে ট্রেড করতে পারেন|
ইনভেস্ট ছাড়া কখনোই ফরেক্স এ রিয়েল ট্রেড করা যায় না , তবে ইনভেস্ট ছাড়া আমরা ফরেক্স এ ডেমো ট্রেডিং করতে পারব । তবে ডেমো ট্রেড করলে আমাদের কোন ইনকাম হবে না । ফরেক্স মার্কেট থেকে আয় করার জন্য আমাদের রিয়েল ট্রেডই করতে হবে তার জন্য হয় আমাদের ইনভেস্ট করতে হবে আর তা না হলে ফোরাম করে বোনাস দিয়ে ট্রেড করতে হবে ।
আমি বলবো ইনভেস্ট ছাড়া ট্রেড করতে হলে ডেমো একাউন্ট ব্যবহার করতে হবে। এরফলে প্রাকটিস/ফরেক্স মার্কেট সর্ম্পকে জ্ঞান অর্জন করা সম্ভব কিন্তু যদি ট্রেড করে আয় করার কথা বলা হয়, তাহলে অবশ্যই ইনভেস্ট করতে হবে। তবে আপনি যে ফোরামের সাথে আছেন সেই ফোরাম-এ মতামত পোষ্টং আকারে প্রকাশ করার মাধ্যমে একজন নতুন ট্রেডার হিসাবে যথেষ্ট ইনভেস্ট- এর সহায়তা বোনাস হিসাবে পেতে পারেন। তবে এই অর্থ শুধুমাত্র ট্রেডের জন্য ব্যবহার করা যাবে এবং প্রফিট হিসাবে অর্জিত অর্থ উত্তলণ করা সম্ভব।
আমার মনে হয় যে ইনভেস্ট ছাড়া ট্রেড করা কখন ই সম্ভব না। তা ছাড়া ফরেক্সের বিভিন্ন সাইট আছে যেখানে পোস্ট করলে বোনাস ডলার দেয় যা দিয়ে ট্রেড করতে পারেন।কিন্তু একটু কঠিন, যেমন আপনাকে প্রথমে ট্রেড অ্যাকাউন্টের সাথে ফোরাম অ্যাকাউন্ট যুক্ত করে রাখতে হবে,উক্ত ফোরামের বোনাস দিয়ে ট্রেড করতে পারবেন।
ফওরক্স ট্রেডে ইনভেট্ট ছাড়াও ট্রেড করা যায় । এজন্য কিছুটা কষ্ট করতে হবে ।আপনাকে ফোরেক্স পোষ্টং করে আপনি কিছু বোনাস হিসেবে যে ডলার আয় করবেন তা দিয়ে ট্রেড করতে পারেন । এজন্য বিভিন্ন সাইট আছে যেখানে লিখে সেগুলো পোষ্ট করতে হবে তাহলে বোনাস পয়েন্ট হিসেবে ডলার পাওয়া যাবে । এই ডলার ফোরেক্স একউন্ট যোগ করা হলে তাতে যোগ হয়ে যাবে । এটা দিয়ে ফ্রি ট্রেড করা যাবে ।