আমার মতে ভেরীফাই করা জরুরি। ভেরিফাই হল তথ্যের যাচাই করা।ভেরিফিকেশন দ্বারা ট্রেডারের তথ্যের যাচাই করা হয় ।বাংলা ফরেক্স খোলার সময় তথ্যের যে যাচাই হয় তাকে বাংলা ফরেক্স একাউন্ট ভেরিফিকেশন বলে।ভেরিফিকেশন হচ্ছে ট্রেডিং এর প্রথম ধাপ।
Printable View
আমার মতে ভেরীফাই করা জরুরি। ভেরিফাই হল তথ্যের যাচাই করা।ভেরিফিকেশন দ্বারা ট্রেডারের তথ্যের যাচাই করা হয় ।বাংলা ফরেক্স খোলার সময় তথ্যের যে যাচাই হয় তাকে বাংলা ফরেক্স একাউন্ট ভেরিফিকেশন বলে।ভেরিফিকেশন হচ্ছে ট্রেডিং এর প্রথম ধাপ।
আমার মতে ফরেক্স মার্কেটে ভেরিফাই করাটা খুবই জরুরি। কেননা আপনি ভেরিফাই ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন এতে কোন সন্দেহ নেই বরং এই মার্কেট থেকে যখন আপনি টাকা উত্তোলন করতে যাবেন তখন সমস্যায় পড়তে পারেন এমনকি ভেরিফাই ছাড়া আপনি কখনও টাকা উত্তোলন করতে পারবেন না। এছাড়া যতদিন পর্যন্ত আপনার এ্যাকাউন্ট ভেরিফাই না করা হবে তত দিন পর্যন্ত আপনার এ্যাকা্উন্ট নিরাপদে থাকবে না বরং সব সময় একটা ঝুকিরমুখে পড়তে পারে। এজন্য আমি মনে করি প্রত্যেক ট্রেডারের উচিত ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে আগে এ্যাকাউন্ট ভেরিফাই করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
নিঃসন্ধেহে জরুরী। এটা আপনার প্রথম কাজ ও কর্তব্য, যেটা আপনাকে পালন করতেই হবে। কারন আপনার একাউন্ট যদি আগে থেকে ভেরিফাই করা না থাকে তাহলে আপনি পরবর্তিতে অনেক ঝামেলায়/সমস্যায় পড়বেন। আর এর সর্বশেষ পরিণাম হবে আপনি যখন প্রফিট করে টাকা তুলতে যাবেন, তখন সেটা কার্যকর হবে না।
ফরেক্সে কাজ করতে গেলে ফরেক্স ট্রেডিং একাউন্ট ভেরিফাই করা অত্যান্ত জরুরি। কারন ভেরিফিকেশন ছাড়া ফরেক্স থেকে প্রফিট উত্তোলন করা যায় না। আপনি যদি একাউন্ট ভেরিফিকেশন না করেন তাহলে ট্রেডিং করতে কোন সমস্যা হবে না তবে যেহেতু একাউন্ট ভেরিফাইড নাই তাই ফরেক্স কতৃপক্ষ আপনাকে আপনার প্রফিট উত্তোলনের সুযোগ দেবে না। কারন ফরেক্স কোন অপরিচিত ব্যক্তির নিকট ব্যালেন্স পাঠায় না। তাই আপনি যদি প্রচুর পরিমান প্রফিট অর্জন করেন তাহলেও আপনি ঐ প্রফীট ভগ করতে পারবেন না।
ইন্সটাফরেক্সসহ কিছু কিছু ব্রোকারে ভেরিফাই বাধ্যতামূলক নয়। কিন্তু ব্রোকার যখন তখন আপনার কাছে ভেরিফাই চাইতে পারে। বিশেষ করে বড় ধরণের বড় ধরণের পেমেন্টের ক্ষেত্রে ভেরিফাই চাইতে পারে। এউ ক্ষেত্রে আপনি যদি একাউন্ট ভেরিফিকেশন সম্পুর্ন কমপ্লিট না রাখেন তাহলে আপনি এখান থেকে লাভের টাকা উইথ ড্র করতে পারবেন না। তাই প্রয়োজনীয় কাগজপত্র ও ইনফরমেশন দিয়ে একাউন্ট ভেরিফিকশন কমপ্লিট করে রাখুন।
আমাদের দেশে একটা কথা আছে যে, “কলস রেখে পানি আনা”।তেমই একটা ফরেক্স একাউন্ট যার ভেরিফাই করা নেই ।কারন আপনি ফরেক্সে ট্রেড করবেন এবং প্রফিট ও অর্জন করবেন কিন্তু আপনার একাউন্ট যদি ভেরিফাই করা না থাকে তা হলে আপনি এই প্রফিট তুলতে পারবেন না ।এজন্য একাউন্ট ভেরিফাই করা জরুরী ।
যারা ফরেক্স ট্রেডিং এর প্রকৃত ট্রেডার তারা অবশ্যই এই ধরনের প্রশ্ন করবেন না যে, অ্যাকাউন্ট ভেরিফাই এর প্রয়োজন আছে কিনা। আমি মনে করি অবশ্যই প্রতিটি ব্রোকারদের জন্য অ্যাকাউন্ট ভেরিফিকেশন টা গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্ট ভেরিফিকেশন না করা হলে অবশ্যই প্রকৃত ট্রেডারদের অসুবিধায় পড়তে হয়। এজন্য যে কেউ হোক নতুন অথবা পুরাতন ট্রেডার, যদি কারো অ্যাকাউন্ট ভেরিফাই না করা থাকে তবে আমার পরামর্শ তারা যেন অতিসত্বর একাউন্ট ভেরিফাই করেন।
আমার মতে ফরেক্স এ অবশ্যই ভেরিফাই করা জরুরী।কারন আপনি যখোন ফরেক্স এ ট্রেড করার জন্য ইনভেস্ট করবেন তখোন ভেরেফাই চাবে তখোন আপনার ভেরিফাই করতে হবে।আর ভেরিফাই করলে একাউন্টের কোন সমস্য হয় না।তাই আমাদের ফরেক্স ট্রেডে অবশ্যই ভেরিফাই করতে হবে।
ফরেক্স ব্যাবসায় ভ্যারিফাই বিষয় টা খুবই জরুরি, কারন ভ্যারিফাই ছাড়া আপনি ফরেক্স মাের্কটে ইনেভস্ট করতে পারলে ও ট্রেড করে যে প্রফিট লাভ করবেন তা তুলতে পারবেন না।তাই আমার মতে অ্যাকাউন্ট ভেরিফাই না করে কোন ব্রোকারে বিনিয়োগ না করাই ভাল ।
কোন কাজের নিশ্চয়তা হয় ভেরিফাইয়ের মাধ্যমে। ফরেক্সে আপনি পছন্দমত ব্রোকারে ট্রেড করতে চাইলে অবশ্যই আপনার কাছে ভেরিফাই চাইবে। তাই ফরেক্সে ভেরিফিকেশন করাটা খুবই জরুরি। এতো কষ্ট করে ইনভেস্ট করে সেটার মুনাফা যদি আপনি নাই নিতে পারেন তাহলে ব্যবসা করে লাভ কি..? আর ভেরিফিকেশন টা হলো,,আপনি যে একজন ফরেক্স ট্রেডার তার প্রমাণ। তাই ফরেক্সে ভেরিফাই করাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।
আমার মতে ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইন বিসনেস।আপনি *যদি কোন ব্যবসা করেন তাহলে আপনার কিছু কাগজ পাতি জমা দেওয়া লাগে তেমনি ফরেক্স বিসনেস করতে গেলে আপনাকে অবশ্যই ভেরিফাই করা লাগবে।আর ভেরিফাই করা জরুরী।ভেরিফাই করলে আপনার ইনভেস্ট করার সময় আপনাকে অবশ্যই ভেরিফাই করে নেওয়া লাগবে।আর না হলে ডলার হারানোর সম্ভবনা থাকে।
ভেরিফাই করা ব্রোকারের থেকে আপনার বেশী কাজে আসবে। কারন আপনি যখন আপনার একাউন্ট ভেরিফাই করবেন তখন আপনার একাউন্টটির সত্যতা যাচাই হলো।ভেরিফাই করা অবশ্যই জরুরি।কারণ এই একাউন্ডটিতে একজন ব্রোকারের টাকা যুক্ত থাকে। যেটি একজন ব্রোকারের ও একজন ট্রেডারের অর্থ লেনদেন যুক্ত থাকে এই জন্য একিউন্ড ভেরিফাই করা একান্ত প্রয়োজন।
আমার মনে হয় শুধু মাত্র ট্রেড করার জন্য অথবা ডেমোতে প্রাক্টিস করার জন্য একাউন্ট ভেরিভাই করার প্রয়োজন নাই। তবে রিয়েল একউন্টে টাকা ইনভেস্ট করতে চাইলে অথবা উঠাতে চাইলে অবশ্যই একাউন্ট ভেরিফাই করে নেয়া উচিং। আর ভেরিফাই দুই ধাপে সম্পন্ন করা হয় ১. পরিচয় ২. ঠিকানা। পরিচয় ভেরিফাই করতে চাইলে গভ:মেন্ট কর্তৃক স্বীকৃত পরিচয় পত্রের রঙ্গিন কপি স্ক্যান করে আপলোড করতে হবে। আর ঠিকানার ভেরিফাই করার জন্য ফোন/গ্যাস অথবা বিদ্যুৎ বিলের কপি স্ক্যান করে আপলোড করতে হবে। তবে এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ডকুমেন্ট গুলো যেন ৩ মাসের বেশী পুরনো না হয়।
ফরেক্স এ ট্রেডিং এর জন্য ভেরিফাই করা জরুরী কিন্তু বাধ্যতামুলক না।ভেরিফাই ছাড়াও আপনি ট্রেড করতে পারবেন ইন্সটাফরেক্স এ কিন্তু ফরেক্স কর্তৃপক্ষ যেকোন সময় আপনার ভেরিফাই এর ডকুমেন্ট চাওয়ার ক্ষমতা রাখে।আপনি ভেরিফাই না করে অনেক ব্রোকারে ট্রেড করতে পারবেন কিন্তু পেমেন্ট উইথড্র করতে পারবেন না।পেমেন্ট উইথড্র করার আগে আপনার ভরিফাই খুবই জরুরী।ভেরি হচ্ছে তথ্যর যাচাই-বাছাই।ভেরিফাই এর মাধ্যমে ব্রোকাররা ট্রেডারের সব কিছু করে।তাই ট্রেডিং এ ভেরিফাই খুব জরুরী।
ভ্যারিফাই অনেক গুরুত্ব পূর্ণ ফরেক্স বিজনেসে।তাই এবিষয়ে ভালো জ্ঞান ওদক্ষতা থাকতে হবে।না হলে সমস্যা হতে পারে।ভ্যারিফাই ছাড়া আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পারলেও ট্রেড করে প্রফিট লাভ করেও তুলতে পারবেন না তাই মার্কেটে ইনভেস্ট করার আগে অ্যাকাউন্ট ভ্যারিফাই করে নেওয়া ভালো।তাতে কোন সমস্যা হবে না প্রফিট তুলতে
আমারা জানি শুধু মাত্র ট্রেড করার জন্য অথবা ডেমোতে প্রাক্টিস করার জন্য একাউন্ট ভেরিভাই করার প্রয়োজন নাই। তবে রিয়েল একউন্টে টাকা ইনভেস্ট করতে চাইলে অথবা উঠাতে চাইলে অবশ্যই একাউন্ট ভেরিফাই করে নেয়া উচিং। আর ভেরিফাই দুই ধাপে সম্পন্ন করা হয় ১. পরিচয় ২. ঠিকানা। পরিচয় ভেরিফাই করতে চাইলে গভ:মেন্ট কর্তৃক স্বীকৃত পরিচয় পত্রের রঙ্গিন কপি স্ক্যান করে আপলোড করতে হবে। আর ঠিকানার ভেরিফাই করার জন্য ফোন/গ্যাস অথবা বিদ্যুৎ বিলের কপি স্ক্যান করে আপলোড করতে হবে। তবে এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ডকুমেন্ট গুলো যেন ৬ মাসের বেশী পুরনো না হয়।
অামাদের সকলের ফরেক্সে কাজ করতে হলে অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। এটা খুব একটা জরুরি কাজ। পরিচয় পত্র দিয়ে ভেরিফাই হতে হয়।
ফরেক্স মার্কেট এ কাজ করতে হলে অবশ্যই ভেরিফাই করা খুবই জরুরি। এবং এই ভেরিফাই কয়েক ধাপে সম্পন্ন করতে হয়, কারণ ভেরিফাই ছাড়া আপনি আপনার পছন্দমত সকল ব্রোকারে ট্রেড করতে পারবেন।শুধুমাত্র তাই নয় আপনাকে যদি কোন ট্রেড ওপেন করতে হয় তা হলে সর্বপ্রথম আপনাকে ফার্স্ট লেভেল ভেরিফাই কমপ্লিট করতে হবে, ফার্স্ট লেভেল ভেরিফাই কমপ্লিট করার পর আপনি ইনভেস্ট করতে পারবেন এবং আপনার ইনভেস্ট কিত ব্যালেন্স দিয়ে ট্রেডিং শুরু করতে পারবেন,তবে ট্রেডিং এর মাধ্যমে যে প্রফিট করবেন আপনি সেই প্রফিট উইথড্র দিতে পারবেন না, আপনাকে ট্রেডিং করা প্রফিট উইথড্র দিতে হলে সেকেন্ড লেভেল ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। মোট কথা বলা যায় যে অনেক সে ব্যবসা করতে হলে অ্যাকাউন্ট ভেরিফাই করা টা একাউন্ট তুই জরুরী।
হ্যা ফরেক্সে ব্যবসায় ভেরিফাই করতে হবে। নিজের সঠিক তথ্য যাচাইয়ের জন্য। ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় প্রফিট পাওয়া যায় তবে উত্তলন করা আর যদি উত্তলন করা না যায় তা হলে প্রফিট কোন কাজে আসবে না। সঠিক তথ্য না পেলে ফরেক্স প্রফিট দিয় না।তাই অবশ্যই ফরেক্স ভেরিফাই করতে হবে।
ট্রেডিং থেকে প্রাপ্ত প্রফিট উত্তোলন করতে হলে আপনাকে অবশ্যই আপনার ট্রেডিং একাউন্ট ভেরিফাই করতে হবে। আপনি যে ব্রোকারের অধীনেই ট্রেড করেন না কেন প্রফিট উত্তোলন করতে হলে আপনাকে অবশ্যই আপনার একাউন্ট ভেরিফাই করতেই হবে। ট্রেডিং একাউন্ট ভেরিফাই না করা হলে আপনি ট্রেড করতে পারবেন কিন্তু প্রফিট উত্তোলন করতে পারবেন না।ইনস্টা ফরেক্স ব্রোকার এর অধীনে প্রফিট উত্তোলন করতে হলে আপনাকে অবশ্যই দ্বিতীয় লেভেল পর্যন্ত আপনার ট্রেডিং একাউন্ট ভেরিফাই করতে হবে।
ভেরিফিকেশন ছাড়া ট্রেড করা এবং মুনাফা তোলা কষ্টকর। ভেরিফিকেশন হল প্রথম ধাপ। এটি দ্বারা ট্রেডারের তথ্যের যাচাই করা হয়। অধিকাংশ ব্রোকার ই ভেরিফিকেশন চায়। ডকুমেন্টস সহ ভেরিফিকেশন করা ভাল।
যে কোন ব্যবসা করতে গেলে তার লাইসেন্স অবশ্যই জরুরী। আর ফরেক্স এর লাইসেন্স হল আপনার ভেরিফিকেশন। আপনি যে কোন প্রতারক নন তার প্রমাণস্বরূপ আপনার নিজের ভেরিফিকেশন করা বাঞ্ছনীয়। আপনি যদি ভেরি ভিশন না করে থাকেন তাহলে আপনি উইথড্র করতে পারবেন না। ফার্স্ট লেভেল ভেরিফিকেশন করে আপনি ট্রেড করতে পারবেন বাট উইথড্র করতে পারবেন না সেকেন্ড লেভেল কমপ্লিট হলে আপনি উইথড্র করতে পারবেন। তাই ভেরিফিকেশন করা খুবই জরুরী।
ভেরিফাই করা খুব জরুরী ব্যপার। কারন ফরেক্স মার্কেট থেকে প্রত্যেকে অনেক কষ্ট করে। ফলপ্রসূত নির্দিষ্ট সময়ান্তে লাভের একটি অংশ আমরা পেয়ে থাকি। কিন্তু তা যদি না পাওয়া যায় তবে কষ্টের সীমা থাকে না। আবার নিজ ইনকাম অন্যকেউ জেনো না পায় তারই প্রেক্ষিতে ভেরিফাই করা। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
ভেরিফাই করা ছার ভালো ব্রোকারগুল আপনাকে ট্রেড করতে দিবে না। আবার অনেক ব্রোকারে আপনি ট্রেড করতে পারলেও তা থেকে ট্টাকা উত্তলনের ক্ষেত্রে ভারিফাই না থাকলে সমস্যা হতে পারে। আপনার আকাউন্ট ভেরিফাই ছাড়া বন্ধ হয়ে যেতে পারে। তাই ভ্যারিফাই করা সব সময় খুব জরুরী। ভেরিফাই করা ছাড়া রিস্ক থেকে যায়।
অবশ্যই ভাই , আপনি যদি ফরেক্স থেকে আপনার লাভ উত্তোলন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে । ভেরিফাই করা ছাড়া আপনি কোন লাভ অথবা আপনার ডিপোজিটকৃত অর্থ তুলতে পারবেন না । বোনাস অ্যাকাউন্ট এর জন্য আপনাকে ৩ টা লেভেল ভেরিফাই করতে হবে । আর ভেরিফাই করা অ্যাকাউন্ট এ ট্রেড করতে নিজের মধ্যেও ভাল লাগে কোন ঝামেলা থাকে না ।
এক নম্বর ব্রোকার ভেরিফাই ছাড়া আপনাকে টাকা ডিপোজিট-ইউড্রো করতে দিবে না।ভেরিফাই ট্রেডারের সেফটির জন্যও জরুরি।আপনার অ্যাকাউন্টা হ্যাক হলে কি করবেন ভেবে দেখেছেন?
আমি মনে করি ফরেক্স মার্কেট এ কাজ করতে হলে অবশ্যই ভেরিফাই করা খুবই জরুরি। এবং এই ভেরিফাই কয়েক ধাপে সম্পন্ন করতে হয়, কারণ ভেরিফাই ছাড়া আপনি আপনার পছন্দমত সকল ব্রোকারে ট্রেড করতে পারবেন।শুধুমাত্র তাই নয় আপনাকে যদি কোন ট্রেড ওপেন করতে হয় তা হলে সর্বপ্রথম আপনাকে ফার্স্ট লেভেল ভেরিফাই কমপ্লিট করতে হবে, ফার্স্ট লেভেল ভেরিফাই কমপ্লিট করার পর আপনি ইনভেস্ট করতে পারবেন এবং আপনার ইনভেস্ট কিত ব্যালেন্স দিয়ে ট্রেডিং শুরু করতে পারবেন,তবে ট্রেডিং এর মাধ্যমে যে প্রফিট করবেন আপনি সেই প্রফিট উইথড্র দিতে পারবেন না, আপনাকে ট্রেডিং করা প্রফিট উইথড্র দিতে হলে সেকেন্ড লেভেল ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। মোট কথা বলা যায় যে অনেক সে ব্যবসা করতে হলে অ্যাকাউন্ট ভেরিফাই করা টা একাউন্ট তুই জরুরী।
আমি এটি বেশ কয়েকবার ধরে ভেবেছি এবং সর্বদা এটি উপসংহারে পৌঁছেছি যে সমস্ত ব্যবসায়ীর পক্ষে লাভজনক হওয়ার কোনও উপায় নেই কারণ বৈদেশিক মুদ্রার ব্যবসায়ের ক্ষেত্রে এমনটি ঘটবে না, এই ব্যবসাটি ঝুঁকিপূর্ণ এবং সঠিক বোঝা ছাড়াই বাণিজ্য করা খুব কঠিন আমরা এখানে একটি শতাংশ উপার্জন করতে পারি না, যথাযথ বুদ্ধি দিয়ে আমরা উপার্জন করতে সক্ষম হব তবে সবাই এই ব্যবসায় সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে পারে না।
ফরেক্স মার্কেটের ট্রেডিং করতে হলে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট ভেরিফাই করা অত্যন্ত জরুরী। ফরেক্সের প্রতিটা প্রকারেই নিজের অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হয় কারণ একাউন্টে আপনার নিজের কিনা তা প্রতিটি ব্রোকার যাচাই-বাছাই করতে চায়। তাছাড়া আপনি কোথা থেকে ট্রেডিং করছেন অর্থাৎ আপনার পরিচয় জানার প্রয়োজন হয়। ফরেক্স মার্কেটে ট্রেডিং একাউন্ট ভেরিফাইড না হলে নানাবিধ সমস্যায় পড়তে হয় যেমন ট্রেডিং অ্যাকাউন্ট থেকে প্রফিট উত্তোলন করা যায় না অনেকক্ষেত্রে একাউন্ট ভেরিফাইড না করার আগেই যদি ডিপোজিট করা হয় এবং পরবর্তীতে যদি অ্যাকাউন্ট ভেরিফাই না করতে পারেন তাহলে মূলধন হারানোর সম্ভাবনা থাকেন। তাই নিজের ট্রেডিং একাউন্ট কে নিরাপদ রাখতে অবশ্যই ট্রেডিং একাউন্ট ভেরিফাইড করা অত্যন্ত জরুরী।
ভেরিফাই করা অতি জরুরী। কারণ ভেরিফাই এর দ্বারাই একটা প্রমাণ পাওয়া যায় যে এটা একটি জেনুইন একাউন্ট। এছাড়া ভেরিফাই একাউন্ট ছাড়া আপনি পেমেন্ট উইথড্র করতে পারবেন না। যার জন্য আমি মনে করি একাউন্ট ভেরিফাই করা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়।
হ্যাঁ। আপনার ট্রেডিং একাউন্ট ভেরিফাই করা খুবই জরুরী। কারণ, একাউন্ট ভেরিফাই না করলে আপনি আপনার প্রফিট তুলতে পারবেন না। এছাড়াও আপনি অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে পারেন। তাই আমি বলব ট্রেড করার আগে একাউন্ট ভেরিফাই করাটা খুবই জরুরী।
ফনেক্স ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে।আপনি যদি অ্যাকাউন্ট ফেরিফাই না করে ট্রেড করেন তবে আপনি ট্রেড করতে পারবেন কিন্তুু আপনি যদি কোন টাকা উওোলন করতে যান তাহলে টাকা উওোলন করতে পারবেন না।আমার মনে অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া ট্রেড করা উচিত না।
হ্যাঁ। আপনি ভেরিফাই ছাড়াও ট্রেড করতে পারেন। ইন্সটাফরেক্সে ট্রেড করতে ভেরিফাই বাধ্যতামূলক নয়। আপনি কোন প্রকার ভেরিফাই ছাড়াই এই ব্রোকারে ট্রেড করতে পারেন। কিন্তু ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ যে কোনদিন আপনার কাছে ভেরিফাই এর ডকুমেন্টস চাওয়ার অধিকার রাখে। আরও অনেক ব্রোকারে ভেরিফাই বাধ্যতামূলক নয়।
হ্যাঁ ভেরিফাই করা ফরেক্স এর জন্য জরুরি । আপনি মানি লন দারিং এর টাকাই ফরেক্স করসেন কি না আপনি আসলেই সেই লোক কিনা এটা জাসাই করার জন্য ভেরিফাই করা হয়। অনেক ব্রোকার আছে যারা ভেরিফাই ছাড়া ট্রেড করতে দেই না । ইন্সতাফরেক্স অবশ্য ভাল আপনি ভেরিফাই ছারা ট্রেড করতে পারবেন withdraw করার সময় ভেরিফাই করে নিলেই হবে।
ভেরিফাই ছাড়া মুনাফা উত্তোলন করা যায় না সেহেতু আপনাকে অবশ্যই ট্রেডিং একাউন্ট ভেরিফাই করতে হবে। তবে ভেরিফাই ছাড়া আপনি ট্রেডিং চালিয়ে যেতে পারবেন কিন্তু মুনাফা উত্তোলন করতে পারবেন না। তাই মাসের শুরুতে একাউন্ট ভেরিফাই করে নেওয়া উচিত।
অবশ্যই, যখন আমরা সমস্ত ফরেক্স শংসাপত্র করি তখন ফোরএক্সের পদ্ধতি থাকা আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ, আমরা এতে দরকারী ব্যবসা করতে সক্ষম হব এবং যে কোনও সময় আমাদের অবশ্যই শংসাপত্রিত কাজটি করতে হবে এবং আমরা এই বাণিজ্যে সফল হব ইচ্ছা
ভেরিফাই করা অবশ্যই জুরুরী।ভেরিফাই না করলে ফরেক্স থেকে শুধু ইনকাম করাই যাবে কিন্তু অর্থ উত্তলোন করা যাবে না।তাই ফরেক্স একাউন্ট খোলার সময় অবশ্যই একাউন্ট ভেরিফাই করে নিতে হবে।
হ্যা অবশ্যই ভেরিফাই করা জরুরী কারন এখানে সিকিউরিটির একটা ব্যাপার আছে যেহেতু লেনদেন হচ্ছে এখানে কারন কে কার সাথে কাজ করছে এটা জানা প্রয়োজন যাতে করে কোনো ফ্রড এখানে না হতে পারে। আর কোনো ব্রোকারই মুলত ভেরিফাই ছারা আপনাকে মানি উইড্র করতে দিবে না তাই সবচেয়ে বেশি ভালো হবে একাউন্ট ওপেন করেই ট্রেডং এবং ডিপোজিটের আগেই ভেরিফাই করে নেয়া।
ফরেক্স এ বিজিনেস করতে হলে আপনাকে অব্যশই একাউন্ট ভেরিফাই করতে হবে,অনেক ব্রোকার আছে যারা একাউন্ট ভেরিফাই না করে একাউন্ট ডকুমেন্টস দেয় না,তাই ভেরিফাই করে ট্রেড করতে হবে,ইন্সটা ফরেক্স ব্রোকার এ আপনি একাউন্ট ভেরিফাই না করেও ট্রেড করতে পারবেন কিন্তু প্রফিট উইথদ্র করার আগে আপনার একাউন্ট টি মাস্ট ২য় লেভেল পর্যন্ত ভেরিফাই করে রাখতেই হবে।
I think it is critical to verify. Verification is the verification of information. The information of the dealer is proven by verification. The verification of the information when starting Bangla Forex is called Bangla the Forex market Account Verification. Verification is step one of trading. Traders undergo the first step through verification. So the importance of verification for the dealer is enormous.