-
আমি বলবো সুদ মুক্ত একাউন্ট দিয়ে আমরা সহজে ফরেক্স থেকে সুদ বিহীন ভাবে লাভ করতে পারি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আমাদের কে সুদ মুক্ত করে ট্রেড করতে হবে কারন সুদ নিয়ে ট্রেড করা যায় না করলেও আমি মনে হয় না এই বেবসা হালাল উপায়ে করব তাই সুদ মুক্ত ট্রেড করা ভাল ।
-
অামার জানামতে ইন্সটায় যথন এ্যাকাউন্ট করব তখনই সোয়াপ ফিরি নামের অপশনটিতে ক্লিক করব তো হয়ে গেলো সুদমুক্ত এ্যাকাউন্ট । এটা নিয়ে মোটেও মন কষাকষি নয় । অামরা চিন্তাশীল হব কিভাবে বেশী জানতে পারা যায় । জেনে মেনে নিতে পারলেই যথেষ্ট । তো কাজের কথা হল অামরা এ্যাকাউন্ট করার সময় সোয়াপ করে নিব ।
-
আমার মতে সোয়াপ মুক্ত একাউন্টই ভালো৷আমি সব সময়ই এই সোয়াপ মুক্ত একাউন্টে ট্রেড করছি৷তাই সবাইকেই বলবো আপনারাও সোয়াপ মুক্ত বা সুদ মুক্ত একাউন্টে ট্রেড করতে পারেন৷কষ্ট করে ট্রেড করে প্রফিট করার মজাই আলাদা৷এই সামান্য কিছু বাড়তি সুদ নিয়ে আমি কখোনোই আমার মহব্বতের নিজের একাউন্ট টা কলংকিত করবো না৷
-
প্রথমত সুদ মুক্ত বলতে আমরা বুঝি আপনি যেই কারেন্সি ট্রেড অপেন করবে সেখানে ঐ দেশের সুদ দেওয়া এবং নেওয়া দুটো পদ্ধতি আছে এবং কিভাবে সুদ মুক্ত ব্যবসা করা যায় সেই বিষয়টি উল্লেখ্য আছে। তাই আমার মতে আপনি যখন ফরেক্স এ একাউন্ট খোলবেন তখন বিশেষ করে ফরেক্স এর নিয়মাবলি দেখো বুঝে এবং শুনে খুলবেন।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে সুদ মুক্ত ব্যবসা করা যায় আবার সুদ যুক্ত ব্যবসা ও করা যায় । আমি সব সময়ে সুদ মুক্ত ব্যবসা করে থাকি ফরেক্সে । সুদ মুক্ত ব্যবসা করতে হলে যখন আমরা একাউন্ট খুলি তখন আমাদের সোয়াপ ফ্রি তে ক্লিক করতে হয় । তাহলে সুদ মুক্ত এ হয়ে যায় ।
-
ফরেক্স মার্কেট এ সুদ মুক্ত একাউন্ট দিয়ে আমরা সুদ ছাড়া ভাবে এই মার্কেট এ ট্রেড করতে পারি তাই আমাদের কে সব সময় মনে রাখতে হবে সুদ মুক্ত একাউন্ট এ ট্রেড করেন আবার অনেকেই আছেন যারা সুদ যুক্ত একাউন্ট এ ট্রেড করেন তবে সুদ মুক্ত একাউন্ট এ ট্রেড করা আমাদের জন্য সব সময় উত্তম হবে বলে আমি মনে করি।আমি চিন্তা করেছি একটা সুদ মুক্ত অ্যাকাউন্ট পেন করবো।
-
ফরেক্স মারকেটে সুদ হল প্রত্যেক ডিপোজিটের উপর দেয়া হয় । অনেক ক্ষেত্রে আমরা পাই আমার অনেক ক্ষেত্রে আমাদের দিতে হয় । তবে সুদ সব ধর্মেই নিসিধধ তাই এটা এড়িয়ে চলাই ভাল ।
-
আমি সবার উদ্দেশ্যে বলতে চাই কেউ যদি ভাল ট্রেডার হতে চায় তবে সে যেন অন্যের সিগন্যাল বা পরামরশে ট্রেড না করে । তা হলে সে নিজে আর ভাল ট্রেডার হতে পারবে না । বরং উলটা লসে পড়ে যাবে । যেমন আমে পড়েছি ।
-
আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই যে ফরেক্সে সময় সবচাইতে বড় একটি বিষয় । যেমন সকাল বেলার চ্যানেল কখনও স্থায়ী হয় না ইউরো সেশঅন শুরু হতে ওলটপালঅট হয়ে যায় তাই কম পক্ষে দুপুর ১২ টার আগে কোন ট্রেড ওপেন করা উচিত না ।
-
রেরেন্ডের বিপক্ষে ট্রেড করা উচিত না তা সে যত ভাল চ্যানেলই তেইরী হোক না কেন । তা হলে খুব অল্প সময় পরেই মারকেেট ঘুরে গিয়ে ট্রেড লসে পড়ে যাবে । এটা খুবি জরুরি এবং পরিক্ষিত একটি বিষয় ।
-
আপনি যখন ফরেক্স মার্কেট এ একা্উন্ট করতে যাবেন সেখানে দুইটি অপশন আছে একটি হচ্ছে সুদযুক্ত একাউন্ট আর একটা হচ্ছে সুদমুক্ত একাউন্ট। যদি আপনি ফরেক্স মার্কেট থেকে সুদ নিতে চান তাহলে সুদ যুক্ত একাউন্ট ক্রিয়েট করবেন। আর যদি সুদ না নিতে চান তাহলে সুদ মুক্ত একাউন্ট খুলে নিবেন। আর সুদ মুক্ত একাউন্ট হচ্ছে আপনি যখন কোন ট্রেড ওপেন করবেন হয়তো দেখবে লস খেয়ে গেছেন তখন ট্রেডটা ওপেন করে রেখে দিলেন। আর ওপেন করা ট্রেডটি যদি একদিন অতিবাহিত করে তাহলে আপনি সুদ পাবেন না। আর যদি সুদ যুক্ত একাউন্ট গ্রহণ করেন ঠিক আগের মত করে ট্রেড রেখে দিলেন তাহলে দেখবেন পরের দিন আপনার একাউন্ট এর সাথে আরও কিছু মুনাফা যুক্ত হয়েছে আর সেটাই হচ্ছে সুদযুক্ত একাউন্ট। এভাবে আপনি যদি কোন ট্রেড দিনের পর দিন রেখে দিন তাহলে ক্রমানয়ে আপনার সুদ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সুদ মুক্ত একাউন্টটে এ ধরনের কোন প্রভাব পড়বে না।
-
ফরেক্স মার্কেটে আমরা যেই কারেন্সি নিয়ে আমরা ট্রেড করি সেই দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ধারা নির্ধারিত বোনাস অথবা কমিসন যা ট্রেদারদের দেয়া হয় বা নেয়া হয়। এখন অধিকাংশ ব্রকারেই যেহেতু সুদ মুক্ত একাউন্ট এর সুবিধা আছে । তাই আমার মতে আপনি যখন ফরেক্স এ একাউন্ট খোলবেন তখন বিশেষ করে ফরেক্স এর নিয়মাবলি দেখো বুঝে এবং শুনে খুলবেন।
-
ফরেক্সের ট্রেড করার সময় হল সোমবার হতে শুক্রবার সপ্তাহে ০৫ দিনের ২৪ ঘন্টা। তাই এখানে আমরা এই সময়ের মধ্যে যে যার সুবিধা মত সময়ে ট্রেড করে থাকি। এখানে কেউ ইচ্ছে করলে সারাদিন সময় দিয়ে কাজ করে ভাল প্রফিট করতে পারে।
-
ফরেক্স দুই ধরেনের রই একাউন্ট আছে। ফরেক্স আমাদের মুসলিমদের জন্য সুদ খাওয়া হারাম তাই আমাদের দেখে সুদ মুক্ত ফরেক্স করতে হবে। এইটা ফরেক্স এর একটি ভাল দিক যে সুদ ছাড়াও ফরেক্স এ আলাদা একাউন্ট আছে।
-
সুদ মুক্ত একাউন্ট হল এখানে সুদ ছাড়া ট্রেড করার একাউনট আপনি চাইলে সুদ সহ করতে পারেন কিন্তু সুদত মুক্ত ট্রেড করা সকলের কাম্য কারন আমরা মুসলমান জাতি আমাদের জন্য সুদ খাওয়া হারাম তাই আমাদের কে সুদ বর্জন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ।
-
ইসলামে সুদ হারাম। আর ফরেক্স সবার জন্য ই উন্মুক্ত । এখানে তাই ইসলামিক বিষয় চিন্তা করে সুদ মুক্ত মানে ইসলামিক ভাবে বিজনেসের ব্যবস্থা ও রাখা হয়েছে । আপনি যখন একাউন্ট ওপেন করবেন তখন এটা সিলেক্ট করে দিতে হবে।
-
সুদ হলো যেই কারেন্সি নিয়ে আমরা ট্রেড করি সেই দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ধারা নির্ধারিত বোনাস অথবা কমিসন যা ট্রেদারদের দেয়া হয় বা নেয়া হয়। এখন অধিকাংশ ব্রকারেই যেহেতু সুদ মুক্ত একাউন্ট এর সুবিধা আছে তাই আমাদের এই সুযোগটা নেয়া উচিৎ অর্থ্যাৎ সুদমুক্ত একাউন্ট খোলা উচিৎ।
-
ভাই ফরেক্স মার্কেটে ২ ধরণের অ্যাকাউন্ট এর প্রচলন আছে । একটা হল সুদযুক্ত এবং অন্যটা হল সুদমুক্ত । ফরেক্স এর ভাষায় একে বলে Swap যুক্ত অ্যাকাউন্ট এবং Swap Free অ্যাকাউন্ট । আপনি যদি সুদমুক্ত অ্যাকাউন্ট করতে চান সেইখেত্রে আপনাকে Swap Free অ্যাকাউন্ট করতে হবে । অনেক ব্রোকার আসলে Swap Free অ্যাকাউন্ট কে Islamic অ্যাকাউন্ট নামেও বলে থাকে । আমি মনে করি আমাদের মুসলিমদের জন্য সবার Swap Free অ্যাকাউন্ট করা উচিত ।
-
swap free মানে হল সুদ ফ্রী আপনার অ্যাকাউন্ট আপনি যদি সুদ মুক্ত অ্যাকাউন্ট চান তাহলে আপনি অ্যাকাউন্ট ওপেন করার সময় সোআপ ফ্রী তে টিক মার্ক দিবেন এতে করে আপনার অ্যাকাউন্ট সয়াপ ফ্রী হবে আর আমরা যারা মুসলমান তারা সব সময় সয়াপ ফ্রী অ্যাকাউন্ট ওপেন করি যা আমাদের জন্য অনেক ভাল
-
আপনার ফরেক্স একাউন্ট সুদ মুক্ত নাকি সুদ যুক্ত সেটা একান্তই নির্ভর করে যখন আপনি আপনার একাউন্ট খোলেন তখনই । ফরেক্স মার্কেটে যখন একটি একাউন্ট খোলা হয় তখন সেখানে দুই ধরনের পদ্ধতি দেওয়া থাকে । একটি হলো সুদ যুক্ত একাউন্ট পদ্ধতি এবং অন্যটি হলো সুদ মুক্ত একাউন্ট পদ্ধতি । এখন আপনি যদি সবকিছু জেনে বুঝে নির্বোধের মতো একাউন্ট খুলে থাকেন তাহলে অবশ্যই আপনার একাউন্ট সুদ যুক্ত হয়ে থাকবে । তাই আমাদের উচিত সবসময় যেকোনো জিনিস জেনে বুঝে এবং ভালো কি মন্দ সেটা পগে তারপর সেই কাজ করা । তাহলে আমরা সবসময়ই জয়ী হবো,, ধন্যবাদ ।
-
ফরেক্স এর ক্ষেত্রে সুদ মুক্ত একাউন্ট বলতে আপনি যা বলেছেন তা আমি বুঝতে পারিনি আমাকে আরেকটু ক্লিয়ার করে বললে আমি হয়তো বুঝতে পারতাম
-
আমি বুঝলাম না সুদ পাওয়া যায়না বলতে কি বুঝাতে চেয়েছেন কারণ শুদ্ধ একাউন্ট ব্যালেন্স এর সাথে সংযুক্ত থাকে
-
আচ্ছা ও আচ্ছা তার মানে হচ্ছে আমরা যখন একাউন্ট খুলব তখন আমরা চাইলে শুধিতে পারি আর না চাইলে শুধু ছাড়াও একাউন্ট করতে পারি এই তো
-
ফরেক্স মার্কেট একটি সুদ মুক্ত মার্কেট। এখানে সুদ মুক্ত একাউন্ট খোলা যায়। আমাদের সবাইকে সুদ মুক্ত একাউন্ট থোলা উচিত। সাধারনত আমাদেরকে ফরেক্সের নিয়ম কানুন মেনে চলা উচিত। যে কোন বিষয়ের মান উন্নয়ন তা পযবেক্ষণ করা, তা নিয়ে গবেষণা করা এবং বিষয়টির প্রতি সবসময় চিন্তাশীল থাকার উপর নির্ভর করে।
-
ফরেক্স মার্কেট এ সুদ একাউন্ট হল যেই একাউন্ট এ ট্রেড করার সময় মার্কেট এ সুদ যুক্ত হয় এবং অতিরিক্ত কিছু যোগ হয় তাকে ফরেক্স মার্কেট এর সুদ বলে আর কোন অতিরিক্ত অংশ ছাড়া একাউন্ট কে সুদ মুক্ত একাউন্ট বলে থাকে । ফরেক্স মার্কেট এ আমি একজন সুদ মুক্ত বেবসায়ি ।
-
সুদ নেই যেই একাউন্ট এ তাকে সুদ মুক্ত একাঊন্ট বলে সুদ ছারাই ট্রেড করা ভাল কারন সুদের বেবসায় লাভ হয় না হয় লস কখনই এই মার্কেট সুদ নিয়ে কোন বেবসা করতে যাবে না । এতে করে আপনার ক্ষত হতে পারে সুদ বিহীন ট্রেড আমাদের জন্য ভাল ।
-
ফরেক্স ব্যবসা একটি সফল ব্যবসা। ফরেক্স মার্কেটে দুই রকম একাউন্ট খোলা যায় একটা হচ্ছে সুদ সহ আর একটা সুদ ছাড়া। আমি মুসলিম তাই আমি ফরেক্স মার্কেটে সুদ ছাড়া একাউন্ট ব্যবহার করব।
-
swap free মানে হল সুদ ফ্রী আপনার অ্যাকাউন্ট আপনি যদি সুদ মুক্ত অ্যাকাউন্ট চান তাহলে আপনি অ্যাকাউন্ট ওপেন করার সময় সোআপ ফ্রী তে টিক মার্ক দিবেন এতে করে আপনার অ্যাকাউন্ট সয়াপ ফ্রী হবে আর আমরা যারা মুসলমান তারা সব সময় সয়াপ ফ্রী অ্যাকাউন্ট ওপেন করি যা আমাদের জন্য অনেক ভাল
-
ফরেক্স যখন আপনি একাউন্ট খুলবেন তখন একটি আপনি অপশন থাকে swap/swap free।আপনি যদি swap free তে ক্লিক করেন তাহলে আপনার একাউন্টটি হবে সুদমুক্ত।কোন প্রকার সুদ দেওয়া বা কর্তন করা হবে না আপনার একাউন্ট থেকে....#
-
ফরেক্স মার্কেটগুলো আপনার একাউন্ট সুদ এর সুবিধা দিয়ে থাকে। আমরা ট্রেড করলে হয় সুদ আমাদের দিতে হবে না হয় আমরা সুদ পাব। ফরেক্স থেকে সুদ খাওয়ার চেয়ে না খাওয়ােই ভালো। কেননা অনেক সময় দেখা যায় লং টার্ম ট্রেড ওপেন থাকলে সুদ অনেক বেশি দিতে হয়। এর চেয়ে সুদমুক্ত একাউন্ট এ উত্তম।
-
প্রিমিয়াম খাওয়া অবৈধ তাই আমি গ্রহণ করি যে ফরেক্স মার্কেটে প্রিমিয়াম ফ্রি রেকর্ডটি হ'ল আপনার এক্সচেঞ্জিং রেকর্ডে আপনি যে এক্সচেঞ্জিং করেন তা সম্পূর্ণ প্রিমিয়াম বিনামূল্যে হবে এবং আমি স্বীকার করি যে আপনি ফরেক্স বিজ্ঞাপন থেকে দুর্দান্ত সুবিধা অর্জন করতে পারবেন ফলে এই প্রিমিয়াম বিনামূল্যে। প্রিমিয়াম ছাড়াই, মুসলমানরা ফরেক্স শোকেস এক্সচেঞ্জ করতে পছন্দ করে।
-
ফরেক্স এ যদি আপনি একাউন্ট করে তবে এখানে দুই ধরনের হিসাব খোলা যায় একটা হল সুদ মুক্ত আর একটা হল সুদ দিয়ে আমার মতে আপনি যখন ফরেক্স এ একাউন্ট খুলবেন তখন বিশেষ করে ফরেক্স এর নিয়মাবলি দেখে এবং শুনে খুলবেন চাইলে সুদ নিয়েও ট্রেড করতে পারেন আবার সুদ মুক্তভাবে ট্রেড করতে পারেন তাই সমস্ত ব্রোকারে এখন একাউন্ট খলার সময় দেওয়া থাকে সোয়াপ ফ্রী একাউন্ট এর অংশ যাতে করে আপনি সিলেক্ট করে নিতে পারেন ।
-
সুধ যুক্ত একাউন্ট মুসলমান দের জন্য নয় বলে আমি মনে করি। আপনি চাইলে সুধ মুক্ত একাউন্ট ব্যবহার করে ট্রেড করতে পারেন এর জন্য আপনাকে রেজিটেসন করার সময় খেয়াল করে সুধ দেওয়া নেওয়ার সিস্টেম আনমার্ক করে দিলেই হবে। একটি অপশন লক্ষ্য করবেন তা হল সোয়াপ ফ্রি একাউন্ট আপনি যদি একাউন্ত ওপেন করার সময় সয়াপ ফ্রি একাউন্ট এ ক্লিক করেন তাহলে আপনি সুদ মুক্ত একাউন্ট এ ট্রেড করতে পারবেন ।
-
ফরেক্স মার্কেট যার ইচ্ছা আছে সে সুদ *যুক্ত একাউন্ট করতে পারে। এর ফলে তাকে হয়ত সুদ দিতে হবে না হয় সে সুদ পাবে। এখানে সুদ মুক্ত একাউন্ট ই আমার কাছে ভালো লাগে। কারন দীর্ঘসময় টেড রানিং থাকলে অনেক সময় সুদ দিতে হয়। এতে লাভের চেয়ে লস বেড়ে যায়।
-
সুদ খাওয়া হারাম তাই আমি মনে করি
ফরেক্স মার্কেট এ সুদ মুক্ত একাউন্ট হল
আপনি আপনার ট্রেডিং একাউন্ট এ যে
ট্রেড করবেন তা থাকবে সম্পূর্ণ সুদ মুক্ত আর
এই সুদ মুক্তের কারনে আপনি ফরেক্স
মার্কেট থেকে ভাল পরিমাণে লাভ করে
যেতে পারবেন বলে আমি মনে করি । সুদ
ছারাই মুসলমানরা ফরেক্স মার্কেট এ ট্রেড
করতে বেশী লাইক করে ।
-
ফরেক্স এ বেবসা করার জন্য আপনি যে কোন ব্রোকার হাউসে এ অ্যাকাউন্ট খুলবেন তখন দেকবেন লেখা থাকে সুয়াপ ফ্রী অথবা সুয়াপ সহ । সুয়াপ হল সুদ । মুসুলমান হলে আপনার জন্য সুদ হারাম । আপনাকে খুলতে হবে সুয়াপ ফ্রী অ্যাকাউন্ট ।তাই একাউন্ট খোলার সময় পছন্দ অনুযায়ী খলা উচিত ।
-
ফরেক্সে সুদ একাউন্ট হল সোয়াপ একাউন্ট যেই একাউন্ট এ ট্রেড করলে তার সাথে সুদ যুক্ত হয়ে যায় তাকে বলে সোয়াপ একাউন্ট আপনি এর মাধ্যমে চাইলে সুদ নিয়েও ট্রেড করতে পারেন আবার সুদ মুক্তভাবে ট্রেড করতে পারেন।অ্যাকাউন্ট ওপেন করার সময় সোআপ ফ্রী তে টিক মার্ক দিবেন এতে করে আপনার অ্যাকাউন্ট সয়াপ ফ্রী হবে আর আমরা যারা মুসলমান তারা সব সময় সয়াপ ফ্রী অ্যাকাউন্ট ওপেন করি যা আমাদের জন্য অনেক ভাল।
-
সুদ একাউন্ট হল সোয়াপ একাউন্ট যেই একাউন্ট এ ট্রেড করলে তার সাথে সুদ যুক্ত হয়ে যায় তাকে বলে সোয়াপ একাউন্ট আপনি এর মাধ্যমে চাইলে সুদ নিয়েও ট্রেড করতে পারেন আবার সুদ মুক্তভাবে ট্রেড করতে পারেন । তাই সমস্ত ব্রোকারে এখন একাউন্ট খলার সময় দেওয়া থাকে সোয়াপ ফ্রী একাউন্ট এর অংশ যাতে করে আপনি সিলেক্ট করে নিতে পারেন ।
-
ফরেক্স এ একাউন্ট এর সুদ হল যে আপনি লাভ করলে কমিশন পদ্ধতিতে আপনি সুদ পাবেন। আবার লস হলে আপনাকে সুদে আপনার ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে। এই ফরেক্স এ ইসলামিক যারা আছেন তারা এই সুদ মুক্ত করতে হলে আগেই একাউন্ট করার সময় সোয়প ফ্রি করে নিতে হবে তাহলে আপনি সুদ মুক্ত করে ফরেক্স করতে পারেন।
-
সুদ ছারাই মুসলমানরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে বেশী লাইক করে । এটা আসলে মুসলমানদের জন্য ব্রোকার দের একটা বিশেষ সুবিধা। যেহেতু ইসলাম এ সুদ হারাম তাই ফরেক্স কে বৈধ করার জন্য ব্রোকার রা এই সুবিধা প্রদান করে থাকে। ফরেক্স বিজনেস থেকে লাভ করলে আমি মনে করি অনেক পরিশ্রম করে করতে হয়।আর পরিশ্রম কে আমি হারাম বলতে পারবো না।মুসলিম হিসাবে আমাদের জন্য সুদ হারাম ।