-
ডেমো ট্রেড এর ব্যাপারে আগেও আমি লিখেছি, আসলে ফরেক্স পরিপূর্ণ শেখা অনেক কঠিন কাজ, তবে ফরেক্স মার্কেট জানা একটু সহজ, তাই যদি ডেমো ট্রেড সব সময় করা যায়, তাতে নিজের ভালো, আপনি যদি নতুন হয়ে থাকেন ফরেক্স ব্যবসায়, তবে আমি বলবো কম করে ৬ মাস ডেমো ট্রেড অনুশীলন করুন, এরপর বাস্তব ট্রেড শুরু করুন।
-
একজন ভাল মানের ট্রেডার হতে হলে কমপক্ষে এক বছর ডেমো ট্রেড করা উচিত। কেননা মার্কেটে এমন কিছু মোভমেন্ট হয় যা কেবল মাত্র ট্রেড করলেই নজরে আসে। এর কোন ব্যাখ্যা কাগজে কলমে দেয়া সম্ভব নয়। তাই ট্রেডারকে সব সময় ট্রেডের সাথে সংযুক্ত থাকতে হয়।
-
আমি মন করি আমাদের কে ডেমো ট্রেড করতে হবে এক বছর তবে সেই ডেমো ট্রেডটা করতে হবে আমার ইনভেস্ট যা করব সে পরিমান ডলার দিয়ে করলে ভাল হবে। আমরা অনেক কিছু করি এবং শিখি কিন্তু রিয়াল মার্কেটে মানতে ভুলে যায়।
-
ডেমো ট্রেডিং করার আমাদের সবারই একটা বিশেষ উদ্দেশ্য থাকে । বিশেষ করে নতুন ট্রেডারদের একটা উদ্দেশ্য থাকে যে এখান থেকে ভালভাবে ফরেক্স শিখা । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমার মত নতুন প্রত্যক ট্রেডারকেই ডেমোর দ্বারস্থ হতে হয় । সে কারণেই ডেমো প্রতিটি নতুন ট্রেডারদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় । তবে ডেমো ততদিনই করা উচিত যতদিন না দক্ষতা গড়ে উঠবে ।
-
ফরেক্স এক টি অনলিনে বিজনেস। এটা জেকেউ লাইফ টাইম করতে পারে। কিন্তু ফরেক্স আন্দাজে করলে লাভের চেয়ে লস এ বেসি পরতে হবে। তাই ফরেক্স করার আগে ভাল ভাবে ডেমো ট্রেড করতে হনে। থাইলে ফরেক্স সম্পরে অনেক ভাল ভাবে যানা যাবে। আর রিয়েল অ্যাকাউন্ট এ কাজ করার টাইম ডেমো ট্রেড করতে হবে।
-
ডেমো প্রাকটিস করার কোনো নির্দিষ্ট টাইম নেই।। ডেমো করার উদ্দেশ্য হলো ফরেক্সে আপনার অভিজ্ঞতা বাড়ানো, ফরেক্স বাজার মুভমেন্ট সম্পরকে ধারনা লাভ করা আর ফরেক্স জ্ঞান লাভ করা।। আপনি এটা কত দিনে আয়ত্ত করতে পারবেন তা একান্তই আপনার ব্যাপার।।
-
ডেমো একাউন্ট কমপকে্*ষ ১৮ মাস প্র্যাকটিস করা উচিত। এতে ভালো শিখতে পারা যায়।
-
ডেমো ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় সীমা নেই। যতদিন পর্যন্ত না ট্রেড এ দক্ষ হওয়া যায় ততদিন ই ডেমো ট্রেড করা উচিত। তবে একজন নতুন ট্রেডার এর অন্তত ২-৩ মাস ডেমো ট্রেড করা উচিত। ফরেক্স এ টিকে থাকার জন্য অবশ্যই ডেমো ট্রেড এ দক্ষ হওয়া জরুরী।
-
আমি মনে করি ফরেক্স সফল ট্রেডআর হতে হলে অনেক দিন ডেমো ট্রেডিং করা দরকার। তবে ফরেক্স এ ভাল ট্রেডিং শিখতে হলে কমপক্ষে ছয় মাস থেকে আট মাস ফরেক্স ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করা উচিত। তাছাড়া ডেমো ট্রেডিং এর মাধ্যমে ফরেক্স মার্কেটের মভেমেন্ত বুজা যায় এবং আরও অনেক কিছু শিখা যায়।
-
আসলে আপনি কত দিন হলে ফরেক্স মার্কেট সম্পর্কে ভা জ্ঞান লাভ করতে পারবেন তা আপনার একান্তই ব্যক্তিগত ব্যপার বলে আমি মনে করি তবে আমি বলি আপনি যদি কম করে হলেও পাচ থেকে ছয় মাস ডেমো ট্রেড করলে আপনার একটা অবিজ্ঞতা আস্তে পারে বলে আমি মনে করি।
-
যতদিন না আপনি দেখবেন আপনি একটি ট্রেডেও লস করছেন না ততদিন পর্যন্ত আপনাকে ডেমো ট্রেড করতে হবে তবেয়ামি দেখেছি যারা ফরেক্স মার্কেটে অনেক অবিজ্ঞ তারাও এখন ডেমো ট্রেড করে থাকে কারন ডেমো ট্রেড করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন বলে মনে করি।
-
আমি মনে করি যতদিন না পযন্ত একটি ভাল ট্রেডিং মেথড না পাওয়া যায় ততদিন পযন্ত ফরেক্স ট্রেডিং এ চেষ্টা করা উচিত । আসসে ডেমো ট্রেডিং কতদিন পযন্ত করবেন এটি সম্পূর্ নির্র করবে আপনার নিজের ওপর । আপনি কিভাবে আপনার সময় এবং জ্ঞানকে কাজে লাগাচ্ছেন তার ওপর নিভর করবে ডেমো ট্রেডিং এর সময় ।
-
ফরেক্সে যত শিখা তত ভাল ডেমোতে কম পক্ষে ২ মাস কাজ করা উচিত । তার পরে অল্প পুজি নিয়ে ১ মাইক্রো লটে ২ মাস কাজ করার পর একটু বেশি লটে কাজ করা যেতে পারে ।
-
আমার মনে হয় ডেমো ট্রেডিং এর নিদিষ্ট কোন অনুশীলনের কোন সময় সীমা নাই। আপনি যত বেশী ডেমো ট্রেড করবেন আপনার অভিজ্ঞতা তত বাড়বে। যত কেশী ডেমো ট্রেড করবেন আপনি তত বেশী মার্কেট সম্পর্কে বুজতে পারবেন। আমার মতে আজীবন ডেমো ট্রেড করা উচিত। আমার আসল মার্কেট এর সাথে সাথে সব সময় ডেমো মার্কেট এ অনুশীলন করতে থাকি আর দেখতে চাই আমি যা শিখলাম তা আমার কতটুকু কাজে লাগে। এখন আমার ইচ্ছা কিভাবে নিউজ ট্রেডিং এ লাভ করবো তা ডেমোতে অনুশীলন করতেছি।
-
আমরা মতে আপমি যদি ফরেক্স মার্কেটে ভালো কিছু করতে চান তাহলে ডেমো করুন কারণ ডেমো করলে আপ্নাক্র ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো জ্ঞান হবে খুব ভালো অভিজ্ঞতা হবে আমার মনে হয় ডেমো কম পক্ষে ৩-৪ মাস করা উচিৎ এতে আপ্ন্রা ফরেক্স মার্কেটে ফল খুব ভালো হবে
-
ডেমো প্রাকটিস এর শেষ নেই। আপনি যত বেশী ডেমো ট্রেড করবেন আপনার অভিজ্ঞতা তত বাড়বে। যত কেশী ডেমো ট্রেড করবেন আপনি তত বেশী মার্কেট সম্পর্কে বুজতে পারবেন। আমার মতে আজীবন ডেমো ট্রেড করা উচিত। তবে প্রাথমিক ধারনা পাওয়ার জন্য ২-৩ মাস ডেমো প্রাকটিস কতে হবে।
-
আসলে ফরেক্স এ ডেমো করার জন্য নির্দিষ্ট করে কোন সময় বেধে দেয়া যায় না। আপনার যতদিন মনে চায় আপনি ডেমো করতে পারেন। এটা নির্ভর করে আপনার উপর। আপনি যতদিন পর্যন্ত নিজেকে ট্রেডার হিসেবে গড়ে তুলতে না পারেন ততদিন ডেমো করা উচিত। আসলে যারা সফল তারাও ডেমো ট্রেডিং করে থাকে। তাদের এ্যানালাইসিস পরীক্ষা করার জন্য।
-
ফরেক্স নতুন ট্রেডারদের ডেমো একাউন্টে প্রাকটিস করার নির্দিস্ট কোন সময় সিমা নেই।তবে প্রোপারলি ভাবে ট্রেড শিখতে হলে ডেমো একাউন্টে ৬ মাস প্রাকটিস করা উচিত।ফরেক্স মার্কেটে দক্ষ ও অভিজ্ঞ না হলে মার্কেটে টিকে থাকা সম্ভব না।তাই মার্কেটে একজন দক্ষ টেডার হতে হবে।
-
ফরেক্স মাকেটে আপনি যদি দক্ষতা অজন করতে চান তবে আপনাকে ডেমো পারতিস করতে হবে ৬ থেকে ৮ মাস করতে পারলে আপনার জন্য ভাল হবে আমি মনে করি | ফরেক্স মাকেটে আপনি যত ডেমো পারতিস করবেন আপনি ফরেক্স মাকেটে তত দক্ষতা অজন করতে পারবেন আর ফরেক্স মাকেট থেকে আয় করতে পারবেন |
-
ফরেক্স মার্কেট এ ফরেক্স শিখার গুরুপ্তপূর্ন অংশ হল এই ডেমো একাউন্ট এ ডেমো প্রাকটিস করা। ফরেক্স শিখার অনেক ধাপ আছে যা ফরেক্স শিখা যায়। ফরেক্স মার্কেট শিখার 80% জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে দেয়। আমার মতে ফরেক্স মার্কেট এ এই ডেমো প্রাকটিস কমপক্ষে ১ বছর প্রাকটিস করতে হবে। তাহলে ফরেক্স শিখার মোটামাটি ভালই করা যাবে।
-
অনেকেই দুই থেকে চার মাস ডেমো ট্রেড করে মনে করে , ফরেক্স সম্পর্কে দক্ষ হয়ে গেছে এবং আর ডেমো একাউন্ট এ ট্রেড করতে চায় না । ফলে রিয়েল ট্রেড এ অনেক লস করে। আমি মনে করি , কমপক্ষে এক থেকে দুই বছর ধরে ডেমো একাউন্ট এ ট্রেড প্রাকটিস করতে হবে ।
-
ডেমো ট্রেড করার নির্ধারিত কোন সময়সীমা নেই। তবে আপনি চাইলে ৩-৬ মাস ডেমো ট্রেড করতে পারেন। ডেমো ট্রেডিং করলে আপনি ফরেক্সে কলা কৌশল ভাল ভাবে আয়ত্ত করতে পারবেন। এতে করে সফলতার হার বেড়ে যাবে। প্রত্যেক ট্রেডারেরই উচিত ভালভাবে ডেমো প্রাক্টিস করা।
-
ডেমো এমন একটা একাউন্ট যেটা আমাদের ট্রেডিং স্কিল গড়ে তুলতে সাহায্য করে । আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে অনেক বেশি পরিমানে দক্ষতা অর্জণ করতে হবে । আর সেই দক্ষতা অর্জন করা যায় ডেমোতে । এখন কে কত দিনে নিজের প্রাথমিক দক্ষতার লেবেল গড়ে তুলতে পারবে তা নির্ভর করে ট্রেডার ভেদে । সবার মেধা এক হলেও আয়ত্ত কররার ক্ষমতা একেকজনের একেকরকম ।
-
ভাই ফরেক্স মাকেটে ভালো কিছু করতে হলে ডেমো পারতিস করতে হবে আপনি যদি নিয়মিত ডেমো পারতিস করেন তবে আপনি ফরেক্স থেকে অনেক কিছু শিখতে পারবেন | ফরেক্স মাকেটে ভালো করে শিখতে হলে আমি মনে করি আপনি ১ থেকে ২ বছর ডেমো পারতিস করবেন আপয়ান্র জন্য ভাল হবে |
-
সঠিকভাবে ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানতে হলে কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেডিং করতে হবে এবং বিভিন্ন বই পত্র পড়তে হবে। যখন মনে করবেন আপনি সম্পূন্ন প্রস্তুত তখন লাইভ ট্রেডিং করতে হবে
-
আমি মনে করি দক্ষ ট্রেডার হওয়ার জন্য ৬ থেকে ১ বছর ডেমো প্রকটিস করা দরকার কারন এর থেকে আপনি অনেক কিছু শিকতে পারবেন তাই আমি বলবো আপনার ডেমো ট্রেড করা অনেক গুরুত্বপূর্ন্। ডেমো প্রকটিস করলে আমি ফরেক্স এর প্রতি অনেক জ্ঞান আসবে বলে আমি মনে করে থাকি । কারন ডেমো করে আপনি এই খান থেকে অনেক খিছু শিখতে পারেন তা্ই আমি বলবো একজন ট্রেডার হওয়ার ক্ষেতে ডেমোর ভুমিকা অনেক বলে আমি মনে করি।
-
ফরেক্স এ তত দিন পর্যন্ত ডেমো করা উচিত যত দিন পযন্ত না ফরেক্স ভাল ভাবে বুঝতে পারা যায় আর যত দিন ফরেক্স এ লস এর পরিমান কমিয়ে লাভের পরিমান বাড়ে তত ুদন পর্যন্ত ডেমো করা উচিত । আমরা অনেকে আছি যারা ডেমো করে অল্প কিছু ট্রেড এ লাভ পেলে রিয়েল ট্রেড করি এইটা কিন্ত ফরেক্স শিখার জন্য খুব খারাপ । ফরেক্স শিখার জন্য কমপক্ষে ৬ মাস ডেমো করতে হবে । তবে ফরেক্স বুঝে ভাল লাভ করতে পারলে ২ মাস ডেমো ভাল ।
-
ভাই ফরেক্স মাকেটে আপনি যত দিন ফরেক্স মাকেটে ডেমো পাড়টীশ করবেন আপনি ফরেক্স সম্পরকে তত জান্তে পারবেন | আমি মনে করি ফরেক্স মাকেটে ৫ থেকে ৮ মাস ডেমো পারতিস করা থিক হবে | আপনি যদি বেশি পারেন তবে ফরেক্স মাকেট শেখার জন্য আপনি পারতিস করবেন |
-
একটা কথা কি আপনি জত বেশী ডেমো একাউন্ট এ ট্রেড করতে পারবেন তত বেশী ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট এ ভালো ট্রেড করতে পারবেন।কারণ ডেমো একাউন্ট এর মাধ্যমে আপনি ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট এর সম্পর্কে ধারণা পাবেন।আমি ফরেক্স ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট এ ট্রেড করার পাশাপাশি এখনো ডেমো একাউন্ট এ ট্রেড করি।তাই আমি আপনাদের কে বলব ডেমো একাউন্ট এ ট্রেড করা চালিয়ে জান। ভালো হবে।
-
আমি বলবো দক্ষ ট্রেডার হওয়ার জন্য ৬ থেকে ১ বছর ডেমো প্রকটিস করা দরকার কারন এর থেকে আপনি অনেক কিছু শিকতে পারবেন তাই আমি বলবো আপনার ডেমো ট্রেড করা অনেক গুরুত্বপূর্ন্। ডেমো প্রকটিস করলে আমি ফরেক্স এর প্রতি অনেক জ্ঞান আসবে বলে আমি মনে করে থাকি । কারন ডেমো করে আপনি এই খান থেকে অনেক খিছু শিখতে পারেন তা্ই আমি বলবো একজন ট্রেডার হওয়ার ক্ষেতে ডেমোর ভুমিকা অনেক বলে আমি মনে করি।
-
আমি মনে করি ৬-৮ মাস কমপক্ষে ডেমু ট্রেড করা উচিৎ । ডেমু ট্রেড করার সময় অবশ্যই মনোযোগ সহকারে করা উচিত।তাহলে ভালভাবে শেখা যায় যা রিয়েল ট্রেড করতে কাজে লাগে । যখন আপনি ডেমু ট্রেডে অভিজ্ঞ মনে করবেন তখন আপনি রিয়েল আকাউন্টা ওপেন করে রিয়েল ট্রেড করতে পারেন । তখন আপনি ডেমু ট্রেড করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভাল লাভবান হতে পারবেন ।
-
অামরা ডেমো ট্রেড করব অামাদের মার্কেটকে এ্যানালাইসিস করার জন্য । কারণ ডেমো ট্রেডে লঅভ এবং লস হিসেব করে অামরা রিয়েলে ট্রেড করার চেষ্টা করব তাহলেই অামরা বুঝতে পারব । এ জন্য ফরেক্স মার্কেটে ডেমো ট্রেড করার জন্য কোন সময় নির্দিষ্টতা নেই ।
-
কমপক্ষে ৩ বছর নিয়মিত ডেমো স্টাডির পর একজন আসল ট্রেডার হিসাবে নিজেকে তৈরী করা সম্ভব৷যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷ডেমো ট্রেডিংএর কোনো বিকল্প নাই মনে রাখবেন৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই দক্ষতা অর্জন করেছেন৷
-
আমার মতে যত দিন না লস এড়িয়ে প্রফিট ট্রেড এর পরিমান বেশি না হয় তত দিন পর্যন্ত ফরেক্স মার্কেটর এ ট্রেড করা উচিত ডেমো একাউন্ট এ যতই ট্রেড করা যাবে ততই দক্ষতা বাড়তে থাকবে ফরেক্স ট্রেড এ ডেমো একাউন্ট এর গুরুত্ব অপরিসীম আপনি যদি রিয়াল ট্রেড শুরু ও করে থাকেন তাহলেও আমি বলব রিয়াল ট্রেড এর পাশাপাশি ডেমো একাউন্ট এ ও সুযোগ পেলে ট্রেড করুন আমার মতে কম পক্ষে ৬ মাস ডেমো একাউন্ট এ ট্রেড করা উচিত
-
ততদিন ডেমো চর্চা করবেন যতদিন আপনার মনের ভিতর থেকে তাগিদ আসে আপনি সফলভাবে রিয়েল ট্রেড করতে পারবেন।ডেমো একাউন্ট করা একজন আদর্শ ট্রেডার হওয়ার জন্য প্রথম শর্ত। নিজস্ব ট্রেডের কৌশল যাচাই বাছ্ইা করতে । কোন ইন্ডিকেটরের ব্যবহার পরিক্ষা করতে ডেমো একাউন্টের প্রয়োজন পরে। ডেমোতে সফল না হলে রিয়েল একাউন্টে ট্রেড করা ঠিক না। দীর্ঘদিন ডেমো চর্চার ফলে আপনার অর্জিত অভিজ্ঞতাই পরবর্তীতে সফল হতে সাহায্য করবে। কারন ফরেক্সে ইতিহাস বার বার ফিরে আসে।
-
আমার মতে ফরেক্স মার্কেট এ ৩ মাস থেকে ৬ মাস ডেমো ট্রেড করা উচিত এক ট্রেডিং সিস্টেম এ আপনি ডেমো টেড যত ভাল করবেন আপনি রিয়েল ট্রেড এ তত ভাল করতে পারবেন আমি এখন ও রিয়েল ট্রেড এর পাশাপাশি ডেমো ট্রেড করি কোন ট্রেডিং সিস্টেম টেস্ট করতে হলেও ডেমো ট্রেড করতে হয় তাই আমি ডেমো ট্রেড করার চেচটা করি আপনি আপনার ট্রেডিং সিস্টেম এ ডেমো ট্রেড করে রিয়েল ট্রেড করেন তা হলে ভাল লাভ করতে পারবেন ফরেক্স মার্কেট এ
-
যতোদিন আপনি রিয়েল ট্রেড করবেন ততো দিনই ডেমো ট্রেড করতে হবে। তাছাড়া আমি জানি বিশ্বের বড় বড় ট্রেডার আছে যারা ফরেক্স প্রফেশানাল হিসেবে নিয়েছেন তাঁরা রিয়েল ট্রেডের সাথে ডেমো ট্রেড সব সময় করে যাচ্ছেন আর এতো অনেক সুবিধা আছে।
-
ফরেক্স মার্কেটে কাজ করার জন্য ডেমো ট্রেড অত্যান্ত গুরুত্বপুর্ন একটি একাউন্ট । এখানে যদি আপনি প্রতিদিন কাজ করেন তাহলে আপনার মার্কেট সম্পর্কে অনেক জ্ঞান লাভ হবে । যদি আপনি রিয়েল মার্কেটে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ডেমোতে কাজ করতে হবে । আর ডেমোতে কতদিন কাজ করবেন তার কোন নির্দিষ্টতা নেই তবে আপনি যত বেশি ডেমোতে ট্রেড করবেন তত বেশি মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ করবেন ।
-
ততদিন ডেমো চর্চা করবেন যতদিন আপনার মনের ভিতর থেকে তাগিদ আসে আপনি সফলভাবে রিয়েল ট্রেড করতে পারবেন।ডেমো একাউন্ট করা একজন আদর্শ ট্রেডার হওয়ার জন্য প্রথম শর্ত। নিজস্ব ট্রেডের কৌশল যাচাই বাছ্ইা করতে । কোন ইন্ডিকেটরের ব্যবহার পরিক্ষা করতে ডেমো একাউন্টের প্রয়োজন পরে। ডেমোতে সফল না হলে রিয়েল একাউন্টে ট্রেড করা ঠিক না। দীর্ঘদিন ডেমো চর্চার ফলে আপনার অর্জিত অভিজ্ঞতাই পরবর্তীতে সফল হতে সাহায্য করবে। কারন ফরেক্সে ইতিহাস বার বার ফিরে আসে।
-
ডেমো ট্রেড কতদিন করতে হবে তার কোন নির্দিষ্ট সীমা নেই। তবে ডেমো কমপক্ষে ৫-৬ মাস করা উচিত। এতে মার্কেট সম্পর্কে ট্রেডারদের অনেক ধারনা হবে। মার্কেট কোন সময় কিভাবে মুভ করে। আর সাথে সাথে অভিজ্ঞতা ও বারবে। অভিজ্ঞতা হলে লাইভ ট্রেড এ দক্ষতা কাজে লাগবে।