আমিও আপনার সাথে একমত । ফরেক্সে নতুন ট্রেডাররা লস করে। আসলে তারা তাদের লোভকে সামলে রাখতে পারে না। যার কারনে তারা নিজেদের লস আটকাতে পারে না । বিশেষ জ্ঞান না থাকার জন্য তারা মার্কেটে প্রতিটি ট্রেডে সমস্যার সম্মুখীন হয়। আমার মনে হয় নতুন যারা ফরেক্সে আসে তাদের আরো বেশি করে ডেমো প্রাকটিস করা উচিত। আসলে ডেমোর কোন বিকল্প নেই। বেশি বেশি ডেমো করে নিজেকে পারফেক্ট একজন ট্রেডার করে তারপরেই রিয়েলে আসা উচিত। যদি এমনটা নতুনরা করতো তবে হয়তো তাদের লসের হারটা কম হতো।