লস করার পর ামারর কাছে অনেক খারাপ লাগে মাঝে মাঝে মনে হয় ফরেক্স মার্কেটে ট্রেড না করি অন্য কিছু করি তবে আবার সেটা নিয়ে চিন্তা করি যে এটা আমার কারনে হয়েছে তাই ফরেক্স মার্কেটের কোন দোষ নেই।
Printable View
লস করার পর ামারর কাছে অনেক খারাপ লাগে মাঝে মাঝে মনে হয় ফরেক্স মার্কেটে ট্রেড না করি অন্য কিছু করি তবে আবার সেটা নিয়ে চিন্তা করি যে এটা আমার কারনে হয়েছে তাই ফরেক্স মার্কেটের কোন দোষ নেই।
প্রথমে লস করার পর অনেক খারাপ লাগে , কেউ চায় না যে তার লস হোক । কিন্তু লসের মাধ্যমে পরবর্তিতে ভালো ফল পাওয়া যায় । এতে করে কিভাবে ফরেক্সে লস হল , কি করলে ফরেক্সের লস থেকে বাচা যায় সে সম্পর্কে জানা যায় । এতে করে পরবর্তিতে ফরেক্সের এই সব ভুল এড়িয়ে ভালোভাবে ট্রেড করা যায় । ফরেক্সে লসের মাধ্যমে নতুন নতুন কারন জানা যায় । একবার দুবার লস করতে করতে এক সময় ভালো ট্রেডার হওয়া যায় । লাভ লস নিয়েয় সব ধরনের ব্যবসায় । লাভ যেমন হবে তেমনি লস ও হবে । লসের কারন জেনে তারপর ভালোভাবে ট্রেড করতে পারলে আবার নতুন করে লাভের মুখ দেখা যাবে ।
লস করার পর সাধারণত আমাদের সবারই মন খারাপ হয়ে যায় । আমরা ফরেক্স এ যখন ট্রেড করি তখন সবার খুব চিন্তা থাকে , তাই ঐই সময় লস খেলে মন তা খারপ হয়ে যায় । তাই বলে মন খারপ করে কি আর হবে কেননা সব ধরণের ব্যাবসাতে লাভ লস আসে । তাই মন খারপ করার কিছু নাই ট্রেড ওপেন করে আবার লাভের আসায় কাজ শুরু করতে হবে ।
ফরেক্স এ যখন আমরা ট্রেডং করি তখন যদি লস হয় , তখন স্বাভাবিক আমাদের সবার মন খারপ হয়ে যায় । কিন্তু যে কোন মার্কেট প্লেস এ লাভ এবং লস থাকবেই , তাই বলে আমাদের মন খারপ করে থাকার কিছু নেই । তাই লস না খাওয়ার জন্য আমাদের বুজে কাজ করতে হবে এবং আমাদের ফরেক্স এর ব্যাপারে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলে আর লস খাওয়ার ভয় থাকে না ।
ব্যবসা করতে গেলে মাঝে মাঝে লস হবে এটাই ব্যবসার নিয়ম। তবে লস হলে সবারই মন খারাপ হয়ে যেতে পারে। তবে সব সময় মনে রাখতে হবে যে ভবিষৎ এ যেন কোন কাজে লস না হয় সেদিক খেয়াল রেখে আমাদের কাজ করতে হবে। বিষেশ করে ট্রেড করার সময় অবশ্যই ট্রেড এর সিগনালগুলো যেন ভাল ভাবে জেনে শুনে কাজ করি।
লস বললে সবাই ভয় পেয়ে যায় তাই আমি একজন ট্রেদার হিসেবে বলতে চাই লস করলে সাধারনত অধিকাংশ মানুষের মনের ভিতরে আঘাত লাগে বা মন খারাপ হয়ে থাকে।তাই আমি মনে করি ফরেক্স এ রিয়াল মার্কেট ট্রেড করার আগে ডেমে একাউন্ট এ ভাল করে প্রাক্টিস করা অত্যান্ত জরুরি নাহলে লস করার সম্ভাবনা বেশি তাই বুজে বুজে ট্রেড করা দরকার।
লস কারো কাছেই ভাল লাগে না। লস হলে অনেকটা খারাপ লাগে এবং নিজেকে অনেক বিরক্তি মনে হয়। ব্যবসা ক্ষেত্রে লাভ লস আছে এবং এই লাভ লস মিলেই ব্যবসা করা হয়। তেমনি ফরেক্স এ লাভ লস মিলেই কাজ করা হয়। যারা ফরেক্স থেকে লস করে ফরেক্স থেকে চলে যায় তারা হয়তো জানে না যে একদিন লাভ হবেই । লস হলেই আমাদের কে পিছিয়ে থাকতে হবে এমন কোন কথাও নেই। লস হলে হয়তো একটু খারাপ লাগে কিন্তু এর একদিন সফলতা আসবেই।
লস করার পর খারাপ ত লাগবেই এর জন্য মন খারাপ না করে ভুল গুলো খুজতে হবে।আমি মনে করি আপনি যখন ফরেক্স মার্কেট এ ট্রেড করা ভাল করে শিখবেন তখন দেখবেন আপনার লস ও লাভ মিলে আপনার অনেক লাভ থাকবে। সুতারং নতুন উদ্যমে কাজ চালিয়ে যেতে হবে, সফলতা আসবেই আসবেই।
আমি বলবো ফরেক্স একটি ব্যবসা আর ব্যবসা মানেই লাভ এবং লস। ব্যবসায় লস হবেই এটা স্বাভাবিক তবে সাভাবিক ভাবে ফরেক্স এ লস করলে তখন অনেক খারাপ লাগে। কিন্ত এই খারাপ লাগাকেই ভালো লাগাতে পরিনত করতে হবে। তাহলেই আপনি ফরেক্স এ টিকে থাকতে পারবেন।
ফরেক্স মার্কেটে লস করার পর মাঝে মাঝে মনে হয় আর কখন ফরেক্স মার্কেটে ট্রেড করব না। তার পর আবার শান্ত হয়ে বসে ফরেক্স মার্কেট পর্যবেক্ষণ করি । যে লস হল কি ভুল করেছি সে সম্পর্কে জানার চেষ্টা করি। প্রতিটি বিষয় সুক্ষ্র থেকে সুক্ষ পর্যবেক্ষণ করি।
সাধারন্ত লস করা পরে সবার মন খারাপ থাকে তেমই আমারও মন খারাপ থাকে। তবে আমি আমার মনকে ভাংতে দেইনা আমি পরবর্তী ট্রেডের জন্য প্রস্তুতি নিতে থাকি।
লস করা কারো কাছে ভাল লাগে না। তবে ব্যবসা করতে লাভ লস মিলেই কাজ করতে হয়। আর এটাই হচ্ছে ব্যবসা ঝুকি। ঠিক তেমনি ফরেক্স এ আমাদের লাভ লস মিলেই আমাদের ফরেক্স এ আয় করতে হবে। লস হলেই আমরা ফরেক্স থেকে চলে যাব না। এই লসের মধ্যোই সাফল্য আসবেই।
ফরেক্স কেউ যদি বলে আমি কখনোই লস করি না। তাহলে আমি বলব সে মিথ্য্যা বলছে। ফরেক্স এ ১০০% ট্রেড এ সফল হয়া সম্ভব না। আপ্নকে লাভ এবং লস মিলিয়েই লাভে থাকতে হবে। ফরেক্স এ লস হলে মন খারাপ করে কিছু নেই। কারন মার্কেট এ অনেক সুযোগ আছে। আপনি পরে ট্রেড করে প্রফিট পেতে পারেন।
ফরেক্স একটা ব্যবসা এবং এখানে সবাই আসে সাধারণত লাভবান হওয়ার আশা নিয়েই । কিন্ত অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলেও সত্য যে আমরা বেশিরভাগ নতুন ট্রেডার এখানে লস করি এবং এর হার প্রায় শতকরা 95 শতাংশ ! তবে আমি মনে করি যে লাভ লস উভয়ে ব্যবসার মৈলিক অংশ । আমাদের উচিত হবে লাভকে যেভাবে গ্রহণ করছি ঠিক একইভাবে যেন লসকেও গ্রহণ করি । কিন্তা ভুল ও লস থেকে যেন প্রতিবার শিক্ষা নিই ।
:(সাধারনভাবে লস করার পর সবারই মন খারাপ থাকে। আমারও তার ব্যতিক্রম না। তবে আমি আমার মঙ্কে ঠিক রাখি এবং পরবর্তী ট্রেড করার প্রস্তুতি নিতে থাকি।
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি
তারা র্মাকেট সম্পর্কে এনালাইসিস করে বে নিউজ কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পাওা যাবে বিস্তারিত বল্বেন?, আর ফরেক্স ফেক্ট্রির চেয়ে ভাল কনু সাইট আসে কি ? বুঝে ট্রেড করে। তারা কখনো র্ধয হারা হয়ে ট্রেড করেনা। তারা সব সময় র্মাকেট সম্পর্কে রিচার্জ করে মুভমেন্ট জানার
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
বেবসার একটি অংশ তাই লস কে ভয় পেলে চলবে না আমাদের কে এই লস কে মেনে নিতে হবে তবেই আমরা এই মার্কেট থেকে ভাল লাভ করতে পারব । কখনো লাভ কখনো লস এভাবেই আমরা এই মার্কেট থেকে ট্রেড করি আমাদের কে সব সময় ভাল করে এই মার্কেট হতে ট্রেডিং এর জন্য অবিজ্ঞতা অর্জন করতে হবে কারন অবিজ্ঞতা ছাড়া আমরা এই মার্কেট হতে কিছুই করতে পারব না ।
লস করার পর স্বাভাবিক আমাদের মন খারপ হয়ে যায় , তখন ফরেক্স এ র ট্রেডিং করতে ইচ্ছা আসে না । কিন্তু তাই বলে বসে থাকতে নাই তাও আবার ফরেক্স এ লাভ করার জন্য ট্রেডিং শুরু করি , কারন ফরেক্স এ ফরেক্স এ লাভ লস হতেই পারে তাই বলে তো মন খারপ করে থাকার কিছু নেই । তাই সাফল্য অর্জন করার জন্য ভাল করে ফরেক্স এর ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করার পর ফরেক্স এ ট্রেডিং শুরু করি ।
লস ব্যবসার একটি অংশ এটা মাথায় নিয়ে আমাদের ফরেক্স ব্যবসা চালিয়ে নিতে হবে । লস করার পর বসে না থেকে লসের কারনটা খুজে বের করার চেষ্টা করুন । ফরেক্স ব্যবসায় লসের শিক্ষাটা কাজে লাগাতে পারলে আপনি ভাল লাভ করতে পারবেন অবশ্যই লস করলে প্রত্যেকেরই খারাপ লাগে ।
ফরেক্স এ লস করার পর স্বাভাবিক আমাদের সবার মন খারপ হয়ে যায় , তবে তাই বলে মন খারপ করে থেকে কি হবে । ফরেক্স এ লাভ লস হতেই পারে কখনও লাভ হবে আবার কখনও লস হবে এইটাই স্বাভাবিক । তাই লস থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ফরেক্স এ অনেক বেশি করে অভিজ্ঞতা অর্জন করতে হবে ।
লস করার পর সবারি মন খারাপ থাকে আমি মনে করি কিন্তু আমি মনে করি ফরেক্স লস গেলে ভেংগে পরার কোন কারন নেই | ফরেক্স থেকে আপনি লাভ ও করতে পারেন তবে আপনি চেষ্ট কোড়বেণ কী ভাবে লস কটিয়ে তুলা জাই |
ফরেক্স এ ট্রেডিং করার পর যখন আমরা লস করি তখন আমাদের সবারই মন খারপ হয়ে যায় , তখন আর ট্রেড করতে ইচ্ছা করে না । কিন্তু লস করার পর মন খারপ করে থাকলে হবে না কেননা লাভ লস হতেই পারে । তাই পুনরায় আবার ট্রেডিং সুরু করে দেওয়া উচিৎ ।
কোন ব্যবসা লস করলে আমি মনে করি সবারি মন খারাপ থাকে | ফরেক্স লস হয়াটা সাভাবিক আমি মনে করি লস হয়েছে আবার লাভ হবে | এই কথা মনে করে আমি ফরেক্স করি যাতে আমি ফরেক্স মাকেট আড়্ব ভালো ভাবে করতে পারি|
ফরেক্স এ লস করার পর আমাদের সবারই মন খারপ হয়ে যায় , তখন আর ইচ্ছা করে না ফরেক্স এ ট্রেডিং করতে । লোভ করে যখন লস খেতে হয় তখন ফরেক্স এ আর কখন ফিরে আসতে ইচ্ছা করে না । ফরেক্স এ লাভ লস হতেই পারে তাই বলে মন খারপ করে থেকে কি হবে , তাই লস করার পর আবার মন দিয়ে ফরেক্স এ ট্রেডিং শুরু করে দেওয়া ঠিক ।
লাভ লস হল পার্ট অব গেইম। কিন্তু এমন কোন ট্রেডার আজ পর্যন্ত আছে বলে আমি শুনি নি যার লস করার পরে ভাল লাগতে পারে বা খারাপ লাগার অনুভুতি হয় নি । আমি মনে করি এই মার্কেট এ যেমন লাভ হবে তেমনি লসও হতে পারে। এটা মেনে নিতে পারাটাই প্রফেশনালিজম।
লস করার পর সবারই স্বাভাবিকভাবেই মন খারাপ থাকে এবং অনকে ক্ষেত্রেই হাতাশাই ছেয়ে যায় নিজের মন । আসলে লাভ লস হলো ব্যাবসার মৈলিক বিষয় । মৈলিক এই বিষয়গুলোকে মেনে নিতে হবে । তবে লস এড়ানোর এবং লাভকে অর্জিত করার সর্বোচ্চ চেষ্টা করার পরেই মনে রাখতে হবে যে এই ধরনের লস হয় আমাদেরকে ভবিষ্যতে আরো বেশি শক্তিশালী হওয়ার জন্য এবং নিজের ভুল শুধরে নেওয়ার জন্যই ।
আমরা যে ব্যবসা করিনা কেন তাতে আমাদের লাভ লস কিন্ত হয়েই থাকে । যদিও একজন ট্রেডার কখনই লস এর আশা করেন না কিন্ত আমাদের ভুলের কারণেই হোক কিংবা মার্কেটের বিরূপ অবস্থার কারণেই হোক আমাদের কিন্ত লস করতেই হয় । প্রকৃত অর্থে লস মানে ব্যার্থতা নয় বরং এটাও একটা শিক্ষা ।
যখন ট্রেড করি যদি ট্রেডটি লসে যায় তাহলে আমার খুব খারাপ লাগে। কিন্তু আমাদের বসে থাকলে হবে না। আমাদের ট্রেড করতে হবে। তাই পরে মার্কেট বুঝে আরেকটি ট্রেড নেই। কেননা তাহলে ট্রেড যদি নাই করি তাহলে তো আর প্রফিট ই করতে পারবো না।
লস করার পর আমার খুব খারাপ লাগে।আর মাথা ঠান্ডা রাখি আর কোন ট্রেড ওপেন করি না।
ভাই ফরেক্স মাকেটে লস করার পর আমার খুব খারাপ লাগে কিন্তু কি করব বলেন | তবে আমি ফরেক্স করতে চাই তাই ফরেক্স থেকে আয় করার জন্য আমি আবার নতুন করে ফরেক্স করতে চাই | আমি জানি ফরেক্স থেকে লস করলে অনেক কিছু শিখা যায় তাই ফরেক্স করি আর ফরেক্স থেকে আয়ের জন্য চেষ্টা করি আর ভুল গুলো সথিক করি |
ভাই কিছু মনে করবেন না আমার একটু হাসি পাচ্ছে কারন ফরেক্স মার্কেটে কেই লস করতে আসে না লস অটওমেটিকলি লস হয়ে যাই।এই লস এড়াতে হলে আপনাকে অনেক সাবধানি ট্রেডার হতে হবে।
ভাই ফরেক্স মার্কেটে লস করার পর কারোর মন মানসিকতা ঠিক তাকে না।তবে আমাদের উচিত ফরেক্স মার্কেটে এনালাইসিস ছাড়া ট্রেড না করা।কারন সেইসব ট্রেডে লস হই যে ট্রেডে কোন এনালাইসিস ছাড়া ট্রেড করা হই।
ভাই ফরেক্স মাকেটে আমি যখন লস করি আমি আমার ভুল গুলো সংসধন করে নিই | আমি মনে করি ফরেক্স থেকে আয় করা সম্ভব তাই আমি আবার নতুন করে ফরেক্স করতে শুরু করি | জানি না ফরেক্স মাকেট আমাকে কী দিবে কিন্তু ফরেক্স থেকে অনেক অনেক আয় করব বলে ফরেক্স মাকেট করে থাকি |
ফরেক্সে লাভ লোকসান খেলা চলে । কোনো ট্রেডার বলতে পারবে না যে সে কখনো লস করেনাই । ফরেক্স যেমন মুনাফা করা যায় তেমনি মাজে মাজে লস ও দিতে হয় । লস হলে আমার খুব খারাপ লাগে । কারণ লস হলে সেটা পূরণ করতে অনেক কষ্ট হয় । কারণ যে হরে লস হয় সেই হরে মুনাফা হয় না । তবে লস কে শিক্ষা হিসাবে নিতে শিখেছি । এখন আমি সবসময় স্টপ লস ব্যবহার করি তাই আমার লসের পরিমান কমে এসেছে । লসে আমাদের ভেঙে পড়লে চলবেনা গড়ে দাঁড়াতে শিখতে হবে নিজের স্বপ্ন পূরুণের জন্য ।
লস করলে একজন ট্রেডার হিসেবে একটু খারাপ লাগে। কিন্তু ফরেক্স টেডিং হল একটি ব্যবসা আর ব্যবসা হিসেবে লাভ ও লস দুটোই হবে এটাই স্বাভাবিক ।আমি যখন লস করি তখন লসকে স্বাভাবিকভাবেই নিই। কিন্তু লসকে স্বাভাবিক ভাবে নিলেও আমি লসের কারন খুঁজি ও কারন খুজেঁ বের করে তা সংশোধন করার চেষ্টা করি যাতে ভবিষ্যতে এমন ভূল আর না হয়। তাই আমি মনে করি একজন ট্রেডার লস করলে ভেঙে না পরে লসের কারন খুঁজে বের করে তা থেকে শিক্ষা গ্রহন করা উচিত। তাহলে ধীরে ধীরে দক্ষ হয়ে উঠা যাবে।
অনেকে ফেরক্স মার্কেটে লস দিয়ে হতাশা ভোগে এক সময় লসের কারণ গুলো খুজে বের করে নিজের ভুল গুলো শুধরে নেয়, ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরো অনেক বেশি যোগ্য করে তোলে। আর যখনই একজন ট্রেডার অধিক যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেকে দক্ষ করে তোলে তখনই সে আবার আশার আলো দেখতে পায়, আত্মবিশ্বাস জন্ম নেয়। লাভ করার প্রত্যাশা নিয়ে ট্রেড করে।
কোন ট্রেডে লস হলে অবশ্যই খারাপ লাগে। তবে লসের পরিমান যদি বেশি হয়ে থাকে তাহলে তো কথাই নেই। ট্রেডেই আর মন বসতে চায় না। তাই বলে ভেঙ্গে পড়ি না। সেই লস ট্রেড নিয়ে এ্যানালাইসিস করি। লসের কারন খুজে বের করার চেষ্টা করি। নিজের ভুলগুলো খুজে বের করে তা সংশোধনের চেষ্টা করি।
ব্যক্তিগতভাবে বলতে গেলে লস হলে আমার সব সময় নিজের উপর ঘৃনা হয় তবে তার পর পরই আমি নিজেকে লস হওয়ার করন খুজতে বলি এবং নিজেকে সেই ভূল সংশোধন করার জন্য আদেশ করি। তাছাড়া আমি নিজের উপর কখনও বিশ্বাস হারাই না। এবং আমি মনে করি সকলের একই মনভাব হওয়া উচিত। কারন ফরেক্স ব্যবসায়ে লাভ লসের হার শতকরা ৫০% অর্থাৎ অর্ধেক ব্যবসা আপনি লস করবেন সেই চিন্তা মাথায় রেখেই আমি নিজেকে ক্ষমা করে দিয়ে আবার নতুন করে ট্রেড করা শুরু করি এবং ভূলটি অবশ্যই শুধরে নিই।