আমি ফরেক্স এ বোনাস দিয়ে ট্রেড করি । এখন পর্যন্ত আমার লাভ এর থেকে লস এর পরিমান ই বেশি ।তবে আশা করি ফরেক্স থেকে ভাল একটা লাভ করতে পারব, কিন্তু সে জন্য আমাকে আরো এক্সপার্ট হতে হবে ।
Printable View
আমি ফরেক্স এ বোনাস দিয়ে ট্রেড করি । এখন পর্যন্ত আমার লাভ এর থেকে লস এর পরিমান ই বেশি ।তবে আশা করি ফরেক্স থেকে ভাল একটা লাভ করতে পারব, কিন্তু সে জন্য আমাকে আরো এক্সপার্ট হতে হবে ।
আমি ফরেক্স মার্কেট এখনো পর্যন্ত নতুন আমি এখনো ফরেক্স সম্পর্কে শিখতেছি আমি ফরেক্স ব্যবসা যখন ট্রেড শুরু করি তখন ফোরাম বোনাস দিয়ে ট্রেড শুরু করি এখন পর্যন্ত আমার একটা ডলার আয় হয় নাই। যত টাকা বোনাস পেয়েছি তত টাকা আছে আমার একবার লস হয় আবার লাভ হয় এভাবে চলতেছে আমার ট্রেড করা।তবে আসা করি আমিমি একদিন ফরেক্স ব্যবসা করে অনেক টাকা আয় করতে পারবো।
আমি যখন ফরেক্স মার্কেটে প্রথম রিয়েল ট্রেড করতে আসি তখন আমার লাভের পরিমাণ খুব কম ছিল বলতে গেলে নাই ছিল। তবে প্রথম ট্রেডটাতে আমার লাভ হয় নাই কিন্তু পরবর্তীতে যখন আরেকটা ট্রেড ওপেন করি সেটাতে ২ ডলার লাভ করতে সক্ষম হয়। তবে এভাবে আস্তে আস্তে ট্রেড করতে করতে যখন ২০ ডলার পর্যন্ত প্রফিট করেছি তখন উক্ত টাকা উত্তোলন করেছিলাম। আর যখন টাকা পেয়েছিলাম তখন আমার মনে অনেক বেশি আনন্দ হয়েছিল। আর সেই থেকেই এই মার্কেটের সাথে আজ পর্যন্ত লেগে আছি আশা করি ভবিষ্যতে ফরেক্স এর সাথে থাকবো।
'ব্যক্তিগতভাবে বলতে গেলে ফরেক্স ট্রেডিং হতে আমার প্রথম মাসে ২৫ ডলার দিয়ে ট্রেড করে আমি ৫৫ ডলার আয় করেছিলাম এবং এর মধ্যে আমি প্রথম ট্রেড হতে আয় করেছিলাম ১৬ ডলার কিন্তু আমার এই আয় টা আমার ট্রেডিং দকআষতা ছাড়াই অবচেতন অবস্থায় হয়ে ছিল তাই পরের মাসে আমার এই একাউন্ট জিরো হয়ে গিয়ে ছিল ।
ফরেক্স মার্কেট শুরু করার প্রথম দিকে ফোরাম পোষ্টিং এর মাধ্যমে বোনাস কিছু অর্থ পেয়ে আমি ট্রেড করা শুরু করি। প্রথম দিকে আমি ছোট ছোট ট্রেড করি এতে করে আমি একটু আশার আলো দেখতে পায় অল্প কিছু লাভ হতে শুরু করে। এখন আমি আমার আত্নকর্মসংস্থানে একটি উৎস হিসাবে ফরেক্স কে বেছে নিয়েছি। এর মাধ্যমে আমি নিজে আয় করি অন্যদেরকে আয় করতে বলি।
আমার প্রথম আয় ১০ ডলার।বেকার সমস্যার সমাধানে ফরেক্স একটি দারুন ভুমিকা রাখছে কারন সকল লোক এখন ফরেক্স কাজ করছে রেক্সে কাজ করে তাদের চাহিদা পুরন করছে তারা এককি আত্মকর্মসংস্হান হিসাবে ফরেক্সে বেছে নিয়েছে ফরেক্স কাজ করে তারা হাজার হাজার টাকাআয় করছে সেখান থেকে তারা তাদের প্রতিদিনের খরচ এবং সংসারের টরচ মেটাতে পারছি।
আমি যখন ফরেক্স বাজারে প্রবেশ করি তখন আমার লসের পরিমাণটাই ছিল বেশি। তবে যখন আমি নিয়মিত ডেমো ট্রেডিং পরিচালনা করি তখন কিছুটা হলেও আমার ট্রেডিং কৌশল পরিবর্তন করি। এভাবে ধীরে ধীরে আমার রিয়েল ট্রেডের পাশাপাশি ডেমো অনুশীলন করতে থাকি। দীর্ঘ ১/২ বৎসর এভাবে ট্রেডিং কৌশল পরিচালনা করে থাকি। তারপরে আমি ফরেক্স বাজার হতে আয়ের চিন্তা করি তবে যখন আপনি ফরেক্স বাজারে আমার সর্বপ্রথম আয় করি তার পরিমান খুবই নগ্ন ছিল মুলত আয় ছিল ৫০ ডলার। তবে ধৈর্য্য সহকারে ফরেক্স ব্যবসার সাথে লেগে থাকার কারণে বর্তমানে আমি এখন এই বাজার হতে মোটামুটি বেশ ভাল মুনাফা *উপার্জন করে থাকি। যা আমার চাকুরি করার চেয়েও ফরেক্স থেকে আয়ের পরিমাণ অনেক বেশি।
ফরেক্সে আমি সর্বপ্রথম ট্রেড করি মাত্র ১০ ডলার ডিপোর্জিট করে আর সেই ব্যালেন্স দিয়ে আমি সর্বপ্রথম একটি মাত্র ট্রেড অর্ডার করেছিলাম আর যার লট ছিল ০.০১ আর সেই ট্রেডটিতে আমার লাভ হয়েছিল ১ ডলার অর্থাত আমি ১০০ পিপস লাভ করতে সক্ষম হয়েছিলাম
আমি যখন এই ব্যবসা শুরু করি তখন থেকে আমি কঠোর পরিশ্রম করি। কিন্তু এই ব্যবসা থেকে আয় করতে আমার একটু সময় লাগে। এবং আমার আয় ছিল মাত্র ৩০০০ টাকা। কিন্তু আমি এতে হাতাশ হয় নি। আমি আমার উপর বিশ্বাস করতাম। তাই কোন কিছুই আমার সাফ্যল্লের বাঁধা হয়ে দাঁড়তে পারেনি।
আমি ফরেক্র থেকে প্রথম আয় করি 4 ডলার তারপর 15 ডলার আয় করি । আমার প্রথম আয় যখন স্ক্রীলে পাই তখন কি আনন্দ এটা আমার কাছে খুব খুশির দিন ছিল । এর পর আমি কিছু লস করি । এখন আবার লাভ করতে পরি । তখন কিছু ভূল ছিল যা আমার বুজতে অনেক সমায় নষ্ট করে দিয়েছে । তখন একটা বড় সমস্যা ছিল তাহল অল্প লাভ হলে ট্রেড ক্লোজ করে দিতাম । না বুঝে ট্রেড করতাম । সারা দিন এন্টি নেওয়ার জন্য বসে থাকতাম ।
হজ করতে এসে প্রথমত আমি বেশি টাকা আর্ন করতে পারিনি পরে ধীরে ধীরে আমরা অনেক টাকা উপার্জন করতে পেরেছি তাই ওর পেটের করতে চাই একটু চিন্তা ভাবনা করে ঠিক কোনটা ভালো, ভালো করে ঠিক করে নিতে হবে সত্যিকার অর্থেই, তাই ভুল করছি না বারবার চেক করে দেখছি কোনটি ঠিক আছে যদি ঠিক না থাকে তাহলে আবার কয়েকবার ট্রাই করে সম্ভবত সফটওয়্যার গুলো আপডেট করে দেখব কিভাবে ট্রেড করা সম্ভব,
টাকা উপার্জনের ক্ষেত্রে ভীষণভাবেন কঠিন হয়ে থাকে কিন্তু অনেক ক্ষেত্রে এটি এমন একটি কঠিন না কারণ এগুলো কি ট্রেড করা যায় নতুন করে আবার সাজানো যায় ভুল করলে আবার সুখ পাওয়া যায়
প্রথমত 100 ডলার উত্তোলন করতে পারবেন কি কেউ তো এই টাকাগুলো কি সমানভাবে ভাগ করে পরে টের পেল করতে পারবেন
আমি প্রেম করতে এসে ধরা খেয়েছিলাম আরো বেশি টাকা উপার্জন করতে পারি চেষ্টা করছি যে কি করে আরও বেশি টাকা উপার্জন করা যায় তাই আমি এখন পারফেক্ট এড করি ফোরামে পোস্ট করে দিন সবাইকে জানানোর চেষ্টা করি কিভাবে চেক করবেন আপনার
আসলে ফরেক্স ট্রেডিং এ বিগিনার দের জন্য আয় করাটা একটু কঠিন। প্রথম দিকে হয়তো লস করতে হয়। লস করতে করতেই একসময় লাভের মুখ দেখতে পাবেন। ফরেক্সে ট্রেডিং এ আমার প্রথম আয় ছিলো ২০ ডলার। আপাত দৃষ্টিতে এতিকে কম মনে হতে পারে, কিন্তু বিগিনারদের জন্য এটিই অনেক।
আমি ফরেক্স শুরু করেছিলাম ৫০০ ডলার নিয়ে সেখান থেকে আমি ৫০ ডলার প্রপিড অর্জন করতে সক্ষম হয়েছিলাম ইনসাআল্লাহ ।এবং এখনও আমি নিয়মিত ট্রেড করে থাকি ও মুনাফাও পায় ।
ফরেক্স মার্কেট প্লেসে আমি একজন নতুন মেম্বার, এজন্য আমি আমার ট্রেডিং সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করছি। এর মাধ্যমে আমি ট্রেডিং সম্পর্কে বিভিন্ন জ্ঞান অর্জনে সুবিধা পাচ্ছি। মূলত ডেমো ট্রেডিং এর মাধ্যমে আমি আমার ট্রেডিং দক্ষতাকে উন্নত করার জন্য চেষ্টা করছি। এই ডেমো ট্রেডিং এর মাধ্যমে আমি আমার একাউন্টে 987 ডলার প্রফিট করেছি।যেটা আমাকে রিয়েল ট্রেডিং এর আগ্রহ আরো চরম পর্যায়ে বাড়িয়ে দিয়েছে।
এই ব্যবসায় আমার প্রথম আয় আসলে আমার মনে নেই। তবে এটা মনে আছে যে আমি এই ব্যবসায় সর্বপ্রথম লস করেছিলাম। তাও আবার ২ ডলার এর মত। কিন্তু তারপর যে আমি কত মুনাফা করেছিলাম সেটা আমার এখন আর মনে নেই। তবে এটা সত্য যে এই পর্যন্ত আমি ভালই মুনাফা উপার্জন করেছি এই ব্যবসা করে এবং সেটা আবার কোন অর্থ বিনিয়োগ না করেই আর এটা সম্ভব হয়েছে একমাত্র ইন্সটাফরেক্স এর কল্যাণে।
আমার প্রথম আয় ছিল 6 ডলার , এর পরে বেশী হয়েছে ।কিন্তু এখন আমি লস এ পরছি
আমি যখন ফরেক্স শুরু করি তখন আমি বোনাস নিয়ে রিয়েল ট্রেড করা শরু করি 6 ডলার ইনকাম করি
ফরেক্সে আমি নতুন । ডেমো শেষ করে কিছু দিন রিয়েল ট্রেড করছি । আমার রিয়েল ট্রেডের বয়স হল ৪ মাস । আমি ফরেক্সে প্রথম ট্রেড করে ৪ ডলার লস করছি ।পরে আমি লস কে রিকভারি করে লাভ করছি ।এখন আমার সর্বমোট ৯৬ ডলার লাভ আছে ।
আমি ফরেক্সে বেশি দিন আসে নি । আমি ফরেক্সে ৬০ ডলার ডিপোজিট করে প্রথম ট্রেড শুরু করি আর সেখান থেকে আমি ২.২০ ডলার লাভ করতে পারি । ফরেক্সে আমি দক্ষ ট্রেডার হওয়ার জন্য এখনও কঠোর পরিশ্রম করছি ।
ফরেক্স একটি ব্যাবসা । আর এ ব্যাবসা করার উদ্যেশ্য হলো আত্মকর্মসংস্থান তৈরী করা । ব্যাবসার মূল লক্ষ হলো ,টাকা আয় করা । আমি এখনো ফরেক্স থেকে টাকা আয় করিনি,কারন আমি ফরেক্সে নতুন এবং বর্তমান ফোরামে কাজ করছি । ফরেক্স শিখার চেষ্টা করছি।
আমি ফরেক্সে নতুন । ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করছি । এজন্য ডেমো প্রাক্টিস করছি ।এখনও রিয়েল ট্রেড করি নাই । সুতারাং ফরেক্সে এখনও আমার কোন আয় নেই । তবে আসা করি খুব তাড়াতাড়ি ফরেক্সে ডেমো শেষ করে রিয়েল ট্রেড করবো এবং ফরেক্স থেকে আয় করব ।
আমি ফরেক্স ট্রেড ফোরাম পোস্টিং বোনাস দিয়ে শুরু করে ছিলাম,ফরেক্স থেকে আমি সর্বপ্রথম ২০ ডলার প্রফিট করে থাকি,প্রফিট করে উওোলন করি,১ দিন পর আমি ডলার আমার পেমেন্ট মেথড এ পেয়ে যাই,এর পর থেকে আমি অনেকবার প্রফিট করেছি,কিন্তু প্রথম আয় আমাকে এই বিজিনেস এ বেশি অনুপ্রানিত করে।
আমি ফরেক্সে নতুন তাই আমি আয় করা সত্যেও টাকা তুলতে পারিনি। আমি টাকা তুলতে শিখেছি তবুও আমি টাকা তুলিনি। কারন আমি চাই আমার প্রথম উপার্জিত টাকা যেন একটু বেশি হয় এবং আমি যেন গর্ব করে বলতে পারি যে আমি এত টাকা ফরেক্স থেকে তুলেছি। এবং অন্যকে বলতে পারি যে আমি ফরেক্স থেকে এত টাকা তুলেছি। এবং ১০০% তারা পেমেন্ট দিছে। আর আমি অন্যকেও ফরেক্সে কাজ করতে আহব্বান জানাবো।
আমি প্রথম বোনাস থেকে প্রাপ্ত খুবই সামান্য পরিমাণ ব্যালেন্স দিয়ে ট্রেডিং শুরু করি, এবং সেটার থেকে 30 ডলার প্রফিট করি,তবে এখন আমার ব্যালেন্সের পরিমাণ আগে থেকে অনেক ভালো এবং আমার অভিজ্ঞতা ও দক্ষতার পরিমাণ আগের থেকে বেড়েছে, তাই আমি বিশ্বাস করি যে এখন ট্রেডিং করে আগের থেকে ভাল প্রফিট করতে পারব।
আমি যখন ফরেক্স ট্রেডিং শুরু করি তখন আমি তেমন কিছুই ভালো করে জানতাম না। তবে কিছু দিন কাজ করার পরে খুব ভালো একটা ধারণা চলে আসলো। এবং আমি দুই মাসের মাথায় রিয়েল ট্রেডিং শুরু করলাম আর মোটামুটি আল্লাহর রহমতে প্রথম অবস্থায় ভালোই প্রফিট করলাম। আমি ফরেক্স ট্রেডিং এর প্রথম দিনে ৪০$ লাভ করি। তবে এর পরে অল্প কিছু লস করলেও সেটা পরবর্তীতে পুষিয়ে নিতে পেরেছি।
আমি ফরেক্স মার্কেটে খুব বেশি দিন যাব ত কাজ করছি না। প্রথম দুই মাস ডেমোতে প্যাকটিস করার পর রিয়েল অ্যাকাউন্টে কাজ শুরু করেছি। প্রথম অবস্থায় অভিজ্ঞতা কম থাকার কারণে খুব বেশি একটা লাভ হয়নি । আমি প্রথমেই উইথড্র দিয়েছি 20 ডলার
ফরেক্সে যখন আমি প্রথম নতুন অবস্থায় ট্রেড করি তখন আমি মোট ১২ ডলার প্রফিট লাভ করেছিলাম যদিও পরিমাণ অতি সামান্য ছিল তারপরও সত্যিকার অর্থে আনন্দের কোন কমতি ছিল না কারণ সেটাই ছিল আমার ফরেক্স থেকে প্রথম আয়। দীর্ঘদিন ফরেক্স ট্রেডিং এর সময় ব্যয় করার পর যখন সেই কাঙ্খিত প্রফিট এর দেখা মিলল তখন সত্যি ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে অনেক বেশি আগ্রহী হয়ে পড়লাম আর সেই আগ্রহ থেকেই এতদিন ফরেক্সে পথচলা।সেই শুরু থেকে আজ অব্দি ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমি অনেক আয় করতে সক্ষম হয়েছি ফলে ফরেক্স ট্রেডিং কে কখনোই আমি ছাড়তে পারিনি এবং কখনোই ছাড়তে চাই না সত্যিকার অর্থে এটি আয়ের অনেক ভালো একটি মাধ্যম যেখান থেকে আয় এর সঠিক নিশ্চয়তা পাওয়া যায়।
আমি ফরেক্স ব্যবসায় নতুন। তাই এখনও তেমন ভালো আয় করতে পারি নি বলে ভূল হবে।চেষ্টা করছি ভালো আয় করার।তবে সময় দিতে পারছি না।তাই আয়ের পরিমাণ কম।তবে ভালো কিছু করবো আশা করি।
ফরেক্স খুবই প্রফিটেবল ব্যবসা বাট সবার জন্য না।যারা ফরেক্সের সঠিক জ্ঞান অর্জন করে ফরেক্স করতে পারবে তারা ফরেক্স থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবে।আমি ফরেক্স নতুন একজন ট্রেডার।আমি ফরেক্স এ দক্ষ হওয়ার চেষ্টা করছি।আমি প্রথম বোনাস দিয়ে ট্রেড করে ২৫ ডলার আয় করেছি।আমি চেষ্টা করছি আরো ভালভাবে ফরেক্স শেখার জন্য।তবে এখন আমি আমার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট আছি।
আমি ফরেক্সে নতুন ।আমি এখনো বোনাস পাই নাই ও কোন ডিপজিড এ করি নাই তাই ট্রেড করতে পারছি না ।এজন্য আমি এখনো লাভ করতে পারি নাই।তবে আসা করছি আমার যত টুকু দক্ষতা হইছে তা দিয়ে ভবিসৎ এ ভাল লাভ করতে পারবো। ইচ্ছা আছে ভাল কিছু করা এবং অনেক দূর যাবার।
ভাই ফরেক্স মার্কেট থেকে আমার প্রথম আয় ১০ ডলার দিয়ে শুরু হয়। তবে বর্তমানে (আল্লাহর) অশেষ মেহেরবানীতে আমার উপার্জন ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই আমার সামান্য অভিজ্ঞতা থেকে এটুকুই বলতে চাই। ধৈর্য্য ধরে কাজ করে যান, মার্কেটের সাথে ভাল সম্পৃক্ততা বজায় রাখুন এবং আপনার ট্রেডিং পদ্ধতিকে আরও উন্নত করুন।
ফরেক্স থেকে আমি প্রথমে ডেমোতে ট্রেড করে ১৪৩ ডলার আয় করার পর আমি রিয়াল একাউন্টে ট্রেড করে ৫ ডলার আয় করে ধিরে ধিরে আয় করতে থাকি।
আমি এখনো ফরেক্স এ দক্ষতা অর্জন করতে পারিনি যে কারণে এখনো অর্থ উপার্জন করতে পারিনি। চেষ্টা করছি নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে কারণ অর্থ উপার্জনের থেকে ভালো ট্রেডার হওয়া জরুরী। যখন আমি একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে উঠবো মানি অটোমেটিক আসতে থাকবে।
ফরেক্স এ আমার প্রথম আয় ছিল ৩০ ডলার,আমি আমার প্রথম এন্ট্রি তেই ৩০ ডলার লাভ করে থাকি,আমি খুব আন্দিত হয় আমার প্রথম লাভ এ,আমি যেই দিন লাভ করি সেই দিন প্রফিট উইথড্র করি,তার একদিন পর আমি আমার পেমেন্ট মেথড এ ডলার পেয়ে যাই,প্রথম আয় এর মজাই আলাদা ছিলো।
ফরেক্স ট্রেডিং থেকে আমার প্রথম আয় মাত্র 46 ডলার। আমি ফরেক্স ট্রেডিং শুরু করার প্রায় ছয় মাস পর প্রথম উপার্জন করি। এই ছয় মাসের মধ্যে আমি মোট দুইবার আমার একাউন্ট ব্যালান্স শূন্য করে ফেলেছি। কিন্তু তবুও হাল ছেড়ে দেয়নি। পূর্ণ উদ্যম নিয়ে পুনরায় শুরু করেছি। প্রথম পত্র আমি যখন লস করতাম তখন মনে হতো ফরেক্স থেকে ইনকাম করা খুবই কঠিন। কিন্তু পরে যখন আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করা শুরু করলাম তখন ফরেক্স কে আমার কাছে সোজা মনে হতে লাগলো।
ফরেক্স থেকে আমার প্রথম আয় ছিল ৪৫ ডলার।কারন আমার ডিপোজিট ছিল মাত্র ১০০ ডলারের।তাছাড়া তখন নতুন ছিলাম বলে এই আয় টা আমার কাছে সত্যিই অনেক বড় ছিল।তাছাড়া এই আয় টা ছোট হলেও এটা আমাকে উৎসাহ দিয়েছে এবং আমি নতুন উদ্ধোমে ফরেক্স শেখার পিছনে লেগেছি।বর্তমানে ফরেক্স থেকে অনেক ভালো টাকা আয় করতে পারছি।
আমি যখন ফরেক্স শুরু করি তখন আমি বোনাস নিয়ে রিয়েল ট্রেড করা শরু করি। তাই আমি বোনাস দিয়ে আমি প্রথম ১৫ ডলার আয় করি তারপর আমি আর বোনাস দিয়ে ইনকাম করতে পারিনি । তারপর আমি নিজেই ইনভেষ্ট করে আয় করেছি।