-
ডেমো একাউন্টের ব্যালেন্স আপনি যত চান তত নিয়েই ডেমো একাউন্ট ওপেন করতে পারবেন। তবে আমার মতে আপনার ইনভেষ্ট করার যোগ্যতা যতটুকু আছে, ঠিক ততটুকু আপনি ডেমো একাউন্ট ব্যালেন্স নিয়ে ট্রেড করাটা ভাল। যতবার একাউন্ট হারাবেন ততবার একই পরিমান ব্যালেন্স নিয়ে ট্রেড করেন।
-
ডেমো একাউন্ট শুধুমাত্র অনুশীলনের জন্য। এখানে আমার মনে হয় না ব্যালেন্স খুব একটা এফেক্টেট, কারণ এখানে কেউ ব্যালেন্স নিয়ে চিন্তা করে না। তারপরও আপনি যদি আপনার ব্যালেন্স নিয়ে চিন্তিত থাকেন তাহলে আপনি ওই পরিমানের ব্যালেন্স নিয়ে ট্রেড করুন যেটা আপনি আপনার রিয়েল একাউন্টে বিনিয়োগ করতে পারবেন। কারণ আপনি যদি ডেমোতে বেশি ব্যালেন্স আর রিয়েলে কম ব্যালেন্স নিয়ে ট্রেড করেন তাহলে ঔটা আপনার মনের মধ্যে কোন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে।
-
শুভ সূচনা, সাথী। কেবলমাত্র খারাপ পরামর্শের জন্য, প্রকৃতপক্ষে স্টপ লস হ'ল একজন ব্যবসায়ী হিসাবে আমরা শিক্ষানবিশ বা আমরা প্রবীণ বা এমনকি বিশেষজ্ঞ must দাম আমাদের অবস্থানের বিপরীতে চলে গেলে আমাদের ক্ষতি হ্রাস করতে আমাদের ভয় করার দরকার নেই। অন্য কোনও অবস্থান নিতে এবং আপনার সীমাহীন মুনাফা অর্জনের জন্য কেবল আপনার ক্ষতি কেটে দিন।
-
ডেমো অ্যাকাউন্ট এর ব্যালেন্স ১০০-১৫০ হলে ভাল হয় । কারন এটা থেকে কোন কাজ হয় না । শুধু দক্ষ হবার জন্য এই অ্যাকাউন্ট এ কাজ করতে হয় ।
-
এক উপায়ে এটি ঠিক যে সাফল্য এবং ব্যর্থতা উভয়ই ব্যবসায়ীর উপর নির্ভর করে। তবে একভাবে এটি ঠিক নয় যে সাফল্য এবং ব্যর্থতা উভয়ই ব্যবসায়ীর উপর নির্ভর করে। এটি ব্যবসায়ী শিক্ষিত, সুপরিচিত এবং অভিজ্ঞ ব্যবসায়ী তারপরে তিনি ছোট উপার্জন করার চেষ্টা করবেন এবং উচ্চ ঝুঁকি গ্রহণ করা এড়াতে পারবেন এবং ক্ষতির সম্ভাবনা হ্রাস পাবে এবং যদি ব্যবসায়ীটি ভাল শিক্ষিত না হয় এবং তার উচ্চাকাঙ্ক্ষা কেবল অর্থ সংগ্রহের জন্য হয় তবে সে এক করবে দিন ব্যর্থ
-
আপনি যখন একটি বাণিজ্যের উপর পুরোপুরি আত্মবিশ্বাসী হন তবে সেই বাণিজ্যটি খুলুন অন্যথায় এ জাতীয় অপ্রয়োজনীয় বাণিজ্য খোলার দরকার নেই। কারণ আপনি যখন আত্মবিশ্বাস ছাড়াই বাণিজ্য খুলবেন তখন আপনি কখনই এটি চালাবেন না। আপনি কেবলমাত্র আপনার বাণিজ্যের উপর আস্থা অর্জন করলেই আপনি এটি সম্পূর্ণ বিশ্লেষণের সাথে খুলবেন। সুতরাং সম্পূর্ণ বিশ্লেষণের পরে বাণিজ্যগুলি খোলার চেষ্টা করুন।
-
ডেমোতে টাকা কত হবে এটা জার জার নিজের ব্যাপার তবে আমার মতে ডেমোতে যত কম নিয়ে সুরু করা যায় ততই ভাল ।আপনি ডেমোতে লস করলে তখন বুজতে পারবেন কি জন্য লস হোল তখন আপনি সেই ভুল টা সুধ্রে নুতে পারবেন কিন্ত বেশি টাকা নিতে সুরু করলে আপনার সেই ভুল গুল ধরা নাও পরতে পারে
-
ডেমো অ্যাকাউন্ট এর কার্যক্রম রিয়েল ফরেক্স মার্কেটের মতই সমান। তবে এখানে টাকার ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। ডেমো অ্যাকাউন্টের টাকা টা ফেক। ডেমো অ্যাকাউন্টে কাজ করে জ্ঞান অর্জন করা সম্ভব এবং এই জ্ঞানকে কাজে লাগিয়ে ফরেক্স বাজারে কাজ করে সফলতা অর্জন করা যায়.... ধন্যবাদ।
-
ডেমো একাউন্ট এ ব্যালেন্স আপনার দক্ষ ট্রেডার হয়ে ওঠার আরেকটি মাধ্যম তাই এমন একটি ব্যালেন্স রাখা উচিত যাতে পর্রবতিতে রিয়েল করার সময় কোন ঝামেলা না হয়। যেমন আপনি যদি ডেমো তে ১০০ ডলার নিয়ে কাজ করেন আর ব্যালেন্স দ্বিগুন করার ক্ষমতা রাখেন তাহলে রিয়েল তেও আপনার সেই যোগ্যতাই হবে।তাই আপনি ডেমো তে কত দিয়ে করবেন আগে ভাবতে হবে রিয়েল এ আপনার ডিপোজিট কত ২টা কে সামোজস্য রেখে আপনাকে ব্যালেন্স রাখা উচিত বলে আমি মনে করি।
-
ডেমো একাউন্ট টা আসলে হয়ে থাকে ভার্চুয়াল মানি দিয়ে তাই এখানে যত ইচ্ছা ব্যালেন্স নিয়ে নেওয়া যায় এতে কোন বাধা নেই বললেই চলে। কিন্তু আমি মনে করি আপনার ডেমো ব্যালেন্স তত ই হওয়া দরকার যত আ আপনার রিয়েল ট্রেডে ইনভেস্ট করার ইচ্ছা বা সামর্থ আছে । ডেমো ট্রেডে সর্বনিম্ন ১০০ ডলার সেট করে নেওয়া যায়।
-
আপনি বেশি ডলার দিয়ে ও একাউন্ট করতে পারবেন। আবার কম ডলার দিয়ে ও একাউন্ট করতে পারবেন। ডেমোতে কম ডলার দিয়ে ট্রেড করলে তাতে রিয়েল ট্রেড করতে আপনার মাইন্ড তৈরি হয়ে যাবে। আর যদি ডেমোতে ৫০,০০০ ডলার দিয়ে টেড করেন তাহলে লাইভ এ যেয়ে আপনি লট সাইজ যে কমাতে হবে সেটা আপনার তখন ভালো নাও লাগতে পারে।
-
ডেমো একাউন্টের ব্যালান্স যে কোন পরিমানে আপনি নিতে পারেন তবে সব থেকে বেটার ব্যালান্স হবে আপনার রিয়েল একাউন্টের ব্যালান্স যত সেই পরিমান যদি নিয়ে ডেমোট্রেড করেন।
-
একটি ডেমো অ্যাকাউন্টের প্রতিটি জিনিসের মূল জেনুইন সমীকরণ ভার্চুয়াল বা ফ্যাক্স। ডেমোতে আপনি যতটা যথাযথ রেকর্ডে নিতে পারেন তাই নিতে পারেন তবে এখনই আপনার প্রয়োজনীয় পরিমাণটি নিতে পারেন। এটি আপনাকে আপনার উপস্থাপনাটি হাতে কল্পনা করার অনুমতি দেয়। উদাহরণস্বরূপ, আপনি যদি 100 ডলারের সাথে সত্যিকারের রেকর্ডে এক্সচেঞ্জ শুরু করতে পারেন সেই ইভেন্টে ডেমো অ্যাকাউন্টে 100 ডলার রাখুন।
-
আসলে ডেমো একাউন্ট এ আপনি চাইলে প্রকার পরিমানে ব্যালান্স রাখতে পারেন, আপনি অধিক লত এ তাদে ওপেন করলে আপনি লাভ ও বেশি করতে পারবেন, কিন্তু এতে সমসা তা হছে আমরা বাস্তবতার সাথে মিল খেয়ে শিখে উঠতে পারি না, কারণ কখনই এত টাকা ইনভেস্ট করা সভব না, সুতরাং যতটাকা আপনার পক্ষে ইনভেস্ট করা সম্ভব আপনি তত টাকার ই ডেমো একাউন্ট ওপেন করুন.
-
থাকে। তাই আমাদের ও উচিৎ নিউজ এর সময় যদি দক্ষতা না থাকে তাহলে সকল ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। বেশিরভাগ নিউজ সব সময় প্রকাশিত হতেই থাকে এর মধ্যে গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয় প্রতি মাসের প্রথম শুক্রবার। এছাড়াও প্রতি সপ্তাহের মধ্যে বিভিন্ন নিউজ প্রকাশিত হতেই থাকে। আপনি যদি ইকোমিক ক্যালেন্ডার এ দেখেন তাহলে যে সকল নিউজ এর উপর লাল রং থাকবে সেগুলি উপর
-
ডেমো একাউন্ট এর ব্যলেন্স যত কম হবে ততই ভাল । কারন প্রথমদিকে নতুন ট্রেডাররা বেশি ক্যাপিটাল এর একাউন্ট কিভাবে পরিচালনা করতে জানেন না ফলে তাদের যদি ক্যাপিটাল বড় হয় তাহলে তারা বেশি লাভের আশায় বড় লটের ট্রেড ওপেন করবে এবং বেশি লসের সম্মুখীন হবে । তাই প্রাথমিকভাবে ৫০$ দিয়ে ট্রেড করাই ভাল । আর ডেমো একাউন্ট খুলতে হবে ইন্সতাফরেক্স অফিশিয়াল ওয়েবসাইট থেকে কারন এখানে নিজেই ইচ্ছামত ক্যাপিটাল বেছে নেয়া যায় ।
-
ডেমোর জন্য আসলে কোন সঠিক পরিমান নিয়ম নেই। তবে যেহেতু ডেমো দিয়েই আমাদের ট্রেডের হাতে খড়ি হয় সে হিসেবে আমরা ডেমোতে যেভাবে শিখবো সে ব্যাপার টা অনেক টা অভ্যাসের মত ই হয়ে যাবে । ধরুন আপনি ডেমোতে ১০০০০ ডলার দিয়ে ট্রেড করলেন কিন্তু রিয়েল একাউন্টে ৫০/১০০ ডলার ডিপোজিট করতে পারলেন তখন অবশ্যই আপনি সঠিক পরিমান টা মেপে ট্রেড করতে পারবেন না। তাই চেষ্টা করবেন যত কম সম্ভব হয় তা নিয়ে ট্রেড করতে
-
ডেমো একাউন্ট এ সেই পরিমান ডলার নেয়া উচিত যে পরিমান ডলার দিয়ে আপনি রিয়াল একাউন্ট এ ট্রেড শুরু করবেন কারন যখন আপনি ডেমো একাউন্ট এ ৫০০ ডলার দিয়ে ট্রেড শুরু করবেন তখন কি পরিমান লাভ বা লস হবে সেই পরিমান রিয়াল একাউন্টেও হবে তাহলে রিয়াল একাউন্ট নিয়ে হতাশা হবে না কারন বাস্তবে এত ব্যালেন্স আমরা ইনভেস্ট করতে পারব না তাই আমরা অল্প ব্যালেন্স এ অল্প লাভ নিয়ে খুশি থাকবো এ ক্ষেত্রে ৫০০ ডলার নিয়ে ডেমো করলে ভালো হবে ।
-
একটি ডেমো একাউন্টের সবকিছুই রিয়েল শুধুমাত্র ব্যালেন্স নেওয়াটা হচ্ছে ভার্চুয়াল বা ফ্যাক। তাই আপনি রিয়েল একাউন্টে যত টাকা ব্যালেন্স নিতে সক্ষম ডেমোতে আপনি তাই নিন, যদিও এক্ষেত্রে আপনি যে পরিমান ইচ্ছা নিতে পারবেন। এতে আপনার পারফরমেন্সটা সহজেই উপলদ্ধি করতে পারবেন। যেমন আপনি যদি রিয়েল একাউন্টে 100 ইউএসডি দিয়ে ট্রেড আরম্ভ করতে সামর্থ হন তাহলে ডেমো একাউন্টেও 100 ডলার রাখুন।
-
নতুন ট্রেডার প্রথম ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করতে হয়। তাই নতুন ট্রেডার রা কম করে অ্যাকাউন্ট balance নিবেন কারন আপনি এখন ডেমো অ্যাকাউন্ট করছেন কৈ ডিন পড় রিয়েল অ্যাকাউন্ট এ যাবেন তাই ডেমো অ্যাকাউন্ট কে রিয়েল অ্যাকাউন্ট মনে করে ট্রেড করবেন।
-
ফরেক্স মার্কেট প্লেস এ একবারে নতুন তাদের জন্য ডেমো অ্যাকাউন্ট অনেক দরকার ডেমো অ্যাকাউন্ট এর ব্যালেন্স অনেক হতে পারে অনেক ফরেক্স এ পোস্ট করে অনেক ডলার অ্যাড করতে পারবেন আবার তা ট্রেড করে শেষ করতে পারবেন । যদিও এক্ষেত্রে আপনি যে পরিমান ইচ্ছা নিতে পারবেন। এতে আপনার পারফরমেন্সটা সহজেই উপলদ্ধি করতে পারবেন।
-
ডেমো একাউন্টে কত ব্যালেন্স কত নিবেন সেটা নির্ভর করবে আপনার উপর । তবে ১০০ ডলার নিয়ে শুরু করতে পারেন । এবং এটা রিয়েল মনে করে চিন্তা ভাবনা করে ট্রেড করতে হবে । আমি মনে করি এই ৫০০০ ডলারকে ১০০ ডলারে নামিয়ে আপনি যদি ট্রেড করে লাভ করা শিখতে পারেন তাহলে আপনি রিয়াল মার্কেটেও লাভ করতে পারবেন।
-
ডেমো একাউন্ট হল নতুন ফরেক্স ট্রেডারদের ট্রেড বিষয়ে প্রশিক্ষণ করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। যেখানে ট্রেড করার জন্য সকল ধরনের অপশন থাকে প্রতিটি অপশন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করা যায় ডেমো একাউন্টের মাধ্যমে। দেমো একাউন্টে সাধারণত আপনি কোন অ্যামাউন্ট সিলেক্ট যদি না করেন তাহলে ৫ হাজার ডলার দিয়ে থাকে। তবে আপনি যত টাকা ইনভেস্ট করার বা বোনাস থেকে অর্জিত যে এমান্ট পাবেন সেই অনুযায়ী ডেমো অ্যাকাউন্টে ব্যালেন্স নেওয়া উচিত। এতে করে ডেমো অ্যাকাউন্ট হল রিয়েল অ্যাকাউন্ট মনে করতে পারবেন।
-
ডেমো একাউন্ট এর ব্যালেন্স সাধারনত অনেক বেশি হয়ে থাকে তবে যদি কোন ব্রোকারের অধীনে ডেমো একাউন্ট খুলে থাকেন তাহলে অনেক ব্রোকারই নিজের ইচ্ছামত ব্যালেন্স অনুযায়ী ডেমো একাউন্ট খোলার সুযোগ দেয় আর সেক্ষেত্রে আপনি যে পরিমান ব্যালেন্স নিয়ে রিয়েল ট্রেডিং করতে চান সেই পরিমান ব্যালেন্সই ডেমোতে এড করে নিতে পারেন।
-
আমার মতে আপনি ৫০০ দিয়ে ডিমো ট্রেডিং শুরু করুন। এই বাটচুয়াল ডলার কে নিজের টাকা মনে করে ট্রেড নিন। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ডিমো ট্রেডিং পরিচালনা করতে হবে। বিশেষ করে সাপোর্ট আর রেজিস্টেন্স দেখে এন্ট্রি নিতে হবে।
-
ফরেক্সে বিগিনিং পর্যায়ের জন্য ডেমো ট্রেডিং খুবই গুরুত্বপূর্ন। ট্রেডিং অনুশীলনের জন্য ডেমো ট্রেডিং করা হয়। ডেমো ট্রেডিং করার জন্য অবশ্যই ডেমো একাউন্ট থাকা উচিত। আমার কাছে ডেমো একাউন্টের ব্যালেন্স ঠিক করা ততটাও গুরুত্বপূর্ন মনে হয়না। আমি নিজে ডেমো ট্রেড করার সময় ১০০ ডলার ব্যালেন্স রেখেছিলাম। আমার মতে ১০০ ডলারই যথেষ্ঠ।
-
আমরা ডেমো ট্রেড করি শুধুমাত্র রিয়েল ট্রেড সম্পর্কে ধারনা পাওয়ার জন্য। তবে ডেমো ট্রেড করে শেখার পরও রিয়েল ট্রেড এর ক্ষেত্রে আমরা অনেক ভুল করে থাকি। তার প্রধান কারণ হলো ভয় ও আতঙ্ক। স্বাভাবিকভাবে ডেমো তে ট্রেড করলে ব্যালেন্স অনেক বেশি থাকে ও লস হলেও কিছু যায় আসে না, কিন্তু রিয়েল ট্রেড এর ক্ষেত্রে একাউন্ট ব্যালেন্স সীমিত ও লস হলে তা পূরণ করে প্রফিট নিতে হয়। তাই আমাদের এই দুর্বলতাকে জয় করতে হবে। ডেমো ট্রেড এর পাশাপাশি রিয়েল ট্রেড এর ক্ষেত্রেও নিজেকে অভিজ্ঞ করে তুলতে হবে।
-
ডেমো একাউন্ট এ ব্যালেন্স আপনার দক্ষ ট্রেডার হয়ে ওঠার আরেকটি মাধ্যম তাই এমন একটি ব্যালেন্স রাখা উচিত যাতে পর্রবতিতে রিয়েল করার সময় কোন ঝামেলা না হয়। যেমন আপনি যদি ডেমো তে ১০০ ডলার নিয়ে কাজ করেন আর ব্যালেন্স দ্বিগুন করার ক্ষমতা রাখেন তাহলে রিয়েল তেও আপনার সেই যোগ্যতাই হবে।তবে আপনি রিয়েল অ্যাকাউন্ট এ যে ডলার ডিপোজিট করবেন ঠিক সেই পরিমান ডলার দিয়ে ডেমো অ্যাকাউন্ট ব্যালেন্স নেয়াটা ভালো । কারন ডেমো অনুশীলন করে আপনার যে সফলতা পাবেন ঠিক তেমন রিয়েল অ্যাকাউন্ট ও একিরকম সফলতা পাবেন।
-
আপনি আপনার রিয়াল একাউন্ত যত পরিমান ইনভেস্ট করতে চান ততো পরিমান নিয়ে ডেমো ট্রেড করলে আপ্নাত অনেক শুবিধা হবে । আপনার রিয়াল ট্রেড করতে তেমন সমস্যা হবে না । ডেমোর ব্যালেন্স কম হওয়াই ভাল। কারন ডেমোতে আপনি অতিরিক্ত ব্যালেন্স নিয়ে বড় বড় লটে ট্রেড করে বেশি লাভ করলে পরবর্তীতে রিয়েল ট্রেডে অল্প লাভে সন্তুষ্টি হতে পারবেন না। তাই ডেমোতে কম ব্যালেন্স নিলেই ভাল হয়।
-
আমার মতে ডেমো তে অনুশিলন না করলে আমরা ফরেক্স শিক্তে পারব না। তাই আমাদের উছিত সব সময় আমাদের যে পরিমান বালান্স দিএ ট্রেড করার ইচ্চছা ঠিক সেই পরিমান টাকা দিএ ডেমো তে ট্রেড সুরু করা তাহলে আমরা অনেক আগে থেকে বুঝে জাব কিভাবে ট্রেড করতে হয়।ব্যালেন্স দিয়ে ট্রেড করার মজাই আলাদা তাই সবাই ডেমো অ্যাকাউন্টে বেশি ব্যালেন্স নিয়ে ট্রেড করে একজন ট্রেডার দক্ষ হওয়ার জন্য ডেমো অ্যাকাউন্টে প্রাক্টিস করা অত্যন্ত গুরুত্বপূর্ন।
-
খুব ভাল একটা বিষয় জানতে চেয়ে ছেন।এখানে বলে রাখি যে আপনি রিয়েলে যত ইনভেস্ট করতে পারবেন ঠিক ততটা ডেমোতে ইনভেষ্ট করেন।এতে আপনি মানিম্যানেজ মেন্ট টা ভাল বুঝে যাবেন।তাছাড়া মাজিন মাজিন কল ব্যালেন্স শূন্যর অভিজ্ঞতাও দেখতে পারবেন।
-
ফরেক্স এ ডেমো একাউন্ট এ অনেক অপশন আছে। যেমন, আপনি ৫,০০০, ১০,০০০, ১,০০,০০০ ডেমো ডলার নিয়ে ডেমোতে প্রাকটিস করা যায়। তবে আমার মতে যদি আপনি ডেমোতে ৫,০০০ ডেমো ডলার নিয়ে আপনি দীর্ঘ সময় দিয়ে ডেমো প্রাকটিস করতে পারেন। এছাড়া আপনি যত কম ডেমো ব্যালেন্স নিয়ে ফরেক্স এ ডেমো প্রাকটিস করবেন ততাই আপনার জন্য ভাল এতে আপনার রিয়েল একাউন্ট এ টার্গেট অনুযায়ী আপনি কত লটে ট্রেড করবেন, কত টাকা ইনভেস্ট করবেন তা আপনি এই কম ডেমো ফলো করে ফরেক্স এ ডেমো প্রাকটিস করতে পারেন। ধন্যবাদ।
-
আপনার চিন্তা ভাবনার সাথে আমার চিন্তাভাবনা সম্পূর্ণ মিল রয়েছে কারণ আমিও মনে করি ডেমো অ্যাকাউন্টে আমাদের ওই পরিমাণ ডিপোজিট নেওয়া উচিত যে পরিমাণ ডিপোজিট আমরা আমাদের রিয়েল অ্যাকাউন্টে করতে পারব।কারণ ডেমোতে যদি অনেক বেশি ডিপোজিট নিয়ে ছোট লটে ট্রেড ওপেন করা হয় তাহলে দেখা যাবে ট্রেড ওপেন করার পরে মার্কেট বিপরীতে গেলেও কিছু সময় পরে সেটা আবার পজেটিভ এ চলে আসবে এবং আমরা প্রফিট করতে সক্ষম হব।কিন্তু রিয়েল একাউন্টে অধিক পরিমাণে ডিপোজিট না থাকার কারণে ওপেন করা ট্রেড বিপরীত দিকে গেলে অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমার মতে ডেমো অ্যাকাউন্ট ওপেন করার সময় সর্বোচ্চ 100 ডলার ডিপোজিট নিয়ে অ্যাকাউন্ট ওপেন করা উচিত এবং এই ডিপোজিট দিয়েই প্র্যাকটিস করা উচিত। কেননা এই 100 ডলার ডিপোজিট দিয়ে ট্রেডিং করে যদি আমরা নিজেদেরকে দক্ষ করে তুলতে পারি এবং অধিকাংশ ট্রেড থেকে প্রফিট করতে পারি তাহলে অবশ্যই রিয়েল একাউন্টে আমরা খুব ভাল প্রফিট করতে পারব।
-
ডেমো একাউন্টের জন্য ১০০০ থেকে ৫০০০ ডলারের ব্যালেন্স ভালো হবে বলে আমার ধারনা। কারন বেশি ব্যালেন্স নিলে ডেমোতে দেখবেন শুধু বেশি ভলিউমে ট্রেড নিবেন হয় বেশি লাভ নিবেন না হয় ঝুলে থাকবেন তাই অল্প এমাউন্টের ব্যালেন্স নিয়েই আপনাকে শেখার চেষ্টা করতে হবে তাতে ভালো ফল পেতে পারেন। বেশি ব্যালেন্স দিয়ে ট্রেড করার মজাই আলাদা তাই সবাই ডেমো অ্যাকাউন্টে বেশি ব্যালেন্স নিয়ে ট্রেড করে একজন ট্রেডার দক্ষ হওয়ার জন্য ডেমো অ্যাকাউন্টে প্রাক্টিস করা অত্যন্ত গুরুত্বপূর্ন।
-
ফরেক্স মারকেটে ট্রেড শেখার জন্য ডেমো করতে হয় ডেমো ছাড়া ফরেক্স ভাল করা যায় না তাই ডেমো অবশ্যই করতে হবে ডেমো করার জন্য অনেক ডলার ফ্রী পাওয়া যায় তবে ডেমো একাউন্টে ১০০ ডলার দিয়ে ট্রেড করলে ভাল ফরেক্স ট্রেড সম্পর্কে ভাল জানা যায়।
-
ফরেক্স মার্কেটে ডেমো প্র্যাকটিস করতে হয় আর ডেমো প্র্যাকটিস করার জন্য যদি যেকোনো পরিমান ডলার নেয়া হয় তাহলে হবে না তাহলে প্র্যাকটিস করে অনেক কিছু বজা যাবে না আমি যে পরিমান ডলার ইনভেস্ট করে ট্রেড করবো সেই পরিমান নিতে হবে
-
আপনি যদি সত্যি ফরেক্স ট্রেডার হতে চান তাহলে আপনি আপনার ডেমো অ্যাকাউন্ট এ ৫০০ ডলার নিবেন। আপনি ৫০০ ডলার দিয়ে রিয়েল ট্রেড এর মত করতে হবে মনে করবেন এটা আপনার রিয়েল টাকা।
-
আপনি রিয়েল একাউন্টে যত টাকা ব্যালেন্স নিতে সক্ষম ডেমোতে আপনি তাই নিন, যদিও এক্ষেত্রে আপনি যে পরিমান ইচ্ছা নিতে পারবেন। এতে আপনার পারফরমেন্সটা সহজেই উপলদ্ধি করতে পারবেন। কিন্তু এতে সমসা তা হছে আমরা বাস্তবতার সাথে মিল খেয়ে শিখে উঠতে পারি না, কারণ কখনই এত টাকা ইনভেস্ট করা সভব না, সুতরাং যতটাকা আপনার পক্ষে ইনভেস্ট করা সম্ভব ।
-
আপনি রিয়েল একাউন্টে যত ডলার নিয়ে ট্রেড করতে চান ঠিক তত ডলার দিয়ে ডেমো একাউন্ট করা ভাল । ট্রেডের ভারসাম্য রক্ষা করা যায়। ডেমো চর্চা করার পর রিয়েল একাউন্ট করার পর আপনার কাছে সব স্বাভাবিক মনে হবে। একটি ডেমো একাউন্টের সবকিছুই রিয়েল শুধুমাত্র ব্যালেন্স নেওয়াটা হচ্ছে ভার্চুয়াল বা ফ্যাক। তাই আপনি রিয়েল একাউন্টে যত টাকা ব্যালেন্স নিতে সক্ষম ডেমোতে আপনি তাই নিন, যদিও এক্ষেত্রে আপনি যে পরিমান ইচ্ছা নিতে পারবেন। এতে আপনার পারফরমেন্সটা সহজেই উপলদ্ধি করতে পারবেন।
-
ডেমো অ্যাকাউন্ট এ আপনার ইচ্ছা মত ব্যালেন্স নিতে পারেন । তবে আপনি রিয়েল অ্যাকাউন্ট এ যে ডলার ডিপোজিট করবেন ঠিক সেই পরিমান ডলার দিয়ে ডেমো অ্যাকাউন্ট ব্যালেন্স নেয়াটা ভালো । কারন ডেমো অনুশীলন করে আপনার যে সফলতা পাবেন ঠিক তেমন রিয়েল অ্যাকাউন্ট ও একিরকম সফলতা পাবেন । আপনি যখন ফরেক্স মার্কেট এ অনেক দক্ষ হয়ে উটবেন তখন আপনি আপনার অভিজ্ঞতার উপর রিয়েল ডিপোজিট করতে পারেন ।