-
মানুষ এই পৃথিবীতে বাস করে আসছে অনাদিকাল থেকে । যুগে যুগে মানুষের প্রয়োজন হয়েছে বিভিন্ন জিনিসের । বর্তমান যুগ বিজ্ঞানের যুগ । এই বিজ্ঞানের অনেক মূল্যবান জিনিস ব্যাবহার করছি । রোবট তার মধ্যে অন্যতম , রোবট ব্যাবহার করে আমরা অনেক সহজে অনেক কাজ করতে পারি । রোবটের মাধ্যমে আমরা অনেক দ্রুত অনেক কাজ সারতে পারি । তবে আগে জানতে হবে রোবটের সঠিক ব্যাবহার । যদি না জানি তাহলে লাভের পরিবর্তে লসের মুখ দেকতে হবে ।
-
রোবট ব্যবহার করলে সময় বাচানো যায়। অনেক সময় দেখা গেছে ব্যস্ততার জন্য ট্রেড করা যাচ্ছে না কিন্তু রোবট দিয়ে ব্যবসা করলে ঠিক ই আপনি ব্যবসা করতে পারবেন কিন্তু আপনার দৈন্দিন কজের ও ক্ষতি হবেনা।
-
ফরেক্স মার্কেট এ রোবট অনেক পরিচিত একটা শব্দ । অনেকেই রোবট ব্যাবহার করে অনেক প্রফিট করছে । রোবট আপনাকে আপনার মার্কেট এর পূর্বাভাস দিবে । আপনাকে কখন কি করতে হবে বলে দিতে । আটো ট্রেড ওপেন করবে আবার ক্লোজও করতে পারবে । অর্থাৎ রোবট আপনাকে প্রফিট এনে দেবার জন্য সার্বিকভাবে সাহায্য করবে । আপনি গুগোল এ অনেক ধরনের রবট পাবেন আপনি আগে সেগুলো ডেমোতে টেস্ট করে নিতে পারেন কন্টা ভালো কাজ করে ।
-
ফরেক্স রোবট আমাদের বেশির ভাগ সময় আমাদের জন্য লাভ নিয়ে আসে তবে হ্যাঁ আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে । সব সময় রোবট এর উপর খুব বেশি নির্ভর করে হাত পা গুটিয়ে বসে থাকা উচিৎ হবে না । আপনাকে সঠিক ঊপায়ে আপনার এনালাইসিস চালিয়ে যেতেই হবে । কারন রোবট অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে যা আপনার অনেক বড় একটা ক্ষতির কারন হতে পারে ।
-
ফরেক্স বিজনেস এর ক্ষেত্রে আমি নতুনদের জন্য মুলত রোবট ব্যাবহার কে সমর্থন করি না। কেন না ফরেক্স ট্রেড এর বেলায় যখন উনারা রোবট ব্যাবহার করেন তখন কিন্তু উনাদের আসল মেধা যাচাই হয় না । আমার মতে উনারা ফরেক্স মার্কেটিং এ সারা জীবন অন্ধ থাকবে। তাই আমার মনে হয় আমাদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে ফরেক্স দিয়ে এগিয়ে যাওয়া উচিত। এতে কোন এক সময় আমরা কিছু নিশ্চিত রুপে করতে পারব।
-
আমার মতে একজন মানুষ এর থেকে একটা রোবট বেশি প্রফিট আর্ন করে এনে দিতে পারে না , তবে হে আপনি যদি একটা ভাল মানের রোবট অনলাইন থেকে কিনে নিতে পারেন এবং এর সম্পর্কে ভাল ধারনা বা এর ব্যাবহার জানেন তাহলে সে আপনাকে ভাল একটা প্রফিট এনে দিতে সক্ষম হবে। আর তাই অনলাইন এ অনেক ধরনের ফ্রি রোবট আছে যা কিনা লাভ ও এনে দিতে পারে আবার খানিকের মধ্যে লস ও এনে দিতে পারে। তাই ভাল রোবট না নিয়ে ফ্রি রোবট দিয়ে কাজ করা বোকামি ছাড়া আর কিছু বলব না।
-
আমি ফরেক্সে নতুন তাই সব কিছু সম্পর্কে তেমন একটি ধারণা নাই । তবে যতটুকু বুঝি যে আমি যদি একটি ব্যবসা খুলি তাহলে চাইব সরবোচ্ছ মুনাফা অর্জন করতে । আর এ ক্ষেত্রে যদি রোবট আমাকে সাহায্য করে তাহলে কেন গ্রহন করবনা । অবশ্যই রোবটের ব্যবহার ফরেক্স ব্যবসার জন্য ভাল ।
-
আমি রোবট ব্যাবহার সমর্থন করি না কারন রোবট দিয়ে ট্রেড করলে ভাল ট্রেডার হওয়া যায় না , তবে যদি কেউ নিজে রোবট তৈরি করতে পারে ও সেই রোবট দিয়ে ট্রেড করে ভাল প্রফিট করতে পারে তাহলে সেটা কে আমরা সবাই সমর্থন করব কারন আমরা সেখান থেকে আয় করতে পারি ।
-
প্রবাদে একটি কথা আছে নিজের দোসে নিজে মরা অনেক ভাল , আসলে মানুষ অনেক ধরনের ,এক এক জন এক এক বাবে ফরেক্স এ ট্রেড করে থাকে , কেউ রোবট দিয়ে ট্রেড করে কেউ বা নিজের মেধা দিয়ে কাজ করে । আমার কাছে নিজে কাজ করার মধ্যে অনেক আনন্দ পাই ।
-
ফরেক্স ট্রেডিংয়ে রোবট ব্যবহারকে সমর্থন করা যায় না।রোবটে মানুষের ফরেক্স শিখার ক্ষেত্রে হয়ে উঠেছে মারাত্বক প্রতিকূলতা।কেননা অধিকাংশ মানুষই রোবট ব্যবহার করে সফলতা পাওয়ার জন্য ভালো ভালো রোবটের সন্ধান করে বেড়ায়।তাই রোবট ব্যবহার ফরেক্সের আসল কাজে বাধা প্রয়োগ করতে পারে বলে ফরেক্স ব্যবহারে আমি সমর্থন করবো না।
-
ফরেক্স ট্রেডাররা সবাই কমবেশি রোবট সম্পর্কে জানেন এবং কি রোবট ক্রয় করতে বাস্ত হয়ে পরেন বিশেষ করে নতুনরা রোবটের কারণে দক্ষ ট্রেডার না হয়ে একজন জুয়াড়ি ট্রেডারে পরিণত হয় এমন কি একসময় ফরেক্স থেকে বিদায় নিতে হয়, তার মানে আমি বলছি না যে ফরেক্স এ রোবট কাজ করে না, কাজ করে কিন্তু সেটা স্থায়ি হয় না একজন মানুষ তার সমস্থ বিচার বুদ্ধি দিয়ে পরিস্থিতি বুঝে ট্রেড করতে পারে যেটা রোবট পারে না কারণ রোবট একটি প্রোগ্রাম ছাড়া কিছুই না তাই আমি বলব বিশেষ করে নূতনদের রোবটের প্রতি আকৃষ্ট না হওয়াই ভালো।
-
না শমরথন করি না । ভাই আমি নিজের টাকা অন্য কে দিয়া বাবশা করাতে যদি আতই সাছন্দ বধ করি তবে ফরেক্স কেন ? জুয়া কেল্লাই ত হয়। আমি মনে করি আমি নিজে বুজে যদি ত্রাদে করি তবে আমি মার্কেট থেকে শিখতে পারছি । এর এইটাই আমাকে ভবিশতে অনেক ভাল করার সুযোগ দিবে ।
-
রোবট ব্যবহার করে অনেকেই লাভ করেন। কিন্তু এতে তার নিজের কোনো কৃতিত্ব থাকে না। তাছাড়া ধরা খাওয়ারও রিস্ক থাকে। রোবট ব্যবহার করলে মার্কেট এনালাইসিসের জ্ঞান হয়না। নিজে নিজে ট্রেড করতে শেখা যায় না। হয়তো সাময়িক প্রফিট করা যায় কিন্তু দীর্ঘস্থায়ী লাভ হয় না। আমার মতে রোবট ব্যবহার না করে মস্তিষ্ক খাটিয়েই ট্রেড করা উচিত।
-
শত শত যুগের অন্যায় , অবিচার এবং দাসত্ববৃত্তির শৃঙ্খল মোচন করে, আমরা রোবট প্রতিষ্ঠিত করি। যাহা মানব ... যাতে মানবকূলের প্রতি রোবটদের নিরঙ্কুশ আনুগত্য সুনিশ্চিত করা হয়েছে। হীরক খনিটি .... কেহ কেহ একে ২০২০ কে সমর্থন করিতে লাগল- কেন না উহার অহিংস প্রস্তাবে ধ্বংশ হওয়ার সম্ভাবনা কম।
-
ফরেক্স মার্কেটে আজ কাল দেখা জায় অনেক প্রকারের ইন্ডিকেটর ব্যবহার করে ফরেক্স ট্রেড করে আয় করছেন তবে এগুল সাময়িক আমি এই গুল সমরথন করি না কারন সাময়িক কোন কিছু ভাল না তাই ফরেক্স মার্কেটে আমি রবট দিয়ে ট্রেড করা আমি সমরথন করি না।
-
ন।ফরেক্স মার্কেট থেকে অনেকে অনেক ভাবে ফরেক্স ট্রেড করে ফরেক্স মার্কেট হেকে আয় করছে তবে সেগুল সাময়িক ভাবে প্রফিট করা জায় বা আয় করা জায় তাই এই গুল করা আমি পছন্দ করি না বা সমরথন করি না কারন ফরেক্স করতে হবে নিজের অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স মার্কেট থেকে ভাল প্রফিট করা জায়।
-
ফরেক্স মার্কেটে আজকাল অনেকে অনেক ভাবে ফরেক্স মার্কেট থেকে আয় করছে তবে কেউয়াবার রোবট ব্যবহার করে ফরেক্স মার্কেট থেকে আয় করছে তবে আমি রোবট দিয়ে ট্রেড করা পছন্ধ করি না কারন ফরেক্স ট্রেড করলে ফরেক্স সম্পর্কে শেখা জায় না অভিজ্ঞগতা অর্জন করা জায় না ।
-
যদি অনেক বেশি মূলধন না থাকে তবে আমি রোবট ব্যবহারকে সাপোর্ট করি না ।আর রোবট ব্যবহারের পূর্বে অবশ্যই ডেমোতে টেস্ট করে নিবেন । বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি রোবট ভাল ফলাফল দেয় না ।তাই রোবট ব্যবহারে সর্তক থাকুন ।
-
না আমি রোবট ব্যবহার কে সমর্থন করি না। রোবট একজন ট্রেডার কে পঙ্গু করে দেয়। রোবট ব্যবহারে একজন ট্রেডার কখনোই সফল ট্রেডারে পরিনত হতে পারে না। অনেক সময় দেখা যায় যে, রোবট ঠিক মত কাজ করে না। যখন রোবট ঠিক মত কাজ করবে না কিংবা রোবট ট্রেডার কে প্রফিট দিতে ব্যর্থ হবে, তখন আপনি ইচ্ছা করলেই ট্রেড করতে পারবে না। কারন- রোবট ব্যবহারে আপনি অলস হয়ে গেছেন। আপনার মার্কেট সম্পর্কে কোন ধারনা থাকবে না।
-
আমি রোবট সমর্থন করিনা। আমর কাছে নিজের অভিজ্ঞাতা ট্রেড করতে ভাল লাগে কারণ যারা রোবট বানাই রোবট দিয়ে তারা অনেক টাকার মালিক হয়ে যেত। তাই আমার কাছে নিজ অভিজ্ঞাতর মাধ্যমে ট্রেড করতে ভাল লাগে।
-
যারা নিজেরা ট্রেড করতে পারে না তারা ফরেক্স মার্কেটে রোবট ব্যবহার করেন আর এটা আমি ব্যবহার করি না রোবট একজন ট্রেডার কে পঙ্গু করে দেয়রোবট ব্যবহারে একজন ট্রেডার কখনোই সফল ট্রেডারে পরিনত হতে পারে না এটা যেমন অনেক সময় ভালো করে আবার অনেক সময় খুব খারাপ জকাজ করে ফরেক্স ম্রকেতে
-
হ্যা ভাই আপনারা রোবট সম্পরকে বলার জন্ন্য অনেক উপকারে আসবে বলে আশা করছি যা আমি আগে জানলেও কিভাবে ব্যবহার বা কোথায় পাওয়া যায় তা জানতাম না।আমিও আপনাদের সাথে একমত পোসন করে একন থেকে রোবট ব্যবহার করার চেস্টা করব ।আশা করি আপনাদের উপদেশ কাজে আসবে এই আশা রাকলাম।
-
আমি মনে করি যে কোন ব্যবসারই একটা লক্ষ্য থাকে আর সেইটা হল মুনাফা অজন। আর ফরেক্স ও সেই রকমই একটা ব্যবসা যেখান থেকে আমরা মুনাফা অজন করতে পারি। আর বেশি সহজে ট্রেড করা আর মুনাফা অজন করার জব্যই আমরা ফরেক্সে রোবট ব্যবহার করে থাকি। তাই আমি রোবট ব্যবহারকে সমথন করি।তবে আমার মতে যারা ফরেক্সে নতুন তাদের রোবট ব্যবহার না করায় ভাল।
-
আজকে মুলত আলোচনা করব যারা এই পদ্ধতিতে ট্রেড করতে চান তাহলে আপনার সুবিধা গুলো কি, যেহেতু এই পদ্ধতিটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় একটি পদ্ধতি তাই এইখানে আপনার তেমন কোন কাজ নেই, তবে যেসব সুবিধার জন্য আপনি এই পদ্ধতিটি ব্যাবহার করতে পারেন তা হলঃ e a
-
আপনি ঘুমাবেন ea আপনার জন্য ট্রেড করবেঃফরেক্স মার্কেট ২৪ ঘণ্টাব্যাপী একটা মার্কেট তাই এইখানে সম্ভবত কারো পক্ষে সম্ভব নয় যে সারাক্ষন ট্রেডের সামনে বসে থাকা, কিংবা দিনে-রাতে এনালাইসিস করা কিংবা এমনও হতে পারে ভালো এনালাইসিস করতে না পারা সব মিলিয়ে আপনি যদি অসমর্থ হউন তাহলে আপনার জন্য ea একটি সিলেকশন হতে পারে,
-
কম্পিউটার প্রোগ্রাম ধারা লিখিত নির্দেশে পদ্ধতিটি স্বয়ংক্রিয়ভাবে ভিবিন্ন লজিকে টেকনিক্যাল এনালাইসিস করে আপনার ট্রেড ব্যাল্যান্স অনুযায়ী ট্রেডিং সিদ্ধান্ত নেই। তাই আপনাকে কিছুই করতে হয় না আপনি কি ঘুমাচ্চেন নাকি ট্রেড মনিটর করছেন তাতে তার কিছুই যায় আসে না, ভিবিন্ন সেশনে মার্কেট ভলাটিলিটি মেসার করে সে নিজে নিজেই ট্রেডিং স্টার্ট টু ক্লোজ , লস অ্যান্ড প্রফিট করে থাকে
-
ম্যানুয়াল ট্রেডিং এ যখন ট্রেডাররা নিজে নিজে ট্রেড করে থাকেন এই ক্ষেত্রে কিছু কিছু বিষয় তাদের বেস আবেগপ্রবণ করে তোলে যেমন, ভয় ,সঙ্কা, আত্মবিশ্বাস ইত্যাদি। যার প্রভাব ট্রেডের উপর চলে আসে এবং ট্রেডে নেমে আসে অনাকাঙ্ক্ষিত লস। কিন্তু যখন স্বয়ংক্রিয় অর্থাৎ রোবট দিয়ে ট্রেড পরিচালনা করা হয় সেখানে এই ধরনের বিন্দুমাত্র কোন সুযোগ থাকে না। কারন রোবট পরিচালিত হয় নির্দিষ্ট একটি পদ্ধিতিতে যেখানে অন্য কোন চিন্তার কোন অবকাশ থাকে না। রোবট এর একটি নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান থাকে বলে কোথায় স্টপ বা প্রফিট তা ইমোশনালি চিন্তার কোন প্রশ্নই উঠে না,,
-
রোবট ট্রেডিং এর মাধ্যমে আপনি আপনার ট্রেডের ব্যাকটেস্ট নিতে পারেন খুব সহজে। অর্থাৎ আপনার ট্রেডিং কতটুকু নিরাপদ কিংবা আপনার জন্য কতটুকু সুফল বয়ে আনছে ইত্যাদি জানতে পারবেন খুব সহজে,,,,
-
দ্রুত সময়ের প্রাইস মুভমেন্টের উপর ম্যানুয়াল ট্রেডিং এ সিদ্ধান্ত নেওয়া একটু কঠিন বা কারো কারো জন্য একেবারে অসম্ভব হয়ে উঠে,কিংবা এতো দ্রুত মার্কেট আনালাইসিস করে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না,কিন্তু এই কাজটি ও রোবট বা স্বয়ংক্রিয় পদ্ধতিটি করতে পারে খুব সহজে। দ্রুত প্রাইস মুভমেন্ট মার্কেটে ১-৫ মিনিটের চার্টেও ও রোবট ট্রেড করে যেতে পারে অনাসয়ে এবং নিয়ে আস্তে পারে কাঙ্ক্ষিত প্রফিট,
-
ট্রেডে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষ ট্রেডের নিতান্তই ইমোশনাল হতে পারে এবং ভুল করতে পারে এবং ভুল কেলকুলেশনে ট্রেড নেগেটিভ হয়ে যেতে পারে যা অবাস্তব কিছু কিন্তু নয়। তাই এই ক্ষেত্রে রোবট আপনাকে সেই সব ঝুঁকি থেকে সহজে পরিত্রাণ দিতে পারে,,
-
ম্যানুয়াল ট্রেডিং এবং রোবট ট্রেডিং দুটি সম্পূর্ণ দুরকম ট্রেডিং থিউরি, যা একটির সাথে আরেকটির কোন সম্পর্ক নেই পরিচালনার দিক থেকে, ভালো এনালাইসিস নির্ভর ট্রেডিং আপনাকে অটো ট্রেডিং থেকে অনেক বেশী প্রফিট দিতে সক্ষম,,,,
-
না রোবট ব্যাবহারের আমি পক্ষে নয় যদিও রোবট দিয়ে ভাল ট্রেড করা যাই কিন্তু আপনি রোবট দিয়ে কাজ করতে গেলে মাঝে মাঝে অনেক ঝামেলাই পড়তে পারেন।আর নিজে ট্রেড করলে আমাদের এক্সপেরিয়েন্স আরো বৃদ্ধি পাবে তাই আসুন বোবট ব্যাবহার থেকে বিরত থাকি আর নিজের প্রচেস্টাই ট্রেড করি।তাহলে আমাদের দক্ষতা অনেক বৃদ্ধি পাবে।আমরা আর ও অভিজ্ঞ হতে পারবো।
-
হয় এটা সত্য রোবট ব্যাবহার করে অনেক বেশি নির্ভল ভাবে ট্রেড করা যায় । রোবট ব্যাবহারের করে অনেক দ্রুত , নির্ভুলভাবে ট্রেড করা যায় । আমি এখানে কাজ করিনি তবেএটা নিয়ে বেশ কিছু ধারনা অর্জন করেছি।
-
না আমি রোবট ব্যাবহারকে সমর্থন করি না । রোবট ব্যাবহার করা মানে নিজেকে একটি সফটওয়্যার এর উপর সপে দেয়া । আপনি যদি রোবট ব্যাবহার করে ট্রেড করতে থাকেন তাহলে আপনি কখনই ফরেক্স এর কিছু শিখতে পারবেন না । নিজে এনালাইসিস করতে শিখুন , সময় লাগুক সেটা কোন ব্যাপার না । এক সময় না এক সময় আপনি সফলতার মুখ দেখতে পাবেন । রোবট ১০০% সঠিক সিদধান্ত দিতে পারে না । এর একটি ভুল সিদ্ধান্ত আপনার অনেক বড় ক্ষতি করতে পারে ।
-
আমি নতুন ট্রেড করি তাই রোবট সম্পর্কে আমার তেমন ধারনা নেই। আমি মানুষের মস্তিস্কের নিচে সব। রোবট ব্যবহার কে আমি সমর্থন করিনা।
-
আমার মতে ফরেক্স ব্যাবসা থেকে প্রফিট অজর্নের জন্য যদি রোবট ব্যাবহারের প্রয়োজন হয় তাহলে তা ব্যাবহার করাই উত্তম। কেননা যেকোন ব্যাবসার মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা, সেটা নিজের সাহায্যে হোক অথবা রোবটের, যেকোন ভাবে অর্জন করাই উচিৎ। তবে রোবট ব্যাবহারের পূর্বে সেটা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করাতে হবে নয়ত এটা ব্যাবহারে কোন ভালো ফলাফল পাওয়া যাবে বলে আমি মনে করিনা।
-
অবশ্যই না আমি ফরেক্স ব্যবসায় কোন রোবটকে ব্যবহার সমর্থন করি না। কারন রোবট ফরেক্স ব্যবসায় কোন সফলতা আনতে পারে না। রোবট যদি সত্যিই প্রফিত করাতে পারতো তাহলে যে ব্যক্তি রোবট ব্যবহার করে সে পৃথিবীর মধ্য সব চেয়ে ধনী ব্যক্তি হতো। তাহলে আপনিই বলেন আপনি অনেক টাকা দিয়ে রোবট কিনে কি করবেন। তাই ফরেক্স ব্যবসায় রোবট ব্যবহার করা ঠিক না।
-
আমি আসলে কখনও রোবট ব্যবহার করিনি। একটা একাউন্ট ওয়াচ লিস্টে রেখেছিলাম। তো যে হারে বাই সেল ওপেন করে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে অবশ্য একাউন্ট জিরো হয়ে যাওয়াতে আর দেখা হয়ে ওঠেনি। আমার কাছে মনে হয় রোবট থেকে ম্যানুয়ালি ট্রেড করাই উত্তম।
-
মানুষ তার মস্তিস্ক কে কাজে লাগিয়ে যে কাজ সহজেই করতে পারে মানুষের কোড দিয়ে তৈরী করা একটি রোবট কখনই মানুষ কে সাফল্য বয়ে এনে দিতে পারেনা সকল কাজেই সাফল্যের জন্য পরিশ্রম করতে হয়।এর মাধ্যমে আমি মনে করি আমাদের সময় কে বাছিয়ে আমরা লাভ করে নিতে পারব।কারণ রোবট ব্যাবহার না জানলে ট্রাডিং এ সমস্যা হতে পারে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে আমরা অনেকে মনেকরি রোবট ব্যাবহার করলে অনেক প্রফিট হয় কিন্তু আমি এই রোবট কে ফরেক্স মার্কেট মুটেও পছন্দ করি না কেন কারন অনেক সময় রোবট ঠিক মত কাজ না করে তার পরে আপনার ব্যালেন্সকে জিরো বানাতে পারে তাই আমি এনালাইসিস করে ট্রেডিং করি।