-
এই জিনিস পছন্দ করে না এমন ট্রেডার আমি বাংলাদেশে দেখি নাই। সবাই চাই খুব দ্রুত টাকা কামিয়ে বড়লোক হতে। এই চক্করে কত জন যে নিজের একাউন্টের বারোটা তেরোটা অথবা চৌদ্ধটা বাজায় তার হিসেব নাই। যাই হোক এই জিনিস নিয়ে খেলতে হতে হবে অনেক অভিজ্ঞ। একাউন্টে ব্যলান্স থাকতে হবে পর্যাপ্ত। তবেই জমবে।
-
আমি অনেক ব্রকার হাউজে আমার অর্থ বিনিয়োগ করেছি এবং দেখেছি যে কোন কোন ব্রকার স্ক্যাল্পিং করতে দেয না তো আমি স্ক্যাল্পিং করতে খুবই পছন্দ করি কারন স্ক্যাল্পিং করার মাধ্যমে খুব কম সময়ের মধ্যে অনেক অর্থ আয় করা সম্ভব এ্টা এক প্রকার স্ট্রাটেজি কিন্ত আপনি যদি ভাল স্ক্যাল্পিং স্ট্রাটেজি না জানেন তো তা আপনার করার মোটেও দরকার নেই কারন এটা আপনার জন্য বিপদজনক হতে পারে।
-
হ্যাঁ আমি স্ক্যাল্পিং করতে খুব পচন্দ করি কারণ এতে অনেক অল্প সময়ে অনেক টাকা আয় করা যায় ফরেক্স মার্কেট থেকে অনেক ব্রোকার আছে যারা স্ক্যাল্পিং করতে দিতে চায় না এক প্রকার স্ট্রাটেজি কিন্ত আপনি যদি ভাল স্ক্যাল্পিং স্ট্রাটেজি না জানেন তো তা আপনার করার মোটেও দরকার নেই কারন এটা আপনার জন্য বিপদজনক হতে পারে। এতে আপনি অনেক লসের সম্মুখীন হতে পারেন বলে আমি মনে করি
-
এর কথা আর বলবেন না ভাই। কেননা এটা করতে গিয়ে মোটামুটি কম একাউন্ট জিরো করতে হয় নি। তাই এখন আর চিন্তাও করি না এই জিনিসের। স্ক্যাল্প করার মত এতটা ব্যলান্সও নাই আমার। তাই ডেমোতে একটু করে করে নিজের হাতের চুলকানি মেটাই। কি আর করব , ইচ্ছাতো করে।
-
নাহ আমি কোনো শর্ট টার্ম ট্রেডিং করিনা কারণ শর্ট টার্ম ট্রেডিং আমার কাসে অনেক বেসি ঝুকির মনে হয় কারণ অল্প টাইম এর মাঝে ট্রেড ওপেন করে কোনো কারণে ট্রেড সময় মত ক্লোস করতে না পারলে লস হতে পারে। এবং আমি একন অল্প সময়ে মেধা খাটিয়ে কেম ইনভেস্টমেন্টে বেশী মুনাফা স্ক্যাল্পিং সিস্টেমে সম্ভব বলে আমি স্ক্যাল্পিং সিস্টেম পছন্দ করি।
-
আমি কখন স্কাল্পইং করি নি তবে আমি মনে করি এটি একটি শরত টার্ম ট্রেড এর কউশল। আমাদের সব সময় লং টার্ম ট্রেড করা উছিত তাহলে আমাদের এই মাক্রেত থেকে অনেক টাকা আয় করা জাবে।সথিক নিওমে ট্রেড করলে কেউ লস করে না। আমাদের সব সময় খেয়াল রাখতে হবে জেন আমাদের নিওম ভঙ্গ না হয়।
-
ফরেক্স ট্রেড এ স্কালিং একটি গুরুত্বপূর্ণ বিষয় । যে ভালোভাবে স্কালিং করতে না পারবে সে ভালোভাবে ট্রেড করতে পারবে না। আমরা স্কালিং এর মাদ্দমে সর্ট সর্ট ট্রেড করে ডলার আয় করে থাকি । যা আমাদের রিয়াল ট্রেড করতে সাহায্য করে ।
আমি স্কালিং করতে পছন্দ করি ,।
-
অবশ্যই আমি স্ক্যাল্পিং পছন্দ করি কারণ এতে ফরেক্স মার্কেটে থেকে খুব সহজে আয় করা যায় এতে ছোট ছোট আকারে ট্রেড করে ফরেক্স মার্কেটে ত্রেড করা হয় এতে লসের সম্ভবনা খুব কম থাকে আর আমার মনে হয় যারা ফরেক্স মার্কেটে নতুন তাদের ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং করে ট্রেড করা ভালো
-
ফরেক্স মার্কেটে আমি স্কাল্পিং পছন্দ করিনা কারন ফরেক্স মার্কেটে স্কাল্পিং করতে গেলে সারাদিন মার্কেটে হাজির থাকা লাগে তাই আমি পছন্দ করি না আমার সবসময় মার্কেটে হাজির থাকা সম্ভব না তাই আমি স্কাল্পিং করিনা।
-
আমি কোনো শর্ট টার্ম ট্রেডিং করিনা কারণ শর্ট টার্ম ট্রেডিং আমার কাসে অনেক বেসি ঝুকির মনে হয় কারণ অল্প টাইম এর মাঝে ট্রেড ওপেন করে কোনো কারণে ট্রেড সময় মত ক্লোস করতে না পারলে লস হতে পারে । তবে স্ক্যাল্পিং সিস্টেমটা মূলত এমন একটা সিস্টেম যে সিস্টেমটার মূল হলো একটা নিদিষ্ট সময় যে সময়টাতে ট্রেড করলে অথবা অল্প ইনভেস্ট করে বেশী মুনাফা অর্জন করা যায় আর তাই আমি ফরেক্স ট্রেডের এই স্ক্যাল্পিং ট্রেড সিস্টেম আমি খুব পছন্দ করি।
-
আমি ফরেক্স ট্রেড করার জন্য স্কাল্পিং করি না কারন আমি স্কাল্পিং পছন্দ করি না কারন স্কাল্পিং করলে ফরেক্স মার্কেটে সবসময় বশে থাকা লাগে স্কাল্পিং করলে ফরেক্স মার্কেটে হাজির থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় তাই আমি স্কাল্পিং করি না ।
-
স্কালপিং করতে পছন্দ করি। স্কালপিং এর মাধ্যমে শর্ট ট্রেড দিয়ে আস্তে আস্তে লাভ করা সম্ভব। আমি স্কালপিং ট্রেড করি যখন কোন নিউজ থাকে না তখন। তবে যখন কোন নিউজ থাকে তখন স্কালপিং ট্রেড দেওয়া বিপদ জনক বলে আমি মনে করি। নিউজের সময় আমি কোন স্কালপিং ট্রেড থেকে বিরত থাকি। বিশেষ করে রাত্রে কখন দেখি আর কোন নিউজ নেই তখন আমি স্কালপিং ট্রেড করি। স্কালপিং ট্রেড এর মাধ্যমে লাভ করা সম্ভব। আমি স্কালপিং করি এবং এটা পছন্দও করি।
-
ফরেক্স মার্কেটে স্কাল্পিং ট্রেড করা খারাপ না কারন স্কাল্পিং ভাল অল্প সময়ের মধ্যে অনেক ট্রেড করা যায় এবং অল্প ট্রেড করে ভাল প্রফিট করা যায় তবে সারাদিন ছট করে অনেক বেশি ট্রেড করা লাগে তবে অল্প অল্প করে অনেক প্রফিট করা যায়।
-
ফরেক্স মার্কেটে স্কাল্পিং ট্রেড আমি পছন্দ করি কারন ফরেক্স মার্কেটে স্কাল্পিং করে ভাল প্রফিট করা বা ভালপ লাভকরা যায় সর্ট সর্ট ট্রেড করে ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ করা যায় তাই স্কাল্পিং করার মত ভাল স্কাল্পিং করতে গেলে ভাল অভিজ্ঞতা দএকার হয়।
-
হ্যা আমি এটা পছন্দ করি। এটা তে রিস্ক আছে যদিও। তারপর আমার এটা ভাল লাগে। তবে অবশ্যই আপনাকে দক্ষ ট্রেডার হতে হবে এর জন্য। স্ক্যাল্পিং সিস্টেমের মাধ্যমে অল্প পুজিঁ দিয়ে বেশী মুনাফা লাভ করা যায়।
আনার মত অনেকেই এটা পছন্দ করে তাই। আপনিও এটাতে লাক ট্রাই করে দেখতে পারেন ভাই।
-
স্কাল্পিং খুব ভাল একটি স্ত্রাতেজি আমরা যদি মন দিএ স্কাল্পিং করতে পারি তাহ্লে আমাদের অনেক টাকা আয় হবে। স্কাল্পিং করলে আমাদের কখন লাভ হবে না। স্কাল্পিং করলে আমরা ফরেক্স থেকে অনেক টাকা আয় করতে পারবো। স্ক্লাপিং খুব ভাল একটি ট্রেডিং স্ত্রাতেজি।
-
নাহ আমি কোনো শর্ট টার্ম ট্রেডিং করিনা কারণ শর্ট টার্ম ট্রেডিং আমার কাসে অনেক বেসি ঝুকির মনে হয় কারণ অল্প টাইম এর মাঝে ট্রেড ওপেন করে কোনো কারণে ট্রেড সময় মত ক্লোস করতে না পারলে লস হতে পারে যেহেতু আমাদের দেশে বিদ্দূত এর সমসসা রয়েসে তার সাথে ইন্টারনেট কানেকসান এর ও কিসু সমসসা রয়েসে তাই শর্ট টাইম ট্রেডিং এ ভয় হয় লং টার্ম ট্রেডিং করি
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য স্কাল্পিং আমি পছন্দ করি না তাই স্কাল্পিং ফরেক্স ট্রেড আমি পছন্দ করি না কারন স্কাল্পিং ট্রেড করলে অনেক ধরনের সমসা হয় তাই স্কাল্পিং না করে লং ট্রেড করলে ভাল হয় তাই আমি স্কাল্পিং ট্রেড ভাল পছন্দ করি না ।
-
ফরেক্স ট্রেড করার জন্য আমি স্কাল্পিং পছন্দ করি না কারন স্কাল্পিং করার জন্য অনেক ধৈর্য লাগে কারন স্কাল্পিং করতে অনেক সময় দিতে হয় ফরেক্স মার্কেটে তাই স্কাল্পিং আমি বেশি পছন্দ করি না স্কাল্পিং করতে গেলে অনেক সময় দেয়া লাগে এবং সবসময় মার্কেটে হাজির থাকা লাগে।
-
ব্যালান্স অনেক বেশি হলে স্ক্যাল্পিং করে মজা আছে আমার ব্যালান্স অনেক কম তাই করতে পারি না। আর স্ক্যাল্পিং অনেক রিস্কি কারন বড় লটে স্ক্যাল্পিং করতে হয়,বিপরীত দিকে গেলেই বাশ।ছোট টাইমফ্রেমে করা হয় তাই ট্রেন্ড সম্পর্ক এ সঠিক ধারনা পাওয়া যায়না।
-
আমি এটা নিয়ে আর কি বোলবো সকলে সাথে আমি ও এক মত ,আমিও স্কালপিং পছন্দ করতাম তবে এর জন্য প্রায় সারা দিন চার্টের দিকে তাকিয়ে থাকতে হত। তাই এখন আর স্কাল্পিং করিনা।
-
আমি স্কাল্পিং পছন্দ করি না কাররন স্কাল্পিং করতে গেলে ফরেক্স মার্কেটে সবসময় বসে থাকা লাগে তাই আমি ফরেক্স মার্কেটে স্কাল্পিং পছন্দ করি না সবসময় ফরেক্স মার্কেটে বসে থাকতে ভালো লাগে না এই জন্য আমি ফরেক্স মার্কেটে স্কাল্পিং করতে পছন্দ করি না ।
-
স্কেল্পিং সম্পর্কে আমার কোন ধারনা ছিলনা। এখন জানতে পারলাম, স্কেল্পিং এর মাধ্যমে কম টাকা দিয়ে কম সময়ে আমরা টাকা আয় করতে পারি। স্কেল্পিং সম্পর্কে ভাল করে শিখতে হবে।
-
স্কাল্পিং খুবই ভালো ফরেক্স মার্কেটের জন্য যদি আপনি করতে পারেন কিন্তু এরে জন্য আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক দক্ষ হতে হয় আর আমি স্কাল্পিং পচন্ধ করি না কারণ এটার জন্য সারাদিন মার্কেট নিয়ে পরে থাকতে হয়
-
আমি স্ক্যাল্পিং খুব একটা পছন্দ করি না কারন যাদের অনেক ব্যালান্স তারা স্ক্যাল্পিং করে মজা পায় কারন এখানে বড় লট ব্যবহার করতে হয়।আর এটি অনেক রিস্কিও বটে।আমাদের মত ছোট ট্রেডারদের ছোট লটে লং ট্রেড করা উচিত।
-
হ্যাঁ।আমি স্ক্যাপিং পছন্দ করি।আমি বেশীর ভাগ সময়ই স্ক্যাপিং করি।স্ক্যাপিং করার সময় আমি ছোট ভলিউমের ট্রেড অপেন করি।তাতে আমার প্রতিদিন মুটামুটি ভালই প্রফিট থাকে।তবে স্ক্যাপিং খুবই রিস্কি একটু ভুল হলেই আপনাকে বড় ধরনের লসের সম্মুক্ষিন হতে হবে।
-
আমার মোনে হয় যার যেমন সুবিধা হয় সে সেমন ট্রেড করবে এটাই সাভাবিক । স্ক্যাল্পিং এর মাধ্যমে খুব কম সময়ে অধিক মুনাফা করা যায় । তাই এই ট্রেড এর জনপ্রীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । যাদের সময় কম তার এই ট্রেড করে থাকে । সব সময় ই এই ট্রেড করা যায় ।
-
আমি স্ক্যাল্পিং পছন্দ করি। কিন্তু সময়ের অভাবে সব সময় স্ক্যাল্পিং করা হয়ে ওঠে না। তবে মাঝে মাঝে করি। তবে স্ক্যাল্পিং করার জন্য অনেক ধৈর্য্যের প্রয়োজন। এর জন্য দীর্ঘ সময় ট্রেডে বসে থাকতে হয়। এই ট্রেড খুব অল্প সময়ের জন্য। অল্প লাভ নিয়েই সন্তুষ্টি থাকতে হয়ে। বার বার ট্রেড করতে হয়। অল্প পিপ লাভ হলেই ট্রেড বন্ধ করে দিতে হয়।
-
স্কালপিং করাটা আমি মোটেও পছন্দ করি না । এর জন্য প্রায় সারা দিন চার্টের দিকে তাকিয়ে থাকতে হয় । এছাড়াও স্কাল্পিংয়ে লাভের চেয়ে লসের হারই বেশী রয়েছে । আর শর্ট টার্ম ট্রেড করাটা খুবই ঝুঁকিপূর্ণ । তাই আমি লং টার্ম ট্রেডিং করি।
-
আসলে স্ক্যাল্পিং করা অনেক ঝামেলা কারন এই খানে আপনাকে সব সময় চ্যাট এর দিকে তাকিয়ে তাকতে হয় যা খুব বিরক্তকর তবে আপনার যদি এটা অব্যাসে পরিনত হয় তাহলে কোন সমস্যা নাই।এই শট টাম ট্রেড এ অনেক ঝুকিও থাকে যা সবাই করতে পারেন না।তাই আমি লংটাম ট্রেড করে থাকি।
-
ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং করা অনেকের কাছে অনেক জনপ্রিয় কারন এর মাধ্যমে আপনি অনেক কম সময়ে এবং অনেক কম মুল্ধন দিয়ে অনেক আয় করতে পারবেন। এটা করার জন্য আপনাকে কোন ধরনের এনালাইসিস, কোন ধরনের কৌশল, এবং স্ট্রেটিজি অবলম্বন করতে হবে না শুধু মার্কেটকে ফলো করে এবং মার্কেট এর মুভমেন্ট দেখে ট্রেড ওপেন করতে হবে। তবে খেয়াল রাখতে হবে ট্রেড ক্লোস করতে একটু ভুল হলে মানে ট্রেড ক্লোস করতে না পারলে ঠিক টাইমে তখন ঝুকির সম্ভবনা থাকে এই ধরনের স্ক্যাল্পিংএ তাই খুব সতর্কতার সহিত এই কাজটা করতে হবে।
-
আমি স্কাল্পিং পছন্দ করি আবার পছন্ধ করি না কারন স্কাল্পিং করা যেমন ভাল আবার স্কাল্পিং করা খারাপ আছে কারন স্কাল্পিং করে অনেক লাভ করা জায় আবার অনেক কস্ট করা লাগে আবার অনেক শেক্লহা লাগে ফরেক্স সম্পরকে স্কাল্পিং করতে গেলে ।
-
স্ক্যাল্পিং সিস্টেমের মাধ্যমে অল্প পুজিঁ দিয়ে বেশী মুনাফা লাভ করা যায় । তাছারা স্ক্যাল্পিং এর মাধ্যমে যেহেতু ভালো প্রফিট করা যায় তাই আমি অবশ্যই স্ক্যাল্পিং পছন্দ করি। যে কাজে যত ঝুঁকি সে কাজে ততো বেশী আগ্রহ থাকে আর লাভ-ক্ষতি তো কাজে থাকবেই কিন্তু আমার কাছে মনে হয় স্ক্যাল্পিং সিস্টেমটা অনেকটা লোভনীয় এবং লাভজনক ট্রেডিং সিস্টেম ।
-
অল্প সময়ের জন্য অল্প লাভের ট্রেড গুলো সাধারনত স্ক্যাল্পিং নামে পরিচিত । আমরা যারা নতুন ট্রেডার তাদের সাধারনত একাউন্ট ব্যালেন্স কম থাকে তাই আমাদের উচিত স্ক্যাল্পিং করে একাউন্ট ব্যালেন্স বাড়ানো । আর ট্রেড করার সময় আপনাকে ছোট ছোট টাইমফ্রেমগুলো বেশি বেশি করে এনালাইসিস করতে হবে । আর খুব কম লটে ট্রেড করতে হবে । কখনই বেশি লটে লোভে পড়ে ট্রেড করতে যাবেন না । আর আপনি যদি বেশি রিস্ক নিয়ে ট্রেড করতে যান তাহলে দেখা যাবে মার্কেট একটু মুভ করলেই আপনার ব্যালেন্স জিরো।
-
আমি ব্যাক্তিগতভাবে স্কাল্পিং পছন্দ করিনা । কারণ স্কাল্পিং সবসময় যে লাভ বয়ে নিয়ে আসে তা কিন্ত নয় । তাই আমি স্কাল্ং করার চেয়ে লং টাইম ফ্রেমে ট্রেড করি বেশি স্বাচ্ছন্দবোধ করি । স্কাল্পিং মূলত অল্প সময়ের মধ্য ট্রেড করে তা থেকে অল্প লাভ করে ট্রেড বন্ধ করে দেওয়া । সাধারণত স্কাল্পিং করে আমি এখনো তেমন একটা লাভ করতে পারিনি তাই আমি স্কাল্পিং করিনা ।
-
হা আমি ফরেক্স মার্কেটে স্কেল্পিংটা আমি খুব পচন্দ করে থাকি। কার এটা করতে পারলে আমি মনে করি কম কম করে যদি আগানো যায় তবে জিনিষ্টা মন্ধ হয় না। আর ফরেক্স মার্কেটে আমি মনে করি লং ট্রেড করতে হলে অনেক বেশি ব্যলেন্সেত প্রয়োজন হয়। তাই কম দিয়ে কম লাভ ভাল।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে অনেক ফরেএক্স ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এ স্কালপিং করে ফরেক্স ট্রেডিং করে থাকে,তাই আমি মনেকরি,ফরেক্স মার্কেট এ ট্রেডিং স্কালপিং করতে হলে অনেক ব্যালেন্স তাকতে হয় আর ফরেক্স ট্রেডার কে অনেক দক্ষ হতে হয় তাই ফরেক্স ট্রেড করে অনেক প্রফিট করা যায়।
-
ফরেক্স মার্কেট স্ক্যাল্পিং করাটা অনেক ঝুকিপূর্ণ বলে আমি মনে করি । অধিকাংশ ট্রেডাররাই স্ক্যাল্পিং করে মার্কেটে লস করে থাকে । হ্যা অনেক সময় স্ক্যাল্পিং করে লাভ করা যায় ঠিকই তবে অতিরিক্ত স্ক্যাল্পিং নেশার মত হয়ে যায় যার ফলে মার্কেটে ঠিকে থাকা কষ্টকর হয়ে যায় । তাই আমি মার্কেটে কখনো স্ক্যাল্পিং করি না । ধন্যবাদ ।
-
বিশ পিপসের নিচে প্রফিট করার জন্য যে ট্রেড করা হয় তাকে স্ক্যালপিং বলে।স্ক্যালপিং করার জন্য সচরাচর ১-১৫ মিনিটের টাইমফ্রেম দেখে ট্রেড করতে হয়।আমি স্ক্যালপিং করতে পছন্দ করিনা।কারন এতো স্বল্প সময়ের ভেতর আমার মাথায় কাজ করেনা যে কিভাবে প্রফিট করবো।এজন্য আমি স্ক্যালপিং পছন্দ করিনা।
-
জি আমি স্কাল্পিং পছন্দ করি, তবে আমি বেশি স্কাল্পিং করতাম যখন আমি ফরেক্স বেব্শায়ে চত মানি যখন আমি ফরেক্স বেব্শায়ে নতুন ছিলাম, কিন্তু এখন আমি লং টাইম ট্রেড ই বেশি করি. কারণ এতে ট্রেডিং এর পাশে সারাদিন বসে থাকতে হয় না, আমি একটা সঠিক ট্রেড নিয়ে তা ঠিক মত মনিটর করে চললেই হলো, আর আমাদের স্বাভাবিক কাজগুলো ক্ষতিগ্রস্থ হয় না.