-
আমার মতে ফরেক্স মার্কেট এর সবচেয়ে জনপ্রিয় পেআর হলো euro /usd কারেন্সি পেআর ফরেক্স মার্কেট এর ৮০ সতাংশ ট্রেড ই হয়ে থাকে এই পেআর এর উপরে euro /usd একে অপরের বিপরীত পেআর জের কারণে একটির প্রভাব আরেকটির উপর যেয়ে পরে প্রাইজ উঠা নামা ও করে অনেক বেশি তাই অধিকাংশ ট্রেদার এর ই এই পেআর টি অনেক বেশি পসন্দের
-
ফরেক্স মার্কেটের সবচেয়ে জনপ্রিয় পেয়ার হচ্ছে ইউরো-ডলার পেয়ার। কারন এটি সকলের নিকট পরিচিত আর এখানে অনাকাংখিত মুভমেন্ট কম।
-
হ্যা বন্ধু আমার নিকটও ইউরো/ ইউ এসডি পেয়ারটাকে সবচেয়ে ভাল এবং বেশি নিরাপদ মনে হয় কারন এই পেয়ারটি বেশ গতিশীল। ধন্যবাদ।
-
আমার কাছে মনে হয় eurusd এবং gbpusd এই দুটি পেয়ার দুটি ভালো কারন এই পেয়ার গুলোতে অনেক বেশি ট্রেডার ট্রেড করে এবং এই পেয়ার গুলোর মুভমেন্টও বেশ ভালো যাতে করে কুব সহজেই বুঝেশুনে কিছু কিছু করে বেশ ভালো কিছু পিপস নেয়া য়ায়।
-
ফরেক্স বাজারে অনেকগুলো মুদ্রার কারেন্সির পেয়ার রয়েছে এবং এগুলোর মধ্যে কখন কোনটাই বেশি লাভ হবে তা বাজার বিশ্লেষন করে তারপর বোঝা যায়। তবে আমার কাছে এবং আমার পরিচিত কয়েকজনের কাছে বেশি প্রিয় পেয়ার হলো ইউরো বনাম ইউ.এস.ডি।
-
আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনার কাছে সব পেয়ারই ভাল তবে আমার মতে আপনাকে টার্গেট করে কিছু পেয়ার নির্বাচন করে সেই পেয়ার সম্পর্কে ভাল ধারনা অর্জন করে তাপর কাজ করতে হবে তবে euro-usd কেই আমার ভাল লাগে।
-
eur-usd,gbp-usd এগুলয়ামি মনে করি ভাল পেয়ার। এগুলতেই সাধারনত বেশি ট্রেড হয়ে থাকে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এর সবচেয়ে জনপ্রিয় পেয়ার হলো eur/usd পেয়ার । এই কারেন্সি পেয়ারে ৮০ শতাংশ ট্রেড বা লেনদেন হয়ে থাকে ।কারন এই পেয়ার হল মেজর পেয়ার । মেজর পেয়ার গুলতে মার্কেট সবচেয়ে বেশি উঠানামা করে।তবে আরেকটি পেয়ার আছে সেটা হল usd/jpy।
-
We are undertaking buy and sell by making use of a number of pairs. Although I've got exclusive appeal to the EUR/USD set. Simply because applying this set
-
ফরেক্স হলো টাকা উপারজন একমাএ মাধ্যম অার এর জন্য কতো গুলো কারেন্সি ওপর অনেকে বেশি নিভর হয়ে কাজ করে থাকে অামি মূলতো এখনো শুরু করেনাই অামি usd uro gbp এগুলো করবো অামি এগুলো নিয়ে কাজ করতে ভালো লাগে ৷
-
আসলে কোন পেয়ারটি যে ভাল সেটা বলা মুশকিল কারন একেক জনের নিকট একেক পেয়ার ভাল কারন যে পেয়ারে সে ট্রেড করে লাভ কররেত পারে তার নিকটে সেটি ভাল তেবে আমি আমার কাছে যেটাকে ভাল মনে করি সেটি হল ইউরো/ ইএসডি পেয়ার কারন এর স্পেড কম এবং ঝুকিও কম বলে মনে হয়। ধন্যবাদ।
-
সব থেকে ভাল পেয়ার আমার মতে eurusd এই পেয়ার টি একটা নির্দিস্ট নিয়ম মেনে চলে। বড় নিউজ ছাড়া এটি সাধারন রেঞ্জ এ অবস্থান করে। এই পেয়ারটি বিশ্বের অধিকাংশ ট্রেডার রা ট্রেড করে। তাই এখানে বাই, সেল এর একটা সামঞ্জস্য থাকে। তাই অন্য পেয়ার এর চেয়ে প্রফিট বেশি হয়ে থাকে।
-
ফরেক্সে সবচেয়ে জনপ্রিয় কারেন্সি পেয়ার হল ইউরো/ইউএসডি। অধিকাংশ ট্রেডাররা এই পেয়ারে ট্রেড করতে অভ্যস্ত। কারণ এটির মুভমেন্ট ভালো। উপযুক্ত এনালাইসিস করে ট্রেড ওপেন করতে পারলে অন্যান্য পেয়ার অপেক্ষা অনেক ভালো প্রফিট অর্জন করা যায়। তবে ফরেক্সে যারা নতুন অথবা কম অভিজ্ঞ - তাদের জন্য usd/jpy পেয়ারে ট্রেড করা উত্তম। কারণ আমেরিকা আর জাপানের অর্থনীতি খুবই সবল। তাই এটিতে লস হওয়ার সম্ভাবনা তুলনামূলক অনেক কম। সুতরাং নিজের অবস্থান বুঝে পেয়ার নির্বাচন করুন। যেই পেয়ারে আপনি ভালো প্রফিট করতে পারবেন, আপনার জন্য সেই পেয়ারই ভালো।
-
আমাদের ফরেক্স মার্কেটে অনেক পেয়ার আছে যেগুলো অনেক বেশি কারেন্সি আপ ডাউন করে কিন্তু সবচেয়ে অনেক গুরত্তপূর্ন পেয়ার হচ্ছে eur vs usd. আমাদের আরে অনেক পেয়ার যেগুলো হল gbp / usd,Aud/usd, গওল্ড এই রকম অনেক ফরেস পেয়ার আছে। তবে সবচেয়ে বেশি euro USD& USD jpy এই দুইটি পেয়ারএ ট্রেড করা হয়, আমি মনে করি এই দুইটি পেয়ার ব্যাবহার করে ট্রেড করা ভাল হবে।
-
সব থেকে ভালো পেয়ার হলো Euro/Usd. এই পেয়ারটি মেজর কারেন্সির মধ্যেও মেজর পেয়ার। এই পেয়ারেই সচরারচর বেশি ট্রেড লক্ষ্য করা যায়।অর্থাৎ অধিকসংখ্যক ট্রেডার এই পেয়ার সম্পর্কে ভালো জানে এবং এই পেয়ারেই বেশি ট্রেড করে।এজন্য আমি এই পেয়রটিকেই সব চেয়ে ভালো পেয়ার বলবো।
-
ফরেক্স ট্রেড করার জন্য বিভিন্ন পেয়ার আছে তার মধ্যে আমার কাছে eur/usd সবচেয়ে বেশী পছন্দের আমার জানা মতে বেশীর ভাগ ট্রেডাররা এই পেয়ারেই ট্রেড করে থাকেন, তবে ফরেক্স ট্রেড করার জন্য অভিজ্ঞতা সবচেয়ে গুরুত্বপুণ্য আগে অভিজ্ঞতা অর্জন করেন তার পর এনালাইসিস করে ট্রেড করেন।
-
ফরেক্সে অহরহ পেয়ারের মাঝ থেকে সবচেয়ে ভালো পেয়ার খুজে বের করা আসলেই বেশ কষ্টসাধ্য ব্যপার। আবার সবগুলো পেয়ার নিয়েও একজনের পক্ষে কাজ করা সম্ভব না। তাই প্রথমেই বেশ কিছু ভালো পেয়ার বেছে নিতে হয়। কারন উলটাপালটা পেয়ারে ট্রেড করলে লসের ঝুকি থাকে। আমার কাছে ইউরো ইউএসডি পেয়ার টাকেই সবচেয়ে ভালো মনে হয়।
-
আমি মনে করি যে ফরেক্স এ সকল পেয়ার ই ভাল তুবা এর ভিতরে আমি uro usd কে বাশি সাপরত করি কারন আমি মনে করি এই পেয়ার এর মত অন্য কোন পেয়ারে সুবিধা নেই। সকল পেয়ার এর চেয়ে আমি uro usd কে সাপোর্ট করি।
-
আমার মতে সব চায়তে ভালো পেয়ার হচ্ছে eurusd এই দুইটি পেয়ারের স্পর্ড কম এবং এটি মার্কেট রেঞ্চ এর মাধ্যমে চলাফেরা করে তাই্ আপনি যদি এই পেয়ারে ট্রেড করনে তাহলে আপনি লস কম করে থাকবেন। তাই আপনার সময় নষ্ট না করে আপনি এই পেয়ারে ট্রেড করুন এবং আপনার লস কমিয়ে ফেলুন তবে মনে রাখবেন যেই খানেই ট্রেড করুন আগে আনালাইসিস করে নিবেন তাছাড়া আপনি যে কোান পেয়ারে ট্রেড করুন লস হবেই ।
-
ভাই ফরেক্স মার্কেটে বিভিন্ন পেয়ার আছে তার মধে ফরেক্স মেজর পেয়ার গুলো ট্রেড করার জন্য ভাল কারন প্রায় সব ব্রোকারেই মেজর পেয়ারগুলোতে স্পেড কম থাকে তবে তাদের মধ্যে আমার মতেও সব থেকে ভাল পেয়ার হল ইউরো/ ইউ এস ডি পেয়ার আর এই পেয়ার যদিও বেশ গতিশীল তার পরেও এনালাইজ করার সময় বেশ বোঝা সম্ভব। ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেটে যত ট্রেডার রয়েছে তার সবগুলো ট্রেডারই ইউরোইউএসডি তে ট্রেড করে থাকে। এটি খুব বেশি উঠানামা করে না। ১০০-২০০ পিপস এর মধ্যেই থাকে। কিন্তু যখন নিউজ হয় তখন বেশি উঠানামা করে। তাই আমার কাছে মনে হয় ইউরোইউএসডি এবং জিবিপিইউএসডি ই সবচেয়ে ভাল পেয়ার। ধন্যবাদ
-
ফরেক্স এ সব পেয়ারই ভাল। তবে আমি ট্রেড করি জি বি পি- জেপিওয়াই।এই পেয়ারের মুভমেন্ট অনেক বেশি। একটু পুজি বড় থাকলে এই পেয়ারে ট্রেড করতে কোন সমস্যা নাই।এই পেয়ারে লাভও দ্রুত করা যায়। তবে না বুঝে এই পেয়ারে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
-
আমার কাছে ইউরো ইউএসডি কেই সবথেকে ভাল পেয়ার মনে হয়। কারণ, এটি সবচেয়ে সহজ এবং জনপ্রিয় পেয়ার। সাধারণত এটি ১০০-২০০ পিপসের মধ্যেই দৈনিক ঘোরাফেরা করে থাকে। কিন্তু নিউজ হলে বেশি উঠানামা করে থাকে। ধন্যবাদ
-
আমার মতে ফরেক্স এ সব থেকে ভাল পেয়ার হলো eurusd, eurjpy, usdjpy আমার এই পেয়ার গুলো খুব ভাল লাগে। কারন এই পেয়ার গুলো কোন ঝামেলা করে না উলটা-পালটা আপ ডাউন করে না আর তা ছাড়াও এই পেয়ার গুলোতে ট্রেড করে অনেক মজা আছে। আর অনেক ট্রেডারদের অনেক পছন্দে পেয়ার আছে আমার মনে হয়ে তাদের পছন্দের পেয়ারে ট্রেড করা উচিত যে পেয়ারে তারা ট্রেড করে মজা পায়।
-
আমি সাধারণত Euro-Usd পেয়ার কে সব থেকে ভাল পেয়ার বলব । কারন এই পেয়ারে অধিকাংশ ট্রেডার ট্রেড করে থাকেন এবং এই পেয়ার এ মুভমেন্ট অন্য পেয়ার গুলির তুলনায় কম হয়ে থাকে যাতে করে যারা ছোট বা মাধ্যম আকারে ডিপোজিট করে থাকে তারা এই পেয়ারে ট্রেড করতে সব থেকে বেশী পছন্দ করে থাকেন । ১০০- ২০০ পিপস এর মধ্যে এর সাধারণ রেঞ্জ থাকে । অনেক সময় দেখা যায় হাই ইমপ্যাক্ট নিউজ এর কারনে বড় ধরনের মুভমেন্ট ঘটে থাকে ।
-
ফরেক্স মার্কেট এর সবচেয়ে জনপ্রিয় পেআর হলো usd jpy কারেন্সি পেআর ফরেক্স মার্কেট এর ৭০ সতাংশ ট্রেড ই হয়ে থাকে। আমি ও usd jpy কারেন্সি ট্রেড করি। আর আমি অনেক পিপস লাভ করতে পারি যা কিনা আমাদের জন্য অনেক লাভজনক।
-
আমি প্রথম থেকেই ইউরো-ইউএসডি নিয়ে কাছ করেছি। তাই আমার কাছে ইউরো-ইউএসডি পেয়ারটি বেশি ভাল মনে হয়। এই পেয়ারটা আমার খুব ভালোলাগে এই পেয়ার খুব বেশি পরিমান আপ ডাউন করে ফলে যারা সর্ট টাইম ট্রেড করতে চায় এবং অল্প লাভে ট্রেড ক্লেজ করতে চায় তাদের জন্য এই পেয়ার সব থেকে ভালো তবে এটা ছাড়া আরো অন্য পেয়ার যেমন জিবিপি/ ইউ এস ডি, ইউরো/জেপিওয়াই, ইউ এস ডি/ জেপিওয়াই ইত্যাদি পেয়ার গুলোও বেশ ভালো ওঠা নামা করে থাকে।
-
আমর মতে সবচেয়ে ভাল কারেন্সি পেয়ার হল সেই পেয়ার যার চাহিদার দরুন প্রতিনিয়ত মূল্যের পরিবর্তন ঘটে আর ঐ ধরনের কারেন্সি পেয়ার নিয়ে কাজ করলে প্রতিনিয়ত মূল্যের পরিবর্তনের সাথে সাথে ট্রেড করে ভাল ভাবে প্রফিট/লাভ করা যায়। আমর কাছে মনে হয় সবচেয়ে চিহিদাপূর্ন কারেন্সি পেয়ারটি হল ইউরে/ইউ.এস.ডি।
-
ফরেক্স মার্কেট এ আমরা তিন ধরনের পেয়ার এ ট্রেড করি । এক একজন ট্রেডার এর এক একধরণের পেয়ার এ ট্রেড করে। তবে আমার মতে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা ইউ এস ডি বা ইউরো পেয়ার এ ট্রেড কোরতে আমার কাছে ভালো লাগে। কারন আমাদের দেশে যখন রাত হই তখন এউ এস ডী সেশান শুরু হই। তাই আমরা রাতে ঠান্ডা মাথাই ট্রেড কোরতে পারি। আর রাতে যদি আমরা ট্রেড কোরতে পারি তাহলে আমরা সফল হতে পারব।
-
ইউরো/ইউএসডি হল সবচেয়ে ঠান্ডা পেয়ার। ঠান্ডা পেয়ার বলতে আমি শান্ত আর ভাল বোঝাচ্ছি। আমিও ইউরো/ইউএসডি পেয়ার নিয়ে ট্রেড করতে পছন্দ করি। অন্যান্য পেয়ারে যদিও ফ্লাকচুয়েশন বেশি হয়, তারপরও ইউরো/ইউএসডি পেয়ারই ভাল। এতে হঠাৎ করে বেশি লস হবার সম্ভাবনা কম থাকে। তবে ইদানিং এই পেয়ারের বৈশিষ্ট্য এ বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে।
-
আমার কাছে ইউরো-ইউএসডি পেয়ারটি বেশি ভাল মনে হয়। কারন এগুলতে ট্রেড করা নিরাপদ এ থেকে ভাল ভাবে লাভ করতে পারা যাই।
-
আমার মতে ফরেক্স মার্কেটের সবচেয়ে জনপ্রিয় পেয়ার ইউরো ইউএসডি কারেন্সি পেয়ার। ফরেক্স মার্কেটের অধিকাংশ ট্রেডার কাছে অনেক বেশী পছন্দ হতে পারে বলে আমি মনে করি।তাই আমার কাছে ইউরো-ইউএসডি পেয়ারটি বেশী ভালো মনে হয়।তাই আমি মনে করি সাধারণত Euro-Usd পেয়ার কে সব থেকে ভাল পেয়ার বলে মনে করি।
-
আমি শুরু থেকেই Euro-Usd পেয়ারে ট্রেড করি কেননা এটার মুভমেন্ট সব সময় সহনিয় পর্যায়ে থাকে। যার ফলে কম ডিপোজিটের একাউন্ট গুলো দ্রুত শুন্য হয়ে যাওয়ার ভয় থাকেনা। আমার কাছে ইউরো-ইউএসডি পেয়ারটি বেশি ভাল মনে হয়। তবে আপনি এনালাইসিস করে যেটি আপনার কাছে বেশি ভালো লাগে সেটাই ভালো পেয়ার।
-
ফরেক্সে মেজর কারেন্সি পেয়ার গুলো দিয়েই বেশিরভাগ ট্রেড হয়ে থাকে যেমন, uro/usd, gbp/usd, uro/jpy, usd/jpy, aud/usd, usd/chf, nzd/usd ইত্যাদি পেয়ার গুলোই মেজর কারেন্সি । এইগুলর সবগুলই প্রতিদিন ভালো মুভমেন্ট করে, তাই আপনি চাইলে এইসবগুলর মধ্যে চয়েজ করে ট্রেড করতে পারেন । তবে ফরেক্স মার্কেটে সবচেয়ে জনপ্রিয় পেয়ার হচ্ছে uro/usd ।
-
দেখুন ফরেক্স মার্কেট এ খারাপ পেয়ার বা ভাল পেয়ার বলে কোন শব্দ নাই। এমন কোন পেয়ার নাই যেটা খারাপ। তবে কিছু কিছু বেশি ট্রেড হয়ে থাকে যেমন ইউরো/ডলার। তাই বলে আপনি অন্য একটা পেয়ারকে খারাপ বলতে পারেন না। যে যেটা বুঝে তার কাছে সেটাই সব থেকে ভাল পেয়ার।
-
ফরেক্স মারকেটের আমার দৃস্টিতে সব পিয়ারেই ভাল যদি আপনি ভাল করে বুঝে আহুনে ট্রেড করতে পারেন তাহলে। আর আপনি যদি অদক্ষ ট্রেডার হন তাহলে আপনার ভাল পিয়ারও অনেক খারাপ করবে। তবে আমার কাছে মনে হয় ইউরো ইউএসডি পিরারটি সবছেয়ে ভাল।
-
ফরেক্সে অনেক পেয়ারই আছে। সব পেয়ারেই মুভমেন্ট হয়। তবে আমাদের পক্ষে সব পেয়ার নিয়ে কাজ করা সম্ভব হয় না। আর সব পেয়ার নিয়ে কাজ করা উচিতও না। আমাদের এমন কিছু পেয়ার সিলেক্ট করে নিতে হবে যেগুলোতে মুভমেন্ট থাকে স্বাভাবিক। আমার মতে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি ভালো পেয়ার।
-
আমি ফরেক্স এ নতুন । তাই ভাল করে জানি না যে কোন পেয়ার ভাল । তাই আমার কাছে যা মনে হয় তা হল ইউএসডি পেয়ার । তাই আমার কাছে এই ইউএসডি পেয়ার অনেক ভাল আমার কাছে । এই পেয়ার এটা অনেক ভাল মনে হয় ।
-
আমি মনে করি সবগুলিই ভালো পেয়ার । যেই পেয়ারে আপনি ট্রেড করুন না কেনো ঐ পেয়ার সম্পর্কে আপনার ধারনা থাকা আব্যশক । তবে কিছু কিছু পেয়ার আছে যে গুলো অনেকাংশেই টেকনিক্যাল অ্যানালাইসিস মেনে চলে না । তাই ঐসব পেয়ারে আপনি ভালো প্রফিট নাও করতে পারেন । যেমন usdcad ।
-
Eur/usd পেয়ারই আমার কাছে সব থেকে বেস্ট মনে হয় এবং অামি শুরু থেকেই এই পেয়ারে অন্যান্ন পেয়ার অপেক্ষা বেশি ট্রেড করি । আমার কাছে মনে হয় বেশিরভাগ মানুষই এই পেয়ারে ট্রেড করে থাকেন । তাছারা এই পেয়ারটিতে সফটলী মুভমেন্ট করায় ট্রেড করে অনেক বেশি প্রফিট করা যায় ।