ইন্ডিকেটর দেখে ট্রেড করা খুব একটা খারাপ না।তবে তার সাথে আপনার নিজের এনালাইসিস ও করতে হবে।আগে এনালাইসিস তারপর ইন্ডিকেট, তারপর অভিজ্ঞ ট্রেডারদের পরামর্শ সব কিছুর সমন্বয়ে ট্রেড করতে হবে।
Printable View
ইন্ডিকেটর দেখে ট্রেড করা খুব একটা খারাপ না।তবে তার সাথে আপনার নিজের এনালাইসিস ও করতে হবে।আগে এনালাইসিস তারপর ইন্ডিকেট, তারপর অভিজ্ঞ ট্রেডারদের পরামর্শ সব কিছুর সমন্বয়ে ট্রেড করতে হবে।
প্রত্যেকেই তার নিজস্ব উপায়ে প্রিয় সদস্য ট্রেলারটি করেন, আপনি যদি কোনও সূচকের সাহায্যে বাণিজ্য করে থাকেন এবং খুব ভাল লাভ উপার্জন করেন তবে এটি আপনার পক্ষে খুব ভাল প্রমাণিত হতে পারে ut তবে আমি মাত্র ২ দিন আগে সংবাদটি ব্যাট করেছি এবং আমিও নিউজ পূজা থেকে খুব ভাল লাভ করুন এবং আরও ভাল গ্রেটার হওয়ার চেষ্টা করুন
আমাদের দেখতে হবে সিগন্যাল দেখে কী জরুরি এবং সে দিন যে-সব খবর তার মধ্যে রয়েছে, সেই বাণিজ্যের দিকে খেয়াল রাখতে হবে । তা থেকে কোনও লাভ করতে পারবেন না ।
ইনডিকেটর নিয়ে অনেক বিতর্ক আছে ছিল এবং থাকবে। তার পরও ইনডিকেটর এর ব্যবহারও বন্ধ হবে না। আসলে ইনডিকেটর কখনও ভবিষ্যৎ বলতে পারে না। সে শুধু আপনাকে অতীত টা দেখায় যার উপর অনুমান করে আপনি ভবিষ্যৎ নির্ধারনের চেষ্টা করেন। অনেক সময় অনেক ইনডিকেটর বেশ ভাল রকমের কাজ করে। অনেক সময় ঠিক ভাবে কাজ করে না। একটা ইনডিকেটর এর খুটিনাটি জানা গেলে এই ইনডিকেটর দিয়ে বেশ ভাল প্রফিটেবল সিস্টেম বানানো সম্ভব।
হ্যাঁ ... এটাই আপনার ফরেক্স ট্রেডিং পছন্দ করার কারণ..কিন্তু আমার কাছেও আমার কারণ আছে .. ফরেক্স ট্রেডিং এই পৃথিবীর অন্যতম সুরক্ষিত ব্যবসা .. আপনি জানেন যে আপনার মেটা ব্যবসায়ীকে স্টপলাস মেনু আছে .. আপনার ক্ষতি হ্রাস বা সীমিত করতে পারে আপনি বড় হতে পারেন .. অন্য ব্যবসা আছে যে স্টপলস থাকতে পারে?
ইন্ডিকেটরের চেয়ে প্রাইস একসন বুজে ট্রেড করা শতগুন ভালো। আমি প্রথম প্রথম যখন মার্কেটে আসি তখন ইন্ডিকেটর ব্যাবহার করতাম তখন মনে করতাম ইন্ডিকেটরই তো ভালো সিগন্যাল দেয় খুব সহজেই এখান থেকে প্রফিট করতে পারবো। তবে যখন লস করতে থাকলাম তখন নিজের ভুলটা বুজতে পারলাম শুধু ইন্ডিকেটরই ট্রেড করার জন্য যথোপযুক্ত নয় এর সাথে প্রাইস একসন টা ভালো করে বুজতে পারলে তখনই ফরেক্সে ভালো করা সম্ভব হবে।
আমার মতে প্রাথমিকভাবে আমরা ইনডিকেটর দিয়ে মার্কেট বোঝার চেষ্টা করতে পারি কিন্তু ইন্ডিকেটর দিয়ে মার্কেট পুরোপুরি অবস্থান বোঝা যায় না । তাই কিছুটা আইডিয়া নেওয়া যায় তবে সেটার উপর পুরোপুরি ভরসা করা ঠিক না এবং বিশেষ করে নিউজ এর টাইম তো ইন্ডিকেটর কাজ করেই না বললেই চলে সুতরাং আমাদের এই সময়গুলো থেকে সাবধান হতে হবে । আমি মনে করি ফরেক্স এর আসলে সঠিকভাবে এনালাইসিস করলে ট্রেডিং এ লাভ হওয়ার সম্ভবনা বেশী ।
একটি প্রধান সামগ্রী যা পাটিগণিত থেকে প্রাপ্ত; এটাই বিজ্ঞানের সাব ডিভিশন। আপনার যেমন ভবিষ্যদ্বাণী করা লাভ বা ক্ষতির হিসাব করতে হয় এমনকি ভবিষ্যদ্বাণীও করা হয় তাই একজন মৌলিক গণিতের নিয়মগুলিতে প্রাইভেট থাকার ইচ্ছা পোষণ করে তবে এটিতে গণিতের কোনও কঠিন বিষয় থাকে না তাই গণিতের সেরা সাধারণ প্রশিক্ষণ ফরেক্সে গণনা করার জন্য যথেষ্ট। ফরেক্স আমার গণিত কী জরুরত পার্টি তবে ম্যাথ কি জারূরাত নয় পার্থী গণিত জমা
ফরেক্স মার্কেট এ অনেক এ ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করে তাদের পছন্দ মতো,আমি নিজেও ইন্ডিকেটর ব্যবহার করি ৫০ মুভিং এভারেজ ইন্ডিকেটর,আমি এই ইন্ডিকেটর টা শুধুমাত্র মার্কেট ট্রেন্ড নির্ণয় এর জন্য ব্যবহার করি,তাছাড়া প্রফিট করার জন্য নয়,আমি সাধারণত প্রাইস এ্যাকশন এর উপর ট্রেড করে থাকি।
ইন্ডিকেটর দিয়ে আমি ট্রেড করিনা,তাই সবাই কে আমি ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা থেকে বিরত থাকতে বলি,আমি সাধারনত ট্রেন্ড লাইন ড্র করে ট্রেড করি আমার কাছে এটিই প্রফিট এবল মনে করি,কিন্তু মাঝে মাঝে মার্কেট ট্রেন্ড শর্ট টাইম এর জন্য কোন দিক তা যানার জন্য ৫০ মুভিং এভারেজ ব্যবহার করে থাকি।
আমার মতে ইন্ডিকেটর দেখে ট্রেড ওপেন করা খুবই ভালো কাজ,,, তবে সব সময় ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড ওপেন করলে ভালো ফলাফল পাওয়া যায় না । তার কারন হলো মার্কেট তার নিজস্ব গতিতে চলে এবং সেই গতিবিধি বুঝে উঠা খুবই কঠিন হয়ে দাড়ায় । তাই শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভরশীল না হয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে,,,,, ধন্যবাদ ।
আসলে ইন্ডিকেটর বা বিশেষ কিছু সিগন্যালের উপর আস্থা বা নির্ভর করে ট্রেড করা আর অন্ধ বিশ্বাসের ফলে ট্রেড করার মধ্যে কোন তফাত নেই। আমি মনে করি ইন্ডিকেটর দেখে ট্রেড করা হল বড় ধরনের সুভংকরের ফাকি আর আপনি যদি একজন ফরেক্স ট্রেডিং দক্ষতায় দক্ষ ট্রেডার হয়ে থাকেন আর তার পরও ঐ ফাদে পা বাড়ান তা হলে তা হবে আপনার জন্য বড় ধরনের বোকামি এবং যার মাশুল আপনাকে লসের ভিতর দিয়েই দিতে হবে।
ফরেক্স মার্কেটে যারা নতুন তারা সবাই প্রথমে ইন্ডিকেটর দেখেই ট্রেড করে।ইন্ডিকেটর ট্রেডিং প্রক্রিয়াকে অনেক সহজ করে দেয়,কিন্তু ইন্ডিকেটর সবসময় সঠিক নির্দেশনা দেয়না বলে অনেকেই এর সম্পর্কে ভিন্ন মতামত প্রকাশ করে।আমিও ইন্ডিকেটরকে পুরোপুরি সাপোর্ট করিনা।আমি ট্রেড করি এনালাইসিস করে।
প্রাইস অ্যাকশনই আমার কাছে বেশি প্রধান্য পাবে। তবে আমিও বেশি ইন্ডিকেটর ব্যাবহার করিনা। যদি আপনি এর ব্যবহার ভাল করে নাই যানেন তবে অযথা ইন্ডিকেটর ব্যবহার না করাই ভাল। আমার ট্রেডে আমি মাত্র দুই থেকে তিনটি ইন্ডিকেটর ব্যবহার করে থাকি মার্কেট ভালভাবে বুঝার জন্য
নতুন অবস্থায় ইন্ডিকেটর দেখে ফরেক্স ট্রেড করা যায়। ফুরেক্স ট্রেড করার সময় ইন্ডিকেটর আমাদের অনেক সাহায্য কড়ে। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ ফরেক্স ট্রেডার জানেন না কিভাবে ইন্ডিকেটরগুলো কাজ করে। এগুলির বাবহার আমাদের জানতে হবে তারপর আমরা এর সদবাবহার করতে পারব।
ভাইবোন, আপনারা উল্লেখযোগ্য সংখ্যক বিশ্বাস করতে পারেন যে পয়েন্টারটি কাজ করে না, যেহেতু আপনি বলতে পারেন যে আমি সারা জীবন ধরে অসংখ্য মার্কার ব্যবহার করেছি। সুতরাং আমি বুঝতে পারি যে চিহ্নিতকারীটি কোনও কাজেন নয়। এটি যেমন হয় তা হ'ল, আপনি যে মার্কার ব্যবহার করেছেন তা হ'ল সেগুলার কার্যকরী মান standards আপনি কি জানেন বা আবিষ্কার করার চেষ্টা করেছেন? সেই মুহুর্তে আপনি প্রারম্ভিক পয়েন্টারটি এবং আবার মেটা ট্রেডারের ডিফল্ট চিহ্নিতকারী দিয়ে একটি উপকার করতে পারেন।
ইন্ডিকেটর যদি খারাপ হতো তাহলে মেটাট্রেডারে এত বিভিন্ন ধরনের ইন্ডিকেটর থা্কত না। আসলে আমরা ইন্ডিকেটর এর ব্যবহার জানি না। যার কারনে সঠিকভাবে ব্যবহার না করে উল্টাভাবে ট্রেড দিয়ে লস করে ফেলি। আর মন্তব্য করে থাকি যে আসলে ইন্ডিকেটরটি বেশি ভালো না।
ইনডিকেটর নিয়ে অনেক বিতর্ক আছে ছিল এবং থাকবে। তার পরও ইনডিকেটর এর ব্যবহারও বন্ধ হবে না। আসলে ইনডিকেটর কখনও ভবিষ্যৎ বলতে পারে না। সে শুধু আপনাকে অতীত টা দেখায় যার উপর অনুমান করে আপনি ভবিষ্যৎ নির্ধারনের চেষ্টা করেন। অনেক সময় অনেক ইনডিকেটর বেশ ভাল রকমের কাজ করে। অনেক সময় ঠিক ভাবে কাজ করে না। একটা ইনডিকেটর এর খুটিনাটি জানা গেলে এই ইনডিকেটর দিয়ে বেশ ভাল প্রফিটেবল সিস্টেম বানানো সম্ভব। আমরা যারা নতুন আছি তাদের জন্য ইন্ডিকেটর ভালো কারন আমরা শেখার জন্য ইন্ডিকেটর ব্যবহার করছি। আবার পুরো পুরি বা আজিবন ই িন্ডকেটর ব্যবাহার করা ঠিক নয় কারন এর মাধ্যমে রিক্স থাকে যা লাভকরতে যেমন অন্তরায় তেমনি ট্রেড শেখার ক্ষেত্রেও অন্তরায় ।
ইন্ডিকেটর হচ্ছে এমন একটা ট্রেডিং টুল যেটা মার্কেট এর গতিবিধি পর্যালোচনা করে। এটা মার্কেট এর দিক পরিবর্তনের সাথে সাথে নিজে পরিবর্তন হয়। তবে বেশির ভাগ সময় এটা ফলো করে ট্রেড করতে পারলে লাভ করা যায়। অনেক সময় অনেক ইনডিকেটর বেশ ভাল রকমের কাজ করে। অনেক সময় ঠিক ভাবে কাজ করে না। একটা ইনডিকেটর এর খুটিনাটি জানা গেলে এই ইনডিকেটর দিয়ে বেশ ভাল প্রফিটেবল সিস্টেম বানানো সম্ভব।
শুধু ইন্ডিকেটর ফলো করে ট্রেড করেই বেশীর ভাগ জয়ী হওয়া যায়। কেননা, মার্কেট এনালাসিস করে যেমন, মুভিং এভারেজ, সার্পোট ও রেসিসন্ট্যান্স ফলো করে ট্রেড করলেও ভাল সাফলতা অর্জন করা যায়। আর আমি এই এনালাইসিস করেই অনেকটা সাফলতা অর্জন করি। তাই ইন্ডিকেটর ও ভাল ফল দায়ক ফরেক্স মার্কেট এ।
ইন্ডিকেটর হচ্ছে এমন একটা ট্রেডিং টুল যেটা মার্কেট এর গতিবিধি পর্যালোচনা করে। এটা মার্কেট এর দিক পরিবর্তনের সাথে সাথে নিজে পরিবর্তন হয়। তবে বেশির ভাগ সময় এটা ফলো করে ট্রেড করতে পারলে লাভ করা যায়। তবে তার জন্য দরকার সে ইন্ডিকেটোর এর পরিপুর্ণ ব্যবহার করার নিয়ম জানা। সেটা সম্পর্কে দক্ষতা অর্জন করা। ট্রেডিং এর পূর্বে ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করলেই ইন্ডিকেটর এর ব্যবহার করা লাগে না।
ফরেক্স মার্কেটে অনেক ধরনের ইন্ডিকেটর এবং মুভি এভারেস ব্যবহার করে বিভিন্ন ট্রেডাররা ট্রেডিং পরিচালনা করে থাকে। ইন্ডিকেটর এর মাধ্যমে প্রফিট করা যায় তবে ইন্ডিকেটর সব সময় সঠিক সিগনাল দেয় না তাই ইন্ডিকেটর সঠিকভাবে এনালাইসিস করে নিজের সাথে ওটা কি ঠিক করে নিতে হবে ইনডিকেটরের উপরে অন্ধ বিশ্বাস করে ট্রেডিং করা বোকামি অ্যানালাইসিস করতে হবে এবং বুঝতে হবে এই এন্ট্রি আসলে কতটুকু কাজ করে এবং কখন কখন কি কাজ করে
ইন্ডিকেটর দেখে ট্রেড করা ভাল কিন্তু ফরেক্স এতো সহজ ব্যবসা না যে শুধু মাত্র ইন্ডিকেটর দেখে ট্রেড করলেই প্রফিট হবে । আসলে ফরেক্স ব্যবসা লস খুব সহজে হয়ে থাকে । তাই আমার মতে শুধু ইন্ডিকেটর দেখে ট্রেড করা মোটেই ঠিক না । ইন্ডিকেটর দেখে ট্রেড করলেই যে লাভবান হতে পারা যাবে সেটা ঠিক নয় ।আমরা আগে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই জীবনে উন্নতি করতে পারব ।
ফরেক্স এ যার যার দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে যার যার সুবিধা মতে ফরেক্স করে ফরেক্স থেকে আয় করে থাকেন। কেউ মার্কেট এ ফাইন্টামেটাল, টেকনিক্যাল ও সেন্টিমেটাল এনালাসিস করে ট্রেড করে থাকেন। আমি মার্কেট এর টেকনিক্যাল এনালাইসিস করে মার্কেট এর মুভিং এভারেজ, আর.এস.আই. জিগজ্যাগ ও পারাবলিক স্যার ব্যবহার করে ফরেক্স এ ট্রেড করে থাকি। এতে আমার টার্গেট অনুযায়ী আমি ফরেক্স করে প্রফিট অর্জন করে সাফলতা অর্জন করি।
ফরেক্স মার্কেট এ আমরা সাধারণত ইনডিকেটর দেখে ট্রেড করি। তবে এর পাশাপাশি আমরা ফরেক্স মার্কেট এ তিন ধরণের এনালাইসিস করি। এই এনালাইসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি। ইনডিকেটর ব্যবহারকে এভাবে সঠিক প্রয়োগ করা যেতে পারে যে আপনি এনালাইসিস করেছেন এবং তার রেজাল্টের সাথে ইনডিকেটরের সিগন্যাল এ কোন মিল আছে কিনা ।
যথেষ্ট কষ্ট করে প্রাইজ একশান স্ট্র্যাটেজী শিখেছি এবং তার সঠিক প্রয়োগেই ট্রেড করার চেষ্টা করি ৷ ফরেক্স মার্কেটে প্রাইস একশান স্ট্র্যাটেজী-ই একমাত্র নির্ভরযোগ্য ট্রেডিং কৌশল৷আমি কোনো প্রকার ইনডিকেটরের উপর ভরসা করে ট্রেড করিনা কারণ অসংখ্য ইনডিকেটর রয়েছে অথচ সেগুলো কখোনোও আপনার ভবিষ্যত এন্ট্রী সম্পর্কে সুস্পষ্ট কিছুই নির্দেশ করতে পারবে না৷যেকোনো ইনডিকেটর তেমন কিছুই বলতে পারবে না যে প্রাইস এখন আপে যাবে না কী ডাউনে যাবে৷
আমার কাছে কি মনে হয় জানেন ভাই ? অনলাইন এর যত সব ইন্ডিকেটর আছে তার বেশিরভাগই হল ভুয়া। তারা জনগনের কাছ থেকে মিথ্যা বলে টাকা মেরে খাই। আবার অনলাইন এর অনেক বড় বড় ট্রেডার আছে যারা সিগনাল দিয়ে থাকে টাকার বিনিময়ে। আরে ভাই অতই যদি আপনার সিগনাল এ কাজ করবে তাহলে আপনি ট্রেড না করে সিগনাল বিক্রি করে বেড়চ্ছেন কেন ?
আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা ইন্ডিকেটরের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে ট্রেড করে থাকেন। যারা মনটা করেন তারা মোটেও ঠিক করেন না। কারণ অনেক সময় ইন্ডিকেটর বা রোবটের সিগন্যাল সঠিক নাও হতে পারে। তাই আপনার উচিত ইন্ডিকেটর এর উপরে পুরোপুরি নির্ভরশীল না হয়ে নিজেই এনালাইসিস করে তারপরে ট্রেড করা। এতে করে আপনার জানা ও জ্ঞানের পরিধি বাড়তে থাকলো।
অনেকের ধারনা ইন্ডিকেটর গুলো ঠিক মতো কাজ করেনা। তাই যত দোষ নন্দ ঘোষ টাইপ মানসিকতা নিয়ে আমরা বলে ফেলি ইন্ডিকেটর গুলো ভুয়া। কিন্তু আসল ব্যপার হল আমরা ন্ডিকেটর ব্যবহারের নিয়ম কানুনই জানিনা। একজন দক্ষ ট্রেডারের অন্যতম গুন হল ইন্ডিকেটর এর সঠিক ব্যবহার করা।তবে বেশি ইন্ট্রিগেটর আপনার ট্রেডিং এ গোলমাল পাকাতে পারে। আমি বলব আপনি যে ইন্ট্রিগেটর বুঝেন সেগুলোর সঠিক ব্যবহার করুন তাহলে সুফল পাবেন আশা করি।
আমি একজন নতুন ফরেক্স ট্রেডার হিসেবে জানার জন্য বা জ্ঞান অর্জনের জন্য ইন্ডিকেটর আমার মধ্যে শুরুতেই ব্যবহার না করাই বেটার। আমি যদি প্রথম অবস্থায় ইন্ডিকেটর ব্যবহার করি তাহলে ফরেক্স সম্পর্কে আমার পরিপূর্ণ জ্ঞান লাভ হবে না। তাছাড়া অনেক সময় আমরা ইন্ডিকেটর উপর নির্ভর করে আমাদের লস করতে হয়।
আমার মতে ইন্ডীকেটর দেখে ট্রেড করার চেয়ে খালি চার্টে ট্রেড করা ভালো। কারন প্রতিটা ইন্ডকেটর আপনাকে প্রাইচ কে ক্যাল্কুলেশন করে আপনাকে সিগ্নাল দিবে। আর মার্কেট মুভ করার পর ইন্ডকেটর সিগ্নাল দেয়। এটা কখনো আগে সিগ্নাল দেয় না। তাই ইন্ডকেটর ছাড়াই ভালো ট্রেড করা সম্ভব। এই এনালাইসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।আমি সাধারণত ফরেক্স মার্কেট ইনডিকেটর এর সাহায্য নিয়ে ট্রেড বেশি করি। তাই আমি মনেকরি যখন কোন প্রকার নিউজ থাকেনা তখনা আমরা ইনডিকেটর এর সাহায্য নিতে পারি।ফরেক্স মার্কেট এ অনেক ধরণের ইনডিকেটর রয়েছে।আপনি যেকোনোটি ব্যাবহার করতে পারেন।
অনলাইন এর যত সব ইন্ডিকেটর আছে তার বেশিরভাগই হল ভুয়া। তারা জনগনের কাছ থেকে মিথ্যা বলে টাকা মেরে খাই। আবার অনলাইন এর অনেক বড় বড় ট্রেডার আছে যারা সিগনাল দিয়ে থাকে টাকার বিনিময়ে। আরে ভাই অতই যদি আপনার সিগনাল এ কাজ করবে তাহলে আপনি ট্রেড না করে সিগনাল বিক্রি করে বেড়চ্ছেন কেন ?
আসলে আমার মতে, ইন্ডিকেটর শুধু মাত্র আপনাকে ধারনা দিতে পারে কিন্তু ট্রেড আপনাকেই করতে হবে । সেজন্য আপনাকে আপনার নিজস্ব একটা সিস্টেম বানাতে হবে যেটা দিয়ে আপনি সারাজীবন আপনানার সিস্টেমেই ট্রেড করবেন এবং সেটাই হবে আপনার নিজের স্ট্রেটিজি বা পদ্ধতি । সুতরাং আমার মতামত হচ্ছে ইন্ডিকেটর দেখে ট্রেড করা কিছুটা ভাল তবে আরও ভালভাবে ফরেক্সে জানতে হলে প্রচুর অভিজ্ঞতা লাগবে। তবে নিজে থেকে ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করাই প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয়।
হ্যা অবশ্যই নতুন দের জন্য অনেক ভাল মনে করি । ইন্ডিকেটর ব্যাবহারে লস হওয়ার সম্ভবনা অনেক কম । তাই ইন্ডিকেটর দেয়ে ট্রেড করা ভাল ।
ফরেক্স ট্রেডিং এ ইন্ডিকেটরের গুরুত্ব অনেক। অনেকেই প্রাইজ অ্যাকশন এর উপর ট্রেড করে থাকে। কিন্তু সব সময় প্রাইজ এ্যাকশন নির্ণয় করা মুসকিল। তাই আমাদের বেশির ভাগ সময়ই ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করতে হয়। কিন্তু সঠিক ইন্ডিকেটর দিয়ে আমরা ট্রেড করতে পারি না। মনে রাখবেন কখনোই ইন্ডিকেটরের ডিফন্ট সেটিং ঠিক মত কাজ করে না। ইন্ডিকেটরের সেটিং জানাটা জরুরী। নতুন অবস্হায় এসকল ইন্ডিকেটর দেখে ট্রেড করতে পারলে আপনি প্রফিট করতে পারবেন।
কষ্ট করে প্রাইস একশান স্ট্র্যাটেজী শিখেছি এবং তার সঠিক প্রয়োগেই ট্রেড করি৷ফরেক্স মার্কেটে প্রাইস একশান স্ট্র্যাটেজী-ই একমাত্র নির্ভরযোগ্য ট্রেডিং কৌশল ৷ আমি কোনো প্রকার ইনডিকেটরের উপর ভরসা করে ট্রেড করিনা কারণ অসংখ্য ইনডিকেটর রয়েছে অথচ সেগুলো কখোনোও আপনার ভবিষ্যত এন্ট্রী সম্পর্কে সুস্পষ্ট কিছুই নির্দেশ করতে পারবে না ৷ যেকোনো ইনডিকেটর তেমন কিছুই বলতে পারবে না যে প্রাইস এখন আপে যাবে না কী ডাউনে যাবে ৷
নতুন ট্রেডাররা কি আদৌ ইন্ডিকেটর বুঝতে পারে? আমার তো মনে হয় না। আমিও ফরেক্সে নতুন। আমি ইন্ডিকেটরের কিছুই বুঝি না। আমি মোটামুটি ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করি। আমি যখন থেকে এটি শুরু করি তখন আজ পর্যন্ত আমি লোকসানের সম্মুখীন হই নি।
ইন্ডিকেটর নিয়ে আছে নানা বিতর্ক। ইন্ডিকেটর ব্যবহার করা উচিত? নাকি প্রাইস অ্যাকশনই বেশি ভালো? দুঃখজনক হলেই সত্যি আমাদের মধ্যে বেশিরভাগ ট্রেডার জানেন না। আমি জানি ইন্ডিকেটড় কোন কাজেন না। কিন্তু ভিয়া কথা হল এটা যে আপনি যে ইন্ডিকেটর ব্যবহার করেছেন সেগুলার ব্যবহারিক নিয়ম কানুন কি আপনি জানেন বা জানার চেষ্টা করেছনে ভাই যে কোন ইন্ডিকেটোর ব্যবহার করার আগে একটু জেনে নিবেন সেটা কি কারনে ব্যবহার করা হয় বা এর বিভিন্ন সেটিংস সম্পর্কে।
ট্রেডের ক্ষেত্রে ইন্ডিকেটর গুরুত্ব পুর্ন ভুমিকা পালন করে।কিছু কিছু ইন্ডিকেটর আছে যেগুলু ব্যবহার করাটা অনেক জরুরী। কিন্তু সব সময় ইন্ডিকেটর কাজে আসে না, কিছু কিছু সময় মার্কেট বেশি ভালো রাস্তা দেখিয়ে দেয়। ইন্ডিকেটর এর চেয়ে মার্কেটের অবস্থা বিবেচনা করে ট্রেড ওপেন করা বেশি উপকারী। এতে করে বেশি অর্থ উপার্জন করা যায় কেননা ট্রেড গুলা সফল হয়।
ইন্ডিকেটর দেখে অন্ধ ট্রেড করা কারও উচিত না।আমি মনে করি নিজস্ব স্ট্রাটেজির সাথে ভাল ২ একটি ইন্ডিকেটর ব্যাবহার করা উচিত।এতে আশা করি বেশ ভাল ফল পাওয়া যাবে।তবে কখনও শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা উচিত না। আমি মনে করি আপনি যদি ইনডিকেটর দেখে ট্রেড করেন তাহলেও আপনি অনেক ভাল প্রফিট করতে পারবেন। ইনডিকেটরের মধ্যে আপনি যদি পারাবলিক সার, আর এস আই, মুভিং আভারেজ ইত্যাদি ফলো করেন তাহলে আপনি স্কাল্পিং খুব ভাল করতে পারবেন সাথে লং ট্রেডও।