আমার মতে ট্রেডিং কে পেশা হিসেবে নাওয়া ঠিক না। এটা কে সাইড কাজ হিসেবে নওয়া উচিৎ। কারণ এটা প্রধান পেশা হিসেবে নিলে আপনি এক বার বড় লস করলে আপনি আর ঠিক থাকতে পারবেন না। তাই পরেক্স ট্রেডিং কে পেশা হিসেবে না নিয়ে পারটাইম কাজ হিসেবে নেওয়া ভাল।
Printable View
আমার মতে ট্রেডিং কে পেশা হিসেবে নাওয়া ঠিক না। এটা কে সাইড কাজ হিসেবে নওয়া উচিৎ। কারণ এটা প্রধান পেশা হিসেবে নিলে আপনি এক বার বড় লস করলে আপনি আর ঠিক থাকতে পারবেন না। তাই পরেক্স ট্রেডিং কে পেশা হিসেবে না নিয়ে পারটাইম কাজ হিসেবে নেওয়া ভাল।
পেশা হিসাবে ফরেক্স ট্রেডিং অনেক সম্ভাবনাময় একটি বিষয়, অনেকেই হয়তো ঝুকির বিষয়কে সামনে দিকে আনার টেষ্টা করবে কিন্তু এটি ভুলে গেলে চলবে না যে প্রতিটি পেশায়ই ঝুকি কম বেশি রয়েছে। তবে যদি ভাল করে ফরেক্সের প্রতিটি বিষয়কে অনুসরন,অনুকরন এবং মানা হয় তাহলে ঝুকি অনেকাংশে হ্রাস করে সফলতার পথে চলা সম্ভব।
ফরেক্সকে কেউ ইচ্ছা পেশা হিসাবে গ্রহন করতে পারে। মন দিয়ে কাজ করলে এখানে অনেক উপাজন করা সম্ভব। তবে এখানে দেখে শুনে কাজ করা উচিৎ।
জারা ফরেক্স বুজে তারা ফরেক্স কেই তাদের পেশা হিসেবে বেচেনিয়েচে।কারন পুরা বিশ্বে ফরেক্স এর মত এত সুন্দর মারকেট আর নাই। একমাত্র ফরেক্স মারকেট এ আপনি বিনা পজিতে বিজনেস করতে পারবেন।এচারা এখানে আপনি আপনার মুল্লবান সময়ই নস্ট নাকরে ফরেক্স মার্কেট এ বিজনেস করতে পারেন।এতে করে আপনার সময় নস্ট হবে ণা এবং আপনি একটি ভাল এমউয়ান্ট আয় করতে পারবেন।তাই ফরেক্স সবাই করতে পাড়ে খুব সহজে।
পেশা হিসাবে ফরেক্স ট্রেডিং কে অবশ্যই মেনে নেওয়া যায় । যখনই আমি ফরেক্সকে পেশা হিসাবে ফরেক্স মার্কেটের জন্য নিজেকে তৈরি করবো তখনই আমি এটাকে আমার পেশা হিসিবে গ্রহন করবো । ফরেক্স এ আপনি স্বাধীন ভাবে কাজ করতে পারবেন । ফরেক্স এ ট্রেড করলে আপনাকে অন্য কোনো চাকরি করতে হবে না । যে কোনো চাকরির চেয়ে বেশি আায় করতে পারবেন ।
ফরেক্স আমরা আমাদের পেশা হিসেবে নিতে পারি কারন এটা এমন একটা ব্যাবসা যেটা কিনা খুবই সহজ কারন এখান থেকে ভাল টাকা উপার্জন করা যায় এটা এমন একটা ব্যাবসা যাকিনা পৃথিবীর যেকন স্থান থেকে করা যায় আপনি যখন ইচ্ছা তখন তা করতে পারবেন রাত দিন এমন কোন নিদিষ্ট সময় নাই যে আপনি এই কাজ করতে পারবেন না , তবে এটি শুক্রবার রাত ৩টা থেকে রবিবার ৩টা পর্যন্ত বন্ধ থাকে এই সময়য়ের বাহিরে আপনি যখন ইচ্ছা তখন ট্রেড করতে পারবেন । তাই এটিকে পেশ হিশেবে নেওয়া যায়।
মানুষ জন্মগতভাবে স্বাধীনতা প্রিয় । আর আমরা জানি যে ফরেক্স একটি স্বাধীন পেশা । তাই অনেকের প্রথম পছন্দ ফরেক্স ব্যবসা । তবে আমি মনে করি প্রাথমিক অবস্থায় কারো জন্য ফরেক্স ফুল টাইম পেশা হিসাবে নেওয়া উচিৎ নয় , কারণ এই ব্যবসাটি অনেক ঝুঁকি পূর্ণ ব্যবসা । ঠিকমত না বুঝে শুরু করলে লস করবেন । তাই যারা ফরেক্স ভাল করে জানেন তারা ফরেক্সে ফুল টাইম হিসাবে নিতে পারেন ।
ফরেক্স মার্কেট হচ্ছে একটি আন্তর্জাতিক মার্কেট।জেখান থেকে আপনি আপনার জীবনটা কে ঘোড়ে নিতে পারেন।তাই আমার মতে পেশা হিসেবে ফরেক্স মার্কেট একটি প্রসিদ্ধ মার্কেট। কারন আপনি ফরেক্স মার্কেট থেকে খুব সহজে আপনার জিবন্টা কে সাজাতে পারেন।তাও আবার বিনা পুজিতে ।আপনি ফরেক্স মার্কেট ট্রেড করে হতে পারেন একজন পইসাওয়ালা মানুস। ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আপনার সারাদিন সময় লাগেনা।
বিশেষভাবে অনেকে ঘরোয়া পেশাগুলো কে অধিক মুল্য্যয়ন করে থাকেন যার যার সুবিধা, বিবেচনায় এবং ইচ্ছায়। এই ধরনের পেশা সারা পৃথিবীতে অনেক, ফরেক্স সম্পর্কে কোন লোভনীয় বিজ্ঞাপনে প্রতারিত হবেন না। আমি মনে করি কেননা আমি তখনই এটাকে পেশা হিসাবে নিবো যখন আমি নিজেকে ফরেক্স ভাল ভাবে শিকব। আমার আত্মবিশ্বাস তৈরী হলেই কেবল অন্য সকল ব্যবসার চেয়ে এটাকে উপযুক্ত পেশা মনে করবো। কারন ফরেক্স থেকে সহজে আয় করা ।
আমাদের প্রত্যেকেরই নিজস্ব লাইফন্টাইল চিন্তাধারা রয়েছে।আসলে যারা ব্যবসার জন্য আগ্রহী তাদের জন্য ফোরেক্স একটি উত্তম স্থান। ফোরেক্স মার্কেটে বিজনেস করতে চাইলে আপনাকে জানতে হবে এর কিছু রুলস আর নিয়ম নিতি এগুলো জানা থাকলেই যেকেউ এই ব্যবসাটাকে তার পেশা হিসাবে নিতে পারবে বলে আমার মনে হয়।
আপনি যদি ভাল ভাবে ট্রেডিং করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স কে পেশা হিসেবে নিতে পারেন । কারণ পেশা হিসেবে ফরেক্স কোন ভাবে অবহেলা করার মত না। মানুষ সেই পেশাই গ্রহণ করে যাতে তার আয় টা বেশি হবে। আর একবার যদি আপনি ফরেক্স ট্রেডিং শিখে যান তাহলে আপনি এখান থেকে অনেক বেশি টাকাই আয় করতে পারবেন। তাই ফরেক্স কে পেশা হিসেবে নেওয়া খারাপ কিছু না।
একটি পেশা হিসাবে ট্রেড অত্তন্ত ভালো কিন্তু অভিজ্ঞতা নাথাক্লে সমসা। কারন অভিজ্ঞতা না থাকলে লস করতেই নবে। আর যদি পার্ট টাইম হিসাবে কাজ তা নেওয়া হই তাহলে সেতা অনেক নিরাপদ। তাতে লস হলেও পুরপুরি বিপদে পরতে হই না। এটা কিসুতা নিরাপদ।
সবাই চায় নিজের একটা স্বাধীন বেবসা যেখান থেকে সে নিজের সময় মত বেবসা পরিচালনা করতে পারবে। ফ্রএক্স সেরকম ই এক্টি বাজার যেখানে ঘরে বসে নিজের সময় মত বেবসা করা যাবে। কিন্তু ফরেক্স এ বেবসা করতে হলে আপনাকে সেটা সম্পরকে ভাল করে জানতে হবে, বুঝতে হবে, সে বেবসার উপর অভিজ্ঞতা লাভ করতে হবে তা নাহলে বেবসায় লভের বদলে লস হবে যা কাম্য নয়। তাই ফরেক্স কে পেশা হিসাবে নেওয়ার আগেয় অবশ্যই এক্তা উপর অনেক দক্ষ হয়ে উঠতে হবে। অন্য পেশায় থেকে ফরেক্স তেরেদ করে যখন বেশ অভিজ্ঞ হয়ে উথবেন তখন ই ফরেকস কে পেশা হিসাবে নেওয়া যাবে।
ফরেক্স সম্পর্কে কোন লোভনীয় বিজ্ঞাপনে প্রতারিত হবেন না। বিডিপিপস কাউকে ১০০% লাভের মিথ্যা স্বপ্ন দেখায় না, বরং ফরেক্স ট্রেডিংয়ের পথে যাবতীয় সম্ভাব্য ঝুঁকিগুলো তুলে ধরে আপনাকে যোগ্য ট্রেডার হিসেবে তৈরি হতে সাহায্য করার চেস্টা করে। প্রতিটি ইনভেস্টমেন্ট ব্যাবসাই ঝুঁকিপূর্ণ। ফরেক্স মার্কেট এ সফলতা আসতে অনেক তা সময় ধরজ ধরতে হয়। তবে পাশা পাসি অন্য চাকরি করা যায়। আমি ফরেক্স কে পেশা হিসাবে নিব তখন যখন দেখব যে আমার মূলধন ৫০০০ ডলার এবং আমি ফরেক্স মার্কেট আমি বুজতে শুরু করেছি। অন্তত আমার ৯০% ট্রেড সফল একমাত্র তখন আমি ফরেক্স কে পেশা হিসাবে নিব।
অন্য যে কোন ব্যবসা থেকে ফরেক্স এ বেশি লাভ করা যায়। ভালকরে ফরেক্স শিকতে পারলে অন্য যে কোন পেশা থেকে বেশি আয় করা সম্ভব। কিন্তু ফরেক্স ব্যবসায় অনেক ঝুকি বিদ্যমান। তাই ফরেক্স পেশা হিসাবে নিতে গেলে আনেক জেনে বুঝে ও শিখে নিতে হবে। আমি মনে করি ফরেক্স সহযোগি পেশা হিসাবে নেয়া উচিত। যারা ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান লাভ করেছে আমি দেখেছি তারা বেশিরভাগেই ফরেক্স কে পেশা হিসেবে নিয়েছে। কারণ এ বিজনেসে প্রেফিট খুব বেশ সহজ, শুধুমাত্র ফরেক্স বিজনেস এবং মার্কেট সম্পর্কে ভাল ধারণা থাকলেই হয়। আমি যদি ফরেক্স থেকে ভাল আয় করতে পারি তবে আমি নিজেও ফরেক্সকে পেশা হিসেবে নিতে চাই।
যে কেউই ইচ্ছা করলে ফরেক্স শিখে ফরেক্সকে ভাল পেশা হিসেবে বেছেনিতে পারে । আমি মনে করি ফরেক্স বর্তমানে একটি আধুনিক পেশা যে পেশা সবাই করে নিজে ও দশের উন্নতিতে অব্দান রাখতে পারে । তাই পেশা হিসেবে ফরেক্স ট্রেডিং এর বিকল্প নেই । আপনি এখান থেকে ভাল কিছু করতে পারেন ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করে । ফরেক্সে অনেকে পেশা হিসাবে ধরে নেয় কারন অনেকে বিভিন্ন কাজের পাশাপাশি ফরেক্স করে তবে ফরেক্সআসলে একটি ব্যবসা বিশ্বরে আন্তর্জাতিক মুদ্রা ব্যবসা হসিাবে পরিচিত সারা বিশ্বে এখন ফরেক্স ব্যবসা প্রচলিত আছে ।
ফরেক্স একটি অনলাইন বিজনেসস এ সম্পর্কে ভাল জ্ঞান থাকলে এ থেকে অনেক টাকা আয় করা সম্ভব এটা যেকেউ তাঁর পেশা হিসেবে নিতে পারে কারন এ থেকে প্রচুর টাকা আয় করা যায় ফরেক্স কখনো মিথ্যা স্বপ্ন দেখায় না তাই যেকেউ এটা কে পেশা হিসেবে নিতে পারে
পেশা হিসেবে নিতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই । তবে পেশা হিসেবে নেওয়াই ভালো । কারণ আপনি যখন কোন কাজকে পেশা হিসেবে নিবেন সে কাজে আপনার পেশাদারিত্ব মনোভাব সৃষ্টি হবে এবং এর ফলে আপনি আপনার কাজ যথার্থভাবে করার ব্যাপারে আগ্রহি হবেন এবং অধিক উৎসাহে কাজ করবেন । সবকিছুর ফলে আপনার কাজের গতি বৃদ্ধি পাবে এবং ফরেক্স এর ক্ষেত্রে ট্রেডিং স্কিল ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে । আমি ফরেক্সকে পেশা হিসেবে নিয়েছি এবং এটাকে আমার নেশাতে রুপান্তরিত করেছি । অাপনার প্রতিও পরামর্শ থাকবে এটাকে পেশা হিসেবে নিন এবং দেখুন আপনার কাজের গতি কতটা বৃদ্ধি পায় ..!
আপনি কেন ফরেক্স ট্রেডিং করেন? এর কারন হতে পারে কয়েকটি। ১ম কারণ, আপনি ঘরে বসে স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করেন। ২য় কারণ, অন্যান্য অনলাইন বা অফলাইন জবের থেকে ফরেক্স ট্রেডিংয়ে ভাল করতে পারলে ইনকাম করার সুযোগ অনেক বেশি, ঝুকিপূর্ণও বটে। ৩য় কারণ, আপনার করার মত কোন কাজ নেই। আপনি অনলাইন থেকে কিছু আয় করতে চান। তাই চেষ্টা করে দেখছেন ফরেক্স ট্রেডিং করে কিছু কামানো যায় কিনা। এরকম আরও অনেক কারণ থাকতে পারে, তবে এগুলোই প্রধান কারণ।
ধরুন আপনি জব করছেন, কিংবা ব্যবসা করছেন। অথবা কিছুই করছেন না, বেকার বসে আছেন। ফরেক্স নিয়ে পড়াশোনা করে ভাবছেন ফরেক্স ট্রেডিংকেই পেশা হিসেবে বেছে নিবেন কিনা। এই সিদ্ধান্তটি নেয়া এই পর্যায়ের মানুষগুলোর জন্য কঠিন।
ফরেক্স ট্রেডিং সবসময় ঝুকিপূর্ণ। আপনি যতই ভাল ওস্তাদ ট্রেডার হন না কেন, লস আপনি এড়িয়ে চলতে পারবেন না। ফরেক্সে সবসময় লাভ হবে এমন কোন কথা নেই। একজন ভাল ট্রেডাররেরও খারাপ সময় যেতে পারে এবং সেটা খুব স্বাভাবিক। বরং সবসময় যদি লাভই করে যায় সেটাই অস্বাভাবিক। যদি আপনি ফরেক্সকেই মূল পেশা হিসেবে বেছে নেন, আর কোন কাজ করা বন্ধ করে দিয়ে থাকেন, তবে লসের সময়টাতে আপনি কি করবেন? ধরুন কোন কারণে আপনি টানা ৩ মাস লসে। ফ্যামিলি চালাবেন কি দিয়ে? তখন টেনশনে পরে যাবেন। মনে হবে লস যত দ্রুত সম্ভব রিকভার করতেই হবে। এই প্রেসারে দিয়ে বসবেন আরও বড় লটে রিস্কি ট্রেড। ফলাফল হয় লস রিকভার বা আর বেশি লস বা অ্যাকাউন্ট জিরো।
ফরেক্স ট্রেডিংকে যদি আমরা প্রথমেই পেশা হিসেবে নিয়ে নেই তবে এরকম ঘটনা ঘটতেই পারে। তবে কি আমরা ফরেক্সকে পেশা হিসেবে নেবো না? হ্যাঁ। তবে যদি আমরা সিরিয়াসলি ফরেক্সকে পেশা হিসেবে নিতে চাই, তার সাথে আমাদের আরেকটি ব্যাকআপ জব বা বিজনেস থাকা উচিত। যাতে লস হলেও আমাদের টেনশনে পড়তে না হয়। আপনি আপনার ব্যাকআপ কাজের আয় দিয়ে আপাতত খরচ চালিয়ে যেতে পারেন। সর্বোপরি আপনি যদি ভাল মানসিক অবস্থা বজায় রেখে ট্রেড করে যেতে চান, তবে আপনার ব্যাকআপ জব/বিজনেস থাকা জরুরি। ফরেক্স ট্রেডিংকে এমন ভাবেই চালিয়ে যাওয়া উচিত যে আপনি এর ওপর সরাসরি নির্ভরশীল নন। কিন্তু ফরেক্স থেকে প্রফিট আপনার লাইফস্টাইলকে উন্নত করবে। অবশ্য হ্যাঁ যদি আপনি ভাল পরিমান প্রফিট করেই বসেন, তখন সেটাই আপনার ব্যাকআপ হিসেবে থাকবে। আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন তখন অথবা ব্যবসায়ে অংশীদার হতে পারেন। তখন আপনি ফরেক্সকে পুরোপুরি প্রফেশন হিসেবে নিয়ে নিতে পারেন। তবে তা কয়েক বছরের মধ্যে নয় অবশ্যই।
আমি মনে করি পেশা হিসেবে ফরেক্স একটি চমৎকার পেশা। কারন এ পেশায় আছে আত্মমর্যাদাবোধ। অন্যের গোলামী করতে হয়ে না। নিজের স্বাধীন মত যখন ইচ্ছা তখন ব্যবসা পরিচালনা করা যায়। কারো কাছে জবাবদিহিতা করতে হয় না। কিংবা কারো হুকুম পালন করতে হয় না। চাকুরী বা কাষ্টমার হারানোর ভয় থাকে না। ব্যবসার পাশা পাশি দুদিন সময় পাওয়া যায় বিশ্রামের জন্য। ঘরে বসে করা যায় তাই পরিবার কেও যথেষ্ট সময় দেয়া যায়।
আমি সব সময় ফরেক্স ট্রেডিং কে সাপোর্ট করি । সব থেকে ভাল পেশা হিসাবে আমি মনে করি ফরেক্স করতে হলে আমাদের কে বেশী করে ট্রেডিং এ আয় করতে হবে । এ জন্য আমাদের কে ফরেক্স হতে ভাল করে ট্রেডিং শিখতে হবে তবেই আমরা পারব এখান থেকে ভাল করে ট্রেড করতে ।আমাদের কে বেশী করে এই পেশা হতে শিক্ষা লাভ করতে হবে তবে এই পেশা কে ভাল করে কাজে লাগিয়ে আমরা এ হতে অনেক টাকা উপার্জন করতে পারব বলে আমি মনে করি ।
বর্তমানে বিশ্বর সেরা বড় মুদ্রা কেনা বেচার বড় বাজার হল ফরেক্স বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ব্যাবসা তাই বলা চলে 1ম শ্রেনীর ব্যাবসা । পেশা হিসাবে ফরেক্স খুব ভালো ফরেক্স হতে পারে আপনার ভবিষৎ ক্যারিয়ার পেশাদার ট্রেডাররা তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে ফরেক্স থেকে । আপনার সকল চাহিদা ও অর্থনৈতিক সমস্যা দুর করতে পারে ফরেক্স ফরেক্স হতে পারে আপনার খুব উপকারী বন্ধু । তাই প্রফেশনাল ট্রেডার হতে হবে আপনাকে । আমার জানা মতে অনেক ট্রেডার আছে যারা শুধু ফরেক্স ট্রেডিং করে সেখান থেকে উপার্জনকৃত অর্থ দিয়ে তাদের সংসার চালায় । ফরেক্স খুব মডার্ন আপনাকে আরো বেশি আধুনিক মানুষ তৈরী করবে ।তাই আমি মনে করি পেশা হিসাবে ফরেক্স খুব উত্তম ।
ফরেক্স মার্কেট একটি উন্মুক্ত বিজনেস ।এইখানে কেও আদিপত্ত বিস্তার করতে পারবে না । আপনি যখন ইচ্ছা এইখনে কাজ করতে পারবেন কারো বাধার মুখে পডতে হবে না। সাধারানত আমরা কোথায়ও চাকরি করতে গেলে হালকা বেশ কম হলে আমাদের কথা শুনতে ।কিন্তু ফরেক্স এ সেটা নাই আপনি নিজের ইচ্ছা মত কাজ করবেন ।আর এর মাধ্যমে আপনি আপনার জীবন কে সুন্দর ভাবে সাজাতে পারবেন । বেকারত্ব দূর করতে পারবেন । সুখে থাকতে পারবেন।
আপনি ফরেক্স ব্যবসা কে পেশা হিসেবে নিতে পারেন। তবে একটি শর্তে আপনি যদি ফরেক্স ব্যবসাকে পেশা হিসেবে নিতে চান। তবে আপনি ফরেক্স ট্রেড সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে। যাতে করে আপনি লাভ বান হতে পারেন।
একটি পেশা হিসেবে ফরেক্স ট্রেডিং-কে অবশ্যই মেনে নেয়া যায়। পেশা হিসাবে এটার অনেক সুবিধা আছে যা অন্যান্য ব্যবসায় নেই। ভালকরে ফরেক্স শিখতে পারলে অন্য যে কোন পেশা থেকে বেশি আয় করা সম্ভব। কিন্তু ফরেক্স ব্যবসায় অনেক ঝুকি বিদ্যমান। তাই ফরেক্স পেশা হিসাবে নিতে গেলে আনেক জেনে বুঝে ও শিখে নিতে হবে। আমার আত্মবিশ্বাস তৈরী হলেই কেবল এটাকে উপযুক্ত পেশা মনে করবো।
পেশা হিসাবে ফরেক্স ট্রেডিং সত্যিই বেশ লাভজনক একটি বিষয় তবে সেই লাভটা আপনি তখই ধরতে পারবেন যখন আপনি ফরেক্সে দক্ষতা,অভিজ্ঞতা ট্রেডিং কেৌশল ইত্যাদি অনুসরন করে তার পর ট্রেড করবেন। ফরেক্সে আপনি অনেক ভাল প্রফিট লাভ করতে পারবেন তবে তার পূর্বে আপনাকে কিছূদিন অনুশীলন করে ট্রেডিংয়ে পারদর্শিতা লাভ করতে হবে।
একটি পেশা হিসাবে ফুঅঅরেক্স ট্রেডিং একটি মজার পেশা। এখানে শুধু চোখ কান খোলা রেখে ট্রেড করতে পারলে অনেক লাভবান হয়া যায়।আর আপনি যদি পেশা হিসবেই এটাকে নেন তবে আপনাকে মনে প্রানে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞন লাভ করতে হবে বলে আমি মনে করি।
পেশা হিসেবে ফরেক্স ট্রেড করা অনেক ভালো। কেউ যদি ফরেক্স সম্পর্কে ভালো ভাবে বুঝতে পারে তাহলে সে ফরেক্সে কাজ করে ভালো আয় করতে পারে। ফরেক্স এমনি একটি ব্যবসা যেখানে অনেক সময় ব্যয় করতে হই। ফরেক্সের কাজ ধৈর্য সহকারে করতে পারলে আমার মনে হই ফরেক্স থেকে প্রতিদিন ভালো আয় করা সম্ভব।
ফরেক্স একটা স্মার্ট ব্যবসায়। এই ব্যবসায় দৈনিকই প্রচুর অর্থের লেনদেন হয়।এখানে অনেকরকমের ট্রেডার রয়েছে। যে কেউ পেশা হিসেবে ফরেক্স ট্রেডিং করতে পারে। তবে বিবেচনায় দেখা যায় যে যারা পেশা হিসেবে ফরেক্স ট্রেডিং করে তারা ফরেক্সে খুবই দক্ষ হয়ে থাকে। এজন্য পেশা হিসেবে ফরেক্স অনেক স্মার্ট এবং চ্যালেন্জিং।
ফরেক্স মার্কেট অত্যান্ত জঠিল একটি ব্যবসা বলে আমি মনে করি । ফরেক্স মার্কেটকে পেশা হিসেবে নিতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে । ফরেক্সকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নিঃস্বন্ধে একটি ভাল দিক বলে আমি মনে করি । একটু পরিশ্রমী হতে পারলে এই মার্কেট থেকেই অর্থনৈতিক চাহিদা মেটানো সম্ভব বলে আমি মনে করি॥
ফরেক্স ট্রেডিং পেশা হিসেবে অনেক উপযোগী.যেমন আইটি অনলাইন নির্ভর হবার ফলে অন্যান্য পেশার মত কেন্দ্র দিত্তিক কোনো কায়িক শ্রম এর মাধ্যমে উপ্পার্জন করতে হয়না.তার পর আপনি যখন চান তখন ট্রেড করতে পারেন অর্থাত পূর্ণ স্বাধীনতা.বিনিয়োগ এর মাধ্যমে সীমাহীন আয় করতে পারেন.নিজের ইচ্ছামত যেকোনো সময় প্রফিট উত্তোলন করতে পারেন.
আমাদের সকলেরই উচিত এই ফরক্সে ব্যবসাকে পেশা হিসেবে বেছে নেওয়া । যদি কোন ট্রেডারগণ এই ব্যবসাকে পেশা হিসেবে বেছে নেয় তাহলে সে অবশ্যই সফলকাম হতে পারবে । তাহলে অবশ্যই আমরা এই ব্যবসাকে একটা পেশা হিসেবে বেছে নেব তাহলে অবশ্যই আমরা সফলকাম হতে পারব ।
পেশা হিসেবে ফরেক্স বিজনেস অনেক বেশি আলাদা,মজাদার ও আধুনিক। ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে ট্রেড করা যায়। নিজের ইচ্ছামতন স্বাধীন ভাবে এই বিজনেস করা যায়। আপনি পুরা দিনের মধ্যে নিজের সুবিধামতন সময়ে জখন ইচ্ছা তখন ট্রেড করতে পারেন।ফরেক্স বিজনেস পেশা হিসেবে চেলেঞ্জিং একটি পেশা।
আমি মনে করি ফরেক্স ট্রেডিং কে সম্পূর্ণ একটি পেশা হিসেবে নেয়া যায় । ফরেক্স ট্রেডিং একটি মান সম্মত পেশা । এটিকে বিশ্বের সবচেয়ে ভাল পেশা বললেও ভুল হবে না । তাই ফরেক্স ট্রেডিং কে আমরা যে কউ পেশা হিসেবে নিতে পারি । তবে এর জন্য অনেক বেশি শিখতে হবে ।
একটি পেশা হিসাবে ফরেক্স ট্রেডিং অনেক ভাল একটি পেশা কিন্তু আপনাকে এই পেশা ভাল করে শিখতে হবে জানতে হবে তা না হলে আপনি এই পেশা দিয়ে কিছুই করতে পারবেন না ফরেক্স মার্কেট এ এখানে আপনাকে সব সময় ভাল করে ট্রেডিং শিখার জন্য বেশী করে ফরেক্স প্রাকটিস করতে হবে তাহলেই আপনি ভাল করে ট্রেড শিখতে পারবেন ।
আমি একজন ফুলটাইম প্রফেশনাল ট্রেডার। আমি এটাকে প্রেফেশনাল হিসাবে নিয়েছি কারন হচ্ছে বিশ্বের সবথেকে প্রফিটেবল বিজনেস হচ্ছে ফরেক্স। এই মার্কেটে স্বধীনভাবে ট্রেড করা যায়। 24 ঘন্টা ওপেন থাকে সপ্তাহে 5দিন। অল্প ব্যালেন্স দিয়েও অনেক বেমি প্রফিট করা যায়। সপ্তাহে দুই দিন ছটির দিন তো রয়েছেই।এমন আরো অনেক সুবিধা আছে যার কারনে আমি ফরেক্স’কে প্রফেশনাল হিসাবে নিয়েছি।
প্রফেশনাল পেশা হিসেবে ফরেক্স একটি দারুন জব । যেমনি অন্য আরেকটি জবের পাশাপাশিও এটি করা যায় তেমনি ফরেক্সকে প্রফেশনাল জব হিসেবেও নেওয়া যায় । যেহেতু এখানে ভাল করতে হলে এখানে অনেক দক্ষ হতে হয়, সেই হিসেবেে একবার দক্ষ হয়ে গেলে তখন অার অন্য কিছু না করলেও চলে । আর ফরেক্স হচ্ছে সব থেকে বেশি প্রফিটেবল একটা ব্যাবসা । টিকে থাকতে পারলে অবশ্যই এটিই হতে পারে একমাত্র ক্যারিয়ার ।
অনেকেই বিভিন্ন কাজের পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেডিং করে থাকেন আবার অনেকেই সুধু ফরেক্স মার্কেট এ ট্রেড করে থাকেন পেশা হিসেবে ফরেক্স ট্রেডিং একটি অন্যতম পসন্দের বিষয় হতে পারে ।