সাধারণত নতুন ট্রেডারা ঝরে যায়। যে সকল ট্রেডার ঝরে যায় তারা আসে খেয়ালের বশে অন্যের প্ররোচনায়। নিজে ফরেক্সের যোগ্য কিনা কিংবা নিজেকে যোগ্য করে তুলা যাবে কিনা এটা কখনো ভেবে দেখে না। কাজেই তাদের মধ্যে একজন আদর্শ ট্রেডারের কোন গুণই খুঁজে পাবেন না। যারা ফরেক্স থেকে আয় করতে চায় এবং নিজেকে যোগ্য করে তুলতে চেষ্টা করে তারাই টিকে থাকে।যারা ব্যর্থ হোন তাদের কিছু অতিরিক্ত যোগ্যতা থাকে যে যোগ্যতার বলে তারা ফরেক্স মার্কেটে সফল হতে পারে না। যেমন- লোভ, দ্রুত টাকা আয় করা, অতিরিক্ত ট্রেড ওপেন করা, বড় লটে ট্রেড করা ইত্যাদি।