আমাদের মাঝে অনেকেই আছেন যে, না জেনে না বুঝে নানান ধরনের কথা বলে এমনকি তা থেকে নিন্দাও করেন। তাদের এই নিন্দা ও ঘৃনা করার পিছনে যে কারন গুলো থাতে যে তারা সেই সম্পর্কে কোন জ্ঞান ও ধারনা সেই যার কারনে অনেক ধরনের নেগেটিভ কথা বলে। ফরেক্স মার্কেট এ কেউ কেউ বলে যে এটি একটি জুয়া ব্যবসা বা একটি একটি টাকা লস করার ব্যবসা। আসলে তা নয়। যদি আপনি ফরেক্স থেকে ভাল জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাতে কাজে লাগিয়ে ফরেক্স করেন দেখবেন যে আপনি আয় করতে পারছেন এবং সাফলতা অর্জন করতে পারছেন।