-
ট্রেড করার জন্য কোন নিদ্দিষ্ঠ সময় নেই তবে আমরা যখন ট্রেড করতে করতে অভ্যস্ত হয়ে যাই তখন আমাদের আপনা আপনি একটা সময় নিদ্দিষ্ট করে নিই তবে কখন আপনি ট্রেড করবেন এটা সম্পূর্ণ আপনার একান্ত ব্যাক্তিগত ব্যাপার সবচেয়ে ভালো সময় হল আপনার মন যখন চাই তখনই ট্রেড করা কারণ যে কোন কাজ করতে ইচ্ছা শক্তির প্রয়োজন হয় তাই ফরেক্স এর প্রতি আপনাার যখনই আকর্ষণ জন্মাবে ঠিক তখনই আপনি ট্রেডিং করুন তবে একটা সময় নিদ্দিষ্ট করা অনেক জরুরী
-
আমি ফরেক্স মার্কেটে নতুন তাই সঠিক করে বলতে পারবনা । তবে আমি মনে করি একজন সফল ট্রেডার হতে হলে দিনে কম পক্ষে ২ থেকে ৩ ঘণ্টা ট্রেড করা উচিৎ ।
-
আমার মনে হয় আমি একদিনে ঠিক কত সময় ট্রেড করবো এটা সঠিক ভাবে বলা কঠিন কারন সেটা খানিকটা মার্কেটের অবস্থার উপর নির্ভর করে ত্ববে আমার মেন হয় কমপক্ষ্যে ৫ থেকে ৬ ঘন্টা ট্রেড করা ভালো ।
তাহলে মার্কেট সম্পর্কে বোঝা যায়।
-
ফরেক্স মার্কেটে আমি দিনে ট্রেড করব ৪থেকে ৫ ঘন্টা সময় দিলে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি তাই প্রতিদিন ৪-৫ ঘন্টা সময় ট্রেড করলে অনেক আবার বেশি সময় মার্কেটে থাকলে লস হতে পারে তাই বেশি সময় মার্কেটে না থাকা ভাল ।
-
মার্কেটে অনেকে অনেক সময় থাকে কিন্তু আমার হিসেব টা আলাদা আমি যখন সময় পাই তখন মার্কেটে দেখি বুযার চেষ্টা করি যেমন মার্কেট কি আপ এ যাচ্ছে না কি ডাউনে যাচ্ছে কারন ফরেক্স মার্কেট বুযতে অনেক সময়ের ব্যপার যা বুযতে পারলাম এটাতে অনেক সময় দিতে হয় এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি যেমন খাতা কলমে শিখার একটা পার্ট আবার প্রাক্টিক্যাল একটা পার্ট।
-
ফরেক্স মার্কেটে বেশি সময় টার্মিনালের দিকে বেশি তাকিয়ে থাকতে হয় না বেশি সময় মার্কেটে থাকলে অনেক সমস্যা হতে পারে কারন ফরেক্স মার্কেট এর কোন অভিজ্ঞতা তখন কোন কাজ করে না তাই মার্কেটে প্রতিদিন ৪ থেকে ৫ ঘন্টা থাকা অনেক।
-
আমি আসলে প্রতিদিন ট্রেড করিনা। কারন আমি মার্কেট দেখি প্রায় কিছু সময় পরপর এবং যে সময় আমার অ্রানালাইসিস এর সাথে মার্কেটে পজিশন মিলে যাই তখনই ট্রেড অন করি আর এর সাথে এস এল ও টিপি বসিয়ে দেই ফলে লাভ বা লস যেকোন ১টি হয়ে বসে থাকে আমার দেখার প্রঢোজন পরে না।
-
আসলে ফরেক্স মারজকের কোন নির্দিষ্ট ট্রেড কপরার সময় নেই যেকোনো সময় ফরেক্স মার্কেট ট্রেড করা যায় আমি একদিনে ফরেক্স মার্কেটের পিছনে ৪-৫ঘন্তার বেশি সময় দেইনা
-
ফরেক্সে সপ্তাহে ৫ দিনই ২৪ঘন্টা ট্রেড করা যাই। আমি ফরেক্সে প্রতি দিন ৪-৫ ঘন্টা মত ট্রেড করি।
-
এটা এক এক জন এক এক ভাবে করে থাকে। কেউ কেউ ওভার লেপিং সেশনে ট্রেড করে আবার কেউ কেউ শুধু মাত্র নিউজটাইমে ট্রেড করে। কেউ এশিয়া সেশনে আবার কেউ নিউইয়র্ক সেশনে। আপনি আপনার সময় সেট করে নেন যে কোন সময়টা আপনার সাথে যায়। তবে ঐ সময়ের সব খুটিনাটি বের করে নেবেন ঠিক ভাবে ট্রেড করে প্রফিট করার জন্য।
-
আমি মুলত ফরেক্সের লং টাইমফ্রেমে ট্রেড করি আর এই জন্য আমি প্রতিদিন ফরেক্সে ৫ থেকে ৬ ঘন্টা সময় ব্রায় করে থাপকি আমি এই সময় ব্যায় করে মার্কেট অ্যানালাইসিস করি আর তার পরই আমি ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করে থাকি।
-
ফরেক্স মার্কেটে বেশি থাকা উচিৎ না কারন ফরেক্স মার্কেটে বেশিক্ষন থাকলে বা সারাদিন ফরেক্স মার্কেটে পড়ে থাকলে হবে এতে করে ফরেক্স মার্কেটে ট্রেড করে লস করার সম্ভবনা থাকে তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমি প্রতিদিন ৪ থেকে ৫ ঘন্টা এর বেশি থাকি না।
-
আমি একজন ছাত্র যার জন্য আমি ফুল টাইম ট্রেড করতে পারি না।আমি দুপুর ১ টা থেকে ৬ টা পর্যন্ত ট্রেড করি এবং বেসির ভাগ সময় স্কেল্পিং করি। তবে আমি মনে করি যে যদি আমি ফুল টাইম ট্রেড করতে পারতাম তবে অনেক বেশি উপারজন করতে পারতান।
-
আমি এক দিনে বেস কয়েক ঘণ্টা সময় পার করি ফরেক্স মার্কেট এর পেছনে। আমিও জানি যে জত বেসি সময় এই আম্রকেত এ দেয়া হবে তত বেসি টাকা লাভ করা যাবে। আমি ট্রেড এর সময় স্তপ লস ও টেক প্রফিত ব্যবহার করি তাই আমার বেসি সময় মার্কেট ওপেন করে বসে থাকা লাগে না।
-
আমি মার্কেটে অনেক বেশি সময় দেই । কিন্তু ট্রেড খুব কম করি । কারন আমি মার্কেট টা বুঝার জন্য মার্কেট পর্যবেক্ষন করি । যখন আমি মার্কেট এর মুভমেন্ট ভালভাবে বুঝতে পারি কেবল তখনই ট্রেড করি । আমি দিনে প্রায় ৮ ঘন্টা মার্কেট এর সামনে বসে থাকি । তবে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে কিছুই বলা যায় না । তাই আমাদেরকে এর ঝুকির কথা মনে রেখেই ট্রেড করতে হবে , আর এজন্য আমাদের মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে ঝুকি থেকে বাঁচার জন্য ।
-
ফরেক্স মার্কেটে আমি প্রতিদিন ৩ থেকে ৪ ঘন্টা সময় দিয়ে থাকি কিন্তু এই সময় আমি সবসময় যে ট্রেড করি তা না ফরেক্স মার্কেটে হাজির থেকে যখন দেখি যে ভাল একটি টড়েড পাই তখন আমি ট্রেড করি এর আগে আমি কোন সময় টড়েড করি না তাই ফরেক্স মার্কেটে আমি থাক্লেও ট্রেড করি না ।
-
আমি ট্রেড করার পূর্বে ফরেক্স মার্কেটের অবস্থান সম্পর্কে বিশেষভাবে বিবেচনা করে নেই। যখন লাভ হয় তখন ট্রেড কেটে দেয়। আর যখন লস হতে থাকে তখন ধেয্য ধরে অপেক্ষা করতে থাকি কখন লাভ হবে।আমি প্রতি দিন ট্রেড করিনা। কখন একবার ট্রেড দিয়ে এক দুই দিন অপেক্ষা করি আবার কখনো কখনো প্রতিদিন ট্রেড করি ।
-
আমি দিনে সর্বোচ্চ দুটি ট্রেড করি। এর বেশি ট্রেড করতে গেলে এনালাইসিস এ ভুল হতে পারে। লস গেলেও উত্তেজিত হয়ে আবার ট্রেড করি না। কারন এই সময় ভুল হয় বেশি। আর যদি সময়ের কথা বলি তবে ২-৯ টা এর মধ্যে ২/৪ ঘন্টা ট্রেডের মধ্যে থাকি। কোন কোন সময় হয়ত আগের দিনের ট্রেড নিয়েই ব্যস্ত থাকি। কারন মার্কেট অনেক সময় স্লোলি মুভ করে।
-
ফরেক্স মার্কেটে যত কম ট্রেড করা জায় ততই আমি মনে করি ভাল। কারন ফরেক্স মার্কেটে আপনি যদি বেশি বেশি ট্রেড করেন তবে আপনার ভুল হবার সম্ববনা বেশি থাকবে। আমি ফরেক্স মার্কেটে একদিনে দুই থেকে তিনটি ট্রেড করে থাকি। এতে করে আমার ট্রেডিং রিক্স খুব কম হয়। তাই আমার লাভ হয়।
-
প্রতিদিন আমি অনেকটা সময় ধরে ফরেক্স র্মাকেটে থাকি ফরেক্স এর উপর সব সময় নজর রাখি কারন মার্কেট বিভিন্ন সময় মুভমেন্ট করে তার উপরে ন্জর রাখি সব মিরিয়ে 2/4 ঘন্টা
-
নিয়ন্ত্রিত ট্রেড করা ভাল ট্রেডারের একটি বৈশিষ্ট । সারা দিনে দুই থেকে একটি ট্রেড করাই ভাল বলে আমি মনে করি । একটু সময় নিয়ে মার্কেট এ্যনালাইসিস করে মার্কেটের মুভমেন্ট এর উপর নির্ভর করে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা কম থাকে । তাই লোভ *না করে সীমিত ট্রেড করে মার্কেট থেকে চলে এসে মার্কেট বিষয়ে পড়াশুনা করুন ।
-
আমি সাধারণতো টেন্ড মার্কেটে ট্রেড করি । আর সময়ের কথা বলতে গেলে আমি দিনের ৩ টা পর থেকে ট্রেড শুরু করি আর রাতের ১১-১২ টার মধ্যেই ট্রেড ক্লোজ করে দেয় । কারণ রাত ১২ টার পর মার্কেটে আর তেমন মুভমেন্ট থাকে না । তাছাড়া ঐ সময় মাকেট বেশির ভাগে ক্ষেত্রেই রিভার্স মুডে থাকে ।
-
ফরেক্সে আমি একজন পার্ট টাইম ট্রেডার এজন্য বেশিক্ষন সময় দিতে পারিনা।এজন্য ট্রেড করতে হলেও আমি বেশিক্ষন ধরে ট্রেড করিনা।সচরাচর আমি ৪ ঘন্টার টাইমফ্রমে ট্রেড করি এবং প্রতিটি ট্রেডই ৪ ঘন্টার মধ্যে ক্লোজ করার চেষ্টা করি।তবে মাঝেমাঝে দুএকটা ট্রেডে পরিস্তিতির বিবেচনায় সময় নিয়ে ট্রেড করার চেষ্টা করে থাকি।
-
ফরেক্স মার্কেট চব্বিশ ঘন্টা খোলা থাকে সেটা আপনার টট্রেডিং সিস্টামের উপর নির্ভর করে আপনি কখন ট্রেড করতে পছন্দ করেন। আমার কাছে রাতে ট্রেড করতে ভাল লাগে কারন রাতে সব নিউজ রিলিজ হয় তখন মার্কেট মুভমেন কিছুটা বেরে যায়। আপনাদের মতামত জানান।
-
দিনে ২৪ ঘণ্টাই ট্রেড করতে পারেন। যে কোন ঘণ্টা চার্ট অনুসুরুন করে।
-
আমি অনেক সময় ৪ ঘণ্টা চার্ট অনুসুরন করে ট্রেড করি।
-
আমি ফরেক্সে এসেছি খুব বেশিদিন হয়নি। আমি যখনই সময় পাই তখনই ট্রেড করি। তবে বেশির ভাগ সময় দেখা যায় যে সকাল ১১টার থেকে বিকার ৫টা পর্যন্ত অফিসে বসে অফিসের কাজের ফাকে ফাকে বসে ট্রেড করি । সন্ধার সময় থেকে রাত ১০টা বা ১১টা পর্যন্ত যখন ট্রেড দেওয়ার পরিবেশ পাই তখনই ট্রেড দেই। সব মিলে দেখা যায় গড়ে ৫থেকে ৬ঘন্টা আমি ট্রেড করি।
-
আমি সাধারণ ভাবে দিনে ৪-৫ ঘণ্টা ট্রেড করি
-
আমি ফরেক্সের ট্রেড একটু কম পারি । তারপরেও আমি প্রতিদিন ৪-৫ ঘণ্টা করে ট্রেডে সময় দেই । আমরা ফরেক্স ট্রেড করার জন্য নানা ধরনের বা না ভাবে ট্রেড করে থাকি । ট্রেড করার জন্য আমাদের কিছু সময় রেখে দিতে হয় । তাই আমি ৪-৫ ঘণ্টা সময় আমি ফরেক্স ট্রেড এর জন্য রেখে দেই । ট্রেড করতে হলে তো এই সময় টুকু আমাদের দিতেই হবে ।
-
আমার নিনিষ্ট করে সময় বলার মতন ট্রেড করি না । যখন । ভালো সেটআপ পাই তখন ট্রেডে এন্ট্রি নিয়ে খাকি । আর এন্ট্রি নেয়ার পর পরই ট্রেড এসএল হিট করে । হাহাহা । আমার মাথা পুরা নষ্ট গত কয়েবটা দিন ধরে । বুঝতেছিনা কি করা দরকার । আমারতো মনে হয় ফরেক্স আমার জন্য নয় ।
-
বেশির ভাগ সময় দেখা যায় যে সকাল ১১টার থেকে বিকার ৫টা পর্যন্ত অফিসে বসে অফিসের কাজের ফাকে ফাকে বসে ট্রেড করি । সন্ধার সময় থেকে রাত ১০টা বা ১১টা পর্যন্ত যখন ট্রেড দেওয়ার পরিবেশ পাই তখনই ট্রেড দেই। সব মিলে দেখা যায় গড়ে ৫থেকে ৬ঘন্টা আমি ট্রেড করি।
-
প্রথমেই আমি বলেনেই আমি পেশাগত ভাবে স্টুডেন্ট তাই স্বাভাবিক ভাবেই আমি দিনের সিংহভাগ সময় ট্রেড এর পিছে বে করতে পারিনা.তবে আমি ৪- ৫ ঘন্টা গড়ে দিয়ে থাকি ট্রেডিং এর জন্য.এবং আমি উত্তেজনা বসতি ট্রেডিং অ বেশি সময় দিয়ে করে থাকি.কারণ কি হচ্ছে আমার ট্রেড এর তা সম্পর্কে আমার একপ্রকার উত্তেজনা কাগ করে.তাই এমন সময় আমর লাগে ট্রেডিং এর পেছনে.
-
ট্রেডিং অনেক টেনশনের একটি কাজ । আপনি যদি দীর্ঘক্ষণ একটি টেনশন নিয়ে পড়ে থাকেন তাহলে নানা রকম সমস্যায় পড়তে পারেন । তাই আমি মনে করি খুব বেশি টেনশন করা মোটেই উচিত নয় । ট্রেডিং করতে হবে দিনে ৪ থেকে ৫ ঘন্টা । এর মধ্যেই কাঙ্খিত ফলাফল লাভের চেষ্টা করতে হবে । তাহলেই সহজে সফল হওয়া যাবে বলে আমি মনে করি ।
-
আমরা সবাই ট্রেডিং করি নিজস্ব একটা ট্রেড প্লান বা স্ট্রাটেজি অনুসারে । তবে একটা ট্রেড ঠিক কতক্ষণ করব তা নির্ভর করে যে পেয়ারে ট্রেড দেওয়া হয়েছে সেই ট্রেডের মুভমেন্টের উপর । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তাদের প্রধান উদ্দেশ্য থাকে ট্রেড থেকে কিছু পরিমাণ লাভ করা । আর ট্রেড ঠিক কখন প্রফিট হবে কিংবা মার্কেটের গতিবিধির উপর এসব লাভ লসের ব্যাপারগুলো নির্ভর করে । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড দিয়ে সেটা পর্যালোচনা করাই আমাদের উচিত হবে ।
-
অামি দিনে কতক্ষণ ট্রেড করি সেটার কোনো নিশ্চিত তথ্য নেই । অামি সাধারণতো দুপুর ৩ টার পর মার্কেটে ইন্টা্র করি । কেননা আমার স্ট্যাটেজি মতে দুপুর ৩ টার আগে মার্কেটে তেমন কোনো মুভমেন্ট থাকেনা এবং ট্রেন্ড এর কোনো হিসাব নিকাশ মিলে না ।
-
আমি প্রায় ১০ ঘন্টা এই ফরেক্স মার্কেটে সময় দিয়ে থাকি । এই ফরেক্স মার্কেটে আমি ১০ ঘন্টারও বেশী এই ব্যবসার জন্য সময় দিতে চাই । ফরেক্স মার্কেটে যে যত বেশী সময় দিতে পারবে সে অবশ্যই সফলকাম হতে পারবে ।
-
আসলে আমি এখনো ভাল করে জানি না কি ভাবে আমি ট্রেড করতে পারি তাই আমি ভাল জানতে চাই ট্রেড কি ভাবে করলে ভাল প্রফিট আসতে পারে । আমি আসলে একদিন এর ট্রেড ভাল করে জানি না । আমি শুধু ট্রেড ওপেন করে দেখি কি ভাবে তা দিয়া প্রফিট আনা যাবে তাই আমি সে ভাবে কাজ করি । আমি আর কিছু ভাল করে জানি না ।
-
ফরেক্স মার্কেটে আমি বেশির ভাগ ট্রেড করে থাকি আমাদের বাংলাদেশের সময় অনুসারে সন্ধ্যা ৬ ঘটিকা হইতে রাত ১১ ঘটিকা প্রযন্ত,এই সময়ে বেশির ভাগ ফরেক্স ট্রেডার মার্কেটে অবস্থান করে আর এই সময়ে মারকেট মুভমেন্ট বেশি থাকে বিধায় অনেক তারাতাড়ি ভাল প্রফিট করা যায় তাই এই সময় বেস্ট।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমি নির্দিষ্ট কোন সময় নি না।তাবে হ্যাঁ অনেক সময় আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য ব্যয় করি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য এনালাইসিস করতে যত সময় লাগে তত সময় আমি ট্রেড করার জন্য ব্যয় করি।আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য তেমন কোন সময় ব্যয় করতে হয় না।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে তিন প্রকার এর এনালাইসিস করি।এই তিন প্রকার এর এনালাসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
আমি পার্ট টাইম ত্রাদের তাই আমি একদিনে ৬ থেকে ৭ ঘন্টার মত ট্রেড করে থাকি.কারণ আমি পেশায় একজন স্টুডেন্ট তাই আমি ফুল টাইম ট্রেড করতে পারিনা.কারণ ফুল টাইম ট্রেড করলে আমার স্টাডি তে প্রভাব পর্বে তাই আমি শর্ত টাইম ট্রেড করি যা দিনে প্রায় ৬ থেকে ৭ ঘন্টার মত হয়ে থাকে.এবং এইটুকু সময় ট্রেড করে আমি মাসে যথেষ্ট আয় করে থাকি.