ফরেক্র সম্পরকে লেখা লেখি করতে ভাল লাগে মাঝে মধ্যে মন মানশিকতা ঠিক না থাকলে ভাল লাগে না। আমরা মানুষ আমাদের সব কিছু িনরবর করে মনমানশি কতার উপর । আমাদের মন ভাল থাকলে সব কিছু ভাল লাগে। ফরেক্র সম্পরকে লেখা লেখি করতে আরো ভাল লাগে যখন ট্রেড করে লাভ হয়।
Printable View
ফরেক্র সম্পরকে লেখা লেখি করতে ভাল লাগে মাঝে মধ্যে মন মানশিকতা ঠিক না থাকলে ভাল লাগে না। আমরা মানুষ আমাদের সব কিছু িনরবর করে মনমানশি কতার উপর । আমাদের মন ভাল থাকলে সব কিছু ভাল লাগে। ফরেক্র সম্পরকে লেখা লেখি করতে আরো ভাল লাগে যখন ট্রেড করে লাভ হয়।
ফরেক্স ফোরামে আমার লেখা লেখি করতে অনেক ভাল লাগে। আমি আগে যখন ফেইস বুক ব্যবহার করতাম। তখন এটা আমি জানতাম না ফোরেক্স ফোরামটা কি। কিন্তু যেই আমি এর সম্পর্কে জানতে পারলাম এর পরথেকে আমি ফরেক্স ফোরামে পোস্ট করে সময় ব্যয় করে থাকি।আপনারা কি করেন।
ফরেক্স সম্পর্কে লেখা লেখি করতে আমার ভাল লাগে।লেখালেখির মাধ্যমে অনেকেই নানা ধরনে যেমন প্রশ্ন করে তেমনি করে অনেকের কাছ থেকে বিভিন্ন ধরনের উত্তর ও পাওয়া যায়।তাতে করে ফরেক্স সম্পর্কে অনেক অজানা বিষয় জানা যায় এবং ফরেক্স সমন্ধে ধারনা ক্লিয়ার হয়।তাই আমার মতে এটা খুবই উপকারি।ধন্যবাদ
ফরেক্স নিয়ে লেখালেখি করতে আমার অনেক বেশি ভাল লাগে।এর কারন হল লেখালেখি করতে গিয়ে অনেক কিছু শেখা জায়,জানা যায় জা আগে জানা ছিল না।অন্যের লেখা পড়লে আমি যা জানি না তা জানতে পারি। ার নিজে যা জানি তা অন্যের সাথে শেয়ার করা যায়।
ফরেক্স মার্কেট নিয়ে লেখালেখি করতে অনেক ভভাল লাগে,তাই আমাদের ফরেক্স ভাল ভাবে জানতে পারি সে জন্য আমাদের ফরেক্স নিয়ে লেখালেখি করতে পারি,ফরেক্স ফোরামে অনেক কিছু লেখা থাকে যাথেকে আমরা অনেক উপকৃত হতে পারি,তাই আমাদের ফরেক্স মার্কেট নিয়ে পড়ালেখা করতে হয়।
ফরেক্স নিয়ে লেখালিখি করতে আমার বেশ ভালোই লাগে।কারন আমি ফরেক্সে কাজ করি, আর যেখানে কাজ করি সেটা নিয়ে লিখতে কারই বা খারাপ লাগে? আমি তো খুব উপভোগ করি। তাই ফরেক্স ফোরামে প্রায়ই ফরেক্স নিয়ে লিখালিখি করি। ভালো লাগে বলেই লিখালিখি করি।
ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে পেরে আসলেই আমি আনন্দিত । বাংলাদেশ ফরেক্স ফোরামে ফরেক্স সম্পর্কে লেখালেখি করার জন্য সুন্দর একটি ক্ষেত্র তৈরি করে দিয়েছে । তাছাড়া ফোরাম আমাদের প্রতি পোস্ট এ ২০ সেন্ট করে দিয়ে থাকে যা আমাদেরকে ট্রেড করতে সহায়তা করে যা আমাদের ভাল লাগাকে আরেক ধাপ এগিয়ে দিয়েছে ।
ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে অনেক ভালো লাগে। ফরেক্সে লেখালেখি করলে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানা যাই এবং অন্নদের লেখা পরলে ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করা যাই তাই ফরেক্স সম্পরকে লেখতে অনেক ভালো লাগে।
ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে আমার দারূণ লাগে । তবে নিজেকে আরো ভালো ভাবে ট্রেডার তৈরি করে যদি ফরেক্স নিয়ে লেখতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো । ফরেক্স নিয়ে লেখালেখির মাধ্যমে অন্যকে জানানোর পাশাপাশি নিজেও অনেক কিছু জানতে পারছি ।
আমান কাছেও ফরেক্স নিয়ে লিখা- লেখি করতে অনেক ভাল লাগে। আমি মুটামুটি কিছু দিন ধরে ফরেক্স ট্রেডিং করতেছি। এরই মধ্যে ফরেক্স ফোরাম আমার কাছে অনেক ভাল লাগে। এখানে আমার মত আরও অনেকেই ট্রেডিং করছে । সবার সাথে ফরেক্স নিয়ে শেয়ার করতে পেরে অনেক ভাল লাগে। তাছাড়া অনেকেই এখানে নতুন নতুন তথ্য আলোচনা করে যা আমার অনেক ভাল লাগে <3
আমি ফরেক্স অনেক ভালোবাসি এবং ফরেক্স সম্পর্কে লেখতে আমার অনেক ভাল লাগে। ফরেক্স বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে আমার অনেক সমস্যার সমধান খুজে পাই। শিখার সময় অনেক ছোট ছোট বিষয় দেখানোর হয়। যা হয়ত পরে আমরা ভুলে যায়। কিন্তু ফরেক্স লেখার জন্য সে সব ছোট ছোট বিষয়গুলো আমার লেখা হয়ে যায়। আমি যখনই সময় পাই ফরেক্স মার্কেটে পোরাম পোষ্ট লেখার চেষ্টা করি।
ফরেক্স মার্কেটে আমি একেবারেই নতুন একজন। আমি যখন ফরেক্স সম্পর্কে ধারনা পাই তখন থেকে এর প্রতি আমি একটা প্রত্যাশী হয়ে ওঠি এবং মনে করি আমি ও ফরেক্সে ট্রেড করব সেই সাথে আমি একজন সিনিয়র ট্রেডারের কাছ থেকে পরিপূর্ন ধারনা নিয়ে ট্রেড করা শুরু করি। এখন আমার ফরেক্স সসম্পর্কে লিখতে ভাল লাগে
ফরেক্স সম্পর্কে লেখা লিখি করতে আমার অনেক ভাল লাগে। কারন ফরেক্স সম্পর্কে লিখতে লিখতে অনেক কিছু যানতে পারি ফরেক্স সম্পর্কে অনেক সমস্যা গুলোর সমাধান পাই আর এই ফরেক্স সম্পর্কে লেখা লিখি করতে গিয়ে অনেক নতুন কিছুও শিখতেও পারি এবং অনেক কিছু যানতেও পারি। তাই আমি মনে করি ফরেক্স সম্পর্কে সবার উচিত লেখা লিখি করা এবং ফরেক্স সম্পর্কে অনেক কিছু যানা।
ফরেক্স নিয়ে লেখা লেখি করতে আমার অনেক ভাল লাগে।কারন এখানে অনেক অবিজ্ঞ ট্রেডার আছে যারা কিনা তাদের অবিজ্ঞতা এখানে শেয়ার করে আমি ও যা জানি তা এখানে শেয়ার করতে চেস্টা করি।ফরেক্স ফোরামে পোস্টিং করে আমি খুবই আনন্দিত।আমি ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতাম না যা আমি ফোরাম থেকে অনেক কিছু শিখেছি।তাই আমার কাছে লেখালেখি করতে ভাল লাগে।
ফরেক্স সম্পরকে লেখালেখি করতে ফরেক্স সাইড গুলো ভিজট করতে অনেক ভাল লাগে।শুধু লিখতেই ভাল লাগে না অন্যদের মতামত গুলা জানতে পারি।কি করা উচিত কি করা উচিত না এবিষয়ে সঠিক ধারনা পায়।ফরেক্স সম্পরকের সাথে জরিত সব বিষয়য় আমার ভাল লাগে।
ফরেক্স সম্পর্কে লেখা-লেখি করতে ভালই লাগে.এতে নিজের অভিজ্ঞতা শেয়ার করা যায়.আমার লেখা ফরেক্স সম্পর্কে অন্যদের নতুনভাবে দিক নির্দেশনা দিতে পারে.আবার আম্মি কোনো বহুল করলে টা সম্পর্কে লিখলে অন্যরা ঐখান থেকে শিক্ষা নিতে পারে.তাই আমি মনে করি সকলের ই নিজেদের অভিজ্ঞতা লিখার মাধ্যমে সকল কে জানানো উচিত.
ফরেক্স মার্কেট সম্পর্কে লেখালেখি করতে আমার কাছে অনেক ভালো লাগে।কারণ এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছুই জান্তে পারি।ফোরাম এ পোস্টিং করে আমরা ফরেক্স মার্কেট সিম্পরকে একে অনন্যার সাথে আলোচনা করতে পারি।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে অজানা অনেক কিছু জান্তে পারি।এর মাধ্যমে আমরা ফোরাম থেকে বোনাস পাই।যা দিয়ে আমরা ফরেক্স মার্কেট এ বিনা পুঁজিতে ট্রেড করতে পারি।এর মাধ্যমে আমরা আরও অনেক সুবিদা পাই।
ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে আমার কাছে অনেক মজার একটি বিষয়। যেহেতু এখানে অনেক নতুন ও পুরাতন ত্রেদার সবাই নিজেদের সমস্ত বিষয় গুলো আলচনা করে তাই ফরেক্স বাংলা ফরামে আলাপ আলচনা এবং লেখালেখির মজাই আলাদা । এখনে লেখালেখির মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি ।
ফোরাম পোস্টিং শুধু বোনাস নয় এর মাধ্যমে আমরা অনেক অজানা জিনিস শিখতে পারি। আমি অনেক অজানা জিনিস জেনেছি। আপনি ও আপনার অজানা জিন্সগুলো এই ফোরামে তুলে ধরতে পারেন। আর যারা প্রশ্নের উত্তর জানেন তারা অব্যশই উত্তর দিবেন।
ফরেক্স নিয়ে আমরা যতই আলোচনা সমালোচনা করব ততই আমাদের জ্ঞানের পরিধি বিস্তৃত হবে। তাই আমাদেরকে আমাদের সব কিছু একে অপরের সাথে শেয়ার করা উচিত। এতে আমাদের অজানা বিষয়গুলো আমাদের সামনে ভেসে উঠবে। সুতরাং আলোচনার বিষয়টি খুবই সুন্দর ও পরোপকারী।
ফরেক্স এ লেখালেখি করতে একটু খারাপ লাগে কিন্তু লেখালেখি করলে অনেক লাভ আসে
ফরেক্স নিয়ে লেখালেখি করতে আমার অনেক ভাল লাগে।কারন এখানে লেখালেখি করতে গেলে বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে লেখা হয় অনেক না জানা তথ্য জানতে পারা যাই ।আসল কথা লেখালেখি করলে ফরেক্স সম্পর্কে আগ্রহও ধীরে ধীরে বাড়তে থাকে। সব মিলিয়ে ফরেক্স নিয়ে লেখালেখি করাটা দারুন লাগে।
ফরেক্স সমন্ধে লেখাখি করতে করতে আমার আমার হাতের স্পীড বেড়ে গিয়াছে তাই ফরেক্স নিয়ে লেখালেখি করতে আমার ভালো লাগে, ফরেক্স সম্পর্কে লেহালেখি করলে ফরেক্স সম্পর্কে আমারা অনেক কিছু জানতে পারি। ফরেক্স সমন্ধে ধারনা আরি বেশি ক্লিয়ার হয়। অনেকে, অনেক মন্তব্য করে আপনার লেখায়, সেটা আমাকে অনেক সাহায্য করে। তাই বলতে চাই, ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে ভালোই লাগে।
ফরেক্স সম্পর্কে লেখা লিখি করতে ভালো লাগে । তবে নতুন ট্রেডার হিসেবে আমি ফোরাম হতে ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখছি প্রতিনিয়ত । যত বেশি শিখছি আমি তত বেশি অবাক হচ্ছি এই কারণে যে আমি ফরেক্স সম্পর্কে যত লিখি না কেন তা শেষ হবে না । কারন ফরেক্স এর শুধুমাত্র একটা শাখা নয় এর রয়েছে অসংখ্য শাখা প্রশাখা যাদের আলাদাভাবে আমাদের জানতে হয় বুঝতে হয় । আর যত বেশি জানা যাবে তত বেশি এগিয়ে থাকা যাবে ।
আসলে কি ভাই ফরেক্স নিয়ে লিখতে আমার আনেক ভাল লাগতো, কিন্তু ভাই এত কষ্ট করে জাদের জন্য লিখিতাম তারা সবি শুধু উল্ট পালটা কমেন্ট করে। কিন্তু যখন আমি তাকে ভাল ভাবে জিনিস টা বুঝিয়ে দেই তখন তারা এটা এক মেনে নেয় কিন্তু প্রথমে যা বলে তা দেখে ভাই আমার ফরেক্স নিয়ে আর কিছু লেখতে ভাল লাগেনা। ফরেক্স ট্রেডিং সম্পর্কে লেখালেখি করতে আমার অনেক ভাল লাগে এবং শুধু লেখালেখি করা নয় অন্যদের লেখা পড়তে আমার আরও বেশি ভাল লাগে। ফরেক্স ফোরাম সাইটে লেখালেখি করলে অনেকের সুবিধা হয় এবং যারা লেখেন তাদেরও সুবিধা হয়।
ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে আমার অনেক ভাল লাগে কারন ফরেক্স সম্পর্কে যতো লেখালেখি করব ফরেক্স সম্পর্কে জত জানব দেকব ততই ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা হয় তাই আমি ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে ভাল বাশি এবং এই জন্য আমার ভাল লাগে। ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে আমার খুভ ভাল লাগে কারন ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানাও জায় ফোরামে লেখালেখি করতে আর ভাল লাগে আমি বাংলা ফরামে আর ভাল লেখালেখি করি অনেক কিছু জানতে পারি শিখতে পারি।
ভাই ফরেক্স সমন্ধে লেখালেখি করতে আমার খুব ভাল না লাগলেও মাঝে মাঝে আমি মনে মনে ফরেক্স ফোরাম কাছে কৃতজ্ঞতা বোধ করি। কারন আগে আমার লেখার স্পীড কম ছিল এখন আমার হাতের স্পীড বেড়েছে ।এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি খুব খুশি।
ফরেক্স সম্পর্কে লেখা লেখি করতে আমার তো অনেক ভাল লাগে আর ফরেক্স সম্পর্কে লেখা লেখি করতে গিয়ে আমি অনেক কিছু শিখতেও পেরেছি। যেমন ফরেক্স কি, মানুষ ফরেক্স ব্যবসা কেন করে, ফরেক্স ব্যবসা করে কি দারিদ্রতা দূড় করা সম্ভব, ফরেক্স কি একটি হালাল ব্যবসা, ফরেক্স ব্যবসা করে মানুষ কি ধনি হতে পারে আরও অনেক কিছু। তাই আমার অনেক ভালই লাগে ফরেক্স সম্পর্কে লেখা লেখি করতে আর সবারও উচিত ফরেক্স লেখা লেখি করা। ফরেক্স ট্রেডিং সম্পর্কে লেখালেখি করতে আমার অনেক ভাল লাগে এবং শুধু লেখালেখি করা নয় অন্যদের লেখা পড়তে আমার আরও বেশি ভাল লাগে। এখানে লেখালেখি করতে গেলে বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে লেখা হয়, মার্কেত এনালাইসিস নিয়ে লেখা হয়। লেখালেখির ফলে অনেক ধরনের ফীডব্যাকও পাওয়া যায়। আসল কথা লেখালেখি করলে ফরেক্স সম্পর্কে আগ্রহও বাড়তে থাকে।
ফরেক্স মার্কেট সম্পর্কে আমরা বেসি এনালাইসিস করলে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারবো। ফরেক্স মার্কেট নিয়ে লেখালেখি করে আমরা ফরেক্স মার্কেট এর যাবতীয় ভুল গুলো ধরেনিতে পারি। তাই আমার কাছে ফরেক্স মার্কেট নিয়ে লেখালেখি বা কারো সাথে আলোচনা কোরতে বেসি ভালো লাগে। তাই আমি ফরেক্স মার্কেট নিয়ে ফোরাম এ লেকালেখি করি এবং আয় করি যা দিয়ে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি এবং পরপিট কোরতে পারি, । ফরেক্স সম্পরকে লেখালেখি করতে আমার অনেক ভাল লাগে আর লেখা লেখি করলে ফরেক্স সম্পরকে ভাল ধারনা বারে সেদিক দিয়ে অনেক লাভ হয় কারন ফরেক্স নিয়ে আমি জত কিছু করব ফরেক্স সম্পরকে তত ধারনা হবে তাই ফরেক্স নিয়ে লেখা লেখি করতে ভাল লাগে।
হা ভাই ফরেক্স মার্কেট সম্পর্কে লেখ লেখি করতে আমার অনেক ভাল লাগে আর সব চাইতে ভাল লাগে যদি শুনি যে ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক লাভ বান হয়েছে। কারন ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ করা খুব কঠিন কাজ বলে আমি মনে করি তাই জ্ঞান লাভ করে ফরেক্স ট্রেড করলে আমি লাভ করতে পারব।
ফরেক্স সম্পর্কে বলতে গেলে আমি তেমন কিছুই জানি না। এটা সম্পর্কে আমি জানতে চাই।
যখন কোনো কিছুর সম্পর্কে সাধারন দের কাছে ঝাপসা থকে তখন সেই ঝাপসা বিষয় টাকে আরো সম্পুর্ন ও পরিষ্কার করতে লেখালেখির গুরত্ব বোঝানো কঠিন। আর ফরেক্স এর মত এত গুরুত্বপুর্ন বিষয় নিয়ে লেখা লেখি করতে অবশ্যই অনেক ভালো লাগে।
আমি অনেক দিন থেকে ফরেক্স ব্যবসা নিয়ে আছি, এবং পোস্ট করছিও অনেক দিন থেকে, আগে ফরেক্স এম টি ৫ এ পোস্ট করতাম, আরপর ফরেক্স পাকিস্তান এ ফরম এ পোস্ট করতাম এবং এখন আমার মাতৃ ভাষা বাংলাই পোস্ট করছি, বাংলা ফরেক্স ফরম এ পোস্ট করতে পেরে আমি ভীষণ খুশি, এই কারনে ফরেক্স নিয়ে লেখা লেখি করতে আগের থেকে বেশি আনন্দ অনুভব করছি।
আমার মনে হয় এই পেজে সারাদিন শুধু লিখি আর লিখি। আমার খুব খুব ভালো লাগে। আমরা বাংগালী হিসেবে যে এমন একটি বাংলা পেজ পেয়েছি তার জন্য ফরেক্স বাংলাকে জানাই অনেক অনেক ধণ্যবাদ ও ভালোবাসা।
লেখা লেখি করা এটা অনেকের কাছে ভাল মনে হয় আর অনেকের কাছে একটু বিরক্তিকর বলে মনে হয় । কিন্তু ফরেক্স নিয়ে লেখা লেখি করতে আমার অনেক ভাল লাগে । আসলে ভাল লাগার পেছনে একটি কারন আছে , আর সেই মহান কারন হল এখানে লেখার মাধ্যমে কিছু মল্যবান অর্থ আয় করা যায় । এ জন্যই আমি লিখি ।
ফরেক্স সম্পর্কে লেখা লিখি করতে ভালোই লাগে কারন আমরা এই লেখা লিখির মাধ্যমে আমাদের সকল ফরেক্স বন্ধুদের সাথে শেয়ার করতে পারি। তাদের অভিজ্ঞতাকেও জানতে পারি। ফরেক্স লেখার জন্য সে সব ছোট ছোট বিষয়গুলো আমার লেখা হয়ে যায়। আমি যখনই সময় পাই ফরেক্স মার্কেটে পোরাম পোষ্ট লেখার চেষ্টা করি। লেখালেখির ব্যপারটা আমার জন্য আনন্দদায়ক। ফরেক্স নিয়ে লেখালেখি করাটা দারুন ব্যপার।
আসলে ফরেক্স মার্কেট সম্পর্কে আমার লিখতে অনেক ভাল লাগে। যদিও আমি ফরেক্স মার্কেটে সম্পির্কে খুব একটা ভাল কিছুই জানি না তবুও আমি ফরেক্স মার্কেটে এই কয়েক মাস অবিজ্ঞতা থেকে আপনার জন্য এবং সবার জন্য কিছু লিখার ছেস্ট করি এবং ফরেক্স মার্কেটে কম কম করে ট্রেড করি।
আমার ফরেক্স এ লেখালাখি করতে খুব ভালো লাগে । এতে করে আমার টাইপিং স্পিড বাড়ছে এবং আমার বেকার টাইম যে গুলো আগে ফেসবুকে দিতাম এখন তা র করি না এখন অবসর সময় এ ফরেক্স এ কাজ করি মজা পাচ্ছি টাকা পাচ্ছি এবং এখন কারো থেকে খুজে টাকা নিতে হয় না নিজের টাকায় চলি ।
আমি ব্যক্তিগতভাবে বলবো ফরেক্স ট্রেডিং সম্পর্কে লেখালেখি করতে আমার অনেক ভাল লাগে এবং শুধু লেখালেখি করা নয় অন্যদের লেখা পড়তে আমার আরও বেশি ভাল লাগে। ফরেক্স ফোরাম সাইটে লেখালেখি করলে অনেকের সুবিধা হয় এবং যারা লেখেন তাদেরও সুবিধা হয়।
ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে আমার অনেক ভালো লাগে।কেননা ফরেক্স সম্পর্কে যত বেশি আলোচনা সমালোচনা এবয় লেখালেখি করতে পারবে ফরেক্স সম্পর্কে নিজের দক্ষতা তত বাড়বে।ফরেক্সে বিভিন্ন বিষয়ে তত বেশি স্পষ্ট ধারনা তৈরী হতে পারে।তাই যারা লেখালেখি সুযোগ পাবেনা তারা লেখালেখির সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করবেন যাতে ভালো হতে পারে।