ফরেক্স মার্কেটে কেউ শর্ট টার্ম ট্রেড করে আর কেউ লং।যারা স্কাল্পিং করতে পছন্দ করে তারা মুলত ছোট টাইম্ফ্রেম ইউজ করে।যেমন m1,m15,m30.কিন্তু যারা লংটার্ম ট্রেডার তারা মুলত বড় টাইম্ফ্রেম ইউজ করে।আমি মুলত লংটার্ম ট্রেড করতে পছন্দ করি।
Printable View
ফরেক্স মার্কেটে কেউ শর্ট টার্ম ট্রেড করে আর কেউ লং।যারা স্কাল্পিং করতে পছন্দ করে তারা মুলত ছোট টাইম্ফ্রেম ইউজ করে।যেমন m1,m15,m30.কিন্তু যারা লংটার্ম ট্রেডার তারা মুলত বড় টাইম্ফ্রেম ইউজ করে।আমি মুলত লংটার্ম ট্রেড করতে পছন্দ করি।
আমি নিজের কাছের মানুষদের দেখেছি স্বল্প সময়ের জন্য যারা ট্রেড করছে তারা একসময় ভাল মুনাফা উপার্জন করতে পারছে কিন্তু বেশি দিন এই মার্কেটে তারা টিকে থাকতে পারেনি । আর সেই সুবাদে আমি এই মার্কেটে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করি এবং সে অনুযায়ী এখন পর্যন্তও টিকে আছি আশা করি ভবিষ্যতে টিকে থাকতে পারব । আর আমি সব সময় প্রতিদিন ১ ঘন্টার বেশি ফরেক্স এ শেখার পেছনে সময় দেয়ার চেষ্টা করি ।
সব টাইম ফ্রেম ই একটা টেকনিক্যাল মেনে চলে। তবে ছোট টাইম ফ্রেম সে টেকনিক্যাল বেশি সময় ধরে রাখতে পারে না। তাই বড় টাইম ফ্রেম ফলো করতে হয়। তাই আমার কাছে বর টাইম ফ্রেম ই ভাল লাগে। বর টাইম ফ্রেম দেখে ট্রেড করলে লস হবার সম্ভাবনা কম থাকে। ৪ ঘন্টা, ১ দিন এর নিচের টাইম ফ্রেম ফলো করা ঠিক না আমার মতে।
সব টাইম ফ্রেম টেকনিক্যাল মেনে চলে । আমি সর্ট ফ্রেম করতে পছন্দ করি না।আমি সাধারণত লং টাইম ফ্রেম করে থাকি। সর্ট টাইম ফ্রেম করতে ঝুকি বেশী । তাই আমার মনে হয় লং টাইম ফ্রেম করা উচিত। লং টাইম ফ্রেম করলে ঝুকির পরিমান কম থাকে। তাই লং ফ্রেম করা ভাল।
অনেকেই শর্ট টাইমফ্রেম ব্যবহার করে স্ক্যাল্পিং করে। আমি যেহেতু স্ক্যাল্পিং করিনা এবং লং টার্ম ট্রেড করতে পছন্দ করি তাই লং টাইম ফ্রেমই ব্যবহার করি। সাধারনত ১ ঘন্টা, ৪ ঘন্টা এবং ১ দিনের টাইমফ্রেম ব্যবহার করি। যারা আমার মত নতুন ট্রেড করেন। আমার মনে হয় তারা সবাই শর্ট টাইম মার্কেটে ব্যবসা করতে পছন্দ করেন। আমার 1এম, 5এম এবং 15এম মার্কেট ভাল লাগে।
আমার কাছে শর্ট টাইমফ্রেম ভালো লাগে কারন শর্ট টাইমফ্রেম দেখে আমি মার্কেট এনালাইসিস করতে ভালো বুঝি। তবে লং টাইমফ্রেমও ফলোআপে রাখি কারন শুধু শর্ট টাইমফ্রেম দেখে ট্রেড করলেই হবে লং টাইমফ্রেমও দেখতে হবে মার্কেট কোন ট্রেন্ডে আছে।
আমার কাছে সব কয়টি ভাল লাগে কারণ আমাকে দেখতে যে এক মিনিট কি অস্থানে আছে আবার দেখতে হয় ৫মিনিট কি অবস্থানে আছে এমনি করে আমাকে আধা ঘন্টা ১ঘন্টা চার ঘন্টা বা এক সপ্তাহ বা ১মাস মোট কথা সব কয়টি ক্যান্ডেল অনু মান করে আমাকে অর্ডার করতে হয় তাই আমি সবই টাইম ফ্রেম জরুরি বলে মনপ করি।
শর্ট টাইম ট্রেড আমার কাছে মোটেই ভালো নয়। বরং লং নিশ্চিত ভাবে লাভ করা সম্ভব, যদি আপনার একাউন্টে ব্যালেন্স আশানুরুপ থাকে।
সত্যি কথা বলতে হবে, সময়সীমা বোঝা এবং বিনিময় করা জরুরী। সর্বকালের স্প্যানগুলি তার নিজস্ব নীতিগুলি পর্যবেক্ষণ করে। ব্যবসায়ীরা এই নীতিগুলি বিচ্ছিন্ন করে বিনিময় করে। যে কোনও ক্ষেত্রে, অল্প সময় বরাদ্দগুলি সাধারণত নীতিগুলি পালন করে না। এটি যেমন হয়, তত বড় সময় নীতিগুলির অগ্রগতিকে আরও ভাল করে রাখে। এই কারণেই আমি দীর্ঘ সময়ের স্প্যানের বিনিময় করার চেষ্টা করি, উদাহরণস্বরূপ, 1 দিন বা 1 ঘন্টা সময় বরাদ্দ। আমি নিঃসন্দেহে এই সময়কাল পছন্দ।
আমার কাছে এক ঘন্টার টাইম ফ্রেম সবচেয়ে বেশি ভালো লাগে। তবে সবসময় সবগুলোই ফলো করার চেষ্টা করি।
আমি এখন h1 এবং h4 টাইমফ্রেম ব্যবহার করি । h4 দিয়েই মার্কেট এর অবস্থা ভালভাবে বোঝা যায়, সেক্ষেত্রে m5,m10,m15 টাইমফ্রেম মাথা নষ্ট করার জন্য খুব ই উপযুক্ত । তবে স্কাল্পিং করতে হলে m5,m10,m15 এই টাইমফ্রেম গুলা খুবই উপযুক্ত । long time ট্রেড করতে হলে h1 এবং h4 টাইমফ্রেম ব্যবহার করা সবথেকে ভাল ।
লংটাইম ট্রেডের অন্য অনেক উপকারী বলে আমি মনে করি। কারন এতে মার্কেট সম্পর্কে ভাল ধারনা পাওয়া যায়। কিন্তু ১ মিনিট ৫ মিনিটের চার্টে মার্কেট সম্পর্কে ধারনা পাওয়া যায় না। তাই আমি মনে করি লংটাইম চার্টেই ট্রেড করা উচিৎ। নিজের ট্রেডিং স্ট্রেটেজি ও নিজের পছন্দ অনুসারে টাইমফ্রেম নির্বাচন করে থাকেন। কেউ শর্ট টাইমফ্রেম পছন্দ করেন আবার কেউ লং টাইমফ্রেম পছন্দ করেন। যারা স্কেল্পিং ট্রেড করতে পছন্দ করে থাকেন তারা শর্ট টাইমফ্রেম নির্বাচন করেন ট্রেডিং এর জন্য।
ফরেক্স মার্কেটে কেউ শর্ট টার্ম ট্রেড করে আর কেউ লং।যারা স্কাল্পিং করতে পছন্দ করে তারা মুলত ছোট টাইম্ফ্রেম ইউজ করে।যেমন m1,m15,m30.কিন্তু যারা লংটার্ম ট্রেডার তারা মুলত বড় টাইম্ফ্রেম ইউজ করে।আমি মুলত লংটার্ম ট্রেড করতে পছন্দ করি। আমি প্রথম দিকে টাইম ফ্রেমকে তেমন একটা গুরুত্ব দিতাম না । তবে বেশ কিছু শিক্ষার পর এটা এখন অনেক বেশি পরিমাণে আমি জানি যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে টাইম ফ্রেমকে যথার্থভাবে মেইন্টেইন করতে হবে । কেননা টাইম ফ্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কোন ট্রেডারের জন্য ।
আমি প্রথম দিকে টাইম ফ্রেমকে তেমন একটা গুরুত্ব দিতাম না । তবে বেশ কিছু শিক্ষার পর এটা এখন অনেক বেশি পরিমাণে আমি জানি যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে টাইশ ফ্রেমকে যথার্থভাবে মেইন্টেইন করতে হবে । বর টাইম ফ্রেম দেখে ট্রেড করলে লস হবার সম্ভাবনা কম থাকে। ৪ ঘন্টা, ১ দিন এর নিচের টাইম ফ্রেম ফলো করা ঠিক না আমার মতে।
ফরেক্স মার্কেটে অনেকগুলো টাইমফ্রেমই রয়েছে তবে সবার চয়েস একরকম নয়। এনালাইসিস করার সুবিধার্তে এক এক ট্রেডার এক এক টাইমফ্রেম ব্যাবহার। তবে আমি বেশিরভাগ সময়ই ১ আওয়ার ও ৪ আওয়ার ক্যান্ডেল দেখে এনালাইসিস করি এবং এর পাশাপাশি ৩০ মিনিটের ক্যান্ডেল ও ১ দিনের ক্যান্ডেলও ওয়াচ করে থাকি এতে করে আমার এনালাইসিস এ কিছুটা সুবিধা হয়।
আমার জানামতে বেশিরভাগ সফল ট্রেডাররাই শর্ট টাইম ফ্রেম ব্যাবহার করতে নিষেধ করে আর তার উপরে তো স্কাল্পিং কখনোই চলবে না। আসলেই তাই স্কাল্পিং করে হয়ত আপনি মাঝে মাঝে বড় লাভ এর মুখ দেখতে পারবেন তেমনি আপনার থাকে অনেক অনেক লস হবার সম্ভাবনা।
এই বার্তার তরিৎ উত্তর দিন উদ্ধৃতি দিয়ে উত্তর দিন Multi-Quote This Message
আমি একজন ছোট মানের ফরেক্স ট্রেডার। আমার ব্যালেন্স অনুপাতে এবং ছোট লটে ট্রেড করে থাকি। আমার লং ট্রেড খুবি পছন্দ, তাই আমি বেশিরভাগই লং টাইম ফ্রেম অর্থাৎ h1,h4,d1 ও w1 টাইম ফ্রেমে ট্রেড করে থাকি এতে করে আমার লাভটা একটু কম হলেও একাউন্ট ঝুঁকিপূর্ণ হয় না। এতে করে মার্কেট ট্রেড এর প্রতিকুলে গেলেও তা ফিরে আসার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ মজুদ থাকে। তাছাড়া খুব ছোট লটে ট্রেড করা হলে খুব বেশি ক্ষতিও হয় না। ফরেক্স থেকে অর্জিত অর্থ উপার্জন করে আমি আমার চাহিদা পূরণ করতে সক্ষম।
সব টাইম ফ্রেম ই একটা টেকনিক্যাল মেনে চলে। তবে ছোট টাইম ফ্রেম সে টেকনিক্যাল বেশি সময় ধরে রাখতে পারে না। তাই বড় টাইম ফ্রেম ফলো করতে হয়। তাই আমার কাছে বর টাইম ফ্রেম ই ভাল লাগে। বর টাইম ফ্রেম দেখে ট্রেড করলে লস হবার সম্ভাবনা কম থাকে। ৪ ঘন্টা, ১ দিন এর নিচের টাইম ফ্রেম ফলো করা ঠিক না আমার মতে।
আমি প্রথম দিকে টাইম ফ্রেমকে তেমন একটা গুরুত্ব দিতাম না । তবে বেশ কিছু শিক্ষার পর এটা এখন অনেক বেশি পরিমাণে আমি জানি যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে টাইশ ফ্রেমকে যথার্থভাবে মেইন্টেইন করতে হবে । লোভ মোটেই করা যাবে না । সুৃতরাং আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই জীবনে উন্নতি করতে পারব ।
ফরেক্স এ অনেক টাইমফ্রেম রয়েছে। প্রত্যেম টাইমফ্রেম এর জন্য এক একটি করে ক্যান্ডেলিস্ট হয়ে থাকে। কেউ সর্ট টাইমফ্রেম ব্যবহার করে আবার কেউ বা লং টাইমফ্রেম ব্যবহার করে থাকে। আমি ফরেক্স এ বেশীর ভাগ H1, H4, Daily টাইমফ্রেম গুলো ব্যবহার করে থাকি। এই টাইমফ্রেম গুলো আমার কাছে বেশী ভাললাগে এবং বেশী সুবিধা মনে হয়।
আমি সাধারণত ফরেক্স মার্কেট এ long-time ট্রেডিং করে থাকি তাই আমার কাছে 15 মিনিটের টাইমফ্রেম সবথেকে ভালো লাগে। তবে আমি 15 মিনিটের টাইম এর পাশাপাশি 30 মিনিট ও এক ঘন্টার টাইমফ্রেমে ট্রেডিং করে থাকি।
ফরেক্স মার্কেট এ আমার কম আর বেশী সব টাইমফ্রেইম ই ভাললাগে। টাইমফ্রেম খেয়াল করে আমি যখন দেখি যে ট্রেড করার উপযক্ত তখন আমি ফরেক্স এ ট্রেড করে থাকি। তবে আমি বেশীর ভাগ H1, H4, Daily টাইমফ্রেম গুলো বেশী ব্যবহার করে থাকি। এতে আমার অনেকটা ভাললাগে। এই টাইমফ্রেম গুলো ক্যান্ডেলগুলো অনেকটা বড় হয়ে থাকে। এবং ট্রেড করতে সুবিধা হয়।
আমি শর্ট টাইম ট্রেডিং টা বেশি প্রেফার করি। কারন আমি মাঝারি মানের ট্রেডার । আর আমার পক্ষে লং টাইম ট্রেডিং করার মত রিয়েল ডলার নেই। আর স্ক্যাল্পিং করাটা খুব রিস্কি। কখন প্রপার টাইম হবে ট্রেড অফ করার, তা আপনি নাও বুঝতে পারেন। সে টেকনিক্যাল বেশি সময় ধরে রাখতে পারে না তাই বড় টাইম ফ্রেম ফলো করতে হয় তাই আমার কাছে বর টাইম ফ্রেম ই ভাল লাগে বর টাইম ফ্রেম দেখে ট্রেড করলে লস হবার সম্ভাবনা কম থাকে ।
আমি লং টাইমফ্রেমে ট্রেড করা পছন্দ করি। লং টাইম ফ্রেমে ট্রেড কলা সহজ অর্থ ক্ষতির ঝুকি কম থাকে। তাছাড়া অনেক বড় বড় ট্রেডার শর্ট টাইম ফ্রেমে ট্রেড করতে না করে থাকেন। শর্ট টাইম ফ্রেমে ট্রেড করা হলে অর্থ ক্ষতির ঝুকি বেশি থাকে। তাই যখনই ট্রেড করা হয় কমপক্ষে ২ থেকে তিন দিনের বেশি সময়ের ফ্রেম তৈরী করা হলে ভাল হয়।
ফরেক্স মার্কেটে অনেক টাইম ফ্রেম আছে। একেক জনের কাছে একেক টাইম ফ্রেমে কাজ করতে পছন্দ করে। আমি সাধারনত ১ ঘন্টার চার্টেই বেশি ট্রেড করে থাকি। আমার মুলধন কম বলে চেষ্টা করলেও আমি লং টাইম ট্রেড করতে পারি না। তাই আমার ঘন্টার চার্টই পছন্দ। আর সেই সুবাদে আমি এই মার্কেটে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করি এবং সে অনুযায়ী এখন পর্যন্তও টিকে আছি আশা করি ভবিষ্যতে টিকে থাকতে পারব। আর আমি সব সময় ৪ ঘন্টার টাইম বেশি ফলো আপ করি। কারণ এটাতে অনেক বেশি ঝুকিমুক্ত ট্রেডিং পরিকল্পনা করা সম্ভব।
অনেকেই শর্ট টাইমফ্রেম ব্যবহার করে স্ক্যাল্পিং করে। আমি যেহেতু স্ক্যাল্পিং করিনা এবং লং টার্ম ট্রেড করতে পছন্দ করি তাই লং টাইম ফ্রেমই ব্যবহার করি। সাধারনত ১ ঘন্টা, ৪ ঘন্টা এবং ১ দিনের টাইমফ্রেম ব্যবহার করি। তবে কখনো কখনো ১সপ্তাহের টাইমফ্রেমও ব্যবহার করি। আমার মতে লং টাইমফ্রেম ব্যবহারের মাধ্যমে মার্কেট সম্পর্কে ভালোভাবে এনালাইসিস করা যায়।
প্রথম দিকে টাইম ফ্রেমকে তেমন একটা গুরুত্ব দিতাম না । তবে বেশ কিছু শিক্ষার পর এটা এখন অনেক বেশি পরিমাণে আমি জানি যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে টাইশ ফ্রেমকে যথার্থভাবে মেইন্টেইন করতে হবে । কেননা টাইম ফ্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কোন ট্রেডারের জন্য । আমি স্কাল্পিং পছন্দ করি না তাই লং ট্রাম টাইম ফ্রেমে ট্রেড করতে অনেক বেশি পছন্দ করি ।
আপনার কাছে কোন টাইমফ্রেম ভাল লাগে ?
আমার জানামতে বেশিরভাগ সফল ট্রেডাররাই শর্ট টাইম ফ্রেম ব্যাবহার করতে নিষেধ করে আর তার উপরে তো স্কাল্পিং কখনোই চলবে না। আসলেই তাই স্কাল্পিং করে হয়ত আপনি মাঝে মাঝে বড় লাভ এর মুখ দেখতে পারবেন তেমনি আপনার থাকে অনেক অনেক লস হবার সম্ভাবনা।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
আসলে টাইম ফ্রেমতো ভাল লাগার বিষয় বলে আমার কারে মনে হয় না কারন এটা হল আপনার ট্রেডিং স্টাইলের জন্য অপরিহার্ষ একটা বিষয় যেমন আমি মুলত ডে স্কেলপার তাই আমি একদিনের টাইম ফ্রেম হতে মার্কেট টেন্ড বুঝে এক ঘন্টার ফ্রেমে ট্রেড করি। ধন্যবাদ।
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম একটি গুরুত্বপূর্ন বিষয় । মেটা ট্রেডারে সাধারনত টাইমফ্রেমকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় যেমন m1,m5,m15,m30,h1,h4,d1,w1,mn । মিনিট ১ আথবা মিনিট ৫ টাইম ফ্রেম ট্রেড করার জন্য উপযোক্ত নয় । এটি সাধারনত স্ক্যাল্পিং এর জন্য ব্যবহার হয় । আপনি যদি লং টাইম ট্রেড করতে চান তাহলে ১ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেম উত্তম বলে আমি মনে করি । এই টাইম ফ্রেমে মার্কেট এ্যনালাইসিস করা খুবই কার্যকারী বলে মনে হয়
আসলে টাইম ফ্রেমতো ভাল লাগার বিষয় বলে আমার কারে মনে হয় না কারন এটা হল আপনার ট্রেডিং স্টাইলের জন্য অপরিহার্ষ একটা বিষয় যেমন আমি মুলত ডে স্কেলপার তাই আমি একদিনের টাইম ফ্রেম হতে মার্কেট টেন্ড বুঝে এক ঘন্টার ফ্রেমে ট্রেড করি। ধন্যবাদ।
আমি monthly chart দেখে analysis করি এবং weekly chart দেখে ট্রেড করতে স্বাচ্ছন্দ্যবোধ করি৷আর ছোট ছোট টাইমফ্রেমে অনেক বেশি ঝুঁকি থাকে বলে আমি শর্টট্রেড বা scalping এড়িয়ে চলি৷পাশাপাশি নতুনদেরকেও শর্টট্রেড বা scalping করতে নিষেধ করি কারণ ছোট টাইমফ্রেমে ট্রেড করা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ৷তবে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন পেশাদার ট্রেডারগণ তাদের ভালো দক্ষতার কারণে ছোট ছোট টাইমফ্রেমে স্ক্যাল্পিং করেন৷আর আমি ব্যক্তিগতভাবে MN টাইমফ্রেম এবং W1 টাইমফ্রেমকেই আমার নিজের জন্য সর্বাধিক নিরাপদ মনে করি৷এতে আমার ট্রেডে এন্ট্রি হয় মাসে হয়ত একটা/দুইটা আর আমার ব্যালেন্স থাকে যথেষ্ট নিরাপদ ৷
আমার কাছে আসলে টাইম ফ্রেমতো ভাল লাগার বিষয় বলে মনে হয় না কারন এটা হল আপনার ট্রেডিং স্টাইলের জন্য অপরিহার্ষ একটা বিষয় যেমন আমি মুলত ডে স্কেলপার তাই আমি একদিনের টাইম ফ্রেম হতে মার্কেট টেন্ড বুঝে এক ঘন্টার ফ্রেমে ট্রেড করার চেষ্টা করি।
ফরেক্সেের মধ্যে ট্রেডিং এ বিভিন্ন ধরনের টাইম ফ্রেম রয়েছে। তার মধ্যে একজন ট্রেডারের ট্রেডিংয়ের ধরনের উপর ভিত্তি করে একেক জন একেক ধরনের টাইমফ্রেম ব্যবহার করে থাকেন। কেউ লং টাইম এর ট্রেড করতে পছন্দ করে আবার কেউ শর্ট টাইম ট্রেড করতে পছন্দ করেন। আমি সাধারণত লংটাইম ট্রেড করতে পছন্দ করি তার জন্য আমি h4 টাইমফ্রেম পছন্দ করি। আর যারা শর্ট টাইম ট্রেড করতে পছন্দ করে তাদের পছন্দের টাইমফ্রেম হলো m1, m5, m15, m30. তাই টাইমফ্রেম নির্ধারণ বা নির্ভর করে একজন ট্রেডারের উপর।
আমি লং টাইমফ্রেমে ট্রেড করা পছন্দ করি। লং টাইম ফ্রেমে ট্রেড কলা সহজ অর্থ ক্ষতির ঝুকি কম থাকে। তাছাড়া অনেক বড় বড় ট্রেডার শর্ট টাইম ফ্রেমে ট্রেড করতে না করে থাকেন। বড় টাইমফ্রেম নিয়মের ধারাবাহিকতা ভালোই বজায় রাখে।এইজন্য আমি চেষ্টা করি লং টাইমফ্রেম যেমন ১দিনের বা ১ঘন্টার টাইমফ্রেমে ট্রেড করতে। এই টাইমফ্রেমগুলো আমার কাছে খুবই ভালো লাগে।
আমি যেহেতু স্ক্যাল্পিং করিনা এবং লং টার্ম ট্রেড করতে পছন্দ করি তাই লং টাইম ফ্রেমই ব্যবহার করি। সাধারনত ১ ঘন্টা, ৪ ঘন্টা এবং ১ দিনের টাইমফ্রেম ব্যবহার করি। তবে কখনো কখনো ১সপ্তাহের টাইমফ্রেমও ব্যবহার করি। সকল টাইমফ্রেমই তার নিজস্ব নিয়মে চলে। এই নিয়ম বিশ্লেষন করেই ট্রেডাররা ট্রেড করে। কিন্তু ছোট টাইমফ্রেম সব সময় নিয়মে চলে না।কিন্তু তার চেয়ে বড় টাইমফ্রেম নিয়মের ধারাবাহিকতা ভালোই বজায় রাখে।
কম আর বেশী আমার কাছে সব টাইম ফ্রেম ই ভাললাগে। আমি যখন ফরেক্স এ নতুন ছিলাম তখন আমি সর্ট টাইম ফ্রেম যেমন M1, M5, M15, M30, H1 টাইমফ্রেম ব্যবহার করতাম। যখন কিছুটা আমার আয়ত্তে আসলো তখন আমি আবার H4, Daily, Weekly & Monthly টাইমফ্রেম ব্যবহার করা শুরু করলাম। এখন আমি সব টাইম ফ্রেম ব্যবহার করে থাকি যখনই আমার অনুকূল এ আসে মার্কেট তখন ই আমি ট্রেড করি ফরেক্স এ।
আমি সাধারণত h4 টাইমফ্রেম ব্যবহার করে মার্কেট এনালাইসিস ও ট্রেড করে থাকি। তবে এর পাশাপাশি অনেক সময় h1 টাইমফ্রেম এর সহায়তা নিয়ে থাকি। h1 টাইমফ্রেম থেকে প্রতিটি ঘন্টার মার্কেট মুভমেন্ট সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। আমি সাধারণত ইন্টারডে ট্রেডিং অর্থাৎ স্কাল্পিং করে থাকি বিদায় h1 টাইমফ্রেম বেশি ফলো করি। এন্ট্রি নেওয়ার সময় অনেক সময় m15 টাইমফ্রেম ব্যবহার করি। তবে সুইং ট্রেডিং অর্থাৎ লং ট্রেডিং এর ক্ষেত্রে আমি অবশ্যই h4, d1, সম্ভব হলে w1 টাইমফ্রেম ব্যবহার করে মার্কেট স্টাডি, এনালাইসিস ও ট্রেড নেয়ার পরামর্শ দিব। কেননা লং টাইমফ্রেমে মার্কেটের সঠিক ট্রেড আইডেন্টিফাই করা সহজ হয়ে থাকে। তবে অবশ্যই লং টাইম ট্রেড করার জন্য বড় মূলধনের দরকার রয়েছে। কিন্তু স্কাল্পিং করার ক্ষেত্রে মূলধন ছোট হলেও ট্রেডিং অভিজ্ঞতা বেশি থাকার দরকার আছে। তা না হলে স্কাল্পিং করে ভালো কিছু করা সম্ভব নয়।
সাধারনত গোল্ড প্লট ফর্মে ট্রেড করতে পছন্দ করি। কিন্ত এই প্লটফর্মে ট্রেড করতে গেলে অনেক কিছু জানতে হয় এমনকি ক্যাপিটাল সাইজ ও অনেক বড় হতে হয়। আপনি যদি একে বারেই নতুন হন সে ক্ষেত্রে আমি আপনাকে সাজেসন দেব eur/usd তে ট্রেড করার এবং এক ঘন্টার চার্টে ট্রেড করার। আবার usd/gbp ও ব্যবহার করতে পারেন।
আমি ফরেক্স ট্রেড করি ৪ ঘটার টাইম ফ্রেমে ট্রেড করি এবং ফরেক্স ট্রেড করে ভাল প্রফিট করি পাসাপাসি আমি এই টাইম ফ্রেম ছাড়া অন্য কোন টাইম ফ্রেমে ট্রেড করি না ৪ ঘন্টাই আমার কাছে বেস্ট মনে হয়।