কখন কোন কারেন্সির দাম বাড়বে বা কমবে তা কেউই বলতে পারবেনা । একটি বিষয় আমাদের মনে রাখা উচিৎ* যে আগামী ক্যান্ডেল টি লাল হবে নাকি সবুজ হবে এটা মার্কেট নিজেও জানে না । তবে আমরা অনুমান করে ট্রেড করতে পারি এবং এখান থেকে উপার্জন করতে পারি । আর এই যে অনুমানের কথা বলছি তা শুধু আন্দাজে নয় , এর জন্য আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে ।