-
আপনি নিশ্চই জানেন যে ফরেক্স ট্রেডিংয়ে তিন ধরনের অ্যানালাইসিসকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে আর এগুলো হল ১. টেকনিক্যাল অ্যানালাইসিস ২.ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং ৩. সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। আমি ফরেক্স ট্রেডিংয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর কারন আমি মনে করি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে মার্কেট মুভমেন্টের প্রতিছবি খুব সহজে দেখা যায়।
-
ফরেক্স এ টাকা আয় করার জন্য আগে ভালোভাবে ফরেক্স টা বুজতে হবে।ফরেক্স যদি আপনি ভালোভালো ভাবে না বুঝেন তাহলে আপনি ফরেক্স এ লস খেতে পারেন।লস এড়ানোর জন্য ফরেক্স এর এনালাইসিস গুলো ভালোভাবে বুঝতে হয়।আর আমার ক্যানডেল এনালাইসিসটা বেশি ভালোলাগে।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসায় অ্যানালাইসিস খুব গুরুত্ববাহী। সচরাচর ফরেক্স মার্কেটে আমরা তিন ধরনের অ্যানালাইসিস করে থাকি। তন্মাধ্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। তবে আমার কাছে সবচে গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস হল টেকনিকাল অ্যানালাইসিস। কারস আমি মনে করি টেকনিকাল অ্যানালাইসিস ছাড়া ট্রেডিংয়ে সফলতা অর্জন করা যায় না।
-
আমি মুভিং এভারেজ পছন্দ করি আর টেকনিক্যাল এনালাইসিস হিসাবে সাপোর্ট রেজিস্ট্যান্স এনালাইসিস করতে পছন্দ করি।সেক্ষেত্রে পিভট পয়েন্ট বা ফিবোনাচ্ছি কে বেশি প্রাধান্য দিয়ে থাকি।
-
যারা ফরেক্সে কাজ করেন তারা সবাই জানেন যে ফরেক্স মার্কেট এ সফলতা লাভ এর জন্য এনালাইসিস কতটা জরুরি একটা বিষয়। ফরেক্স মার্কেট এ তিন ধরনের এনালাইসিস রয়েছে। তার মধ্যে আমি ফাণ্ডামেন্টাল এনালাইসিসকে সব থেকে বেশি পছন্দ করি। ট্রেড করার সময় এনালাইসিস করে ট্রেড করলে তাতে লাভ এর সম্ভাবনা অনেক বেশি থাকে আর লস এর সম্ভাবনা ও অনেক কম থাকে।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস কে সবাই এনালাইসিস রর বাবা বলে আখ্যায়িত করে। সেই হিসেবে টেকনিকাল এনালাইসিস হল মা। আমি মাকে বেশি ভালবাসি তাই প্রথমে টেকনিকাল এনালাইসিস শুরু করি। এরপর বিভিন্ন কারনে মার্কেটের গতিবিধির উপর নজরদারি করতে গিয়ে নাম মাত্র ফাইনান্সিয়াল এনালাইসিস শিখি ( সবাই যেমন লাল কালি আর সবুজ কালি দেখে নিউজ ট্রেড করে সেই ভাবে)। তারপর শিখলাম ইলিওট ওয়েভ। যারা আমার কথা বিশ্বাস করেন তাদের জন্য বলব এই এনালাইসিস সব এনালাইসিস এর বাপ/দাদা/চৌদ্দ গুস্টির যেটা বলবেন সেটাই মনে করে শিখুন। পৃথীবীর এমন কোন মার্কেটের এমন কোন আইটেম নাই যা এই এনালাইসিস এর বাইরে। মুলত আপনারা যেটাকে সেন্টিমেন্ট এনালাইসিস বলেন সেটারই স্বর্ণসূত্র।
-
এনালাইসিস মূলতো তিন প্রকার। ট্রেডিং এনালাইসিস , ফান্টামেন্টাল এনালাইসিস আর একটা সেন্টিমেন্টাল এনালাইসিস । আমি ট্রেডিং এনালাইসিস সবচেয়ে বেশি পছন্দ করি । কারন এর এনালাইসিস গুলো সব ট্রেড সম্পর্কে হয়ে থাকে । এই তিন প্রকার এনালাইসিস এর কোন এক প্রকার সম্পর্কে জ্ঞান না থাকলে তার জন্য ফরেক্স মার্কেট এ লাভ করা খুব কস্টকর । ফরেক্স ব্যবসায়ে যেমন লাভ আছে, তার বেশি লস হয় না বুঝে ট্রেড করলে ।
-
ফরেক্সে সঠিক ট্রেড দিতে গেলে ফান্ডামেন্টাল এনালাইসিসটাই সবচেয়ে বেশি নির্ভরযোগ্য এনালাইসিস। কারণ ফরেক্সে মুদ্রার কেনাবেচা হয় আর কোন দেশের মুদ্রার মূল্য নির্ভর করে ঐ দেশের অর্থনীতি, সামাজিক ও রাজনৈতির অবস্থার উপর। তা বলে অন্যান্য এনালাইসিসের গুরুত্ব কম এটা বলছি না।
-
এনালাইসিস ফরেক্স মার্কেটে অনেক আছে সব এনালাইসিস যদি কেউ করতে যায় তবে তার একটি ও মনে থাকবে না। তাই আমার মতে কেউ যদি দুই একটা এনালাইসিস প্রক্রিয়া নিয়ে গভেষনা করে তাহলে সে ভাল করবে। আমি যেমন শুধু কেন্ডেল স্টিক ব্যবহার করে ট্রেড করে থাকি।এবং এটাই আমার কাছে অনেক ভাল লাগে।
-
আমি সাধারণত ক্যান্ডেল চার্ট ও ইন্ডিকেট এনালাইসিস করে ট্রেড করি ।এ ছাড়া নিউজগুলো এনালাইসিস করেওঁ আমি ট্রেড করতে ভালবাসি ।
-
ফরেক্সে তিন ধরনের এনালাইসিস আছে। সেন্টিমেন্টাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস। আমি মূলত টেকনিক্যাল এনালাইসি পছন্দ করি। কারন এটাই আসল এনালাইসিস। এই এনালাইসিস এর মাধ্যমেই মার্কেট সম্পর্কে ভালো ধারনা পাওয়া যায়।
-
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিসের কোন বিকল্প আছে বলে আমি মনে করি না । ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এ্যনালাইসিস করতে হবে । সাধারনত মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে যথা ১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস । এদের একটিকে বাদ দিলে আপনার মার্কেটে লস করার সম্ভাবনা থেকে যায় ।
-
আমি ফুন্দামেন্তাল বা টেকনিকাল এনালাইসিস অনেক পছন্দ করি, আমার মতে নিউস ট্রেডিং করাটাও অনেক ভালো. ফরেক্স মার্কেট এর অনেক পেয়ার একটা গতিশিমায় নির্ভর করে চলে, আর সেই কারণেই অনেক ত্রেদার রা সাপোর্ট এবং রেসিসটেন্স এর তত্ত্বের তাকে এত ভালো ভাবে কাজে লাগাতে পারেন. ঠিক তেমনি মার্কেট পেয়ার পূর্বের ইতিহাস ফল করে.
-
আমি ফান্ডামেন্টাল এনালাইসিস কে সবচেয়ে বেশি ভালবাসি । কারন ফান্ডামেন্টাল এনালাইসিস এর মাধম্যে অনেক কিছু সম্বন্ধে ভাল ধারনা পাওয়া যায় । তাছাড়া টেকনিক্যাল এনালাইসিস ও ফরেক্স মার্কেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি । সব এনালাইসিস এর প্রতি আমাদের গুরুত্ব দেয়া উচিত বলে আমি মনে করি ।
-
ফরেক্স ব্যাবসা করতে হলে আমাদের কে এনালাইসিস করে ট্রেড করতে হবে। আমার কাছে টেকনিক্যাল এনালাইসিস করতে ভাল লাগে কারন মার্কেট টেকনিক্যাল ভাবে প্রয় ৭০ ভাগ মুভ করে। তবে কখনো ফান্ডামেন্টাল এর চেয়ে বেশি কাজ করে। তাই আমাদের সব কিছু দেখে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে ৩ ধরনের এনালাইসিস আছে আর আমি ফান্ডামেন্টাল এনালাইসিস সবচেয়ে বেশি ভালবাসি । ট্রেডারা খুবই গুরুত্ব সহকারে অথনৈতিক ডাটাগুলো পরীক্ষা করে থাকে কারণ এই অথনৈতিক পরিস্থিতি পরিবতনের দ্বারা কারেন্সিগুলো প্রভাবিত হতে পারে ।
-
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস কে বেশি প্রাধান্য দিয়ে থাকি।কারন এর মাধ্যমে আমরা ভিবিন্ন দেশের মুদ্রা সম্পর্কে জান্তে পারি।এতে আমরা ভিবিন্ন দেশের অর্থনীতির অবস্থা সম্পর্কে জান্তে পারি।এছাড়াও আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার আরও দুই প্রকার এনালাইসিস ব্যাবহার করি।তবে আমার কাছে ফান্ডামেন্টাল এনালাইসিস ভালো লাগে।অবশ্য আমরা ফরেক্স মার্কেট এ তিন ধরণের এনালাইসিস এর সমন্বয়ে ট্রেড করি।
-
আমি এখনো ফরেক্সে নতুন এবং বর্তমানে ডেমোতে ট্রেড করার পাশাপাশি রিয়েল একাউন্টে টুকটাক ট্রেড করছি । ট্রেড শুধু করে দিলেই হয় না । দেখে শুনে বুজেই ট্রেড করতে হয় । আর ট্রেড করতে গেলে ১)টেকনিকেল ২)ফান্ডামেন্টাল ও ৩) সেন্টিমেন্টাল এই তিন ধরনের এনালাইসিস করতে হয় । আমি পছন্দ করি ফান্ডমেন্টাল এনালাইসিস । তবে আমি মনে করি যে উক্ত তিন ধরনের এনালাইসিসের সমন্বয় করে যে বিশ্লেষণ করা হয় তার ফলাফল খুবিই ইফেক্টিভ হয়ে থাকে ।
-
আমি ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে ফান্ডামেন্টাল এনাাইসিস ও টেকনিক্যাল এনলাইসিস করে ট্রে করি।তবে আমি ট্রেড করার সময় টেকনিকাল এনাাইসস এর উপর বেশি গুরুত্ব দিয়ে থাকি।কারন ফরেক্স মার্কেটে একটি কথা আছে যে ইতিহাস পুণবৃত্তি ঘটে।আর এটা টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে ভালোভাবে নির্নয় করা যায়।
-
ফরেক্সে মার্কেটের অ্যানালাইসিস করা খুবই জরুরি। কারন অ্যানালাইসিস করলে প্রাইসের মুভমেন্ট কোন দিকে যাবে বা যেতে পারে সে সম্পর্কে ধারনা অর্জন করা যায়।এজন্য আমি অ্যানালাইসিস করতে ভালোবাভালোবাসি।তবে আমি তিনধরনের অ্যানালাইসিস এর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে।
-
এ্যানালাইসিস ছাড়া জীবনে উন্নতি করা যায় না । যে জীবনে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী উন্নতি করবে । সুতরাং আমরা সব সময় ফরেক্স ব্যবসা এ্যানালাইসিস করে তারপরে করব তাহলেই সফলকাম হতে পারব ।
-
ফরেক্স মার্কেটে সব কয়টি অ্যানালাইসিসই অনেক গুরত্বপূর্ন । তবে টেকনিক্যাল অ্যানালাইসিস আমার কাছে সব থেকে ভাললাগে । ফান্ডামেন্টাল অ্যানালাইসিস-কেও অনেক গুরুত্ব দিয়ে থাকি ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে আমি সবসময় টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে এখানে ট্রেড করি। আমি জানি যে এই দুটি অ্যানালাইসিস ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে ভাল প্রফিট লাভ করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ন। সেই কারনে আমাদের সকলেরই অ্যানালাইসিসের উপর অনেক বেশি গুরুত্ব প্রদান করা উচিত।
-
ট্রেডিং ক্রতে হ্লে আমি ম্নে ক্রি সব ধ্রনের নলেজ থাকা দ্রকার । কিন্তু ট্রেডিং এর মূল একটা বি্যয় হচেছ ফানডামেন্টাল এনালাইসিস ,যেটা এনালিসিস ক্রলে অথড়নৈতিক প্রিস্থিতি স্মপ্রকে জানা যাই যা লসের হাত থেকে অনেকটা সেভ ক্রে।
-
আমি মনে করি আমরা কোন একটা অ্যনালাইস নিয়ে যদি ট্রেড করি তাহলে খুব একটা
সফল হতে পারব না আর যদি সবগুলো একত্রিত করে ট্রেড করি তাহল সফল হতে পারি
-
ব্যক্তিগতভাবে আমি ফান্ডামেন্টাল এনালাইসিস সবচেয়ে বেশি ভালবাসি । ট্রেডারা খুবই গুরুত্ব সহকারে অথনৈতিক ডাটাগুলো পরীক্ষা করে থাকে কারণ এই অথনৈতিক পরিস্থিতি পরিবতনের দ্বারা কারেন্সিগুলো প্রভাবিত হতে পারে ।
-
আমি সব ধরনে এনালাইসিস কেই গুরুত্ব দিয়ে ট্রেড করে থাকি। কেননা সব ধরনের এনালাইসিস ই ট্রেড করার জন্য দরকার আছে। তবে সবগুলো এনালাইসিস এর মধ্যে টেকনিকাল এনালাইসিস আমি বেশি করে থাকি। আমি কখনও নিউজ ট্রেড করিনা। কারন নিউজ ট্রেড এ ঝুকি বেশি।
-
আমি টেকনিক্যাল এনালাইসিস কে বেসি ভালবাসি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমি এই এনালাইসিস কে বেসি কাজে লাগিয়ে থাকি।এই এনালাইসিস এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট এ ভালোভাবে এনালাইসিস করে ট্রেড করতে পারি।যখন ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কোন নিউজ থাকেনা তখন আমি এই এনালাইসিস এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য টেকনিক্যাল এনালাইসিস কে বেসি কাজে লাগাই।এতে আমি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারি।
-
ফরেক্স মার্কেটের তিন ধরনের এনালাইসিস করে আমরা ট্রেডিং করে থাকি,আমি ফরেক্স মার্কেটে মার্কেট মুভমেন্ট দেখার জন্য টেকনিক্যাল এনালাইসিস করি,মার্কেট কোন দিকে যাবার সম্ভাবনা আছে সে জন্য আমি ফান্ডামেন্টাল এনালাইসিস করি,আর সেন্টিমেন্টাল এনালাইসিস করার মাধ্যমে ট্রেডিং করে থাকি।
-
আমি মনে করি টেকনিকাল এন্যলাইস টাই সবাই কে ফলো করা উচিত। তাই আমি টেকনিকাল এন্যলাইস করি। তবে শুধু টেকনিকাল এন্যলাইস করল্লে হবে মাঝে মঝে পান্ডামেন্টালাম এন্যলাইস করা উচিত তবে ফরেক্স এ লাভ করা সম্ভব।
-
আমি দুটি এনালাইসিস এর মধ্যে টেকনিকাল এনালাইসিস অনেক বেশি ভালো বাসী.ফান্ডামেন্টাল তাও ধীরে ধীরে করছি কিন্তু পছন্দের তালিকায় থাকবে টেকনিকাল এনালাইসিস.এইটি অনেক সহজ এবং মার্কেট বোঝার ক্ষেত্রে উপযোগী.যা আমি মনে করি প্রতিটি ত্রাদের এর ই করা উচিত.এবং শুরু করার ক্ষেত্রে এই এনালাইসিস অনেক উপযোগী.
-
এনালাইসিস এর ক্ষেত্রে যে তিন ধরনের এনালাইসিস আছে তার মধ্য অন্যতম হল টেকনিকেল এনালাইসিস । যেটা আমার অনেক ভালো লাগে । যদিও এই টেকনিকেল এনালাইসিসটা করা একান্ত বাধ্যতামুলক । কেননা ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে অনেক বেশি পরিমাণে এনালাইসিস ভিত্তিক ট্রেড করে প্রফিট ইনকাম করতে হবে ।
-
আমি টেকনিক্যাল এনালাইসিস কে বেশি গুরুত্ত প্রদান করে ট্রেড করি। কারন ট্রেড করার পুর্বে অবশ্যই মার্কেটের গতিবিধি লক্ষ্য করতে হয়। টেকনিক্যাল এনালাইসিস আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তবে যে দেশের কারন্সি পেয়ার নিয়ে ট্রেড করবো সে দেশের অর্থনইতিক অবস্থাও জানা প্রয়োজন হয় তাই ফান্ডামেন্টাল এনালাইসিস ও মাঝে মধ্যে করে থাকি।
-
আমি টেকনিক্যাল এনালাইসেস এর উপঅর ভরসা করি না । ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল আর চারট প্যাটারন এই গুলি মিলিয়ে ট্রেড করি এতে সুফল ভাল ই আসে ।
-
ফরেক্স মার্কেটে যে যত ভাল অ্যানালাইসিস করতে জানবে সে এখান থেকে তত ভাল প্রফিট লাভ করার সুযোগ পাবে। আমি ফরেক্সে ট্রেড করার পূর্বে সব সময় টেকনিক্যাল অ্যানালাইসিসকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি কারন টেকনিক্যাল অ্যানালাইসিস জ্ঞান থাকলে আমি মনে করি খুব ভাল ভাবে মার্কেট মুভমেন্ট অনুমান করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করা সম্ভাব হয়।
-
আমি মার্কেট এ ট্রেড করার জন্য দেখি আগে হাই ইম্প্যক্ট নিউজ আছে কি না। যদি থাকে তাহলে আমি ট্রেড নেই না। আমি ট্রেড নিব হল মার্কেট এ নিউজ রিলিজ হওয়ার পর। আর আমি টেকনিক্যল এনালিসিস করে ট্রেড করি। যার জন্য নিউজের পরে মার্কেট এর গতিবিধি বুঝতে পারি।
-
ফরেক্স এ সফলতার জন্য আমি মনে করি আপনাকে ডেইলি চার্ট এ মার্কেট এনালসিস করা উচিত। কারন আমরা ডেইলি চার্ট ছারা মার্কেট এর গতিবিধি বুঝতে পারব না। যত হাই টাইম দেখবো তত আমাদের একুরেচি বাড়বে। আমি ডেইলি চার্ট দেখে এনবালসিস করতে ভালবাসি।
-
ফরেক্স মার্কেট একেক ট্রেডার একেক রকম এনালাইসিস করে থাকে আর ফরেক্স মার্কেট এনালাইসিস সাধারণত তিন ভাগে ভাগ করা হয় ১/ ফান্ডামেন্টাল এনালাইসিস ২/টেকনিক্যাল এনালাইসিস ৩/ সেন্টিমেন্টাল এনালাইসিস আর আমি ফরেক্স মার্কেট টেকনিক্যাল এনালাইসিস করতে ভালবাসি।নিজের টেকনিক্যাল খাটিয়ে ট্রেড করতে পারলে অনেক টাকা আয়য় করা সম্ভব।
-
আমি টেকনিক্যাল এনালাইসিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কেননা একমাত্র এই এনালাইসিসের মাধ্যমেই আমি আমার আত্ন বিশ্বাসকে প্রতিষ্ঠা করতে পেরেছি। বিভিন্ন এনালাইসিস থাকলেও আমি নিউজ কিংবা অন্য কোন পদ্ধতিতে ট্রেড করা পছন্দ করি না। একমাত্র টেকনিক্যাল এনালাইসিসই আমার কাছে নির্ভরযোগ্য। আমি আমার সব বন্ধুদের এই এনালাইসিস নিয়ে ডেমোতে প্রাকটিস করার জন্য উৎসাহ দিয়ে থাকি। তারাও এতে বেশ আগ্রহী।
-
হ্যা , অামি এ্যানালাইসিস সবচেয়ে বেশী ভালোবাসি । কারণ এ্যানালাইসিস ছাড়া ফরেক্স মার্কেটে জয়লাভ করা সম্ভব নয় । যে ট্রেডার যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । বেশী বেশী অামরা এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।