-
কে কত দিন ডেমো করেছে তা নিয়ে আমি মনেকরি না ভাবাই উচিত। কারন কত দিন ডেমো করা উচিত তা নির্দিষ্ট করে বলা আসলে খুব মুশকিল। কারন অনেকে ১ মাস ডেমো ট্রেড করে ভাল ফলাফল করতে পারছে। আর অনেকেই ৬ মাস করেও ফরেক্স ঠিকমত বুজে উঠতে পারছেনা। তাই কত দিন ফরেক্স করবেন তা নির্ভর করবে আপনার উপর।
-
:ok:আমি ফরেক্সে নতুন তাই এখনও ডেমোতে কাজ করে যাচ্ছি। আমি জতদিন ভালভাবে কাজ না শিখতে পারব ততদিন ডেমোতে কাজ করে যাব।
-
আমি ডেমো ট্টেডিং করেছি প্রায় ৮ মাস। আমি যখন প্রথম ডেমো ট্টেডিং করেছি তখন আমি কিছুই বুঝি নি। কিন্তু এখন আমি অনেকটা বুঝতে পেরেছি যে ফরেক্স এ কীভাবে টাকা আয় করা যায়। আমার মতে একজন নতুন ট্টেইনার ফরেক্সে এ জয়েন করলে কমপক্ষে ১ বছর ডেমো ট্টেডিং করা ভাল।
-
একজন নতুন ট্রেডারকে কমপক্ষে ৫-৬ মাস ডেমো ট্রেড করা উচিত। কেননা ডেমো ট্রেড করলে ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। কিন্তু নতুন ট্রেডাররা কয়কেদিন ট্রেড ডেমো করে ই রিয়েল ট্রেড করা শুরু করে যার ফলে খুব তারাতারি একাউন্ট জিরো করে ফেলে।
-
আমি যখন ফরেক্স এ নতুন জয়েন করেছি তখন ফরেক্স এ কতবার যে ট্টেড করেছি তার হিসেব নেই। যতবারই আমি ট্টেড করেছি তত বারই আমি লস করেছি। তবে আমি এখন অনেটা ক্লিয়ার হয়ে গেছি যে ফরেক্স এ কীভাবে ট্টেড করে আয় করা যায়।
-
অনেকে ১ বছর ডেমো ট্রেডিং করে থাকে । কিন্তু আমি ভহ্য মাস ডেমো ট্রেডিং করেছি । আমি সত্যি এখন ভাল একজন ট্রেডার । তাই বলবো যে ডেমো ট্রেডিং করা নির্ভর করে ট্রেডারের মন ও মাথা এর উপর । তাই আমি বলবো যে তোমরা ডেমো ট্রেডিং করো ছয় মাস থেকে ১ বছর । তাহলে ফরেক্স থেকে তোমারা ভাল কিছু করতে পারবা ।
-
অনুশীলন করার কোনো বাধাধরা সময় বা নিয়ম নাই , আমি মনে করি ঠিক তেমন ভাবে ডেমো একাউন্ট টা আমাদের জন্য বড়ো একটি সুযোগ অনুশীলন করার জন্য । আমি ডেমো একাউন্ট দিয়ে প্রায় এক বছর ট্রেডিং করেছি যার ফলশ্রুতিতে আজকে আমি মোটামুটি ফরেক্স সম্পর্কে কিছুটা হলেও অভিজ্ঞ । তাই আমি আমার বন্ধুদের কেও বলি ডেমো দিয়ে কমপক্ষে এক বছর ট্রেডিং করে তবেই রিয়েল ট্রেড সুরু করা।
-
ফরেক্স এক টি অনলিনে রিক্সি বিজনেস, ফরেক্স বিজনেস সুরু করার আগে ফরেক্স সম্পর্ক এর ভাল ভাবে জানতে হবে। ফরেক্স বিজনেস থাকে লাভবান অ্যান্ড ভাল অভিজ্ঞা অরজন করতে হইলে ফরেক্স এর ডেম ট্রেড করতে হবে। ফরেক্স ডেম ট্রেড করতে অফ করা যাবে না।
-
আমি প্রথম অবস্থায় ৪-৫ মাস ডেমো ট্রেড করেছি। ডেমো ত্রেড করা প্র্যত্যক নতুন ট্রেডার এর উচিত। কারন ডেমো ট্রেড না করলে আপনি ভাল ভাবে ট্রেড শিখতে পারবেন না। আমি নতুন দের বলব যারা নতুন টারা অব্যশই প্রথমে ডেমো অনুশীলন করুন।
-
ডেমো ট্রেডিং এর নির্দিষ্ট কোনো সময় নেই।আপনি যতদিন ইচ্ছা করতে পারেন।কিন্তু যত বেশি ডেমো ট্রেডিং করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়েবে।আর প্রত্যেকবার ভুল থেকে নতুন কিছু শিখতে পারবেন।আমি মনে করি কম্পক্ষে ৩ মাস হলেও ডেমো ট্রেড করা প্রয়োজন।যতদিন পর্যন্ত আপনার সম্পূর্ণ ধারনা না হবে তত দিন পর্যন্ত ডেমো ট্রেড চালিয়ে যাওয়া দরকার।
-
একজন ফরেক্স শিক্ষনবিশ হিসেবে আমি এখনো ডেমো ট্রেডিং করছি একমাস হল সবে মাত্র । আসলে আমাদের মত নতুন ট্রেডারদের জন্য ডেমো খুব গুরত্বপুর্ণ ভুমিকা পালন করে । আর আমি মনে করি যে একজন নতুন ট্রেডার যদি অন্তত পক্ষে ছয়টা মাস ধৈর্য্য ধরে ডেমো ট্রেডিং করতে পারে তবে সে রিয়েল ট্রেডিং এর জন্য নিজেকে সম্পুর্ণ প্রস্তুত করে নিতে পারে ।
-
আমি যখন নতুন ফরেক্স এ জয়েন্ট করেছি তখন থেকে আমি ডেমো ট্টেড করেছি। আমি প্রায় ৮ মাস ডেমো ট্টেড করেছি এবং বর্তমানেও করতেছি। কারন ডেমোতে কোন টাকার ঝুকি ছাড়াই ট্টেড করা যায় যা কিনা আমি অনেকটা ভাল বুঝতে পেরেছি যে কীভাবে ট্টেড করা হয় ফরেক্স এ। এখন আমার মতে যারা নতুন ট্টেইনার তাদের জন্য ফরেক্স এ ডেমো ১ বছর প্রাকটির্স করা উচিত।
-
আমি ফরেক্স বিজনেসে নতুন।আমি রিয়াল ট্রেড করার আগে ডেমো ট্রেড অনুশীলন করছি।আমার যতদূর মনে হয় রিয়াল ট্রেড শুরু করার আগে ৬ মাস ডেমো ট্রেড অনুশীলন করা উচিত।তাহলে রিয়াল ট্রেডে সাফল্য আসবে।
-
একজন ট্রেডার যদি ভাল মত বুঝে ৩ মাস ডেমো ট্রেড করে তবে সে রিয়েল ট্রেডের যোগ্যতা অরজন করতে পারে আর যদি না বুঝে ৫ বছর ও ডেম ট্রেড করে তাতেও সে কিছুই বুঝতে পারবে না ।
-
আসলে ডেমো ট্রেড করার কোন নির্দিষ্ট কোন সময় নেই। যার মেধা বেশি খুব তারাতারি আয়ত্ব করতে পারে তার জন্য কম সময় লাগবে শিখতে। এবং যত বেশি দিন ডেমো প্রাক্টিস করবেন তত আপনার শেখা ভাল হবে। এখন যারা এই মার্কেটে নতুন তারা কম করে হলেও 5 থেকে 6 মাস ডেমো ট্রেড করলে ভাল ভাবে শেখা হবে আসাকরি।
-
আমি ফরেক্সে নতুন আমি ফরেক্স শিখার পাশাপাশি গত দু -তিনমাস যাবত ডেমো ট্রেডিং করছি এবং আশা করছি রিয়েল ট্রেড করার পাশাপাশি ডেমো ট্রেডিং করে যাবো।ডেমো ট্রেডিংয়ে আমি মূলত প্রচুর আনন্দ পায়।ডেমো ট্রেডিংয়ে আমি প্রচুর রিস্ক নিয়ে ট্রেডিং শিখি। আসলে রিয়েল ট্রেডিংয়ে তো ভয় করার কারনে বেশি ট্রেড করতে পারি না তাই বেশি বেশি ট্রেড প্রাকটিসের জন্য অনেকদিন ডেমো ট্রেডিং করে যাবো ভাবছি।
-
ফরেক্স শেখার একমাত্র উপায় হলো ডেমোতে ট্রেড ওপেন করে প্রফিট/লস করতে শেখা। যদি আপনি ফরেক্স ডেমো একাউন্ট এ ভলো করতে পারেন তাহলে রিয়েল একাউন্টেও ভাল করতে পারবেন কারন ডেমোতে আপনি যে মার্কেট দেখতে পারবেন রিয়েল একাউন্ট ঠিক একই রকম। ডেমো একাউন্ট বলে যে সবকিছুই সহজ বা ডেমো একাউন্ট এর জন্য মার্কেট আলাদা করে বানানো হয়েছে তা কিন্তু নয়।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেটা কেউ চাইলেই রাতারাতি করে ফেলতে পারবে না । ফরেক্স এমন একটা বিষয় যেখানে প্রাথমিক অবস্থায় কষ্ট করে এর বিবিধ বিষয় আয়ত্তে আনতে হবে এবং এটা এমন একটা বিষয় যেটা একটা প্রক্রিয় হিসেবে ধরা যায় । কেউ এটাকে রাতারাতি নয় বরং নিদ্দিষ্ট একটা সময়ে ধাপে ধাপে অর্জিত হয় এবং একটা সময় গিয়ে আপনি অনেক বেশি পরিমাণে এই মার্কেট হতে লাভবান হতে পারবেন ।
-
ডেমো ট্রেডিং এর জন্য নির্দিষ্ট কোন সময় সীমা নেই। সব সময়ই ডেমো ট্রেড করা উচিত। এমন কি রিয়েল ট্রেডের পাশা পাশি আপনাকে ডেমো ট্রেড করতে হবে। আমি প্রাথমিক অবস্থায় প্রায় ৪ মাস ডেমো ট্রেড করেছে। তারপরে রিয়েল ট্রেড শুরু করেছি। কিন্তু প্রথম এ্যাকাউন্ট জিরো হওয়ার পরে আবারো ডেমো ট্রেড শুরু করি। তারপরে যখন মার্কেট সম্পর্কে কিছুটা ধারনা হয় তখন আবার রিয়েল ট্রেড শুরু করি।
-
ফরেক্স শেখার জন্য ডেমো ট্রেডিং অনুশীলনের কোন বিকল্প নেই । যারা নতুন বা প্রাথমিক পর্যায়ে ফরেক্স ভালো করে শিখতে চাইলে ডেমো ট্রেডিং এর মাধ্যমে শেখা যায় । ডেমো ট্রেডিং করার সময় অবহেলা করা যাবে না । ভালভাবে ডেমু ট্রেডিং করার সময় মনোযোগ সহকারে করে মার্কেট সম্পর্কে ধারনা নিতে হবে । যা রিয়েল ট্রেড করার সময় ভালো কাজে লাগে । আমি দু-মাস ধরে ডেমু ট্রেড করতেছি । তবে আমি মনে করি যারা নতুন তাদের অন্তত ৩-৪ মাস করা ভালো অভিজ্ঞতার জন্য ।
-
ফরেক্স খুব কঠিন ব্যবসা । তাই আমি মনে করি আমাদের সকলকে অনেক দিন ধরে ফরেক্স মার্কেটে ডেমো ট্রেড করতে হবে । কারন ডেমো ট্রেডকে ফরেক্স শেখার মা বলা হয় । যে ট্রেডার যত বেশি ডেমো ট্রেড করবে সে ট্রেডার তত বেশি ফরেক্স শিখতে পারবে । আমি ফরেক্স সেখার জন্য ৬ মাস শরে ডেমো ট্রেড করেছি । তবে এখন আর ডেমো ট্রেড করি না ।
-
আমি প্রথমে ৬ মাস ডেমো ট্রেড করেছি। ভালো ট্রেডার হবার জন্য ডেমো ট্রেডিং এর কোনো বিকল্প নেই।২-৩ মাস ডেমো অনুশীলন করে আপনি ড়িয়েল ট্রেড করতেই পারেন,তবে ট্রেডিং কালিন সময়ে ও যদি রিয়েল ট্রেডিং এর এমাউন্ট এর সমান ডলার নিয়ে ডেমো অনুশীলন করে ট্রেড করেন তাহলে ট্রেডিং এ ভালো প্রফিট করা সম্ভব হবে।
-
ফরেক্স মার্কেটে আমি গত দু -তিনমাস যাবত ডেমো ট্রেডিং করছি এবং আশা করছি রিয়েল ট্রেড করার পাশাপাশি ডেমো ট্রেডিং করে যাবো।ডেমো ট্রেডিংয়ে আমি মূলত প্রচুর আনন্দ পায়।ডেমো ট্রেডিংয়ে আমি প্রচুর রিস্ক নিয়ে ট্রেডিং শিখি। আসলে রিয়েল ট্রেডিংয়ে তো ভয় করার কারনে বেশি ট্রেড করতে পারি না তাই বেশি বেশি ট্রেড প্রাকটিসের জন্য অনেকদিন ডেমো ট্রেডিং করে যাবো ভাবছি।
-
নিউজ ট্রেড বলতে আমরা সেইটাই বুজি যে কোন ট্রেডার নিউজ কে উপলক্ষ করে ট্রেড করে। নিউজ মার্কেট কে অনেক প্রভাবিত করে থাকে। তাই বর্তমান নিউজ এর দিকে নজর রাখতে হয়। আমি নিজে নিউজ ট্রেড করতে অনেক পছন্দ করি। তবে এই ক্ষেত্রে আমি স্টপ লস বেবহার করে ট্রেড করে থাকি। কারন নিউজ ট্রেড অনেক বড় বিপদজনক ট্রেড তবে যদি কারো ও মানি ম্যানেজমেন্ট ভাল থাক্কে তাহলে কোন সমস্যা হয় না। কারন নিউজ ট্রেড থেকে অনেক ভাল লাভ করা যায়।
-
আসলে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জান্তে হলে বা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে হলে আমাদের কে অবশ্যই ডেমো একাউন্ট এ ট্রেড করতে হবে।আমরা যত বেশী ডেমো একাউন্ট এ ট্রেড করতে পারবো ততবেসি আমরা ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট এ ট্রেড করতে পারবো।তাই আমি মনে করি ডেমো একাউন্ট এ ট্রেড চালিয়ে জাওয়া ভালো।আমি নিজেও এখনো ডেমো একাউন্ট এ ট্রেড করি রিয়েল একাউন্ট এর পাশাপাশি।
-
ফরেক্স শেখার জন্য ফরেক্স ডেমো প্রটিস গরুপ্তপূর্ন ভুমিকা পালন করে নতুন অবস্থায় আমি ফরেক্স ডেমো টানা চার মাস প্রটিস করেছি এখনও কোনো একাউন্ট ফাকা হয়ে গেলে শেখানে ফরেক্স ডেমো একাউন্ট প্রটিস করি আসলে ফরেক্স ডেমো একাউন্ট একজন সফল ট্রেডার হিসাবে গড়ে ওঠার জন্য খুব সহায়াতা করে।
-
আমি একটানা ৬ মাস ডেমু ট্রেডিং করেছি। আর আমি এখন ও ডেমূ ট্রেডিং করি আর আমি মনে করি সব সময় ডেমু ট্রেডিং করা ভাল। এর মাধ্যমে আপনি ট্রেড আর ও অনেক বেশি ভাল করে শিখতে পারবেন । শেখার কনো শেষ নেই। আপনি যত বেশি ভাল করে ট্রেড শিখবেন তত বেশি ফরেক্স থেকে আয় করতে পারবেন।
-
আমি প্রায় ১ বছর নিয়মিত ডেমো ট্রেড করেছি৷ডেমো কনটেষ্ট করছি তিন বছর ধরে৷কারন ১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই দক্ষতা অর্জন করেছেন৷তাই আমিও করছি৷
-
আমি জানি যে ফরেক্স ট্রেডিং জ্ঞান,দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জনের জন্য ডেমো ট্রেডিংয়ের ভূমিকা কতটুকু সেই কারনে আমি ফরেক্সের রিয়াল প্লাটফর্মে আসার পূর্বে প্রায় ৬ মাস সময় নিয়মিত ভাবে ডেমো ট্রেডিংযে অনুশীলন করে নিজেকে ট্রেডিং বিষয়ে দক্ষ করেছি।
-
ফরেক্স মার্কেটে কাজ করার জন্য নিজেকে আগে ভাল ভাবে ফরেক্স শিখতে হবে এবং ফরেক্স শেখার পাশাপাশি ফরেক্স ডেমোর একাউন্ট এ ট্রেডিং করা শিখতে হবে এবং আমি যখন ফরেক্স শিখি তখন টানা তিন মাস আমাকে ফরেক্স ডেমো ট্রেডিং করতে হয়েছিল ।
-
আমরা যারা ডেমোতে প্রেক্টিস করি তারা এটিকে সিরিয়াস হিসাবে নেই না কারণ এতে আর্থিক ঝুঁকি সংযুক্ত থাকে না। লসের ভয় না থাকার কারণে আমরা মনসিকভাবে ট্রেডে চালিয়ে যাবার চেষ্টা করি না। এটা নতুনদের জন্য কোন ভাবেই কাম্য নয়। যার কারণে আমরা যখন রিয়েলে যাই তখন লস করি। এখন নতুনদের ডেমো প্রেকটিস বলতে যা দেখি তাহলো অনেকটা এমটি4 টার্মিনালটিকে জানা। মানে শুধু সফটওয়্যারের এপ্লিকেশন বা ব্যবহারবিধি শেখা ।
-
১। কোন ভাবেই ওভারঅল ট্রেডে লস না খাওয়ার প্রস্তুতি রাখা । এর জন্য আমরা ৫ দিনের ট্রেডের লাভ ক্ষতির হিসাব মিলিয়ে দেখতে পারি। ক্ষতি হলে লসের কারণ এবং পরবর্তী সপ্তাহে যাতে ভাল করি সেই চেষ্টায় মনোনিবেশ করা।
২। বেশী করে বা বড় লট ওপেন না করে মানি ম্যানেজমেন্ট ফলো করা এবং এক অর্ডার থেকে ছোট ছোট পিপস (10/15) টারগের্ট করা।
৩। সব পেয়ারে ট্রেড না করে নির্দিষ্ট কয়েকটি পেয়ারে পুনঃ পুনঃ চর্চা করা। ১৫ থেকে ৩০ দিন পর পেয়ারের সংখ্যা বৃদ্ধি করা।
৪। একাউন্ট জিরো না করার জন্য সর্বোচ্চ শ্রম দেওয়া । একাউন্ট ডবল কয়ার প্রতিযোগিতা বা পুরো একাউন্টকে জুয়া হিসাবে ইনভেষ্ট না করা। :woo::tie:
-
আমি ডেমোতে ট্রেড করার চেয়ে নো ডিপোজিট বোনাস নিয়ে ট্রেড করতে থাকেন। তাতে দুদিকে লাভ করতে পারেবন। একটি হচ্ছে আপনার ফরেক্স জানা হলো আরেকটি হচ্ছে profit করতে পারলে ভাল না পারলেও লাইভ ট্রেড করার অভিজ্ঞতা হলো।
-
আপনি হয়ত ফরেক্স ট্রেড করতে আগ্রহী। কিন্তু আপনি জানেন না কিভাবে ফরেক্স ট্রেড করে। অনেকের কাছেই পিপস, লিভারেজ এগুলো শুনেছেন, কিন্তু ট্রেড না করায় এগুলো কিছুই বুঝতে পারছেন না। তাই আপনি হয়ত শুরুতেই ফরেক্সে ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন। কারন যেহুতু কিছুই পারেন না, লস করার সম্ভবনাটাই বেশী। কিন্তু এই আধুনিক যুগে আপনি কিন্তু কোন টাকা খরচ না করেই টেস্ট ট্রেড করতে পারেন। এজন্য ব্রোকাররা ডেমো ট্রেডের ব্যবস্থা রেখেছে। ডেমো অ্যাকাউন্টে আপনি ভার্চুয়াল মানি দিয়ে ট্রেডিং প্রাকটিস করতে পারবেন।:dance:
-
আপনি ডেমোতে লস করতে পারেন, এমনকি পুরো ব্যালেন্স উড়িয়ে দিতে পারেন, কোন সমস্যা নেই। এটা শুধুমাত্র আপনার দক্ষতাকে আরও বাড়ানোর জন্য। আপনি যত ট্রেড করবেন, আপনি তত ট্রেড শিখবেন। আপনি ভালভাবে ট্রেডিং শেখার আগে আপনার রিয়েল ট্রেড শুরু করা উচিত নয়। কারন তাহলে কিন্তু আপনার লস করার সম্ভবনাই বেশী থাকবে। তাই ডেমো ট্রেড করে আপনি যখন আপনার ট্রেডিং নিয়ে সন্তুষ্ট হবেন, তখনই শুধুমাত্র রিয়েল ট্রেড শুরু করা উচিত।:p:rules::(:yahoo:
-
যে কোন কিছু করতে গেলে আগে তাকে নিয়মিত চেষ্টা করতে হয় । াারযে যতবেশি চেষ্টা করে সে ততবেশি সাফলতা অর্জন করতে পাড়ে । তেমনি মূল ট্রেডিং এর আগে তাকে ড়ডমো ট্রেডিং করতে হবে যে যতবেশি ডেমো করবে সে ততবেশি মূল টেডিং এ সফলতা অর্জন করতে পাড়বে । তাই বলা যায় ডেমো ট্রেডিং ছড়া মূল ট্রেড করা উচিত না ।
-
ফরেক্স আশার পর থেকেই আমি গত দু -তিনমাস যাবত ডেমো ট্রেডিং করছি এবং আশা করছি রিয়েল ট্রেড করার পাশাপাশি ডেমো ট্রেডিং করে যাবো।ডেমো ট্রেডিংয়ে আমি মূলত প্রচুর আনন্দ পায়।ডেমো ট্রেডিংয়ে আমি প্রচুর রিস্ক নিয়ে ট্রেডিং শিখি। আসলে রিয়েল ট্রেডিংয়ে তো ভয় করার কারনে বেশি ট্রেড করতে পারি না তাই বেশি বেশি ট্রেড প্রাকটিসের জন্য অনেকদিন ডেমো ট্রেডিং করে যাবো ভাবছি।
-
আমি প্রায় ২ বছর যাবত ডেমো ট্রেডিং করতেছি । অামি মনেকর এই ২ বছরের মধ্যে অামি যতটুকু এ্যানালাইসিস করেছি তাতে বুঝতে পারলাম যে ডেমো ট্রেড ছাড়া ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা যায় না । অতএব বেশী বেশী আমরা মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পারব । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে ।
-
ভাই আপনি অনেক ভাল প্রশ্ন করেছেন ফরেক্স মাকেটে আমি ১ বছর ধরে আছি | আমি মনে করি ৫ থেকে ৬ মাস ধরে ফরেক্স মাকেটে ডেমো পারতিস করছি | আমার মনে হয় ফরেক্স মাকেটে শিখার বা বুঝার কোণ শেষ নেই ফরেক্স মাকেটে যত বেশি ডেমো পারতিস করব তত ফরেক্স সম্পরকে জানতে পারবে ফরেক্স মাকেটে করতে হলে ফরেক্স থেকে দকয আর অভিগতা অজন করতে হবে তবেই আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন |
-
ফরেক্স মার্কেটে আমি গত দু -তিনমাস যাবত ডেমো ট্রেডিং করছি এবং আশা করছি রিয়েল ট্রেড করার পাশাপাশি ডেমো ট্রেডিং করে যাবো।ডেমো ট্রেডিংয়ে আমি মূলত প্রচুর আনন্দ পায়।ডেমো ট্রেডিংয়ে আমি প্রচুর রিস্ক নিয়ে ট্রেডিং শিখি। আসলে রিয়েল ট্রেডিংয়ে তো ভয় করার কারনে বেশি ট্রেড করতে পারি না তাই বেশি বেশি ট্রেড প্রাকটিসের জন্য অনেকদিন ডেমো ট্রেডিং করে যাবো ভাবছি।