-
ফরেক্সে লাভ লস ব্যবসার একটা মৌলিক অংশ । আর এই তিক্ত সত্যটা আমাদরে মেনে নিতেেই হবে । তবে আমরা যারা নতুন ট্রেডার আছি তারা ৯৫% ট্রেডার লস করি । আর এই লস করার কিছু কারণ এবং সুনিদ্দিষ্টভোবে কিছু কারণ রয়েছে , তা হলঃ ওভার ট্রেডিং করা, লোভ করা , অধৈর্য্য হওয়া, ফরেক্স সম্পর্কে পূর্ণঙ্গ জ্ঞানের অভাব ।
-
ফরেক্স মার্কেটে আমরা আমাদের ভুলের জন্য মার্কেটে অনেক লস করে থাকি,ফরেক্স মার্কেটে এনালাইসিস না করে ট্রেডিং করে থাকি,আবার অনেক সময় আমরা ফরেক্স মার্কেটের বিপরীতে ট্রেড করে থাকি,ফরেক্স মার্কেটে ভাল ট্রেডিং করতে হলে আমাদের স্টপ লস ব্যাবহার করে ট্রেডিং করতে হবে।
-
ফরেক্স এ লসের প্রধান কারন হল আমরা ভুল হতে শিক্ষা নেই না। তাই আমরা বেশি লস করে থাকি। আপনি যখন ট্রেড শুরু করেছেন তখন আপনার কাছে ফরেক্সকে টাকার মেশিন বলে মনে হয়েছে। আমরা বড় বড় লটে ট্রেড করেছি আর লস করেছি। এখন এখানে আমাদের প্রধান ভুল ছিল বড় লটে ট্রেড করা। এখন যদি পরবর্তীতে আমরা আবারো বড় লসে ট্রেড করি তাহলে আবার লস করব। তাই আমাদের উচিত ছোট ছোট লটে ট্রেড করা। এভাবে প্রতিটি লস ট্রেড হতেই শিক্ষা নিতে হব এবং ভুল গুলো সংশোধন করতে হবে।
-
আমার মতে ফরেক্সে লস করার অন্যতম ক্রন হল লোভ করা। আপনি ফরেক্সে যত বেশি লোভ করবেন তত বেশি লস করবেন। এছারা আপনি যদি ফরেক্সে ট্রেড করার আগে মার্কেট আনালাইসিস না করেন তাহলে লস করবেন। আপনি ফরেক্সে যদি মানি মানেজমেন্টনা মেনে ত্যরেদ করেন তাহলে লস করবেন।
-
একজন ট্রেডার ফরেক্সে বিভিন্ন কারনেই লস করে থাকেন আর তার মধ্যে অন্যতম প্রধান কারন হল ভূল ফরেক্স ট্রেডিং জালে নিজেকে জড়িয়ে ফেলা। আপনি যদি ফরেক্স ট্রেডিং জ্ঞানের আলোকে ট্রেড না করে লোভের বসে পরে অতিরিক্ত প্রফিট লাভের লোভে ট্রেড করেন তা হলে ও আপনি ফরেক্সে লস হতে পারে।
-
ফরেক্স বিজনেসে অনেক সময় নতুন ট্রেডার দের মধ্যে দ্রুত লাভ করার ঝোঁক দেখা যায়। যা মোটেও ভাল নয়। মার্কেট সম্পরকে ভালভাবে না জেনে ট্রেড করা শুরু করে দিলে লস করতে হয়। ফরেক্স বিজনেসে লস করার মুল কারন হল অভিজ্ঞতার অভাব। ট্রেডিং সম্পরকে দক্ষ না হলে লস করতে হবে।
-
ফরেক্স মার্কেটে বিভিন্ন কারনে লস হয়ে থাকে।কারন গুলো হল-
১।মার্কেটে লোভ করা
২।ট্রেডে ওভার কনফিডেন্স করা
৩।মানি ম্যনেজ ম্যনেজম্যান্ট ঠিক না রাখা
৪।মার্কেট এনালাইসিস ননা করে ট্রেড ওপেন করা।
-
ফরেকস এ লসের অনেক কারন থাকতে পারে তার মধ্যে মার্কেট না বুঝে ট্রেড করা ,অতি লোভ করা ,ধৈর্য হারা হয়ে যাওয়া । এছারা লসের আরো অনেক কারন আছে যার কারনে লস হতে পারে ।
-
ফরেক্স মার্কেট এ লস করার অনেক গুলো কারন অাছে, তার মাঝে সব থেকে বড় কারনটি হল না বুঝে বা মার্কেট এ্যালাইসিস না করেই ট্রেড ওপেন করা। এটা হয় মার্কেট যখন খুব বেশি আপ-ডাউন করে তখন কোন কিছু না ভেবেই ট্রেড ওপেন করে থাকি। আসলে এভাবে ট্রেড ওপেন করলে হবে না নিজের আবেগটাকে কন্ট্রোল করতে হবে। তাড়াহুরো না করে একটু সময় নিয়ে হলেও অন্ত্যত একটি মাত্র ইন্ডিকেটর দেখে ট্রেড ওপেন করলেও লস এর সম্ভাবনা কম থাকে।
-
ফরেক্সে লসের বহুবিধ কারন রয়েছে আর এসব কারণ গুলোর মধ্যে একটি বড় কারণ হিসেবে আমি মনে করি...অদক্ষতা। কারণ একজন ব্যক্তি যতই ফরেক্স সম্পর্কে পুতিগত বিদ্যান হউক না কেন, সে দক্ষতাবিহীন লস নিয়ন্ত্রন রাখতে পারবে না। এছাড়াও আরো কারণ আছে...যেমন: লোভ ত্যাগ করতে হবে, ধৈর্যশীল হতে হবে, অলসতা করা যাবে না
-
ফরেক্স এ লসের অনেক কারন আছে। অনেকে ভাল করে ট্রেড না শিখে লাইভ ট্রেড শুরু করে দেয়। আর অভিজ্ঞতা ফরেক্স এ অব্যশই লাগবে। কারন ফরেক্স এ অভিজ্ঞতা ছাড়া ভালো ফলাফল করা সম্ভব না। আর যে বেশী সময় ধরে এ আছে সেই শুধু ফরেক্স এ ভালো ভাবে ট্রেড করতে পারে।
-
ফরেক্স মার্কেটে লসের সব থেকে বড় কারণ হল ফরেক্স মার্কেট সম্পর্কে আমদের অজ্ঞতা এছাড়া ঠিকমতো ফরেক্স না শিখে ফরেক্স করা,ম্যানি ম্যানেজমেন্ট না মান্*লোভ ও ইমোশনের কারনে ট্রেড করা আর এই লোভ হল ফরেক্স মার্কেটে লসের সব থেকে বড় কারণ
-
ফরেক্স মার্কেটে লসের প্রধান দুইটি কারন হল লোভ আর ইমোশন।এই দুইটি খারাপ অভ্যাস আপনার ভিতর থাকলে আপনি কোনদিনও সফল হতে পারবেন না।তাছাড়া আপনি যদি মানি ম্যানেক্মেন্ট না করেন তাহলে আপনার একাউন্ট আপনি টিকিয়ে রাখতে পারবেন না।
-
ফরেক্স এ অনেকেই অনেক কারনে লস করে থাকে তার মধ্যে যেটি খুবি গুরুত্বপুর্ন তা হলো দক্ষতা কারন দক্ষতা না থাকলে ফরেক্স এ ট্রেডার বেশি লস করে উলটা পালটা ট্রেড করে ।তাছাড়া অনেক সময় বেশি লোভের কারনে ফরেক্স এ অনেকে লস করে থাকে ।কোনো ট্রেড ওপেন করার আগে যারা মার্কেট এনালাইসিস ভালো ভাবে করে না মার্কেট এর মুভমেন্ট না বুঝে ট্রেড ওপেন করলে লস হয় ।
-
ফরেক্স মার্কেট এর লসের কারন গুলো হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) না বুঝে ভুল করে ট্টেড করা
৪) পরিশ্রম ও র্ধৈয্যর অভাব
৫) অভিজ্ঞতা ও দক্ষতার অভাব
৬) মার্কেট এনালাইসিস না করা
৭) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা
ইত্যাদি সাধারণ এই কারনে লস গুলো করে থাকে।
-
ফরেক্স মাকেটে লস করে থাকে আমি মনে করি অদক্ষতা , লোভ , ডেমো পাড়টীশ এর মন্যগী ণা হওয়া | ফোড়েক্স মাকেট করার জন্য যদি এ যিনিষ ভাল করে না করে তবে ফরেক্স মাকেটে লস করে থাকে | ফরেক্স মাকেট থেকে আয় করতে হলে দক্ষতা অজন করতে হবে |
-
ভাই ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আগে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে।আপনি জেকেওর মাধ্যমে হাতে কলমে ফরেক্স শিখতে পারেন।এছারা আপনি অনলাইন এর মাধ্যমে ফরেক্স শিখতে পারেন।অনলাইন এ অনেক বিডিও আছে যা দেখে আপনি ফরেক্স শিখতে পারেন।হ্যাঁ তবে আমি বলবো যে আপনি যদি পারেন তাহলে আপনি হাতে কলমে ফরেক্স শিখতে পারেন।যাই হকনা কেন আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে চান তাহলে আপনাকে ফরেক্স শিখতে হবে।
-
ফরেক্স লসের করন গুলো হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) র্ধৈয্য ও পরিশ্রমের অভাব
৪) অভিজ্ঞতা ও দক্ষতার অভাব
৫) মার্কেট এনালাইসিস না করা
৬) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা
ইত্যাদির কারনে সাধারন লস গুলো করে থাকে।
-
আমার যা মনে হয় তাতে ফরেক্স এ লস এর কারন হচ্ছে না বুঝে ট্রেড করা বেশি বেশি লোভ করা। আপনি ফরেক্স এ যত বেশি লোভ করবেন তত বেশি মরবেন। আর ট্রেড এ দক্ষ না হয়ে ট্রেড করলে ভাগ্যে লস ছারা আর কিছু জুটবে না। তাই ফরেক্স এ কাজ করতে হলে লোভ কে নিয়ন্ত্রন করতে হবে আর দক্ষ ট্রেডার হতে হবে।
-
আমি মনে করি ফরেক্সে লসের প্রধান কারণ হল লোভ এবং অদক্ষতা। ফরেক্স সম্পর্কে দক্ষতা না থাকলে শুধু লসের মুখ দেখা যায়। আবার ট্রেডিং এর সময় বেশি লোভ আপনাকে লসে ফেলতে পারে। কাজেই ট্রেডিং করতে হলে আপনাকে অবশই ফরেক্সে অনেক দক্ষ হতে হবে আর লোভ পরিহার করতে হবে।
-
ফরেক্স মার্কেটে লসের বড় কারন হল উদ্ধেশ্য বা কারন বিহিন ট্রেড করা ।আপনি যদি ফরেক্স মার্কেট থেকে সাফলতা চান তাহলে আপনাকে আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নিয়ে ট্রেড ওপেন করতে হবে।য়ার ফরেক্স মার্কেটে কখনো লোভ করা যাবে না।
-
বহুবিদ কারন রয়েছে লসের তারমধ্যে ফরেক্স বিষয়ে স্বল্প জ্ঞান ফরেক্স লসের অন্যতম কারন । আবার কেউ কেউ ইমোশনাল কেউ আবার নিজের মন মত করে ফরেক্স করে। অনেকে অতিরিক্ত লোভ করে যার কারনে ফরক্সে এ লস হয়।
-
ফরেক্সে লসের কারন
১। অতিরিক্ত লোভ করা,
২। এনালাইসিস না করা,
৩। একসাথে অধিক ট্রেড রানিং করা,
৪। বড় লটে ট্রেড ওপেন করা,
৫। ছোট টাইমফ্রেম দেখে ট্রেড দেয়া।
-
ফরেক্স ট্রেড হলো নতুন ট্রেডারদের জন্য ১০০ ভাগ ঝুকিঁপূর্ণ ৷নতুনদের তো প্রফিট নিয়ে চিন্তা করাই সাংঘাতিক ভূল হবে৷ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারবেনা৷লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷ফরেক্স ট্রেডিং অবশ্যই তার নিজস্ব কৌশলে চলছে৷সেগুলো ভালোভাবে শিখে আয়ত্ত্ব করে তবেই ট্রেড করতে হয়৷আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷
-
অভিজ্ঞদের মতে ফরেক্সে লসের প্রধান কারণ হল লোভ এবং অদক্ষতা। ফরেক্স সম্পর্কে দক্ষতা না থাকলে শুধু লসের মুখ দেখা যায়। আবার ট্রেডিং এর সময় বেশি লোভ আপনাকে লসে ফেলতে পারে। কাজেই ট্রেডিং করতে হলে আপনাকে অবশই ফরেক্সে অনেক দক্ষ হতে হবে আর লোভ পরিহার করতে হবে।
-
ফোরেক্সে লসের অন্যতম কারণ হল দক্ষ না হয়ে ট্রেড করা। যেটার মূলে রয়েছে লোভ। অর্থাৎ যদি কেউ লোভ না করে তাহলে সে দক্ষ হবার আগে কখনওই ট্রেড করবে না, এবং সে লসও করবে না।
-
ফরেক্স মার্কেটে লসের কথা শোনা যায় প্রায় মানুষের সাথে । অাসলেই লস হয়ে যায় কিছু কারণে । নিম্নে সেগুলো দেয়া হল :
(১) লোভের কারণে ।
(২) উর্দ্ধগতি সম্পন্ন মনের কারণে ।
(৩) অাবেগের কারণে ।
(৪) ক্যান্ডেল স্টিক না দেখার কারণে ।
(৫) ট্রেড করে বেশী বেশী মার্কেট দেখার কারণে ।
-
ফরেক্স লস করাটা একটা কমন বিষয় । যেহেতু এটা একটা ব্যবসা সেহেতু এখানে স্বাভাবিকভাবেই লস হবে । আর লসকে মেনে নিতে হবে অন্যথায় মার্কেট থেকে বিদায় নিতে হবে । ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ভালো করতে হলে অবশ্যই আমাদেরকে লসের কারণগুলোকে বের করে শিকড়সহ সেগুলি উপড়ে ফেলতে হবে যাতে করে আমরা সফল হতে পারি ।
-
ফরেক্সে লসের কারণ আমরা সবাই কম বেশি জানি। জেমন বেশি লট এ ট্রেড দেওয়া। অধিক ট্রেড নেওয়া লিভারেজ সুবিধা নিয়া। আনাল্যসিস না করে ট্রেড নেওয়া। স্বল্প জ্ঞান নিয়ে ফরেক্স করা। এসবের মুল কারন একটাই আর তা হল লোভ এই লোভের কারেনই আমরা এসব করে থাকি। আর হা এস এল না ইউজ করা এসব কারনেই আমরা লস করি।
-
ফরেক্স মার্কেটে লস করার অনেক গুলো কারন আছে।ফরেক্স মার্কেট সম্পর্কে আমাদের অজ্ঞতা এছাড়া আরও কারণ হল ট্রেডার দের টাকার উপর লোভ এবং এনালাইসিস না করে মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করা।
-
ফরেক্স একটি ব্যবসা আর এখানে লস এর কারন হল ফরেক্স সম্পর্কে আপনার ভাল ধারনা না থাকা। অল্প ধারনা নিয়ে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেন না। অতিরিক্ত লোভ করা ধৈয্যশীল না হওয়া মানিম্যানেজম্যান্ট ফলো না করা। মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ধারনা না নিয়েই ট্রেড ওপেন করা।
-
যে কারনে ফরেক্স এর ট্রেডারা লস করে থাকে-
1 বেশি লট্রেড করা।
2 বেশি লোভ করা।
3 ধহ্য না ধরা।
4 মানি ম্যানেজমেন্ট না করা।
ইত্যাদি কারনে ট্রেডারা লস করে থাকে।
-
ফরেক্স লসের কারণ সমূহ পর্ব – ৩ ট্রেডিং স্ট্রাটেজি না থাকাঃ আপনার অবশ্যই একটি ট্রেডিং ষ্ট্রাটেজি থাকা উচিত। ... ফরেক্স লসের কারণ সমূহ পর্ব – ২ উদ্দেশ্যবিহীন ট্রেডিং করাঃ অধিকাংশ ট্রেডার জানে না যে বাই করতে হবে না সেল করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ লস এর অনেক কারন থাকে তার মধ্য একটা কারন হল বারবার ট্রেডিং সিস্টেম পরিবর্তন করা আপনি যদি একটা ট্রেডিং সিস্টেম এ লেগে থাকতে পারেন তা হলে আপনি নিয়মিত ফরেক্স মার্কেট এ লাভ করে তাই আপনি যদি ফরেক্স মার্কেট এ নিয়ম করে ট্রেড করেন তা হলে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক অনেক ভাল করতে পারবেন
-
ফরেক্স একটি রিস্কি মার্কেট এখানে ব্যবসা করতে হতে হলে প্রয়োজন ধৈর্য্য, জ্ঞান, পর্যাপ্ত পরিমানে শিক্ষা। যারা এ মার্কেট এ ট্রেড করেতে এসে কিছু না জেনে না বুঝে শুধু লোভ করবে অনেক আয় করতে পারবে তারা সব সময় লসের সম্মক্ষীন হবেন। আগে ফরেক্স এর ব্যপারে ভালভাবে বুঝতে হবে। জানতে হবে কিভাবে মার্কেট এনালিসিস করতে হয়। তাহলে লস থেকে মুক্তি পাওয়া যাবে।
-
ফরেক্স মার্কেটে লসের বড় কারন হল উদ্ধেশ্য বা কারন বিহিন ট্রেড করা ।আপনি যদি ফরেক্স মার্কেট থেকে সাফলতা চান তাহলে আপনাকে আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নিয়ে ট্রেড ওপেন করতে হবে।য়ার ফরেক্স মার্কেটে কখনো লোভ করা যাবে না।
-
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার লস করে তার কারণ হচ্ছে প্রথমত নতুন ট্রেডাররা বেশি লটে ট্রেড ওপেন করে, বেশি লোভ করে, ধৈর্য্য হারা হয়ে যায়, মানি ম্যনেজমেন্ট ঠিক না রেখে ট্রেড করে, নিউজ সম্পর্কে জ্ঞান অর্জন না করে এমনকি উদ্দেশ্যবিহীন ভাবে ফরেক্স মার্কেটে ট্রেড করার ফলে বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে লস খেয়ে থাকে। তাই আমি মনে করি আপনি যদি সঠিকভাবে ট্রেডিং কৌশল এনালাইসিস না করে তাহলে কখনও ফরেক্স মার্কেটে আপনি সফলতা অর্জন করতে পারবেন না।
-
লসের প্রধান কারণ সমূহ : প্রথমত অলসতা, দ্বিতীয়ত লোভ করা যাবে না, তৃতীয়ত সঠিক ভাবে মানি ম্যানেজম্যান্ট না করা, এরপর ধরেন সঠিক জায়গায় সঠিক পজিশনে ট্রেড না নেওয়া, এক সিস্টেমে থাকা অবস্থায় আরো বিভিন্ন সিস্টেমের পেছনে ছোটাছোটি করা, জ্ঞানের স্বল্পতার অভাবে, ইমোশোনকে কন্ট্রেল না করা ইত্যাদি ।
-
ফরেক্স এর লস এর কারন হল ভুল বাল ট্রেড।আপনি আন্দাজে ট্রেড করলে তহ লস করবেন ই।তা ছাড়া ভুল আনালাইসিস এর জন্যও লস হতে পারে,ভাল ট্রেডার হতে হলে অবশ্যই লস খাইতে হবে।নাহলে লস এর মরমও বজা যাবে না।
-
মূল কারন হলো বেশি লোভ করা এবং ফরেক্স সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন না করে ট্রেডিং শুরু করে দেওয়া। এসব করলে অাপনি সহজেই অনেক কিছু হারাতে পারেন। তাছাড়া অারো কতগুলো কারন রয়েছে। অাপনি যখন ফরেক্স নিয়ে পড়াশোনা করবেন তখন ধিরে ধিরে অভিজ্ঞ হবেন এবং ডেমো ট্রেড করার ফলে বাস্তব জ্ঞাণ হবে ফলে লস হওয়ার সম্ভাবনা কমে যাবে। ডেমো ট্রেড না করে প্রথমেই রিয়েল ট্রেড করা ও লসের একটি কারন