প্রথম হল অন্নের উপর নিরভরশীল থেকে ট্রেড করলে , মার্কেট সম্পর্কে কোন কিছু না জেনে ট্রেড করা । যখন তখন না বুঝে ট্রেড করা । নিজে এন্যালাইসিস্ না করতে পারা । এই সবই ভাল ট্রেডার না হওয়ার লক্ষন ।
Printable View
প্রথম হল অন্নের উপর নিরভরশীল থেকে ট্রেড করলে , মার্কেট সম্পর্কে কোন কিছু না জেনে ট্রেড করা । যখন তখন না বুঝে ট্রেড করা । নিজে এন্যালাইসিস্ না করতে পারা । এই সবই ভাল ট্রেডার না হওয়ার লক্ষন ।
ভাল ট্রেডার কিনা লক্ষন রয়েছে আপনি যদি সিস্টেম না বুঝে ট্রেড করেন তাহলে আপনি ভাল ট্রেডার নন। আপনি যদি ইমশনের বশে কোন ট্রেড এ নেমে পড়েন তাহলে আপনি ভাল টেডার নন।আপনি যদি স্টপ লস মুভ করে আরও বড় লসে পড়েন তাহলে আপনি ভাল ট্রেডার নন।আপনি যদি নিজে কিছু না বুঝে পরের উসকানিতে ট্রেড করে বসেন তাহলে আপনি ভাল ট্রেডার নন।আপনি যদি প্রপার মানি ম্যানেজমেন্ট করতে না জানেন তাহলে আপনি ভাল ট্রেডার নন।
দক্ষ ট্রেডার না হবার লক্ষন হল- ট্রেন্ড না বুঝে সেখান সেখান থেকে ট্রেড ওপেন করা। মার্কেট এখোন কোথায় আছে তা না দেখে বেশি বেশি ট্রেড করা। পরক্ষনে অল্প লাভের ট্রেড ক্লোজ করে দেয়া। নিজে এনালাইসিস না করে অন্যের দেয়া সিগন্যাল অন্ধভাবে অনুকরণ,নতুন অবস্থায়ই ফরেক্স না শিখে বিভিন্ন রোবট এবং হলিগ্রেইলের পিছিনে ছুটা,বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে চার্ট ভরিয়ে ফেলা।
ফরেক্স টেডিং কে জুয়ার মতন ধরে নেওয়া যাবে না।জুয়াড়ি দের কিছু লক্ষন আছে,যে গুলো ফরেক্স মাকেটে অনেক টেডাররাই করে থাকে।ব্যক্তিগত ধৈর্য্য না থাকা।দ্বিতীয়ত মানি ম্যানেজমেন্ট, অ্যানালাইসিস, অর্থনীতির বিশ্লেষন ইত্যাদি ট্রেডিং পদ্ধতির সুষ্টু প্রয়োগ করতে না পারা।
ফরেক্স মার্কেট সম্পর্কে খুবি সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন । আমরা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এই বিষয় গুলো মেনে ট্রেড করি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারবো । আমাদের কে এই বিষয় গুলো মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে।যেমন-ট্রেড করার সময় আমাদের কে এনালাইসিস করে ট্রেড করতে হবে । বেসি ট্রেড করা যাবে না । লোভ কে কন্ট্রোল করে ট্রেড করতে হবে । ট্রেড করার আগে তিন ভাবে ফরেক্স মার্কেট কে এনালাইসিস করতে হবে ।
ভালো ট্রেডার না হওয়ার সবচেয়ে বড় লক্ষণ হলো খুব বেশি আবেগপ্রবণ হওয়া । সত্য কথা বলতে কি দুনিয়ার কোনো কাজই আবেগ দিয়ে চলে না আর ফরেক্স মার্কেটের ক্ষেত্রে তো এটা মোটেও সম্ভব নয় । এখানে কাজ করে ভালো করতে হলে অবশ্যই আবেগ পরিহার করে বিবেক খাটিয়ে কাজ করতে হবে । এছাড়া কেউ যদি ভালোভাবে ডেমো অনুশীলন না করে কোন এনালাইসিস না করে এবং মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে না বোঝে আবেগ তাড়িত হয়ে টেড দিয়ে থাকে তাহলে তার পক্ষে কোনদিনই ফরেক্স মার্কেটে ভালো করা সম্ভব নয় ।
ফরেক্স টেডিং কে জুয়ার মতন ধরে নেওয়া যাবে না।জুয়াড়ি দের কিছু লক্ষন আছে,যে গুলো ফরেক্স মার্কেটে অনেক ট্রেডাররাই করে থাকে।ব্যক্তিগত ধৈর্য্য না থাকা।দ্বিতীয়ত মানি ম্যানেজমেন্ট, অ্যানালাইসিস, অর্থনীতির বিশ্লেষন ইত্যাদি ট্রেডিং পদ্ধতির সুষ্টু প্রয়োগ করতে না পারা অদক্ষতার সহিত ট্রেড করা।
ফরেক্স মার্কেটে যারা নতুন তারা অনেকে লোভে পরে অনেক ইনভেস্ট করে যার পরিনাম খারাপ হয় ।ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। যদি ইমোশনের বশে কোন ট্রেড এ নেমে পড়ে তাহলে সেও ভাল ট্ট্রেডার না।যদি স্টপ লস মুভ করে আরও বড় লসে পড়ে তাহলে সে ভাল ট্রেডার না।নিজে কিছু না বুঝে পরের উসকানিতে ট্রেড করে বসে তাহলে সে ভাল ট্রেডার না।
ফরেক্স এ ভাল ট্রেডার না হওয়ার অনেক লক্ষন দেখা দেয়। ফরেক্স এ ভাল ট্রেডার হওয়ার জন্য অনেক কিছুই পদক্ষেপ গ্রহন করতে হয় কিন্তু কয়জন এ করতে পারে তা। আমাদের দৈন্যদিন্য কাজের চাপে ও ব্যাক্তিগত নিজের অনিয়মিত কাজের চাপের জন্য আমরা ফরেক্স এ ভাল ভাবে করতে পারি না যার জন্য ভাল ট্রেডার হওয়া অনেকটা মুশকিল। ভাল ট্রেডার জন্য আমার জানামতে যা যা করতে হবে, লোভ না করা, না বুঝে একাধিক পেয়ার ট্রেড না করা, মার্কেট সঠিক মত এনালাইসিস করা, নিউজ দেখা, ফরেক্স এর সকল রুলস মেনে চলা, মানি ম্যানেজমেন্ট মেনে চলা, অধিক প্রাকটিস করা ইত্যাদি করলে আমরা ফরেক্স থেকে ভাল ট্রেডার হতে পারব।
ট্রেডার হতে হলে অবশ্যই আপনাকে ধর্জ শীল হতে হবে। আমি শুরুতে অনেক আশা নিয়ে শুরু করি এর পর ধিরে ধিরে ফরেক্স কে আরও মনোযোগ সহকারে শিখছি। আশাকরছি খুব সিগ্রই ভাল মানের ট্রেডার হতে পারব। আসলে ফরেক্স মানে শেখার বিকল্প নাই। যত বেশি শিখা যাবে তত বেশি সফল হবার সম্ভবনা থাকে। তাই ধর্য ধরে শিখতে হবে তবেই সফলতা আসবে।
আমার মতে ভালো বা সফল ট্রেডার না হওয়ার অন্যতম লক্ষণগুলোর মধ্যে হলো পর্যাপ্ত ধৈর্য অভাব। ধৈর্যের অভাব এর জন্য একজন নতুন ট্রেডার ফরেক্স থেকে ঝরে পড়ার জন্য যথেষ্ট। কেননা ফরেক্সে লস হওয়ার পরেও টিকে থাকা সফল ট্রেডার হওয়ার অন্যতম লক্ষণ। পাশাপাশি অতিরিক্ত রোগ নিয়ন্ত্রণ করতে না পারা একটা অন্যতম কারণ। নিজেকে একজন অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে তাহলে আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন।
ভাল ট্রেডার হওয়ার যে গুন গুলি দরকার,তা না থাকাটাই হচ্ছে ভাল ট্রেডার না হওয়ার লক্ষন।আমার দৃষ্টিতে নিচের বিষয়গুলি হচ্ছে ভাল ট্রেডার না হওয়ার লক্ষন-
ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা,
সঠিক প্লান না থাকা অর্থাৎ পরিকল্পনাহীনভাবে ট্রেড করা
অতিরিক্ত লোভ থাকা
মানি ম্যানেজমেন্ট না মানা
অল্পতে ধৈর্য হারা হওয়া
মার্কেট না বঝ ঘন ঘন ট্রেড করা
লোভ ত্যাগ করতে না পারা
ফরেক্স মার্কেটের নিউজ না দেখা
কিছু না জেনে বুঝে ট্রেড করা
ঘন ঘন ট্রেড করা
পরিকল্পনাহিন ভাবে ট্রেড করা
ফরেক্সে সফল না হওয়ার পিছনে আরও কিছু কারন আছে।যেমনঃ নিজে এনালাইসিস না করে অন্যের দেয়া সিগন্যাল অন্ধভাবে অনুকরণ,নতুন অবস্থায়ই ফরেক্স না শিখে বিভিন্ন রোবট এবং হলিগ্রেইলের পিছিনে ছুটা,বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে চার্ট ভরিয়ে ফেলা এবং ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হওয়া।
বেশি লাভের লোভে পড়ে যদি না বুঝেই স্ক্যালপিং করি। সঠিকভাবে যদি মানি মেনেজম্যান্ট ফলো করে ট্রেড না করি৷। যদি লিভারেজ অনেক বেশি নিয়ে ট্রেড করি। বেশি লাভের জন্য যদি ওভার ট্রেডিং করি। নিউজ না দেখে না বুঝে ট্রেড করি। সেশন না দেখে না বুঝে অফ সেশনে যদি ট্রেড করি। কারেন্সী রিলেশন যদি না বুঝে ট্রেড করি। একই সাথে যদি অনেকগুলো পেয়ারে ট্রেড করি। ধৈর্য ধরে ট্রেড করতে হবে একদিন সফল হবে। একই সাথে লোভ নিয়ন্ত্রন করতে হবে। অনেকে দু’একটি ট্রেডে ভালো করতে পারলে লোভ করে বড় লটে ট্রেড করে বসে, ফলে লসের সম্মুক্ষীন হন। তাই বলবো ধৈর্য ধরে অভিজ্ঞতার সাথে ট্র্রেড করতে পারলে আপনি সফল হবেন।
একজন ভাল ট্রেডার অনেক কিছু বুঝে শুনে ট্রেড করে। যেমন হতে পারে লোভ না করা, ভাল এনালাইসিস করা, মানি ম্যানেজমেন্ট মেনে চলা, সিমিত ট্রেড করা ইত্যাদি। আর আপনি যদি এর কিছুই মেনে না চলেন তা হলে আপনি নিঃসন্দেহে ভাল ট্রেডার নন। তাই আপনাকে ভাল ট্রেড করতে গেলে অবশ্যই উক্ত গুন সম্পন্ন হউয়াটা আবশ্যক।
সফল না হওয়ার পেছনে বিভিন্ন কারন থাকতে পারে।তবে আমার দৃষ্টিতে নিচের বিষয়গুলি হচ্ছে ভাল ট্রেডার না হওয়ার লক্ষন- ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা, সঠিক প্লান না করে ট্রেড করা, অতিরিক্ত লোভ থাকা, মানি ম্যানেজমেন্ট না মানা, অল্পতে ধৈর্য হারা হওয়া, মার্কেট না বুঝে ঘন ঘন ট্রেড করা, স্টপ লস ও টেক প্রফিট না ব্যবহার করা, বড় টাইমফ্রেম ব্যবহার না করা, খুব কম পুজি দিয়ে বেশি পরিমান লিভারেজ ব্যবহার করা।
আমি মনে করি ফরেক্স মার্কেটে অনেকেই কাজ করতে পারে কিন্তু সবাই ভালো ট্রেডার হতে পারে না । অবশ্যই ভালো থেকো আর হওয়ার জন্য কিছু গুণাবলী অর্জন করতে হয় । আর যারা এ সকল গুণগুলো আত্মস্থ করতে পারেনা তারা সহজেই ফরেক্স মার্কেট থেকে বিদায় নেয় ব্যর্থ হয় । যারা ফরেক্স মার্কেটে কাজের ক্ষেত্রে অতিরিক্ত লোভ করে থাকে তারা খুব তাড়াতাড়ি ঝরে পড়ে *। এছাড়া পর্যাপ্ত অনুশীলণের অভাব এবং সঠিক মার্কেট এনালাইসিস না করতে পারে, ধৈর্য ধারণ না করে ওঠার করে ট্রেড করা ইত্যাদি লক্ষণ এর জন্য একজন ভালো ট্রেডার হতে পারে না বলে আমি মনে করি ।
আপনি যে একজন ভালো ট্রেডের না তা বুঝার সহজ উপায় হলো আপনি ফরেক্স মার্কেটে লাভ করছেন না লস করছেন।আপনি যদি নিয়মিত লস করেন তাহলে বুঝবেন আপনি ভালো ট্রেডার না।আপার লসের পিছনে অনেক কারণ আছে।আপনি মানিমেনেজমেন্ট করে ট্রেড করেনা।আপনি লোভের বসে ট্রেড করেন।আপনি সব সময়ই ওভার ট্রেড করেন।এ সব কিছুই বলে দেয় আপনি এখনো ফরেক্স মার্কেটে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন নি।
একজন ট্রেডার ভালো ট্রেডার না হওয়ার অনেকগুলো লক্ষণ রয়েছে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য কিছু কারণসমূহ নিয়ে আলোচনা করা হলোঃ- ১. ফরেক্স বিষয়ে পরিপূর্ণ জ্ঞান না থাকে, ২. ধৈর্য ও অনুশীলন করার অভাব, ৩. অতিরিক্ত লোভ নিয়ন্ত্রন করতে না পারা, ৪. অনুমানের উপর ট্রেড করে থাকেন, ৫. মার্কেট এনালাইসিস করার দক্ষতা কম, ৬. বড় লটে ও লিভারেজ বেশী নিয়ে ট্রেড করা, ৭. মানি ম্যানেজমেন্ট না মেনে চলা, ৮. স্টপ লস বা টেক প্রফিট না সেট করা, ৯. আবেগ ও রিক্স না কন্ট্রোল রেখে ট্রেড করা, ১০. অল্প সময়ে বেশি লোভের কারণে ইত্যাদি এমন আরো অসংখ্য কারণ রয়েছে যার কারণে আমরা ভালো ট্রেডার হতে পারি না।
আমি এখনও একজন ভাল ত্রেদার হতে পারিনি। তবে ভাল ত্রেদার না হওয়ার লক্ষণ গুলো আমার কাছে যা মনে হয় তা হল............
১। ফরেক্স মার্কেটের উপর সঠিক জ্ঞান না থাকা।
২। ফরেক্স মার্কেটের উপর পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা।
৩। ফরেক্স মার্কেটের উপর দক্ষতা অর্জন করতে না পারা।
৪। মানি ম্যানেজমেন্ট করতে না পারা।
৫। ধরজ ধারন করতে না পারা।
৬। লোভ ত্যাগ করতে না পারা।
৭। ফরেক্স মার্কেটের নিউজ না দেখা।
৮। কিছু না জেনে বুঝে ট্রেড করা।
৯। ঘন ঘন ট্রেড করা।
১০। পরিকল্পনাহিন ভাবে ট্রেড করা।
ভাল ট্রেডার না হলে আপনি কোনদিনও ফরেক্স থেকে লাভবান হতে পারবেন না। তবে ভাল ট্রেডার হওয়ার জন্য অনেক কিছু সম্পর্কে জানা লাগ।
ভাল ট্রেডার না হওয়ার লক্ষন খুবই সোজা ট্রেডিং করার জন্য মনি ম্যানেজমেন্ট রুলসের কিছুই সে মানবে না তার কাজের কোন সৌন্দর্য থাকবে না। থাকবে না কোন ভাল ট্রেডিং প্ল্যান তার গুরুত্ব সহকারে কোন কাজ সে করবে না তার যেমন খুশি করবে কারন তার ভাল ট্রেডিং প্ল্যান নাই তাই সে ফরেক্স এর মজা অনুভব করতে পারবে না সে অবহেলার সহিত ট্রেড করবে।ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে হলে কতগুলো বৈশিষ্টের অধিকারী হতে হয় । শুধু ফরেক্স মার্কেট থেকে ডলার ইনকাম করতে পারলেই ভাল ট্রেডার হওয়া যায় না । আপনি যদি ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা না শিখতে পারেন তাহলে আপনি ভাল ট্রেডার হতে পারবেন না । তাছাড়া মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । আপনি যদি ট্রেড করার লোভ সামলাতে না পারেন তাহলেও আপনাকে ভাল ট্রেডার বলা যাবে না ।
ভাল ট্রেডার না হওয়ার কয়েকটি লক্ষন নিচে দেওয়া হলঃ
১.ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা।
২.সিস্টেম না বুঝে ট্রেড করা।
৩.স্টপ লস ও টেক প্রফিট না ব্যবহার করা।
৪.বড় টাইমফ্রেম ব্যবহার না করা।
৫.মানিম্যানেজমেন্ না মানা।
৬.খুব কম পুজি দিয়ে বেশি পরিমান লিভারেজ ব্যবহার করা।
৭.ঘন ঘন ট্রেড করা।
ইত্যাদি।