(১) ধৈর্য্যশীল হয়ে থাকে ।
(২) দক্ষতাবান হওয়ার চেষ্টা করে ।
(৩) মার্কেট এ্যানালাইসিস করে ।
(৪) নিউজ দেখে ট্রেড করে ।
(৫) দক্ষতাবান ট্রেডারের পরামর্শ নেয় ।
(৬) লোভ থেকে বিরত থাকা।
Printable View
(১) ধৈর্য্যশীল হয়ে থাকে ।
(২) দক্ষতাবান হওয়ার চেষ্টা করে ।
(৩) মার্কেট এ্যানালাইসিস করে ।
(৪) নিউজ দেখে ট্রেড করে ।
(৫) দক্ষতাবান ট্রেডারের পরামর্শ নেয় ।
(৬) লোভ থেকে বিরত থাকা।
আমি যে টুকু জানি খালি লাভ করলেই ভাল মানের ট্রেডার হওয়া যায় না , ভাল ট্রেডার এর লক্ষ সে মাথা ঠান্ডা করে ট্রেড করে যে কোন সময় নিজেকে নিয়ন্ত্রন করে কাজ করতে পারে ।
ভাল ফরেক্স ট্রেডার হতে হলে ফরেক্স মার্কেট সম্পরকে অভিজ্ঞতা থাকতে হয় বা কিভাবে ফরেক্স মারকেটে টড়েড করলে ভাল প্রফিট পাওয়া জেতে পারে সেই সম্পরকে ভাল ধারনা অর্জন করতে হয় একজন ভাল ফরেক্স ট্রেডার সবসময় মারকেটে টড়েড করে না বা এন্ট্রি নেয় না অনেক দেখে সুনে বা এনালাইসিস করে একটি ট্রড করে । একজন ভাল ট্রেডার এর অনেক গুলো লক্ষন থাকে, সে সব সময় মার্কেট নিয়ে এনালাইসিস করে, সে অভিজ্ঞ ট্রেডার দের অনুসরণ করে, না বুঝে সে কখনও ট্রেড ওপেন করে না, তার ভাল মন মানুসিকতা নিয়ে ট্রেড করে। এবং সে ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ করার জন্য সর্বদা কঠোর পরিসরম করে।
ভালো ট্রেডারদের লক্ষণগুলো হলো। তারা ট্রেড করার আগে মার্কেট সম্পর্কে ভালভাবে এনালাইসিস করে নিয়ে তারপর ট্রেড করে। ট্রেড করার সময় ধৈর্য সহকারে ট্রেড করে। ফরেক্স ট্রেড করার সময় বেশি লোভ করে না এবং ফরেক্স সম্পর্কে বেশি বেশি দক্ষতা অর্জনের চেষ্টা করে।
ভালো ট্রেডারগণ হচ্ছেন-যারা দীর্ঘদিন ব্যাপী নিয়মিত স্টাডি করে করে পেশাদার ট্রেডাররূপে প্রতিষ্ঠিত হয়েছেন৷অবশ্যই তারা অল্প হলেও নিয়মিত প্রফিট করেন৷তারা লস কে কখোনোই পাত্তা দেন না৷তাদের সঠিক,বাস্তব সম্মত ও কার্যকরী ট্রেডিং স্ট্র্যাটেজী রয়েছে৷তারা মার্কেট সেন্টিমেন্ট পরিষ্কার বুঝতে পারেন৷তারা অবশ্যই সঠিকভাবে মানি মেনেজমেন্ট ফলো করেই ট্রেড করে থাকেন৷তারা রাতে নিশ্চিন্তে ঘুমান৷তারা প্রচন্ড ধৈর্য্যশীল এবং যে কোনোও পরিস্হিতিতে লোভ সংবরণ করার ক্ষমতা রাখে৷
ভাল ট্রেডারের লক্ষন কি কি ?
,,,,,,ভালো ফরেক্স ট্রেডারের কিছু বৈশিষ্ট্য আছে। যেমনঃ
১। ভালো ট্রেডাররা ফরেক্স ব্যবসা সম্পর্কে সম্যক অবগত থাকেন।
২। এরা হুটহাট ট্রেড ওপেন বা ক্লোজ করেন না।
৩। টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল - উভয় ধরনের এনালাইসিস করার মাধ্যমে এরা ট্রেড করেন।
৪। এরা ব্যবসায় লোভ পরিত্যাগ করেন।
৫। এরা মানি ম্যানেজমেন্ট মেনে চলেন এবং সর্বদা নিয়ন্ত্রিত ট্রেড করেন।।
আমি মনে করি ফরেক্স মার্কেটে ভালো ট্রেডার হওয়ার জন্য আপনি যে কোন গুলো উল্লেখ করেছেন কারো মাঝে যদি সে গুণগুলো থাকে তাহলে সে অবশ্যই ফরেক্স মার্কেটে খুব তাড়াতাড়ি ভালো করে উঠতে পারবে । ভাই সত্যিকার অর্থে ফরেক্স মার্কেটে একজন ভালো ট্রেডার হওয়ার জন্য কি কি প্রয়োজন সেগুলো আমরা সবাই জানি, কিন্তু এগুলো কেউ সঠিকভাবে মেনে চলি না । যার কারণে আমরা আমাদের কাঙ্খিত গন্তব্যে পৌঁছাতে পারি না । আমরা যদি উপরোক্ত বিষয়গুলো ভালভাবে মেনে চলে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি একদিন না একদিন সফল হবেন ফরেক্স মার্কেটে ।
একজন ভালো ট্রেডারের মূল লক্ষ্ন হচ্ছে যে সে খুব দক্ষতার মাধ্যমে ট্রেডিং করে থাকে এবং নিজের মনকে কন্ট্রোল করতে পারে স্থির ভাবে থাকতে পারে হতাশ হয় না কিংবা লভের মুখে পড়ে ট্রেডিং করেনা আপনি যখন এই লক্ষণগুলো এটি ট্রেডারের প্রতি দেখতে পারবেন তখন বুঝতে পারবেন যে সে একজন ভাল ট্রেডার এছাড়াও একজন ভালো ট্রেডার মানি ম্যানেজমেন্ট এর প্রতি লক্ষ্য রেখে ট্রেডিং করে থাকে এটি একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয় এই লক্ষণগুলি থাকলে একজনকে ভালোবেসে গণ্য করা যাবে
ভালো ট্রেডারের লক্ষন ফরেক্সে একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক অনেক বেশি জানা প্রয়োজন একজন ভালো ট্রেডার তাছাড়া একজন ভালো ট্রেডার কখনোই না বুঝে ট্রেড করেনা মার্কেট এনালাইসিস ছাড়া কখনো ট্রেড করেনা এজন্ন একজন ভালো ট্রেডার নিজের ভালো দক্ষতাকে কাজে লাগিয়ে বুঝেশুনে ট্রেড করে।
সেই ভাল ট্রেডার ,১)ভাল মানি ম্যানেজমেন্ট ২)লস ঠাণ্ডা মাথায় নেওয়া ৩) ঠিকমত এনালাইসিস করে ট্রেড করা ৪)অপরের কথাই ট্রেড না করে নিজস্ব সিসটেমে ট্রেড করা।
ফরেক্স এক্সচেঞ্জিংয়ে দুর্দান্ত এবং ভয়ানক উভয় ব্যবসায়ী রয়েছে। যে ব্যক্তিরা স্বাভাবিক বিনিময়ে কোনও সুবিধা করতে পারে তাদের গ্রহণযোগ্য ডিলার বলা হয়। যেহেতু তারা সাধারণত একটি শালীন বাজার পরীক্ষা করতে পারে, তাই তাদের বোর্ডের অবিশ্বাস্য নগদ রয়েছে এবং তারা একটি শালীন বিনিময় পরিকল্পনার সাথে বিনিময় করে। সুতরাং, তারা ক্রমাগত উপকার করে চলেছে। মৌলিকভাবে, একটি শালীন ডিলার সহনশীলতা, অভিজ্ঞতা, কাজ, এবং এর মতো অসংখ্য বৈশিষ্ট্য দ্বারা আশীর্বাদিত
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অনেক গুন লাগে আর সবাই যদি এই গুন গুলো ধরে ট্রেড করতে পারে তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে কেউ লস করতে পারে মা কিন্তু আমরা সব জানি কিন্তু আমরা তা মানি না। তবে ফরেক্স মার্কেটে আমি মনে করি দুটি জিনিস খুব ধরকার একটা লোভ আরেকটা মেনেজমেন্ট
ফরেক্সে ভালো ট্রেডার হতে হলে তার কিছু গুণ থাকতে হয় । ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে । মার্কেট এনালাইসিস করে ট্রেড করে । লস হলেও কখনো ভেঙে পরে না । ডেমো ট্রেডিং করে ট্রেড করে ।
একজন ভালো ট্রেডারের অনেকগুলো বৈশিষ্ট্য থাকা দরকার। একজন ভালো ট্রেডারের বৈশিষ্ট্যকে নির্দিষ্ট কোন ফ্রেমে আবদ্ধ করা অসম্ভব।নিম্নে একজন সফল ট্রেডারের কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো-
১। একজন ভাল ট্রেডার ফরেক্স জ্ঞানে পরিপূর্ণ।
২। একজন ভাল ট্রেডার অনেক বেশি ধৈর্যশীল।
৩। লোভকে নিয়ন্ত্রন করতে পারে।
৪। কঠোর পরিশ্রমী ও অধ্যবসায়ী হয়ে থাকে।
৫। সর্বদা জানা ও শেখার আগ্রহ থাকতে হবে।
৬। সর্বপরি নিজের উপর আস্থা রাখতে হবে।
একজন দক্ষ ট্রেডার অনেক বেশি পরিশ্রমী এবং সময়নিষ্ঠ।
ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে হলে কতগুলো বৈশিষ্টের অধিকারী হতে হয় । শুধু ফরেক্স মার্কেট থেকে ডলার ইনকাম করতে পারলেই ভাল ট্রেডার হওয়া যায় না । একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা শিখতে হবে । তাছাড়া মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । আর ভাল ট্রেডাররা এলোমেলো ট্রেড না করে নিজস্ব কৌশলে ট্রেড করে থাকে ।
ভাল ট্রেডারের লক্ষন কি কি ?
কিন্তু আপনি তখন ভাল ট্রেডার হবেন জখনঃ
১।আপনি সুদনর ট্রেড ম্যানেজমেন্ট শিখবেন। ২।আপনি লসগুলো ঠাণ্ডা মাথায় নিতে শিখবেন। ৩।আপনি একটা ট্রেডিং প্ল্যান অনুযায়ী আগাবেন। ৪।আপনার লস গুলো খন খুব লারজ হবেনা, কারন আপনি রিস্ক ম্যানেজমেন্ট করবেন। ৫। আপনি বুঝতে শিখবেন যে লস খুব স্বাভাবিক ব্যাপার। ৬। লস খেয়ে ভেঙে পড়বেন না, বরং ফাইট ব্যাক করে আবার প্রফিটে ফিরে আসতে পারবেন।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অনেক গুন লাগে আর সবাই যদি এই গুন গুলো ধরে ট্রেড করতে পারে তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে কেউ লস করতে পারে না কিন্তু আমরা সব জানি কিন্তু আমরা তা পালন করার চেষ্টা করি না।
একজন ভালো ট্রেডার কখনোই শক্ত এনালাইসিস ছাড়া ট্রেড করেনা এবং সবসময় মানি ম্যানেজমেন্ট মেনে চলে।তাছাড়া একজন ভালো ট্রেডার কখনোই যুক্তি ছাড়া ট্রেড করেনা।তাদের প্রতিটা ট্রেডের পিছনে যুক্তি থাকে এবং দৈনিক একটা টার্গেট নিয়ে ট্রেড করে। কেননা এরা সবসময় ভালো মার্কেট অ্যানালাইসিস করতে পারে,এদের নির্ধারিত মানি ম্যানেজমেন্ট চমৎকার এবং এরা একটা ভালো ট্রেডিং প্লান করে ট্রেডিং করে। ফলে তাঁরা প্রতিনিয়ত প্রফিট পেতে থাকে।
ট্রেডার কখনোই শক্ত এনালাইসিস ছাড়া ট্রেড করেনা এবং সবসময় মানি ম্যানেজমেন্ট মেনে চলে।তাছাড়া একজন ভালো ট্রেডার কখনোই যুক্তি ছাড়া ট্রেড করেনা।তাদের প্রতিটা ট্রেডের পিছনে যুক্তি থাকে এবং দৈনিক একটা টার্গেট নিয়ে ট্রেড করে।তাদের টার্গেট পূরন হয়ে গেলে যতো ভালো সুযোগই পাক না কেন তারা নতুন কোন ট্রেড করেনা।
আসলে কোন ট্রেডে ব্যর্থ হলে অর্থাৎ লস করলে শুরুতেই মনে একটা হতাশা কাজ করে। তারপর আমি খোজার চেষ্টা করি ভুল টা কোথায় হলো। আমার মনে হয় কোন ট্রেডে ব্যর্থ হলে প্রথমেই ভুল খুজে বের করা উচিত। একজন ভালো ট্রেডার সব সময় সকল ভালো মন্দ টা বিবেচনার মাধ্যমে ট্রেড করে। কি ভাবে ট্রেড করলে সে একজন সফল ট্রেডার হতে পারবেন সবটাই সে বিবেচনা করে। সঠিক এনালাইস করে। অন্যের কথাতে নয়, নিজের আত্মবিশ্বাস এর মাধ্যমে সে ট্রেড করে। প্রতিটি নিয়ম কানুন মেনে চলে।
ফরেক্স একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ভাল করে জানতে হবে মার্কেট অনেক ভাল ভাবে এনালাইসি করতে হবে।যেমন একজন ভালো ট্রেডার কখনোই শক্ত এনালাইসিস ছাড়া ট্রেড করেনা এবং সবসময় মানি ম্যানেজমেন্ট মেনে চলে।তাছাড়া একজন ভালো ট্রেডার কখনোই যুক্তি ছাড়া ট্রেড করেনা।তাদের প্রতিটা ট্রেডের পিছনে যুক্তি থাকে এবং দৈনিক একটা টার্গেট নিয়ে ট্রেড করে।তাদের টার্গেট পূরন হয়ে গেলে যতো ভালো সুযোগই পাক না কেন তারা নতুন কোন ট্রেড করেনা।তাই সবার অাগে ডেমো ট্রেড এর মাধ্যমে ম্যানেজমেন্ট শিখতে হবে সব ব্যবসায় লাভ লস অাছে তাই ব্যবসায় লস হলে তা ঠান্ডা মাথায় নিয়ে বুঝতে হবে লস কেন হলো।ফরেক্সে এ ভালো ট্রেডার হতে হলে আপনাকে অভিজ্ঞ হতে হবে,ম্যানেজমেন্ট শিখতে হবে,আর ঠান্ডা মাথায় আপনার অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।
একজন ভালো ট্রেডারের বেশ কিছু ভালো লক্ষণ থাকে আর সেই লক্ষণ গুলিই বলে দেয় উনি একজন ভালো ট্রেডার।যেমন একজন ভালো ট্রেডার কখনোই শক্ত এনালাইসিস ছাড়া ট্রেড করেনা এবং সবসময় মানি ম্যানেজমেন্ট মেনে চলে।তাছাড়া একজন ভালো ট্রেডার কখনোই যুক্তি ছাড়া ট্রেড করেনা।ফরেক্সে ট্রেড করার সময় বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করে না , ফরেক্স সম্পর্কে তাদের অনেক জ্ঞান ধারনা থাকে । ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ধারনা থাকা দরকার , না হলে ফরেক্স থেকে ভালো কিছু আশা করা যায় না । ফরেক্সে কাজ করতে হলে একজন ট্রেডারের ভেতর এই সব গুন থাকা দরকার ।
একজন ভালো ট্রেডার, সফল ট্রেডার হওয়ার জন্য প্রয়োজন জ্ঞান ,দক্ষতা, মানিম্যানেজমেন্ট করতে পারা,লোভ নিয়ন্ত্রন করতে পারা লস হলে নিজেকে নিয়ন্ত্রন করতে পারা এবং বেশি বেশি ডেমতে অনুশীলন করা। আম্র মনে হয় এই বৈশিষ্ট গুলো থাকলে সফল ও ভালো ট্রেডার হওয়া সম্ভব।একজন ভাল বা অভিজ্ঞ ট্রেডার কিন্তু ১ বা ২ বছরে হয় না। একজন ভাল মানের ট্রেডার হতে অন্তত ৫বছর সময় লাগে যার জন্য দিতে হবে অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্য্য।
একজন ভালো ট্রেডার, সফল ট্রেডার হওয়ার জন্য প্রয়োজন জ্ঞান ,দক্ষতা, মানিম্যানেজমেন্ট করতে পারা,লোভ নিয়ন্ত্রন করতে পারা লস হলে নিজেকে নিয়ন্ত্রন করতে পারা এবং বেশি বেশি ডেমতে অনুশীলন করা। আম্র মনে হয় এই বৈশিষ্ট গুলো থাকলে সফল ও ভালো ট্রেডার হওয়া সম্ভব।একজন ভাল বা অভিজ্ঞ ট্রেডার কিন্তু ১ বা ২ বছরে হয় না। একজন ভাল মানের ট্রেডার হতে অন্তত ৫বছর সময় লাগে যার জন্য দিতে হবে অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্য্য। টেকনিক্যাল সাপোর্ট সম্পর্কে সঠিক ব্যবহার জানা এবং নিয়ম অনুযায়ী ফরেক্স মার্কেটে ট্রেড করা। আর এই সব যারা মেনে চলতে পারে তারাই ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে পারে আমি মনে করি।
ভালো ভালো ট্রেডারের অনেকগুলো লক্ষণ থাকে । আর একজন ভালো ট্রেডার একদিনে সেই সক্ষমতা অর্জন করতে পারে না । ফরেক্স মার্কেটে একজন ভাল মানের ট্রেডার হওয়ার জন্য আমি মনে করি সবথেকে বেশি প্রয়োজন সেটা হল ধৈর্য । কেউ যদি ধৈর্য ধরে ফরেক্স ট্রেডিং শেখার চেষ্টা করে তাহলে ফরেক্স ট্রেডিং সে ভালোভাবে শিখতে পারবে । ডেমো ট্রেডিং এর গুরুত্ব ফরেক্স ট্রেডিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আরেকজন ভালো ট্রেডারের গুণাবলী মধ্যে ধৈর্য সবচেয়ে বেশি উৎকৃষ্ট গুণ বলে আমি মনে করি ।
ভাল ট্টেডারে লক্ষন গুলো হল:
১) লোভে না পরা
২)মার্কেট নিউজ পরে ট্টেড করা
৩) সর্বদা মার্কেট খেয়াল করে ট্টেড করা এবং ট্টেড ক্লোজ করা
৪) মার্কেট এনালাইসিস করা
৫) মানি ম্যানেজমেন্ট ফলো করা
ভালো ট্রেডারের লক্ষণগুলো নিম্নে দেয়া হল :
(১) ধৈর্য্যশীল হয়ে থাকে ।
(২) দক্ষতাবান হওয়ার চেষ্টা করে ।
(৩) মার্কেট এ্যানালাইসিস করে ।
(৪) নিউজ দেখে ট্রেড করে ।
(৫) দক্ষতাবান ট্রেডারের পরামর্শ নেয় ।
একজন ভাল ট্রেডারের কিছু লক্ষন দেখে আমরা বুঝতে পারবো সে ভাল ট্রেডার কিনা। একজন ভাল ট্রেডারস অনেক কিছু মেনে ট্রেড করে। এনালাইসিস করে, মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করে। সে একটি ভাল দিক বিষ্লেশন করে ট্রেড করে। প্রতিদিন একটা টার্গেট নিয়ে ট্রেড করে, সেই টার্গেট পুরন না হওয়া র্পযন্ত তারা আর একটি র্টেড করে না।
একজন ভালো ট্রেডারের লক্ষণ হচ্ছে সে সবসময় ডিসিপ্লিন থাকবে । ভালো করে ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানবে । ট্রেডিং এনালাইসিস এ নিজেকে দক্ষ করে তুলবে । ডেমো ট্রেডিং করবে সবসময় নিজের স্কিল বৃদ্ধির জন্য । লস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একই ভুল করা থেকে বিরত থাকবে । ফরেক্স মার্কেটে যে যতো বেশি দক্ষ সে ততো বেশি সফল । আর দক্ষতা তৈরি হয় পর্যাপ্ত শিক্ষা আর অনুশীলনের মাধ্যমে ।
ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে হলে কতগুলো বৈশিষ্টের অধিকারী হতে হয় । শুধু ফরেক্স মার্কেট থেকে ডলার ইনকাম করতে পারলেই ভাল ট্রেডার হওয়া যায় না । একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা শিখতে হবে । তাছাড়া মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । আর ভাল ট্রেডাররা এলোমেলো ট্রেড না করে নিজস্ব কৌশলে ট্রেড করে থাকে ।ফরেক্স একজন ভাল ট্রেডার হতে হলে বেশ কয় একটি গুন থাকতে হবে অাপনাকে অব্যশই ফরেক্স নিয়েম কানুন জানতে হবে , টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডেমেন্টাল এনালইসিস করা জানতে হবে । সঠিক ভাবে ট্রেড করা শিখেতে হবে । র্মাকেটের ট্রেড ক্যান্ডেল বুঝতে হবে এবং মার্কেট অর্থনৈতিক খবর রাখতে হবে ।
ভালো ট্রেডাররা ইন্ডিকেটর বেসড ট্রেড করেন না। তারা সঠিকভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করেন। সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করেন। ওভার ও রিভেঞ্জ ট্রেড করেন না। দুই একটা ট্রেডে লস হলে হতাশ হন না। মাস বা বছর শেষে লাভ লস হিসেব করেন।একজন ভাল ট্রেডারের কিছু লক্ষন রয়েছে যেমন:
১)ভাল ট্রেড়ার সব সময় মার্কেট অ্যনালাইসিস করে ট্রেড করে।
২)লস হলে কখনও মাথা গরম করে ট্রেড করে না।
৩)মানি ম্যনেজমেন্ট ফলো করে ট্রেড করে।
৪) সে কখনও লোভ কেরে ট্রেড করে না।
৫)সে সব সময় নিউজ ফলো করে।