ফরেক্স কে কেউ ব্যাবস্যা হিসাবে নিলে তার কাছে লাভ লস যাই হোক অতন্ত সে আসক্তি তে পড়বেন না। কিন্তু বার বার লস হবার পরেও অনেকে টাকা ইনভেস্ট করে থাকেন এটা আসক্তি কি না আমি বলতে পারবো না তবে এটা ঠিক না।আমি ফরেক্স কে আমার ক্যারিয়ারের অন্যতম একটা অংশ হিসাবে নিয়েছি। আমার লক্ষ যে এখান থেকে আমি মাসে একটা নিদ্দিস্ট টাকা প্রফিট নিব। আর আমি প্রতিদিন এখান থেকে আয় করছি যাতে আমার ভাললাগার কাজ করে তাই আমার ক্ষেত্র ফরেক্স ট্রেডং আসক্তি নয়।