একজন প্রফেশনার ট্রেডার তার অর্জিত অভিজ্ঞতার মাধ্যমে মার্কেট এনালাইসিস করে নিজস্ব ট্রেডিং ট্রেটেজি ব্যবহার করে নিশ্চিত হয়ে ট্রেড করেন। তিনি কখনো ইমোশনালকে প্রাধান্য দেন না। অতিরিক্ত লোভ করেন না। যখন তখন ট্রেড করেন না। বাজারের গতিবিধি বুঝে ট্রেড করেন।
Printable View
একজন প্রফেশনার ট্রেডার তার অর্জিত অভিজ্ঞতার মাধ্যমে মার্কেট এনালাইসিস করে নিজস্ব ট্রেডিং ট্রেটেজি ব্যবহার করে নিশ্চিত হয়ে ট্রেড করেন। তিনি কখনো ইমোশনালকে প্রাধান্য দেন না। অতিরিক্ত লোভ করেন না। যখন তখন ট্রেড করেন না। বাজারের গতিবিধি বুঝে ট্রেড করেন।
বিশ্বের সকল প্রফেশনাল ট্রেডারগণ তিনটি পধ্বতিতে এনালাইসিস করে ট্রেড করে থাকে৷ ভালো ট্রেডার কখোনই লোভে পড়ে বেশি লাভের আশায় ওভার ট্রেডিং করেন না৷ লিভারেজ অনেক কম নিয়ে থাকে ৷ মানি মেনেজমেন্ট সঠিক ভাবে ফলো করে থাকে৷ সময়মতো ওপেনিং ট্রেড গুলো ক্লোজ করে প্রফিট করে৷ ওপেনিং ট্রেডের উপর কোনো প্রতিক্রিয়াই প্রকাশ করেন না৷ পরিশ্রম করে সঠিক ভাবে এনালাইসিস করে ট্রেড করে থাকে ৷অবশ্যই খুবই ধৈর্যশীল ও অভিজ্ঞতা অর্জন করা বাধ্যতামূলক৷
আমার মনে হয় একজন প্রফেশনাল এবং দক্ষ ফরেক্স ট্রেডার কখনো ওভার শিউর না হয়ে ট্রেড করেনা।তাদের লক্ষ্যই হচ্ছে কম ট্রেডে বেশী প্রফিট।প্রফেশনাল ট্রেডার ড়া সব সময় চেষ্টা করেন নিজেকে টিকিয়ে রাখার পাশাপাশি একটা ভালো উপার্জন পেতে । কেননা এটা উনি প্রফেশন হিসেবে নিয়েছেন । প্রফেশনার ট্রেডার হতে হলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন ।
একজন প্রফেশনাল ট্রেডারের মাঝে নির্দিষ্ট কিছু গুনাবলী থাকে যা তাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যায়। এর মধ্যে দেখা যায় তার একটি নিজস্ব ট্রেডিং স্টাইল থাকে যেখানে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা, নির্দিষ্ট অনুপাতে টেকপ্রফিট স্টপলস সেট করা, নির্দিষ্ট লট সেট করে ট্রেড করা, ওভার ট্রেড থেকে বিরত থাকা। একজন প্রফেশনাল ট্রেডার স্বাভাবতই মার্কেট সমন্ধে বেশি গবেষণা করেন। কারণ মূল লক্ষই থাকে কম ট্রেড এ কিভাবে বেশি লাভ করা যায়। তিনি কখনো মার্কেট পুরোপুরি না বুঝে ট্রেড করেন না। এসকল কিছু নির্দিষ্ট গুনাবলীর কারনেই একজন ট্রেডার প্রফেশনাল হয়ে উঠতে পারে।
একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার ও আনপ্রফেশনাল ফরেক্স ট্রেডারের মধ্যে অনেক পার্থক্য বিরাজমান রয়েছে। একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার প্রতিটা ট্রেড করার পূর্বে যে সকল কাজ কাজ করে থাকেন তা আলোচনা করা হল - তিনি প্রতিটি ট্রেড করার পূর্বে মার্কেটের গতিবিধি সম্পর্কে এনালাইসিস করেন। নিদিষ্ট কোন স্টাটেজি অনুসরণ করে থাকেন। ট্রেড করার পূর্বে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল এনালাইসিস করেন। মানি ম্যানেজম্যান্ট মেনে ট্রেড করেন। স্টপ লস টেক প্রফিট সেট করে ট্রেড করা। রিস্ক ও লোভ নিয়ন্ত্রণ করে ট্রেড করে থাকেন। একজন অভিজ্ঞ প্রফেশনাল ট্রেডার উপরোক্ত বিষয় মেনে ট্রেড করে থাকেন।
ফরক্স মার্কেটে ট্রেডাররা বিভিন্ন রকমভাবে ট্রেড করে থাকেন । এই মার্কেটে কেউ স্কালপার কেউ প্রফেশনাল ট্রেডার। তবে এই দুধরনের ট্রেডাররাই ভাল তবে যে সকল ট্রেডার প্রফেশনাল ফরেক্স ট্রেডিং করে তারাই মুলত মার্কেটে সফলতার সাথে টীকে থাকে । প্রতি এ্যান্ট্রি নেওয়ার পূর্বে ট্রেন্ড লাইন বোঝার চেষ্টা করেন, অপরিসীম ধৈর্যের পরিচয় দেন, যে কোন মূল্যে ফরেক্সে টিকে থাকার চেষ্টা করেন, আত্মবিশ্বাস রাখেন নিজের উপর, স্বপ্ন দেখেন বড় হবার, এগিয়ে যান সফলতার দিকে।
একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার তার নিয়ম অনুযায়ী ফরেক্স এ ট্রেড করে ফরেক্স থেকে আয় করে থাকেন। একজন প্রফেশনাল ট্রেডার তার নিজের দক্ষ ও অভিজ্ঞতা দিয়ে ফরেক্স এ ট্রেড করে থাকেন। এছাড়া মার্কেট এনলাইসিস করে, নিউজ দেখে মাকের্ট এর ট্রাজেডি করে সঠিক টার্গেট করে তারপর ফরেক্স এ ট্রেড করে থাকেন। এছাড়া নিজেকে লোভ না করে, আবেগ নিয়ন্ত্রন করে, ধৈর্য্য ধরে ট্রেড করার অনুকুল দেখে তারপর ফরেক্স এ ট্রেড করে ফরেক্স থেকে আয় করে থাকেন।
একজন প্রফেশনার ট্রেডার তার অর্জিত অভিজ্ঞতার মাধ্যমে মার্কেট এনালাইসিস করে নিজস্ব ট্রেডিং ট্রেটেজি ব্যবহার করে নিশ্চিত হয়ে ট্রেড করেন। তিনি কখনো ইমোশনালকে প্রাধান্য দেন না। অতিরিক্ত লোভ করেন না। যখন তখন ট্রেড করেন না। বাজারের গতিবিধি বুঝে ট্রেড করেন।
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে সবাই ট্রেড করতে পারে কিন্তুু একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার সঠিক ও কার্যকর মানি ম্যানেজমেণ্ট অনুসরন করে ট্রেড করে ফলে তাদের লস খুব কম হয় । তারা একটা নির্দিষ্ট স্ট্রাটেজি অনুসরন করে ট্রেড করতে থাকে।
একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার মার্কেটের মুদ্রাবাজার অনুযায়ী লেনদেন ও আদান প্রদান করেন তবে একজন প্রফেশনাল ট্রেডার কে অনেক পরিশ্রম করতে হয় ফরেক্সে সময় দিতে হয় ।
একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার কি করেনঃ
স্ট্রেটিজি দিয়ে ট্রেড করেন।
একটি স্বচ্ছ ট্রেডিং প্ল্যান মোতাবেক ট্রেড
করেন।
একটি ট্রেডিং জার্নাল দিয়ে ট্রেড করে
থাকেন।
প্রতি ট্রেডে রিস্ক ম্যানেজ করেন এবং প্রত্যেক
ট্রেডে রিস্ক কন্টোল করেন।
আমি মনে করি, একজন প্রফেশনাল ট্রেডার এর রড় বৈশিষ্ট হলো সে অবশ্যই আন্দাজে ট্রেড করেনা। এমনকি অনেকবেশি ট্রেড করে না। মার্কেটে কখোনো বড় লস হয় না। হলোও কান্না কাটি করার মতো কোন অবস্থা হয় না। আর আমার মনে হয় তারা সর্বদা মানি ম্যানেজমেন্ট ব্যবহার করে।
এক জন প্রেফেশনাল ফরেক্স ট্রেডার আগে মার্কেট ভালভাবে দেখেন, বুঝেন তার পর ট্রেড করেন। আর অনেকে আবেগের বসে ট্রেড করেন তারা প্রফেশনাল না। যাদের কে আজ আমারা সফল ফরেক্স ট্রেডার বলি তারা ফরেক্স শিখে বুঝে এবং মার্কেট বিচার বিশ্লেষণ করে তবেই ট্রেড করেন তাই ত তারা সফল
আমি মনে করি প্রফেশনাল ট্রেডার রা অনেক বেশি পরিশ্রমি এবং আত্নবিশ্বাসী হয়ে থাকেন । উনারা খুব বুঝে শুনে ট্রেড করেন এবং সঠীক সময়ে মার্কেত থেকে লাভ নিয়ে বের হয়ে আস্তে পারেন । আমরা যারা ফরেক্স এ সফল হতে চাই তাদের উচিৎ হবে যারা সফল প্রফ্রশনাল ত্রেদার আছে তাদের কে অনুসরন করা এবং তাদের সুপরামর্শ মেনে চলা । একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার সঠিক ও কার্যকর মানি ম্যানেজমেণ্ট অনুসরন করে ট্রেড করে ফলে তাদের লস খুব কম হয় । তারা একটা নির্দিষ্ট স্ট্রাটেজি অনুসরন করে ট্রেড করতে থাকে এবং ফলে দিন দিন তাদেরআয় বৃদ্ধি পেতেই থাকে ।
আমার মতে, প্রফেশনাল ট্রেডারগণ অধিক অধ্যবসায়ী, পরিশ্রমী এবং আত্নবিশ্বাসী। অভিজ্ঞ ট্রেডার খুব বুঝে শুনে ট্রেড করে থাকে। সঠিক সময়ে মার্কেট মেইন্টেইন করে লাভ করতে পারে আমরা যারা ফরেক্স এ সফল হতে চাই তাদের উচিৎ হবে যারা সফল প্রফেশনাল ট্রেডার আছে তাদের অনুসরন করা এবং তাদের সুপরামর্শ মেনে চলা । প্রফেশনাল ট্রেডারগণ সব সময় চেষ্টা করে নিজেকে টিকিয়ে রাখার পাশাপাশি একটা ভালো উপার্জন পেতে । কেননা এটা উনি প্রফেশন হিসেবে নিয়েছেন। প্রফেশনাল ট্রেডার হতে হলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন ।
প্রফেশনাল ফরেক্স ট্রেডার সব সময় মার্কেট এনালাইসিস করেন। তার নিজস্ব একটি ধারা রয়েছে ট্রেড করার তিনি জানেন কখন ট্রেড করলে সুবিধা পাবেন। তিনি কখনো ঝোকের বসে কোন ট্রেড করেন না। তার নিজস্ব একটি রিস্ক ম্যানেজমেন্ট কৌশল রয়েছে যে ভাবে চলে তিনি প্রফিট করতে পারেন।
ফরেক্স ট্রেডার কখনো ওভার শিউর না হয়ে ট্রেড করেনা।তাদের লক্ষ্যই হচ্ছে কম ট্রেডে বেশী প্রফিট।একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার সব সময় ওঁত পেতে বসে থাকে একটি ভালো এন্ট্রির জন্য।তাছাড়া তারা সব সময় মান্য ম্যানেজমেন্টের উপর বেশী গুরুত্বারোপ করে।তাই সে ঝোকের বশে কোন ভুল সিদ্ধান্ত নেয় না । যা করে খুব এনালাইসিস করেই করে । একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার সঠিক ও কার্যকর মানি ম্যানেজমেণ্ট অনুসরন করে ট্রেড করে ফলে তাদের লস খুব কম হয় ।
ফরেক্স ট্রেডার এর আসলেই ট্রেডিং সংক্রান্ত দক্ষতা আবশ্যক তা নাহলে মার্কেটে টিকে থাকতে পারবে না পাশা পাশি ট্রেডিং কৌশল থাকতে হবে দক্ষতা এবং কৌশল যদি দুটোই কোন ট্রেডারের মধ্যে থাকে তবেই সে ফরেক্স কে পেশা হিসাবে গ্রহন করতে পারবে এবং তার কৌশল কে এপ্লাই করে দিনে দিনে সে আগে বারতে পারবে বলে আমার মনে হয়
প্রফেশনাল ফরেক্স ট্রেডার এর আসলেই ট্রেডিং সংক্রান্ত দক্ষতা আবশ্যক তা নাহলে মার্কেটে টিকে থাকতে পারবে না পাশা পাশি ট্রেডিং কৌশল থাকতে হবে দক্ষতা এবং কৌশল যদি দুটোই কোন ট্রেডারের মধ্যে থাকে তবেই সে ফরেক্স কে পেশা হিসাবে গ্রহন করতে পারবে এবং তার কৌশল কে এপ্লাই করে দিনে দিনে সে আগে বারতে পারবে বলে আমার মনে হয়
ফরেক্সে প্রফেশনাল ট্রেডিং কোন আলাদা বিশেষ কিছুনা, এখানে ট্রেডার একটা স্ট্রাকচারাল স্টাডি নিয়ে এগিয়ে যায় এবং একটা অভ্যাস গড়ে তুলে ট্রেড করার। যেটাকে আহমরি কঠিন কিছু মনে করার দরকার নেই। ফরেক্স ট্রেডিং এর ব্যাপ্তি আমরা বাংলাদেশে তেমনভাবে গড়ে তুলতে পারিনি, সবাই রিটেল ট্রেডার হতে চাই, দিনে দিনে প্রফিট চাচ্ছে।কিন্তু ফরেক্স ট্রেডিং প্রফেশন হতে পারে, একটা কোম্পানিও হতে পারে একক ট্রেডারদের সমন্বয়ে।
যত ট্রেডার গড়ে উঠবে প্রফেশনাল তত সুযোগ থাকবে বড় কিছু করার। ফান্ড কোন বিষয় না, স্কিল এবং যোগ্য লোক থাকলে ফান্ড নিয়ে বসে থাকে ইনভেস্টর।
ফরেক্স ট্রেডিংকে প্রফেশনাল নিতে চাইলে প্রথমেই একজন ট্রেডারকে প্রচুর পড়তে হবে আইমিন স্ট্রাকচারাল স্টাডি প্রয়োজন, বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় বাজারে কাজ করবেন সেখানে কয়েকটা ইন্ডিকেটরের জ্ঞান দিয়ে সম্ভব না ব্যাবসা করা। প্রফেশনালি কাজ করতে চাইলে নির্দিষ্ট বিষয়ে নিয়মিত পড়াশোনা ও চর্চা লাগবে তবেই একটা অভ্যাস গড়ে উঠে যা ট্রেডারকে সবসময় মার্কেট মূল্যায়ন করতে ভূমিকা রাখে।
ফরেক্সে সফল ট্রেডার যারা তাদের প্রত্যেকেই এভাবে নিয়মিত চর্চার মাধ্যমেই প্রফেশনাল ট্রেডিংয়ে এসেছে। সঠিকভাবে নিয়মিত মার্কেট সম্পর্কে পড়াশোনা এবং চর্চা এইদুটো অসংখ্য ট্রেডার গড়ে তুলতে পারে।
ফরেক্স থেকে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ফরেক্সে ট্রেড করে থাকে একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার কখনো আবেগ দিয়ে বা লোভ করে ফরেক্স মার্কেটে ট্রেড করে না । তারা বুঝে মার্কেটে ট্রেড করে । কারন প্রফেশনাল ট্রেডাররা জানেন যে ফরেক্সে কোন আবেগ বা লোভের স্থান নেয় । যারা ফরেক্সে কাজ করবে তাদের সবাইকে ফরেক্স বুঝে তারপর ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে ।যদি মার্কেটের মুভমেন্ট বুঝতে পারেন তখন সে ট্রেড ওপেন করেন। কখনোই মার্কেট না বুঝে ট্রেড করেন না। লোভকে সংযোত রেখে ট্রেড করে। কখনোই সে ওভার ট্রেড করে না। এবং একটি ট্রেডের ফলাফল যাই হোক না কেন মাথা ঠান্ডা রেখে সব সময় ট্রেডে বসে।
একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার সর্ব প্রথম তার মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে তারপর প্রতিটি পদক্ষেপ গ্রহণ করে, সে সব চেয়ে বেশি গুরুতবপূর্ণ ভাবে তার মানি ম্যানেজমেন্ট কে, আর আমি মনে করি প্রফেশনাল ট্রেডার হিসেবে সর্ব প্রথম আমাদের মানি ম্যানেজমেন্ট এর দিকেই নজর দিয়া উচিত, এরপর তাকানো উচিত অ্যানালাইসিস এর দিকে এবং নিউজ এর দিকে, আসলে একজন প্রফেশনাল ট্রেডার অনেক বেশি অভিজ্ঞ হয়ে থাকে আর তার অভিজ্ঞতার পরিচয় দিয়ে সে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করে।
ধারাবাহিকতায় তার প্রত্যকটা কাজ হয় অনেক মানসম্পন্ন এবং পরিকল্পনাভিত্তিক । এই পৃথিবীতে যারা পরিকল্পনা ব্যাতিত কাজ করে তারা বেশির ভাগ সময়ে ঠকে । কারণ পরিকল্পনা ছাড়া কাজ মাঝিবিহীন নৈকার মত । এছাড়াও একজন ফরেক্স প্রফেশনাল তার কাজগুলো করে অনেক সুচিন্তিত এবং স্বচ্ছ ভাবে । এছাড়া মানবিক গুণ যেমন লোভ থাকেনা এবং তারা আশা করে অল্প । সুধুই যে যারা ফরেক্স এ প্রফেসনাল তারাই নিয়ম মানবে তা না ।। ফরেক্স এ টিকে থাকতে হলে এবং নিজেকে প্রফিটেবল ট্রেডার হিসেবে গড়ে তুলতে হলে এই নিয়ম গুলা মেনে চলতে হবে ।
একজন প্রফেশনাল ট্রেডার এই বাজারে ট্রেড করার পূর্বে সে অবশ্যই মার্কেট পর্যবেক্ষণ করবে। শুধু তাই নয় কোন ট্রেড ওপেন করার পূর্বে সে অবশ্যই বাজারে গতিবিধি পর্যবেক্ষণ করেই ট্রেড ওপেন করেন। তবে আপনাকে সব সময় খেয়াল রেখেই ট্রেড করতে হবে ফরেক্স মার্কেট যে কোন সময় পরিবর্তন হতে পারে। স্ট্রেটেজি দিয়ে ট্রেড করেন।একটি স্বচ্ছ ট্রেডিং প্ল্যান মোতাবেক ট্রেড করেন।একটি ট্রেডিং জার্নাল দিয়ে ট্রেড করে থাকেন।প্রতি ট্রেডে রিস্ক ম্যানেজ করেন এবং প্রত্যেক ট্রেডে রিস্ক কন্টোল করেন।অতিরিক্ত প্রফিট বা সুবিধার আশায় থাকেন না।ট্রেডে এন্টার করেন তখনি যখন ট্রেডিং অ্যাজ তৈরি হয়।ইমোশন দিয়ে লাভ বা লস বিচার করেন না।ট্রেড হল তার একটি ব্যবসা এইভাবেই ট্রেডিং করে থাকেন।
ফরেক্স মার্কেটে যারা ভাল মানের ট্রেডার তারা বিভিন্ন রকম ট্রেডিং কৈাশল বিভিন্ন অবস্থায় ব্যবহার করে থাকেন তবে মৌলিক ভাবে সব ভাল ট্রেডারকেই লোভ, আবেগ, ভয়কে নিয়ন্তন করার পাশাপাশি মানি ম্যানেজম্যান্ট করার গুন থাকা লাগে।
ফরেক্স মার্কেট এ অনেক ধরনের ট্রেডার আছে,যারা এই বিজিনেস কে প্রধান্য দিয়ে কিছু করতে চাই,সাকসেস হতে চাই,যারা এই বিজিনেস কে প্রধান্য ইনকাম মাধ্যম হিসেবে নিয়েছে তারাই প্রফেশনাল ট্রেডার হতে পেরেছেন,একজন প্রফেশনাল ট্রেডার কখনো এন্ট্রি নেবার জন্য ব্যস্ত হয়ে পরে না,তারা মার্কেট এন্যালাইসিস করে মার্কেট এর ট্রেন্ড এর পক্ষে তারা সব সময় এন্ট্রি নিয়ে থাকে,এবং ম্যানি ম্যানেজমেন্ট ঠিক রেখে এন্ট্রি তে স্টপ লস এবং টেক প্রফিট নির্ধারন করে থাকে,তারা সব সময় মার্কেট এর ফান্ডামেন্টাল নিউজ এর দিক ও খেয়াল করে ট্রেড করে থাকে।
একজন প্রফেশনাল সব সময় চিন্তা করে এ্যানালাইসিস । যে মার্কটে এখন কোনদিকে মুভমেন্ট করতে পারে সেই দিক বিবেচনা করে বুঝে শুনে তারপর সিদ্বান্ত করে যে এখন সে কি করতে পারে । সুতরাং আমরা ও সব সময় এই চিন্তাটি করব যে , মার্কেট কোন জায়গায় মুভমেন্ট করবে সেই দিকে খেয়াল রাখব তাহলেই সফলকাম ।একজন প্রফেশনাল এবং দক্ষ ফরেক্স ট্রেডার কখনো ওভার শিউর না হয়ে ট্রেড করেনা।তাদের লক্ষ্যই হচ্ছে কম ট্রেডে বেশী প্রফিট।একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার সব সময় ওঁত পেতে বসে থাকে একটি ভালো এন্ট্রির জন্য।তাছাড়া তারা সব সময় মান্য ম্যানেজমেন্টের উপর বেশী গুরুত্বারোপ করে।তাই সকল ট্রেডারদের উচিত প্রফেশনাল ফরেক্স ট্রেডারদের এই নিয়মগুলো মানা।
একজন প্রফেশনাল মানের ট্রেডার ফরেক্স মার্কেট থেকে নিয়মিত প্রফিট করে ট্রেড করার মাধ্যমে।আর প্রফেশনাল মানের ট্রেডার ও সাধারণ ট্রেডার এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে।একজন বিগেনার ট্রেডার অভার ট্রেড করে অতিরিক্ত লাভের আশায়।সে মার্কেটে অস্থিরতা এর মধ্যে ট্রেড খুজতে থাকে।আর কোন প্রকার মানিমেনেজমেন্ট এর পরোয়া করে না।বিগেনার ট্রেডার এর কোন প্রফিটেবল স্ট্র্যাটেজি থাকে না।অপর পক্ষে একজন প্রফেশনাল মানের ট্রেডার ট্রেড করার জন্য সুনির্দিষ্ট একটি স্ট্র্যাটেজি ফলো করে।সে সব সময় ট্রেড করার জন্য ব্যস্ত থাকে না।ভালো এন্ট্রি পয়েন্ট এর জন্য অপেক্ষা করে।এজন্যই তারা মার্কেটে থেকে নিয়মিতভাবে প্রফিট করে।
আমার মতে একজন প্রফেশনাল ট্রেডার এর রড় বৈশিষ্ট হলো সে অবশ্যই আন্দাজে ট্রেড করেনা।এমনকি অনেকবেশি ট্রেড করে না। মার্কেটে কখোনো বড় লস হয় না। হলোও কান্না কাটি করার মতো কোন অবস্থা হয় না। আর আমার মনে হয় তারা সর্বদা মানি ম্যানেজমেন্ট ব্যবহার করে।একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার অতিপাক্রিত কোন কিছু করেন না যে তিনি প্রত্যেকটি ট্রেড লাভ করেন।তিনিও ভুল করেন আসলে আমরা সবাই কম বেশী ভুল করি কিন্তু এর মধ্যে তারাই অভিজ্ঞ সম্পন্ন ট্রেডার যাদের ভুলের শতকরা হার খুবই কম। আর এখানেই তারা অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখেন। তারাও ফরেক্সের সাধারন নিয়মগুলো মেনে চলেন যে বিষয়গুলোকে আমরা গুরুত্ব দেই না বলে আমাদের লসের পরিমান বাড়তে থাকে। তারা সাধারনত যে কাজ গুলো করে থাকেন তা হল তারা ভাল এবং কার্যকরী এনালাইসিস করতে জানেন এবং মার্কেট মুভমেন্ট সম্পর্কে নিজের অভিজ্ঞতা থেকে তারা ভাল প্রেডিকশন করতে পারেন।এছাড়া তারা অভারট্রেডিং করেন না , মানি ম্যানেজমেন্ট অনুসরণ করেন , লোভ কে সংযত করতে পারেন এবং আরও অনেক বিষয় রয়েছে যা কয়েকটি শব্দে প্রকাশ করা সম্ভব নয়।ফরেক্স মার্কেটে যারা ভাল মানের ট্রেডার তারা বিভিন্ন রকম ট্রেডিং কৈাশল বিভিন্ন অবস্থায় ব্যবহার করে থাকেন তবে মৌলিক ভাবে সব ভাল ট্রেডারকেই লোভ, আবেগ, ভয়কে নিয়ন্তন করার পাশাপাশি মানি ম্যানেজম্যান্ট করার গুন থাকা লাগে।
ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রেডার ফরেক্স মার্কেটে এনালাইসিস করে ট্রেডিং করে থাকে তারা ফরেক্স মার্কেটের নিউজ নিয়মিত দেখে তারা ফরেক্স মার্কেটে স্টপ লস ব্যাবহার করে ৫০ পিপস আর এভাবে ট্রেডিং করে, তারা মার্কেটে কম ট্রেড নেয় তারা একটি ট্রেডে অনেক ভাল প্রফিট করে থাকে,তারা মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করে।
প্রফেশনাল ট্রেডার কিছু নিয়ম মেনে ট্রেড করে থাকেন ঃ-
(ক) মেটাট্রেডার-৪ সফটওয়্যার সম্পর্কে পরিপূর্ণ জানে।যাতে যে কোন পরিস্থিতিতে সফটওয়্যার নিয়ন্ত্রন করতে পারে।
(খ) লোভ থেকে দূরে থাকে। লোভ ফরেক্স ব্যবসার জন্য ধ্বংসাত্মক।
(গ) টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস এর সমন্বয়ে নিজস্ব এনালাইসিস করে।
(ঘ) নিজস্ব ট্রেডিং কৌশল আবিস্কার করেন। অন্যের দেয়া সিগন্যাল এরিয়ে চলে।
(ঙ) মানি ম্যানেজমেন্ট ও রিস্ক রেশিও সঠিক ভাবে পালন করে থাকে।
(চ) মূলধনের নিরাপত্তা নিশ্চিত করতে লিভারেজ কমিয়ে রাখেন।
(ছ) একসাথে অনেক কারেন্সি বা অধিক ট্রেড নেয়া থেকে বিরত থাকেন।
ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আছে যারা ফরেক্স করে অনেকদিন ধরে কিন্তু তাদের কাঙ্খিত পরিমাণ লাভের অর্থ উপার্জন করতে পারছে না । আবার অনেকেই দেখবেন যারা ফরেক্স মার্কেটে খুব বেশিদিন ধরে জয়েন করেনি । কিন্তু তারা তাদের দক্ষতা এবং জ্ঞানের সাথে ফরেক্স মার্কেট থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করছে । আসলে এরকম হয় তাদের দক্ষতার উপরে । কারণ একজন ফরেক্স ট্রেডার যদি দক্ষ হয় তাহলে ফরেক্স মার্কেট থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারে ।
আমার মতে একজন প্রফেশনাল ট্রেডার এর রড় বৈশিষ্ট হলো সে অবশ্যই আন্দাজে ট্রেড করেনা। এমনকি অনেকবেশি ট্রেড করে না। মার্কেটে কখোনো বড় লস হয় না। হলোও কান্না কাটি করার মতো কোন অবস্থা হয় না। আর আমার মনে হয় তারা সর্বদা মানি ম্যানেজমেন্ট ব্যবহার করে।প্রফেশনার ট্রেডার তার অর্জিত অভিজ্ঞতার মাধ্যমে মার্কেট এনালাইসিস করে নিজস্ব ট্রেডিং ট্রেটেজি ব্যবহার করে নিশ্চিত হয়ে ট্রেড করেন। তিনি কখনো ইমোশনালকে প্রাধান্য দেন না। অতিরিক্ত লোভ করেন না। যখন তখন ট্রেড করেন না। বাজারের গতিবিধি বুঝে ট্রেড করেন।
এক জন প্রোফেশনাল ট্রেডার মার্কেট আগে এনালাইসিস করে, নিজের ইনপেক্ট যাচাই করে। ক্যান্ডেল স্টিক দেখে মার্কেট যাচাই করে, তারপর ট্রেড ওপেন করে। এবং অলওয়েজ এস এল এবং টিপি ইউজ করে।
প্রফেশনাল ট্রেডার আসলে কি করেন এটা আমি সঠিকভাবে বলতে পারবোনা, তবে আমি মনে করি সে কখনোই ঝুঁকি নিয়ে কোন ট্রেড ওপেন করে না,কোন কারেন্সিতে ট্রেড ওপেন করার পূর্বে সে কারেন্সি সম্পর্কে আপডেট কোন নিউজ আছে কিনা সেটা আগে ধারণা অর্জন করে এবং সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে মার্কেট কোন দিকে যেতে পারে সে সম্পর্কে অবগত হওয়ার পরেই সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড ওপেন করে থাকে,পাশাপাশি স্টপ লস এবং টেক প্রফিট এর ব্যবহার করে থাকে যাতে করে সে মার্কেটে একটিভ না থাকলেও যথাসময়ে তার প্রফিট সহকারে তার ওপেন করা ট্রেডগুলো ক্লোজ হয়ে যেতে পারে।মনে করি আপনি যদি প্রোফেসনাল ফরেক্স ট্রেডার হতে চান তাহলে আপনাকে খুবই মনোযোগ দিয়ে ফরেক্স ট্রেডিং শিখতে হবে এবং বেশিরভাগ সময়েই আপনাকে মার্কেট আনাল্যসিস করতে হবে । প্রচুর পরিমাণে অনুশীলনের মাধ্যমে আপনি আপনার ট্রেডিং কওশল উন্নত করতে পারবেন । আর মার্কেটের সাথে আপডেট থাকার কারণে মার্কেট সম্পর্কে আপনার ভালো ধারণা জন্মাবে। তখন আপনি মার্কেট দেখলেই বুঝতে পারবেন যে এখন Buy এ ট্রেড করতে হবে নাকি Sell এ ট্রেড করতে হবে ।
অধিকাংশ ফরেক্স ট্রেডারই ফুল-টাইম বা প্রফেশনাল ফরেক্স ট্রেডার হতে চায়, কিন্তু সবাই পারেনা- মাত্র কয়েকজন ফুল-টাইম হিসেবে টিকেথাকতে পারে। আপনি যদি একজন ফুল-টাইম বা প্রফেশনাল টেডার হতে চান। যেমন মানিমেনেজমন্ট মেনে চলে,টেকনিক্যাল এনালাইসিস করে এবং ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করে। তাছাড়া অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা মানিম্যানেজমেন্ট ে সব সময় ফরেক্স ট্রেডিংয়ের প্রান মনে করে এর উপর বেশি গুরুত্ব প্রদান করে থাকে। সাথে সাথে অতিরিক্ত প্রফিট করার লোভ,ওভার কনফিডেন্স,আবেগ ইত্যাদি থেকে দূরে থাকা।
আমার মতে একজন প্রফেশনাল ট্রেডার এর রড় বৈশিষ্ট হলো সে অবশ্যই আন্দাজে ট্রেড করেনা। এমনকি অনেকবেশি ট্রেড করে না। মার্কেটে কখোনো বড় লস হয় না। হলোও কান্না কাটি করার মতো কোন অবস্থা হয় না। আর আমার মনে হয় তারা সর্বদা মানি ম্যানেজমেন্ট ব্যবহার করে।
আপনার সাথে পুরোপুরি একমত । একজন প্রফেশনাল ট্রেডার কখনই অতিরিক্ত ট্রেড ওপেন করবেন না । তিনি তার নিজস্ব স্টাইল এ ট্রেড করেন । তার নিজস্ব স্ট্রাটিজি আছে । ভাল ভাবে মানি ম্যানেজমেন্ট করে তারপরে একটি ট্রেড ওপেন করেন । ট্রেড ওপেন করার পরে তার কোন দুশ্চিন্তা থাকে না । সে সব গুলো ট্রেড লাভ করতে চান না আবার সব গুলো ট্রেড লস ও করেন না ।প্রপ্রেসনাল ট্রেডাররা মনে করেন একটি ট্রেড নেওয়ার পুর্বে অবশ্যই সব দিক বিবেচনা করে তারপর ট্রেড করা উচিত। যেমন মানিমেনেজমন্ট মেনে চলে,টেকনিক্যাল এনালাইসিস করে এবং ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করে।প্রপ্রেসনাল ট্রেডাররা মনে করেন একটি ট্রেড নেওয়ার পুর্বে অবশ্যই সব দিক বিবেচনা করে তারপর ট্রেড করা উচিত। যেমন মানিমেনেজমন্ট মেনে চলে,টেকনিক্যাল এনালাইসিস করে এবং ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করে।