বাংলাদেশ এ সরকারী নির্দেশ অনুযায়ী ফরেক্স অবৈধ কারন বাংলাদেশ থেকে বাইরে টাকা পাঠানোর কোন বৈধ উপায় নেই সাধারন জনগনের জন্য একমাত্র মেডিকেল এবং শিক্ষা ভিসা এর জন্য ছাড়া । তাই বাংলাদেশ ব্যাংক এর নির্দেশ অনুযায়ী ফরেক্স অবৈধ , কিন্তু ফরেক্স ব্যবসা থেমে নেই বাংলাদেশ এ, যেহেতু এটা ই-কারেঞ্ছি দিয়ে সহজেই করা যায় তাই ব্যাংক লেনদেন ছাড়াই সবাই ফরেক্স করছে, অনেকে স্ক্রিল এ টাকা নিয়ে সেখান থেকে ব্যাংক এ টাকা নামায়,তাতে সমস্যা হয় না।