-
আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা ও ধারণা হলো নারীরাই ফরেক্স মার্কেটে ভালো আয় করতে পারবে৷নারীদের কিছু বিশেষ গুণের কারণে এটা সম্ভব৷পুরুষের তুলনায় নারীদের ডলারের/টাকার প্রতি গুরুত্ব বা যত্ন বেশি থাকে,তাদের মাথা অনক ঠান্ডা ধীর স্হির থাকে,তারা অনেক ধৈর্য্যশীল৷তারা অল্প প্রফিটেই খুশি থাকে৷আমাদের দেশে অনেক শিক্ষিত মেয়ে আছে৷ চাইলে তারাও এখানে আয় রোজগার করতে পারে৷সহযোগিতার জন্য ফোরামে আমরা তো আছিই৷তাই পরিবারের শিক্ষিত বোঝা না হয়ে মেয়েদের আয় রোজগার করা উচিৎ৷আর ফরেক্স হলো ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র ৷
-
আমার মতে নারীদের জন্য ফরেক্স একটি আদর্শ ব্যবসা। তারা ঘরে বসেই এই ব্যবসা করতে পারেন। এতে তাদের বাইরে বের হতে হয় না। যার কারনে পর্দার খেলাপ ও হয় ন। তারা সাংসারিক অন্যান্ন কাজের পাশাপাশি ফরেক্স মার্কেটে ব্যবসা করে প্রচুর অর্থ আয় করতে পারে।
-
এখানে নারী পুরুষ এর সমান অধিকার।শূধু পুরুষ নয় নারী রা এখানে কাজ করতে পারেন ,এই ফরেক্স ব্যবসা সবার জন্য শুধু একটু এই ফরেক্স বিষয় এ জ্ঞান থাকতে হবে ।আমাদের নারী রা এখন ঘরে বসেই আয় করা সম্ভব ।এখন নারী রা পুরুষ এর সমান কাজ করতে পারবে এই ফরেক্স এ ।
-
আমাদের সমাজে বলা হইয়ে থকে যে নারী পুরুষ এর সমান অধিকার তবে সে টা কি নারীরা পাই ,না পাই না । কারন তারা আয় করতে জানে না বলে পুরুষ এর উপর নিরভর করে থাকে সমাজে তাদের কন দাম নেই ।সেই সব নারীদের জন্য আছে আমাদের এই ফরেক্স ঘরে বসে আয় করার মাধ্যম ।/
-
নারীদের জন্য ফরেক্স খুব একটা ভাল ব্যবসা বলে আমি মনে করি ।এই ব্যবসা টি ঘরে বসে করা সম্ভব ,তাহলে আমাদের এই সব নারীদের কন রকম দুখ থাকবে না বলে মাই মনে করি । তারা যদি পুরুষ এর মত আয় করতে পারে থাহলে তারা সমাজে সমান অধিকার পাবে ।
-
আমাদের দেশে নারীরা ঘরে বসে ফরেক্স করতে পারে। কারন নারীরা বাইরে যেয়ে সব সময় কাজ করতে পারে না। বাইরে যেয়ে সব সময় কাজ সম্ভব নয় বলে তাদের জন্য ফরেক্স ট্রেডিং আমি উপযুক্ত মনে করি। যে কোন মহিলা বা মেয়ে ফরেক্স ট্রেড করতে পারে।
-
একটি প্রবাদ আছে বিশ্বে যা কিছু মহান চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর । এই কথাটাকে আমাদের মাথায় রেখে আমি মনে করি আমাদের মন মানসিকতা বদলানোর সময় এসেছে । নারীদের কেও কর্মে এগিয়ে নিতে হবে । আর ফরেক্স এমন একটি ব্যবসা যেটি বর্তমান সময়ে পুরুষের পাশাপাশি নারীদের ও খুব জরুরী । কারণ এই কাজ করতে নারীকে বাড়ির বাইরে যেতে হবেনা । ঘরে বসে আয় করতে পারবে । তার জন্য দরকার ভাল করে জানা এবং আমাদের সহমর্মিতা । তবেই নারীরা এ কাজে এগিয়ে আস্তে পারবে । তবে ফরেক্স থেকে আয় করতে গিয়ে সংসারের কথা ভুলে গেলে চল্বেনা । সংসার চালানোর পাশাপাশি এই কাজ করতে হবে । তবেই সংসারে সুখ আসবে ।
-
এখনও আমাদের দেশের অধিকাংশ মেয়েরাই ব্যবসা বা চাকুরি থেকে দূরে থাকতে চান কারণ তারা মনে করেন এসব করতে গেলে পর্দা রক্ষা করা যায় না। ফরেক্স এমনি একটা ব্যবসা যা নারীরা বাসায় বসে আয় করতে পারেন। ফরেক্স সমন্ধে জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করে যে কোন নারী ই ফরেক্স ব্যবসা টা করতে পারেন। এতে তাঁদের ধর্মীয় মূল্যবোধ ও রক্ষা পাবে আয় ও করতে পারবেন।
-
নারিদের জন্য ফরেক্স ট্রেডিং খুব জরুরী। কারণ নারিরা সাধারণত বাসা বাড়ির কাজ শেষে অন্য দিকে মননিবেশ করে, সেক্ষেত্রে একজন নারি যদি উদ্যোগের মাদ্ধমে ফরেক্সে ট্রেড করে তাহলে তার প্রতিদিন অনেক টাকা উপার্জন করেতে সক্ষম হতে পারেন।
-
আমার মতে নারীদের জন্য ফরেক্স খুবই সহায়ক একটি ব্যবসা। কারণ নারীরা তাদের ঘরের কাজ শেষ করে অনেক ফ্রি সময় পায় আর এই সময়টা যদি তারা এই ব্যবসায় কাজ খাটায় তাহলে তারা ঘরের কাজের পাশাপাশি অতিরিক্ত কিছু টাকা আয়ও করতে পারে। এতে করে সংসারে অনেকটা অভাব দুর করা সম্ভব। তাই আমি মনে করি সকল নারীকে এই ব্যবসায় আসা উচিত। আর যেহেতু এই ব্যবসা করার জন্য ঘরের বাইরে যেতে হয় না সেহেতু তারা খুব ভালভাবেই এই ব্যবসা করতে পারে।
-
ফরেক্স কোনো বাংলাদেশি প্রাইমারি স্কুলের চাকরি নয় যে এখানে কোনো শতকরা অংশগ্রহণ করার পার্সেনটেজ থাকবে।ফরেক্সে নারি বলেন পুরুষ বলেন সকলের অংশগ্রহন গ্রহনীয়।নারীরা যদি তাদের বুদ্ধির সঠিক প্রয়োগ করে ফরেক্স করতে পারে তবে ফরেক্স নারীদের জন্যও অনেক সহায়ক বলে আমি মনে করি।তবে নারীদের চেয়ে পুরুষের বুদ্ধি তীক্ষ্ণতা বেশি বলে পুরুষরা সফল হয় বেশি।
-
অবশ্যই ফরেক্স ব্যবসায় নারীদের জন্য অনেক কার্যকারী ব্যবসা বলে আমি মনে করি। কেননা নারীরা বেশিরভাগ সময় ঘরেই থাকে, আর ফরেক্স মার্কেটে ব্যবসা করতে নারী-পুরুষের কোন ভেদাভেদ নেই, নারীরা ফরেক্স ব্যবসায় ভালভাবে শিখে তারাও ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারবে। আর ফরেক্স ব্যবসা ঘরে বসেই করা যায়। তাই নারীদের জন্য ফরেক্স ব্যবসা অর্থ উপার্জনের জন্য বড় সহায়ক ব্যবসা।
-
ফরেক্স মার্কেট সবার জন্য উন্মুক্ত। এখানে নারী পুরুষ কোন ভেদাভেদ নেই। এটা একটি স্বাধীন ব্যবসা। তাই যখন তখন যেকোনো প্রান্ত থেকে এখানে ট্রেড করা সম্ভব। যারা কম্পিউটার স্মার্টফোন ব্যবহার করতে জানেন তারা উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে ঘরে বসেই ফরেক্সে ট্রেড করতে পারেন। বিয়ের পর সাধারণত মেয়েরা সংসার নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে যায়। যার কারণে বেশিরভাগ নারীরা কোন প্রফেশনে অংশ নিতে চায় না। কিন্তু ফরেক্স এমনই একটি ব্যবসা যা দৈনন্দিন কাজের পাশাপাশি অবসর সময়েও এখানে ট্রেড করা সম্ভব। তাছাড়া ফরেক্স এর উপর দক্ষতা থাকলে এখান থেকেও ক্যারিয়ার গড়া সম্ভব।
-
আমাদের দেশের নারীরা এখন আর পিছিয়ে নাই । পুরুষের সাথে এখন নারীরাও অনেক এগিয়ে যাচ্ছে । ফরেক্স ব্যবসা এখন নারীদের জন্য খুব সহজ ব্যবসা হয়েছে । নারীরা এখন ঘরে বসে ফরেক্স করে অনেক মুনাফা আয় করছে । নারীরা এখন সব দিক থেকে সাবলম্বি হচ্ছে ফরেক্স ব্যবসা করে । যেহেতু ফরেক্স ব্যবসা ঘরে বসেই করা যায় সেহেতু নারীরা তাদের গৃহস্থালির কাজবাজ শেষ করে অবসর সময়ে ফরেক্স করে বাড়তি আয় করতে পারে।
-
নারী দের জন্য ফরেক্স অনেক বেশি সহায়ক,ফরেক্স নারীদের জন্য একটি বেষ্ট বিজিনেস,ফরেক্স বিজিনেস যদি তারা ভালো ভাবে লার্ন করতে পারে তাহলে তারা ভালো ভাবে এই বিজিনেস থেকে ইনকাম করতে পারে,আর এই ইনকাম তাদের সাবল্মবী করে তুলবে,আমি মনে করি ফরেক্স নারীদের জন্য বেষ্ট বিজিনেস।
-
ফরেক্স ট্রেডিং মার্কেট হলো এমন একটি কর্মপ্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান এ নারী পুরুষ সকলেই কাজ করতে পারে।তবে এখানে নারীরা কাজ করতে পারে অনেক বেশি তার কারন তারা বাসায় অনেক অবসর সময় কাটায় তার জন্য তাদের সুযোগ সুবিধা বেশি তাই আমি মনে করি প্রতিটি মেয়ে এই ফরেক্স মার্কেটে কাজ করুক তাহলে তারা তাদের স্বমি কে কথা পরিবারের সাহায্য করতে পারবে।এর জন্য শুধু মানুষিক শক্তি দরকার তাহলে সব কিছুই সম্ভব।
-
আমি মনে করি যে, ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা কেনাবেচার ব্যবসা । এই ব্যবসা সকলের করার অধিকার রয়েছে । আমাদের দেশের নারীরা এখন আর পিছিয়ে নাই । পুরুষের সাথে এখন নারীরাও অনেক এগিয়ে যাচ্ছে । ফরেক্স ব্যবসা এখন নারীদের জন্য খুব সহজ ব্যবসা হয়েছে । নারীরা এখন ঘরে বসে ফরেক্স করে অনেক মুনাফা আয় করছে । নারীরা এখন সব দিক থেকে সাবলম্বি হচ্ছে ফরেক্স ব্যবসা করে । নারীরা ফরেক্স ব্যবসা করে নিজের উপর নির্ভরশীল হতে শিখেছে ।
-
ফরেক্স তারাই করতে পারে যাদের ফরেক্স সম্পর্কে জানতে আগ্রহবোধ করে এবং যাদের কম্পিটার পরিচালনায় ন্যূনতম অক্ষর জ্ঞ্যন আছে । তাই ফরেক্স নারী , পুরুষ সবাই করতে পারে । এখানে কোন বৈষম্য নেই তাই সবার জন্য রয়েছে সমান সুযোগ ভাল কিছু করার জন্য । আর আমি মনে করি আমাদের দেশের মেয়েদের জন্য অর্থ উপার্জনের একটি বড় সুযোগ হতে পারে এই ফরেক্স । কারণ আমাদের দেশের অধিকাংশ মেয়েরাই গৃহিণী যদিও এই অবস্থার পরিবর্তন দিন দিন লক্ষ্য করা যাচ্ছে । যাই হোক তাদের যথেষ্ট অবসর সময় থাকে বলে তারা বাসায় থেকেই নিজে নিজে যেমন এই ব্যবসাটি শিখতে পারবে এবং সাথে সাথে অর্থ উপার্জন করতে পারবে যা আমাদের দেশের জিডিপি তে ভাল ভূমিকা রাখবে তাই নয় দেশের অর্থনৈতিক অবস্থার ব্যপক পরিবর্তন আনতে পারবে কারণ দেশের অর্ধেক জনসংখ্যা হল নারী । তাই আমাদের সরকারের উচিত ফরেক্স কে বৈধতা দিয়ে এই বিষয়ে জনগণকে আরও অনুপ্রানিত করা ।
-
ফরেক্স একটি ভাল ব্যবসা এবং এটি ঘর থেকেই খুব সহজে করা যায়। সেক্ষেত্রে আমি মনে করি এটি নারীদের জন্য একটি ভাল উপার্জনের জায়গা হতে পারে। কারণ তারা ইচ্ছা করলেই ঘর থেকে খুব সহজেই এই ব্যবসা হতে উপার্জন করতে পারে। আর তারা যদি এই ব্যবসায় বেশি সময় ব্যয় করতে পারে তাহলে আমি মনে করি তারা পুরষদের তুলনায় ভাল উপার্জন করতে পারবে। তাই আমার মতে সে সকল নারীর ঘরোয়া কাজ শেষ করার পর পর্যাপ্ত পরিমানের সময় থাকে সে যেন এই ব্যবসায় যোগ দেয় এবং একটু বেশি সময় দিয়ে এই ব্যবসা করার চেষ্টা করে।
-
নারীদের জন্য ফরেক্স খুবই সহায়ক । নারীরা সংসার দেখাশোনা করার পাশাপাশি ফরেক্স করলে একদিনে যেমন তারা পরিবার পরিজঙ্কে সময় দিতে পারবে তেমনি আরেকদিকে অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে পারবে । ফরেক্স ব্যাবসা নারীদের জন্য সবচেয়ে উপযোগী একটা ব্যাবসা । এখান থেকে তারা অনান্য যেকন চাকুরীর তুলনায় ভালো উপার্জন করতে পারে এবং পরিবারের অর্থনীতিতে খুব গুরুত্বপুর্ন ভুমিকা রাখে ।
-
বাংলাদেশের নারীদের জন্য ফরেক্স একটি ভাল ব্যবসা । ঘরে বসেই ফরেক্স ট্রেডিং করা যায় । নারীদের তাই বাইরের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হয়না । সপ্তাহের ৫ দিনের যেকোনো সময় ট্রেড করা যায় । এজন্য ঘরের কাজের পাশাপাশি নারীরা ট্রেড করতে পারবেন । পর্দা রক্ষা করে এখানে কাজ করা যায় বিধায় আরও বেশি সুবিধাজনক ।
-
ফরেক্স ট্রেডিংয়ে লাভজনক ট্রেডিংয়ের অনেক প্রয়োজনীয়তা রয়েছে আমি ফরেক্স ট্রেডিংয়ে লাভজনক এবং সবচেয়ে সফল ট্রেডিংয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা ভাগ করতে চাই। শক্তিশালী জ্ঞান এবং অভিজ্ঞতা যা সাফল্যের মূল চাবিকাঠি 2 লোভ এবং আবেগ মুক্ত বাণিজ্য 3 আত্মবিশ্বাস 4 ভাল পরিকল্পনা আগে মুদ্রা জোড়া 5 বাজারের ভাল বিশ্লেষণ এবং বাজারে প্রবেশের সঠিক সময় 6 ভাল অর্থ ব্যবস্থাপনার 7 ভাল ঝুঁকি ব্যবস্থাপনার 8 ট্র্যাড ধৈর্য এবং শীতল মনের সাথে 9 আপনার মূলধন অনুযায়ী লট আকারের অপব্যবহার এবং উপরের সমস্ত 10 টি শৃঙ্খলা ট্রেডিং লাভজনক ট্রেডিংয়ের মৌলিক প্রয়োজনীয়তা ।
-
ফরেক্স একটি অনলাইন বিজনেস সুতারং নরীরা ঘরে বসেই ফরেক্স কম্পউটারের মধ্যমে ভালবাবে করতে পারে। এই বিজনেস তাদের জন্য খুবই চমৎকার একটা ইনকামের রাস্তা। যে কেউই চাইলে এই পেশায় যুক্ত হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে নারীরা এখন ফরেক্স পেশার সাথে *যুক্ত আছে।
-
আমি মনে করি নারীদের জন্য ফরেক্স ট্রেডিং খুবই সহায়ক । আমাদের মত উন্নয়নশীল দেশের নারীরা বাইরে যেয়ে কাজের খুব বেশি সুবিধা পায় না । বরং আর নানা ধরণের প্রতিবন্ধকতা আসে তাদের কাজের ক্ষেত্রে । কিন্তু ফরেক্স ট্রেডিং হল সম্পূর্ণ আলাদা একটা ব্যবসা , এটা সহজেই নারীরা তাদের ঘরে বসে শিখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে । তাই ফরেক্স ট্রেডিং ব্যবসা নারীদের জন্য খুবই ভালো একটা পথ যারা মাধ্যমে নারীরা ঘরে বসে অর্থ উপার্জন করতে পারে ।
-
নারীদের জন্য ফরেক্স খুবই সহায়ক কারণ ফরেক্স মার্কেট এ নারীরা ঘরে বসেই, সকল কাজের পাশাপাশি অর্থাৎ ঘরের সকল কাজ করার সাথে সাথে একটু সময় করে ফরেক্স এর ব্যবসা খুব সহজেই করতে পারেন। কারণ ফরেক্স ট্রেডিং এমন কাজ না যে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কাজ করতে হবে। ফরেক্স ১০ মিনিট সময় নিয়ে টেকনিক্যাল এনালাইসিস করেভ লং টাইম ট্রেড করা সম্বব। আর এন্ট্রিটা যদি সঠিক হয়, তবে প্রফিট অবশ্যই হবে। এতে কোন সন্দেহ থাকে না।
-
ফরেক্স একটা উন্মুক্ত ব্যাবসা। এখানে সবাই ট্রেড করতে পারে। নারীরা এখন সব দিক থেকেই অনেক এগিয়ে গেছে। তথ্যপ্রযুক্তির যুগে সবার হাতেই একটা স্মার্টফোন আর ইন্টারনেট আছেই। নারীরা যারা বাসায় সময় কাটায় তারা ইচ্ছা করলেই ফরেক্সে সময় দিতে পারে। এটাকে তাদের আয়ের একটা সোর্স হিসেবে নিতে পারে। এতে করে তারা নিজেদের স্বাবলম্বি করতে পারবে
-
আসলে ফরেক্স হচ্ছে হুম ওয়াক বিজনেস। আপনি চাইলে ঘরে বসে করতে পারেন। সমস্যা নাই। এই জন্য আপনাকে বাহিরে যেতে হবে না। তাই বিশেষ করে নারীরা যেহেতু ঘরে থাকে তারা ফরেক্স এনাফ সময় দিতে পারে৷ আর ঘরে বসে টেকনিকাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিতে পারেন।
-
নারীদের জন্য ফরেক্স অত্যান্ত ভাল একটি ব্যবসা যা সহজেই করতে পারেন যে কোন পেশার নারীরা। শুধু একটু সময় দিতে হবে প্রতিদিন একটু একটু করে দেখবেন একসময় এই স্কীল দিয়েই আপনি যা উপার্যন করবেন তা দিয়ে আপনার নিজের প্রয়োজনীয় অনেক খরচই সহজেই তুলতে পারবেন। আগ্রহ থাকলে দুনিয়ায় যেকোন কাজ সহজ হয়ে যায়। ফরেক্স এমন একটি পেশা বয়স কোন বিষয় নয় আপনি এখানে মনোযোগ দিলেই আপনি সফল হতে পারবেন। আর শিখতে হবে অল্প অল্প করে।
-
আমার মতে অনকে নারী আছে ফরেক্স এ তারা কাজ করছে এবং সংসারে পাশা-পাশি তারা ফরেক্স শিখছে । ফরেক্স নারাীদের জন্য অনকে গুরুপ্তপূর্ণ ভুতিকা রাখতে পারে । এখনও আমাদের দেশের অধিকাংশ মেয়েরাই ব্যবসা বা চাকুরি থেকে দূরে থাকতে চান কারণ তারা মনে করেন এসব করতে গেলে পর্দা রক্ষা করা যায় না। ফরেক্স এমনি একটা ব্যবসা যা নারীরা বাসায় বসে আয় করতে পারেন।
-
আমি মনে করি নারীদের জন্য ফরেক্স ট্রেডিং ব্যবসা অনেক সহায়তা করবে।কারণ একটা নারী বাজারে বা অন্য কোন চাকুরি না করে তারা চাইলে ঘড়ে বসে টাকা আয় করতে পারে।নারীরা যদি ঘরে বসে টাকা আয় করতে পারে তাহলে বাহিরে যাওয়ার কোন দরকার নেই।
-
আমি মনে করি নারীদের জন্য ফরেক্স একটি আদর্শ ব্যবসা। তারা ঘরে বসেই এই ব্যবসা করতে পারেন। এতে তাদের বাইরে বের হতে হয় না। যার কারনে পর্দার খেলাপ ও হয় ন। তারা সাংসারিক অন্যান্ন কাজের পাশাপাশি ফরেক্স মার্কেটে ব্যবসা করে প্রচুর অর্থ আয় করতে পারে।
-
আপনার বিশ্লেষণটি সঠিক কারণ আমার নিজের বিশ্লেষণ থেকে আরএসআই ব্যবহার করে, আরএসআইয়ের মান 28 পড়েছে যা ওভারসোল্ড অঞ্চলে রয়েছে এবং তাই ট্রেন্ডের বিপরীতটি আসন্ন। আমার নিজের মতে, আমি এখন পর্যন্ত এই জুটিটি কিনব না যতক্ষণ না আমি 1.16091 স্তরে কিজুন নীলের উপরে একটি ব্রেকআউট দেখি যা প্রতিরোধের স্তর হিসাবে কাজ করে is আপনি যদি এই জুটিটি এখনই কিনে থাকেন তবে এটি ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ জুটিটি আরও কমতে পারে তাই ব্রেকআউট না হওয়া পর্যন্ত কেবল পাশের পাশে থাকুন। তারপরে আপনার ব্যবসায়ের কৌশল, আপনার কৌশল এবং আমি আপনার কৌশলে আরও স্ক্রিনশট খুঁজছি।
-
নারীদের জন্য পর একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা বাড়ি বসেই উপার্জন করার একটা সহজ পদ্ধতি।কারণ অনেক বাড়ির মহিলারা শিক্ষিত কিন্তু তাদের বাড়ির লোকের ঘরের বাইরে বাইরে কোন কর্ম করতে দেয়না বলে তারা বেকার হয়ে ঘরে বসে থাকে।কিন্তু ফরেক্সের তারাম তারাম ঘরে বসেই ইনকামের ওয়াই রোজগারের পথ বেছে নিতে পারে এবং লাভবান হয়। যার জন্য ফরেক্স মজা দুজনই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং লাভজনক বলে আমি আশাবাদী।
-
বর্তমান সময়ে নারীরাও কিন্তু পুরুষের পাশাপাশি ঘরের বাইরে কাজ করছে। এবং তারা শিক্ষার দিক দিয়েও এগিয়ে আছে। তাই নারীরা যদি চায় তাহলে তারা এটা ঘরের বাইরে না গিয়ে নিজের বাসায় বসেই করতে পারেন। কেননা এটা ঘরে বসেই অনায়াসে করা যায় এতে করে তিনি তার পরিবারকেও পর্যাপ্ত সময় দিতে পারবেন। তাই আমি মনে করি নারীদের জন্য ফরেক্স খুবই ভালো একটি আয়ের উৎস হতে পারে যদি সে এখানে দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হতে পারেন। ধন্যবাদ
-
নারীরা তাদের সাংসারিক কাজের পাশাপাশি যদি ফরেক্স করতে চাই,তাহলে তা হবে তাদের পরিবারের জন্য চমতকার।উন্নত বিশ্বের অনেক দেশে মেয়েরা আজকাল সফলতার সাথে ফরেক্স করছে।আমি মনে করি আমাদের দেশের মেয়েরা চাইলে এই ব্যাবসায় সফল হতে পারে।
-
ফরেক্স নারীদের জন্য অত্যন্ত লাভ জনক ব্যবসা এবং অত্যন্ত সহায়ক একটি ব্যবসা , যেহেতু নারীদের নিরাপত্তা একটি মৌলিক বিষয় তাই ফরেক্স তাদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে, মেয়েরা ঘরে বসেই উপার্জন করতে পারবে , তাদের আর জেন্ডার বৈষম্যের শিকার হতে হবে না। এর ঘরে থাকার ফলে নিরাপত্তা নিয়ে আর চিন্তিত হতে হবে না।
-
ফরেক্স এমন একটা বিজনেস যেটা আপনি ঘরে বসেই সব কিছু করতে পারেন। ধরুন আপনি ডলার ক্রয় করতে চান তাহলে ব্রুকার এর কাছ থেকে আপনি চাইলে ঘরে বসে আপনার ট্রেড এর জন্য ডলার কিনতে পারেন, এবং এই ডলার বিক্রি করতেও আপনাকে বাহিরে জেতে হবে না , আর ঘরে বসে ট্রেড করে ভাল টাকা সেলারি পাওয়য়া অনেক বিশাল বেপার তাই আমি মনে করি এটা মেয়েদের জন্য অনেক হেল্পফুল বিজনেস। জা একটি মেয়েকে ঘরে বসে সুক্ষ ট্রেড করে ভাল কিছু করা তাদের জন্য অনেক মঙ্গলজনক হবে।
-
আমরা লক্ষ্য নির্ধারণ করতে পারি না এবং এটি বলতে পারি না যেখানে আমি শিখতে চাই এবং এখানেই আমি পড়াশোনা বন্ধ করব। আমরা যদি তা করি তবে ফরেক্স ট্রেডিং বন্ধ করে দিলে এটি আরও অনেক ভাল হতে পারে। আমাদের যা করতে হবে তা হ'ল আমরা বাজারের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া প্রতিটি সম্ভাব্য অবস্থান থেকে শেখা। এবং এমন কোনও ব্যবসায়ীকে কখনই আটকান যা আমাদের সহায়তা করতে পারে
-
অবশ্যই আপনারা ঠিক বলেছেন মহিলাদের জন্য ফরেক্স দুর্দান্ত কারণ তারা ঘরে কাজ করতে পারে এবং জ্ঞান থাকলে তারা লাভ করতে পারে কারণ জ্ঞানবিহীন কোনও মানুষ তা করে নি has এই ফোরামে কাজ করা যায় না, সফল এবং কাজ করার জন্য জ্ঞানের প্রয়োজন
-
নারীদের জন্য ফরেক্স কতটা সহায়ক বাস্তবে আমি যদিও দেখি নাই তারপরেও আমার মনে হচ্ছে নারীদের জন্য খুবই উপযোগি কারন তারা ফরেক্স ট্রেড করে ফ্যামিলি সাপোর্ট দিতে পারবে কারন ফরেক্স ট্রেড করার জন্য উপোযোগি পরিবেশ বাসায় তারা সাবলিল ভাবে করতে পারে গঠন মুলক ভাবে ট্রেড করতে নীরব পরিবেশ এর প্রোয়জন হয় সেটা তারা একক ভাবে পেয়ে থাকেন