যারা ফরেক্স মার্কেট এ স্কালপিং করে তারা সাধারনত লন্ডন সেশনে ট্রেড করে। আবার মার্কেট বাংলাদেশ সময় রাতের দিকে বেশ মুভ করে। আমরা আমাদের ট্রেডিং পদ্ধতি অনুযায়ী যখন ট্রেড নেওয়ার প্রয়োজন তখন আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারব।
Printable View
যারা ফরেক্স মার্কেট এ স্কালপিং করে তারা সাধারনত লন্ডন সেশনে ট্রেড করে। আবার মার্কেট বাংলাদেশ সময় রাতের দিকে বেশ মুভ করে। আমরা আমাদের ট্রেডিং পদ্ধতি অনুযায়ী যখন ট্রেড নেওয়ার প্রয়োজন তখন আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারব।
সোম থেকে শুক্র এই ৫ দিনের মধ্যে আপনি যেকোনো সময় ট্রেড করতে পারেন । ফরেক্স মার্কেটে ভালো উপার্জন করতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে প্রথমে অনেক বিষয় নিয়ে ভালো দক্ষতা অর্জন করতে হবে । ভালো দক্ষতায় পারে আপনাকে ভালো একটা উপার্জন ফরেক্স মার্কেট থেকে পেতে ।
আমার মতে বাংলাদেশের সময় অনুযায়ী বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ফরেক্স মার্কেটে ট্রেড করলে ভালো লাভ করতে পারেন ।
দিনের বেলা ট্রেড করা বেশি উপযোগী, নাকি রাতে ট্রেড করা বেশি উপযোগী সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়।কারণ ফরেক্স একটি গতিশীল মার্কেট ।যেখানে প্রতি মুহূর্তে তার অবস্থান পরিবর্তিত হতে থাকে। তাই কখন ট্রেড করলে ভালো প্রফিট পাওয়া যাবে সেটা এনালাইসিস করে বের করতে হয়। মূলত মার্কেট যখন সব থেকে বেশি মুভমেন্ট করে অর্থাৎ আপ ডাউন করতে থাকে তখন ট্রেন করলেই সব থেকে বেশি প্রফিট করা সম্ভব,আর এটা যে কোন সময় হতে পারে। তবে আমার এনালাইসিস অনুসারে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭থেকে রাত ১১টা পর্যন্ত মার্কেট সব থেকে বেশি মুভমেন্ট করে।আর তাই এই সময়ে ট্রেড করাই বেশি উপযোগী বলে মনে করি, এবং আমি নিজেও এই সময়ে ট্রেড করে থাকি।
ফরেক্স হচ্ছে একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার।পৃথিবীর সব দেশ এই ব্যবসার সাথে জড়িত।ফরেক্স মার্কেট রাত দিন ২৪ ঘন্টাই খোলা থাকে।আপনি চাইলে এই ২৪ ঘন্টার ভিতরে যেকোন সময় ট্রেড করতে পারবেন।ফরেক্স ট্রেডিং করার জন্য আমার জানামতে রাত দিন কোন বিষয় না।আপনি আপনার এনালাইসিস ট্রেডিং স্ট্রাটেজী ঠিক রেখে ট্রেড করে যান দেখবেন ভালো ফল পাবেন।আপনি ফরেক্স এ ট্রেড করার আগে নিউজ দেখবেন।নিউজ রিলিজ হওয়ার পর মার্কেটের মুভমেন্ট ভাল থাকে।মার্কেটের মুভমেন্ট ভাল হলে আপনি তখন ট্রেড এন্ট্রি করতে পারেন।আর আপনি একটা বিষয় এনালাইসিস করলে আমার মনে হয় ভাল ফল পেলেও পেতে পারেন।সন্ধ্যা ৬ টা হতে রাত ১০ টা পর্যন্ত লন্ডন এবং নিউইর্য়ক সেশন।এই সময়ে মার্কেটের মুভমেন্ট কিছুটা ভাল থাকে তখন ট্রেড এন্ট্রি করতে পারেন।
ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় নাই। যখন আপনার সময় হয় তখনই করতে পারেন।তবে আপনাকে ট্রেড করার জন্য ভালো ভাবে আপডেট নিউজ দেখতে হবে।ভালো করে এনালাইসিস করার পর ট্রেড করতে হবে।মার্কেট দেখে শুনে তারপর ট্রেড করা।এখানে রাত দিন কোন মেটার করে না।আপনার নিজের সময় সুযোগ মতো করে ট্রেড করেন। তাহলে ভালো হবে।অন্যের কথায় কান দিয়ে লাভ নাই। নিজের মাথা কাজে লাগান তাহলে ভালো কিছু করতে পারবেন।
ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন খোলা থাকে এই পাঁচ দিনের যে যেকোনো সময় আপনি ট্রেড করতে পারেন। ট্রেড করার জন্য ধরাবাঁধা কোনো নিয়ম নেই। আপনি দিনে বা রাতে ফরেক্স মার্কেটে যখন ইচ্ছা ট্রেড করতে পারেন। ট্রেড করার সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করে।
রাত বা দিন এটা ফরেক্স এ ট্রেড করার জন্য কোন প্রধান বিবেচ্য বিষয় নয় মূল বিবেচ্য বিষয় হলো আপনি কোন কারেন্সি পেয়ারে ট্রেড করবেন এবং সেই কারেন্সি পেয়ারের এনালাইসিস এবং নিউজ কি ধরনের পূর্বাভাস দিয়েছে সেটা।অর্থাৎ আপনি জে কারেন্সি পেয়ার ব্যবহার করে ট্রেড করতে চাচ্ছেন সেই কারেন্সি পেয়ারের পরবর্তী গতি প্রকৃতি বা মুভমেন্ট কোন দিকে যেতে পারে সেটার উপর নির্ভর করে একজন ট্রেডার ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এবং মার্কেট সে অনুযায়ী চলতে শুরু করলে উক্ত ট্রেডার প্রফিট করতে শুরু করে।আর মার্কেটের এই মুভমেন্ট বা গতি প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে মূলত আমরা মার্কেট এনালাইসিস কেই সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি পাশাপাশি আপকামিং নিউজ সমূহ আরো ব্যাপক গুরুত্ব রয়েছে। আর মার্কেট মুভমেন্ট বা গতি প্রকৃতির এই বিষয়টা কোন নির্দিষ্ট সময়ে ঘটে থাকে এটা সত্যি তবে তা রাতে অথবা দিনে যেকোনো সময় ঘটতে পারে সুতরাং নির্দিষ্ট করে এটা কারো পক্ষে বলা সম্ভব নয় যে রাতে নাকি দিনে উক্ত কারেন্সি গতি প্রকৃতি বা মুভমেন্ট কাজ করা শুরু করবে।
ফরেক্স ট্রেড এর জন্য রাত সব চাইতে ভালো সময়. কারণ রাতে নিউয়র্ক মার্কেট টাইম সেশন চালু হয়.. এই সময় ট্রেডের করে আপনি অনেক বেশি যায় করতে পারেন. মার্কেট এ প্রতিটা কারেন্সী পেয়ার এ তখন খুব ভালো মতো ট্রেড হয়. এই সময় ভার্টিকাল স্কেল অনেক মুভ করে তাই স্ক্যালপের জন্য এটা অনেক ভালো একটা সেশন. তবে লং টার্ম ট্রেডের রা রাতে এ ট্রেড করে অনেক লাভবান হয়ে থাকেন
ফরেক্স মার্কেট সাধারনত বৈদেশিক মুদ্রা নিয়ে কেনা বেচা বা ক্রয় বিক্রয়ের মার্কেট এবং ভৌগলিক কারনে দিবা রাত্রির তারতম্য থাকায় রাতের বেলাতেই বেশিরবার ভাল কাজ হয়ে থাকে। তবে আপনি চাইলে মোবাইলের বিশেষ সফটওয়্যার ব্যবহার করে সারাদিন সারারাত এ্যাকটিভ থেকে তা পর্যবেক্ষণ করতে পারেন।
ফরেক্স মার্কেট দিন রাত খোলা থাকে। সপ্তাহে দুই দিন ব্যতীত বাকি দিনগুলোতে ফরেক্স দিনরাত করা যায়।একেক দেশের টাইম জন একেক রকম হওয়ায় ফরেক্স মার্কেট দিন রাত খোলা থাকে কেননা ফরেক্সে বিভিন্ন দেশের ট্রেডাররা সরাসরি সংযুক্ত আছে। তাই দিনরাত যে কোন সময়ে ফরেক্স করা যায়। তবে কিছু কিছু সময় আছে যে সময় গুলোতে মার্কেট খুব বেশি মুভমেন্ট করে। মার্কেট যখন বেশি মুভমেন্ট করে তখনই ট্রেড ধরা উচিত বলে আমি মনে করি। মার্কেট এর অবস্থান সম্পর্কে আগে নিশ্চিত হতে হবে।ফরেক্স একটি জনপ্রিয় ব্যবসা যা যে কোন পেশার মানুষই তাদের পেশাদার কাজের ফাঁকে চালিয়ে যেতে পারে। ফরেক্স করার জন্য নির্দিষ্ট কোন টাইম বেঁধে দেওয়া হয়নি।আমাদের মাঝে অনেকেই আছে যারা ফরেক্স কে পার্টটাইম পেশা হিসেবে বেছে নিয়েছে।আপনি যদি ফরেক্স ভালোভাবে জেনে থাকেন তাহলে আপনি দিন বারাত যেকোনো সময়ই আপনার সময়টা কাজে লাগাতে পারেন এবং এর থেকে ভালো কিছু পেতে পারেন। কাজেই ফরেক্স করার আগে ফরেক্স সম্পর্কে পুরোপুরি ধারণা নিজের আয়ত্তে আনতে হবে।সকাল ছয়টা থেকে দুপুর 12 টা এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত 10 টা পর্যন্ত মার্কেট বেশি মুভমেন্ট করে বলে আমি মনে করি। কাজেই সময় বুঝে মার্কেটের মুভমেন্ট ট্রেন্ডিং দেখে ফরেক্স করতে হবে। আর এর জন্য আপনাকে যথেষ্ট ধৈর্যশীল হতে হবে মনে রাখবেন ফরেক্স এ যে যত বেশি ধৈর্যশীল এবং পরিশ্রমই সে বেশি সফল কামি হবে।
আমরা জানিনা দিনের বেলা ট্রেড করা বেশি উপযোগী, নাকি রাতে ট্রেড করা বেশি উপযোগী সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়।কারণ ফরেক্স একটি গতিশীল মার্কেট ।যেখানে প্রতি মুহূর্তে তার অবস্থান পরিবর্তিত হতে থাকে। তাই কখন ট্রেড করলে ভালো প্রফিট পাওয়া যাবে সেটা এনালাইসিস করে বের করতে হয়। মূলত মার্কেট যখন সব থেকে বেশি মুভমেন্ট করে অর্থাৎ আপ ডাউন করতে থাকে তখন ট্রেন করলেই সব থেকে বেশি প্রফিট করা সম্ভব,আর এটা যে কোন সময় হতে পারে। তবে আমার এনালাইসিস অনুসারে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭থেকে রাত ১১টা পর্যন্ত মার্কেট সব থেকে বেশি মুভমেন্ট করে।আর তাই এই সময়ে ট্রেড করাই বেশি উপযোগী বলে মনে করি, এবং আমি নিজেও এই সময়ে ট্রেড করে থাকি।
অামাদের সকলের ফরেক্স ট্রেড রাতের শেষ দিকে করা উচিৎ কারন অভিজ্ঞ ট্রেডাররা ওই সময়ে নিউ অর্ডার প্লেস করেন। দিনেও করা যায়। শেষ রাতের দিকে করাটা ভাল মনে করি আমি।
অামরা জানি ফরেক্স মার্কেট প্রতি মুহুর্তে মুভ করে। একবার আপ হয়তো আরেকবার ডাউন। ফরেক্স মার্কেটের মুভমেন্ট নির্ভর করে কোনো দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি অবস্থার উপর। তাছাড়া ফান্ডামেন্টাল নিউজ অনেক বড় প্রভাব ফেলে মার্কেটে। যেহেতু মুভমেন্ট সবসময়ই চলতে থাকে তাই রাত দিন কোনো ফ্যক্ট নয়। যে যখন স্বাচ্ছন্দ বোধ করে তখনই ট্রেড করা যায়।
ফরেক্স ট্রেডিং এর জন্য দিন না রাত ভাল সেটা কেউ বলতে পারবে না।কেননা ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ খোলা থাকে আার সব সময় মার্কেট মুভমেন্ট করে তাই এটা বলা মুসকিল।
তার পরেও আমার কাছে দিনে ট্রেডকরা ভালে লাগে কেননা রাতে ঘুমাতে হয় তখন মার্কেট দেখা যায় না।
তাই আমি দিনে ট্রেড করি।
আমি জানি ফরেক্স মার্কেট দিন রাত খোলা থাকে। সপ্তাহে দুই দিন ব্যতীত বাকি দিনগুলোতে ফরেক্স দিনরাত করা যায়।একেক দেশের টাইম জন একেক রকম হওয়ায় ফরেক্স মার্কেট দিন রাত খোলা থাকে কেননা ফরেক্সে বিভিন্ন দেশের ট্রেডাররা সরাসরি সংযুক্ত আছে। তাই দিনরাত যে কোন সময়ে ফরেক্স করা যায়। তবে কিছু কিছু সময় আছে যে সময় গুলোতে মার্কেট খুব বেশি মুভমেন্ট করে। মার্কেট যখন বেশি মুভমেন্ট করে তখনই ট্রেড ধরা উচিত বলে আমি মনে করি। মার্কেট এর অবস্থান সম্পর্কে আগে নিশ্চিত হতে হবে।ফরেক্স একটি জনপ্রিয় ব্যবসা যা যে কোন পেশার মানুষই তাদের পেশাদার কাজের ফাঁকে চালিয়ে যেতে পারে। ফরেক্স করার জন্য নির্দিষ্ট কোন টাইম বেঁধে দেওয়া হয়নি।আমাদের মাঝে অনেকেই আছে যারা ফরেক্স কে পার্টটাইম পেশা হিসেবে বেছে নিয়েছে।আপনি যদি ফরেক্স ভালোভাবে জেনে থাকেন তাহলে আপনি দিন বারাত যেকোনো সময়ই আপনার সময়টা কাজে লাগাতে পারেন এবং এর থেকে ভালো কিছু পেতে পারেন। কাজেই ফরেক্স করার আগে ফরেক্স সম্পর্কে পুরোপুরি ধারণা নিজের আয়ত্তে আনতে হবে।সকাল ছয়টা থেকে দুপুর 12 টা এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত 10 টা পর্যন্ত মার্কেট বেশি মুভমেন্ট করে বলে আমি মনে করি। কাজেই সময় বুঝে মার্কেটের মুভমেন্ট ট্রেন্ডিং দেখে ফরেক্স করতে হবে। আর এর জন্য আপনাকে যথেষ্ট ধৈর্যশীল হতে হবে মনে রাখবেন ফরেক্স এ যে যত বেশি ধৈর্যশীল এবং পরিশ্রমই সে বেশি সফল কামি হবে।
না এটি সম্ভব নয় কারণ এটি একমুখী বাজার নয়। সবকিছু অবশ্যই প্রযুক্তিগত এবং গাণিতিক এবং আমি বিশ্বাস করি যে আমি যা পড়েছি তা আমাকে এই ধারণাটি উপলব্ধি করে যে ফরেক্স মার্কেটটি অর্থের পুকুরের মতো এবং কিছু লোক তাদের অর্থের ভিতরে রাখছে এবং কিছু লোক তাদের অর্থ বের করে নিচ্ছে এবং এটি এইভাবে দেয় এবং এগিয়ে যান এবং এই বাজারে কখনই এক রাস্তা ট্র্যাফিক হয় না তাই যে সমস্ত লোকদের ভাল বিশ্লেষণ হয় তাদের অর্থোপার্জনের সম্ভাবনা বেশি।
কেউ দিনে ট্রেড করে আবার কেউ রাতে ট্রেড করে যার যখন সুবিধা। কিন্তু আমার মতে রাতে মার্কেট বেশি মুভ করে তাই আমাদের রাতেই ট্রেড করা উচিত। তাছারা নিউজ এর সময় ট্রেড করা উচিত। আপনি সন্ধার সময় ট্রেড করা সুরু করতে পারেন।
প্রত্যেক ট্রেডারের স্ট্র্যাটেজি আলাদা আলাদা। মার্কেট সবসময়ই গতিশীল থাকে। যারা রাতের ঘুম নষ্ট করতে চান না তাদের জন্য অবশ্যই দিনে ট্রেড করাই বেটার। আমার রাত জাগারভ্যাস আছে দেখে রাতে এবং দিনে উভয় ক্ষেত্রেই ট্রেড করি। আসলে রাত দিন দেখে নয়, মার্কেট বুঝে ট্রেড করা উচিত।
আমি মনে করি দিনে না রাতে এটা চিন্তা না করে আমাদের উচিত মার্কেট মুভমেন্ট এবং সেশন দেখে ট্রেড করা।আমি সাধারনত লন্ডন এবং নিউইয়র্ক সেশনে ট্রেড করি।বিশেষ করে যখন লন্ডন এবং নিউইয়র্ক সেশন ওভারল্যাপ করে।
ফরেক্স ট্রেডিং ব্যবসা রাতে বা দিনে ব্যবসা ভালো হবে বা মন্দা হবে এরকম কোন নিয়ম নেই বলে আমি জানি। ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে যদি প্রচুর অভিজ্ঞতা অর্জন করে কেউ ট্রেডিং ব্যবসায় নামে তাহলে সে রাতে এবং দিনে যে কোন সময় লাভবান হতে পারে। তাই আমি বলবো রাতে বা দিনে যে কোন সময় ফরেক্স ট্রেডিং ব্যবসা করেন, আগে ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করুন।
আমাদের বাংলাদেশ সময় দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ফরেক্সে মুভমেন্ট টা বেশি হয়।তাই রাত ও দিন এই দুই সময়ে উপযুক্ত
ফরেক্স একটি আন্তর্জাতিক গতিশীল মুদ্রাবাজার।এই বাজারের মুভমেন্ট প্রতি মিনিট এমনকি সেকেন্ডেও পরিবর্তন হয়।এজন্য আমি মনে করি দিন রাত কিছুই নয় মার্কেট বুঝে ট্রেডিং করলেই ভালো হয়। তবে ব্যক্তি বিশেষ কেউ রাতে কেউ দিনে ট্রেড করতে আনন্দবোধ করতে পারে। তবে আমার মতে বাংলাদেশ সময় দুপুর ১২ টার পর ট্রেড করা ভাল।
আমার মতে রাত বা দিন দুটো হতেই এই ব্যবসায় ভাল মুনাফা উপার্জন করা যায়। তবে আমি সবসময় দিনে ট্রেড করতে পছন্দ করে থাকি। কারণ আমাদের দিনের বেলায় এই মার্কেট খুব বেশি নড়াচড়া করে থাকে। যার ফলে আমরা খুব সহজেই ঐসময়টাতে খুব ভাল মুনাফা উপার্জন করতে পারি। আমার মনে হয় দিনের বেলা স্ক্যালপারদের জন্য অনেক ভাল। তবে আপনি যদি নিরাপদে এই ব্যবসা হতে মুনাফা উপার্জন করতে চান তাহলে এটাই ভাল হবে যে আপনি যদি আপনার ট্রেড দীর্ঘ সময়ের জন্য করে থাকেন।
ফরেক্স ট্রেডিং ব্যবসা আপনি যে কোন সময় করতে পারেন।আমি অনেক দিন ধরে ফরেক্স ট্রেডিং ব্যবসা করে আসছি এ থেকে আমি যে ধারনা পেলাম তা হলো ফরেক্স আমাদের বাংলাদেশের জন্য সব চাইতে ভালো সময় হলো দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত।
ফরেক্স মার্কেটের মুভমেন্ট নির্ভর করে কোনো দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি অবস্থার উপর। তাছাড়া ফান্ডামেন্টাল নিউজ অনেক বড় প্রভাব ফেলে মার্কেটে। যেহেতু মুভমেন্ট সবসময়ই চলতে থাকে তাই রাত দিন কোনো ফ্যক্ট নয়। যে যখন স্বাচ্ছন্দ বোধ করে তখনই ট্রেড করা যায়। সপ্তাহে পাঁচ দিন দিন রাত ফরেক্স মার্কেট খোলা থাকে।সুতরাং ট্রেডার কখন ট্রেড করবে সেটা ট্রেডারই ভালো জানে।
যে যেই সময় ট্রেড করে অভ্যস্থ তার সেই সময় ট্রেড করা উচিৎ। তবে রাত বা দিনে ট্রেড করার চেয়ে সেশন বাই সেশন ট্রেড করা ভাল। আর মার্কেট সবচেয়ে বেশি ভোলাটাইল থাকে লন্ডন আর নিউইয়র্ক সেশন এ। তাই দিন ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ট্রেড করার উপযুক্ত সময়। এই সময়ে মার্কেট একটা ট্রেন্ড এ থাকে।
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খলা থাকে তাই ফরেক্স মার্কেটে রাতেও ট্রেড করা জায় এবং দিনেও ট্রেড করা জায় এমন কোন নিওম নাই যে ফরেক্স মার্কেটে রাতে ট্রেড করা যাবে না বা দিনে ট্রেড করা যাবে না এই ধরনের কোন নিয়ম নাই।
ফরেক্সে লাভ করার জন্য একেক জন একেক স্ট্র্যাটেজী ব্যবহার করে। কেউ দিনে ট্রেড করে আবার কেউ রাতে ট্রেড করে। আমি সঠিকভাবে জানি না যে কখন মার্কেট ট্রেড করলে ফরেক্সে ভালো লাভ করা যায়। রাত নাকি দিন ফরেক্স ট্রেডের জন্য উপযোগী এবং কেন উপযোগী? আমাকে এসব প্রশ্নের উত্তর জানালে উপকৃত হব।
মার্কেট এর মুভমেন্ট অনুযায়ী আপনাকে ট্রেড করত হবে এখানে রাত বা দিন এ ধরনের কোন হিসাব নেই কারণ আমি ব্যাক্তিগতভাবে মনে করি যে ফরেক্স ব্যবসায় ২৪ ঘন্টা খোলা থাকার সুবাদে আপনি যে সময়টাতে ফ্রি থাকেন সে সময় মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করুন আপনি যখনিই ট্রেড করতে বসবেন ভাববেন সেটাই আপনার সেরা সময় কখনো অন্যর স্ট্রাটেজিকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে নিজে একটা স্ট্রাটেজি তৈরী করুন
ফরেক্সে আসলে কোন সময় মুভমেন্ট আসবে এটা আগে থেকে কনফার্মলি কেও ই জানে না। নিউজে আসলে সম্ভাব্য একটা রেঞ্জ দিয়ে দেওয়া হয় যে মার্কেট এই দিকে মুভ করতে পারে কিন্তু কখন সেটা আসলে বলা হয় না জানাও যায় না। সব সময় ই আসলে মার্কেট মুভ করতেই থাকে। দুপুর ৩ টার পর থেকে রাত ১ টা পর্যন্ত বেশী মুভমেন্ট লক্ষ করা যায়। আমার কাছে এই টাইম ই ট্রেড করার জন্য পারফেক্ট মনে হয়
ফরেক্সের জন্য সবসময় উপযোগী।হক সে দিন অথবা রাত।তবে jpy,aud,nzd এই তিন মুদ্রায় সকাক ৬ টা থেকে ৯ টা,পর্যন্ত ট্রেড করা যায় আর অন্যান্য মুদ্রায় দুপুর ১২ টা থেকে রাত ৮ পর্যন্ত ট্রেডের উপযোগী সময়।
ফরেক্স একটি আন্তর্জাতিক গতিশীল মুদ্রাবাজার।এই বাজারের মুভমেন্ট প্রতি মিনিট এবং সেকেন্ডে পরিবর্তন হয়।এজন্য আমি মনে করি দিন রাত কিছুই নয় মার্কেট বুঝে ট্রেডিং করলেই ভালো হয়। তবে ব্যক্তিবিশেষ কেউ রাতে কেউ দিনে ট্রেড করতে আনন্দ বোধ করতে পারে।
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা এবং স্বাধীন ব্যবসা । এই ফরেক্স মার্কেটে রাত দিন ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৫ দিন ট্রেড করা যায় । তাই এই ফরেক্স মার্কেটে কোন সময় ট্রেড করার উপযুক্ত সময় সেটা সঠিকভাবে বলা মুশকিল । তবে একজন ট্রেডার যদি তার দক্ষতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে ট্রেড করে থাকে তাহলে অবশ্যই সেই ট্রেডার তার দক্ষতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে সময়টা নির্বাচন করে নিতে পারবে । তার মানে এটা এসে দাড়ায় যে,,,, ফরেক্স মার্কেটে কোন সময় ট্রেড করার উপযুক্ত সময় সেটা নির্ভর করে একান্তই একজন ট্রেডারের দক্ষতা ও অভিজ্ঞতার উপর,,,,,,, ধন্যবাদ ।
নিজের অভিজ্ঞতা থেকে যদি বলি তাহলে বলতে হয়, টোকিও সেশনে ঘুমে থাকি। তাই এটা সর্ম্পকে বলতে পারবনা। কিন্তু, আমি লন্ডন সেশনে ট্রেড করে ভাল ফল পেয়েছি। নিউইয়র্ক সেশন সে তুলনায় আমার কাছে একটু ভিন্ন মনে হয়েছে। ট্রেডের যে স্বাভাবিক ব্যাপার সেটা আমি নিউইয়র্ক সেশনের তুলনায় লন্ডন সেশনে পেয়েছি। এটা আমার সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে বললাম।
ভাল এখন এটি ব্যবহার করে, ফরেক্স সত্যই আমার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করেছে এবং এটি আমার প্রতিদিনের রুটিনকে বদলে দিয়েছে। এতে আমার শিথিল হতে কয়েক ঘন্টা কম হয়েছে কারণ আমি আমার ফরেক্সে প্রতিদিন সর্বনিম্ন 4 ঘন্টা উত্সর্গ করি, এমনকি যখন ফরেক্স নিয়ে গবেষণা না করে এবং অনুশীলন করি যাতে আমি এতে খুব ভাল হতে পারি। আমি মনে করি এটি একটি ভাল যদিও এটি আমার লক্ষ্যগুলিকে আরও বেশি ফোকাস এবং আরও ব্যস্ত করে তুলেছে।
আমি মনে করি, আমরা রাতে এতে ট্রেড করা উচিত নয়, দিনের বেলায় আমাদের এতে ট্রেড করা উচিত কারণ দিনে ট্রেডিং করলে আমাদের কতটুকু ক্ষতি হচ্ছে তা খুঁজে বের করতে সাহায্য করবে এবং যদি আমি মুনাফা করি তাহলে আমরা কতটুকু লাভবান হচ্ছি । আমরা অবিলম্বে এটা বন্ধ করব, যদি ক্ষয়ক্ষতি হয়, তাহলে আমরা এটাও জানব যে, আল্লাহ ক্ষতি করছেন, আমরা রাতে ঘুমিয়ে থাকব, আমরা কিছু জানি না, তাই এ দিন বাণিজ্য করতে আমাদের কাজে লাগে ।
যারা রাতের ঘুম নষ্ট করতে চান না তাদের জন্য অবশ্যই দিনে ট্রেড করাই বেটার। মার্কেট কখন কোন দিকে যায় সেটা কেও বলতে পারেনা আমার মতে ফরেক্স ট্রেড কি রাতে করা ভালো না দিনে করা ভালো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা অভান্তকর। এজন্য আমি মনে করি দিন রাত কিছুই নয় মার্কেট বুঝে ট্রেডিং করলেই ভালো হয়।
ফরেক্স এর জন্য দিন না রাত বেশি উপযোগী।এর নির্দিষ্ট কোন উত্তর হয় না।এটা নির্ভর করে ট্রেডার সময়ের উপর।ট্রেডার কখন সময় দিতে পারে বা কোন সময়ে ট্রেড করলে ভালো লাগবে।সপ্তাহে পাঁচ দিন দিন রাত ফরেক্স মার্কেট খোলা থাকে।সুতরাং ট্রেডার কখন ট্রেড করবে সেটা ট্রেডারই ভালো জানে। সপ্তাহে পাঁচদিন রাত দিন যেকোনো সময়ে ট্রেড সম্ভব।
ফরেক্স মার্কেট এ আমরা যেকোনো সময় বা যেকোনো মুহূর্তে ট্রেড কোরতে পারি। ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে বাকি সব কাজ বাদ দিতে হইনা। যেহেতু ফরেক্স মার্কেট এ সবসময়য় ট্রেড করা যাই তাই আমি ফরেক্স মার্কেট এ রাতে ট্রেড করি।কারন রাতে আমরা ঠান্ডা মাথাই ট্রেড কোরতে পারি। আর ফরেক্স মার্কেট এ তো ট্রেড করলে মথা ঠান্ডা রাখতে হই। তাই আমি মনেকরি আমরা যদি রাতে ট্রেড করি তাহলে ভালো হবে।