যারা ব্যর্থ হয় তারা নিজেরাই জানে তাদের প্রত্যেকের নিজস্ব ভুলের জন্য ব্যর্থ হয়। তাই ফরেক্স সম্পর্কে সাধারনত নেগেটিভ ধারণা পছন্দ করে না অবশ্য কিছু কিছু সদস্য বাদে। তবে তুলনামূলকভাবে সফলতার হার কোন অংশেই কম নয় তাই ফরেক্স সবার নিকট এত জনপ্রিয়।
Printable View
যারা ব্যর্থ হয় তারা নিজেরাই জানে তাদের প্রত্যেকের নিজস্ব ভুলের জন্য ব্যর্থ হয়। তাই ফরেক্স সম্পর্কে সাধারনত নেগেটিভ ধারণা পছন্দ করে না অবশ্য কিছু কিছু সদস্য বাদে। তবে তুলনামূলকভাবে সফলতার হার কোন অংশেই কম নয় তাই ফরেক্স সবার নিকট এত জনপ্রিয়।
যেখানে বুদ্ধির সংমিশ্রণে কাজ করে তার ফলাফল পাওয়া যায় সেখানে মানুষের একটা আলাদা নেশা হয়ে যায়। যার কারণে ফরেক্স এ ও এর প্রভাব পড়েছে এবং ফরেক্স এর জন্য জনপ্রিয়।
সত্যিই যদি ৯৫% ট্রেডার লস করত তাহলে এত জনপ্রিয় হত না ফরেক্স বিজনেস। মূলত: আমার মনে হয় এই কথাটিই ভূল। বরং ৯৫% ট্রেডারই ফরেক্সের মাধ্যমে লাভবান হয় বিধান ফরেক্স এত জনপ্রিয়। আর শুধূমাত্র ৫% ট্রেডার লস করে। তবে কথাটি এভাবে বলা যায় প্রথম দিকের ট্রেডার যারা তারা ৯৫% ই টিকতে পারে না,৫%ট্রেডার টিকতে পারে। আমি মনে করি যে ব্যবসাই করেননা কেন সেই বিসয়ে অভিজ্ঞতা অর্জন করতে হয় ।ফরেক্স মার্কেট ও তেমন একটি জাইগা । না বুঝে ট্রেড করলেত লস হবেই ।আবার কেউ অতিলভের কারনে লস করে ।ফরেক্স থেকে অনেক মানুস ডলার উপরজন করছে ।তাই আমার মতে ৯৫% জন লস করে এটা ভুল কথা ।
ফরেক্সে ৯৫% ট্রেডার নয় ৯৫% বিগেনাররা লস করে। আর ৯৫% ট্রেডার লস করলে তাহলে ফরেক্স কখনোই জনপ্রিয় হতনা। ফরেক্সে তারাই লস করে যারা অনভিজ্ঞ। এই অনভিজ্ঞদের মাঝে যারা টিকে থাকে তারা যখন অভিজ্ঞ হয়ে যায় তখন তারাও লাভ করতে থাকে। যারা ফরেক্স সম্পর্কে অল্প জ্ঞান নিয়ে মার্কেটে নামে তারাই বেশির ভাগে লস এর সম্মুখীন হয় । আর যারা ফরেক্স কে পেশন হিসেবে নেয় না যার ফলে তারা অল্প পরিমান ফরেক্স শিখেই মনে করে যে তারা অনেক কিছু শিখে গেছে ফরেক্স সম্পর্কে ।
ফরেক্সে ৯৫ শতাঙশ ট্রেডারই লস করে আমি আপনার এই বক্তব্যের সাথে একমত নই কারন বাস্তবের সাথে এর কোন মিল নেই কিছু সংখ্যক লোক ফরেক্সে লস করে এটি ঠিক কারন ঐ সকল লোক ট্রেডিং ভাল ভাবে জানে না এবং বুঝেনা যার কারনে তারা লস করে আর এর পেছনে তাদের অদক্ষতাই দ্বায়ী। তাও আবার বিশ্বব্যাপী। শুধু বাংলাদেশে হত তাও না হয় মেনে নেওয়া যায় , হুসুকে বাঙ্গালী। জেনে শুনেও মানুষ ইনভেস্ট করতো না। ফরেক্স এমন একটা বিজনেস যেখানে ভালভাবে পরিশ্রম করলে ভালো ফলাফল পাওয়া যায়
যেহেতু জানি যে ফরেক্স একটি ঝুকিপুর্ন ব্যবসা যারা ফরেক্স সম্পর্কে অল্প জ্ঞান রাখে তা একটি প্রবাদ আছে অল্প বিদ্যা ভয়ংকারি। আর ফরেক্স হচ্ছে ফরেক্স কে তাদের পেশন হিসেবে নেয় না যার ফলে তার অল্প পরিমান ফরেক্স শিখেই মনে করে যে তারা অনেক কিছু যানে ফরেক্স সম্পর্কে।বিনোয়গ ারী লস করে তার কারণ সে ট্রেডিং ভালভাবে না শিখেই ট্রেড শুরু করে ৯৫% ট্রেডার নয় ৯৫% লস করে তাদের অনঅভিজ্ঞতার কারনে অথবা অতিরিক্ত লাভের আশায় লস করে ফরেক্স এত জনপ্রিয়তার কারন ফরেক্সের মাধ্যমে সহজে ঘরে বশেই আয় করা যায়।
ফরেক্স সকলের কাছে জনপ্রিয়তা হওয়ার জন্য যেসকল কারণ রয়েছে তার মধ্যে হল- ফরেক্স হল একটি স্বাধীন পেশা। মানুষ স্বাধীনভাবে চলতে পছন্দ করে। ফরেক্স আপনি আপনার সময় অনুযায়ী যেকোনো জায়গায় থেকে করতে পারবেন। আপনি আপনার পেশা ঠিক রেখে পাশাপাশি ফরেক্স করতে পারেন। 95 শতাংশ ট্রেডার লস করলেও যারা কামব্যাক করতে পারে তারাই ফরেক্সে সাফল্য অর্জন করতে পারে। অবসর সময় বের করার ফলে এখান থেকে আর্থিকভাবে সাফল্য পাওয়ায় সবার কাছে ফরেক্স জনপ্রিয়।
ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার লস করে কথাটা সম্পূর্ণ ভুল। আমার মতে ৯৫% ট্রেডার নয় ৯৫% বিগেনাররা লস করে। আর ৯৫% ট্রেডার লস করলে তাহলে ফরেক্স কখনোই জনপ্রিয় হতনা। ফরেক্সে তারাই লস করে যারা অনভিজ্ঞ। এই অনভিজ্ঞদের মাঝে যারা টিকে থাকে তারা যখন অভিজ্ঞ হয়ে যায় তখন তারাও লাভ করতে থাকে। ফরেক্স এ লস করার পরও ফরেক্স এত জনপ্রিয় হবার কারন হল আমার সবাই জানি ফরেক্স থেকে অনেক ভাল আয় করা যায় । তাই লস করলে ও ফরেক্স সবার কাছে এত জনপ্রিয় ।
ফরেয এত বেশি জনপ্রিয় হবার কারন আছে যদ। ৯৫% ট্রেডার লস করে থাকে। এর প্রধান কারন হচ্ছএ ফরেক্স অত্যান্ত লাভজনক একটা ব্যাবসা যেখানে ভালো করতে পারলে আপনার আয়ের কোন সীমা থাকবে না। তাই না বুঝে লস করার পরেও মানুশ বার বার ফরেক্স এ ফিরে এসে ফরেক্স কে আকরে ধরে বাচার চেষ্টা করে। কারন সবাই জানে একবার যদি ফরেক্স টা ভাল করে শিখে ফেলা যায় তাহলে ভবিষ্যৎ নিয়ে আর কোন চিন্তা নাই। তাই ফরেক্স এত বেশি জনপ্রিয় ।
ফরেক্স মার্কেট এ ৯৫% ট্রেডার লস করে তবে তারা সবাই বিগেনার। আর তাদের লস করার কারন হচ্ছে ফরেক্স এ অভিংগতা না থাকা। ফরেক্স একদিন এই শিখার বিষয় নয়। ফরেক্স শিখতে অনেক সময় ও শ্রম ব্যায় কুরতে হবে। দিনের পর দিন ডেমো তে কাজ করে অভিংগতা অর্জন করে নিজেকে ফরেক্স এর উপযোগী করে গড়ে তুলতে হবে।
ফরেক্সে 95% ট্রেডার লস করে এবং ঝরে যায়, কথাটি সম্পূর্ণ ভুল।কেননা ফরেক্স থেকে যারা ঝরে যায়,তাদের সংখ্যা বা তাদের পরিমাণ বিশ্লেষণ করলে দেখা যায়, এদের অধিকাংশই নবীন ট্রেডার।এবং এরা ফরেক্স সম্পর্কে অনভিজ্ঞ এবং অদক্ষ। এবং অতিরিক্ত লোভ করে ,অতি দ্রুত ফরেক্স থেকে বড়লোক হতে চেয়ে, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে।এবং ফরেক্স থেকে পরাজিত সৈনিক হয়ে ফিরে যায়। তাই ফরেক্সে কখনোই অনভিজ্ঞ এবং অদক্ষ ট্রেডাররা সফল হতে পারে না, বরং দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার রাই টিকে থাকতে পারে।
ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার লস করে কথাটা সম্পূর্ণ ভুল। অতিরিক্ত লাভের আশায় লস করে। ফরেক্স এত জনপ্রিয়তার কারন ফরেক্সের মাধ্যমে সহজে আয় করা যায়।
ফরেক্স ৫% ট্রেডারা শুধু ফরেক্সে প্রফিট করে এই কথা নিয়ে আমি অনেক আটিকেল পরেছি। একটি ব্লোগে পরলাম যে এখন আর নাকি ফরেক্স ৩০% ট্রেডারা লাভ করে। সবাই ফরেক্স কে মনে করে দ্রুত বড়লোক হওয়ার জন্য ফরেক্স। এর ফলেই ফরেক্সে সফলতার পরিমান এত কম।
৯৫% ট্রেডাররা ফরেক্স এ লস খায় তারপরেও ফরেক্স এতো জনপ্রিয় কারন এখানে সবাই স্বাধীন ভাবে কাজ করতে পারে। কারো কাছেই তাকে জবাব দিহিতা করতে হয় না। একজন ট্রেডার তার সময় সুযোগ মত কাজ করতে পারে। কাজের জন্য তাকে কোন প্রকার পেরেশার নিতে হয় না। তাই লসের পরেও ফরেক্স এতো জনপ্রিয়। বেশিভাগ নতুন ট্রেডার সঠিক ভাবে অনুশীলন না করে ফরেক্স এ রিয়েল ট্রেড এ অংশগ্রহন করে থাকে,এর ফলে তারা লস করে থাকে,কিন্তু আপনি যদি একজন ভাল মানের ট্রেডার হইয়ে থাকেন তাহলে ভালো প্রফিট পাবেন এই খান থেকে।
ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার লস করে কথাটা সম্পূর্ণ ভুল। ৯৫% ট্রেডার নয় ৯৫% বিগেনাররা লস করে। বিগেনাররা লস করে তাদের অজ্ঞতার কারনে। অথবা অতিরিক্ত লাভের আশায় লস করে। ফরেক্স এত জনপ্রিয়তার কারন ফরেক্সের মাধ্যমে সহজে আয় করা যায়।
ফরেক্স মুলত জনপ্রিয কারণ এই ব্যবসা অনেক মুনাফাভিত্তিক আর যেহেতু ২৪ ঘণ্টাই এই ব্যবসা খোলা থাকে সেহেতু সবাই এখানে ট্রেড করার সুযোগ পায়। আর সেক্ষেত্রে এই ব্যবসা অনেকের জন্য পার্ট টাইমের একটি উপার্জন ক্ষেত্র তৈরি হয় যার ফলে এই ব্যবসা অনেক জনপ্রিয়তা পেয়েছে। তাছাড়া এই ব্যবসা শুরু করার জন্য বেশি মূলধন লাগে না, মানে খুব কম মূলধন নিয়েই এই ব্যবসা শুরু করা যায় আর কম মূলধণ দিয়েও অনেকে বেশি উপার্জন করতে পারে। অনেকদিন ধরে ডেমো প্রাকটিস করে ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে হবে এর ধারণা নিতে হবে।আর যদি ডেমো প্রাকটিস না করে ফরেক্স রিয়েল ট্রেড করেন তাহলে ফরেক্স লাভ করা সম্ভব না।
আপনি অভিজ্ঞতা ছাড়াই ফরেক্স মার্কেটে যেতে পারবেন না। ওয়েব ডিডিও শেখা সহ ফরেক্সের সাথে জড়িত থাকার জন্য অনেকগুলি পদ্ধতি রয়েছে। ডেমো বিনিময় না করে আপনি সত্যিকারের বিনিময় করার অফারটিতে আপনি নিজের মূলধন হারাতে পারেন। আমি মনে করি অপরিচিত বাণিজ্য বাজারে নগদ আনার জন্য আমাদের প্রথমে ডেমো এক্সচেঞ্জ করা দরকার। বৈদেশিক মুদ্রার ব্যবসায়ের ক্ষেত্রে এক্সিকিউটিভগণের নগদ অর্থপূর্ণ। আপনি যথাযথভাবে নির্বাহীদের নগদ চয়ন করতে পারবেন না এমন ইভেন্টে আপনি ফরেক্স সহ আরও কিছু ব্যবসা করতে পারবেন না।
বৈদেশিক মুদ্রার এই ব্যবসায়টি পুরোপুরি উপকারী এবং এই ব্যবসায়টি প্রতিদিন 24 ঘন্টা খোলা থাকায় এই বিষয়টির আলোকে ব্যতিক্রমীভাবে সুপরিচিত, প্রত্যেকে এখানে বিনিময় করার সুযোগ পায়। তদুপরি, এই ব্যবসায় হিসাবে বিবেচিত সমস্ত বিষয় হ'ল কিছু রক্ষণাবেক্ষণ অধিগ্রহণের ক্ষেত্র, যা এই ব্যবসাটিকে বিখ্যাত করেছে। এছাড়াও, এই ব্যবসাটি শুরু করতে প্রচুর অর্থ লাগে না, যা সূচিত করে যে এই ব্যবসাটি প্রায় কোনও মূলধন ছাড়াই শুরু করা যায় এবং অসংখ্য ব্যক্তি কম মূলধন দিয়ে আরও বেশি সংগ্রহ করতে পারে। এটি যেমন হউক না কেন, প্রকৃতপক্ষে, এখানে অসংখ্য ব্যবসায়ী দুর্ভাগ্য করেন তবে কেউই আত্মসমর্পণ করেন না।
আপনি অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না। অনলাইনে ডিডিও শেখা সহ ফরেক্সের অভিজ্ঞতা অর্জনের অনেকগুলি উপায় রয়েছে। আপনি যদি ডেমো ছাড়াই সত্যিকারের জন্য বাণিজ্য করেন তবে আপনি আপনার মূলধন হারাতে পারেন। আমি মনে করি ফরেক্স মার্কেটে অর্থোপার্জনের জন্য আমাদের প্রথমে ডেমো ট্রেড করতে হবে, ফরেক্স ব্যবসায় মানি ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিকভাবে অর্থ পরিচালন নির্বাচন করতে না পারেন তবে আপনি ফরেক্স সহ অন্যান্য ব্যবসা করতে পারবেন না।
আপনার সাথে, আমি একমত হতে পারি না যেহেতু 95 শতাংশ ব্যবসায়ী হারাচ্ছেন তা বাস্তব নয় not যিনি আবার বাণিজ্য করতে পারবেন না তিনি ব্যবসায়ী। আপনি দাবি করতে পারেন যে 95 শতাংশ বিনিয়োগকারী হারাচ্ছেন। ব্যাখ্যাটি হ'ল, বাণিজ্য শিখতে না পেরে তিনি বাণিজ্য শুরু করেছিলেন। আপনি যদি ব্যবসা করতে চান তবে আপনাকে অবশ্যই প্রথমে ব্যবসায়ের কৌশলগুলি শিখতে হবে। আপনি যদি কোনও লাভ করতে চান তবে আপনাকে এই বাণিজ্যটি শিখতে হবে, ফরেক্স ট্রেডিংয়ের মতো। যদি, অধ্যয়নের পরে, আপনি বোঝার সাথে বিনিময় করেন, কোনও ক্ষতি হবে না। এজন্য ফরেক্স ট্রেডিংয়ের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
আমি মনে করি এটি ভুল, 95% ব্যবসায়ী হারাবেন না এবং 95% নতুন লোক হারাবেন। এটি কারণ আপনি যদি গাছের চূড়ায় ঝাঁপিয়ে পড়তে চান তবে আপনি হঠাৎ গাছ থেকে পড়ে যাবেন। একইভাবে, আপনি যদি আরও লাভের আশা না বুঝে বাণিজ্য করেন তবে আপনি অবশ্যই অর্থ হারাবেন। অতএব, আপনাকে প্রথমে মুদ্রাগুলি বুঝতে হবে। এবং জানার অনেক উপায় আছে। আপনি এটি জানেন। তাই অল্প অল্প করে বিনিয়োগ করুন এবং অল্প অল্প করে বাণিজ্য করুন।
ফরেক্সে ৯৫% বিগেনার লস খায় । ফরেক্স দেখতে যতটা সহজ আসলে ততটা সহজ নয় । ফরেক্স সম্বন্ধে ভাল ধারনা না থাকলে সে কখনই ফরেক্স এ সফল হতে পারবে না । তাই অনেকেই প্রথমে কিছুটা শিখে যেমন ট্রেড করতে পারলেই ফরেক্সে নেমে যায় এবং আবেগের বসবত হয়ে বা বেশি লোভের আশায় ট্রেড করতে থাকে এবং লস খায় । ট্রেড এতটা জনপ্রিয় হওয়ার করান এত প্ররিশ্রাম কম লাগে সহজে আয় করা যায়।
ফরেক্স মার্কেটে ট্রেড করি আর না করি প্রাইজ এর ওঠানামা আমার দেখতে খুব ভাল লাগে । তারপর ও যখন প্রচুর প্রফিট করি তখন মনটা অনেক ভাল লাগে । তখন আরও আগ্রহ সহকারে ট্রেড করতে থাকি আর যখন ১ মাসের কষ্টের প্রফিট একটি ভুল ট্রেড করার কারনে একদিন চলে যাই তখন মনটা খারাপ হয়ে গেলেও ফরেক্স ট্রেড ছাড়তে মন চাই না । মনে হয় আবার চেষ্টা করে দেখি হয়ত এবার নিশ্চয় প্রফিট ধরে রাখতে পারব ।
ফরেক্স মার্কেটে 95 পার্সেন্ট ট্রেডাররাই লস করে থাকে এই কথাটা সত্য তবেনির্দিষ্ট কিছু কারণও রয়েছে বলে আমি মনে করি । একজন ট্রেডার যদি ফরেক্স সম্পর্কে যাবতীয় জ্ঞান অর্জন করে এবং তার বুদ্ধি-বিবেচনা কে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেটে বিচক্ষণতার সাথে ট্রিট করে তাহলে অবশ্যই শেয়ার করে সফল হবে বলে আমি মনে করি । কিন্তু অনেকেই কোন কিছু না বুঝে হুটহাট করে উল্টাপাল্টা ট্রেড করে থাকে যার ফলে লস এর সম্মুখীন হয় এটা করা মোটেও উচিত নয় । কারণ ফরেক্স এমন একটি মার্কেটপ্লেস যেখান থেকে সহজেই প্রচুর অর্থ ইনকাম করা সম্ভব এবং একমাত্র এই জন্যই ফরেক্স মার্কেটের জনপ্রিয়তা সবার কাছে দিন দিন বেড়েই চলেছে ।
আপনি যদি চান যে এক লাফে গাছের আগায় উঠবেন তাহলে হঠাত করে গাছ থেকে পড়ে যাবেন । তেমনি আপনি যদি বেশি লাভের আশায় ভালভাবে না জেনে ট্রেড করেন তাহলে আপনি নিশ্চয় লস করবেন । আর তাই আপনাকে প্রথমে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে । আর জানার অনেক উপায় আছে ।কারন ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান আর অভিজ্ঞতা না থাকলে সফল হওয়া সম্ভব না। কিন্তুু বেশির ভাগ নতুন ট্রেডার মনে করে ফরেক্স থেকে এমনিতেই অনেক লাভ করা যায়। আর এসব কারনে তারা ফরেক্স মার্কেটে লস করে। ফরেক্স অনেক লাভজনক একটা বিজনেস।
লস করার পরো মানুষ তার অভিজ্ঞতা দিয়ে কাজ করে আবার লাভ করে যার ফলে ফরেক্স এত বড় এবং একটি জনপ্রিয় মাধ্যম অর্থ উপার্জন করার জন্য। অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না । ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে । তবুও অনেক সময় দক্ষ মানুষ ভুল সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু তার দক্ষতা তাকে আবার ভালো অবস্থানে নিয়ে আসে।মানি ম্যানেজমেন্ট সঠিক ভাবে সিলেক্ট করতে না পারলে ফরেক্সসহ অন্য যে কোন বিজনেস করতে পারবেন না।তাই সকলেরই দরকার যে বুঝে ট্রেড করা।
আমি মনে করি আপনার তথ্যটিকে একটু কারেকশন হবে। ফরেক্সে 95% ট্রেডার লুজার এটা না বলে বরং এটা বলা যেতে পারে যে ফরেক্সে 95% বিগেনার ট্রেডাররা লুজার হয়ে থাকে। আজকাল যে কাউকে বলতে শুনি সে ফরেক্স ট্রেডার, প্রফিটেবল ট্রেডার, শুধু দেবে লাভ আর লাভ। ফরেস্কে কি আসলেই এমন ঘটে আর এই বিজনেস কি টাকা তৈরির ফরমূলা, যদি হয় তাহলে কেন সবাই প্রফিটেবল নয় কথাটা চলে আসে উওর গুলোও কমন উওর গুলো হয় ৯৫% লুজার ৫% গেইনার। এখন কথা হল কেনভাই জানা সত্বেও ৯৫% লুজারের ক্ষেএে নাম লিখাতে আসেন, কারন কি? প্রশ্ন আসতে পারে আসুন এসম্পর্কে কথা বলি :-
ফরেস্ক একটা স্মার্ট বিজনেস, আপনার লক্ষ সুনিশ্চিত না হলে এর মাধ্যমে আপনার আয় ব্যায় অনিশ্চিত হয়ে পরবে, এই মার্কেট এ কেনা বেচা করা হয় চার্ট, সুচক এর মাধ্যমে, এই সুচকের পরিবর্তন হয় বিভিন্ন মাধ্যমে যা আপনাকে জানতে হলে ফরেস্ক সম্পর্কে যথেষ্ট পরিমান জানতে হবে, আপনাকে যদি শুধু লাভ নিতে হয় তাহলে যে পরিশ্রম করতে হবে তা আপনার একার দ্বারা সম্ভব হবে কিনা আমার জানা নাই, আর বিশ্বে এমন কেউ নাই একা একা কিছু করতে পারছে কারন রিটেল ট্রেডারদের হাতে কোন নিয়ন্ত্রণ থাকে না, সবই স্মার্ট মানি এর উপর আর স্মার্ট মানি বুঝতে বুজতে আপনার চুল দাড়ি পেকে যাবে। মার্কেটে এসেই আপনি এটা বুঝে যাবেন এটা ভাবা বিশাল বড় বোকামী।
আসলে ফরেক্স এ লস করেও কেন এত জনপ্রিয় তা হল এই ফরেক্স করে কম পরিশ্রম এ ফরেক্স এর দক্ষতা ও অভিজ্ঞতায় অনেক টাকা আয় করা যায়। এখানে নেই কোন বাড়তি ঝামেলা। যেমন, ফরেক্স বাসায় যে কোন সময় যে কোন স্থানে করা যায়। এছাড়া আপনি অল্প ডিপোজিট এ লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। আর ৯৫% টেডার গন লস করে থাকেন কারন ফরেক্স এ অনেক দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে ফরেক্স করে হয়। আর এই দক্ষতা ও অভিজ্ঞতা না জানা থাকলে তো লস করবেই। আর বাকি ৫% লাভ করার কারন তারা অনেক পরিশ্রম ও দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছে যার কারনে তারা প্রফিট করতে পারছেন।
এই ব্যাপারে পুরোপুরি ভাবে দ্বিমত পোষন করছি আমি জানি না আপনি কোন তথ্যের উপর ভিত্তি করে এই কথাটি বললেন।ফরেক্স ট্রেডিংয়ে বর্তমানে লক্ষ লক্ষ লোক তাদেরকে সংযুক্ত করছে দিনে দিনে এর সংখ্যা আরও বেড়ে চলেছে কিন্তু আপনার তথ্য মতে তাদের ভিতর শতকরা ৫% লোক প্রফিট করছে এবং বাকিরা লস করছে বিষয়টা যদি এমন হয় তা হলে এত মানুষ কেন প্রতিদিন প্রতিক্ষনে ফরেক্স ট্রেডিংয়ে আসছে। আসলে ফরেক্স ট্রেডিং করে কিছু লোক লস করছে এটি ঠিক কিন্তু খোজ নিলে জানতে পারবেন তাদের অধিকাংশই ফরেক্স ট্রেডিংয়ে অদক্ষ এবং অনভিজ্ঞ যার দরুন তারা লস করছে কিন্তু আমি মনে করি যারা ট্রেডিং জানে না,ট্রেডিং কেৌশল জানে না তাদেরকে কিভাবে ট্রেডার বলা যায়?
ফরেক্স ব্যবসায় ৯৫% ট্রেডাররা লস করে সত্যি, তার পরেও সবার মাঝে একটাই স্বপ্ন থাকে যে হয়তোবা এবার লস হবে না, প্রফিট হবে এমন ভাবতে ভাবতে শেষ পর্যন্ত মাত্র ৫% ট্রেডার তারা তাদের কাঙ্থিত ফলাফল অর্জন করতে সক্ষম হয়। আর অপরদিকে ৯৫% ট্রেডার লাভের আশায় স্বপ্ন দেখতে দেখতে লসের মাধ্যমে বাস্তবতর রুপ নেয়।
অনেক সহজে ইনকাম করার চিন্তা করতে পারে এবং অল্প কিছুদিন সে বেশ নহদ টাকার গন্ধও পায় তাই আমাদের এটার দিকে অনেক বেশি ঝোথাকে। কিন্তু বার বার লস করার পর সে হারিয়ে যায়। এর জন্য লসের পরিমান ৯৫% হয়।
এই আশা নিয়ে ই আমরা বেঁচে থাকি অনেকটা দিন। অনেক হতাশার পরও আমরা আমদের আশা টুকু বাদ দিতে পারি না। ফরেক্স টা একি রকম , অনেক বার লস হওয়ার পরও আমরা আশায় থাকি এক সময় না এক সময় ভাল কিছু হবে। ফরেক্স মার্কেটে সবাই লস করে কিন্তু অভিজ্ঞ ট্রেডাররা লসের চাইতে অনেক বেশি লাভ করে।কিন্তু যারা নতুন তারা শতকরা ৯৫ভাগ ট্রেডারই এতপরিমান লস করে যে লস -লাভ মিলিয়ে তারা লসেই থেকে যায়।কিন্তু এর মধ্য যারা আবার ধৈর্য্য ধরে লসকে মেনে নিয়ে ট্রেডিং করে তারাই ফরেক্স কে জনপ্রিয় করে তুলেছে।
ফরেক্স মুলত জনপ্রিয কারণ এই ব্যবসা অনেক মুনাফাভিত্তিক আর যেহেতু ২৪ ঘণ্টাই এই ব্যবসা খোলা থাকে সেহেতু সবাই এখানে ট্রেড করার সুযোগ পায়। আর সেক্ষেত্রে এই ব্যবসা অনেকের জন্য পার্ট টাইমের একটি উপার্জন ক্ষেত্র তৈরি হয় যার ফলে এই ব্যবসা অনেক জনপ্রিয়তা পেয়েছে। তাছাড়া এই ব্যবসা শুরু করার জন্য বেশি মূলধন লাগে না, মানে খুব কম মূলধন নিয়েই এই ব্যবসা শুরু করা যায় আর কম মূলধণ দিয়েও অনেকে বেশি উপার্জন করতে পারে। এটা বিশাল একটা কারেন্সি মার্কেট যেখানে আমরা শুধু টেকনিক্যাল এনালাইসিস এর উপর নির্ভর করে ট্রেড করি। কিন্তু ফান্ডামেন্টাল এর দিকে কোন লক্ষ্য না রেখে ট্রেড করি। আমরা কোন দেশের কি অবস্থা তা না জেনে ট্রেড করি। লস হওয়াটা অস্বাভাবিক কোন কিছু নয়। আমরা শিখতে চাই না। আমরা শুধু একাউন্ট ডাবল করতে চাই। এটাই আমাদের সমস্যা।
ফরেক্স মার্কেট এমন একটা বেবসা যেখানে খুব ধৈয্য্ ধরে ট্রেড করতে হয়,আসলে ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেড।ররা লস করে শুধু মাত্র একটাই কারন সেটা হচ্ছে তারা তাদের লোভ টাকে কন্ট্রোল করতে পারেনা যার কারনে তারা ফরেক্স মার্কেটে লস করে তাকে ,আর একটা কারন হচ্ছে তারা ফরেক্স মার্কেটে মানিমেনেজমেন্ত রুলস মেনে চলে না যার কারনে তারা সহজে মার্কেট আউট হয়ে যাই।অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা খুবই কষ্টকর। এ মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা অর্জনের অনেক গুলো মাধ্যম আছে যার মধ্যে অনলাইনে ডিডিও লারনিং সবচেয়ে ভাল। এবং যদি ডেমোতে ট্রেডিং না করে রিয়েলে ট্রেড করলে আপনি আপনার মূলদন হারিয়ে ফেলার সম্ভাবনা অনেক বেশি। তাই আমার মতে এখানে কাজ করার আগে আমাদের ডেমোতে ট্রেডিং করতে হবে।তবে ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার লস করে কথাটা ঠিক না । ৯৫% ট্রেডার নয় ৯৫% বিগেনাররা লস করে। বিগেনাররা লস করে তাদের অজ্ঞতার কারনে। অথবা অতিরিক্ত লাভের আশায় লস করে। ফরেক্স এত জনপ্রিয়তার কারন ফরেক্সের মাধ্যমে সহজে আয় করা যায়।
বর্তমান বিশ্ব হল প্রযুক্তিনির্ভর এবং ফরেক্স মার্কেটের কাজ করতে হলে এই প্রযুক্তির উপর নির্ভর করতে হয় । দিন দিন মানুষের জানার এবং জ্ঞানের পরিধি বৃদ্ধি করার জন্য মানুষ প্রযুক্তির উপর নির্ভর হয়ে পড়ছে । আর এই নির্ভরশীলতা থেকে যখন কাজ করে অর্থ উপার্জন করতে পারছে তখন তো এটার জনপ্রিয়তা দিন দিন বাড়বে এটা স্বাভাবিক । হ্যাঁ এটা ঠিক যে 95 পার্সেন্ট ট্রেডার ফরেক্স মার্কেটে কাজ করতে গিয়ে লস করে এমনকি ঝরে ও পরে কিন্তু তারপরেও ফরেক্স মার্কেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এই একটা মাত্র কারণেই । মানুষ ঘরে বসে কাজ করতে পারছে এবং অর্থ উপার্জন করছে । এর থেকে বড় সুবিধা আর কি হতে পারে ।
অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না । ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।ফরেক্স এ অভিজ্ঞতা অর্জনের অনেক গুলো মাধ্যম আছে যার মধ্যে অনলাইনে ডিডিও লার্নিং অন্যতম।আপনি ডেমোতে ট্রেডিং না করে রিয়েলে ট্রেড করলে আপনি আপনার মূলদন হারিয়ে ফেলতে পারেন।তাই আমি মনে করি বৈদেশিক মূদ্রার বাজারে আয় করতে হলে আগে আমাদের ডেমোতে ট্রেডিং করতে হবে।ফরেক্স বিজনেসে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। মানি ম্যানেজমেন্ট সঠিক ভাবে সিলেক্ট করতে না পারলে ফরেক্সসহ অন্য যে কোন বিজনেস করতে পারবেন না
শতকরা ৯৫ পার্সেন্ট ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে থাকে এর পরেও ফরেক্স মার্কেট তুমুল জনপ্রিয় এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে প্রফেশনাল ট্রেডাররা সবসময় কন্টিনিউয়াসলি প্রফিট করে থাকে। ওই ৫% ট্রেডার এর জন্য ফরেক্স মার্কেটে এতো জনপ্রিয়। প্রফেশনাল ফরেক্স ট্রেডার দের কন্টিনিউয়াস প্রফিটের পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে তারা মার্কেটের নিয়ম নীতি মেনে একটা শৃংখলার মধ্যে ট্রেড করে থাকে । মার্কেট থেকে ৯৫% ট্রেডার ঝড়ে পড়ে শুধু অতি লোভের কারণে এবং রাতা রতি ধনী হওয়ার লোভ করে । শৃঙ্খলা মেনে ট্রেড করলে সবাই সফল হতে পারবে ।
ফরেক্স মার্কেট এ ৯৫% ট্রেডার লস করে তবে তারা সবাই বিগেনার। আর তাদের লস করার কারন হচ্ছে ফরেক্স এ অভিংগতা না থাকা। ফরেক্স একদিন এই শিখার বিষয় নয়। ফরেক্স শিখতে অনেক সময় ও শ্রম ব্যায় কুরতে হবে। দিনের পর দিন ডেমো তে কাজ করে অভিংগতা অর্জন করে নিজেকে ফরেক্স এর উপযোগী করে গড়ে তুলতে হবে।
ফরেক্স মার্কেটে সবাই লস করে কিন্তু অভিজ্ঞ ট্রেডাররা লসের চাইতে অনেক বেশি লাভ করে।কিন্তু যারা নতুন তারা শতকরা ৯৫ভাগ ট্রেডারই এতপরিমান লস করে যে লস -লাভ মিলিয়ে তারা লসেই থেকে যায়।কিন্তু এর মধ্য যারা আবার ধৈর্য্য ধরে লসকে মেনে নিয়ে ট্রেডিং করে তারাই ফরেক্স কে জনপ্রিয় করে তুলেছে।এজন্য বলা হয়ে থাকে ৯৫%ট্রেডার লস করে কিন্তু তবুও ফরেক্স জনপ্রিয়।ফরেক্স মার্কেটে জানা জায় এখানে ৯৫% ফরেক্স ট্রেডার লস করে তবুও ফরেক্স মার্কেট অনেক জনপ্রিয় কেন কারন ফরেক্স মার্কেটে জারা লস কর তারা বেশির ভাগ নতুন ফরেক্স ট্রেডার তাই এই সকল নতুন ফরেক্স ট্রেডার এক সময় দেখা জায় যে অনেক ভাল করে কিন্তু নতুন অবস্থায় ফরেক্স মার্কেটে একজন ফরেক্স ট্রেডার লস করে তাই ৯৫% ফরেক্স ট্রেডার লস করলেও ফরেক্স অনেক জনপ্রিয়।ফরেক্স ট্রেডিং জনপ্রিয় হওয়ার অন্যতম কারন হল যারা একবার লাভ করতে শিখে যায় তারা আনলিমিটেড আয় করতে পারে । আর যারা পারে না তারা প্রথমেই ঝড়ে যায় । আসলে এই সেক্টরে লাভ করতে হলে যথেষ্ট ধৈর্য ধরতে হবে ।
অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না । ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।ফরেক্স এ অভিজ্ঞতা অর্জনের অনেক গুলো মাধ্যম আছে যার মধ্যে অনলাইনে ডিডিও লার্নিং অন্যতম।আপনি ডেমোতে ট্রেডিং না করে রিয়েলে ট্রেড করলে আপনি আপনার মূলদন হারিয়ে ফেলতে পারেন।তাই আমি মনে করি বৈদেশিক মূদ্রার বাজারে আয় করতে হলে আগে আমাদের ডেমোতে ট্রেডিং করতে হবে।ফরেক্স বিজনেসে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। মানি ম্যানেজমেন্ট সঠিক ভাবে সিলেক্ট করতে না পারলে ফরেক্সসহ অন্য যে কোন বিজনেস করতে পারবেন না।