-
আমিও ফরেক্স মার্কেটে নতুন , তাই সব কিছু সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা না থাকায় পরিষ্কার করে বলতে পারবনা । তবে আমি মনে করি ফোরামের নির্দিষ্ট কিছু নিয়ম আছে যা না মানলে তারা আপনার পোস্ট বাতিল করে দিবে...।তাছাড়া আপনি যদি কোন সদস্যকে গালাগালি করেন বা নিয়ম ভেঙ্গে কোন কিছু প্রচার করেন বা প্রয়োজন থেকে কম লিখেন তবে আপনার পোস্টটা কতৃপক্ষ বাতিল করতে পারে।
-
আমি যতদূর জানি তাতে করে আপনি যদি ফোরামের নির্দেশিত রুলস বা নিয়মনীতির কোন প্রকার তোয়াক্কা না করে আপনার ইচ্ছা খুশি মত অপ্রাসঙ্গিক বিষয়ে পোস্ট করেন এবং একটি প্রশ্নের জবাব একাধিক বার দিতে থাকেন তা হলে সে ক্ষেত্রে আপনার পোস্ট বাতিল হয়ে যেতে পারে।
-
পোস্ট বাতিল করার বিভিন্ন কারণ রয়েছে। তারমধ্যে একই পোস্ট বারবার করলে এবং অপ্রয়োজনীয় পোস্ট করলে পোস্ট বেশি বাতিল হয়ে থাকে।
-
অপ্রয়োজনীয় পোস্ট অথবা অতিরিক্ত পোস্ট করলে পোস্ট বাতিল হতে পারে। অথবা নিয়মের বাইরে কোন পোস্ট করলেও পোস্ট ডিলিট বা বা বাতিল করা হতে পারে।
-
আমি ফরেক্সের নতুন সদস্য। বেশীদিন হয়নি আমার এখানে জয়েন্ট করা।ফরেক্সের সববিষয়ে আমার পূর্ণ ধারণা নাই । তবে আমি মনে করি সবকিছুরই কিছু রুল এবং রেগুলেশন আছে।ঠিল ফরেক্স ফোরামের ক্ষেএেও তাই। এখানে কিছু নিয়মকানুন আছে যা ফলোও না করলে সেই পোষ্ট বাতিল বলে গন্য করা হয়।পোষ্ট লিখলে অবশ্যই তা মানসম্পন্ন হতে হবে,জ্ঞান গম্ভীর হতে হবে।শুদ্ধ বানান সম্পন্ন পোষ্ট হতে হবে।পোষ্ট রিলেটেড উওর লিখতপ হবে। শুধুমাএ বোনাস পাওয়ার উদ্দেশ্যে পোষ্ট না করে। পোষ্ট গুলো যাতে শিক্ষনীয়,আক্ষরিকত , জ্ঞান গর্ভসম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখা। কপি পেষ্ট থেকে দূরে থাকা
-
প্রতিটি জিনিসের নিজস্ব বিধি-ব্যবস্থা রয়েছে। ফরেক্স আলোচনাটি বিশেষ কোনও মামলা নয়। আলোচনার নিয়মে এই সমাবেশের সমস্ত মানদণ্ড সম্পর্কে কথা বলা হয়েছে। এটি যেমন হউক না কেন, যদি আপনার পোস্টটি যথাযথ না হয়ে স্যুইচ করা হয় এবং এটি আনসার এর বাইরে থাকে, তবে সম্ভবত এটি বাদ দেওয়া হবে। আপনি যদি নিজের উত্তরটি বার বার পুনরায় ভাগ করা চালিয়ে যান, তবে এটি বাদ দেওয়া হতে পারে। সুতরাং আমাদের সামগ্রিকভাবে এই সম্পর্কে জানা উচিত।
-
সাধারনত আমরা অনেক এই আছি যারা অতিরিক্ত বোনাস পাবার লোভ এ দিন এ অনেক পোস্ট করে থাকি,কিন্তু আমরা যা পোস্ট দিছি তার মান এর দিক খেয়াল রাখিনা,তাই উক্ত পোস্ট গুলো যখন চেক করে দেখে তখন আমাদের পোস্ট গুলো বাতিল হয়ে যাই,পোস্ট গুলো যাতে মান সন্মত হয় সেই দিক খেয়াল রেখে আমাদের পোস্ট দিতে হবে নতুবা আমাদের পোস্ট গুলো বাতিল হয়ে যাবে।
-
আমি ফোরামে আসার পূর্বে ফোরামের বিভিন্ন ধরনের নিয়ম কানুন একবার পড়ে নিয়েছি । তবে আমি সম্পূর্ণ পড়ে বুঝতে পারলাম যে পোস্ট বাতিল হওয়ার অন্যতম কারণ হল পোস্ট যদি ফোরামের নীতির বিরুদ্ধ হয়ে থাকে তবে তা অবশ্যই বাতিল বলে ঘোষিত হবে । আর আমাদের উচিত হলে সবসময় ফোরামের নিয়ম কাণুন মেনে চলা ।পোস্ট বাতিল হয় আপনার পোস্ট মান সম্মতনা। যে পরিমান লেখার জন্য বলছে সে পরিমান লিখতেছিনা।
-
ফোরাম এর প্রতিটা সদস্যকেই নিয়ম মানতে হয়। আর কেউ যদি সেই নিয়ম ভেঙে অন্য কিছু লিখে তখন পোষ্ট ডিলেট করে দেয়া হয়। তাছাড় পোষ্ট যদি টপিক রিলেটেড না হয় তার জন্যে ও লেখা ডিলেট করা হয়। রিপ্লাই যদি অপ্রাসঙ্গিক হয় তাহলে পোস্ট বাতিল হওয়ার সম্ভবনা থাকবে। পাশাপাশি যদি আমরা দুই লাইনের কম পোস্ট করি কিংবা ছোট ছোট পোস্ট করি তাহলে ও পোস্ট বাতিল হতে পারে।
-
ফোরামে পোস্ট করার ব্যাপারে কিছু নিয়ম রয়েছে যেমন প্রত্যেকটা পোস্ট অবশ্যই দুই লাইনের থেকে বেশি হতে হবে, পোষ্টের বানানগুলো শুদ্ধ এবং স্পষ্ট হতে হবে, পোষ্টের আলোচনা টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, অন্যের পোস্ট কপি করে পেস্ট করা থেকে বিরত থাকতে হবে, একই পোস্ট বারবার করা থেকে বিরত থাকতে হবে সেই সাথে পোস্টটি হতে হবে যুক্তিসম্পন্ন ও তথ্যবহুল। কিন্তু যখন কোন পোস্ট এর ভিতর এই সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে না তখন মোডারেটর সেই পোস্টগুলোকে ডিলেট করে দেয় বা বাতিল বলে ঘোষণা করে।
-
আসলে পোস্টিং করার আগে আমাদের পোস্ট এর নীতিমালা গুলো ভালো করে পড়ে নেওয়া উচিত। কেননা যদি আমরা নিয়ম না পড়ি তাহলে কোন কিছুই বুঝব না। ফরেক্স সম্পর্কে আলোচনা বা যেকোন সাহায্য সহযোগিতার বিষয় তুলে ধরা হয় এই ফোরামে। তা যেন বানান বা আলোচনার বিষয় ঠিক হয়। অপ্রাসঙ্গিক পোস্টগুলো অবশ্যই বাতিল করে দেওয়া হয়।
-
ফরেক্স এ কিছু নিয়ম কানুন আছে যা ফোরাম এর প্রতিটা সদস্যকে ই মানতে হয়। আর কেউ যদি সেই নিয়ম ভেঙে অন্য কিছু লিখে তখন পোষ্ট ডিলেট করে দেয়া হয়। তাছাড় পোষ্ট যদি টপিক রিলেটেড না হয় তার জন্যে ও লেখা ডিলেট করা হয়। যে বিষয়ে পোষ্ট করেছেন তা যদি অন্য কোন পোষ্ট এর সাথে উপযুক্ত হয় সে ক্ষেত্রে এ্যাডমিন আপনার পোষ্ট স্থানান্তর করতে পারে। তাই আমাদের উচিত পোষ্ট করার আগে ফোরমের রুল গুলো ভালভাবে পড়ে পোষ্ট করা যাতে পোষ্ট মুছে না যায়।
-
পোস্ট কেন বাতি করে তা বাংলা ফরেক্র ফোরামে ডুকার আগে যেনে ডুকা উচিত তানা হলে আপনার পরিশ্রম বিপলে যাবে। বাংলা ফরেক্র ফোরামে পোস্ট বাতিল হওয়ার কারণ হলো আপনি যদি কার লেখা কপি করে থাকেন। উল্লেখযোগ্য কয়েকজন ছাড়া বেশিরভাগ নতুন মেম্বাররাই অনর্থক পোষ্ট করে যেটা কোন তথ্যবহুল না । আমি মনে করি সেই কারনেই পোষ্ট বাতিল হয় । আমাদের উচিত তথ্যবহুল ট্রেড করে নিজের ফরেক্স সম্পর্কে জ্ঞান বাড়ানো ।
-
ফোরামের পোষ্ট বাতিল হওয়ার কারন হল- ফোরামের নিয়ম অনুযায়ী পোষ্ট না করা। এই নিয়ম গুলির মধ্য অন্যতম হল- কারো পোষ্ট কপি করা, পোষ্টের মান ঠিক না রাখা, এক লাইনে পোষ্ট করা, কাউকে উদ্দেশ্য করে, কারো মানহানি হয় এমন ধরনের পোষ্ট লিখা, একই কথা বার বার পোষ্ট করা ইত্যাদি। এসব কারনে আপনার পোষ্ট বাতিল হতে পারে।কারন প্রত্যেক টা কাজের ক্ষেত্রে নিয়ম কানুন আছে সেই নিয়ম মানতে হবেই। সব মানুস তো নিয়ম এর মধ্যে কেউ নিয়ম এর চেয়ে বেশি করতে পারেনা।
-
পোস্ট বাতিল হওয়ার পেছনে অনেকগুলো কারন রযেছে। তবে প্রাথমিক অবস্থায় আপনার পোস্টের কোযালীটি যদি ভাল না হয় এবং আপনি যদি মান সম্মত পোস্ট না করেন তাহলে আপনার পোস্টগুলো বাতিল ঘোষনা করা হতে পাবে বা হবে। সুতরাং ফোরামের রুলস ও রেগুলেশন গুলোর প্রতি গুরুত্ব দিয়ে সঠিভাবে ফোরাম পোস্ট করার চেষ্টা করুন। ফরেক্সে পোষ্ট বাতিলের ব্যাপারটা আসোলে আগে কখনো দেখিনাই। হতেও পারে। তবে ধারণা মতে পোষ্ট বাতিলের কারন হল copy past এবং খুব ছোট পোষ্ট করলে হয়তো বাতিল হয়।
-
ফোরামের নির্দিষ্ট কিছু নিয়ম আছে যা না মানলে তারা আপনার পোস্ট বাতিল করে দিবে।তাছাড়া আপনি যদি কোন সদস্যকে গালাগালি করেন বা নিয়ম ভেঙ্গে কোন কিছু প্রচার করেন বা প্রয়োজন থেকে কম লিখেন তবে আপনার পোস্টটা কতৃপক্ষ বাতিল করতে পারে।
-
পোষ্ট করার জন্য ফোরামে কিছু নিয়ম আছে । যেমন আপনার পোষ্টটি অবশ্যই বাংলায় হতে হবে । দুই লাইনের বেশি হতে হবে । যে টপিকে আলোচনা করা হচ্ছে সে বিষয়ের হতে হবে । এসব নিয়ম-কানুন মেনে চললে অসুবিধা হবার কথা নয়
-
পোষ্ট যদি টপিক রিলেটেড না হয় তার জন্যে ও লেখা ডিলেট করা হয়।আপনি যদি খুব ছোট করে পোস্ট করেন তাহলে আপনার পোস্টটি বাতিল হতে পারে। দুই লাইনের নিচে একাধিক পোস্ট হলে আপনাকে " বোনাস শিকারী " হিসেবে চিহ্নিত করা হতে পারে। আরও অনেক কারন আছে। যেমন- ছোট পোস্ট, উলটা পালটা ইখা, গালাগালি করা।
-
আমিও ফরেক্স মার্কেটে নতুন , তাই সব কিছু সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা না থাকায় পরিষ্কার করে বলতে পারবনা । তবে আমি মনে করি ফোরামের নির্দিষ্ট কিছু নিয়ম আছে যা না মানলে তারা আপনার পোস্ট বাতিল করে দিবে । এ ছাড়াও আর অনেক কারণ আছে যেমন আপনি ফরেক্সে গালাগালি করা । পোস্ট রিলেটেড কথা বার্তা না লিখা ইত্যাদি ইত্যাদি । তাই আপনাকে পোস্ট করার আগে অবশ্যই ভাল করে খিয়াল করে পোস্ট করতে হবে ।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফোরাম এ কিছু নিয়ম কানুন আছে যা ফোরাম এর
প্রতিটা সদস্যকে ই মানতে হয়। আর কেউ যদি সেই
নিয়ম ভেঙে অন্য কিছু লিখে তখন পোষ্ট ডিলেট
করে দেয়া হয়। তাছাড় পোষ্ট যদি টপিক রিলেটেড
না হয় তার জন্যে ও লেখা ডিলেট করা হয়
-
ফরেক্স পোস্ট বাতিল হওয়ায় যে সকল কারণ রয়েছে সেই সকল কারণগুলোর জন্যই পোষ্ট বাতিল হয় বা ডিলেট হয়ে থাকে। তার মত অন্যতম হলো একই ধরনের একাধিক থ্রেড ফোরামে থাকলে। প্রঙ্গের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোন পোস্ট করলে তা ডিলিট করে দেওয়া হয়। এছাড়াও ফরেক্স ফোরামের নিয়ম বহির্ভূত কোনো পোস্ট করলে উক্ত পোস্টগুলো করে দেওয়া হয়। কাউকে কোন ধরনের দোষারোপ, উস্কানিমূলক বা গালাগালি করলো সে ধরনের প্রস্তুতি লেট করে দেয়া হয়। পোস্ট করার পূর্বে অবশ্যই ফরেক্স ফোরাম এর রুলস রেগুলেশন সকল কিছু জানতে ও মানতে হবে এবং সেই অনুযায়ী পোস্ট করতে হবে।
-
ফোরাম অথরিটি বিভিন্ন সময়ে পোস্ট বাতিল বা ডিলিট করে দেন। এর অনেকগুলো কারণ রয়েছে। এর অন্যতম কারণ হলো একই বিষয় থাকা সত্ত্বেও নুতন ওপেন করা। একই বিষয়ে নতুন ট্রেড ওপেন করলে সেটা মডারেটরদের নখদর্পণে আসলে তারা সেটিকে ডিলিট করে দিয়ে থাকেন। তাছাড়া একই থ্রেডে বার বার কমেন্ট করলে পোস্ট বাতিল করে থাকেন। এছাড়াও থ্রেডের সাথে অসঙ্গতিপূর্ণ, অসামাঞ্জস্য ও যথাযথ নয় এবং কোয়ালিটিহীন পোস্টগুলোকে মডারেটররা মাঝে মাঝে বাতিল করে থাকেন। ফোরামের অন্য সদস্যদের নিয়ে উস্কানিমূলক বা মানহানিকর পোস্ট করলেও অথরিটি পোস্ট বাতিল করে থাকেন। তাই আমাদের সবসময় ফোরামের রুলস এন্ড রেগুলেশন মেনেই ফোরাম পোস্টিং করা উচিত।
-
বাংলা ফরেক্র ফোরামে পোস্ট বাতিল হওয়ার কারণ হলো আপনি যদি কার লেখা কপি করে থাকেন তাহলে আপনার আইডি বলক করে দিবে। আর পোস্ট বাতিল হয়। আপনি যদি একটি পোস্ট দুই লাইন না লিখেন বা এক লাইন এর ছেয়ে কম লেখেন আপনার পোস্ট টি বাতিল করে দিবে। আমার কাছে কিছুদিন আগে একটা মেসেজ আসে যে পোস্টের মান উন্নত করুন এবং কমপক্ষে ২ লাইন করার চেষ্টা করুন,তারমানে ২ লাইনের নিচে কোন আজেবাজে পোষ্ট করলে তা বাতিল হয়ে যাবে।
-
আপনি যদি ফোরামের নির্দেশিত রুলস বা নিয়মনীতির কোন প্রকার তোয়াক্কা না করে আপনার ইচ্ছা খুশি মত অপ্রাসঙ্গিক বিষয়ে পোস্ট করেন এবং একটি প্রশ্নের জবাব একাধিক বার দিতে থাকেন। আর কেউ যদি সেই নিয়ম ভেঙে অন্য কিছু লিখে তখন পোষ্ট ডিলেট করে দেয়া হয়। তাছাড় পোষ্ট যদি টপিক রিলেটেড না হয় তার জন্যে ও লেখা ডিলেট করা হয়।
-
পোস্ট যদি টপিকের সাথে সামঞ্জস্য না হয় তাহলে পোস্ট বাতিল হয়। নির্দিষ্ট পরিমাপের চেয়ে ছোট পোস্ট, ইংরেজীতে পোস্ট, বোধগম্য নয় এমন পোস্ট করলেও বাতিল হয়। আর কেউ যদি কোন বিষয়ে বাড়াবাড়ি মাত্রার কিছু পোস্ট করে তাহলে সে ব্যান ও হয়ে যেতে পারে। এছাড়াও ফোরামের নিয়ম ভংগ হয় এমন পোস্ট ও বাতিল হতে পারে।
-
ফোরামে আমরা যা পোষ্ট করে থাকি তা অনেক সময় বাতিল করা হয় কারন ফরেক্স ফোরামের নিয়ম অনুসারে যে পরিমান লেখার কথা সেই পরিমান না লিখলে বা ফরেক্স ফোরামে আজেবাজে লেখলে। যদি ফোরামের নিয়ম না মেনে পোষ্ট দেন তাহলে তো আপনার পোস্ট বাতিল করে দিবে। তাই কষ্ট করে পোষ্ট দেয়ার আগে নিয়মটা যেনে নেয়াই ভাল
-
এ পোস্ট লিখার কিছু নিয়ম আছে, যা মেনে আপনাকে পোস্ট লিখতে হবে। তাই বলছি পোস্ট লিখার আগে নিয়মগুলো ভালোভাবে জেনেনিন। তবে আপনার পোস্ট যদি সটিক না হয়ে উলট পালট হয় এবং তা আনসার বহিরবুত তবে তা বাতিল হওয়ার সম্ভবনা থাকে । আপনি যদি বার বার আপনার উত্তর খুবি ছুট আকারে দিতে থাকেন তবে ও তা বাতিল হতে পারে। তাই আমাদের সবারি এই বিষয়ে সজাগ হতে হবে।মেনুবারে ফোরাম রুল এ ক্লিক করে নিয়মগুলো জানুন এবং নিয়ম মেনে পোস্ট লিখুন, দেখবেন বাতিল হবে না।
-
ফরেক্স মার্কেট এ নয় সব জাইগাই কিছু না কিছু নিয়ম থাকে জা আমাদের অবশ্যই মানতে হয় না হয় আমাদের কিছু লসস হয় । তেমনি ফরেক্স মার্কেট সসেই রুকুম আপনি যদি এই কাহ্নে নিয়ম কানুন না মেনে কাজ করেন তাহলে আপনি আপনার পোস্ট থেকে বিরত থাকতে হবে । এবং আপনাকে হয় তো কিছু দিন ফোরাম থেকে বাইরে থাকতে হতে পারে।ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
-
১. কারো পোষ্ট দেখে একই পোষ্ট করা
২. আন্যের পোষ্ট বা যে কোন পোষ্ট কপি করে পেষ্ট করে পোষ্ট করা
৩. এক লাইন বা সংক্ষেপে পোষ্ট করা ইত্যাদি ।
বিশেষ করে ভুল পোস্ট করলে পোস্ট গুলো বাতিল করা হয়। আমরা আমাদের পোস্টের বানান গুলো সঠিক করার চেষ্টা করব। বানান সঠিক না করলে আমরা বোনাস থেকে বিন্চত হতে পারি। আমরা সব সময় ফোরাম সম্পর্কে পোস্ট করব।