আমি নতুন হওয়ার কারণে এই ব্যাপারে খুব বেশি কিছু বলতে পারব না, তবে আমার মনে হয় অ্যাকাউন্ট জিরো হবার প্রধান কারণ হল লোভ এবং অভিজ্ঞতার অভাব।
Printable View
আমি নতুন হওয়ার কারণে এই ব্যাপারে খুব বেশি কিছু বলতে পারব না, তবে আমার মনে হয় অ্যাকাউন্ট জিরো হবার প্রধান কারণ হল লোভ এবং অভিজ্ঞতার অভাব।
ফরেক্সে ভাল অভিজ্ঞতা না থাকলে জিরো হ ওয়া খুব ই স হজ । আর ভাল ধারনা থাকলে তবে জিরো হ ওয়ার কোন ভয় থাকেনা । আর হলো বড় রিক্ষ অনেক বড় রিক্ষ নেওয়া ঠিক নয়।
একাউন্ট আসলে তাদেরই বেশি জিরো হয় যারা সাধারাণত নতুন হয় অথবা যথার্থ কৈশল কিংবা মার্কেট পরিস্থিতি অনেক সময় একাউন্ট জিরো হয়ে যায় । তবে মূল কিছু কারণ হলঃ
- না বুঝে ট্রেড করা ।
- বড় ভলিউম ব্যবহার করা ।
- মানসম্মত স্ট্রটেজি ব্যবহার না করা ।
- লোভ থেকে বিরত থাকতে না পারা ।
-অস্থির হওয়া ।
আমি মনে করি ফরেক্স এ বেশি লোভ করার জন্যই অধিকাংশ ট্রেডআর লস করার পরও বার বার ট্রেড ওপেন করার কারনে ফরেক্স এ অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। তাছাড়া ফরেক্স ট্রেড করতে হলে ট্রেড ওপেন করার পরে টেক প্রফিট বসানোর পাশাপাশি স্টপ লস ও বসাতে হবে তাহলে অ্যাকাউন্ট জিরো হবে না।
ফরেক্সে একাউন্ট জিরো হবার অনেকজ কারন থাকতে পারে। কারন আপনি যদি সঠীকভাবে মানি মেনেজমেন্ট না মানেন তাহল্এ ও আপনি একাউন্ট জিরো হতে পারে। আপনি যদি স্টপ লস না ব্যবহার করেন তাহলে আপনার একাউন্ট জিরো হতে পারে।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে লস করে শিখতে হয়। ট্রেড করতে করতে একসময় একাউন্ট জিরো করে পেলি। একাউন্ট জিরো করার কিছু কারন রয়েছে তার মধ্যে প্রধান কারন হল না বুঝে ট্রেড করা, বেশি ভলিউমে ট্রেড করা,, মানি মেনেজমেন্ট না মেনে ট্রেড করা তাই আমাদের বে এই সকল দিক মাথায় রেখে ট্রেড করতে হবে।
আমার মনে হয় আপনার একাউন্ট জিরো হবার মুল কারণ হচ্ছে ভলিউম বাড়িয়ে ট্রেড করা এবং স্টপ লস না দেওয়া। আপনি যখন ভলিউম কমিয়ে এবং স্টপ লস দিয়ে রাখবেন তখন আপনি নিঃসন্দেহে এবং শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবেন। আপনি যখন স্টপ লস দিবেন তখন আপনার একাউন্ট জিরো হবার কোন সম্ভাবনাই থাকবে না।
একাউন্ট জিরো হওয়ার প্রধান কারণ মানি ম্যানেজমেন্ট মেনে না চলা। লোভ সামলায়ে ট্রেড না করা। তাই আমাদের সবার উচিত মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা। তাহলে আর একাউন্ট জিরো হবে না।
ফরেক্স এ একাউন্ট জিরো হওয়ার কারন হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অভাব
৪) ধৈয্য ও পরিশ্রম না করে ফরেক্স করা
৫)মার্কেট এনালাইসিস না করা
৬)মানি ম্যানেজমেন্ট না মেনে চলা
ইত্যাদি কারনে এই ফরেক্স এ একাউন্ট জিরো করে থাকে।
ফরেক্স মার্কেটে একাউন্ট জিরো হবার অনেক গুলো কারন আছে।কারন গুলো নিচে দেওয়া হল-
১।ট্রেড এ বেশি পরিমান লোভ করা।
২।মানি ম্যনেজম্যান্ট ঠিক না রেখে বড় লটে ট্রেড ওপেন করা।
৩।সঠিক ভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা।
৪।অন্যের কথা শুনে মার্কেট এর মুভমেন্ট না বুঝে ট্রেড করা।
৫।ফরেক্স মার্কেট সম্পর্কে না জেনে মার্কেটে ডিপোজিট না করা।
ফরেক্স মার্কেটে আমাদের একাউন্ট জিরো হবার কারন হল ফরেক্স মার্কেটে আমরা না বুঝে ট্রেডিং করে থাকি আবার ট্রেডিং করার সময় এনালাইসিস না করে ট্রেড করি ট্রেডিং করার সময় স্টপ লস ব্যাবহার না করি, ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করার জন্য একাউন্ট জিরো হয়ে যায়।
আমার অ্যাকাউন্ট এখন জিরো হয়নি। কিন্তু আমি জানি কিভাবে অ্যাকাউন্ট জিরো হয় আমার মতে ফরেক্সে লভ করলে অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। আপনি ট্রেড ওপেন করার সময় ছোট ছোট লটে ট্রেড ওপেন করলে লস হবে না । ার যদি লোভে পরে বড় বড় লটে ট্রেড ওপেন করেন তাহলে আপনার লস হয়ে অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে।
ফরেক্স মার্কেটে দেখা জায় যে ফরেক্স করতে এসে নতুন অবস্থায় অনেকের একাউন্ট জির হতে দেখা জায় তবে একাউন্ট জির হয়ার অনেক কিছু কারন আছে যেমন ফরেক্স মারকেট সম্পরকে ভাল কোন অভিজ্ঞতা না থাকার কারনে জির হয় আর বেশি লট ব্যবহার করলে একাউন্ট জির হয়।
আমাদের লোভের বসে অনেক সময় বড় কিছু করতে চলে যাই যা আমাদের অ্যাকাউন্ট কে জিরো করে ফেলি। তাই আমি মনে করি ভলিউম বাড়িয়ে ট্রেড দেয়া স্টপ লস সেট না করা এনালাইসিস না করা একাউন্ট জিরো হবার কারন।তাই লোভ না করে যদি সঠিক ভাবে এনালিসিস করে ট্রেড দিই তাহলে অ্যাকাউন্ট জিরো হবে না।
ফরেক্স আন্তজাতিক ব্যবসা ফরেক্স বাজার কখন উথবে আর কখন নামবে সথিক করে কেও বলতে পারে না আমার মনে হয় তার কারনে ফরেক্স এর একাউন্ট জিরো হয়ে যায় | ফরেক্স আপনি যদি পরিশ্রম করে দক্ষতা অজন করতে পারেন তবে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন |ফরেক্স আপনার একাউন্ট জিরো হবে না আপনাকে ফরেক্স মাকেটে ধয্য ধারন করতে হবে |
একাউন্ট জিরো হবার অনেক কারণ রয়েছে । তবে তার মধ্য প্রধান কারণ হল না বুঝে ট্রেডিং করা । যত বেশি আমরা না বুঝে ট্রেডিং করব তত বেশি লস হবে । আর এটা হল দক্ষতার অভাব । দক্ষতার অভাব থাকলে জীবনে বেশিদুর এগিয়ে যাওয়া যাবে না । তাই আমি মনে করি ফরেক্সে টিকে থাকতে হলে অনেক বেশি পরিমাণে আমাদেরকে নিজেদেরকে প্রস্তত করতে হবে ।
ফরেক্স এ একাউন্ট জিরো হওয়ার কারন হল:
১) লোভ করে ট্টেড করা
২) বেশী লটে ট্টেড করা
৩) না বুঝে ট্টেড করা
৪) পরিশ্রম ও ধৈয্যের অভাব
৫) মার্কেট এনালাইসিস না করা
৬) মানি ম্যানেজমেন্ট ফলো না করা
এ্যাকাউন্ট জিড়ো হবার কারণ হল লোভ । আমরা যারাই ট্রেড ব্যবসার সাথে জড়িত আছি তারা যেন লোভ না করে । যারা লোভ করবে না তারা অবশ্যই সফলকাম হতে পারবে । আমরা সব সময় ফরেক্স ব্যবসা মার্কেট এ্যানালাইসিসের মাধ্যমে করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমার সব সময় ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
মুলত এ্যাকাউন্ট জিরো হয় একজন ট্রেডারের নিজের ভুলের কারনেই। আমি যতবারই আমার এ্যাকাউন্ট জিরো করেছি পরবর্তীতে এ্যানালাইসিস করে দেখেছি যে, আমার নিজের কারনেই আমার এ্যাকাউন্ট জিরো হয়েছে। যতবারই লোভ করে ওভার ট্রেড করেছি ততবারই আমার এ্র্যাকাউন্ট জিরো হয়েছে। মার্কেট না বুঝে ট্রেড করার কারনেও অনেক বার আমি আমার এ্যাকাউন্ট জিরো করে ফেলেছি।
ভাই ফরেক্স মাকেটে একাউন্ট জিরো হবার জন্য আমি মনে করি ভুল ট্রেড আর ফরেক্স মাকেটে থেকে বেশি লোভ করা | ফরক্স থেকে যে বেশি লোভ করবে সে ফরেক্স থেকে লস করবে ফরেক্স থেকে লাভ করা সহজ না লস হতে পারে আপনার অদক্ষতা কারনে |
আসলে একাউন্ট জিরো হবার বিভিন্ন কারন থাকতে পারে তবে আমার মতে এই দইটা কারনে একাউন্ট বোশ জিরো হয় যেমন ১) যদি আপনি ট্রেড ওপেন করার আগে আপনার ইক্যুইটি বিবেচনা না করে বড় লট ব্যবহার করেন, কারন আ্পনার নেওয়া ট্রেড যে কোন কারনে ১০০-১৫০ পিপস বিপরীদে যেতে পারে আর অন্যটা হল লোভে অন্ধ হয়ে মার্কেট বিচারের ক্ষমতা হারালে।
ফরেক্স এ যে কারনে একাউন্ট জিরো হয়ে থাকে তা হল:
১) লোভ করা
২) পরিশ্রম ও ধৈয্য অভাব
৩) বেশী লটে ট্টেড করা
৪) মার্কেট এনালাইসিস না করা
৫) ও মানি ম্যানেজমেন্ট না মেনে চলা
একাউন্ট জিরো হবার মুল কারন হল মার্কেটে বেশি পরিমান লোভ করা আর ভিত্তিহিন ট্রেড করা।বেশির ভাগ ট্রেডার লস করার মুল কারন হল মার্কেটে এনালাইসিস বাদে ট্রেড ওপেন করা।আর বেশি পরিমান লটে ওপেন করা।
একাউন্ট জিরো হওয়ার সব থেকে বড় কারণ হল ফরেক্স সম্পর্কে অজ্ঞতা এছাড়া খুব ভালো করে মার্কেট এনালাইসিস না করে ফরেক্স মার্কেটে ট্রেড করা এছাড়া ট্রেড করে খুব বেশি লোভ করা এটা হল ফরেক্স মার্কেটে লসের একটা বড় কারণ
যে কারনে একাউন্ট জিরো হয় তা হল:
১) লোভ করে কাজ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) পরিশ্রম ও র্ধৈয্যের অভাব
৪) মার্কেট এনালাইসিস না করে ভুল ট্টেড করা
৫) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা।
একাউন্ট জির হবার জন্যে যে জিনিষ্টি বেশি দায়ি তা হলো অতিরিক্ত লোভ করা ।ফরেক্সে অতিরিক্ত লোভ করা যাবে না মার্কেট এনালাইসিস না করে ট্রেড ওপেন করা যাবে না ।মানি ম্যানেজমেন্ট না দেখে ট্রেড ওপেন করা যাবে না ।তাহলে একাউন্ট জিরো হবে না ।
সত্যি বলতে একাউন্ট জিরো হয়নি এমন কোন ট্রেডার আমার জানামতে নেই। একাউন্ট জিরো হবার প্রধান কারন লোভ। বেশি লাভের আশায় বড় লটে ট্রেড করে এবং একাউন্ট জিরো হয়। এছাড়া স্টপ লস টেক প্রফিট একাউন্ট জিরো হবার অন্যতম কারন।
যে কারনে একাউন্ট জিরো হয় তা হল:
১) লোভ করা
২) না বুঝে ট্টেড করা
৩) বেশী লটে ট্টেড করা
৪) মার্কেট এনালাইসিস না করে থাকা ও
৫) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা
ইত্যাদির কারনে ব্যালেন্স জিরো করে থাকে।
আমার মেনে হয় ফরেক্স ট্রেডিং এ শতকরা নব্বই ভাগ ট্রেডার এই ভুলটাই করে । অথার্ৎ লট সাইজ বড় ব্যবহার করে ট্রেড করে ্। আমি নিজেও এরকম করে কয়েকবার ধরা খেয়েছি । আমার আপনার আইডিয়াটা ভাল লেগেছে ।
ফরেক্স মার্কেটে একউন্ট জিরো করে নাই এমন ট্রেডার হয়ত হাতেগোনা কিছু থাকতে পারে। বলা হয়ে থাকে ফরেক্সে ৯০% নতুন ট্রেডার লস করে। আর এই লস করে মূলত অজ্ঞতার কারনে। একজন ফরেক্স ট্রেডার যে কারনে একাউন্ট জিরো করে সেগুলো যেমন: ওভার ভলিউমে ট্রেড করা, মানিম্যানেজম্যান্ট না করে ট্রেড করা, ট্রেডিং করার ক্ষেত্রে স্টপ লস ব্যবহার না করা,ইমোশনাল ট্রেড করা ইত্যাদির কারনে একজন ট্রেডার তার একউন্ট জিরো করে ফেলে।
ফরেক্স এ একাউন্ট জিরো হওয়ার কারন হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) না বুঝে ট্টেড করা
৪) পরিশ্রম ও র্ধৈয্যর অভাব
৫) মার্কেট এনালাইসিস না করা
৬) মানি ম্যানেজমেন্ট না করা
ইত্যাদি কারনে ব্যালেন্স জিরো করে থাকে।
আমি ফরেক্সে ট্রেড করার পূর্বে সব সময় প্রথমে ভাল ভাবে মানিম্যানেজমেন্ট করে তার পর ট্রেড করি ফলে অ্যাকাউন্ট ব্যালেন্সের সাথে ট্রেডিং লটের একটি সমজস্বতা থাকে তার পরও আমি দুই একবার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করে ফেলেছি আর তার কারন ছিল হল মার্কেট অনেক বেমি আমার ট্রেডের প্রতিকূলে চলে যাওয়া।
ফরেক্স এর ইনকাম যেমন বেশি ঠিক তেমই বেগতিক ট্রেড করলে একাউন্ট জিরো হবার সম্ভাবনা ও বেশি আপনি ট্রেড করার পূর্বে মার্কেটে সঠিক ভাবে এণালাইসিস করে ট্রেড করতে হবে , ট্রেড করার পূর্বে সঠিক ভাবে মানিম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে কখনও নিজের খেয়াল খুশি মত ট্রেড করা যাবেনা ।
আপনার কিছু উদাসীনতা আর হেয়ালীপনার কারনে অ্যাকাউন্ট জিরো হতে পারে। আবেগ থেকে দূরে থাকুন। কারন আবেগের বশবর্তী হয়ে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা রয়েছে। লোভ করতে পারবেন না। বিপদ কালীন মুহুর্তে ধৈর্য হারানো চলবেন। ভুল থেকে শিক্ষা নিন এবং এরকম ভুল যেন আর না হয় সে পদক্ষেপ খুজে বের করুন। সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করুন। মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করলে লসের সম্ভাবনা অনেক কমে যায়। ছোট লটে ট্রেড করুন।
একাউন্ট জিরো হবার অনেক কারন থাকতে পারে আপনি যদি সঠিক ভাবে মার্কেট এনালাইসিস না করে মন গড়া ট্রেড করেন, আপনার ব্যলেন্স এর উপর মানি ম্যানেজমেন্ট না করে অতিরিক্ত রিক্স নিয়ে যদি ট্রেড করনে এছাড়া ধৈর্য হারা হয়ে ট্রেড করলে এবং অতিরিক্ত লোভ নিয়ে ট্রেড না করা।
ফরেক্স মার্কেট এ আমরা কেন লস করি বা আমরা ট্রেড করলে কেন লস হয়।এই প্রশ্নের জবাব অনেক গুলা বিষয় এর উপর নির্ভর করে।যেমন-আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এনালাইসিস করে ট্রেড করি না।ফরেক্স মার্কেট এর আইন মেনে ট্রেড করি না।না বুজে ট্রেড করি।বেশী বেশী ভলিউম দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।টাইম প্রেম না মেনে ট্রেড করি।লোভ করে ট্রেড করি।তাই আমরা ফরেক্স মার্কেট এ লস করি।
ফরেক্স মার্কেট এ অ্যাকাউন্ট ০ হবার অনেক কারন আছে যেমন ১, নিয়মিত ফরেক্স মার্কেট এ ট্রেড না করা ২, নিজের ট্রেডিং সিস্টেম ভাল করে না বুঝে টেড করা ৩, কম লাভ এ বেশি রিস্ক নেওয়া ৪, বারবার নিজের ট্রেডিং সিস্টেম পরিবর্তন করা ৫, নিজের ট্রেডিং সিস্টেম এর নিয়ম গুল লিখে না রাখা ৬, একটা লস করার পর আরও বড় লট এ ট্রেড করা আরও অনেক কারন এ একজন ট্রেডার এর অ্যাকাউন্ট ০ হয়ে থাকে নিয়ম মেনে ট্রেড করলে অ্যাকাউন্ট ০ হবে না
ফরেক্স এ নানা কারনে সাধারন লস গুলো করে থাকে তা হল:
১) লোভ করা
২) অভিজ্ঞতা ও দক্ষতার অভাব
৩) বেশী লটে ট্টেড করা
৪) না বুঝে ট্টেড করা
৫) মার্কেট এনালাইসিস না করা
৬)নিউজ না দেখা
৭) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা।
ইত্যাদি সাধারন লস গুলো করে থাকে এই ফরেক্স মার্কেট এ।
আমি তো অসংখ্য বার ব্যালেন্স জিরো করেছি৷আসলে তখন কিছুই জানতাম না৷প্রচুর ওভার ট্রেডিং করতাম,বড় লটে ট্রেড করতাম,মানি ম্যানেজমন্ট পাত্বা দিতাম না৷ভালো ভাবে ডেমো প্র্যাকটিস ছিলনা৷আর এনালাইসিসের-'এ" ও বুঝতাম না৷ভালো কোনো স্ট্র্যাটেজী ছিলনা৷এমন কী নিজের কম্পিউটারও ছিলনা৷অন্যের কম্পিউটার দিয়ে একলাইন একলাইন করে শিখেছি৷তারপর নিজের মোবাইল ও ট্যাব দিয়ে ধীরে ধীরে মার্কেটের মুভমেন্ট বুঝলাম৷এই গত সারে তিন বছর সময়ে ব্যালেন্স জিরোতে কম করে হলেও আমার সেন্সুরী আছে৷
ফরেক্স ট্রেডিং মার্কেটে একাউন্ট জিরো করার অনেক কারন থাকতে পারে। তবে এ মার্কেটে একাউন্ট জিরো করা কোন বিষয় না যা একজন নতুন ট্রেডার প্রায়ই করে থাকে। তাই এ মার্কেটে একাউন্ট ব্যালেন্স জিরো হয়: মার্কেট ভালমত এনালাইসিস না করে এন্ট্রি নেয়া, ওভার ট্রেডিং করা, মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড এন্ট্রি দেয়া, মার্কেট সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা, ইমোশনাল ট্রেডিং করা ও প্রচুর পরিমান লোভ করা। তবে এ মার্কেটে টিকে থাকতে হলে অভিজ্ঞতার কোন বিকল্প নেই।