ফরেক্স সম্পর্কে আমার জ্ঞান তেমন একটা খুব বেশি নয় । তবুও আমি ট্রেড করি । কারন আমার কাছে কেন যেন মনে হয় আমি লস করবো না। সত্যি, আমি এখন পর্যন্ত কোন মাসেই লস করি নি। যদি আমার ব্যলেন্স বেশি হতো তবে আমি অনেক বেশি লাভবান হতাম । আমি আমার লোভকে ট্যাকেল দিতে পেরেছি বলেই মনে হয় সেটা সম্ভব হয়েছে। এখানে সবাই খুবই ভালো ভালো পোষ্ট করছে, যেটা দেখে আরো ভালো লাগছে। আমার মনে হয় আমাদের একটি টিম করা দরকার । কেননা, এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আমরা প্রত্যেকে প্রত্যেককে সাহায্য করতে পারবো। আমার মতামত পছন্দ হলে আমায় আপনাদের সাথে রাখবেন...........ধন্যবাদ ।