হ্যাঁ ভাই , আমি আমার প্রায় সব ট্রেডেই মানি ম্যানেজমেন্ট অনুসরণ করি । যখন ফরেক্স মার্কেটে নতুন অবস্থায় ট্রেড করতাম তখন মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করার ফলে আমার অ্যাকাউন্ট অনেক বার মার্জিন কল খেয়েছে । তাই আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়েছি এবং প্রায় প্রত্যেক সময়ে মানি ম্যানেজমেন্ট অনুসরণ করার চেষ্টা করি । তাই আপনিও যদি ফরেক্স মার্কেট থেকে অর্থ উপার্জন করতে চান সেই ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করুন তাহলেই লাভ করতে পারবেন ।