-
আমরা যদি অল্প রিক্স নিয়ে ট্রেড করি তাহলে আমরা আমাদের এ্যাকাউন্ট কখনোই লুজার করব না । আমরা আমাদের লোভকে সামলাতে চেষ্টা করব । যে যদ বেশী লোভ কন্ট্রোল করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় ধৈর্য্য ধারণ করে তারপর ট্রেড করব তাহলেই লাভবান হতে পারব ।
-
অল্প রিষ্ক নিয়ে ট্রেড করে সফলতা অর্জন করা যায়। যত কম রিস্ক নিয়ে ট্রেড করব তত আমরা টিকে থাকা যায়। ফরেক্স এ ট্রেড করতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করলে ফরেক্স এ টিকে থাকা সহজ হয়। বেশী রিষ্ক নিয়ে ট্রেড করলে যদি মার্কেট নিচের দিকে নেমে যায় তাহলে টাকা লস হয়ে যাবার সম্ভবনা থাকে অনেক বেশি পরিমানে।এজন্য অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হবে।
-
আমার মত যারা নতুন ট্রেডার তাদের জন্য বলছি। এমনকি যারা অভিজ্ঞ ট্রেডার তাদেরকেও বলছি। মানি ম্যানেজমেন্ট মেনে চলুন, অল্প জূকি নিয়ে ট্রেড করুন। দেখবেন দির্ঘদিন মার্কেটে টিকে আছেন। যত বেশি রিস্ক নিবেন তত তারাতারি ব্যালেন্স জিরো হবার সম্ভাবনা আছে। সাবধানে ট্রেড করুন। একাউন্টকে বাঁচান আগে।
-
ফরেক্স একটি ব্যবসা এবং এখানে লাভ লসের ব্যপার আছে ।এখানে লাভ করা সহজ বিষয় না ,দক্ষতার দরকার । তাই প্রথম থেকে অল্প রিক্স নিয়ে ট্রেড করতে হবে এবং শিখতে হবে ।ফলে লাভও হবে শিখাও যাবে এবং লস হলে কম হবে যা পুষিয়ে নেয়া যাবে ।
-
ফরেক্স এ রিক্স নিয়ে ট্রেড করা মোটেই উচিত নয়। এতে আপনার ট্রেডিং স্কিল অনেক কমে যায়। আপনি হয়ত অনেক বেশি লাভ করতে পারবেন। কিন্তু মনে রাখবেন লসের পরিমানটা তার চেয়েও অনেক বেশি হবে। একবার যদি মার্কেট আপনার বিপরীতে চলে যায় তাহলে যে কোন মুহুর্তে আপনার এ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। তাই রিক্স নিয়ে ট্রেড না করাই ভাল।
-
আমার জানামতে ব্যবসা হল ৯৯% জানো আর ১% কর তাহলে ব্যবসায় সফল হতে পারবে । ফরেক্স হল একটা ব্যবসা এখানে ও জানার আছে শেখার আছে এই ফরেক্স সম্পকে যত জানবে তত লাভবান হবে । ফরেক্স ব্যবসয় লস আছে রিক্স আসে আমরা ফরেক্স সশ্পকে ভালোভাবে জানলে কম রিক্স এ বেশী লাভ করতে পারব । আর আমি মনে করি প্রত্যেকর কম রিক্স এ ট্রেড করা উচিত বিশেষ করে আমার যারা নতুন তাদের ।
-
ফরেক্স এ ট্রেড করতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করলে ফরেক্স এ টিকে থাকা সহজ হয়। বেশী রিষ্ক নিয়ে ট্রেড করলে যদি মার্কেট নিচের দিকে নেমে যায় তাহলে টাকা লস হয়ে যাবার সম্ভবনা থাকে অনেক বেশি পরিমানে।এজন্য অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আপনাকে মানি ম্যনেজম্যান্ট ঠিক তাখতে হবে।কারন ফরেক্স মার্কেটের সাফলতা একদিনে আসে না।আপনাকে একজন দক্ষ ট্রেডার হতে গেলে প্রায় ২ বছর সময় লেগে যেতে পারে।তাই আমি বলব মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড ওপেন করুন।
-
বেশিভাগ ফরেক্স মার্কেটের বিগিনাররা একাউন্ট ০ করে ফেলে মানিম্যনেজম্যান্টের কারনে।আমি মার্কেটে যখন নতুন তখন ২০ ডলার ইনভেস্ট করছিলাম।কিন্তু আমার ব্যলেস্ন ০ করতে ২ ঘন্টার বেশি সময় লাগে নি।তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আমাদের মানি ম্যানেজম্যান্ট জানা খুবই জরুরি।
-
হ্যা ভাই আপনি ঠিক বলেছেন ফরেক্স মার্কেট এ অল্প ঝুকি নিয়ে ট্টেড করলে অনেকটা সেফ থাকে। ফরেক্স মার্কেট যদি বেশী পরিমানে ট্টেড করি তাহলে ঝুকিটা বেশী থাকে কারন মার্কেট যে কোন সময়তে উঠানামা কারে আর যখন বেশী উঠানামা করে তখন বেশী পরিমানে ব্যলেন্স এর ঝুকি থাকে ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।
-
ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে কম রিস্কি নিয়ে ট্রেড করতে হবে তাহলে আমরা সেভ করতে পারব কারন আমরা বড় ভলিউমে ট্রেড করে তারাতারি একাউন্ট জিরো করে পেলি। তাই আমাদের কে একাউন্ট জিরো না করে ট্রেড করে সফলতা পেতে সময় লাগে।
-
ফরেক্স মার্কেট এ প্রতিনিয়ত ঝুকিঁ নিয়েই ফরেক্স করতে হয়। ফরেক্স এ প্রতিটা ট্টেড এ ঝুকিঁ নিতে হয়। আমরা যখনই ট্টেড করি না কেন মানের মধ্যে একটি ঝুক থাকে যে ফরেক্স মার্কেট এখন কোন দিকে যাবে বা যাচ্ছে। যাই হোক ফরেক্স মার্কেট এ যখনই আমরা ট্টেড করব অল্প ঝুকি নিয়ে কম টাকা দিয়ে ট্টেড করব তাহলে আামাদের ঝুকিটা কম থাকবে।
-
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্সে ট্রেড করতে হলে ট্রেড করা সম্পর্কে দক্ষ হতে হবে। যদি আপনি ফরেক্সে নতুন হন তাহলে অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। কারণ অল্প রিস্ক নিয়ে ট্রেড করলে লস হলে কম হবে এবং লাভ হলে আপনার মূলধন কিছু বারবে যা দিয়ে আপনি আবার ট্রেড করতে পারেন।
-
সব সময় ট্রেড করার আগে পরিকল্পনা করতে হবে। আপনার টার্গেট কত পিপ্স। লং নাকি শট ট্রেড। আর অল্প রিস্ক নিয়ে ট্রেড ওপেন করতে হবে। যাতে মার্কেট আপনার বিপরীত দিকে গেলেও আপনি বড় লস না হয়। সে জন্য মাই মেনেজমেন্ট মানতে হবে। ফরেক্স এ এটি খুবই গুরুত্তপূর্ন।
-
প্রত্যেকটা ব্যবসায় লাভ লস আছে ,ঝুকি ছাড়া কোনো ব্যবসা নাই আপনি যে ব্যবসাই করেন না কেনো আপনাকে ঝুকি নিতেই হবে হয় কম না হয় বেশী।ফরেক্স এমন একটা ব্যবসা যার শেখার কোনো শেষ নাই ।এখানে সামান্য ভুলের কারনে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাই বলে কি কেও এই ব্যবসায় ঝুকি নেয় না নাকি ।নেয় তবে কম ঝুকি নিলে লস হবার সম্ভাবনা কম থাকে আর বেশি নিলে লস বেশী হবার সম্ভাবনা বেশি থাকে ।
-
ফরেক্স মার্কেটে অল্প অল্প ট্রেড নিলে খুব ভাল
এতে ডেপুজিট হারানোর ভয় কম থাকে।।
-
ফরেক্স এ মানি মেনেজমেন্ট মেনে ট্রেড না করলে লস হবে। কারন আপনি আপনার ব্যলেন্সের তুলনায় যদি বেশি রিস্ক নিয়ে ট্রেড করেন তাহলে আপনি অব্যশই লস খেতে পারেন। কারন এখানে শিউর বলতে কোন কিছু নেই। এটি একটি অনশ্চিত মার্কেট।
-
অল্প রিস্ক নিয়ে ট্রেড করলে সহজে ফরেক্স মার্কেটে ভাল কিছু করা যায়। আপনি চাইলে রিস্ক মুক্ত ভাবে ট্রেড করতে পারেন। লোভ থেকে দূরে থেকে আস্তে আস্তে ট্রেড করুন আপনি সফল হতে পারবেন। প্রথমে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করুন। তারপর মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে থাকুন। আপনি সফল হতে পারবেন। অতিরিক্ত ঝুঁকি আপনার ব্যালেন্স জইরো হওয়ার সম্ভাবনা তৈরী করে। সুতরাং রিস্ক না নিয়ে ট্রেড করুন। প্রিফিট অল্প হলেও রিস্ক থাকবেনা।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে যে অনেকদিন টিকে থেকে ট্রেডিং করতে পারবে তাকে আমরা সফল ট্রেডার বলে থাকি। আর ফরেক্সে টিকে থাকার অন্যতম উপায় অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করা। অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করলে লস কম হবে এমন মানসিকতার ফলে আত্ববিশ্বাস থাকে। আর প্রতি ট্রেডেই লস হবে এমনও নয়।ধৈর্য্য ধরে অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করে গেলে লসের চাইতে লাভের পরিমান বেশি হয়ে যায়।
-
ফরেক্স খুব এ ঝুঁকিপূর্ণ একটি বিনিয়োগের মাধ্যম । কিন্তু যেকোনো ব্যবসায়ের প্রধান শর্ত হচ্ছে ঝুঁকি । মানুষ মুনাফা অর্জনের উদ্দশ্যে ঝুঁকি গ্রহণ করে যে মূলধন বিনিয়োগ করে তাকে ই ব্যবসায় বলে । তাই ফরেক্সে ও মুনাফা অর্জন করতে হলে ঝুঁকি নিতে হবে । তবে ঝুঁকি নেয়ার সময় বুজতে হবে যে এই ঝুঁকিটা আমরা নিতে পারবো কিনা ।অর্থাৎ ঝুঁকি নেয়ার আগে আমাদের ভালো করে হিসাব করতে হবে যে আমরা যেন একেবারে দেওলিয়া হয়ে না যাই । তাই আমি মনে করি অল্প অল্প ঝুঁকি নিয়ে ফরেক্স এ ট্রেড করা উচিত ।
-
হ্যা ভাই, আপনি ঠিক বলেছেন। ফরেক্স মার্কেট এ অল্প ঝুকি নিয়ে ট্টেড করা ভাল। ফরেক্স এমন কিছু সময় আছে যে ফরেক্স মার্কেট এ বেশী লটে ট্টেড করলে লস হয়। আবার কম টাকা দিয়ে ট্টেড করলে লাভ হয়। যাই হোক ফরেক্স মার্কেট এ অল্প টাকা দিয়ে ট্টেড করলে আমাদের ঝুকিটা কম থাকে এবং লাভ ও করতে পারি।
-
হ্যা আপনি সথিক বলেছেন ফরেক্স থেকে আয় করার জন্য অল্প রিক্স নিয়ে ট্রেড করলে আপনি পরবতিতে লাভ করতে পারবেন | ফরেক্স আপনি যত বেশি রিক্স নিবেন আপনি তত লাভ অথবা লস করতে পারেন | আমার মনে হই আপনি লস এর পরিমান বেশি করবেন |
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ভাল ভাবে টিকে থাকাটা খুব বড় একটা ব্যাপার । ফরেক্স এ ট্রেড ব্যবসায়ের জন্য প্রথমে অল্প টাকা নিয়ে ব্যবসা করা উচিত কারন লস হলে অল্প হবে আর যদি লাভ হয় তাহলে টাকার পরিমান বৃদ্ধি করে ব্যবসা করা যায় । তাই অল্প রিষ্ক নিয়ে ট্রেড করুন সফলতা লাভ করতে পারবে।
-
আমরা জানি ব্যবসায় মূলকথা ঝুঁকির পুরুস্কার ই হচ্ছে মুনাফা। আপনি যত বেশি ঝুকি নিবেন তত বেশি লাভের আশংকা থাকে। তবে আপনাকে আগে ফরেক্স বুঝতে হবে। আপনি ফরেক্স না বুঝে বেশি বেশি ঝুঁকি নিবেন আপার লস টা ও বেশি বেশি হবে। তাই বলি আগে ফরেক্স ব্যবসা ভাল করে শিখুন তারপর ব্যবসা করুন।
-
যে কোনো ব্যবসায় লাভের আশায় ঝুকি নিতেই হয় তবে তা মূল্ধনের সাথে সংগতি রেখে।কারন আমরা যারা অতুন ট্রেডার তারা অনেক বেশি ইনভেস্ট করে ট্রেড করতে পারি না তাই অল্প লস হলেই আমাদের একাউন্ট টিকীয়ে ড়াখা কষ্টকর হয়ে পড়ে।তাছাড়া আমাদের ভুল সীদ্ধান্তের কারনে একাউন্ট জিরো হয়ে গেলে খুবী খারাপ অবস্থায় পড়তে হবে।তাই সবসময় অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হবে।তবে যারা অনেক বেশি ডিপোজীট করে ট্রেড করে তারা অনেক বেশিউ ঞ্ঝুকি নিয়ে ট্রেড করে, কারন তাদের লস হলেও পরের ট্রেড থেকে অনেক বেশি প্রফিট করতে পারে।
-
আমার ্েট্রডিং কৌশল আপনাদের সাথে শেয়ার করছি। ডেইলি চার্টে যদি বাই সিগন্যাল পাই তখন ৪ঘন্টার চার্টে ফিরে আসি এবং ৪ঘন্টার চার্টেও যদি বাই সিগন্যাল পাই তবেই ট্রেডে এন্ট্রি করি। এক্ষেত্রে কোন স্টপলস ব্যবহার করি না। যখন ৪ঘন্টার চার্ট সেল মুডে চলে যায় আমার ট্রেড ক্লোজ করে দেই লসে থাকলেও। অপেক্ষা করতে থাকি আবার কখন ৪ঘন্টার চার্ট এবং ডেইলি চার্ট একমুখি সিগন্যাল দিবে।
-
ভাই ফরেক্সে লস খাওয়ার অন্যতম প্রধান কারন হচ্ছে আপনি ফরেক্সে এখনও যতেষ্ঠ পরিমান দক্ষতা অর্জন করতে পারেননি।আপনাকে এখনও ডেমো প্রাক্টিস চালিয়ে যাওয়া উচিত ছিল।ডেমো প্রাক্টিস এর মাধ্যমে আপনি যখন রিয়েল ট্রেড করার জন্য নিজেকে উপযুক্ত মনে করবেন কেবস তখনি রিয়েল ট্রেড করা শুরু করবেন।এখন যেহেতু আপনি রিয়েল ট্রেড শুরু করেছেন তাই আপনার উচিত হবে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করা।ধর্য সহকারে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করলে আপনি আবশ্যই লাভবান হবেন।
-
আমাদের সকলকেই একটা কথা মনে রাখতে হবে ফরেক্সে শুধু লাভ নয় লসও হয়।তাই লোভে পরে বেশি লাভের আশায় বেশি রিস্ক নিয়ে ট্রেড না করাই ভালো।বিশেষ করে যারা নতুন তাদের অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। তাহলে অনেকদিন টিকে থাকার সম্ভবনা থাকবে।আর টিকে থাকতে পারলেই সার্থকতা। তাই অল্প রিস্ক নিয়ে ট্রেড করা ভালো
-
হ্যা আপনি থিক বলেছেন ফরেক্স মাকেটে অল্প রিক্স নিয়ে ট্রেড করতে হবে ফরেক্স মাকেটে আপনই যদি বেশি রিক্সি নেন তবে আপনি ফরেক্স থেকে আয় এর বদলে লস হতে পারে বেশি | ফরেক্স থেকে আয় করার জন্য আমি মনে করি অল্প অল্প করে ফরেক্স থেকে লাভ করা ভাল তবে ফরেক্স থেকে এক সময় ভাল লাভ করা যাবে |
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ভাল ভাবে টিকে থাকাটা খুব বড় একটা ব্যাপার । ফরেক্স এ ট্রেড ব্যবসায়ের জন্য প্রথমে অল্প টাকা নিয়ে ব্যবসা করা উচিত কারন লস হলে অল্প হবে আর যদি লাভ হয় তাহলে টাকার পরিমান বৃদ্ধি করে ব্যবসা করা যায় । তাই অল্প রিষ্ক নিয়ে ট্রেড করুন সফলতা লাভ করতে পারবে।
-
ফরেক্স এ আমরা যে ভুলটি করি তাহলো প্রথমে ছোট লট এ ট্রেড দেই। হয়তো ট্রেডটি অনেক সময় লসে চলে যায়। তখন আমরা আবার এমন লট ব্যবহার করি যাতে লস রিকভার হয়ে আমাদের লাভ দ্বিগুন হয়। লাভ কম হতে রিকভার করা যাবে না। কিন্তু পরিনামে সেই ট্রেড টিতেও বড় ধরনের লসে পরে যাই। তাই সর্বদা ছোট ছোট ট্রেড করা উচিত।
-
সাধারণত আমরা ফরেক্স এ প্রবেশ করে যখন ছোট লটে ট্রেড ওপেন করি ছোট লাভের আশায়। কিন্তু কোন ক্রমে যদি ট্রেডটি লসে চলে যায় তখন হয়তো বা লস কভার করার জন্য আরেকটি বড় লটে ট্রেড ওপেন করি যাতে লস কভার করতে পারি এমনকি লস কভার করে বেশি লাভ করতে যেন পারি। আর এইসব তৈরি লোভের কারণে। কিন্তু পরিমাণে দেখা যায় যে আমার ট্রেডটি বড় ধরনে লসে পড়ি যায়। এজন্য আমি বলতে চাই প্রত্যেকটি ট্রেডারকে অল্প রিক্স নিয়েই অল্প লাভের আশায় ছোট লটে ট্রেড করা উচিত।
-
ফরেক্স এ টিকে থাকতে হলে সর্বপ্রথমে আপনার মানসিক নিয়ন্ত্রন প্রয়োজন । এক্ষেত্রে আপনাকে লোভ সামলাতে হবে । আপনার প্রতিটি ট্রেডের লট সাইজ সামান্য রিস্ক এর মাধ্যমে নির্ধারণ করতে হবে । অনেক ট্রেডার হয়তো দু-একটি ট্রেডে লাভ করতেই পারে কিন্তু ফরেক্স এ লস করা খুবই সহজ । এখানে লাভ এর মাধ্যমে টিকে থাকা সবচেয়ে কঠিন । কেননা আপনি যা বিনিয়োগ করবেন তা যদি হারিয়ে ফেলেন তাহলে তা পুনরায় ফেরত পাওয়া অধিক কষ্টসাধ্য ।
-
হ্যা বন্ধু আমি আপনার সাথে একমত যে ফররেক্স মার্কেটে আসলে টিকে থাকাটাই হল সবচেয়ে বড় একটা চ্যালেন্জ তাই কখনোই ফরেক্স হতে হঠাৎ ধনী হবার চিন্তা করবেন না এবং একাউন্ট রিস্কে পড়বে এমন ট্রেড নিবেন না আপনি যদি আজ লাভ না করেও ফরেক্স আপনার একাউন্টটা টিকিয়ে রাখতে পারেন তবে হয়তো কাল লাভ করার মত সুযোগ সৃস্টি হতে পারে। ধন্যবাদ।
-
ফরেক্স এ টিকে থাকার জন্য লোভ কে কন্ট্রোল করা একান্ত জরুরি। অনেক না বুঝে লোভ করে হাই রিস্ক নিয়ে বড় বড় লটে ট্রেড করে। একসময় দেখা যায় একাউন্ট খালি হওয়ার পথে। সুতরাং ফরেক্স এ টিকে থাকার জন্য রিস্ক মিনিমাইজ করতে হবে। অতিরিক্ত লোভ করা মোটেই ভালো না সর্বপ্রথম একাউন্ট কে গুরুত্ব দিতে হবে তারপর প্রফিট।
-
ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে লাভের থেকে লস বেশি হয় এটা মনে রেখেই আমাদের ফরেক্স ব্যবসা করা উচিত।আর হ্যা ব্যবসাতে রিস্ক ছাড়া লাভ কম হয় এটা ঠিক কিন্তু আপনি কিছুই না জেনে রিস্কটা নিবেন কিভাবে।আপনি ফরেক্স এ এসেই ধপাধপ কয়টা ট্রেড এন্ট্রি করে কয়েকশ ডলার লাভ করে নিয়ে চলে গেলেন ফরেক্স এমন না।ফরেক্স শেখা অনেক কঠিন ব্যাপার আর ফরেক্স থেকে লাভ সবাই করতে পারেনা।তাই আগে আপনাকে মনে রাখতে হবে ফরেক্স আপনার জন্য একটা চ্যালেন্জ হিসাবে নিন।ফরেক্সবএ প্রথম লক্ষ্য ঠিক করুন টিকে থাকা।আপনি প্রাথমিক অবস্থায় তেমন রিস্ক ছাড়া ছোট ছোট লটে কিছু ট্রেড এন্ট্রি করুন লাভ কম হোক আপনি ফরেক্স শিখুন এভাবে।একসময় দেখবেন হাত দিলেই সোনা ফলছে যে ট্রেড এন্ট্রি করছেন কম বেশি লাভই হচ্ছে।তারা আগে লাভ করব এইমন মানসিকতা তৈরি না করে আগে ফরেক্স শিখে দক্ষ হওয়ার মন মানসিকতা তৈরি করুন লাভ এমনিতেই হবে।এজন্য প্রথমে অল্প রিস্ক নিয়ে ট্রেড করুন।
-
সাধারণত আমার মতে, অনেকেই মনে করেন যে যত বেশি ইনভেস্ট তত বেশি লাভ , কিন্ত কথাটা ঠিক নয় । কারণ আপনাকে ফরেক্স ব্যবসায় এ লাভ করতে হলে অবশ্যই ফরেক্স ব্যবসা সম্পর্কে জানতে হবে । না জেনে আপনি কখনোই ফরেক্স ব্যবসায়ে সফল হবেন না । আর ফরেক্স ব্যবসায় এ ট্রেড করতে হলে তা সম্পর্কে ভাল ভাবে জানতে হবে এবং দক্ষ হতে হবে। যদি জানা না থাকে তাহলে আপনি সফল হতে পারবেন না । আর প্রথম অবস্থায় ফরেক্সে ব্যবসায় এঅল্প ঝুঁকি নেওয়াটা ভালো । তাতে করে লস হলে কম লস হবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ঝুঁকি আপনাকে কমবেশি নিতেই হবে তবে সেই ঝুঁকিকে সর্বনিম্ন করতে হলে ট্রেডিং দক্ষতা, জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার কোনো বিকল্প নেই। আমরা সকলেই জানি যে ফরেক্স মার্কেটে সফলতার সাথে টিকে থাকার প্রধান মূল মন্ত্র হলো ভালো ফরেক্স ট্রেডিং জ্ঞান এবং দক্ষতা যা একজন ট্রেডার কে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে এবং লসের ঝুঁকিকে সর্বনিম্ন করতে সহায়তা করে থাকে। সব সময় ফরেক্সে ট্রেড করার পূর্বে একজন দক্ষ ফরেক্স ট্রেডার এর যে কাজটি সর্বপ্রথম করতে হয় তা হল যে কারেন্সি প্লেয়ারে ওই ট্রেডার ট্রেড করতে ইচ্ছুক উক্ত কারেন্সি পেয়ারের উপর ভালোভাবে এনালাইসিস করে নেওয়া পাশাপাশি উক্ত কারেন্সি পেয়ারের উপর বিশেষজ্ঞদের প্রদত্ত এনালাইসিস গুলোকে অনুসরণ করা এনালাইসিস সঠিকভাবে প্রণয়ন শেষে অ্যাকাউন্ট ব্যালেন্সের আলোকে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করা। আর আমি মনে করি এভাবে নিয়মতান্ত্রিকভা ে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করলে ভালো প্রফিট অর্জন করা যেমন সহজ হয় পাশাপাশি সফলতার সাথে ফরেক্স মার্কেটে টিকে থাকা অনেক বেশি সহজ হয়।
-
ফরেক্স মারকেটে সব সময় মনে রাখতে হবে রিক্স মেনে চলতে হলে বেসি রিক্স নিয়া যাবে না রিক্স নিলে অ্যাকাউন্ট জির হউয়ার সম্ভাবনা থাকে।আবার একানে বলতে গেলে রিক্স না নিলে গাইন হওয়া যাবে না অনেক সময় রিক্স নিতে হবে ।তবে আমার মতে ফরেক্স মার্কেটে রিক্স না নিয়ে ট্রেড কলে অনেক দিন তিকে থাকা জায় আর একজন সফল ট্রেডার হওয়ার সম্ভাবনা থাকে।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে আপনার ব্যালেন্সের প্রতি দৃষ্টি রাখতে হবে।আর সে জন্য সঠিকভাবে মার্কেট বিশ্লেষন করে তার পর স্বল্প পরিমান ট্রেড ওপেন করা ভাল এতে করে ঝুকি সর্বনিম্ন হয় ও মার্কেটে সফলতার সাথে টিকে থাকা যায়।