শুধু ফরেক্স এর ক্ষেত্রে নয় লোভ করলে তার কোন যায়গাই স্থান নাই। আর ফরেক্সে ট্রেড করতে গেলে অবশ্যই লোড করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে লোভ করা থেকে সাবধান হতে হবে। যেন আপনি অতিরিক্ত লোভ সামলিয়ে ট্রেড করেন সেটা খেয়াল রাখতে হবে। লোভ করবেন তো সব হারাবেন।
Printable View
শুধু ফরেক্স এর ক্ষেত্রে নয় লোভ করলে তার কোন যায়গাই স্থান নাই। আর ফরেক্সে ট্রেড করতে গেলে অবশ্যই লোড করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে লোভ করা থেকে সাবধান হতে হবে। যেন আপনি অতিরিক্ত লোভ সামলিয়ে ট্রেড করেন সেটা খেয়াল রাখতে হবে। লোভ করবেন তো সব হারাবেন।
ফরেক্স থেকে ইতোপূর্বে যারা বিদায় নিয়েছে – তাদের বিদায় নেয়ার অন্যতম কারন হচ্ছে লোভ আর আবেগ। ফরেক্সে আবেগের কোনই দাম নেই আর যে লোভ করেছে সেই ডুবেছে। আপনি দু-একটা টিউটোরিয়াল দেখে মনে করলেন – আমি ১০০ ডলার ইনভেস্ট করে দৈনিক ১০০-২০০ ডলার লাভ করবো, তবে আপনার কপালে দুর্ভোগ অনিবার্য। লোভ না করে প্রথমে শিখে এরপর অল্প অল্প করে আয় করার চেষ্টা করুন, করতে পারবেন – ইনশা আল্লাহ।
লোভ মানুষকে ধ্বংস করে দেই।প্রত্যেকের ভিতরে লোভ রয়েছে।যে ব্যক্তি তার লোভকে সংযত করতে পারে সেই সফল হয়।আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে লোভের নেগেটিভ দিক বেশি।তারপর ও আমরা লোভ সামলাতে পারিনা।বার বার লোভের দিকেই ঝুকি।ফলে আমাদের আরো বেশি ক্ষতি হয়ে যায়।ফরেক্সের ক্ষেত্রে লোভটা আরও বেশি কন্ট্রোল করতে হবে।ফরেক্স অনেক লোভনীয় একটা ব্যবসা।এখানে অল্প পরিশ্রমে অনেক বেশি লাভ করা যায়।এই জন্য বেশিরভাগ লোক আরও বেশি লোভে পড়ে।দেখা যায় একটা ট্রেডে অনেক লাভ হওয়ার পরও ট্রেডটা ক্লোজ না করে রেখে দিই আরো বেশি লাভের জন্য।দেখা যায় একসময় এমন লস হয়ে গেছে যে একাউন্টই জিরো।এই লোভ পরিহার করে আমাদের ভালভাবে ফরেক্স শিখে নিয়ম মেনে ট্রেডিং করতে হবে তাহলে সফল হওয়া সহজ হবে ফরেক্স এ।
আমরা সবাই জানি অতি লোভে তাতি নষ্ট। লভ বিষয়টি সবার মধ্য কাজ করে, তবে অতিরিক্ত লোভ মোটেও ভাল না। আর ফরেক্স ব্যবসায় লোভ করছেন তো গেছেন। ফরেক্স ব্যবসায় করতে হলে আপনাকে অবশ্যই লোভ সংযত করতে হবে , তা না হলে লস ১০০%। তাই ফরেক্স ব্যবসায় এর অন্যতম প্রধান একটি গুন হচ্ছে লোভ না করা।
ফরেক্স মার্কেটে লোভ এর মোটেই কোন স্থান নেই। একটা কথা প্রচলিত আছে লোভে পাপ আর পাপে মৃত্যু। এখন পর্যন্ত ফরেক্স মার্কেটের যারা অতি লোভ করেছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ধ্বংস হয়েছে। ফরেক্স মার্কেটে লোভ করা মানে অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেডিং করা। যারা অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেডিং করে তারা ভাবে রিস্ক নিলে লাভ অনেক বেশি হবে কিন্তু তারা এই জিনিসটা চিন্তা করে না লস হলেও যে অনেক বেশি লস হবে। ফরেক্স মার্কেটে লাভ করতে হলে নিজের দক্ষতাকে বৃদ্ধি করে পরিমিত হারে ট্রেড করুন।
শুধু ফরেক্সে নয় যে কোন ব্যাবসাতেই অতি লোভ পতনের মুল হয় । আমি মনে করি লোভ ছাড়া মানুষ সফল হতে পারে না । তবে সে লোভ হতে হবে নিয়ন্ত্রিত । অতি লোভ আপনাকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে । তাই ফরেক্সে অেতি লোভ থেকে দুরে থাকতে হবে । এ পর্য্ন্ত যারা ফরেক্স থেকে ছিটকে পড়েছে তাদের কারন ছিল অতি লোভ করা । তাই ফরেক্সে অেতি লোভের কোন স্থান নেই ।
লোভ নিয়ে বিভিন্ন প্রবাদ আছে । যেমন: লোভে পাপ পাপে মৃত্যু ,অতি লোভে তাতী নষ্ট ইত্যাদি । কোন বিষয়ে অতি লোভ করা উচিৎ নয় । বিশেষ করে ফরেক্সে অতি লোভ করা একদম উচিৎ নয় । তাহলে আপনি সর্বস্য হারাতে পারেন । তাই ফরেক্সে লোভের কোন স্থান নেই ।
ফরেক্স আগে বুঝতে হবে যে ফরেক্স কি, কিভাবে এটা নিয়ত্রন করা হয়, আসলে ফরেক্স মানুষের কাছে লোভনীয় মার্কেট তাহাদের কাছ যাহারা ফরেক্স প্রফিশনা হিশাবে নিতে পারেনি, ফরেক্স যাহারা প্রফিশনাল হিসাবে নিয়েছে তাহারা কখনো লোভ করেনি, কেননা প্রফিশনাল ট্রেডাররা জানেন ফরেক্স লোভের কোন স্হান নাই, ফরেক্স লোভ মানে নিজের ধংস অনিবার্য্য।।
শুধু ফরেক্স কেন,পৃথিবীর কোন কাজেই লোভ করা ভাল না।হ্যাঁ, আমাদের চাহিদার কোন শেষ নেই।জীবনে স্বাচ্ছন্দ্যভাবে বেঁচে থাকতে গেলে অর্থের প্রয়োজন।যতটুকু লোভ করে আমি সামলিয়ে নিতে পারবো ঠিক ততটুকুই লোভ করা আমার জন্য সাজে।কিন্তু বেশি লোভ করা যাবে না।কথায় আছে,লোভে পাপ আর পাপে মৃত্যু। ফরেক্স করতে গিয়ে অনেকেই আছে যারা লোভের তাড়নায় পড়ে পুরো ব্যালেন্স টাই ইনভেস্ট করে দেয়।কিন্তু এটা ঠিক না।এতে হয়তো আপনি সাময়িকভাবে লাভবান হতে পারবেন কিন্তু পরবর্তীতে এটা আপনার সর্বনাশ ডেকে আনতে পারে।কাজেই ব্যবসা করতে আসার আগে লোভের মনমানসিকতা পরিবর্তন করে নিতে হবে।
ফরেক্সে লসের একটা বড় কারন হল লোভ,অথাৎ যারাই ফরেক্সে এসে লোভ করেছে তারাই ব্যালেন্স হারিয় নিশ্ব হয়ে গেছে,কারন যখন কেউ লোভ করে অধিক লাভের আশায় একের পর এক ট্রেড ওপেন করে তখনে সে ভুলে যায় যে তার ব্যারেন্স কি পরিমান ট্রেড অতিক্রম করতে পারবে,যার ফরে লস করে ব্যালেন্স শুন্য হয়ে যায়,তবে যারা লোভকে সামলে রেখে ফরেক্স করছে তারা সফল হয়েছে,তাই বলব আপনি সফল লোবকে নিয়ন্ত্রনে রেখে ধৈয ধারন করে কাজ করুন।
লোভ ফরেক্স এর সবচেয়ে বড় ক্ষতিকর দিক,ফরেক্স করতে হলে আপনাকে অব্যশই লোভ ত্যাগ করতে হবে অন্যথাই আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না,লোভ এর ফলেত।অনেক ট্রেডারগন ব্যালেন্স শূন্য করে ফেলেছেন,তাই ফরেক্স এ জইন করার পূর্বে নিজেদের লোভ নিয়ন্ত্রন করা উচিৎ।
লোভে পাপ আর পাপে মৃত্যু,ফরেক্স এমন একটা বিজিনেস প্লেস যেখানে লোভ করা আর নিজের বিপদ নিজে ডেকে আনা একি কথা,ফরেক্স এ লোভ করে বড় বড় লোট এ এন্ট্রি নিলে ব্যালেন্স শূন্য হবে,তাই ফরেক্স এ লোভ এর কোন স্থান নেই তাই লোভ ত্যাগ করে এই বিজিনেস এ জইন করতে হবে তাহলে সাফল্য পাবেন।
ফরেক্স ট্রেডিংয়ে লোভের পরিনতি সব সময় খারাপই হয়ে থাকে যারা যারা এখানে লোভ করেছে তারাই বড় ভাবে লসের কবলে পরে মার্কেট থেকে ঝরে পরেছে। লোভ এমন একটি বিষয় যা একজন ট্রেডারকে অধিক প্রফিট লাভ করার জন্য প্ররেচিত করে এবং যার ফলে ট্রেডার অতি লোভী হয়ে ট্রেডিং জ্ঞানের বাইরে গিয়ে মানিম্যানেজমেন্ট ে অগ্রাহ্য করে ট্রেড করতে উতসাহবোধ করে এবং একসময় মার্কেটে বড় ভাবে লস করে মার্কেট থেকে ঝরে পরে। তাই যারা ফরেক্স ট্রেডিং থেকে ভাল ভাবে সফলতার সাথে আয় করতে চান তাদেরকে বলব ভাল ভাবে ফরেক্স ট্রেডিং জ্ঞান অর্জন করুন এবং সব সময় সেই ট্রেডিং জ্ঞানের আলোকে ট্রেড করুন,কোন প্রকার লোভ-লালসা দ্বারা প্রভাবিত হয়ে ট্রেড করা থেকে সব সময় বিরত থাকুন।
কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু।লোভ মানুষের এমন একটি গুণ যা মানুষকে সব সময় ধ্বংসের দিকে নিয়ে যায়।লোভের কারণে মানুষ সবসময় বিপদে পড়ে।ফরেক্স ও এমন একটি ব্যবসা যেখানে লোভ করলে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।লোভের বশবর্তী হয়ে ওভার লটে ট্রেড করে অনেক ফরেক্স ট্রেডারই তাদের অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করে ফেলেছেন।এজন্য নিজের একাউন্ট কে নিরাপদ রাখতে সব সময়ই ট্রেডিং এ লোভকে বর্জন করতে হবে।
এই মার্কেটে লোভ তো দুরের কথা এনালাইসিস করেও অনেক সময়ে হিমশিম খেতে হয়। আমরা জানি ফরেক্স মার্কেট পরিবর্তন শীল। তাই এইখানে মানিমেনেজমান্ট অনেক অনেক গুরুর দিতে হয়। আর আপনি যদি রাতারাতি ধনি হতে চান এই মার্কেট থেকে তাহলে এটি আপনার জন্য পুজি হারানোর সম্ভাবনা ১০০% বাড়িয়ে দিবে। তাই আসুন লোভ কে ত্যাগ করে প্রফিট করে জাই নিয়মিত।
লোভ খুব ভয়ানক কাজ । পৃথিবীর কোন কাজে লোভ করা ঠিক নয় লোভ করলেন তো শেষ হলেন । আর কাথায় আসে লোভ করলেই ধ্বংস । ফরেক্স এ লোভের কোন স্থান নেই ফরেক্স এ আপনি যখনি লোভ করতে তখনই আপনার একাউন্ট জিরো হবার জন্য প্রস্তুুত । ফরেক্স এ না জেনে ট্রেড করে একাউন্ট জিরো করার চেয়ে লোভ করে একাউন্ট জিরো কারার সংখ্যা অনেক বেশী । তাই লোভ করা থেকে সাবধান । লোভ করলে পাপ হয় আর সেই পাপে ধ্বংস ।
কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু।লোভ মানুষ ধ্বংস করে দেয়।আর ফরেক্সে লোভের কোন স্থান নেই।ফরেক্স এ আপনি লোভ করলেই আপনি জিরো হয়ে যাবেন।ফরেক্স এ চলার প্রতিটি পদক্ষেপ আপনাকে হিসাব করে ফেলতে হবে।একটু ভুল হলেই কখন যে একাউন্টটা জিরো হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না।ফরেক্স এমনিতেই একটা প্রফিটেবল ব্যবসা।আপনি ধের্য ধরে ফরেক্স শিখে যদি ব্যবসা করতে পারেন ফরেক্স ই আপনাকে একদিন কোটিপতি বানিয়ে দিতে পারে।এজন্য ফরেক্স এ লোভ পরিহার করে ফরেক্স শিখে আপনি ব্যবসা করুন দেখবেন একসময় আপনার অবস্থা।আর যদি লোভ করেন ফরেক্স এ কিছুই করতে পারবেন না আপনি ধ্বংস হয়ে যাবেন।এজন্য লোভ পরিহার করে ফরেক্স করুন।
আমরা জানি কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু।লোভ মানুষ ধ্বংস করে দেয়।আর ফরেক্সে লোভের কোন স্থান নেই।ফরেক্স এ আপনি লোভ করলেই আপনি জিরো হয়ে যাবেন।ফরেক্স এ চলার প্রতিটি পদক্ষেপ আপনাকে হিসাব করে ফেলতে হবে।একটু ভুল হলেই কখন যে একাউন্টটা জিরো হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না।ফরেক্স এমনিতেই একটা প্রফিটেবল ব্যবসা।আপনি ধের্য ধরে ফরেক্স শিখে যদি ব্যবসা করতে পারেন ফরেক্স ই আপনাকে একদিন কোটিপতি বানিয়ে দিতে পারে।এজন্য ফরেক্স এ লোভ পরিহার করে ফরেক্স শিখে আপনি ব্যবসা করুন দেখবেন একসময় আপনার অবস্থা।আর যদি লোভ করেন ফরেক্স এ কিছুই করতে পারবেন না আপনি ধ্বংস হয়ে যাবেন।এজন্য লোভ পরিহার করে ফরেক্স করুন।
লোভ ফরেক্স ট্রেডিং জগতে আপনাকে মূহত্বের মধ্যেই সর্বশান্ত করে দিতে পারে ফরেক্স ট্রেডিংয়ে লোভ আপনাকে সব সময়ই অতিরিক্ত প্রফিট লাভের দিকে প্ররোচিত করতে থাকবে সাথে সাথে আপনাকে আপনার সকল ট্রেডিং কেৌশলকে অগ্রায্য করতে উদ্ভদ্য করবে আর যার ফলশ্রূতিতে আপনাকে তার মাশুল দিতে হতে পারে আপনার অ্যাকাউন্ট জিরো করনের মধ্য দিয়ে।
লোভ করলেন তো নিজের বিপদ নিজেই ডেকে আনলেন সবসময়ই আমরা এমন কথা শুনে আসলেই ব্যাপারটা সত্য আমরা অনেকেই আছি দ্রুত প্রফিট করতে চাই এতে করে নিজেরাই বিপদে পড়ে যাই ক্যাপিটাল হারিয়ে ফেলি একাউন্ট ঝুকিতে পড়ে যায় আমরা তখন নিজেকেই দোষ দি আর হতাশায় পড়ে থাকি তাই লোভকে কন্ট্রোল করতে হবে।
ফরেক্স ট্রেডিং এর জন্য লোভের কোন স্থান নেই । লোভ করবেন তো আমি ফরেক্স মার্কেটে বেশী সময় টিকে থাকতে পারবেন না ।বরং আপনি লোভের স্থানটা ধৈর্য্য কে দিন তাহলে তাহলে আপনার জন্য মঙ্গল জনক হবে । আপনি ফরেক্স ট্রেডিং েএ লোভ করবেন তো পতন নিশ্চিত ।
লোভের ফল হচ্ছে পতন। দ্রুত উপরে উঠতে গেলে পরে যাবার ভয় থাকে। ফরেক্স এ মানি ধীরে ধীরে গ্রো করতে হয়। একবারে সব আয় করে নিয়ে যাবো এমন মনোভাব শুধু ক্ষতির ই কারণ হতে পারে। লোভের কারণে ফরেক্স থেকে অনেকেরই বিদায় হয়েছে খারাপ অভিজ্ঞতা নিয়ে। তাই আমাদের আগে থেকেই সতর্ক হওয়া উচিত। বেশি আয় করার থেকে একাউন্ট সেফ রাখতে শিখুন দেখবেন আপনাআপনি মুনাফা চলে আসছে।
ফরেক্স এ লোভের কোন স্থান নেই আমার মতে যে ট্রেডার লোভ করবে তার পতন ঘটবে। সে এই মার্কেটে টিকে থাকতে পারবে না। একজন ভাল ট্রেডার সে লোভ করবে না। সে তার আয়ের উপর সে সন্তুুষ্ট থাকবে। এটা তার একটা গুন।
কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। সত্যি সত্যি মৃত্যু হতে পারে কম ইনভেস্টমেন্টের ট্রেডারের। কারণ লোভ করে বেশি লাভ নিতে গিয়ে একাউন্ট শূন্য হয়ে যেতে পারে। সেটা বেশি লট নেওয়ার জন্য হতে পারে, আবার বেশি পিপস অর্থাৎ টিপি নেওয়ার জন্যও হতে পারে। গুঁটি গুঁটি পায়ে এগিয়ে যাওয়াই ভাল, সময় বেশি লাগুক লক্ষ্যে পৌঁছাতে পারলেই হল।
আমার মনে হয় ফরেক্স এ সফলতার জন্য সবচেয়ে বড় একটি বাধা লোভ ।ফরেক্স এ সবাই সফল হতে পারেনা কারন এই লোভের কারনে।লোভ আপনাকে কখনো সফল হতে দিবেনা কারন লোভ করে আপনি যখন ট্রেড করবেন তখন আপনি খেয়াল ডলার এর দিকে আর চার্ট দিকে থাকবেনা।তাছাড়া লোভে পড়ে মানিম্যানেজমেন্ট এর নিয়ম ভঙ্গ করা হয় , যার ফলে বড় বড় লস হয়ে থাকে। তাই সবসময় লোভ কন্টোলে রাখার চেষ্টা করবেন।
বেশিরভাগ মানুষেরই অন্যতম বাজে একটা গুন হলো লোভ। লোভ মানুষ কে ধ্বংস করে দেয়। লোভি মানুষ কখনোই উন্নতি করতে পারেনা। লোভ জিনিস টা সবার মাঝে থাকে। কিন্তু সবাই নিয়ন্ত্রন করতে পারেনা। যারা পারে তারা গেইনার হয় আর যারা পারেনা তারা হয় লুজার। ফরেক্সে লোভ করলে টিকে থাকা সম্ভব নয় ।
আমার কাছে মনে হয় ফরেক্স মার্কেটে লোভ টাই হল সবচেয়ে বড় বাধা কারন ফরেক্স মার্কেটে অনেক লোক ঝড়ে যায় শুধু লোভের কারনে। অনেক মানুষ আছে যারা ফরেক্স মার্কেট নিয়ে কাজ করতে চায় কিন্তু তাদের মধ্যে একটা লোভ কাজ করে সব সময় যে কারনে তারা বেশি দিন ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না।তাই ফরেক্স মার্কেটে লোভ কে পরিহার করতে হবে।
আমার জানামতে ফরেক্সের সবচেয়ে বড় বাধা হলো লোভ। যদি কেউ লোভ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে ফরেক্সে সফল হওয়া সম্ভব।
আমাদের সকলের মধ্যে লোভের পরিমাণ রয়েছে তবে এটি অন্য স্তরে নিয়ে যাওয়া হয়, বিশেষত ফরেক্স ট্রেডিংয়ে এটি বিষাক্ত হয়ে যায়। লোভ হ'ল কারণটি কিছু ব্যবসায়ী খুব সহজেই তাদের অ্যাকাউন্টগুলি জ্বালিয়ে দেয়; যখন তারা একটি ওয়াইনিং ট্রেডে থাকে এবং বাজার তাদের দিক থেকে বিপরীত হয় তারা আশা করে যে বাণিজ্যটি তাদের পক্ষে ফিরে যাবে
লোভ খুবই খারাপ জিনিস। অতিরিক্ত লোভ মানুষের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে লোভকে নিয়ন্ত্রণে আনতে হবে। আপনি যদি লোভকে নিয়ন্ত্রণে আনতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে সফলতা পাবেন। কিন্তু আপনার যদি অতিরিক্ত লোভ থাকে তাহলে এখানে বেশিদিন টিকে থাকতে পারবেন না। ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখনই লোভের বশে বেশি প্রফিট এর আশায় অতিরিক্ত লট নিয়ে ট্রেড করবেন ওই পজিশন থেকে মার্কেট অতিরিক্ত বিপরীতে গেলে আপনার ব্যালেন্স শুন্য হয়েও যেতে পারে। তাহলে লোভ এর পরিণতি ফরেক্স মার্কেটে কতটা ভয়াবহ সেটা বুঝতেই পারছেন। তাই লোভের কোন স্থান ফরেক্স মার্কেটে স্থান নেই।
পরামর্শটি সহজ তবে ভাসমান বিয়োগের মুখোমুখি হওয়া প্রশান্তি বোধ করে, এমন বাণিজ্য চালানোর ক্ষেত্রে সহজ চিন্তা করুন যা আমরা বিভিন্ন সমস্যার দ্বারা খুব বেশি বোঝা চাপাই না। আমি প্রথম পর্যায়ে পর্যবেক্ষণ করছি, আপনার স্বাস্থ্য বজায় রাখা উচিত এবং ইতিমধ্যে ক্লান্ত বোধ করা বা রাতে বিশ্রাম নিতে পারলে নিজেকে বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য চাপ দেবেন না। শরীরের অবস্থা বজায় রাখা টাটকা থাকে গুরুত্বপূর্ণ, বাজারের গতিবিধিতে ফোকাস রাখতে মন এবং একাগ্রতা রাখতে দরকারী।
প্রত্যেক তা মানুষের মাঝেই লোভ জিনিস টা আছে। কিন্তু এই লোভ কে যে নিয়ন্ত্রন করতে পারে সেই সফল হয়। একটা কথা প্রচলিত আছে লোভে পাপ পাপে মৃত্যু। এখন কেউ যদি ফরেক্সে এসে লোভ নিয়ন্ত্রন করতে না পারে তবে তাকে পস্তাতে হবে। লোভ কে সবসময় নিয়ন্ত্রনের মধ্যে রেখে ট্রেড করতে হবে। ফরেক্সে লোভ করতে গেলে বড় ধরনের লস খাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়।
সারাহ ও আল্লাহকে লোভী আচরণ করা উচিত নয় যদি আমরা লোভী হয়ে থাকি তবে আমরা কখনই সাফল্য পাব না যাতে এর দ্বারা প্রলোভিত হবেন না। সফল হতে একজনকেও কঠোর পরিশ্রম করতে হবে।যদি কেউ সফল হতে চায় তবে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যদি প্রলুব্ধ হন তবে আপনি কখনও সাফল্য পাবেন না, সুতরাং আপনি কখনও প্রলোভিত হবেন না, যিনি কখনও প্রলুব্ধ হননি। খড়
সত্যি ফরেক্স এ লোভের কোন স্থান নেই আমার মতে যে ট্রেডার লোভ করবে তার পতন ঘটবে। সে এই মার্কেটে টিকে থাকতে পারবে না। একজন ভাল ট্রেডার সে লোভ করবে না। সে তার আয়ের উপর সে সন্তুুষ্ট থাকবে। এটা তার একটা গুন।
সত্যি ফরেক্স এ লোভের কোন স্থান নেই আমার মতে যে ট্রেডার লোভ করবে তার পতন ঘটবে। সে এই মার্কেটে টিকে থাকতে পারবে না। একজন ভাল ট্রেডার সে লোভ করবে না। সে তার আয়ের উপর সে সন্তুুষ্ট থাকবে। এটা তার একটা গুন।
ফরেক্স এ লোভের কোন স্থান নেই.অবশ্যই আগে তার লোভকে নিয়ন্ত্রন করতে হবে ।ফরেক্সে অনেক সফল ট্রেডার দেখেছি যাদের মধ্যে অনেকেই ছিল আমাদের ফরেক্স শেখার ক্ষেত্রে অনুপ্রেরোনা। যদি আপনার লোভকে সাম্লিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন।
একদম ঠিক কথা বলেছেন, অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয় । ফরেক্স হল একটি উন্মুক্ত এবং সহজ ব্যবসা যেখানে মানুষ খুব অল্পতেই বেশি ইনকাম করার সুযোগ পায় কিন্তু অবশ্যই সেক্ষেত্রে লোভটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে । লোভের বশীভূত হয়ে উল্টাপাল্টা ট্রেড করলে লাভের পরিবর্তে লস করতে হবে এবং ফরেক্স মার্কেট এ কখনোই সফল ট্রেডার হতে পারা যাবে না । এছাড়া অতিরিক্ত লোভ করলে আপনি ফরেক্স মার্কেট এ বেশি দিন টিকে ও থাকতে পারবেন না ।
প্রতিটি মানুষের মধ্যে একটি উদাসীন জিনিস আছে। যাই হোক না কেন, যে ব্যক্তি এই লোভকে নিয়ন্ত্রণ করতে পারে সে সফল হয়। একটি সাধারণ প্রবাদ আছে যে ভ্রোটিসিটি পাপ এবং পাশ কাটা পাপ is বর্তমানে অফার সুযোগে যে কেউ বৈদেশিক মুদ্রার কাছে আসে এবং ভোরাসটি নিয়ন্ত্রণ করতে পারে না, সেই মুহুর্তে তাকে ক্ষমা চাইতে হবে। লোভের দ্বারা আপনাকে প্রভাবিত করে ভারী বিনিময় করতে হবে। আপনি বৈদেশিক মুদ্রার উপর অসভ্য যে অফ চান্সে, অসংখ্য ব্যর্থতা খাওয়ার সম্ভাবনা প্রসারিত হয়।
ফরেক্স মার্কেট থেকে আপনি অনেক টাকা আয় কোরতে পারবেন তাই বলে আপনি ফরেক্স মার্কেট এ লোভ করবেন এটা কিন্তু আপনার জন্য ভালো নই। ফরেক্স মার্কেট এর মুল কাজ হচ্ছে ফরেক্স মার্কেট থেকে আপনার লভকে দুরকরা। আপনি যদি আপনার লোভকে সাম্লিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হলে বা ফরেক্স মার্কেট এ লোভ এর কোন স্থান নেই ।
ফরেক্স মাধ্যমে ধৈর্যের বিকল্প নেই। অধিক লোভ এই মাধ্যমে ক্ষতির সম্ভাবনাই বেশি। এক্ষেত্রে ধৈর্য ধারণ করে দক্ষতার সাথে কাজ করার বিশেষ প্রয়োজন রয়েছে। তাহলে সফলতা নিশ্চিত এই ফরেক্স মাধ্যমে। লোভ মানুষকে ক্ষতির দিকে ধাবিত করে। এক্ষেত্রে লোভ কে নিয়ন্ত্রণ করতে হবে.... ধন্যবাদ।